ষোল সোমবার ব্রতের নিয়ম, উপবাস বিধি, পূজা পদ্ধতি ও উদযাপন বিধি । 16 Somvar Vrat । Solah Somvar Vrat

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 203

  • @bonimallick8065
    @bonimallick8065 Год назад +4

    খুব ভালো লাগলো দি ষোলো সোমবার ব্রতের বিষয়ে জেনে ধন্যবাদ দি তোমাকে মন ছুঁয়ে গেলো এই ভিডিও টা দেখে হর হর মহাদেব জয় শিব শম্ভু 🕉️🕉️🙏

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      অনেক ধন্যবাদ 😊 জয় শিব শম্ভু 🙏🏻🙏🏻

  • @Rina-el1sd
    @Rina-el1sd 2 месяца назад +1

    সত্যি অনেক সুন্দর মন ছুঁয়ে গেছে ❤

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  2 месяца назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊🙏🏻 খুব ভালো থাকবেন 😊

  • @didrikshapal3997
    @didrikshapal3997 11 месяцев назад +2

    আমি অনেক কিছু জানতে পারলাম এই ভিডিও দেখে‌ ধন্যবাদ আপনাকে

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  11 месяцев назад

      আপনাকেও অনেক ধন্যবাদ 😊 ভালো থাকবেন 😊

  • @bedtimestories948
    @bedtimestories948 11 месяцев назад +3

    Ki darun Puja korle Didi! Chokh nhore gelo dekhe

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  11 месяцев назад

      অনেক অনেক ধন্যবাদ 😊 ভালো থেকো 😊

  • @gadadhardatta587
    @gadadhardatta587 7 месяцев назад +3

    Khub sundor 🙏🙏anek kichu janlam.om namah shivay 🙏🙏

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  7 месяцев назад

      অনেক অনেক ধন্যবাদ 🙏🏻 খুব ভালো থাকবেন 😊
      ওঁ নমঃ শিবায় 🙏🏻

  • @nemaighosh9501
    @nemaighosh9501 Год назад +2

    Dada srabon maser sombar bidhi ta dio.khub sundar.

  • @kishor7989
    @kishor7989 4 месяца назад +1

    Kub sondor di di❤❤

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ 😊🙏🏻 খুব ভালো থাকবেন 😊

  • @moughorui5489
    @moughorui5489 Год назад +2

    Kub sundor

  • @juribarma8637
    @juribarma8637 Год назад +1

    Dear Mou di, aapnader pujor Sugandhi Dhuno taar naam ki?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      আমি দু'রকমের ব্যবহার করি। একটা Maha Guru sambrani dhoop stick, আরেকটা Maa Kali Dhuno Stick, প্রথমটা amazon থেকে নিয়েছিলাম, আর পরেরটা flipkart থেকে নিয়েছি।

  • @susmitachanda7093
    @susmitachanda7093 Год назад +5

    Khub valo laglo...apni apnar shivling kotha theke anechen khub sundor dekhte...kono contact number ache niki?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      Thank you 😊🙏🏻 শিবলিঙ্গ-টি amazon থেকে নিয়েছি, athizay brand এর।

  • @sanjitadebnath1905
    @sanjitadebnath1905 Год назад +2

    ওঁম নমঃ শিবায়🙏🙏🌼🌼🔱🔱

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      ওঁ নমঃ শিবায় 🙏🏻🔱🙏🏻

  • @swandharani1674
    @swandharani1674 3 месяца назад +1

    হর হর মহাদেব

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  3 месяца назад

      হর হর মহাদেব 🙏🏻🔱🙏🏻

  • @moulimakongsobonik4973
    @moulimakongsobonik4973 Год назад +1

    ভালো লাগলো 🙏

  • @MoumitaDutta-p5d
    @MoumitaDutta-p5d 6 месяцев назад +2

    Har har Mahadev ❤️💜💙🙏

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  6 месяцев назад

      হর হর মহাদেব 🙏🏻🔱🙏🏻

  • @piuchakraborty5168
    @piuchakraborty5168 17 дней назад

    Divai shiv linge nibedan kora fol gulo ki korbo?? Mondire pujo krle to mondire nibedon kore asi tale barir shivlinge ta ki krbo plzz rply

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  16 дней назад

      শিবলিঙ্গে স্পর্শ করিয়ে যদি কোনো গোটা ফল নিবেদন করা হয়, তবে সেই ফল প্রসাদ রূপে গ্রহণ করা যায় না, কারণ সেই প্রসাদে শুধুমাত্র শিবগণ-দের অধিকার থাকে। সেক্ষেত্রে ওই ফল কোনো গাছের গোড়ায় ফেলে দিতে হয় বা জলে দিয়ে দিতে হয়। শিবলিঙ্গে স্পর্শ না করিয়ে ফল বা অন্যান্য নৈবেদ্য বাবা-কে নিবেদন করলে, সেই সবকিছুই পুজোর শেষে প্রসাদ রূপে গ্রহণ করা যায়।

  • @sayanganguly7846
    @sayanganguly7846 Год назад +2

    Plz didi shitala pujo er upor ekta video dao 🙏

  • @taniyasingh3624
    @taniyasingh3624 7 месяцев назад +1

    Har har mahadev🙏🙏🙏

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  7 месяцев назад

      হর হর মহাদেব 🙏🏻🔱🙏🏻

  • @jayantivlogs838
    @jayantivlogs838 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏

  • @shri868
    @shri868 Год назад +1

    Eta sokale na sondhei? R gomata na plele ki korbo

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад +1

      ষোল সোমবার ব্রতের পুজো সন্ধ্যায় করতে হয়। গোমাতা না পেলে ওই ভাগের প্রসাদ কোনো ব্রাহ্মণকে দিয়ে দিতে পারেন।

  • @sangitasengupta9252
    @sangitasengupta9252 Год назад

    Khub kothin brata

  • @joyeetasantra6386
    @joyeetasantra6386 5 месяцев назад +1

    Prothom soptay jode period hoi tahole ki solo som bar broto suru kora jabe..? Nki onno kono mas teke ba porer bochor srabon mas teke suru korta hobe..? Plz ek2 janaben🙏🏼🙏🏼🕉

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      পরের সোমবার থেকে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। শ্রাবণ মাসের যেকোনো সোমবার থেকেই শুরু করা যায়।

  • @mousumighosh1668
    @mousumighosh1668 4 месяца назад +1

    Didi apni sobar comment er reply den tai amr ekta prosno roeche please answer deben...
    Amar barir samner mondir e dupurer por pujo hoina jol dhalteu dei na ami tai solo sombar er broto r protita sombari sokal 11 ta tar por je pujo hoi oi somoi ei pujo di ...
    Ami bujhte parchi na eta thik hocche kina... please please ektu bolben
    Emon ki siv ratri teu rate jol dhalte den na bramhon etai naki bohu din dhore chole asche...

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  4 месяца назад

      16 সোমবারের পুজোতে সন্ধ্যায় জল ঢালতে হয়, তবে মন্দিরে যদি সন্ধ্যার পরে জল ঢালতে না দেয়, তাহলে তো কিছু করার নেই। মহাদেব তো সবই দেখছেন, আপনি আপনার অক্ষমতার কথা বাবাকে বলে ক্ষমা চেয়ে নেবেন।

  • @buntydeb7310
    @buntydeb7310 Месяц назад +1

    Baba k nuton poite diyechi 1st sombar. Aita ki korbo 16 sombar ses hole poite ta ki korbo plz Ripley

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Месяц назад

      শিব ঠাকুরকে পরিয়ে রাখবেন 🙏🏻

  • @b.k953
    @b.k953 Месяц назад

    Didi amar kal 17 somvar er udhjapon kintu pujo to 6ta theke korte korte raat hoye jbe sune6i udhjaponer por mondire pujo korte hoi amar hobe na sedin tahole mondire pujo na dile kono problem hobe na to please aktu bolben didivai 🙏

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Месяц назад

      উদযাপন বিধি নিয়ে আমি যতটুকু জানি, ভিডিওতে বলা আছে। এর বাইরে আমার কিছু জানা নেই।

  • @barundalal1115
    @barundalal1115 Год назад

    Didi tumi shivling ta kotha takha nia6o?

  • @tabletreat
    @tabletreat Год назад +1

    Sanklpo nije theke kora jabe n thakur mosai ke deke kortr hobe ektu bolo plzz

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад +1

      ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে, সেইভাবে সংকল্প করলে নিজেই করা যায়

  • @shri868
    @shri868 Год назад +1

    Shiv poribar er pujo 1st din e korte hobe?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад +2

      হ্যাঁ, শুধু প্রথম দিনই করতে হবে

  • @santusihna9984
    @santusihna9984 10 месяцев назад

    Podos kaler time ta ektu bolben ami ai pujo korbo . Time ta tik korte parchena .

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  10 месяцев назад

      প্রদোষ কালের time সূর্যাস্তের time এর উপরে নির্ভর করে। তাই সূর্যাস্তের সময়টা জেনে নিয়ে প্রদোষ কালের exact timing-টা calculate করে নিতে পারেন।

  • @ruposimondal2603
    @ruposimondal2603 Год назад +1

    Didi ektu bolte parbe kothay valo shiv thakur kinte pawa jay..

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      তীর্থস্থান গুলোতে দেখতে পারো, বিশেষ করে শিবতীর্থ। Online এও দেখতে পারো, কিন্ত একটু খুঁজে নিতে হবে 😊

  • @tabletreat
    @tabletreat Год назад +1

    Didi monoskamona ki ekta chawa jai

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      যে কোনো মনস্কামনা নিয়েই এই ব্রত করা যায়

  • @keyaghosh6136
    @keyaghosh6136 Год назад +1

    Didi ami sawan er sombar r broto kor6i eta r 7ei ki 16 ta sombar er broto kora jbe?? Nki alada vbe 16 sombar korte hbe?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      শ্রাবণ মাসের সোমবারের ব্রতের নিয়ম আর 16 সোমবার ব্রতের নিয়ম অনেকটাই আলাদা, তাই 16 সোমবার ব্রত আলাদা ভাবে করাই ভালো।

  • @piuchakraborty5168
    @piuchakraborty5168 2 месяца назад +1

    Didivai plzzz maa santoshi puja bidhi upload koro

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  2 месяца назад

      আমি চেষ্টা করবো 😊

  • @ashchat1957
    @ashchat1957 Год назад +10

    তোমাদের এই video টা notification আজকে দেখলাম । ওম নমঃ শিবায়। ষোলো সোমবার এর ব্রতর বিষয়ে জানলাম । খুব ভালো লাগলো। Varanasi তে এই পুজোর বিষয়ে জেনেছিলাম । ওখানে খুব ভিড় হয় । কাশী বিশ্বনাথ মন্দিরে খুব ভিড় হয়। ওখানে কেদারনাথ মন্দিরেও খুব লোকেরা যায়। তোমরা কেমন আছো মা জানিও । অনেকদিন তোমার video পায়নি ও তোমার কমেন্ট দেখেনি । আমি এখন ভালো আছি। ওষুধ এখনও চলছে । মা দুর্গা পুজো ত এসে গেলো । মায়ের আসার আশায় আমরা সকলে অপেক্ষা করছি । তোমরা কেমন আছো । Dengue খুব হচ্ছে । সাবধানে থাকবে তোমরা । তোমাদের ওদিকে Dengue খুব হচ্ছে জানলাম । ভালো থেকো মা। তোমাদের কাকু

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад +1

      তুমি ভালো আছো জেনে খুব ভালো লাগছে কাকু 😊 হ্যাঁ, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, আসলে অন্য কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজই নতুন ভিডিও post করেছি, কেমন লাগলো দেখে জানিও 😊 হ্যাঁ, dengue এখন মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে। তুমিও খুব সাবধানে থেকো কাকু।

  • @ratnamondal3887
    @ratnamondal3887 Год назад +1

    প্রদশকাল কি। আমাকে একটু বুঝিয়ে বলবেন।।

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад +1

      প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের এক ঘন্টা আগে থেকে এক ঘন্টা পরের সময়কাল, তবে এই নিয়ে মতান্তর আছে।

  • @mithilasarkar7020
    @mithilasarkar7020 2 месяца назад

    Didi sonkolpo ta sondhe bela pujo korar age korle hbe ??😊

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  2 месяца назад

      নিয়ম অনুযায়ী, সকালে করা উচিৎ

  • @debyadvighorebaire994
    @debyadvighorebaire994 Год назад +1

    Brommochari katodin palon korte habe ..mane puro 4months ki ..naki jedin pujo korbo thik tar ager dinta ...

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад +1

      চার মাস করতে পারলে ভালো, সম্ভব না হলে শুধু পুজোর আগের দিন সংযম পালন করলেই হবে।

  • @rinkubaruah7862
    @rinkubaruah7862 7 месяцев назад

    Didi upni shivling konkhan tika kinla

  • @sudipa159
    @sudipa159 4 дня назад

    Eksathe dutu wish niye ki puju kara jai

  • @myworld3364
    @myworld3364 6 месяцев назад

    Didi broto kole sunday r Tuesday veg khete hobe????

  • @pujabhuin1738
    @pujabhuin1738 10 месяцев назад +1

    Husband jodi baire taken tahole ki উজ্জাপন ta 1aa kora jabe??

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  10 месяцев назад

      হ্যাঁ, সেক্ষেত্রে একাই করতে হবে।

  • @laxmiranipaul2274
    @laxmiranipaul2274 Год назад

    Didi period somoy onno kaok dia puja korale take ki upas korte hobe naki niramis khabe bistarito bolun

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      যে ব্রত করছে, তাকে যা যা নিয়ম মানতে হয়, অন্য কেউ পুজো করলে তাকেও একই নিয়ম মানতে হবে

  • @mithilasarkar7020
    @mithilasarkar7020 5 месяцев назад

    Didi bolchi j solo sombar srabon mas theke suru korle ki..alada kore abr srabon maser prothom sombar o alada vabe korbo ..naki solo sombar korlei srabon maser sombar o hoye jbe

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      ষোলো সোমবার ব্রত আর শ্রাবণ সোমবারের ব্রত - দুটো আলাদা। দুটো ব্রত একসঙ্গে পালন করা যায় না। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে ষোলো সোমবার ব্রত শুরু করা যেতে পারে, সেক্ষেত্রে শ্রাবণ সোমবারের ব্রত পালন করা যাবে না। আর যদি কেউ শ্রাবণ সোমবারের ব্রত পালন করেন, তাহলে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ব্রত পালন করতে হবে। পরে অন্য কোনো সময়ে ষোলো সোমবার ব্রত শুরু করা যেতে পারে।

  • @sudiptoghosh8084
    @sudiptoghosh8084 Год назад +1

    Prodosh kal kokhon hoy ?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      Video তে বলা আছে, আরেকবার দেখে নিন, বুঝতে পারবেন।

  • @sagarbanik1796
    @sagarbanik1796 Год назад +1

    Didi jodi please tumi time ta bolo j tumi koitai puja korte tahole onek boro help hobe amar

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      এখন পুজো করলে সন্ধ্যা 6 টা বা সাড়ে 6 টা নাগাদ পুজো করতে পারেন

  • @monishaghosh2305
    @monishaghosh2305 Год назад +1

    Didi onkk a bole shiv thakur er vog a naki tulsi pata dewa jay....abr onkk a bole dewa jay na... Akhn ki korbo bujchi na😇😇

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      আমি যতদূর জানি, শিব পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না। বেলপাতা যেহেতু শিব ঠাকুরের সবথেকে প্রিয়, তাই বেলপাতা সহ শিব ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো।

  • @jhumapal5410
    @jhumapal5410 Год назад +1

    Nice

  • @MoonaDdutta
    @MoonaDdutta Год назад

    Bhalo legechey kintu didibhi sabri too thik kintu tumi shib lingy jol j diley phul belpata dewar seta too bujty parlam na , aagya jol dhele tarpor chandan phul belpata dewar kotha 👍🏻
    video ta valo hoyeche kintu tuki taki vul ache , dekho, bolchi karon jara total kichu janena ei puja bepare tara tumar video ta k follow korby .
    valo theko 👍🏻👌🏻❤️

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      শিব ঠাকুরকে চন্দন, ফুল, বেলপাতা দেওয়ার আগে অভিষেক করানো হয়েছে, সেই সময়ে গঙ্গাজল, পরিষ্কার জল সবই শিবলিঙ্গে দেওয়া হয়েছে। তারপর শিবলিঙ্গ খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পুজোর আসনে বসানো হয়েছে। যেহেতু শিবলিঙ্গ কখনো শুকনো রাখতে নেই, তাই ফুল, বেলপাতা দেওয়ার পরে আবার জল ঢালা হয়েছে।

  • @prottashakarmaker6032
    @prottashakarmaker6032 8 месяцев назад

    Ami ki ei boishakher shesh sombar theke ei broto shuru korte parbo didi. Ba joishto maser prothom sombar theke.

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  8 месяцев назад +1

      জৈষ্ঠ্য মাসে না শুরু করে বৈশাখ মাসের শেষ সোমবার থেকে শুরু করতে পারেন।

  • @shilpabiswas2493
    @shilpabiswas2493 Год назад +1

    Periods e ami na kheye thakte parina,
    Khub e problem hoy....
    Sekhetre ki oi diner pujota porer r ekta sombar kora jabe???
    Plz janio

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад +1

      Periods এর সময়ে ব্রতের খাওয়া-দাওয়া সংক্রান্ত নিয়ম না মানলে ব্রত খণ্ডিত বা ভঙ্গ বলে ধরে নেওয়া হয়।

  • @baishakhipal5960
    @baishakhipal5960 Год назад

    Preiod hole barite onno keu jdi broto palon koarar na thake thle ki krbo?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      কোনো একটা উপায়ে ব্রত পালন তো করতেই হবে, কারণ তা না হলে ব্রত ভঙ্গ বলে ধরে নেওয়া হয় এবং তার পর আবার প্রথম থেকে ব্রত শুরু করতে হবে। আর একান্তই কোনো উপায় না পেলে, আগে থেকেই ঠাকুর মশাইয়ের কাছে বিধান চেয়ে নেবেন।

  • @priyabiswas5256
    @priyabiswas5256 9 месяцев назад +1

    Didi plz aktu bolun...ami to uposh thakchi but amar hoye j kore debe take ki uposh thakte hobe. r jodi se uposh thake pujor por oi prosad ta ami khabo naki se khabe plz didi aktu bolun khub tension achi ami

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  9 месяцев назад +1

      হ্যাঁ তাকেও উপোস থাকতে হবে এবং পুজোর শেষে প্রসাদ দুজনকেই ভাগ করে খেতে হবে।

  • @shusmitachakraborty2293
    @shusmitachakraborty2293 5 месяцев назад

    দিদি.... আমি শিবের ছবি দিয়ে সোমনাথের পূজা কি উপায়ে করবো দয়া করে জানাবেন।

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      এইভাবে করবেন 👉🏻ruclips.net/video/ASqgUX8tJdk/видео.html তবে এটা শিবরাত্রি পূজা বিধি, শ্রাবণ সোমবারের পূজা বিধি অনুযায়ী পুজো করে নেবেন।

  • @saswatimondal4746
    @saswatimondal4746 8 месяцев назад +1

    আমি বৈশাখ মাসের প্রথম সোমবার থেকে ষোলো সোমবার ব্রত করতে চাই। শ্রাবণ মাস অবধি হচ্ছে সেটা।আমার প্রশ্ন শ্রবণ সোমবার এর সাথে ষোলো সোমবার এক রকম নয় তো?শ্রাবণ মাসের সোমবারেও ষোলো সোমবারের নিয়মেই জল ঢালতে পারি?বাড়িতে শিব ঠাকুর নেই, মন্দিরে করবো,সেখানে অনেকে জল ঢালে,তার ওপরেই আমি ঢালতে পারি তো?কোনো সোমবার বাদ গেলে সেটাই উপোস থেকে পরে সেটা যোগ করতে হবে?বাদ যাওয়া বারে শিবের প্রসাদ পাওয়া সম্ভব না হলে কী সন্ধ্যায় ফলাহার গ্রহণ করা যাবে?আর রবিবার ও সোমবার দুদিন কি মেঝেতে কম্বল এ শুতে হয়?তেল সাবান নেওয়া যায় না?সোমবার কি সন্ধ্যাতে একবার জল ঢলবো নাকি দিনে
    ও,পুরোহিত দিয়ে পূজা করানো সম্ভব না হলে কি করবো?আমাকে দয়া করে এই উত্তর গুলি দিন।pls ols🙏🙏

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  8 месяцев назад

      শ্রাবণ সোমবার ও ষোলো সোমবারের ব্রত ও পূজা বিধি সম্পূর্ণ আলাদা, সেটা এই ভিডিওতে খুব স্পষ্ট ভাবে দেখানো আছে। কোনো সোমবারই পুজো বাদ দেওয়া যাবে না, তাহলে ব্রত ভঙ্গ হবে। শুধুমাত্র উপোস থাকলে হবে না, পূজো-ও করতে হবে এবং পুজো করে সেই প্রসাদ গ্রহণ করে তবেই উপোস ভাঙা যাবে। আমি ষোলো সোমবার ব্রত নিয়ে যতটা জানি, সবটাই ভিডিওতে বলা আছে ও দেখানো হয়েছে।

  • @mandirapramanik5439
    @mandirapramanik5439 5 месяцев назад

    Solo sombar broto korle ki dalia khawoa jai?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      ব্রত পালনের দিন খাওয়া যাবে না, বাকি যেকোনো দিন খেতে পারেন।

  • @ramapramanik7411
    @ramapramanik7411 Год назад +1

    Tahole ki ai 16 ta monday mane 4 months e niramish khete hobe naki Sunday, monday niramish khelei hobe ?? Plz aktu jananen

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      ব্রতের নিয়ম অনুযায়ী চার মাসই নিরামিষ খেতে হয়, কিন্ত সবার পক্ষে সেটা সম্ভব হয়না, সেক্ষেত্রে রবি ও সোমবার গুলিতে নিরামিষ খেতে হবে।

  • @shivadittyamishra
    @shivadittyamishra Год назад +1

    Pradosh ta ki ??

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад +1

      প্রদোষ কাল হলো দিনের একটা particular time, সূর্যাস্তের এক ঘন্টা আগে থেকে এক ঘন্টা পরের সময়টা মোটামুটি ভাবে প্রদোষ কাল বলে ধরা হয়।

  • @muktarani2156
    @muktarani2156 5 месяцев назад

    Didi amak 16 sombar broter pachali ta pic tule din kosto kore ami downlod kore nebo bangladesh a paowa jay na onek khujechi

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      ষোলো সোমবারের ব্রতকথা আমার কাছে নেই। আপনি internet এ search করুন, পেয়ে যাবেন।

  • @donasona2053
    @donasona2053 Год назад +2

    Period er somoy to barir keu pujo kore debe ...16 sombare sei dinta ki counting hobe??? Naki sei dinta extra ar ak sombar pujo korte hobe??? Ei bapar ta aktu janaben didi🙏🏻

  • @sushmitadey8579
    @sushmitadey8579 6 месяцев назад

    Sholo sombar broto ki sudhu choitro masei dhora jay naki srabon maseo dhora jbe?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  6 месяцев назад

      ভিডিওতে বলা আছে।

  • @arpaghosh5667
    @arpaghosh5667 Год назад +2

    দিদি নমস্কার 🙏 দিদি আমি আপনার ভিডিও দেখে শ্রাবন মাসের প্রথম সোমবার থেকে ১৬ সোমবার ব্রত করছি। একটা কথা নিয়ে আমি চিন্তিত আমার ১৭ নাম্বার উদযাপন সোমবার যদি পিরিয়ড হয় তখন আমি কিভাবে কি করব যদি বলেন তাহলে অনেক উপকার হতো।।আর দিদি উদযাপনে আমি কি রান্না করে ভোগ দিতে পারব।। প্লিজ দিদি রিপ্লাই দেন।।🙏🙏

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад +1

      Sorry, reply করতে একটু দেরি হয়ে গেলো। 17তম সোমবারে উদযাপন করতে না পারলে 18তম সোমবারে উদযাপন করতে হবে। আগের 16টি সোমবার ধরে যে ভোগ নিবেদন করা হয়েছে, নিয়ম অনুযায়ী উদযাপনের দিন সেই একই ভোগ নিবেদন করতে হয়, তবে কিছুটা বেশি পরিমাণে, কারণ এইদিন যত বেশী সংখ্যক ভক্তকে প্রসাদ বিতরণ করা যায়, ততই ভালো।

  • @Kuttu22ananya
    @Kuttu22ananya 5 месяцев назад

    Pujor aager din ki oii bromochorjo mne ki....

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      সব রকম ভাবে সংযম পালন

  • @DiscoverwithDiya
    @DiscoverwithDiya 2 месяца назад

    Prodoshkale pujo na kore jodi ami sakale pujo kori tahole kono osubidha ache?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  2 месяца назад

      নিয়ম অনুযায়ী, প্রদোষ কালে পুজো করা উচিৎ। সকালে পুজোর ব্যাপারে কোনো পুরোহিতের সাথে কথা বলে নিতে পারেন।

  • @uri_7902
    @uri_7902 10 месяцев назад

    Period er modhe ki ekta shombar skip kora jabe???

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  10 месяцев назад

      না, skip করা যাবে না। Period এর সময়ে কি করতে হবে, সেটা ভিডিওতে বলা আছে।

  • @ANURadha-vf9jk
    @ANURadha-vf9jk 7 месяцев назад

    দিদি আমি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ থেকে শুরু করেছি ,, ?? শুক্লপক্ষ থেকে তো করিনি ??

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  7 месяцев назад

      আপনি তো শুরু করে দিয়েছেন, আর তো কিছু করার নেই, continue করুন 😊

  • @shivadittyamishra
    @shivadittyamishra Год назад +1

    Tmi nutun shiv ling niyecho ??

  • @sohinimarick7661
    @sohinimarick7661 5 месяцев назад

    কিন্তু দিদি আমি আজ মন্দিরে ১২.৩০ এর পর পুজো দিয়ে এসেছি বাকি দিন গুলো কি একই টাইম এ করতে হবে? আসলে আমি ভাবছিলাম যে আর পর ঘরেই করবো প্লিজ বলো কি করবো আমি

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      প্রথমত, ষোলো সোমবার ব্রতের পুজো প্রদোষ কালে করতে হয়। আর সকালে করলে বেলা 12টার আগে করতে হয়। ষোলো সোমবার ব্রতের নিয়ম অনুযায়ী, প্রথম সোমবার যে সময়ে পুজো করা হয়, বাকি সোমবার-গুলিতেও একই সময়ে পুজো করতে হবে। আর মন্দিরে গিয়ে পুজো করলে প্রত্যেক সোমবার মন্দিরেই করতে হবে, বাড়িতে করলে প্রত্যেক সোমবার বাড়িতে করতে হবে।

  • @bahnishikhabarman5756
    @bahnishikhabarman5756 2 месяца назад

    দিদি আমার বাড়িতে তুলসী তলায় অনেক দিন থেকে পাথরের শিব কে পূজো করে আসছি... এখন আমি নতুন শিবলিঙ্গ এনে ঘরে পূজো করতে চাই.... এটা কি উচিৎ হবে?? প্লিজ বলো...🙏🏻

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  2 месяца назад +1

      হ্যাঁ নতুন শিবলিঙ্গ এনে ঘরে রেখে পুজো করতে পারেন। তবে তার আগে পুরোনো শিবলিঙ্গ কোনো মন্দিরে দিয়ে আসতে হবে।

  • @nilimachakroborty8323
    @nilimachakroborty8323 11 месяцев назад

    ষোল সোমবার পুজোতে সোমবার এর পুজোর নিয়ম জানলাম কিন্তু সোমবার ছাড়া অন্য দিনগুলোতে কিভাবে পুজো করতে হবে?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  11 месяцев назад +1

      এটা সোমবারের ব্রত, তাই সোমবারে বিশেষ পূজা করতে হবে। বাকি দিনগুলোতে সাধারণ ভাবে, রোজ যেমন পুজো করেন, সেভাবেই করবেন।

  • @tumpagh5865
    @tumpagh5865 9 месяцев назад

    কাল অশৌচ পড়লে কি করবো একটু বলবেন প্লিজ

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  9 месяцев назад

      সেক্ষেত্রে ব্রত ভঙ্গ হবে, নিয়মভঙ্গের পরে আবার নতুন করে শুরু করতে হবে।

  • @arpabhattacharjee8093
    @arpabhattacharjee8093 5 месяцев назад

    ১৬ সোমবারের ব্রতে সন্ধ্যাবেলার পূজাতে কি শিবলিঙ্গ অভিষেক করাতে হবে? শিবলিঙ্গের বদলে বাসায় প্রতিষ্ঠিত শিবমূর্তি অভিষেক করাতে পারবো কি দিদি? একটু জানাবেন প্লিজ

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      ষোলো সোমবারের ব্রতের পুজো এবং অভিষেক সন্ধ্যায় করতে হয়। যদি আপনি শিবমূর্তিতে পুজো করেন, তাহলে শিবমূর্তি অভিষেক করবেন।

  • @Serialshono
    @Serialshono 7 месяцев назад

    দিদি যেকোনো মাস থেকে কি একান্তই করা যাবে না? আমি এই মাস থেকে শুরু করতে চাইছি, পারবো কি বলো না?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  7 месяцев назад

      আমি যতটুকু জানি, ভিডিওতে বলেছি। এই মাসে ব্রত শুরু করা যাবে কি না, সেটা আপনি কোন শিব মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করে নিতে পারেন।

  • @bindass_dipa
    @bindass_dipa Год назад

    25 মিনিট 😮😱

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      16 সোমবার ব্রত-টা বেশ কঠিন আর অনেক নিয়ম মেনে করতে হয়। এই ভিডিওতে 16 সোমবারের যাবতীয় নিয়ম বিস্তারিত ভাবে বলা আছে। বাংলা ভাষাতে এতো বিস্তারিত ভিডিও আপনি পাবেন না, তাই স্বাভাবিক ভাবেই 25 মিনিটের ভিডিও হয়েছে। আপনি দেখলে বুঝতে পারতেন।

  • @NipuSikder-fh3xu
    @NipuSikder-fh3xu Год назад

    দিদি আমার খুব দরকারি কথা ছিলো আপনি আমাকে জানালে খুব উপক্রম হয়। আমি ষোল সোমবার ব্রত পালন করতে শুরু করেছি কিন্তুু আমি তো শিব পরিবারের পুজা করতে পারিনি এজন্য আমার কি করা উচিত। আমি আষাঢ় মাস থেকে শুরু করেছি এজন্য কিছু বলুন🙏💕

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      ব্রতের নিয়ম অনুযায়ী, ব্রত শুরুর আগে শিব পরিবারের আশীর্বাদ নিতে হয় যাতে আমরা নির্বিঘ্নে ব্রত সম্পন্ন করতে পারি, তাই ব্রত শুরুর দিন শিব পরিবারের পুজো করতে হয়। কিন্ত আপনি যখন already ব্রত শুরু করে দিয়েছেন, তখন আর কিছু করার নেই। শিব পরিবারকে স্মরণ করে ক্ষমা চেয়ে নেবেন।

  • @santusihna9984
    @santusihna9984 6 месяцев назад

    Sonkolpo ki vabe korte hoy

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  6 месяцев назад

      ভিডিওতে দেখানো আছে।

  • @jimikarmakar2471
    @jimikarmakar2471 6 месяцев назад

    Period hole jodi husband pujo kore tahole ki oi din ta kao dorte hobe ....tahole toh nijer 15 din hobe ..aktu bolben please..

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  6 месяцев назад +1

      পুজো যিনিই করুন না কেন, আপনাকে ব্রতের বাকি সব নিয়ম পালন করতে হবে এবং ঐ দিনটি ধরতে হবে।

  • @DipikaTarafdar-x1q
    @DipikaTarafdar-x1q 5 месяцев назад

    Amr to sivh poribar pic nai ki korbo

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      ব্রত করতে চাইলে ফটো কিনে নেবেন।

  • @kamolsarkar8184
    @kamolsarkar8184 Год назад

    Bikal bela ba sondhay puja korle. Hobena

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      এই পুজোটা সন্ধ্যা বেলাতেই করতে হয়

  • @SistyShil
    @SistyShil 11 месяцев назад

    দিদি বলছি আমি প্রথম সোমবার সংকল্প গ্রহণ করিনি। পরবর্তীতে আপনার পূজো বিধি দেখে সংকল্প গ্রহণ করেছি।এখন আমার কোন সোমবার করেছি। তা মনে নেই।এখন আগের সোমবার গুলো ষোলো সোমবার মধ্যে পড়বে

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  11 месяцев назад

      হ্যাঁ আগের সোমবার গুলো ষোলো সোমবারের মধ্যে পড়বে।

  • @SistyShil
    @SistyShil Год назад

    দিদি আমি খুব চিন্তায় আছি গো দিদি।আমি আপনার পূজো দেখে সোমবার শিব পূজো করেছি।ব্রতের সংকল্প গ্রহণ করেছি।সকালে পূজো করেছি। এখন কি করবো বুঝতে পারছি না।দয়া করে এরকম কারো থাকলে বলেন আমি যোগাযোগ করব।আমি কিছুূূদিন এ চিন্তায় কিছু করতে পারছি না গো দিদি

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      কিসের চিন্তা? আপনি যদি 16 সোমবার ব্রত করবেন বলে ঠিক করেন, তাহলে আপনাকে টানা 16টি সোমবার ব্রত পালন করতে হবে এবং 17th সোমবার ব্রতের উদযাপন করতে হবে। যে সোমবার আপনি ব্রত শুরু করবেন, সেই সোমবার সকালে ব্রতের সংকল্প নিতে হবে এবং সন্ধ্যেবেলায় ব্রতের পুজো করতে হবে। ভিডিও-তে সমস্ত কিছু বলা আছে, আপনি please আগে ভালো ভাবে পুরো ভিডিওটি দেখুন এবং শুনুন, তাহলেই সবটা বুঝতে পারবেন।

  • @mousamidas8625
    @mousamidas8625 6 месяцев назад

    দিদি আমার পরিবারে আমি বাবা আর মা আমরা 3 জনই,,,কিন্তু আমি periods এর জন্য না পারলে এটা কে করবে,,কারণ আমার মা তো অসুস্থ বাবারও অনেক কাজ থাকে তাহলে আমি না পারলে আর কে করবে বলুন?তাহলে আমি কি ওই সোমবার উপোস রাখবো ,,পুজোটা পরের সোমবার করলে হবে না দিদি ভাই?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  6 месяцев назад

      দেখুন, ব্রতের নিয়ম অনুযায়ী কোনো সোমবার পুজো করা না হলে ব্রত ভঙ্গ হয় এবং পরের সোমবার থেকে আবার নতুন করে ব্রত শুরু করিয়ে হয়। আমার মতে, আপনি কোন পুরোহিতের সঙ্গে এই ব্যাপারে কথা বলে দেখতে পারেন, হয়তো উনি আপনাকে সঠিক ভাবে সাহায্য করতে পারেন।

  • @Payal-lt8lu
    @Payal-lt8lu Месяц назад

    ১৭ তম দিনেও কি উপবাস থাকতে হবে?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Месяц назад

      ১৭ তম সোমবারে ব্রতের উদযাপন করলে অবশ্যই উপোস থাকতে হবে।

  • @Kuttu22ananya
    @Kuttu22ananya 7 месяцев назад

    16 somber brotikotha boi kothai pbo

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  7 месяцев назад

      ভিডিওতে বলা আছে।

  • @somasamanta995
    @somasamanta995 4 месяца назад +2

    দিদি 16 সোমবার চলা কালীন যদি preoids হয় তাহলে ঐ দিন গুলো কি 16 সোমবার মধ্যে কাউন্ট হবে । ওই দিন উপস থাকবো বাড়ির কেউ পুজো করে দেবে । Preoids দিন গুলো কাউন্ট করব না extra দিন গুলো কাউন্ট করব.. Please reply dio 😊

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  4 месяца назад

      যদি বাড়ির অন্য কেউ পুজো করে দিতে পারেন এবং যিনি ব্রত পালন করছেন, তিনি যদি পুজোটা বাদ দিয়ে ব্রতের বাকি সব নিয়ম পালন করতে পারেন, তাহলে ঐ সোমবার-গুলোও 16 সোমবারের মধ্যেই count হবে।

  • @piuchakraborty5168
    @piuchakraborty5168 Год назад

    উদযাপন এর দিন কি খেতে হবে ?

  • @muktarani2156
    @muktarani2156 5 месяцев назад

    Ai broter paron ar jonno to kono nirdisto somoy nei broter por din sokal bela niramis ahar korlei to hobe

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      পরের দিন, অর্থাৎ মঙ্গলবার, সকালে শিব পুজো করে তারপর অন্ন গ্রহণ করা যাবে। তবে সেদিন নিরামিষ খেতে হবে।

  • @susmitabiswas3437
    @susmitabiswas3437 6 месяцев назад

    আমি পিসিওডির ওষুধ খাই, ওটা কি বন্ধ রাখবো পূজার দিন? পিরিয়ডস হলে পুজো অন্য কাউকে দিয়ে না করালে চলবে? কারন আমার বাড়িতে গুছিয়ে পুজো করার কেউ নেই।

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  6 месяцев назад

      না, ওষুধ বন্ধ রাখতে হবে এমন কোনো নিয়ম নেই। আর পুজো করতে না পারলে ব্রত ভঙ্গ হয়, তাই বাড়িতে পুজো করা সম্ভব না হলে, কাউকে দিয়ে মন্দিরে পুজোর সামগ্রী পাঠিয়ে দিতে পারেন এবং পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে নিতে পারেন। ব্রত ভঙ্গ হলে, নতুন ভাবে ব্রত শুরু করতে হয়।

  • @Santanusahavlog
    @Santanusahavlog Год назад

    ৭ টার সময় হলে হবে?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      এই ব্রতের পুজো প্রদোষ কালে করতে হয়। প্রদোষ কাল কি সেটা ভিডিওতে বিস্তারিত বলা আছে, তাই সূর্যাস্তের সময় অনুযায়ী হিসেব করে নিতে হবে

  • @Eymonath
    @Eymonath 8 месяцев назад

    দিদি ১৬ দিনের মাঝে কোনো এক সোমবারে যদি পিরিয়ড হয়ে যায় তখন কি উপবাস রাখা যাবে?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  8 месяцев назад

      Video-টা একবার দেখে নিন, সবটা বলা আছে

  • @rupabhattachariyarupu9210
    @rupabhattachariyarupu9210 Год назад

    আমি ১৬ সোমবার ব্রত করেছি। ১১/১২ তম দিনে আমার খুব জ্বর ছিলো। বাধ্য হয়েই ঔষধ খেয়েছি। নিরামিষ আহার করেছি। আমার কি তাহলে ১৬ সোমবার ব্রত সম্পন্ন হয়নি???

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      আপনি যদি ভাত/রুটি/পরোটা ইত্যাদি কোনো খাবার না খেয়ে থাকেন, তাহলে ব্রত সম্পন্ন হয়েছে।

  • @soumiksaha6264
    @soumiksaha6264 Год назад +1

    দিদি বলছি যে, এই ব্রতটি মন্দিরে গিয়ে হবে না??

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      হ্যাঁ, অবশ্যই হবে, সেক্ষেত্রে মন্দিরের পুরোহিতের সাথে আগে থেকে একটু কথা বলে নিলে ভালো হয়।

  • @pratimadas2160
    @pratimadas2160 5 месяцев назад +1

    Ami 2024 e dekhchi shrabon maser titiyo sombarerr por mane mongol bar..ami onek din theke vabchi 16 sombar broto rakhbo kintu prothom sombare amar piriyod hoyar jnno dhorte pari ni..onno karo video dekhe jante parlam maser prothom sombare na dhorte parle naki r dhora jay na..upnar video ta ajke dekhe khubi upokrito holam...4turtho soptahe dhorarr khub ichhe..kintu dhorte parbo kina agei bolte parchi na..

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      শ্রাবণ মাসের যেকোনো সোমবার থেকেই ষোলো সোমবার ব্রত করা যায়।

  • @soumitradeb2394
    @soumitradeb2394 5 месяцев назад +1

    ভালো লাগলো, আমার একটা প্রশ্ন আছে - নন্দি মহারাজ কে শিবলিঙ্গের সাথে একি পাথরের থালায় রাখা যেতে পারে ? না কি আলাদা পাথরের পাত্রে রাখতে হবে ?? যদি একটু বলেন, তাহলে ভালো হয়...আমি শ্রাবন মাসে প্রথম সোমবার থেকে একটা নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলাম, নিজেই করলাম, কোনো ব্রাক্ষ্মন দিয়ে করিনি...আমাকে নন্দি মহারাজের অবস্থান একটু বলে দিন। আমি একসাথেই রেখেছি, তাই জিজ্ঞাসা করসি...একটু বলুন...

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  5 месяцев назад

      Thank you 😊 নন্দী মহারাজ আর শিবলিঙ্গ একই পাথরের থালায় রাখা যায়, কোনো অসুবিধা নেই।

  • @ShankarDas-sx8wt
    @ShankarDas-sx8wt 8 месяцев назад

    দিদি আমার 22 বছর বিয়ে হয়ে গেছে এখনো আমার সন্তান হয়ে নি কি করলে আমার সন্তান এর মুখ দেখতে পারবো

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  8 месяцев назад

      আমার এই ব্যাপারে সঠিক কোনো ধারণা নেই।

  • @polydas7857
    @polydas7857 Год назад

    যদি মন্দিরে গিয়ে ১৬ সোমবার পালন করা হয়

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад +1

      সেটা আপনি অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে পুরোহিতের সাথে আগে একটু কথা বলে নেবেন।

  • @SistyShil
    @SistyShil Год назад

    ষোলো সোমবার ব্রতের মধ্যে মরণাশৌচ থাকলে এক্ষেত্রে করণীয় কি?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      অশৌচ কেটে গেলে নতুন ভাবে ব্রত শুরু করতে হবে।

  • @Santanusahavlog
    @Santanusahavlog Год назад

    দিদি প্রসাদের ১ভাগ গরুকে দিতেই হবে?

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  Год назад

      ব্রাহ্মণ অথবা গোমাতা-কে দিতে হবে

  • @santusihna9984
    @santusihna9984 6 месяцев назад

    Podos kal mane bikel 4 ter somy

    • @AmaderGolpoGatha
      @AmaderGolpoGatha  6 месяцев назад

      ভিডিওতে বলা আছে।

  • @tandrasreebasu7242
    @tandrasreebasu7242 Год назад +1

    ভস্ম বলতে কোন ভস্মকে ভুঝিয়েছেন?