পরেশনাথ ট্রেক -১ || বর্ষায় ঝাড়খন্ড ভ্রমণ || Pareshnath trek - 1 || Jharkhand in monsoon EP - 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 83

  • @banamalidas4957
    @banamalidas4957 10 месяцев назад +2

    খুব সুন্দর লাগছে।
    খুব পরিশ্রম করে ভিডিও তৈরী করে আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

    • @swapnopaul
      @swapnopaul  10 месяцев назад +1

      ধন্যবাদ। সঙ্গে থাকুন।

    • @banamalidas4957
      @banamalidas4957 10 месяцев назад +1

      দাদা আমার 7 বছরের ছেলে নিয়ে যাব যদি উপরে ওঠার পর প্রয়জনে বিশ্রাম নেওয়ার ব্যাবস্থা আছে কি?
      আগামী আগষ্ট মাসে 20 তারিখে রওনা দেব।

    • @swapnopaul
      @swapnopaul  10 месяцев назад +1

      @@banamalidas4957 বিশ্রাম বলতে যদি বসার কথা বলেন তাহলে অনেক জায়গা আছে। আপনি সিরিজের সব কটা ভিডিও দেখুন প্লিজ।

    • @banamalidas4957
      @banamalidas4957 10 месяцев назад

      সবকটা ভিডিও দেখেছি এই সিরিজের তবে বিশ্রাম বলতে যদি বাচ্চা নিয়ে যাওয়ার পরে যদি নামতে অসুবিধা হয় তাহলে রাত্রে থাকার কোন ব্যাবস্থা আছে কি ?

    • @swapnopaul
      @swapnopaul  10 месяцев назад +1

      @@banamalidas4957 থাকার ব্যবস্থা নেই। তবে পালকি , বাইক পাবেন নামার জন্য।

  • @DooarsTraveller
    @DooarsTraveller Год назад

    অন্ধকারের মধ্যে ট্রেকিং বেশ দারুন অভিজ্ঞতা ।

  • @Shibendu_laha
    @Shibendu_laha Год назад

    Bah 🎉

  • @sudiptabhattacharya4549
    @sudiptabhattacharya4549 Год назад

    দারুণ দারুণ। পরের পর্বের জন্য অপেক্ষা করছি।

  • @amitavabhattacharjee06
    @amitavabhattacharjee06 Год назад +3

    যারা ক্যামেরায় পাহাড়ী হাঁটাপথের ভিডিও করেনি তারা ভিডিওতে দেখে ঠিক বুঝতে পারে না যে পথ কতটা খাড়াই। আমি এ পথে কয়েক কিলোমিটার গিয়েছিলাম। ভিডিওতে দেখেও বুঝলাম, খুবই কষ্টকর। বেশ ভালো লাগলো। বিশেষ করে আপনার সাবলীল, আমাদের সাথে গল্প করার মতো সহজ উপস্থাপনা। যা মাত্র হাতে গোনা দুটো চারটে চ্যানেলেই পাওয়া যায়।৷ বাকী সব তো ক্যামেরা হাতে নিয়ে হাত পা ছুড়ে চীৎকার আর অতিনাটক! 🥰

    • @swapnopaul
      @swapnopaul  Год назад +1

      কেদারনাথ, অমরনাথ ছাড়া ট্রেকের ভিডিও বাংলায় বানায় কে? আমি আর চিনুদা ছাড়া আর তো কেউ নেই।

  • @jayantabose9001
    @jayantabose9001 Год назад

    Dada khub bhalo laghche.

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      দেখতে থাকুন। আরো আছে।

  • @parthapratimghosh4875
    @parthapratimghosh4875 Год назад

    Fantastic vdo 👍

  • @dharitripaul2185
    @dharitripaul2185 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @soumenroy360
    @soumenroy360 Год назад

    মারাত্মক। আপনার চন্দ্রশিলা ট্রেক পুরোটা দেখেছিলাম। দুর্দান্ত লেগেছিল। কিন্তু এতটা কষ্ট পেতে দেখিনি।

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      তফাৎ হলো তখন শারীরিক প্রস্তুতি নিয়ে গেছিলাম, এবার প্রস্তুতি না নিয়ে গেছি। তখন দূরত্ব কম ছিল, এটায় দূরত্ব বেশি।

  • @ilaroy1170
    @ilaroy1170 Год назад

    Apnader Paresnath trek khub sundor tabe 9 k .m hata satti khub kasto kar. Tabe rasta ta bes bhalo. Je asrome chilen sei asrom ta bes baro ar sundar. Parer parbo dekhar asay roilam

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      আপনি তো শুধু যাওয়ার হিসাব করলেন। ফেরাটা?

    • @ilaroy1170
      @ilaroy1170 Год назад

      @@swapnopaul thik e bolechen. Abar to 9 k m hete firte o hobe

  • @trishnamitra6494
    @trishnamitra6494 Год назад

    Pareshnarh trek khub sundor bhabe dekhiyechhen dada...rastar dui dhar er drishyo khub sundor, tobe apnader jete khub kosto hoyechhe!

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      চড়াই রাস্তায় কষ্ট হবেই তবে প্রস্তুতি নিয়ে যাইনি, এটা আমার দোষ। ট্রেকটা হাল্কা ভাবে নেওয়ার খেসারত দিতে হয়েছে।

    • @trishnamitra6494
      @trishnamitra6494 Год назад

      Ooo...tai apnar eto kosto hoyechhe...sathe video toh korte hoyechhe!

  • @atishdey369
    @atishdey369 Год назад +1

    2005 সালে MSc করার সময় হোস্টেল থেকে গেছিলাম। আমরা কয়েকজন এই ট্রেক টা করেছিলাম। সকাল 9 টা নাগাদ রওনা দিয়ে মন্দির দর্শন করে বিকাল 4.30 মধ্যে ফিরে এসেছিলাম। এখন এতো তাড়াতাড়ি পারবো কিনা কে জানে। যায় হোক অনেক স্মৃতি টাটকা হলো দাদা। প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      খুব কম সময়ে কমপ্লিট করেছেন।

  • @SuparnaChatterjee-v3d
    @SuparnaChatterjee-v3d Год назад

    Bhalo laglo eke rokom achy sudhu pa dekher jonno eto kosto kore chilam😢😢

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      এডভেঞ্চার, প্রাকৃতিক সৌন্দর্যের কোনো মূল্য নেই?

    • @SuparnaChatterjee-v3d
      @SuparnaChatterjee-v3d Год назад

      Amra gechi lam 1911 shale ota je 10 km seta jantam na tokhon eto utub chilo na kechu na jene gechilam rate mondir er age ekta police coukee te chilam jebone prothom track

  • @parthasakhachakraborty4036
    @parthasakhachakraborty4036 Год назад

    Khub bhalo lagche

  • @sarmilabhunia1553
    @sarmilabhunia1553 Год назад

    এর আগে পরেশনাথ পাহাড়ের ওঠার ভিডিও দেখে নি। বেশ ভালো লাগলো

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      এর পরে আরও ভালো লাগবে।

  • @jyotielectronics6491
    @jyotielectronics6491 Год назад

    Choto choto chocolate sathe rakhle khub subidha hoy. Kichu somoy chara mukhe dile energy o hoy

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 Год назад

    চন্দ্র শিলায় এরকম রাস্তার পাশে চায়ের দোকান ছিল না

    • @swapnopaul
      @swapnopaul  Год назад +1

      আমি রাতের কথা বলেছি

  • @abhijitguharoy5042
    @abhijitguharoy5042 Год назад

    খুব ভাল লাগল দাদা। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম । আপনিও ভাল থাকবেন। ❤❤ 🙏🙏

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 Год назад

    sotti kothin chorai bhenge ei pareshnath pahare otha ak kathin challenge

  • @samarde
    @samarde Год назад

    It's a really stiff path. While I respect and rank Shri Chinmoy Nath as a pioneer youtuber and trekker number 1, I rank you number 2. I have seen many of your difficult and successful trek-videos and enjoyed every piece like the current one. I'll watch the 2nd part shortly.

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      চিনুদা আর আমি ছাড়া আর তো কেউ ট্রেকের ভিডিও দেয় না। সব ওই কেদারনাথ আর অমরনাথ এই ট্রেকই করে।

    • @samarde
      @samarde Год назад

      ​@@swapnopaul akdom thik kotha sojasuji boleychhen. Akhon cholechhe sastay bajimater youtuber yug.

  • @samarb9329
    @samarb9329 Год назад

    Oh lovely adventurous trek and scenic beauty.
    All the best nd happy journey...

  • @sanjitkumardas9339
    @sanjitkumardas9339 Год назад

    খুব ভালো লাগলো।

  • @sagarsarkar6627
    @sagarsarkar6627 Год назад

    Last October ghure eschi khub bhalo jayga .. amra midnight e gechi raat 1 ta r sokal e firechi 9 tay

    • @swapnopaul
      @swapnopaul  Год назад +1

      তার মানে সারা রাত জেগে ছিলেন।

    • @sagarsarkar6627
      @sagarsarkar6627 Год назад

      @@swapnopaul ha ekdom onek lok jay midnight e r midnight e sorir tired kom hoy .. gham kom hoy tai sobai midnight e jete chay .. then sokal e bhalo kore nature dekhte dekhte chole asun bas..

  • @majumdarsanjeeb9145
    @majumdarsanjeeb9145 Год назад

    Next porbo tar jonno opekkha korchi ❤

  • @balarammajumdar8864
    @balarammajumdar8864 Год назад

    Ofcourse attend Premieres at 07:30 pm to day.

  • @rinamukherjee9805
    @rinamukherjee9805 Год назад

    ভালো তো অবশ্যই লাগলো কিন্তু পরের পর্বের জন্য আবার অপেক্ষা করতে হবে কতো কষ্ট উঠতে সেটাই ভাবছিলাম আর দেখছিলাম সত্যি খুব সুন্দর জায়গা দারুন লাগল

    • @swapnopaul
      @swapnopaul  Год назад +2

      এরপর উচ্চতার সাথে আবহাওয়া কিভাবে পাল্টায় দেখতে পাবেন।

  • @madhabidas5100
    @madhabidas5100 Год назад

    আমিও ভাইয়ের সাথে পরেশনাথ পাহাড়ে উঠছি। স্বপ্ননীল ভালো থাকবে সুস্থ থাকবে। খুব বেশি স্মার্ট হতেও হবে না ফাস্ট হতেও হবে না সুন্দর করে ভিডিও করো ব্যাস তাহলেই হবে।তুমি ভালো থেকোতোমার সংগীরা
    ভালো থাকুক এই কামনা করি।

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      আপনি অনেকের অনেক কথার উত্তর দিয়ে দিলেন। ধন্যবাদ।

  • @niranjanhaldarveena
    @niranjanhaldarveena Год назад

    পরিষ্কার রাস্তা, তবে খাড়াই বলেই কষ্টকর। মাছ মুরগী না খাওয়া ছেলে বুড়োরা কেমন তরতর করে উঠে যাচ্ছে দেখে অবাক লাগে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      এক সময় সবাই দুমড়ে যাচ্ছে।

  • @bratinbanga584
    @bratinbanga584 Год назад

    ছোটবেলাতে চার বার গেছি,তবে শীত কালে। তখন কংক্রিট রোড ছিল না,এমনি পাহাড়ি রাস্তা ছিল।এখন মনে হয় পারবো না।

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      রাস্তা এখন অনেক উন্নত

  • @gourabdeb895
    @gourabdeb895 Год назад

    PORESHNATH r hotel r nam o contact no ta daben& tariff koto?Car parking r babostha ache?

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      গোটা সিরিজ জুড়েই আমি সমস্ত তথ্য দিয়ে যাচ্ছি। সব কটা ভিডিও না স্কিপ করে দেখুন দেখবেন আপনার সব প্রস্নের উত্তর পেয়ে যাবেন।

  • @familyvlogger2022
    @familyvlogger2022 Год назад

    বাপরে খুবই কষ্ট সাপেক্ষ। আর তার সাথে ভিডিও করা

    • @swapnopaul
      @swapnopaul  Год назад +1

      ট্রেকিং তো সবসময়ই কষ্টকর।

  • @somaroy6509
    @somaroy6509 Год назад

    Besi besi kore oxygen nie nin😅😂😊

  • @moonmoonbanerjee1819
    @moonmoonbanerjee1819 Год назад

    এতো কষ্ট করে ভিডিও করেছেন এবং ট্রেক করেছেন সেটাও কষ্ট করে সুতরাং ভাল তো হবেই, ভাল থাকবেন 🙏🙏

    • @swapnopaul
      @swapnopaul  Год назад +1

      সুপ্রভাত। আপনিও ভালো থাকবেন।

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 Год назад

    সপ্ন বাবু আপনি দয়া করে আর ট্রেকিং ট্যুর করবেন না এটা আমার একান্ত অনুরোধ আপনার কোন শারীরিক সমস্যা হলে মৌসুমী দেবী,রুপ,রাশির মত আমরাও খতির মুখে পড়বো আপনি ট্রেকিঙ বাদ দিয়ে ভিডিও বানান আমরা সানন্দে দেখবো কিন্তু শরীর কে কষ্ট দিয়ে এরকম ভিডিও আর বানাবেন না আমার অনুরোধ রাখবেন এই আশা রাখি

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      ট্রেক একটা বয়সের পর আর সম্ভব হবে না। তাই এখন যতটা পরি করে নিই। মৃত্যু তো যেকোনো মানুষের যেকোনো মুহূর্তে হতে পারে তাই ওটা নিয়ে ভাবা কোনো কাজের কথা নয়।

  • @TaniRoy-n6n
    @TaniRoy-n6n Год назад

    ভালো লাগলো। তবে কথাবলায় আরেকটু স্মার্ট হলে আরো ভালো লাগবে। ভিডিওতে মানুষ বাহ্যিক দিকটাও দেখবে। আপনি পরিশ্রম করেই ভিডিও তৈরী করেন সবাই জানি সফলতা পেতে গেলে পরিশ্রম করতেই হয়। আরেকটা বিষয় বড্ড খারাপ লাগে যে ভিডিওতে বলেন ভিডিও বানাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। তাতে আমরা দর্শকরা কি করতে পারি? আপনার অর্থ না থাকলে ভিডিও বানানো বন্ধ করে দিন। ইউটিউবে ইনকাম হয় বিধায় মানুষ এত পরিশ্রম করে বিভিন্ন জায়গায় গিয়ে শ্যুট করেন। ইনকাম না থাকলে এত এত ইউটিউবার দেখা যেত না। কারো কারো পুরো সংসার চলে ইউটিউবের অর্থে। এটাও একটা পেশা। কোন ট্রাভেল ইউটিউবারকে আপনার মত বলতে শুনিনা। একজন দর্শক হিসেবে এটা আমার মতামত।

    • @swapnopaul
      @swapnopaul  Год назад

      সবার সবকিছু ভালো লাগবে তার কোন মানে নেই। সবাইকে ভালো লাগাতে পারবো সেটাও আমি আশা করি না। আপনিও একটা ট্রাভেল চ্যানেল খুলে ফেলুন, তারপর না হয় আপনার সঙ্গে বাকি আলোচনাটা করা যাবে। ভালো থাকবেন।

    • @TaniRoy-n6n
      @TaniRoy-n6n Год назад

      ​@@swapnopaul ট্রাভেল চ্যানেল খোলার মত আমার সময় বা অর্থ কোনটাই নেই। বা আমি তেমন পারদর্শীও নই। আর একটা জিনিস কি জানেন স্বপ্ন বাবু, পাবলিক প্লেসে কাজ করলে নেগেটিভ এবং পজেটিভ দুই ধরনের মতামত নেবার মত মেনটালিটি থাকতে হয়। আমাকে আপনার কন্টেন্ট ভালো লাগাতে হবে এমন কোন কথা নেই বা আপনার দায়িত্বের মধ্যেও পরেনা। আর কোন কিছুর মতামত দেবার জন্য সেটা আমাকে করতেই হবে এমনও কোন লজিক নেই। আপনি কন্টেন্ট ক্রিয়েটর আমরা ভিউয়ার সো যা চোখে লাগবে। ভালো বা মন্দ বলার অধিকার আছে। আপনিও ভালো থাকবেন।

  • @parthadebnath5769
    @parthadebnath5769 Год назад

    খুব ভালো লাগলো।