ফকির গুহা, কাউখালি, রাঙামাটি। ( প্রকাশ বাবা ভান্ডারীর আস্তানা বা সাধনা স্থল)

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 фев 2024
  • ফকির গুহা কাউখালি উপজেলায় রাঙামাটি জেলায় অবস্থিত।পাহাড়ি উঁচু নিচু পথ আর পাহাড়ি খালের মধ্য দিয়ে প্রায় ৪০-৪৫ মিনিট হাঁটতে হয়ে সেখানে যাওয়ার জন্য। কাউখালির পোড়া বাজার থেকে সামান্য সামনে পর্যন্ত গাড়ি যেতে পারে। মূলত ফকির গুহায় মহান আধ্যাত্মিক সাধক হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি দীর্ঘ ১২ বছর ধরে সাধনায় লিপ্ত ছিলেন। সেসময় সেখানে নিরিবিলি পরিবেশ যেমন ছিল তেমনি হিংস্র বন্য প্রাণীর ভয়ও ছিল। সবকিছুকে তুচ্ছ করে তিনি সাধনায় লিপ্ত ছিলেন। আজ সেই স্থানক অসংখ্য মানুষ দর্শন করার জন্য সেখানে যায়। বাবা ভান্ডারী ছিলেন মূলত সুফি সাধক। পরিবেশটাতে গেলে বুঝা যায় সেখানে সৃষ্টিকর্তার অপার মহিমা রয়েছে। সেখানে আগত মানুষরা যাতে রান্না করে খেতে পারে তাই হাড়ি পাতিল, বাসন, চুলা, সবকিছু রয়েছে।
    আরও জানতে ভিজিট করুন :-
    www.alltimesperfect.xyz/2024/0...
    #বাবাভান্ডারীরআস্তানা
    #গোলামুররহমানমাইজভান্ডারীরসাধনাস্থল
    #ফকিরগুহা
    #কাউখালি
    #রাঙামাটি

Комментарии •