মাছের বৃদ্ধি সংক্রান্ত সমস্যা এবং সমাধান ( Reasons Behind the Low Growth of Fish )
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- Factors Affecting Fish Growth :
There can be many reasons behind the low growth of fish-
1) The main requirement for the growth of fish is food. So if we can't meet the demand for fish food properly, then the growth of fish will not be good.
2) The protein present in the diet regulates the growth of the fish and the carbohydrates present in the food provide energy to the fish. But when we give food, we give less protein and more carbohydrates. As a result, fish protein needs are not met. Due to which the growth of fish is less.
3) The growth of fish may be reduced due to low or poor quality of the ingredients present in the food.
4) If the concentration of fish in the pond is too high, the growth of fish will never be good.
5) If the natural food present in the pond water is low amount of zooplankton and phytoplankton, then the growth of fish may be less.
6) If the water of the pond is open regularly, different kinds of pressure are created on the fish, due to which the growth of the fish is hindered.
7) If the monthly or weekly maintenance of the pond is not done properly, the water parameters of the pond are bad and pressure is created in the fish. That is why the growth of fish is less.
8) Oxygen is essential for the normal life and growth of fish. Oxygen plays an important role in food digestion and metabolic activity. If the amount of dissolved oxygen in the pond water is low, the growth rate of the fish decreases.
9) There are many of us who regularly fish in the pond and often pull the net. This creates a pressure in the fish and the water environment is disrupted. As a result fish growth is disrupted.
10) We often leave small fish in the pond when there are big fish. As a result, when fed, most of it is eaten by large fish, but small fish do not grow as large.
11) Fish are cold blooded animals. The body temperature of the fish fluctuates with the temperature of the water. Therefore, when the temperature is high, the growth of fish is good and when the temperature is low, the growth of fish is low.
12) When the depth of water is less, the amount of dissolved oxygen in the water is less.
13) If the fish brooders are not of good quality, then the growth of the fish is less. 14) If the immunity of the fish is less or the disease is more, then the growth of the fish Is less.
15) When the gas freezes at the bottom of the pond, a pressure is created in the fish starting. Due to which the growth of the fish is reduced.
মাছের বৃদ্ধি কম হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে-
1) মাছের বৃদ্ধির জন্য প্রধান প্রয়োজন হচ্ছে খাদ্য । তাই মাছের খাদ্যের চাহিদা যদি আমরা সঠিকভাবে পূরণ করতে না পারি , সেক্ষেত্রে কিন্তু মাছের বৃদ্ধি ঠিকমতো হবে না।
2)খাদ্যে উপস্থিত প্রোটিন মাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আর খাদ্য উপস্থিত কার্বোহাইড্রেট মাছের মধ্যে শক্তির জোগান করে । কিন্তু খাদ্য দেওয়ার সময় আমরা প্রোটিন জাতীয় খাদ্য কম দিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বেশি পরিমাণে দিয়ে থাকি। যার ফলে মাছের প্রোটিন চাহিদা কিন্তু মেটে না । যার দরুন মাছের বৃদ্ধি কম হয় ।
3)খাদ্যের মধ্যে উপস্থিত উপাদানগুলির গুণগত মান কম কিংবা খারাপ থাকার জন্য মাছের বৃদ্ধি কম হয়ে যেতে পারে ।
4)পুকুরে মাছের মজুদ ঘনত্ব অতিমাত্রায় থাকলে সে ক্ষেত্রে মাছের বৃদ্ধি কখনোই ভালো হবেনা ।
5) পুকুরের জলে উপস্থিত প্রাকৃতিক খাদ্য জুপ্লাংকটন এবং ফাইটোপ্লাঙ্কটন যদি কম পরিমাণে থাকে ,সে ক্ষেত্রে কিন্তু মাছের বৃদ্ধি কম হতে পারে।
6) পুকুরের জল নিয়মিত খোলা থাকলে মাছের বিভিন্ন রকম চাপের সৃষ্টি হয়, যে কারণে মাছের বৃদ্ধি ব্যাহত হয় ।
7) পুকুরের মাসিক কিংবা সাপ্তাহিক পরিচর্যা ঠিকঠাক মত না করলে পুকুরের জলের প্যারামিটার গুলো খারাপ থাকে এবং মাছের মধ্যে চাপ সৃষ্টি হয় । যে কারণে মাছের বৃদ্ধি কম হয়ে থাকে ।
8) মাছের স্বাভাবিক জীবনযাপন এবং বৃদ্ধির জন্য অক্সিজেন অপরিহার্য । অক্সিজেন খাদ্যদ্রব্য হজম এবং বিপাকীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুকুরের জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম থাকলে মাছের বৃদ্ধির হার কমে যায়।
9) আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত ভাবে পুকুরে মাছ ধরেন এবং ঘন ঘন জাল টানেন।এর ফলে মাছের মধ্যে একটা চাপের সৃষ্টি হয় এবং জলের পরিবেশ বিঘ্নিত হয়। ফলস্বরূপ মাছের বৃদ্ধি ব্যাহত হয় ।
10)আমরা অনেক সময় বড় মাছ থাকা অবস্থায় ছোট মাছ বেশি পরিমাণে পুকুরে ছেড়ে দিয়ে থাকি। যার ফলে খাবার যখন দেওয়া হয় , তখন তার বেশিরভাগ অংশ কিন্তু বড় মাছ গুলি খেয়ে নেয় ফলে ছোট মাছগুলো সেরকম বড় হয় না।
11)মাছ শীতল রক্তের প্রাণী ।মাছের শরীরের তাপমাত্রা জলের তাপমাত্রার সাথে ওঠা-নামা করে । তাই তাপমাত্রা যখন বেশি থাকে তখন মাছের বৃদ্ধি ভালো হয় এবং তাপমাত্রা যখন কম থাকে, তখন মাছের বৃদ্ধি কম হয় ।
12) জলের গভীরতা কম হলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম থাকে জলে ।যার ফলে মাছের উৎপাদন এবং বৃদ্ধি কম হয় ।
13)মাছের ব্রুডার যদি ভালো মানের না হয়, সেক্ষেত্রে মাছের বৃদ্ধি কম হয়।
14) মাছের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে কিংবা রোগ ব্যাধি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে মাছের বৃদ্ধি কম হয় ।
15) পুকুরের তলায় গ্যাস জমাট হলে মাছের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়।যার দরুন মাছের বৃদ্ধি কমে যায়।
Pray by Alex-Productions / alexproduction. . Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0 Free Download / Stream: bit.ly/3FPZpsX Music promoted by Audio Library 7797223545
Thanks dada
Thanks sir
Welcome
Thanks sir reply deber janno
ভাই চিংড়ি মাছ নিয়ে কিছু ভিডিও দেন ধন্যবাদ
দাদ পুকুরে রেনু ছাড়ার আগে কি ফাইটোপ্লাংটোন, জুপ্লাংটোন তৈরি করে নিলে ভালো হবে
hum
চিংড়ি চাষের জন্য ৩২/৩৩ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করার পদ্ধতি নিয়ে একটা সুন্দর ভিডিও করলে অনেকেই উপকৃত হতো দাদা
Dada apnar siggi macher update den
দাদা ভাই আসা করি ভাল আছেন ভাই একটা 10শ পুকুর আছে এতে আমি মোনোসেক মাছ ছেড়েছি। আমি য়েটা বলতে চাই য়ে 10শ পুকুরে কতটা মোনোপিয়া মাছ উচিত
Amar pukur 4 bigha(33 shotansho 1 bigha)
Ami Grass carp , big head, silver, rahu koto pice dibo. Fish size 200 gram
আমি 68 শতাংশ জায়গায় 1hp দইটি ভেনচুরি লাগাবো
তাহলে আমি শতক প্রতি কত কজি উৎপাদন করতে পারবো ?
বিক্রির সাইজ 200- 300 গ্রাম,
জলের গভিরতা 7ফিট
নমুনা ১
৫০% দেশি ব্রান, ১০% সরিষার খৈল, ১০% সয়াবিন খৈল, ২০ ভুট্টার গুড়া, ১০% ফিসমিল
নমুনা ২
৫০% দেশি ব্রান, ১০% সরিষার খৈল, ১০% সয়াবিন খৈল, ১০ ভুট্টার গুড়া, ২০ % ফিসমিল
স্যার এই দুইটা নমুনায় ঠিক কি/ কি পরিমাণে প্রেটিন হবে যদি একটু বলতেন খুব উপকার হতো! একটু আলাদা আলাদ করে বল্লে ভালো হতো যে নমুনা নমুনা ১ এ কত, আর নমুনা ২ এ কত।
49 শতক পুকুর। 600 রুই, 60 কাতলা, 150 মিরকা। মাছ গুলির ওজন আমি 1কেজি করতে চাই।
1kg hote somay lagte pare rui mirgel r aktu bariea dite paren
@@alamin-fx9ci kotota deri hote pare..
Aretor venture মেসোতে দিন
Dada apaner whatapps no. Call korle recieve korey na apni
dada apnar number a call dile dukteche na pls personal number pls...