“রাসূলুল্লুাহ (সাঃ) বলেছেন আমি কি তোমাদেরকে ভাড়া করা পাঠা সম্পর্কে বলবো? তারা বললোঃ অবশ্যই হে আল্লাহর রাসূল, তিনি বললেন, হিল্লাকারী। অতঃপর রাসূলুল্লাহ (সাঃ) বলেন, আল্লাহ হিল্লাকারী ও যার জন্য হিল্লা করা হয় উভয়কে অভিসম্পাত করেছেন। ”(সুনানে ইবনে মাজাহ, ২য় খন্ড, ১৯৩৬ নং হাদিস, ইসলামিক ফাউন্ডেশন)
মুখে তিনবার কেন তিনশো বার তালাক বললেও তালাক হবে না।বাংলাদেশে প্রচলিত আইন আছে।আইন অনুযায়ী মুখে তালাক বলে দিলেই তালাক হয়ে যায় না। আইন অনুযায়ী তালাক দিতে হয় ৩ জন সাক্ষীর উপস্থিতিতে লিখিতভাবে।
Osongkho dhonnobad eto sundor natok dear jonno.Alahr kace ei jonnoi talak sobdoti sobtheke grinar.ekbaro talak sobdoti mukhe uccharon kora jabena.rage hok bujhe hok r na bujhe hok.talak bolle talak hoye jay.amra islami ain janina tai nana kotha boli.talak theke sabdhan.pore kede lav nai
মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফে সূরা তালাকের মধ্যে এরশাদ করেন,‘হে নবী! (উম্মতকে বলুন) তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের প্রতিপালক আল্লাাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমা লংঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। তুমি জান না, হয়তো আল্লাহ এর পর কোন নতুন উপায় করে দেবেন। (সূরা তালাক, আয়াত নং-১) উল্লেখিত আয়াতে দেখা যাচ্ছে যে, স্ত্রীকে তালাক দিলে ইদ্দতের প্রতি লক্ষ্য রাখতে হবে (ইদ্দত হলো মহিলাদের রজঃস্রাব বা মাসিক চক্র) ইদ্দত গননা করতে হবে (কয়টি ইদ্দত গণনা করতে হবে সে সম্পর্কে কিছুক্ষন পরে আয়াত পেশ করছি) কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে (যিনা/ব্যভিাচার) লিপ্ত না হলে স্ত্রীকে ঘর থেকে বের করো না অর্থাৎ তালাক দেয়া যাবে না এ তিনটি বিষয় হলো আল্লাহ কর্তৃক তালাকের নির্ধারিত সীমা, যা লংঘন করলে নিজের অর্থাৎ তালাক প্রদানকারীর অনিষ্ট হবে উল্লেখিত তিনটি সীমা তালাকের জন্য নির্দিষ্ট। এর হেরফের হলে তালাক হবে না। আল্লাহ কোন নতুন উপায় করে দেবেন’ এর ব্যাখ্যায় তাফসীরে মারেফুল কুরআনে বলা হয়েছে ‘স্বামীর অন্তরে তালাকের ব্যাপারে অনুতপ্ত সৃষ্টি হবে’। ফলে হয়তো তারা আবার সংসার করতে পারবে। ইমাম হাকেম তার মুসতাদরাক গ্রন্থে সাহাবি উকবা বিন আমের রাদিআল্লাহু থেকে বর্ণনা করেন: عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: " أَلا أُخْبِرُكُمْ بِالتَّيْسِ الْمُسْتَعَارِ؟ "، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: " هُوَ الْمُحِللُّ "، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: " لَعَنَ اللَّهُ الْمُحِللَّ، وَالْمُحَلَّلَ لَهُ " هَذَا حَدِيثٌ صَحِيحُ الإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ، ووافقه الذهبي. উকবা ইব্ন আমের রাদিআল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “আমি কি তোমাদেরকে ভাড়া করা পাঠা সম্পর্কে বলব ?” তারা বলল : অবশ্যই হে আল্লাহর রাসূল, তিনি বললেন : “হিল্লাকারী”, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : “আল্লাহ হিল্লাকারী ও যার জন্য হিল্লা করা হয় উভয়কে অভিসম্পাত করেছেন”।
প্রেমিকার রাগ ভাঙ্গানো অনেক কঠিন একটা কাজ । কিন্তু রাগ ভাঙ্গানোর পর সে যখন মুচকি একটা হাসি দেয় তখন মনে হয় সেই হাসির থেকে সুন্দর জিনিস এই পৃথিবীতে আর নেই । সেই হাসি দেখার জন্য ইচ্ছা করে রাগিয়ে দিতে মন চায় মাঝে মাঝে
Writer collect information from society. He writes perfect comedy. It was happened. I saw one. I was high school student at 1985 about like that. I see few people make bad comment to writer but he write real fact. Please don't make bad comment.
রাগের সহিদ খুন করিলে কি মামলা হয়েনা রাগ করিয়া ঘরে আগুন দিলেকি আগুন লাগে কি আগুন লাগে না রাগ করিয়া বিষ পান করিলে কি মানুষ মরেনা তালাক প্রাপ্ত ইসএীকে আর কখনো আর ফিরাইয়া নিতে পারি বেনা আর হিল্লা বিবাহ কুরআনের নিষিদ্ধ সূরা আত তালাক এর তাপ সির আললাহ হাফেজ
হিল্লা বিয়া৷ দেয়ার পর সে স্বামী যদি৷ স্ত্রীকে স্বেচ্ছায় তালাক না দেয়, জোর করে তালাক প্রয়োগ করলে, তালাক হবে না আর৷ তা শরিয়তের৷ পরিপন্থি কাজ৷ হবে যা ইসলামে না জায়েয আল্লাহ তাআলা সবাইকে এ ধরণের কার্য হতে হেফাজত করুন । আমিন
Sahadul Alam 'হিল্লা' বিয়ে না, এটাকে বলে 'হালালাহ' তথা বিয়ে হালাল করা। ইসলামি আইন অনুযায়ী কেউ তার স্ত্রীকে তিন তালাক দিলে, সেই মহিলা আর তার স্ত্রী থাকে না। সে তার জন্য হারাম হয়ে যায়। তখন ওই মহিলাকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইলে অপর এক পুরুষের সঙ্গে বিয়ে দিয়ে, সেই পুরুষের কাছ থেকে তালাক নিয়ে তবেই আবার তাকে বিয়ে করা যাবে। তবে নাটকে যা দেখানো হয়েছে বা কৌশল অবলম্বন করলে হবে না। অর্থাৎ হালাল করার জন্য পরে যে পুরুষের কাছে বিয়ে দেওয়া হবে, সেই পুরুষের সঙ্গেও ওই মহিলার অন্তত একবার শারিরীক সম্পর্ক হতে হবে। না হলে বউ হালাল হবে না।
Md Imran আরে লম্পট কোথাকার! তিন তালাক দিয়ে বউকে হালালার মাধ্যমে হালাল না করে সেই বউয়ের সাথে শারিরীক মিলন করলেই বরং জিনার গোনাহ হবে। ভূমিষ্ঠ শিশুও জারজ বলে স্বীকৃতি পাবে। আর তুই ইসলামি বিধান কতটুকু জানিস! তোকে তুই না বলে পারলাম না।
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃêক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।وَإِذَا طَلَّقْتُمُ النَّسَاء فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلاَ تُمْسِكُوهُنَّ ضِرَارًا لَّتَعْتَدُواْ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ وَلاَ تَتَّخِذُوَاْ آيَاتِ اللّهِ هُزُوًا وَاذْكُرُواْ نِعْمَتَ اللّهِ عَلَيْكُمْ وَمَا أَنزَلَ عَلَيْكُمْ مِّنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُم بِهِ وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُواْ أَنَّ اللّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ সূরা বাকারাহ : আয়াত - ২৩০
খুব ভালো লেগেছে। অপর দিকে পুরুষরা রাগের মাথায় বৌকে আবল তাবোল বলি। নারে আইজ থাইকা আমার হিরামনরে আবল তাবোল কথা কমুনা। পরে আরেক বেডায় হিললা বিয়া কইরা হেসে আমার হিরামনরে ফেরত না দেয়।
যতদিন বাছবো এই নাটক ভুলবো নাহ ছোখের পানি ধরে রাকতে পারিনি
অসাধারণ একটি নাটক আমার খুব ভালো লাগলো ধন্যবাদ
Amon shundor shundor natok amra aro dekhte chai....
Khub valow lapse.....
Mahabub Alam Mahabub
ইসলামিক নিয়মে যদি শুধু স্ত্রী কে এই বলে যে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম বউ সাথে সাথে তালাক হয়ে যায়,,,,
খুব সুন্দর শিক্ষামুলক
Ik
@@rumanasekh7538 😮😊😂u
@@rumanasekh7538😅
@@rumanasekh7538ppp
64u11111111111111111111111111111¹11111¹¹
G ami to
“রাসূলুল্লুাহ (সাঃ) বলেছেন আমি কি তোমাদেরকে ভাড়া করা পাঠা সম্পর্কে বলবো? তারা বললোঃ অবশ্যই হে আল্লাহর রাসূল, তিনি বললেন, হিল্লাকারী। অতঃপর রাসূলুল্লাহ (সাঃ) বলেন, আল্লাহ হিল্লাকারী ও যার জন্য হিল্লা করা হয় উভয়কে অভিসম্পাত করেছেন।
”(সুনানে ইবনে মাজাহ, ২য় খন্ড, ১৯৩৬ নং হাদিস, ইসলামিক ফাউন্ডেশন)
Ppp
onek sundur onek valo laglo bastobota tule dhorche
Nice natok
অন্ধ ভালবাসার গন্ধ বেশি -নকল ভালবাসার সুবাস বেশি-সত্য প্রেমে রাগারাগি বেশি -নকল প্রেমে হাসাহাসি বেশি।
বুঝবেন যেদিন খুঁজবেন তাকে অবহেলায় হারাইলেন যাকে।
প্ল
Ekdom tik
এই নাটক আগে ঈদের সময় টিভি চ্যানেলে দেখছি আজ আবার দেখলাম...
.
আল্লাহ যেন আমাদের কোন ভাইকে এই শব্দটা মুখ দিয়ে না বার করায়।
Vhji
মুখে তিনবার কেন তিনশো বার তালাক বললেও তালাক হবে না।বাংলাদেশে প্রচলিত আইন আছে।আইন অনুযায়ী মুখে তালাক বলে দিলেই তালাক হয়ে যায় না।
আইন অনুযায়ী তালাক দিতে হয় ৩ জন সাক্ষীর উপস্থিতিতে লিখিতভাবে।
@@aminurislam4129 খঝ
আহ ! কি শান্তি !!!অনেক অনেক দিন পরে একটা খুব সুন্দর নাটক দেখলাম।
Ll
Ll
Ll
Ahaa. Biya je koto moja buro o vAlo hoye geeche
এক কথাই অসাধারণ অনুভূতি নাটকে
Shohel Molla o
Shohel Molla o
Shohel Molla
একমত ভাই।
88
natok ti amar valo lagche, thanks
সমাজের বাস্তব চিত্র।
তবে রাগের দৃষ্টিতে তালাক হয়না।
আগে কোরআন হাদিসের আলোকে
জ্ঞান অর্জন করে চলতে হবে।
তা না হলে জীবনে আধার নামবে।
শেষ দৃশ্য টা মনোমুগ্ধকর ।
খুব সুন্দর হয়েছে
Osongkho dhonnobad eto sundor natok dear jonno.Alahr kace ei jonnoi talak sobdoti sobtheke grinar.ekbaro talak sobdoti mukhe uccharon kora jabena.rage hok bujhe hok r na bujhe hok.talak bolle talak hoye jay.amra islami ain janina tai nana kotha boli.talak theke sabdhan.pore kede lav nai
osadaron
ভালো লাগলো
এই নায়কের আরো নাটক দেখতে চাই
Nice acting tis old person
VERY JOSS
nazmul huda bacchu jarey ek rokom dekhe ami boro hoyechI,aj sey ei osadaron natok a ovinoy kore amader ei prithibity nei aj....
Sobuj Sikder I love you I'm
no
Onek moja pailam
আমার মতে এমন সামির ঘরে না যায়াটাই বালো
মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফে সূরা তালাকের মধ্যে এরশাদ করেন,‘হে নবী! (উম্মতকে বলুন) তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের প্রতিপালক আল্লাাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমা লংঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। তুমি জান না, হয়তো আল্লাহ এর পর কোন নতুন উপায় করে দেবেন। (সূরা তালাক, আয়াত নং-১) উল্লেখিত আয়াতে দেখা যাচ্ছে যে, স্ত্রীকে তালাক দিলে ইদ্দতের প্রতি লক্ষ্য রাখতে হবে (ইদ্দত হলো মহিলাদের রজঃস্রাব বা মাসিক চক্র) ইদ্দত গননা করতে হবে (কয়টি ইদ্দত গণনা করতে হবে সে সম্পর্কে কিছুক্ষন পরে আয়াত পেশ করছি) কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে (যিনা/ব্যভিাচার) লিপ্ত না হলে স্ত্রীকে ঘর থেকে বের করো না অর্থাৎ তালাক দেয়া যাবে না এ তিনটি বিষয় হলো আল্লাহ কর্তৃক তালাকের নির্ধারিত সীমা, যা লংঘন করলে নিজের অর্থাৎ তালাক প্রদানকারীর অনিষ্ট হবে উল্লেখিত তিনটি সীমা তালাকের জন্য নির্দিষ্ট। এর হেরফের হলে তালাক হবে না। আল্লাহ কোন নতুন উপায় করে দেবেন’ এর ব্যাখ্যায় তাফসীরে মারেফুল কুরআনে বলা হয়েছে ‘স্বামীর অন্তরে তালাকের ব্যাপারে অনুতপ্ত সৃষ্টি হবে’। ফলে হয়তো তারা আবার সংসার করতে পারবে।
ইমাম হাকেম তার মুসতাদরাক গ্রন্থে সাহাবি উকবা বিন আমের রাদিআল্লাহু থেকে বর্ণনা করেন:
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: " أَلا أُخْبِرُكُمْ بِالتَّيْسِ الْمُسْتَعَارِ؟ "، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: " هُوَ الْمُحِللُّ "، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: " لَعَنَ اللَّهُ الْمُحِللَّ، وَالْمُحَلَّلَ لَهُ " هَذَا حَدِيثٌ صَحِيحُ الإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ، ووافقه الذهبي.
উকবা ইব্ন আমের রাদিআল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “আমি কি তোমাদেরকে ভাড়া করা পাঠা সম্পর্কে বলব ?” তারা বলল : অবশ্যই হে আল্লাহর রাসূল, তিনি বললেন : “হিল্লাকারী”, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : “আল্লাহ হিল্লাকারী ও যার জন্য হিল্লা করা হয় উভয়কে অভিসম্পাত করেছেন”।
Jahirul Islamআমারঅনেক-সাদের-ময়নাপাখীবাধনছিরোযাইগানচাই।
Jahirul Islam েচিচ
r
Jahirul Islam পালাগান
100 right bhai, suarh Talaqe tar jikr ache
Ato sundor natok. thanks.
DA Tayeb vai apnar natok 100% valo lage
Natok banan and download option deben
Khuda hafez
এই। নায়ক। খুব। ভাল। অভিনয়। করে
hilla biya ta somje ocitna
প্রেমিকার রাগ ভাঙ্গানো অনেক কঠিন
একটা কাজ
।
কিন্তু রাগ ভাঙ্গানোর পর
সে যখন মুচকি একটা হাসি দেয় তখন
মনে হয়
সেই হাসির থেকে সুন্দর জিনিস এই
পৃথিবীতে আর নেই ।
সেই হাসি দেখার জন্য
ইচ্ছা করে রাগিয়ে
দিতে মন চায় মাঝে মাঝে
😘😘😘😘
,
❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ug
একসাথে তিনতালাক দিলে একতালাক বলে গন্য হবে।কুরানের সুরা বাকারা ২২৮থেকে ২৪২পর্যন্ত।আর সুরা তালাক দেখুন
Onek sundor performance
হা হা হা
মজা পাইলাম
Very Nice Hilla bia (Halalaa)
Shobkichutay muslimder khocha na delay hoy na....indiar hinduder moddhay meye sisshur brun nosto kora normal beshoy,chele sontaner ashay nejer bou k purohiter ghoray pathano...
খুবই সুন্দর একটা নাটক, শিক্ষামূলক।
Islamic Bangla Waz
Laila Anjuman 8
Thanks to all my lovely viewers
পরিচালক ও সব অভিনেতা অভিনেত্রী কে ধন্যবাদ। এখানে অনেক শিক্ষনীয় বিষয় আছে।
সম্মানিত ভাই জান,আপনার কথা ঠিক আছে , কিন্ত হিল্লা প্রথা হারাম
দং😮😢
লূধদধধধ@@mdmasudali4427
নাটক টা খুব ভালো লেগেছে
আললাহ সব হুকুম মাথা পেতে নেওয়া সকল মুসলমানদের দায়িত্ব বা ফরজ৷
❤❤
kingdom rayban royal excellence
Writer collect information from society. He writes perfect comedy. It was happened. I saw one. I was high school student at 1985 about like that. I see few people make bad comment to writer but he write real fact. Please don't make bad comment.
রাগের সহিদ খুন করিলে কি মামলা হয়েনা রাগ করিয়া ঘরে আগুন দিলেকি আগুন লাগে কি আগুন লাগে না রাগ করিয়া বিষ পান করিলে কি মানুষ মরেনা তালাক প্রাপ্ত ইসএীকে আর কখনো আর ফিরাইয়া নিতে পারি বেনা আর হিল্লা বিবাহ কুরআনের নিষিদ্ধ সূরা আত তালাক এর তাপ সির আললাহ হাফেজ
@@evrahimevrahim6725 ধ
@@evrahimevrahim6725 ক
?
C
@@farihafaiza8460 what do you mean by C
Thanks again
তৃ
শাহিনের কৌতুক ফাটা বাঁশ অ্যালবাম দিয়া দিবেন
এটাই হলো ইসলাম ধর্মের নীতি। এই ধর্মের মধ্যে কেউ থাকে?
আমার পরের বৌটার অভিনয় ভাল লাগল
হা হা হা........
অসাধারণ
একটা কথা ভাইয়ারা যারা বিয়ে করছেন তারা কোনোদিন রাগের মাথায় এমন কাজ করবেন না পড়ে কাঁদতে হবে
9ij's
বড়ে ভাই রাইট
অসাধারণ নাটক
ছিল সমাজে , এখনো ও হয়ত থাকতে পারে। তবে নাটকে মনে করিয়ে দেয় ।
ডিএ তায়েব ভাইয়ের সিনেমা দেখতে চাই
জে যাহা বলুক অনেক সুন্দর হয়েছে অসাধারণ 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♂️🙇♂️🙇♂️
সুন্দর হইছে
Fine story .
বাস্তব চিত্র তুলে ধরার জন্য সকল কলাকুশলীদের অসংখ্য ধন্যাবাদ
K
এই নাটোক বেশি বাড়া বাড়ি
নাইছ
সেই নাটক
soloman dawan .
অসাধারণ নাটক টি ❤️
আললা না করোক কোন মানুষের মুখ দিয়ে যেন এই কথা বাহির না হয়।
অসাধারন ভাল লেগেছে
So beautiful
Manirul Ali 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😁😁😂😂😂😋😁😁😁😁😁😁
This Natok teach us real love is for ever. No life without wife.
Boyra halai so vanchal kora galo
Very nice...
Thank you Fine Natok
onek bhalo lagse
jaganmoy bhatigetee
jaganmy Shyama sanit bhakt gitee
Samsul Islam aidg
Samsul Islam 91614429
0
very nice natak
রাগ করে কোন কিছু করা উচিত না
555ttfģ5eeeģ
হি হি হাঁসি পাইছে🙊🙊🙊
Salena Akter ত
Salena Akter অই
Salena Akter keno
Salena Akter কি গো
Salena Akter j
হে আল্লাহ্ আপনেে এই মানব জাতি কে হেদায়েত দিন আমিন।
ছুম্মা আমীন
Amra montobhbo na kori natokta shobaike vojanor jonno kora hoyeche amra jeno keu eroko vul na kori
বুইড়ায় শেষ বয়সে বেশ মজাই পাইলো!
খুব সুন্দর হয়েছে। ছেলেদের জন্য এরকম সুন্দরী মেয়েই দরকার। ভালো লেগেছে।
খুব কষ্ট পেলাম নাটকটা দেখে তাদের মিলন টা দিলে আরো খুশি হব
সময়ের সাথে মানুষ পরিবর্তন হইতাছে
nice
অসাদারন কি বলে নাজায়ছ বহুত আলেম দেখি
এ সব হিল্লা বিয়ের কোন স্থান ইসলামে নেই এ সব বিজাতীয় সাংস্কৃতি।
হিল্লা বিয়া৷ দেয়ার পর সে স্বামী যদি৷ স্ত্রীকে স্বেচ্ছায় তালাক না দেয়, জোর করে তালাক প্রয়োগ করলে, তালাক হবে না আর৷ তা শরিয়তের৷ পরিপন্থি কাজ৷ হবে যা ইসলামে না জায়েয আল্লাহ তাআলা সবাইকে এ ধরণের কার্য হতে হেফাজত করুন । আমিন
ইসলাম হিল্লা বিয়া আছে এটা quran ase
@@MDShakib-vr9xy ভাই কুরআনুল কারীমে কোন জায়গায় আছেন একটু জানাবেন ভাই
@@MDShakib-vr9xy নবীজি বলেছেন হিল্লা হারাম
হিল্লোলের সাথে হিল্লা দিয়া দে
Faruk Omar 0553386265
শেষ টা ভালো লাগলো
Fine
হায় হায় এইটা কি ইসলামী দেশের মানুষ হয়েও ইসলাম কে চোট করে এই অভিনয় কি ভালো, এইদেশের সবাই জানে রাখের কথায় তালাক হবেনা এই টা বাজে কথা,হাদিসে বলেছেন,
Anwar Bin mahfuz.
Multiple
Mukta
এই নায়ক ভালো নাটক করে
amar video dekhe kemon jano
maya lage
নাটকটি কত ভাল তা পরিমাপ করার মত কোন বাটকারা অামার নাই ।
❤️
কথায় আছে বাবিয়া করিউ কাজ করিয়া বাবিউনা
such a beautiful natok
9
হা হা হা হা হা হা
Very Nice
খুবই কষট পেলামে
আমি হিললা বিয়া মানিনা
hussain kasba বিয়া কর দিখিয়া, তা না হলে -----
তুমি কোন দেশের মানুষ হিললা বিয়া মানের না
Hilla bia islam ase apnar mana ba na manar apnar kase muslim der bia niom
হিল্লি বিয়ে নাজাহেজ
কুসংঅসকার
Abdul Jalil
আপনাদের কে অনেক ধন্যবাদ
PLl b
এই রকম ঘটনা বহু বছর অাগে হতো। সেই ঘটানা গলো ফুটিয়ে তুলছে। ন । না বজে অনেকে অনেক কথা বলছে। নাটক এর পরিচলক কে ধন্য বাদ। ০১৮৭৪ ৩৫৫ ৯৪৯
Salam Shek
সুন্দর
0097433105900 বাবি খবের নান
হিল্লা বিয়ে নাজায়েজ
Sahadul Alam io
Sahadul Alam 'হিল্লা' বিয়ে না, এটাকে বলে 'হালালাহ' তথা বিয়ে হালাল করা। ইসলামি আইন অনুযায়ী কেউ তার স্ত্রীকে তিন তালাক দিলে, সেই মহিলা আর তার স্ত্রী থাকে না। সে তার জন্য হারাম হয়ে যায়। তখন ওই মহিলাকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইলে অপর এক পুরুষের সঙ্গে বিয়ে দিয়ে, সেই পুরুষের কাছ থেকে তালাক নিয়ে তবেই আবার তাকে বিয়ে করা যাবে। তবে নাটকে যা দেখানো হয়েছে বা কৌশল অবলম্বন করলে হবে না। অর্থাৎ হালাল করার জন্য পরে যে পুরুষের কাছে বিয়ে দেওয়া হবে, সেই পুরুষের সঙ্গেও ওই মহিলার অন্তত একবার শারিরীক সম্পর্ক হতে হবে। না হলে বউ হালাল হবে না।
হিল্লা বিবাহ বা হালালা বিয়া বলতে কোনো বিয়া ইসলামে নাই।এই গুলা সম্পূন্ন জিনা হবে ।
Md Imran আরে লম্পট কোথাকার! তিন তালাক দিয়ে বউকে হালালার মাধ্যমে হালাল না করে সেই বউয়ের সাথে শারিরীক মিলন করলেই বরং জিনার গোনাহ হবে। ভূমিষ্ঠ শিশুও জারজ বলে স্বীকৃতি পাবে। আর তুই ইসলামি বিধান কতটুকু জানিস! তোকে তুই না বলে পারলাম না।
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃêক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।وَإِذَا طَلَّقْتُمُ النَّسَاء فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلاَ تُمْسِكُوهُنَّ ضِرَارًا لَّتَعْتَدُواْ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ وَلاَ تَتَّخِذُوَاْ آيَاتِ اللّهِ هُزُوًا وَاذْكُرُواْ نِعْمَتَ اللّهِ عَلَيْكُمْ وَمَا أَنزَلَ عَلَيْكُمْ مِّنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُم بِهِ وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُواْ أَنَّ اللّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
সূরা বাকারাহ : আয়াত - ২৩০
খুব ভালো লেগেছে। অপর দিকে পুরুষরা রাগের মাথায় বৌকে আবল তাবোল বলি। নারে আইজ থাইকা আমার হিরামনরে আবল তাবোল কথা কমুনা। পরে আরেক বেডায় হিললা বিয়া কইরা হেসে আমার হিরামনরে ফেরত না দেয়।
হিল্লা বিয়া ইসলামে হারাম
nice drama