তিনি চা বিক্রেতা কিন্তু পরিচয় জানলে আকাশ থেকে পড়বেন।
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- তিনি পৌরসভার নির্বাচিত কাউন্সিলর। জনপ্রতিনিধি, কিন্তু চালাচ্ছেন চা-দোকান। নিজেই চা বানিয়ে বিক্রি করছেন।দিনভর চায়ের দোকানেই থাকেন। এখানে সাধারণ মানুষ আসেন নানা সমস্যা নিয়ে।
চায়ের দোকানে বসেই সেগুলো সেরে দেন। নিজের সিল-প্যাড রাখা থাকে দোকানে। অফিসিয়াল কাজকর্মও সেখানেই সারেন।
তিনি মির্জাপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক।
২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
এলাকায় সৎ হিসেবে পরিচিত এই কাউন্সিলরের প্রশংসা সবার মুখে মুখে।
আব্দুর রাজ্জাকের বাবার নাম নাজিম উদ্দিন মিয়া। তাঁরা পাঁচ ভাইবোন। ভাইদের মধ্যে কাউন্সিলর আব্দুর রাজ্জাক বড়।
১৯৯৬ সালে এসএসসি পাস করে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হলেও সাংসারিক কারণে এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি।
আব্দুর রাজ্জাক ২০০৩ সালে সংসার জীবন শুরু করেন। তাঁর এক মেয়ে দৃষ্টিমণি পঞ্চম শ্রেণিতে পড়ে। আর ছেলে আব্দুর রহমান সানির বয়স সাড়ে চার বছর।
আব্দুর রাজ্জাকের বড় দুই বোনের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। মেজভাই বিয়ে করে আলাদা সংসার করেছেন।
ছোট ভাই মা-বাবা ও স্ত্রী কন্যা নিয়ে তাদের সংসার। জমি-জমা তেমন না থাকলেও আবাদ করলে সারা বছরের সংসারের খাবারের সংস্থান হয়।
তার পিতা নাজিম উদ্দিন এক সময় ইটভাটার শ্রমিক সরবরাহের কাজ করতেন।
কিন্ত বয়সের কারণে ওই কাজ ছেড়ে দিয়ে বাড়ির পাশে উপজেলা প্রশাসনের মসজিদের পাশে একটি চায়ের গুনটি দোকান দেন কয়েক বছর আগে।
ছোট ভাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের দোকান আছে। অর্থবিত্ত না থাকলেও অভাব নেই তাদের।
ছাত্রজীবন থেকেই এলাকাবাসীর কাছে অত্যন্ত ভদ্র ও সদালাপী হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাক মানুষের বিপদ-আপদের খবর শুনলেই ছুটে গিয়ে পাশে দাঁড়াতেন।
কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করতেন। সামাজিক কাজকর্মে অংশ নিতেন।
আর সে কারণে এলাকার মানুষও তার কর্মের প্রতিদান হিসেবে তাকে নির্বাচিত করেছেন তাদের প্রতিনিধি হিসেবে।
নির্বাচনে তেমন টাকা-পয়সা খরচ করতে না পারলেও বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি।
তবে কাউন্সিলর নির্বাচিত হলেও আচার আচরণ, কথাবার্তা ও চালচলনে কোনো পরিবর্তন নেই আব্দুর রাজ্জাকের।
তিনি সব সময় অতি সাধারণ মানুষের মতো চলাফেরা করেন। নির্বাচিত হওয়ার কিছুদিন পর তার বাবার শরীর বেশি খারাপ হয়ে পড়লে চায়ের দোকানে বসেন কাউন্সিলর নিজেই।
গত এক বছর ধরে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই গুনটি দোকানে বসে নিজ হাতে যত্ন সহকারে চা তৈরি করে তা ক্রেতাদের মাঝে পরিবেশন করেন।
এর মধ্যে অনেক ক্রেতাকে বিনামূল্যেও চা পান করিয়ে থাকেন। অপরিচিত অনেক ক্রেতা চা খাওয়ার পর পরিচয় জানতে পেয়ে বিস্ময় প্রকাশ করেন। অনেক ক্রেতা পক্ষে-বিপক্ষে নানা মন্তব্যও করে থাকেন।
তবে কাউন্সিলর আব্দুর রাজ্জাক মনে করেন তিনি কাজ করছেন। কোনো খারাপ কিছু করছেন না। কোনো কাজকে অবহেলা করা ঠিক নয়।
দোকান করার পাশাপাশি এলাকাবাসীর সমস্যার কথা শুনে তা সমাধানও করে থাকেন চা দোকানে বসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায় চা দোকানে।
কাউন্সিলর আব্দুর রাজ্জাকের চা দোকানের ৫০ গজ দূরে মির্জাপুর পৌরসভা কার্যালয়। পৌরসভা কার্যালয়ে এলাকার নাগরিকদের কোনো কাজ থাকলে দোকান ফেলে ছুটে যান অফিসে।
স্থানীয় মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাস্টার বলেন, আমাদের দেশে তো জনপ্রতিনিধি মানে বিরাট ব্যাপার স্যাপার।
কোনো একটি পদ পদবি পেলে তার আগে পেছনে হুমরা-চুমরা থাকে। কিন্ত কাউন্সিলর রাজ্জাক জনপ্রতিনিধি হয়েও যেভাবে একজন সাধারণ চা দোকানির মতো সারাদিন চা বিক্রি করেন তা প্রশংসার দাবি রাখে।
আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিন ১৫০০ থেকে দুই হাজার টাকার চা-পান বিক্রি হয়ে থাকে।
তা থেকে যা লাভ হয় তা দিয়ে কোনো মতে চলে যায়। তার মতে টাকা- পয়সায় সুখ আসে না। মানুষের ভালোবাসায় প্রকৃত সুখ পাওয়া যায়।
মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনও প্রশংসা করলেন এই কাউন্সিলরের। তিনি বলেন, কাউন্সিলর আব্দুর রাজ্জাক খুবই ভালো একজন মানুষ।
তাঁর মধ্যে কোনো অহংকার ও প্রতিহিংসা নেই। তিনি তাঁর কথা ও ব্যবহারে সবাইকে অতি সহজে আপন করে নিতে পারেন।
রাজ্জাক ভাই আপনি আমাদের গর্ব। আপনাকে জানাই সালাম। আমি আপনার এলাকার লোক। এজন্য আপনাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। ধন্যবাদ।।
উনাদের মত লোক রা থাকলে। দেশ উন্নত হয়ে যাবে। উনারা আমাদের মাথার তাজ। লক্ষ কোটি সালাম ভাই সাহেব আপনাকে,,,,,
Md Argyll
@
nice
ঠিক আছে ৷ সব কাউনসিলর এরকম দোকানে বসা উচিৎ
আপনাকে সেলুট ভাই। এই রকম সরকার দরকার আমাদের
ভালো লোক👌👌👏👏👏
এ রকম নেতা আমরা চাই
Good very good councillor salute to you and your family members and friends around the globe and imander male and female
এই রকম মানুস পাওয়া খুব কঠিন এইরকম মানুষ সমা জের দরকার
এই রকম নেতার দরকারThanks Apnak
অনেক ভালো কাজ
ঘটনা সত্য হলে ওনাকে স্যালুট
ওনার চিন্তাকে সাধুবাদ
Md Satter
জনপ্রতিনিধি এরকমই হওয়া উচিত।
অনেক ভাল আর আমাদের এলাকার কথা কি বলবো নির্বাচন
আসলে চোখের আরাল হয়না নির্বাচন শেষ হলে আর নাই
এরকম সৎ,সহজ জনপ্রতিনিধি আরো রয়েছেন। খুজে বের করা দরকার
তার মতো মানুষ বাংলাদেশে আছে এটা আমাদের অহংকার
আমি সত্যিই গর্বিত
Very good
ধণ্যবাদ ভাই আপনাকে আললাহ আপনার হাইআত দারাজ করুন আমিন
ধন্যবাদ এত সুন্দর খবর আর রাজ্জাক সাড় খুব ভালো মানুষ হে আল্লাহ আমাদের দেশের প্রতিটা নেতাকে উনার মত হওয়ার হেদাইত ধান করোন আমিন
Nasima Siraj কেমোন আছেন আপু
আরে আপনি কেমন আছেন . নাচিমা সিরাজ . ও তাহলে আপনার হাচবেনের নাম সিরাজ না
Nasima Siraj আমরা সবাই জদি মানুশের এবং দেশের জন্য ভালো কাজ করি তাহলে আমাদের সমাজ ও দেশের অনেক ভালো হবে
Nasima Siraj thanks
Nasima Siraj 9
Very nice my friend
আব্দুর রাজ্যাক খুব ভালো কাউন্সিলার লোক ধন্যবাদ
Shakil Khan the same way
Shakil Khan Nice man.
Masha Allah
খুব ভালো লাগল
Razzak vai is a very good job omg bd
Nice video 📷
Very good .
দোয়া রোল
ধন্যবাদ আবদুর রাজ্জাক ভাই
Great man.....he is. ...
ভালো
Proud to be a bangladeshi..
Thanks osadaron vdo.
Assalamualay Kom Apnake Onek Onek Dunnubad
sotti ailok onak balo ami chini
খুব ভালো
Really he is a good man sk
গুড
good man
কোন জেলায় কোন থানায় এটাতো বললেন না ?শুধু মির্জাপুর মির্জাপুর ।মির্জাপুর কি একটা নাকি বাংলাদেশে?
সালাম হাজার সালাম ধন্যবাদ আপনাকে ধন্য আপনার জীবন
lesson learn,this is example
Council man is a public servant selling tea is his business nothing rong.why people making so big deal about. From USA
To ete akash theke porar ki holo? Good example kintu akash theke porini emon ki khat thekeo na, asole sironam diye akristo korar byartho proyash
উনাদের মত লোকদের কেই বানানো উচিত দেশের প্রধান নেতা বানানো।
দোয়া আর ভালবাসা রইলো
ধন্যবাদ
thanks councilor
শাবাশ সালাম জানাই আপনাকে
খুব ভাল
বালো
asole se valo manus .
thanks brother
VERY GOOD
good
very nice
very good i think he is honest man
ধন্যবাদ আপনাকে
সুপার
009647506156652 ইমান উদ্দিন Good
ধ্যনবাদ তোমাকে ধ্যন তোমার জীবন ধ্যন তোমার মাথা পিতা ধ্যন তোমার জনগন
আলহামদুলিল্লা
Kon District?
আমার তরোফ থেকে সালাম
Valo kaj
তাই
khubvalo
good job
Dada apnake Salam.
ami oooo good delam
Aziz Aziz ya খু ব ভাল৷
আরে মানুষ এখন আর ভাষন শুনতে চান না। ভিডিও করে দেখালে অনেক সত্যতা পাওয়া যায় । ভালো লাগলো না দুঃখিত
Hope, he would be a major of that city that expectation from his people
Encouraging
সেলুট আপনাকে।
Nc
শীতের স্পেশাল নবরত্ন চা - WINTER SPECIAL NOBORATNA TEA
ruclips.net/video/YKlYYsR0yvk/видео.html
Alhamdulilah
সালাম েতামায়। সালাম েতামার গভ'ধারীিন মােক। েয মা েতামায় েপেট ধারণ কেরেছন।
Mommad Manik he is not a proper counsalar of today's life
Mommad Manik
Good👌
Rana Yasin yrif
সালাম সালাম হাজার সালাম
mashallah
উনি ছোট মাছ খাবার লোক না।
মাথা গরম করেনা।
কাজ করে ঠান্ডা মাথায়।
সালাম ভাই তোমায় সালাম
GMd.Simon Sumon
vai namaj poren Allah apnake jannat dibe
obak kora bisoy
ভাই জান তোামাকে সালাম
amar kase ekjon chairman emoni ekjon.jini kina nijer vata ta o nen na tini.DINAJPUR SADAR ER 10 NO KOMOLPUR UNION ER CHAIRMAN, JONAB: MD.MAJEDUR RAHMAN SARKAR JEWEL.
km
তোমাকেসবাইভালোবাসবেআললাওভালোবাসবে
Md Yousuf I in
aita Kon dolar
hajaro salam wonak
welcom
Public sector
ওনার নংবার দিন, আমি কথা বলবো ভাই,,
+6738171035
01822613734
মেঘনা পাড়ের মেয়ে চৈতি ফারহানা pagol naki apni
মেঘনা পাড়ের মেয়ে চৈতি ফারহানা 01788547435 call this number.
akash teke porle to more jabo.lol.lal salam unake
অবৈধ টাকা মানুষ জেনে যাবে বলে
আপনারে৷ সেলট৷ ভাই
ei rokom neta dorkar
tumar whatapp no deu amarta 7002849781
h
ate obak. Hoyaer. Ki. Ase?
Onek Dhonnu Bad
Md.Mahin Uddin
p9
vuar dol
তর বাপ
ভালো লোক👌👌👏👏👏
good