মহুয়া, তোমার ব্লগ দেখতে সবাই কেনো এত ভালোবাসে ...সেটা কি তুমি জানো? অসাধারণ কে আমরা সবাই অসাধারণ বলি এটা খুব স্বাভাবিক। কিন্তু তুমি অতি সাধারণ জিনিস কে তোমার বাচনভঙ্গি, ব্যক্তিত্ব দিয়ে এমন অসাধারণ করে তোলো যা আমাদের সবাইকে মুগ্ধ করে❤❤👍👍
আমি বাংলাদেশী।আমার মা চিকিৎসার জন্য আজ মাসখানি হলো ইন্ডিয়ার ভেলুড়ে আছে। খুব মনে পড়ে মাকে।আজ কত দিন হলো মাকে দেখি না ।সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করবেন যেন সে সুস্থ হয়ে দেশে ফিরতে পারে আমার কাছে।
এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। কত যত্ন করে মাসিমা, পান্তা ভাত টা তৈরি করেছেন। খুব খুব ভালো লাগলো, প্রবাসের মাটিতে, দেশের মতো বসে পান্তা ভাত খাওয়াটা। অসাধারণ। খুব ভালো থাকবেন মাসিমা, মহুয়া খুব খুব ভালো,ওর Blog খুব ভালো লাগে, অপেক্ষায় থাকি, নতুন Blog এর। প্রবাসী হয়ে ও নিজের দেশের সন্মান সবসময় বজায় রাখে, খুব বড় মনের মানুষ মহুয়া।
মায়েরা কেন এত ভালো হয়? কেন সবার থেকে আলাদা হয়? মায়ের থেকে দূরে গেলে যেন আরো বেশি মনে হয় এসব। এই ভ্লগটা দেখে কি যে শান্তি হল। পৃথিবীর সব মায়েরা যেন ভালো থাকে,সুস্থ থাকে। ❤
তোমার এত জনপ্রিয়তার প্রধান কারণ যে ,তুমি দিদি ছোটো ছোটো জিনিস এর মধ্যে অসম্ভব আনন্দ খুঁজে পাও ❤।অনেক ভালবাসা আর শুভেচ্ছা রইলো দেশের এই ছোট ভাইয়ের তরফ থেকে। 🙂
খুব ভালো লাগলো তোমাদের মা মেয়ের একসাথে পান্তা খাওয়ার যুগলবন্দী দেখতে। সত্যি ই একেই বলে মা বাক্যটা ছোট হলেও এই ডাকটার আলাদা বৈশিষ্ট্য আছে।কবে তুমি খেতে চেয়েছিলে তিনি ঠিক মনে রেখেছেন। চোখ জুড়িয়ে গেল। মায়ের কোন বিকল্প হয়না।"অতল অপার মাতৃস্নেহ পারাবার।"ভালো থেকো সবাই❤❤❤❤❤
মা এর সাথে এই প্রাণ খুলে গল্প হাসি চোখে জল এনে দিলো 🥺, থাম্বনেলটা দেখেই তো খিদে পেয়ে গেলো গো , একাকিত্ব জীবনে এই স্মৃতি গুলোই হবে তোমার খুশির কারণ.......❤
মহুয়াদি যেভাবে মাসিমার পান্তা ভাতের জল খাওয়াটা দেখে জলটা খেলো কি ভালো লাগলো কি মিষ্টি সম্পর্ক সন্তানরাএভাবে মায়ের কাছে চিরকাল ছোটো ই থাকে এই সুন্দর ব্লগটি মন ভরিয়ে দিল ❤❤❤
কি সুন্দর আজকের ভ্লগটা। আমিতো শ্বশুর বাড়ি তে থাকি। তাই মা কে ভীষণ মিস্ করি। খুব মনে পড়ে আমাদের একসাথে কমলা লেবু খাওয়া। আমার গায়ের বালাপোস প্রতি মুহূর্তে ঠিক করে দিত মা। ভালো থেকো দিদি তোমরা।
দিদি আমি বাংলাদেশ থেকে বলছি আমি ঢাকা থাকি আমি যখন বাবার বাড়ি তে যেতাম তখন এই পান্তা ভাত, কচুর শাক এই গুলোই খেতে চাইতাম আমার মা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে তাই আপনি আর আপনার মায়ের এই ভিডিও টা আমার মন ছুয়ে গেলো দিদি।
কি ভালো একটা পরিবারের বন্ধন তোমাদের দেখলেই মন ভালো হয়ে যায় , তোমার মধ্যে একটা মানুষকে ভালো রাখার অদ্ভুত ক্ষমতা রয়েছে জানো ,, প্রতিদিন অপেক্ষা করে থাকি তোমার এই সুন্দর মুহূর্ত গুলো দেখার জন্য আর তোমার থেকে অনেক ভালো কিছু শেখার জন্য এরমি থেকো দিদি খুব ভালো থাকো খুব ভালো থাকো অনেক অনেক ভালোবাসা ❤
একেই বলে মায়ের ভালোবাসা, এই ছোটখাটো নানারকমের জিনিস আমাদের মনের ভেতরের ফিলিংস এটা মা ছাড়া কেউ আর বোঝেনা। এই পান্তা ভাত খাওয়া বা যেকোনো আবদারের জিনিস সেটা মা রাই একমাত্র মনে রেখে আমাদের আগলে খাওয়ায়। মা ছাড়া আর কেউ এসব মনে রাখেনা এই গোটা পৃথিবীতে আমরা কি চাই আমরা কি ভালোবাসি। সেইজন্য মা একমাত্র মা ই হয়। ❤ তোমাদের দুজনকে দেখে দিদি আমার চোখে জল চলে এসেছে। আমার মা ও দীর্ঘদিন আমার কাছে এসে থাকতে পারে না, তাই তোমার আর মাসিমার এই অভূতপূর্ব সুন্দর মুহূর্তটা দেখে নিজের চোখের জলের বাঁধ মানাতে পারলাম না। খুব ভালো থেকো তোমরা, ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা ❤️🙏🏻🙏🏻 খুব সাধারন কিন্তু দারুন একটা ভিডিও দেখলাম আজকে।🥰
আপনার ভিডিও দেখে আমার পান্তা ভাত খেতে এখন ইচ্ছে করছে বাড়িতে সব রান্না হয়ে গেছে আমি এখনই গিয়ে দুটো পেঁয়াজি ভাজবো আলু সেদ্ধ মাখবো ডিমের অমলেট করবো দিয়ে পান্তা ভাত খাব গরম ভাতের জল ঢেলে ঠান্ডা করে পান্তা ভাত করে আমি এখন পান্তা ভাত খাব আপনার দেখে আমার যে ইচ্ছে হলো বাড়িতে চিকেন হয়েছে মাছ হয়েছে ওগুলো একটাও আমি ছোবো না আমি এখন বাড়িতে গিয়ে পান্তা ভাত খাব😁😁
তোমার ব্লগ দেখতে খুব ভালোলাগে মহুয়া দি। ❤ পৃথিবীর প্রত্যেক মা মেয়ের জন্য ঠিক এরকমই মিষ্টি মধুর সম্পর্ক আজীবন অটুট থাকে। ❤ পান্তা ভাত খেতে তো সবার খুব ভালো লাগে। দেশে যে প্রান্তেই থাকুন না কেন পান্তা ভাতের প্রতি প্রেম কিন্তু বাঙালি মনে সারা জীবন থেকে যাবে। ❤ খুব ভালো থেকো সুস্থ থেকো। ❤
মাকে বহুবছর হলো হারিয়েছি, আজ তোমাদের মা মেয়ের একসঙ্গে বসে খাওয়া দেখতে দেখতে একাধারে মহুয়া তোমাকে খুব হিংসা হচ্ছিল, আবার একাধারে চোখটা জলে ভিজে যাচ্ছিল....এরকম করে বহুবছর মায়ের আদর খাও এই প্রার্থনা করি❤❤
পান্ত ভাত খেতে কে না ভালো বাসে।কিন্তু অদ্ভুত ব্যাপার তুমি বিদেশে থেকে এত সুন্দর করে খাওয়ায় পরিবেশ তৈরি করেছো এটা আমরা দেখে মন খুশি হয়ে গেছে ।তুমি এত সুন্দর করে ব্লগ করতে থাকো দিদি ।
পান্তা ভাত দারুন খেতে সেটা যদি হয় মায়ের হাতে। তোমাদের দুজনকে একসাথে গল্প করতে দেখে নিজের মায়ের কথা মনে পড়ে গেল। খুব ভালো থেকো এইভাবে মা ও মেয়ে ❤❤❤❤
আমরা বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন পান্তা ভাতের প্রতি প্রেমটা মনে হয় সবার থাকে, আমি আর আমার মা ঠিক এমন করেই দুজনে মিলে বসে পান্তা ভাত খেতাম, আমার বাবা খেত না আমার মা আজ 4 বছর হলো মারা গেছে, তোমাদের দেখে ভীষণ মনে পড়ল মার সাথে কাটানো পান্তা ভাত নিয়ে স্মৃতি
অসাধারণ অসাধারণ অসাধারণ একটি ভিডিও দেখলাম। খুব ভালো লাগলো যেমন তেমনি চোখে জল চলে আসলো। আমার মাকে খুব মনে পড়ছিলো। আমার মা মারা গেছে আজ উনিশ বছর হয়ে গেল। তবুও সবসময় মনে পড়ে খুব। তোমরা সবাই খুব ভালো থেকো।
সত্যি মহুয়া তুমি খুব ভাগ্যবতী যে মায়ের এত যত্ন ও ভালোবাসা পাচ্ছ...মায়েরা এরকম হয় মেয়ের মনের কথা বোঝে...আমার মাও এরকম ছিলো...এখনো আছে কিন্তু অসুস্থতার জন্য কিছু করে উঠতে পারেনা...এই ব্লগ দেখে মনটা অতীতের পিছনে চলে গেলো....ভালো থাকুক প্রতিটা মা মেয়ের এই নিঃস্বার্থ ভালোবাসা
এই ভিডিওটা আমার সব থেকে সেরা লেগেছে 😊 এক মুহূর্তের জন্য আমি আমার দেশের বাড়িতে থাকা হারিয়ে যাওয়া শৈশবের কথা মনে পড়ে গেল, ঠিক শীতকালে এইরকম মা ঠাকুমার সাথে দুপুরে ভাত খেতাম
ঠিক কথাই বলেছো দিদি পান্তাভাত একমাত্র মা ই খাওয়া তে পারে।। তোমাদের দেখে আমার ও মায়ের কাছে পান্তা খাবার কথা মনে পড়ছে।।।এই বছর আমার আর পান্তা খাওয়া হলো না।
Maa emon e hoy. meye k tar sobcheye pochonder khaowar ready kore mukher samne dhore. R apnader mukher ei “পান্তভাত” kotha ta sune original medinipurer manus ta sposto fute uthlo. Nahole to sobai ekhon “পান্তাভাত” e convert hoye geche. onek valobasa ❤❤❤ Medinipur theke❤
কি সুন্দর মুহূর্ত...এই video দেখে আমি খুব মিস করছি মাকে....মা আজ অনেক ta অসুস্থ...রান্না করতে পারে অল্প...এত সুন্দর করে মা বোধহয় আমাকে আর কোনোদিন খেতে দিতে পারবে না....আজ অনুভব হল এই দিনগুলো হয়তো জীবন থেকে হারিয়ে গেছে...কিন্তু তোমরা সারাজীবন এরকম থাকো ❤
পৃথিবীর প্রত্যেক মা মেয়ের যেনো ঠিক এরকমই মিষ্টি মধুর সম্পর্ক আজীবন অটুট থাকে ❤...
Sotti tai
হ্যাঁ, ঠিক সত্যি তাই
I wish
মহুয়া, তোমার ব্লগ দেখতে সবাই কেনো এত ভালোবাসে ...সেটা কি তুমি জানো? অসাধারণ কে আমরা সবাই অসাধারণ বলি এটা খুব স্বাভাবিক। কিন্তু তুমি অতি সাধারণ জিনিস কে তোমার বাচনভঙ্গি, ব্যক্তিত্ব দিয়ে এমন অসাধারণ করে তোলো যা আমাদের সবাইকে মুগ্ধ করে❤❤👍👍
Sotti tai
সত্যি মহুয়াদির ব্লগ এই জন্যই খুব ভালো লাগে ।
Sotti, ak nesher moto
Ekdom thik kotha.
আহা মনে হচ্ছিল ছুটে গিয়ে পাশে বসে পড়ি।
আমি বাংলাদেশী।আমার মা চিকিৎসার জন্য আজ মাসখানি হলো ইন্ডিয়ার ভেলুড়ে আছে। খুব মনে পড়ে মাকে।আজ কত দিন হলো মাকে দেখি না ।সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করবেন যেন সে সুস্থ হয়ে দেশে ফিরতে পারে আমার কাছে।
অনেক অনেক শুভকামনা রইলো...
Fee Amanillah
অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন। ঈশ্বরের চরণে প্রার্থনা জানাই। চিন্তা করবেন না।
Nischoi khub taratari sustho hoye Tomar ma Tomader ghore firbe
অনেক শুভ কামনা রইলো
"ভালো মন্দ তো সবাই খাওয়ায়, পান্তা ভাত একমাত্র মা খাওয়াতে পারে"
হাসতে হাসতে বড়ো দামি কথা বললেন দিদি ❤
এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। কত যত্ন করে মাসিমা, পান্তা ভাত টা তৈরি করেছেন। খুব খুব ভালো লাগলো, প্রবাসের মাটিতে, দেশের মতো বসে পান্তা ভাত খাওয়াটা। অসাধারণ। খুব ভালো থাকবেন মাসিমা, মহুয়া খুব খুব ভালো,ওর Blog খুব ভালো লাগে, অপেক্ষায় থাকি, নতুন Blog এর। প্রবাসী হয়ে ও নিজের দেশের সন্মান সবসময় বজায় রাখে, খুব বড় মনের মানুষ মহুয়া।
এ জগতে সবথেকে সুখী সে যার কাছে মা আছে ❤️
2nd nov maa k hariye ei kotha ta valo moto ter pachhi
Theek katha
মায়েরা কেন এত ভালো হয়? কেন সবার থেকে আলাদা হয়? মায়ের থেকে দূরে গেলে যেন আরো বেশি মনে হয় এসব। এই ভ্লগটা দেখে কি যে শান্তি হল। পৃথিবীর সব মায়েরা যেন ভালো থাকে,সুস্থ থাকে। ❤
Stti❤
Ekdom thik kotha bolecho bon ❤
কি শান্তিই না লাগছে মা মেয়েকে একসাথে পান্তা ভাত খেতে!
চোখ, মন জুড়িয়ে গেল।
❤
ঠিক বলেছেন
পানতু না পানতা
Panta ba panto
সত্যি ,মা ছাড়া সন্তানের মনকে কেউ বুঝতে পারেনা। মায়ের অভাব প্রতি মূহুর্তে অনুভব করি। তোমাদের দেখে মন জুড়িয়ে গেল।❤
সেই ছোট্ট বেলায় মা কে হারিয়েছি।
তোমাদের মা মেয়ের ভালবাসা দেখে খুব ভাল লাগে।
দেশের যেই প্রান্তে থাকো না কেন পান্তা ভাতের প্রতি প্রেম কিন্তু বাঙালির মনে সারাজীবন থেকেই যাবে ❤❤❤❤
একদম
Ekdom❤
Thik .khai majhe moddhei kintu oi j chop dia alumakha oi swad ta kothay pabo 😢
Kintu seta gorom kale
ঠিক কথা
মা পৃথিবীর একমাত্র যে সন্তানের সব ইচ্ছে পূরন করে❤❤
Sobai eto lucky hoye na... 😢
Jamon ami
Sotti ❤
Asadharon
Akdm thik bolechen ❤
মহুয়াদির ব্লগ মানেই স্বদেশের স্বাদ বিদেশে ফিরে পাওয়া❤
আড়ম্বরহীন ছিমছাম সাদামাটা জমাটিয়া সুন্দর ব্লগ❤
Akdok tik boleche,
দারুন বলেছেন
তোমার এত জনপ্রিয়তার প্রধান কারণ যে ,তুমি দিদি ছোটো ছোটো জিনিস এর মধ্যে অসম্ভব আনন্দ খুঁজে পাও ❤।অনেক ভালবাসা আর শুভেচ্ছা রইলো দেশের এই ছোট ভাইয়ের তরফ থেকে। 🙂
মা, মেয়ে কে এভাবে পান্তা খেয়ে দেখে মন ভরে গেলো..❤
সত্যি মা এর বিকল্প নেই।
আমাদের মেদিনীপুরের পান্তা ভাত খাওয়ার ধরন......যুগ যুগ জিও....
মহুয়া,খুব ভাল লাগল।
Khub valo lagche ❤
মা ও মেয়ের পান্তা ভাতের আড্ডা টা দারুন 👍 তবে মা সাথে থাকলে সব খাবার ই অমৃত লাগে
মা মেয়ে র পান্তা ভাত অপূর্ব
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 🥰
খুব ভালো লাগলো তোমাদের মা মেয়ের একসাথে পান্তা খাওয়ার যুগলবন্দী দেখতে। সত্যি ই একেই বলে মা বাক্যটা ছোট হলেও এই ডাকটার আলাদা বৈশিষ্ট্য আছে।কবে তুমি খেতে চেয়েছিলে তিনি ঠিক মনে রেখেছেন। চোখ জুড়িয়ে গেল। মায়ের কোন বিকল্প হয়না।"অতল অপার মাতৃস্নেহ পারাবার।"ভালো থেকো সবাই❤❤❤❤❤
মন ভোরে গেল... মা মেয়ের এই আড্ডা দেখে চোখে জল চলে এল।
নিঃস্বার্থ ভালোবাসার আধার মা❤। তার মতো যে কেউ হয় না , ভীষণ ভালো লাগছে। ❤❤❤
মা এর সাথে এই প্রাণ খুলে গল্প হাসি চোখে জল এনে দিলো 🥺, থাম্বনেলটা দেখেই তো খিদে পেয়ে গেলো গো , একাকিত্ব জীবনে এই স্মৃতি গুলোই হবে তোমার খুশির কারণ.......❤
একদমই ঠিক কথা বলেছেন আপনি
আমার মা নেই খুব miss kori, আপনার এই পোস্ট টা দেখে খুব কাদলাম 😢😢😢,মা কে খুব ভালোবাসুন মা ear কোনো বিকল্প নেই।
আমি ও খুব কাঁদলাম,😢 আমার মা , বাবা, কেউ নেই 😢😢😢😢
😢😢😢😢😢😢. I miss u maa
আমার ও মা নেই, দেখে নিজের মা এর কথা ভীষণ মনে পড়ছিলো, কাঁদছিলাম খুব
মহুয়াদি যেভাবে মাসিমার পান্তা ভাতের জল খাওয়াটা দেখে জলটা খেলো কি ভালো লাগলো কি মিষ্টি সম্পর্ক সন্তানরাএভাবে মায়ের কাছে চিরকাল ছোটো ই থাকে এই সুন্দর ব্লগটি মন ভরিয়ে দিল ❤❤❤
মা মেয়ের কি অসাধারণ বন্ধন। সেই কোন ছোটবেলায় মা কে হারিয়েছি। চোখ ভরে এই দৃশ্য দেখতে দেখতে আনন্দে চোখে জল চলে এল।
কি সুন্দর আজকের ভ্লগটা। আমিতো শ্বশুর বাড়ি তে থাকি। তাই মা কে ভীষণ মিস্ করি। খুব মনে পড়ে আমাদের একসাথে কমলা লেবু খাওয়া। আমার গায়ের বালাপোস প্রতি মুহূর্তে ঠিক করে দিত মা। ভালো থেকো দিদি তোমরা।
দিদি আমি বাংলাদেশ থেকে বলছি আমি ঢাকা থাকি আমি যখন বাবার বাড়ি তে যেতাম তখন এই পান্তা ভাত, কচুর শাক এই গুলোই খেতে চাইতাম আমার মা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে তাই আপনি আর আপনার মায়ের এই ভিডিও টা আমার মন ছুয়ে গেলো দিদি।
কি ভালো একটা পরিবারের বন্ধন তোমাদের দেখলেই মন ভালো হয়ে যায় , তোমার মধ্যে একটা মানুষকে ভালো রাখার অদ্ভুত ক্ষমতা রয়েছে জানো ,, প্রতিদিন অপেক্ষা করে থাকি তোমার এই সুন্দর মুহূর্ত গুলো দেখার জন্য আর তোমার থেকে অনেক ভালো কিছু শেখার জন্য এরমি থেকো দিদি খুব ভালো থাকো খুব ভালো থাকো অনেক অনেক ভালোবাসা ❤
একদিন পোস্তো বাটা দিয়ে খেয়ে দেখতে হবে তো। খুব ভালো লাগলো আপনাদের খাওয়া
আজকের ভিডিও টা অসাধারন ।আমেরিকাতে বসে পান্তা ভাত।কত টা মাটির মানুষ দিদি আপনি।
একেই বলে মায়ের ভালোবাসা, এই ছোটখাটো নানারকমের জিনিস আমাদের মনের ভেতরের ফিলিংস এটা মা ছাড়া কেউ আর বোঝেনা। এই পান্তা ভাত খাওয়া বা যেকোনো আবদারের জিনিস সেটা মা রাই একমাত্র মনে রেখে আমাদের আগলে খাওয়ায়। মা ছাড়া আর কেউ এসব মনে রাখেনা এই গোটা পৃথিবীতে আমরা কি চাই আমরা কি ভালোবাসি। সেইজন্য মা একমাত্র মা ই হয়। ❤ তোমাদের দুজনকে দেখে দিদি আমার চোখে জল চলে এসেছে। আমার মা ও দীর্ঘদিন আমার কাছে এসে থাকতে পারে না, তাই তোমার আর মাসিমার এই অভূতপূর্ব সুন্দর মুহূর্তটা দেখে নিজের চোখের জলের বাঁধ মানাতে পারলাম না। খুব ভালো থেকো তোমরা, ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা ❤️🙏🏻🙏🏻 খুব সাধারন কিন্তু দারুন একটা ভিডিও দেখলাম আজকে।🥰
আপনার ভিডিও দেখে আমার পান্তা ভাত খেতে এখন ইচ্ছে করছে বাড়িতে সব রান্না হয়ে গেছে আমি এখনই গিয়ে দুটো পেঁয়াজি ভাজবো আলু সেদ্ধ মাখবো ডিমের অমলেট করবো দিয়ে পান্তা ভাত খাব গরম ভাতের জল ঢেলে ঠান্ডা করে পান্তা ভাত করে আমি এখন পান্তা ভাত খাব আপনার দেখে আমার যে ইচ্ছে হলো বাড়িতে চিকেন হয়েছে মাছ হয়েছে ওগুলো একটাও আমি ছোবো না আমি এখন বাড়িতে গিয়ে পান্তা ভাত খাব😁😁
পান্তা, দারুণ দারুণ। আমারও খুব পছন্দের খাবার। এখন কলকাতায় যা গরম পরে তাতে পান্তা একমাত্র নিরাপদ খাবার। পেট ও মন সব শান্ত থাকবে।
এই পৃথিবীতে যার মা আছে সে সব থেকে সুখী তোমরা ভালো থেকো
ব্লগ দেখে ক্ষিদে পেয়ে গেল, খুব ভালো লাগলো তোমার পান্তা ভাত এর আয়োজন, ভালো থেকো তোমরা সবাই
Apurbo drisya..U.S.A te Bose maa..Meyer panta khawa..sotti mon Khushi hoe gelo..❤❤❤❤❤❤❤
এই মা মেয়ের গল্প শুনলে মন একদম ভরে যায় ❤
মা ও মেয়ের এই মুহূর্ত দেখে মন ভরে গেলো এক দম মন থেকে বলছি দিদি ❤❤
🎉কবে ছোটবেলায় খেয়েছি এভাবে দারুন লাগল্ পান্তার পিকনিক
অপূর্ব সুন্দর লাগল। আমেরিকায় বসেও পান্তা ভাত। সত্যিই তুলনাহীন।
তোমার ব্লগ দেখতে খুব ভালোলাগে মহুয়া দি। ❤ পৃথিবীর প্রত্যেক মা মেয়ের জন্য ঠিক এরকমই মিষ্টি মধুর সম্পর্ক আজীবন অটুট থাকে। ❤ পান্তা ভাত খেতে তো সবার খুব ভালো লাগে। দেশে যে প্রান্তেই থাকুন না কেন পান্তা ভাতের প্রতি প্রেম কিন্তু বাঙালি মনে সারা জীবন থেকে যাবে। ❤ খুব ভালো থেকো সুস্থ থেকো। ❤
মাকে বহুবছর হলো হারিয়েছি, আজ তোমাদের মা মেয়ের একসঙ্গে বসে খাওয়া দেখতে দেখতে একাধারে মহুয়া তোমাকে খুব হিংসা হচ্ছিল, আবার একাধারে চোখটা জলে ভিজে যাচ্ছিল....এরকম করে বহুবছর মায়ের আদর খাও এই প্রার্থনা করি❤❤
আহারে কতোদিন পান্তা খাইনা। বড্ড ভালো লাগলো পান্তা খাওয়া দেখে।
মহুয়া তোমার এই ভিডিওটি ২০০/১০০ নম্বর পাওয়ার যোগ্য।
মা-মেয়ে এইভাবেই ভালো থেকো তোমরা ❤❤
একদম ঠিক ছোলা র ছাতু দিয়ে দারুন লাগে।একেই বলে না ড়ীর টান । মা সি মার মনের আশা পূরণ হলো, তোমার ও হলো।
আমার ও পান্তা ভাত খেতে খুব ভাল লাগে,
আর মেদিনীপুরে আমাদের বাড়ি ,ওখানে সবাই পান্তা খায়,আমি কলকাতায় তাই খাওয়া হয়না ।
মা মেয়ের এই সুন্দর মুহূর্তটা দেখে চোখ জুড়িয়ে গেলো।
আজ খুব তারাতারি আসলাম ভিডিও দেখবো বলে আসলাম আর এসেই আগে লাইক তারপর ভিডিও দেখা শুরু ।
অমৃত পান্তা ভাত, তা আবার আমরা মেদিনীপুর বাসী। দিদি অসাধারণ👏✊👍❤❤❤❤❤❤❤❤❤
মনের অজান্তেই ভিডিওটা দেখে চোখে পানি চলে আসলো।আপনাদের মা মেয়ের গল্প দেখে নিজের মাটাকে বড্ড মিস করছি 😢😢😢
ঠিক কথা পান্তার সাথে একটু মুড়ি দিয়ে খেলে সেটাও দারুণ লাগে।
আমারও দারুণ লাগে পান্তা।❤❤
সত্যিই অসাধারণ ❤
পান্ত ভাত খেতে কে না ভালো বাসে।কিন্তু অদ্ভুত ব্যাপার তুমি বিদেশে থেকে এত সুন্দর করে খাওয়ায় পরিবেশ তৈরি করেছো এটা আমরা দেখে মন খুশি হয়ে গেছে ।তুমি এত সুন্দর করে ব্লগ করতে থাকো দিদি ।
পান্তা ভাত দারুন খেতে সেটা যদি হয় মায়ের হাতে। তোমাদের দুজনকে একসাথে গল্প করতে দেখে নিজের মায়ের কথা মনে পড়ে গেল। খুব ভালো থেকো এইভাবে মা ও মেয়ে ❤❤❤❤
ভীষণ ভালো লাগলো। মা মেয়ের সম্পর্ক সত্যিই, অসামান্য। মায়ের মতো ভালো কেউ বাসতে পারে না।
আমি ভিডিও টা দেখছিলাম কিন্তু তোমাদেরকে দেখে এত লোভ লাগলো ভিডিও বন্ধ করে দুটো পান্তা ভাত খেয়ে এসে আবার ভিডিওটা দেখতে বসেছি😊
পৃথিবীর সব মা মেয়ের সম্পর্ক যেন এমন ভালোবাসায় ভরে উঠে❤❤❤❤
অসাধারণ খাবার খেলে মায়ের হাতে অন্যান্য কোনো খাবারের সঙ্গে তুলনা হয়না তাও আবার মায়ের হাতে।❤❤❤❤
আপনি এত down to earth! কি ভালবেসে পান্তা ভাত খেলেন। খুব ভাল লাগল।
খুব ভালো লাগলো দিদি।মা আর বাবার মতো বন্ধু এই পৃথিবীতে আর কেউ নেই। দিদি তোমাদের পান্তা খাওয়া দেখে জিভে জল এসে গেল।
এই জন্য আপনার ভিডিও দেখতে এত বেশি ভালো লাগে, আপনি বিদেশে থকলেও দেশের কোন কিছু ভুলে যান না, আজ এত ভালো লাগলো কমেন্ট না করে করে থাকতে পারলাম না❤
ছোলার ছাতু দিয়েও পান্তা খেতে দারুন লাগে।খুব ভালো লাগলো ভিডিও ব্লগ টা।
আমি ও পান্তা ভাত খেতে ভালো বাসি। আমার মা খুব ভালো পান্তা ভাত মামাতো আজ মা নেই তোমাদের দেখে আমার মায়ের কথা মনে পড়ছে।
তোমাদের পান্তা ভাত খেয়ে মনে ভরল আর আমাদের খাওয়ায় এই সুন্দর প্রস্তুতি টাই মন ভরিয়ে দিল। তার কারণ নিজেদের জন্য কিছু করবার সময় ই হয়ে ওঠে না।
আমরা বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন পান্তা ভাতের প্রতি প্রেমটা মনে হয় সবার থাকে, আমি আর আমার মা ঠিক এমন করেই দুজনে মিলে বসে পান্তা ভাত খেতাম, আমার বাবা খেত না
আমার মা আজ 4 বছর হলো মারা গেছে, তোমাদের দেখে ভীষণ মনে পড়ল মার সাথে কাটানো পান্তা ভাত নিয়ে স্মৃতি
জিভে জল চলে এলো যে, আর এর সাথে কাসুন্দি আর মুসুর ডালের বড়াও খুব ভালো লাগে খেতে
মায়ের ভালোবাসা এমনই যে হয়, ভালো থেকো মহুয়া সবাইকে নিয়ে❤❤
অসাধারণ অসাধারণ অসাধারণ একটি ভিডিও দেখলাম। খুব ভালো লাগলো যেমন তেমনি চোখে জল চলে আসলো। আমার মাকে খুব মনে পড়ছিলো। আমার মা মারা গেছে আজ উনিশ বছর হয়ে গেল। তবুও সবসময় মনে পড়ে খুব। তোমরা সবাই খুব ভালো থেকো।
মেয়ের মনের কথা মা ছাড়া কেউ বোঝে না, যেমন দিদি তার মা কে কাছে পেয়ে সব আবদার মেটাচ্ছে, ভিডিও টা দেখে ভীষণ ভালো লাগলো
সত্যি মহুয়া তুমি খুব ভাগ্যবতী যে মায়ের এত যত্ন ও ভালোবাসা পাচ্ছ...মায়েরা এরকম হয় মেয়ের মনের কথা বোঝে...আমার মাও এরকম ছিলো...এখনো আছে কিন্তু অসুস্থতার জন্য কিছু করে উঠতে পারেনা...এই ব্লগ দেখে মনটা অতীতের পিছনে চলে গেলো....ভালো থাকুক প্রতিটা মা মেয়ের এই নিঃস্বার্থ ভালোবাসা
আমি আপনার অনেকদিন ধরে ভিডিও দেখছি আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তাই আমি মুর্শিদাবাদ থেকে দেখছি
আজ তোমাদের দেখে সত্যি কি যে ভালো লাগছে ।। অনেক অনেক ভালোবাসা
এই প্রথম পান্তা-ভাত খাওয়া দেখে এত লোভ হচ্ছে ❤️
খুব সুন্দর একটা স্মৃতি করে রাখলে তোমার ব্লগের মাধ্যমে মা মেয়ের পান্তা খাওয়া ❤❤❤
আপনাদের মা মেয়ের এই video গুলো দেখতে খুব ভাল লাগে❤❤
আপনারাও ভালো থাকবেন ❤❤❤❤❤
যেমন পান্তা ভাত মাখা তেমনি তোমাদের মা মেয়ের আড্ডা দুর্দান্ত লাগলো মা যতদিন ওখানে আছে খুব মজা করে কটাও ❤️❤️❤️❤️❤️
আমার মার কথা মনে পড়ে যাচ্ছে গো।এক বছর হলো মা কে হারিয়েছি।খুব ভালো লাগছে তোমাদের দেখে।❤
Tomak r tomar maa k ak sange dekhe khub valo laglo go❤
এই ভিডিওটা আমার সব থেকে সেরা লেগেছে 😊 এক মুহূর্তের জন্য আমি আমার দেশের বাড়িতে থাকা হারিয়ে যাওয়া শৈশবের কথা মনে পড়ে গেল, ঠিক শীতকালে এইরকম মা ঠাকুমার সাথে দুপুরে ভাত খেতাম
ঠিক বলেছেন
Maa meyer akta quality timeee❤😊mon vore gelo 🌻atuth thakuk ai somporko 🙏
খুব ভালো লাগলো দিদি মা মেয়েতে বসে এই যে দুপুর বেলায় একসাথে খাওয়া তাও আবার পান্তা ভাত অপূর্ব সত্যিই এর কাছে অন্য কোন খাবার আসে না😊
Sotyi e Tai khub valo laglo
দারুন !দারুন ! মা মেয়ের আন্তরিক একটা গল্প । আর সত্যিই পান্তাভাত দারুন লাগে, ছাতু মাখা দিয়ে খুব ভালো লাগে।
মা মেয়ের মধুর সম্পর্ক দেখে আমার বড় মেয়ের কথা মনে পড়ে গেল । মেয়ে অনেক দূরে থাকে ।আমাদের সম্পর্ক টাও এই রকম ♥️
কাঁচা ছোলা বাটা , ছোলার ছাতু মাখা দিয়ে পান্তা ভাত আমরাও খাই খুব ভালো লাগে 🤤😌
দিদি তোমাদের প্রান্ত দেখে আমার তো জিভে জল চলে এলো ,হা হা হা কি অপরূপ স্বাদ। যারা এই স্বাদ পেয়েছে তারাই জানে, এ স্বাদের ভাগ হবে না
Maa meyer sajiye panta vat khaoya ta eto sundor lagche lagche j mon ta valo hoye gelo ❤
আমরাও এরকম ছাদে বসে পিকনিক করি। অসাধারণ লাগলো ব্লকটা keep it up
Maa meyer ei adda.. sotti.... Biyer por meyera j koto ta dur hoye jai....khub sundor muhurto
দিদিভাই মা এর হাতের সমস্ত রান্নাই যেন অমৃত লাগে।আজকের vlog টা খুব ভালো লাগলো।❤
অপূর্ব অপূর্ব অপূর্ব লাগলো। তোমাদের পিকনিক মন ছুঁয়ে গেল। দেখে কিন্তু বেশ লোভ হচ্ছিল ❤❤
ঠিক কথাই বলেছো দিদি পান্তাভাত একমাত্র মা ই খাওয়া তে পারে।। তোমাদের দেখে আমার ও মায়ের কাছে পান্তা খাবার কথা মনে পড়ছে।।।এই বছর আমার আর পান্তা খাওয়া হলো না।
Maa emon e hoy. meye k tar sobcheye pochonder khaowar ready kore mukher samne dhore. R apnader mukher ei “পান্তভাত” kotha ta sune original medinipurer manus ta sposto fute uthlo. Nahole to sobai ekhon “পান্তাভাত” e convert hoye geche.
onek valobasa ❤❤❤
Medinipur theke❤
আহা কি মধুর দৃশ্য।।জিভে জল এসে গেল
অনেক সুন্দর একটা ভিডিও এতো ভালো লাগলো কিছু বলার ভাষা নেই
মা মেয়ে নয়,যেনো মনে হয় দুটি বোন❤️
খুব সুন্দর 💞
একমাত্র মেদিনীপুরের বাসিন্দারাই জানেন পান্ত ভাতের মায়া... ঠিক কতটা অপূর্ব স্বাদ হয় না খেলে কেও জানতে পারবে না... 😌😍💝🤤
Mednipur keno amra Bardhaman er lokerao khai khub priyo (sunanda mondal)
@sumonmondol7940 বাহ 🤩💝
মা এর বিকল্প নেই। মা হাতে পান্তা, মায়ের সাথে বসে খাওয়া। অতুলনীয় সুখ
মহুয়া দি আজকের ভিডিও টা সত্যিই তোমার ব্লগের প্লাস পয়েন্ট,এটা একটা বিশাল স্মৃতি হয়ে থাকলো চিরদিন। ভালো থেকো তোমরা, মায়ের সাথে থাকো,কতো দুরে থাকো মায়ের কাছ থেকে,যে কদিন থাকো মন খুলে এনজয় করে নাও ।😊
কেবল আমি খেয়ে আসলাম তাও তোমাদের এতো সুন্দর করে পান্তা ভাত খাওয়া দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে 🤤
এ যেন এক স্নেহভরা শুধু আলাপচারিতা ❤ আবেগপ্রবন হয়ে গেলাম ❤
কি সুন্দর মুহূর্ত...এই video দেখে আমি খুব মিস করছি মাকে....মা আজ অনেক ta অসুস্থ...রান্না করতে পারে অল্প...এত সুন্দর করে মা বোধহয় আমাকে আর কোনোদিন খেতে দিতে পারবে না....আজ অনুভব হল এই দিনগুলো হয়তো জীবন থেকে হারিয়ে গেছে...কিন্তু তোমরা সারাজীবন এরকম থাকো ❤
খুব মায়া তোমার মায়ের সবার উপর। খুব ভালো মানুষ ।
এটা dhakha খুব ভালো লাগলো খুব ভালো থেকো হায়রে পান্তা মা is মা .