পলাশি থেকে ধানমন্ডি বইটি কিনতে বা পড়ে দেখতে চাইলে এই লিঙ্কে চলে যান : www.rokomari.com/book/411525/polashi-theke-dhanmondi#review----------------------------------------------------------------------------------------------------------------------------------------
বিধান একমাত্র আল্লাহরই।এক মহা পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন বিধানদাতা ইলাহ নেই। ১২:৪০ তোমরা তাঁকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদাত করছ, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাযিল করেননি। বিধান একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া আর কারো ইবাদাত করো না’। এটিই সঠিক দীন, কিন্তু অধিকাংশ লোক জানে না’। ১৬:১১৬ আর তোমাদের জিহবা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে, এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটায়, তারা সফল হবে না। ১০:৫৯ বল, তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে রিয্ক নাযিল করেছেন,পরে তোমরা তার কিছু বানিয়েছ হারাম ও হালাল’। বল, ‘আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর উপর তোমরা মিথ্যা রটাচ্ছ’? ৪২:২১ তাদের জন্য কি এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য দীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি? আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয় যালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ১০:১৫ আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে পাঠ করা হয়, তখন, যারা আমার সাক্ষাতের আশা রাখে না, তারা বলে, এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো। অথবা একে বদলাও’। বল, আমার নিজের পক্ষ থেকে এতে কোন পরিবর্তনের অধিকার নেই। আমিতো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয় আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আযাবের’। ৬:১৯ বল, ‘সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কী?’ বল, ‘আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে,আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বল, আমি সাক্ষ্য দেই না’। বল, ‘তিনি কেবল এক ইলাহ আর তোমরা যা শরীক কর আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত’। ৯:৩৪ হে ঈমানদারগণ, নিশ্চয় পন্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। ৩:১৪ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালবাসা- নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা-রূপা, চিহ্নত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর আল্লাহ, তাঁর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল। ৭:৩২বল, কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যোপকরণ, যা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিয্ক’? বল, ‘তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য, বিশেষভাবে কিয়ামত দিবসে’। এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য, যারা জানে। ২৮:৮৫ নিশ্চয় যিনি তোমার প্রতি কুরআনকে বিধানস্বরূপ দিয়েছেন, অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তনস্থলে ফিরিয়ে নেবেন। বল,আমার রব বেশী জানেন, কে হিদায়াত নিয়ে এসেছে, আর কে রয়েছে স্পষ্ট পথভ্রষ্টতায়’। ১৬:৪৩ আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের প্রতি আমি ওহী পাঠিয়েছি। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা কর,যদি তোমরা না জানো। ৬:১৫১ বল,এসো, তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন, তা তিলাওয়াত করি যে, তোমরা তার সাথে কোন কিছুকে শরীক করবে না এবং মা-বাবার প্রতি ইহসান করবে আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমিই তোমাদেরকে রিয্ক দেই এবং তাদেরকেও। আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না-তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না, আল্লাহ যা হারাম করেছেন।
brother, please keep going on this content... frankly speaking this is the actual problem of our country. We still emphasize those title given by the british also with their colonial culture. Also in our education system those things are not pointed out properly, in a sense I believe they hide it. We need to move from this mentality otherwise we will not come as a Proper Sonar Bangla. I believe this are the very initial stage of filtering of our way of thinking and mental behaviour. It will be my top most request to content creator like you to let know our young generation about the difference and the true bengalism. Thanks for your consideration.
Bangladesher manush agay kacha mangsho kheto, kapor porto na......jodi Arab ra na asto ar Islam prochar na korto tahole tara sobhoyotar alo dekhte peto na
চমৎকার একটা রিভিউ দিয়েছেন। এগিয়ে যান। ভালো লাগলো অনেক। সত্তিকারের সত্যটা তুলে ধরেছেন। আমাদের দেশের কিছু মানুষ এখনো বোকাই রয়ে গেছে। কিছু বোকা লোক মনে করে ব্রিটিশরা আমাদের সত্যের মানদন্ড। গত কয়েকদিন আগে সরকারের উপরস্থ একজন কর্মকর্তার সাথে এ বিষয়ে আমার তর্ক হয়েছিল। আমি শুধু এটা বুঝে ছিলাম, তিনি চরম মাত্রায় একটা অসৎ লোক। তারপর নিজেকে সামলে নেই। এবং চুপ হয়ে যাই।
এখন ধানমন্ডি থেকে গণভবন নিয়ে একটা ভিডিও বানান। দেখবেন সেখানে কিভাবে দেশ ও দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুমাত্র ক্ষমতার মসনদে থাকার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জীবন বিনাশ হয়েছে!
Dear LRB, আপলোড দেওয়ার আগে একবার মনোযোগ দিয়ে দেখে নিলে "ব্যক্তি, বলা, হোক, চরিত্রে, athletic" বানানগুলো ভুল হতো না। আরেকটি কথা, বইটির নামের যে শানে নুযূল দিলেন তাতে তো লেখকের সত্যনিষ্ঠা নিয়ে পাঠকদের মনে সন্দেহ জাগার কথা। কারণ আমরা তো ঘরপোড়া গরু।
@@arijit1373 হুম সব দোষ শুধু তাদেরই,নিজেদের কোনো দোষ নাই। উপমহাদেশের মানুষের স্বভাবই এটা শুধু অন্যের উপর দোষ চাপানো। ব্রিটিশরা চলে গেছে প্রায় ১০০ বছর হচ্ছে তাও নিজেদের উন্নতি করতে পারে নাই আর দোষ দেয় তাদের। সিঙ্গাপুর, মালয়েশিয়া এরাও ব্রিটিশদের কলোনি ছিল তারা দেখেন আজ উন্নত কিন্তু আপনারা সারাজীবন পড়ে থাকবেন অজুহাত দিয়েই
Nice presentation as always. Want 2nd part soon. And of course, it would be special if you make a video on Indian railway through Bangladesh. Best of luck
Bhai, Boiti poRar issa silo. Ekhon mone hosse porei fewlbo. India - Bangladesh Rail line niye video cai. Recently je Indian Rail Bangladesah line approve hoyese seta niye.
@@ShAsifKhondakerবাংলাদেশে সমস্যা বলে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলা যাবে? গাযা তে যেমন গনহত্যা হচ্ছে এমনি গতহত্যা হয় কাশ্মীরে। তো কাশ্মীরের প্রতি একটুও মানবতাবোধ কাজ করে না আপনাদের?
অনেকদিন পর মনের মত একটা ভিডিও পেলাম। সমাজের প্রত্যেককে এগিয়ে আসা উচিত এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এখন বর্তমান সময়ে ফেসবুক খুললেই দেখা যায় বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর এর কনটেন্ট কিন্তু আমরা যদি প্রতি মাসে একটি করে দুর্নীতির বিরুদ্ধে কনটেন্ট রেডি করতাম, তাহলে সমাজের মানুষগুলো সচেতন হতো।😢
ভাই এসব বলে লাভ নেই কারণ এটাই বাঙালির স্বভাব। ব্রিটিশরা চলে গেছে প্রায় ১০০ বছর হবে কিন্তু এখনো তাদের উপর দোষ দেয়। বাঙালি কখনও নিজের দোষ স্বীকার করে না, অন্যের উপর দোষ চাপানোই তাদের কাজ। ভারতবর্ষ ছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশও ব্রিটিশ কলোনি ছিল, তারা আজ উন্নত দেশ কারণ তারা বাঙালির মতো এসব অজুহাত দেয় না।
আমাদের যুদ্ধ করার প্রবণতা ছিল না বললেই চলে। ইউরোপীয়রা যুদ্ধে অনেক পারদর্শী ছিল। তাদের অত্যাধুনিক মারণাস্ত্র ছিল। যার ফলে তৎকালীন রাজা/নবাবরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
আপনি কি শুনেন নাই সেই সময় ব্রিটিশ সরকার বিভিন্ন জায়গায় দোকান বসিয়ে বিনামূল্যে এই মাদক গুলো বিতরণ করেছে? এটা কি স্বাভাবিক বিষয় নয় বিনামূল্যে পুরো দেশে যখন মাদক বিতরণ করা হবে তখন পুরো দেশে মাদক ছড়িয়ে যাবে?
@@shahinmahmud9712 কেন মানুষের তখন বিবেক ধর্মীয় জ্ঞান ছিল না ? মাদক ইসলামে হারাম সেটা জানা সত্ত্বেও কেন তারা সেটায় আসক্ত হবে ? ব্রিটিশ সরকার বিনামূল্যে দিলেই কি সেটা গ্রহণ করতে হবে ? আপনারা সেটা গ্রহণ করছেন সেটা আপনাদের দোষ, আগে নিজেদের দোষ দেখেন তারপর অন্যকে দোষ দিয়েন।
আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সকলেই আজ ইতিহাস ঐতিহ্য সম্বলিত কোনো বই পড়তে ইচছা পোষণ করি না আমরা কেবল নিজের মনের মধ্যে তারাহুরো বিষয় নিয়ে ব্যসত থাকি। যতই পড়িবে ততই জানিবে
Bhaiya apnar shob video e o ek darun hoy.ekta request jodi video gulor duration r ektu barano jai taile maybe khub bhalo hoily.start korte kortei sesh hoye jai.r ektu boro video hoile r o beshi informative hoito.Thanks bhaiya🙏✌️🙌🥂
মালাওন জাতি বাঙ্গালীরাই নিজেদের বারটা বাজিয়েছে। ইংরেজরা কিভাবে এতো দুর থেকে বাংলা শাসন করলো? এই স্থানীয় বাঙ্গুদের সহযোগিতায় শাসন করে গিয়েছে। পলাশীর যুদ্ধে বৃটিশদের সৈন্যদের বেশিরভাগই ছিলো স্থানীয় বাঙ্গালি সৈন্য। বাংলার শত্রু বাঙ্গালীরাই।
ইংরেজরা কিছুই করে নাই, এসব বাঙালির অজুহাত। নিজেদের দোষ ঢাকার চেষ্টা কারণ এটা তাদের স্বভাব নিজের দোষ স্বীকার না করে অন্যের উপর দেওয়া। ব্রিটিশরা চলে গেছে প্রায় ১০০ বছর হলো কিন্তু একজন তাদের দোষ দেওয়া হয়। সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, দুবাই এরাও ব্রিটিশ কলোনি ছিল কিন্তু তাদের দেখবেন না এসব অজুহাত দিতে।
ব্রিটিশ শাসনের সময়ে বাংলাদেশের (তথা তখনকার বাংলা অঞ্চলের) চরিত্রের উপর অনেক অসুবিধাজনক প্রভাব ছিল | ব্রিটিশ শাসনের মাধ্যমে বাংলার অর্থনৈতিক স্থিতিতে বিশেষ পরিবর্তন ঘটে | এটি অর্থনীতির বিপর্যয়ের কারণে ব্যক্তিগত দুর্বলতা আমার যতটুকু মনে হয় |
Bengals-Indian subcontinent always was a fighting issue between europe and middle east. Infact, when suyez canal blocked by middle east, colombus presumed carribean as "west indies" while finding the alternative route. Crusades, europe-arab conflicts are also very relevant topic of the colonization of indian subcontinent .
I myself had seen extreme mass addiction of tobacco and pipe-smoking in our village amongst the generation of our grandparents. I grandma was extremely tobacco-pipe-smoking-addict. All her concurrent men-women were the same. I sometimes used to get astonished how a complete generation could be so degraded in morality .
I have never seen more handsome race. Thay are much superior to Madras. People whom for I Admire Also. Does are Slender , these are full muscular Athletic figures perfectly shaped and with the finest possible cast of countenance feature they feature One of the most classic European models with great variety at the sam. লেখক উপরে লিখেছেন: "আমি এত সুদর্শন জাতি আর কখনও দেখিনি। তারা মাদ্রাজের মানুষের তুলনায় অনেক বেশি উন্নত। এরা এমন লোক যাদের জন্য আমি গভীরভাবে শ্রদ্ধা অনুভব করি। তারা চিকন নয়; এরা পূর্ণাঙ্গ মাংসল এবং ক্রীড়াবিদদের মতো শরীরের গঠন নিয়ে গঠিত, এবং তাদের আকৃতি একেবারে নিখুঁত। তাদের মুখাবয়ব অত্যন্ত সুন্দর, এবং তাদের বৈশিষ্ট্য ইউরোপীয় ধাঁচের ক্লাসিক মডেলের মতো, তবে বিভিন্নতার মধ্যে রয়েছে এক অনন্য বৈশিষ্ট্য।"
The British era marked a significant turning point in the history of Bengal, leading to the total destruction of its richness, cultural heritage, and superior stature. Bengal was once considered one of the most prominent regions in the world. Ibn Battuta described Bengal as one of the greatest and most affordable states globally, with the lowest prices for essential goods. However, after the British arrived, they looted everything, ignited religious disharmony, and destroyed our culture. They forced us to produce Indigofera tinctoria (neel) and opium, altering all aspects of our society. As a result, we became impoverished, ignorant, and devoid of cognitive strength. Our country and institutions have been devastated in many ways. Instead of striving for prosperity, we engage in religious conflicts, and instead of uniting for a greater Bengal, we fought among ourselves in 1947. If the British had only looted Bengal's resources, we might have recovered in a few decades. However, they also shattered our mentality and cognitive sense, making recovery a much more arduous process. Recovering from this devastation will not only take decades but centuries.
What British did for their benefits actually affected the characters and physical shape of people of Bengal. Didn't know this before! Thanks for sharing this info.
Lol.... that's wrong, just an excuse by Bengali people to cover their faults. That's their habit. There are so many developed countries like Singapore, Malaysia, UAE, Qatar....they were also British colony but they don't give this type of lame excuses.
ভাইয়া শিক্ষার ওপর ব্রিটিশ শাসনের কুপ্রভাব নিয়ে একটা ভিডিও বানান। আমরা কেন কিছু নির্দিষ্ট পেশাকে বা সেই বিষয়ের শিক্ষাকে সুপিরিয়র মনে করি আর অনেক সাবজেক্ট এ পড়াকে ছোট করে দেখি বা রেস্পেক্ট করি না সেটার পেছনের কারণ একটু ব্যাখ্যা দিয়েন।
একটা পিন দিয়ে দাও ভাই 😊😊British asar age rulers der proti Bengal er manus er somman chilo na, Tara nijeder manus kei bhalobashto Jemon বাংলা জাহাঙ্গীর এর সময় থেকে ই তাদের বারো ভূঁইয়া কে সম্মান করত Bengal means not only west bengal and Bangladesh আরো বড় এলাকা র মানুষের সবসময় স্বাধীনচেতা মানসিকতা ছিল আর সেটা পুরোটাই ব্রিটিশ দের সময় শেষ হয়ে গিয়েছিল
When Bretons came to Bengal at first, it was the richest place in the world. But when the Bretons left Bengal, it was the poorest place in the world. U don't have to be a genius to understand what happened in between. - Sir George Galloway
before british rule in india...India accounted for world's 25% of GDP and bengal alone accounted for 15%... after the british left india accounted for 2% of world GDP and bengal was in famine...check shashi tharoor's oxford debate
বিধান একমাত্র আল্লাহরই।এক মহা পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন বিধানদাতা ইলাহ নেই। ১২:৪০ তোমরা তাঁকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদাত করছ, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাযিল করেননি। বিধান একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া আর কারো ইবাদাত করো না’। এটিই সঠিক দীন, কিন্তু অধিকাংশ লোক জানে না’। ১৬:১১৬ আর তোমাদের জিহবা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে, এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটায়, তারা সফল হবে না। ১০:৫৯ বল, তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে রিয্ক নাযিল করেছেন,পরে তোমরা তার কিছু বানিয়েছ হারাম ও হালাল’। বল, ‘আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর উপর তোমরা মিথ্যা রটাচ্ছ’? ৪২:২১ তাদের জন্য কি এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য দীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি? আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয় যালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ১০:১৫ আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে পাঠ করা হয়, তখন, যারা আমার সাক্ষাতের আশা রাখে না, তারা বলে, এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো। অথবা একে বদলাও’। বল, আমার নিজের পক্ষ থেকে এতে কোন পরিবর্তনের অধিকার নেই। আমিতো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয় আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আযাবের’। ৬:১৯ বল, ‘সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কী?’ বল, ‘আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে,আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বল, আমি সাক্ষ্য দেই না’। বল, ‘তিনি কেবল এক ইলাহ আর তোমরা যা শরীক কর আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত’। ৯:৩৪ হে ঈমানদারগণ, নিশ্চয় পন্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। ৩:১৪ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালবাসা- নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা-রূপা, চিহ্নত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর আল্লাহ, তাঁর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল। ৭:৩২বল, কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যোপকরণ, যা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিয্ক’? বল, ‘তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য, বিশেষভাবে কিয়ামত দিবসে’। এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য, যারা জানে। ২৮:৮৫ নিশ্চয় যিনি তোমার প্রতি কুরআনকে বিধানস্বরূপ দিয়েছেন, অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তনস্থলে ফিরিয়ে নেবেন। বল,আমার রব বেশী জানেন, কে হিদায়াত নিয়ে এসেছে, আর কে রয়েছে স্পষ্ট পথভ্রষ্টতায়’। ১৬:৪৩ আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের প্রতি আমি ওহী পাঠিয়েছি। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা কর,যদি তোমরা না জানো। ৬:১৫১ বল,এসো, তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন, তা তিলাওয়াত করি যে, তোমরা তার সাথে কোন কিছুকে শরীক করবে না এবং মা-বাবার প্রতি ইহসান করবে আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমিই তোমাদেরকে রিয্ক দেই এবং তাদেরকেও। আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না-তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না, আল্লাহ যা হারাম করেছেন।
পলাশি থেকে ধানমন্ডি বইটি কিনতে বা পড়ে দেখতে চাইলে এই লিঙ্কে চলে যান : www.rokomari.com/book/411525/polashi-theke-dhanmondi#review----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ভাই, আপনাকে ফেসবুকের ইনবক্সে মেসেজ দিয়েছি।
চেক করলে অনেক উপকার হতো।
বিধান একমাত্র আল্লাহরই।এক মহা পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন বিধানদাতা ইলাহ নেই।
১২:৪০ তোমরা তাঁকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদাত করছ, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাযিল করেননি। বিধান একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া আর কারো ইবাদাত করো না’। এটিই সঠিক দীন, কিন্তু অধিকাংশ লোক জানে না’।
১৬:১১৬ আর তোমাদের জিহবা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে, এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটায়, তারা সফল হবে না।
১০:৫৯ বল, তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে রিয্ক নাযিল করেছেন,পরে তোমরা তার কিছু বানিয়েছ হারাম ও হালাল’। বল, ‘আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর উপর তোমরা মিথ্যা রটাচ্ছ’?
৪২:২১ তাদের জন্য কি এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য দীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি? আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয় যালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।
১০:১৫ আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে পাঠ করা হয়, তখন, যারা আমার সাক্ষাতের আশা রাখে না, তারা বলে, এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো। অথবা একে বদলাও’। বল, আমার নিজের পক্ষ থেকে এতে কোন পরিবর্তনের অধিকার নেই। আমিতো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয় আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আযাবের’।
৬:১৯ বল, ‘সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কী?’ বল, ‘আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে,আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বল, আমি সাক্ষ্য দেই না’। বল, ‘তিনি কেবল এক ইলাহ আর তোমরা যা শরীক কর আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত’।
৯:৩৪ হে ঈমানদারগণ, নিশ্চয় পন্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও।
৩:১৪ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালবাসা- নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা-রূপা, চিহ্নত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর আল্লাহ, তাঁর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল।
৭:৩২বল, কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যোপকরণ, যা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিয্ক’? বল, ‘তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য, বিশেষভাবে কিয়ামত দিবসে’। এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য, যারা জানে।
২৮:৮৫ নিশ্চয় যিনি তোমার প্রতি কুরআনকে বিধানস্বরূপ দিয়েছেন, অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তনস্থলে ফিরিয়ে নেবেন। বল,আমার রব বেশী জানেন, কে হিদায়াত নিয়ে এসেছে, আর কে রয়েছে স্পষ্ট পথভ্রষ্টতায়’।
১৬:৪৩ আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের প্রতি আমি ওহী পাঠিয়েছি। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা কর,যদি তোমরা না জানো।
৬:১৫১ বল,এসো, তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন, তা তিলাওয়াত করি যে, তোমরা তার সাথে কোন কিছুকে শরীক করবে না এবং মা-বাবার প্রতি ইহসান করবে আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমিই তোমাদেরকে রিয্ক দেই এবং তাদেরকেও। আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না-তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না, আল্লাহ যা হারাম করেছেন।
brother, please keep going on this content... frankly speaking this is the actual problem of our country. We still emphasize those title given by the british also with their colonial culture. Also in our education system those things are not pointed out properly, in a sense I believe they hide it. We need to move from this mentality otherwise we will not come as a Proper Sonar Bangla. I believe this are the very initial stage of filtering of our way of thinking and mental behaviour.
It will be my top most request to content creator like you to let know our young generation about the difference and the true bengalism.
Thanks for your consideration.
আসসালামু আলাইকুম। থাম লাইনে এক চোখ দিয়ে কি প্রেজেন্ট করতে চাচ্ছেন?
ইংরেজরা আমাদের তা না শিখালেও তুমাকে কানা দজ্জালের এক চৌখ কিভাবে পমোড করতে হয় তা শিখিয়েছে😂
😢😢😢😢😢 আমরা তাহলে বিবর্তনগত ভাবে এই কারণেই পিছিয়ে যাচ্ছি। তখন ছিলাম মাস্কুলার, সৎ বাঙালী, আর এখন আমরা হচ্ছি বড় পেট অলা দুর্বল অসৎ বাঙালী।
Bangladesher manush agay kacha mangsho kheto, kapor porto na......jodi Arab ra na asto ar Islam prochar na korto tahole tara sobhoyotar alo dekhte peto na
Thik tai
চমৎকার একটা রিভিউ দিয়েছেন। এগিয়ে যান। ভালো লাগলো অনেক। সত্তিকারের সত্যটা তুলে ধরেছেন। আমাদের দেশের কিছু মানুষ এখনো বোকাই রয়ে গেছে। কিছু বোকা লোক মনে করে ব্রিটিশরা আমাদের সত্যের মানদন্ড। গত কয়েকদিন আগে সরকারের উপরস্থ একজন কর্মকর্তার সাথে এ বিষয়ে আমার তর্ক হয়েছিল। আমি শুধু এটা বুঝে ছিলাম, তিনি চরম মাত্রায় একটা অসৎ লোক। তারপর নিজেকে সামলে নেই। এবং চুপ হয়ে যাই।
এখন ধানমন্ডি থেকে গণভবন নিয়ে একটা ভিডিও বানান। দেখবেন সেখানে কিভাবে দেশ ও দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুমাত্র ক্ষমতার মসনদে থাকার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জীবন বিনাশ হয়েছে!
Dear LRB, আপলোড দেওয়ার আগে একবার মনোযোগ দিয়ে দেখে নিলে "ব্যক্তি, বলা, হোক, চরিত্রে, athletic" বানানগুলো ভুল হতো না।
আরেকটি কথা, বইটির নামের যে শানে নুযূল দিলেন তাতে তো লেখকের সত্যনিষ্ঠা নিয়ে পাঠকদের মনে সন্দেহ জাগার কথা। কারণ আমরা তো ঘরপোড়া গরু।
সঠিক টপিক সঠিক সময়ে। সুন্দর। এগিয়ে যান আপনার সাহসী কর্মযজ্ঞ।
এজন্য সবাই বলে বাংলাদেশ এখনো ১০০ বছর পিছিয়ে আছে 😢
১০০ বছর বললে অনেক কম বলা হবে। ৫০০ বছর ।
২০০/৩০০ বছর লেগে যাবে শুধু মানুষ কে বিচার করতে।
এখন শুধু মাটির মূর্তি ও
মন্দির ভাঙা নিয়ে ব্যস্ত।
exactly
@@basudevghosh6715 নিজের দোষ না দেখা লোকই বেশি।।
@@basudevghosh6715 নিজের ভুল না দেখা লোকের সংখ্যাই বেশি।।
ভারত বাংলাদেশ চুক্তি নিয়ে ভিডিও চাই ❤
Lab nai uni anayeter soto vai
😂😂😂@@focusrobin2012
উনি ইতিহাস নিয়ে কথা বলেন। এইসব নিয়ে ভিডিও দেওয়া উনার কাজ না।
@@NurMohammad-v8q তাই নাকি চামচা😂😂
@@focusrobin2012🤣🤣🤣🤣
শুধু দুর্নীতি নয়, সাম্প্রদায়িকতা-ধর্মীয় বিভাজন ও ভরে দিয়ে গেছে উপমহাদেশ এর মানুষের মনে।
বাংলাদেশে সাম্প্রদায়িকতা নাই। ভারতে আছে।
@@arijit1373 হুম সব দোষ শুধু তাদেরই,নিজেদের কোনো দোষ নাই। উপমহাদেশের মানুষের স্বভাবই এটা শুধু অন্যের উপর দোষ চাপানো। ব্রিটিশরা চলে গেছে প্রায় ১০০ বছর হচ্ছে তাও নিজেদের উন্নতি করতে পারে নাই আর দোষ দেয় তাদের। সিঙ্গাপুর, মালয়েশিয়া এরাও ব্রিটিশদের কলোনি ছিল তারা দেখেন আজ উন্নত কিন্তু আপনারা সারাজীবন পড়ে থাকবেন অজুহাত দিয়েই
😢😢😢 a theke ki amader mukti nai dada😔😔
বইয়ের অন্যান্য পাঠ নিয়েও আলোচনা করবেন। বেশ ব্যতিক্রম আলোচনা লেগেছে আজকের আলোচনাটি।
অসাধারণ, পরবর্তী ভিডিও জন্য অপেক্ষায় তাকবো। ❤
অসংখ্য ধন্যবাদ অনেক তথ্য মিল পেলাম।
Nice presentation as always. Want 2nd part soon. And of course, it would be special if you make a video on Indian railway through Bangladesh. Best of luck
Bhai, Boiti poRar issa silo. Ekhon mone hosse porei fewlbo.
India - Bangladesh Rail line niye video cai. Recently je Indian Rail Bangladesah line approve hoyese seta niye.
Great work. Please keep posting more videos on this topic. We have forgotten our glorious past, and that is why we can not dream our future.
আমরা কি এখনো ব্রিটিশ শাসনাধীন নই? যেখানে আইন থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোসহ সর্বস্তরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সাদৃশ্যতা পাওয়া যায়।
Onek valo akta topic a video korcen ...well done✅
Topic ta khub important to know. Etar basis ey next video chai bhaiyya 💖
Bhalo laglo video ta. Thanks a lot my brother. ❤👌
দেশপ্রেম কেউ শিখতে পারলো না। আমরা খারাপ জিনিস বেশি শিখি
ভাই কাশ্মীরের সম্পূর্ণ ইতিহাস নিয়ে ভিডিও চাই
তাদের ইতিহাস জেনে আমরা কি করবো? যেখানে নিজের দেশে হাজারো সমস্যা, সেখানে অন্য দেশের ইতিহাস জেনে আমাদের লাভ কি?
@rayanalam আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বসী।
@rayanalam হুম। আমি বাঙালি/বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী।
@@ShAsifKhondakerবাংলাদেশে সমস্যা বলে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলা যাবে? গাযা তে যেমন গনহত্যা হচ্ছে এমনি গতহত্যা হয় কাশ্মীরে। তো কাশ্মীরের প্রতি একটুও মানবতাবোধ কাজ করে না আপনাদের?
@rayanalamবাঙালি জাতীয়তাবাদ কি?! বাঙালি আমাদের নৃতাত্ত্বিক পরিচয়। আর বাংলাদেশী আমার জাতীয়তা।
বাঙালি জাতীয়তাবাদ কি আবার?
Waiting for next part Labid...
টপিক টা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ।
it’s really an eye opener ! Thanks brother.
Good tropic selection... Great job bro... Keep it up... ✌️
Thank you so much 😀
এইরকম ভিডিও দিবেন, সময়ের সাথে মিল রেখে ইতিহাস@@LabidRahat
অনেকদিন পর মনের মত একটা ভিডিও পেলাম। সমাজের প্রত্যেককে এগিয়ে আসা উচিত এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এখন বর্তমান সময়ে ফেসবুক খুললেই দেখা যায় বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর এর কনটেন্ট কিন্তু আমরা যদি প্রতি মাসে একটি করে দুর্নীতির বিরুদ্ধে কনটেন্ট রেডি করতাম, তাহলে সমাজের মানুষগুলো সচেতন হতো।😢
Insaallah, waiting for this video's next part.
খুব ভালো লাগলো।ভাই এই ধরনের video আরো বানান। ইনশাআল্লাহ বইটির সবগুলো খন্ড অবশ্যই কিনবো।
ওরা শিখিয়েছে , ওরাতো শেখাবেই । আমারা শিখলাম কেন , আমাদের কী কোনো দোষ নেই । সবদোষ অন্যের ঘাড়ে চাপাতে পারলে সান্তনা পাওয়া যায় , লাইক কমেন্ট জোটে , কিন্তু সমাধানসূত্র মেলে না। অতএব আমাদের ত্রুটিগুলো গোপন করবেন না । আত্মসমালোচনা কাম্য , তা যতই অপ্রিয় হোক ।
ভাই এসব বলে লাভ নেই কারণ এটাই বাঙালির স্বভাব। ব্রিটিশরা চলে গেছে প্রায় ১০০ বছর হবে কিন্তু এখনো তাদের উপর দোষ দেয়। বাঙালি কখনও নিজের দোষ স্বীকার করে না, অন্যের উপর দোষ চাপানোই তাদের কাজ। ভারতবর্ষ ছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশও ব্রিটিশ কলোনি ছিল, তারা আজ উন্নত দেশ কারণ তারা বাঙালির মতো এসব অজুহাত দেয় না।
আমাদের যুদ্ধ করার প্রবণতা ছিল না বললেই চলে। ইউরোপীয়রা যুদ্ধে অনেক পারদর্শী ছিল। তাদের অত্যাধুনিক মারণাস্ত্র ছিল। যার ফলে তৎকালীন রাজা/নবাবরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
আপনি কি শুনেন নাই সেই সময় ব্রিটিশ সরকার বিভিন্ন জায়গায় দোকান বসিয়ে বিনামূল্যে এই মাদক গুলো বিতরণ করেছে? এটা কি স্বাভাবিক বিষয় নয় বিনামূল্যে পুরো দেশে যখন মাদক বিতরণ করা হবে তখন পুরো দেশে মাদক ছড়িয়ে যাবে?
@@shahinmahmud9712 কেন মানুষের তখন বিবেক ধর্মীয় জ্ঞান ছিল না ? মাদক ইসলামে হারাম সেটা জানা সত্ত্বেও কেন তারা সেটায় আসক্ত হবে ? ব্রিটিশ সরকার বিনামূল্যে দিলেই কি সেটা গ্রহণ করতে হবে ? আপনারা সেটা গ্রহণ করছেন সেটা আপনাদের দোষ, আগে নিজেদের দোষ দেখেন তারপর অন্যকে দোষ দিয়েন।
@@MahmudHasan-mf6bq এত জ্ঞান দেন, আপনাকে ফ্রী দিলে আপনিও খাবেন। এইটা একটা policy। এই পলিসির ফলে আজকে আপনার মত বেখুব পয়দা হইছে। Cause and effect
আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা সকলেই আজ ইতিহাস ঐতিহ্য সম্বলিত
কোনো বই পড়তে ইচছা পোষণ করি না
আমরা কেবল নিজের মনের মধ্যে তারাহুরো
বিষয় নিয়ে ব্যসত থাকি।
যতই পড়িবে ততই জানিবে
Bhaiya apnar shob video e o ek darun hoy.ekta request jodi video gulor duration r ektu barano jai taile maybe khub bhalo hoily.start korte kortei sesh hoye jai.r ektu boro video hoile r o beshi informative hoito.Thanks bhaiya🙏✌️🙌🥂
আজকের বিষয় এবং ভিডিও ভাল লেগেছে। কিছুটা সংক্ষিপ্ত লাগল। একটু বিস্তারিত হলে ভাল হতো
বর্তমান সময়ে জনসাধারণের ফ্রাটেশন দেখে পূণরায় নতুন পুরাতন সকল মাদক ফ্রী তে বিতরণের প্রয়োজনীয়তা অনুভব করছি...
আমি আজকের টপিকে মুগ্ধ। কারণ আমি কোন ইউটিউবার এর ফ্যান না একমাত্র আপনি ছাড়া। আমার কাছে প্রিয় বা পছন্দনীয় কয়েকজন থাকলেও। ফ্যান বিষয়টা আমার কাছে আলাদা।
অনেক ধন্যবাদ ভাই !
আমরা একই অঞ্চলের ভাই ভাই❤ নিও,এগিয়ে যাও
ওসমানীয়দের পতন থেকে তুরস্ক রাষ্ট্র গঠন পর্যন্ত এর ইতিহাস নিয়ে একটি বিস্তারিত বিডিও চাই।
ইংরেজরাই তাহলে আমাদের বারটা বাজাইছে । Thanks for explain this history. Thanks.
মালাওন জাতি বাঙ্গালীরাই নিজেদের বারটা বাজিয়েছে। ইংরেজরা কিভাবে এতো দুর থেকে বাংলা শাসন করলো? এই স্থানীয় বাঙ্গুদের সহযোগিতায় শাসন করে গিয়েছে। পলাশীর যুদ্ধে বৃটিশদের সৈন্যদের বেশিরভাগই ছিলো স্থানীয় বাঙ্গালি সৈন্য। বাংলার শত্রু বাঙ্গালীরাই।
ইংরেজরা কিছুই করে নাই, এসব বাঙালির অজুহাত। নিজেদের দোষ ঢাকার চেষ্টা কারণ এটা তাদের স্বভাব নিজের দোষ স্বীকার না করে অন্যের উপর দেওয়া। ব্রিটিশরা চলে গেছে প্রায় ১০০ বছর হলো কিন্তু একজন তাদের দোষ দেওয়া হয়। সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, দুবাই এরাও ব্রিটিশ কলোনি ছিল কিন্তু তাদের দেখবেন না এসব অজুহাত দিতে।
এজন্যই ইতিহাস জানা অত্যন্ত জরুরি।
ভিডিও দেখতে দেখতে মনটা খারাপ হয়ে গেলো... আমাদের পুর্বপুরুষের সময় বৃটিশদের আগে বেংগল ছিলো সবচেয়ে সম্পদশালী আর উত্তম এলাকা। আর সেই আমাদের এখন কি অবস্থা!
অনেক ইনফরমেটিভ ভিডিও... ধন্যবাদ।
ব্রিটিশ শাসনের সময়ে বাংলাদেশের (তথা তখনকার বাংলা অঞ্চলের) চরিত্রের উপর অনেক অসুবিধাজনক প্রভাব ছিল | ব্রিটিশ শাসনের মাধ্যমে বাংলার অর্থনৈতিক স্থিতিতে বিশেষ পরিবর্তন ঘটে | এটি অর্থনীতির বিপর্যয়ের কারণে ব্যক্তিগত দুর্বলতা আমার যতটুকু মনে হয় |
Bengals-Indian subcontinent always was a fighting issue between europe and middle east. Infact, when suyez canal blocked by middle east, colombus presumed carribean as "west indies" while finding the alternative route. Crusades, europe-arab conflicts are also very relevant topic of the colonization of indian subcontinent .
ভাইয়া আপনার এই ইতিহাসের ভিডিওগুলো বেশ ভালো লাগে। জিও-পলিটিক্যাল ভিডিও আমার খুব উপকারে দেয়, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে বলছি। ❤
আপনার ভিডিও র অপেক্ষায় ছিলাম ❤
Really good topic ❤❤❤❤
অনেক অপেক্ষার পরে আবার একটা ভিডিও পেলাম😊
Excellent presentation!!
Waiting for the review of this book 📚📖...
Thanks for your effort. Good presentation.
অসংখ্য ধন্যবাদ লাবিদ ভাই আমার মনের কথাগুলো বিস্তারিত আলোচনা করার জন্য।
Very informative thanks bro
জীবনে ইউজফুল একটা টপিক
I myself had seen extreme mass addiction of tobacco and pipe-smoking in our village amongst the generation of our grandparents. I grandma was extremely tobacco-pipe-smoking-addict. All her concurrent men-women were the same. I sometimes used to get astonished how a complete generation could be so degraded in morality .
অসংখ্য ধন্যবাদ ❤ আমার ব্রিটিশ শাসকদের ব্যাপার আমার জানার খুব শখ।
Vai baki part gular video o den. Purai different topic bola hoise boi te
Really wonderful video n information
India-Bangladesh Railway chukti niye video chai
পুরো বই নিয়ে ভিডিও চাই
Your background music just wow❤❤❤
মাঝে মাঝে নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা হয়😢
আজকের ভিডিওটা আমার দেখা অন্যতম সেরা একটা ভিডিও ছিলো😊
একজন প্রকৃত মুসলমান নিজেকে বাঙ্গালি বলে পরিচয় দিতে লজ্জা পাবে এটায় স্বভাবিক। "বাঙ্গালি" শব্দ ইহুদিদের মতোনই অভিশপ্ত এখন।
অবাক হবো সাথে খুশীও হবো যদি আপনি এই টপিকে আর কোনো ভিডিও করতে গিয়ে শামসুল আরেফিন শক্তি ভাইয়ের সাথে কোলাব করেন।
I have never seen more handsome race. Thay are much superior to Madras. People whom for I Admire Also. Does are Slender , these are full muscular Athletic figures perfectly shaped and with the finest possible cast of countenance feature they feature One of the most classic European models with great variety at the sam.
লেখক উপরে লিখেছেন:
"আমি এত সুদর্শন জাতি আর কখনও দেখিনি। তারা মাদ্রাজের মানুষের তুলনায় অনেক বেশি উন্নত। এরা এমন লোক যাদের জন্য আমি গভীরভাবে শ্রদ্ধা অনুভব করি। তারা চিকন নয়; এরা পূর্ণাঙ্গ মাংসল এবং ক্রীড়াবিদদের মতো শরীরের গঠন নিয়ে গঠিত, এবং তাদের আকৃতি একেবারে নিখুঁত। তাদের মুখাবয়ব অত্যন্ত সুন্দর, এবং তাদের বৈশিষ্ট্য ইউরোপীয় ধাঁচের ক্লাসিক মডেলের মতো, তবে বিভিন্নতার মধ্যে রয়েছে এক অনন্য বৈশিষ্ট্য।"
How a culture and society change or reform slowly- this is a great example here .
I just did some research and got to a rough value of ₹70M from 1903 is around this ₹129,384,362,827.65 in 2024
The British era marked a significant turning point in the history of Bengal, leading to the total destruction of its richness, cultural heritage, and superior stature. Bengal was once considered one of the most prominent regions in the world. Ibn Battuta described Bengal as one of the greatest and most affordable states globally, with the lowest prices for essential goods. However, after the British arrived, they looted everything, ignited religious disharmony, and destroyed our culture. They forced us to produce Indigofera tinctoria (neel) and opium, altering all aspects of our society.
As a result, we became impoverished, ignorant, and devoid of cognitive strength. Our country and institutions have been devastated in many ways. Instead of striving for prosperity, we engage in religious conflicts, and instead of uniting for a greater Bengal, we fought among ourselves in 1947. If the British had only looted Bengal's resources, we might have recovered in a few decades. However, they also shattered our mentality and cognitive sense, making recovery a much more arduous process. Recovering from this devastation will not only take decades but centuries.
ভাই প্রথম মন্তব্য।অনেক ভালো লেগেছে। আর একটা ভিডিও।
ভাইয়া নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভিডিও চাই
রাহাত ভাই, Julian Assange রে নিয়া একটা ভিডিও বানান। ও বর্তমানে জেইল থেকে ছাড়া পাইসে।
Thanks a lot for this video brother 👍
I’ve seen photographs of Bengal from early 1800s, people were still wretched.
khubi valo lagse aro chai..
প্লেভেন যুদ্ধ নিয়ে একটি ভিডিও তৈরির অনুরোধ রইলো।
Vai video tah joss hoisa❤
আমরা বাঙালি সুযোগের অভাবে সবাই সাধু। মানুন আর না মানুন।
True
ভাই,বইয়ের প্রতিটা খন্ড নিয়েই ভিডিও দিয়েন💖
What British did for their benefits actually affected the characters and physical shape of people of Bengal. Didn't know this before! Thanks for sharing this info.
Lol.... that's wrong, just an excuse by Bengali people to cover their faults. That's their habit. There are so many developed countries like Singapore, Malaysia, UAE, Qatar....they were also British colony but they don't give this type of lame excuses.
সুন্দর পরিবেশনা…. এই রকম টপিক চলুক… শুভকামনা তোমার জন্য….. ইংরেজিতে ভিডিও বানিও, নাহলে অন্তত ইংরেজি সাবটাইটাল দিও… তোমার আন্তর্জাতিক এনগেজমেন্ট দরকার
Vai ekta personal question kori? Kindly bolben apni kon jayga theke video editing shikhsen
ইউটিউবে অনেক ভিডিও আছে। দেখে শিখতে পারবেন
মা শা আল্লাহ। খুউব সুন্দর আলোচনা।
কিছু দিন হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে ভাবতেছি এই অধপতনের কারণ কী!😢😢
এই videor jonno ❤ thanks. suscribes korlam. 🎉
Ai oboidho sorkar ar jonno aj desh ar ai obustha
তারপর ও আমরা higher degree এর জন্যে সেই British দের দেশে যাই..
ভাইয়া, থাম্বনেইলের বানানগুলো আরও সংযত হয়ে লিখবেন আশা করি।❤
আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে ভাই
ভালো হইছে । বাকি খন্ড গুলোর ও ভিডিও চাই
বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ চুক্তি বিষয়ে একটা ভিডিও বানান।
ভাইয়া শিক্ষার ওপর ব্রিটিশ শাসনের কুপ্রভাব নিয়ে একটা ভিডিও বানান। আমরা কেন কিছু নির্দিষ্ট পেশাকে বা সেই বিষয়ের শিক্ষাকে সুপিরিয়র মনে করি আর অনেক সাবজেক্ট এ পড়াকে ছোট করে দেখি বা রেস্পেক্ট করি না সেটার পেছনের কারণ একটু ব্যাখ্যা দিয়েন।
এই ভিডিওতে the wretched of the earth বইয়ের কিছু কথা সংযোজন করলে একেবারে নিখুঁত হতো
একটা পিন দিয়ে দাও ভাই 😊😊British asar age rulers der proti Bengal er manus er somman chilo na, Tara nijeder manus kei bhalobashto
Jemon বাংলা জাহাঙ্গীর এর সময় থেকে ই তাদের বারো ভূঁইয়া কে সম্মান করত
Bengal means not only west bengal and Bangladesh
আরো বড় এলাকা র মানুষের সবসময় স্বাধীনচেতা মানসিকতা ছিল
আর সেটা পুরোটাই ব্রিটিশ দের সময় শেষ হয়ে গিয়েছিল
When Bretons came to Bengal at first, it was the richest place in the world. But when the Bretons left Bengal, it was the poorest place in the world. U don't have to be a genius to understand what happened in between.
- Sir George Galloway
before british rule in india...India accounted for world's 25% of GDP and bengal alone accounted for 15%... after the british left india accounted for 2% of world GDP and bengal was in famine...check shashi tharoor's oxford debate
Famous book, Labid vai, boi ta giveaway kore diten, r oita ami jitta jaitam, sundor hoto❤
Yes. You are right
Unbelievably good soil made it very easy for us to grow food. So we didn't develop militarily.
Victroy had defeated us.
বিধান একমাত্র আল্লাহরই।এক মহা পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন বিধানদাতা ইলাহ নেই।
১২:৪০ তোমরা তাঁকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদাত করছ, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাযিল করেননি। বিধান একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া আর কারো ইবাদাত করো না’। এটিই সঠিক দীন, কিন্তু অধিকাংশ লোক জানে না’।
১৬:১১৬ আর তোমাদের জিহবা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে, এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটায়, তারা সফল হবে না।
১০:৫৯ বল, তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে রিয্ক নাযিল করেছেন,পরে তোমরা তার কিছু বানিয়েছ হারাম ও হালাল’। বল, ‘আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর উপর তোমরা মিথ্যা রটাচ্ছ’?
৪২:২১ তাদের জন্য কি এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য দীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি? আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয় যালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।
১০:১৫ আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে পাঠ করা হয়, তখন, যারা আমার সাক্ষাতের আশা রাখে না, তারা বলে, এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো। অথবা একে বদলাও’। বল, আমার নিজের পক্ষ থেকে এতে কোন পরিবর্তনের অধিকার নেই। আমিতো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয় আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আযাবের’।
৬:১৯ বল, ‘সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কী?’ বল, ‘আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে,আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বল, আমি সাক্ষ্য দেই না’। বল, ‘তিনি কেবল এক ইলাহ আর তোমরা যা শরীক কর আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত’।
৯:৩৪ হে ঈমানদারগণ, নিশ্চয় পন্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও।
৩:১৪ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালবাসা- নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা-রূপা, চিহ্নত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর আল্লাহ, তাঁর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল।
৭:৩২বল, কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যোপকরণ, যা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিয্ক’? বল, ‘তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য, বিশেষভাবে কিয়ামত দিবসে’। এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য, যারা জানে।
২৮:৮৫ নিশ্চয় যিনি তোমার প্রতি কুরআনকে বিধানস্বরূপ দিয়েছেন, অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তনস্থলে ফিরিয়ে নেবেন। বল,আমার রব বেশী জানেন, কে হিদায়াত নিয়ে এসেছে, আর কে রয়েছে স্পষ্ট পথভ্রষ্টতায়’।
১৬:৪৩ আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের প্রতি আমি ওহী পাঠিয়েছি। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা কর,যদি তোমরা না জানো।
৬:১৫১ বল,এসো, তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন, তা তিলাওয়াত করি যে, তোমরা তার সাথে কোন কিছুকে শরীক করবে না এবং মা-বাবার প্রতি ইহসান করবে আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমিই তোমাদেরকে রিয্ক দেই এবং তাদেরকেও। আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না-তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না, আল্লাহ যা হারাম করেছেন।
রাহাত ভাই victor frankestine কে নিয়ে বিডিও বানান
আসসালামু আলাইকুম,,,,লাবিত ভাই,,,,,😊😊
মানুষখেকো’দের সঙ্গে বাঙালি সৈনিকের অন্যরকম অভিযান ভিডিও চাই
প্রতিটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী।
We need more video related with these topic please please
ai boier baki 2khonder totho niye kichu janan itihash khubie importent
ভিডিওটা অনেক ভালো লাগলো