শৈশবের কথা মনে পড়ে গেল। বিটিভিতে ছবিটা অনেকবার দেখতাম।ছবির ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দিলে খেলতে যেতাম।বিজ্ঞাপন শেষ হলে খেলা রেখে এক দৌড়ে টিভির সামনে।❤️ খুব মিস করি আগের দিনগুলো।❤️❤️
আগের গানেও কতো আয়জন৷ কতো লোক জন নিয়ে কাজ করতো৷ আসলেই ভাবার বিশয়৷ গানগুলো কত ভাল৷ বৃহসপতিবার আর শুক্রবারের জন্য কতো অপেক্ষা করেছি,সেই দিনগুলো কতো ভালই না ছিল৷
বাতাসটা এসে কী বলে গেল Batasta Ese Ki Bole Gelo ছবি: স্বামী কেন আসামী সুরকার: বাপ্পী লাহিড়ী শিল্পী: কুমার শানু ও অনুরাধা পাড়োয়াল বাতাসটা এসে কী বলে গেল কেন যে ফাগুন এসে ছেয়ে গেল ভালোবাসা একবার হলে ভোলা যায় না যেন; মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে। বাতাসটা এসে কী বলে গেল কেন যে ফাগুন এসে ছেয়ে গেল। ভিজে যাওয়া কোনো দিনে, তুমি কি শ্রাবণ ? ফুলে ফুলে ভরে গেছে, বকুলের বন।। কারো বশে মন ছুঁয়ে যায় আমি শুধু চেয়েছি তোমায়। তুমি আমারি আমি তোমারি ভুলোনা আমায়। মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে। বাতাসটা এসে কী বলে গেল কেন যে ফাগুন এসে ছেয়ে গেল। চোখের পাতায় নামে স্বপনের ঝাঁক জীবনের নাম ধরে দিয়ে যায় ডাক।। রয়ে যাব সুখের বাসায় বসে আছি তোমার আশায়। তুমি আমারি আমি তোমারি ভুলোনা আমায়। মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে। বাতাসটা এসে কী বলে গেল ও কেন যে ফাগুন এসে ছেয়ে গেল। ভালোবাসা একবার হলে ভোলা যায় না যেন। মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে।
কুমার শানু পশ্চিমবঙ্গ তথা ভারত বর্ষের গর্ব। আমরা সত্যিই গর্বিত সেই ভারতের মতো মহান দেশে জন্ম গ্রহণ করেছি। যে দেশে কত মনীষী কত বিখ্যাত চিত্রশিল্পী তথা গায়ক গায়িকা জন্ম গ্রহণ করেছে।
যারা এই সব গান শোনে আসলে তারাই গানটা বোঝে এবং তারাই গানকে সত্যি অর্থে বাঁচিয়ে রেখেছে আমি তাদের কে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি গানকে বাঁচিয়ে রাখার জন্য
এই গানটা শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল দুই টাকা করে তুলে ব্যাটারি বাঁড়া করে তারপর উঠানের মধ্যে সিটি ভাড়া করে সবাই মিলে সাদাকালো টিভি দেখতাম কোথায় হারিয়ে গেল চলচ্চিত্র কাছে আমার একটাই আবেদন আবার এরকম ছবি নির্মাণ করা হোক অনেক দুঃখ লাগতেছে
আরেক জন জসিম বাংলা চলচ্চিত্রে কখনো আসবে না কি অসাধারণ অভিনয় আহা কাকে হারালো বাংলা চলচ্চিত্র আমি এই জেনারেশন একটা ছেলে হয়ে বুঝছি। কুমার শানুর চমৎকার কন্ঠে স্বামী কেন আসামি ছবির খুব সুন্দর একটা গান বাতাস টা কানে কানে এসে কি বলে গেল। শাবানা ও জসিম জুটির এই গানে নাচের পারফরর্মেন্স দেখে আমি মুগ্ধ গান টা সেইকাল হলেও শুনতে আমার খুব ভালো লাগে। জসিম শাবানার জুটির ছবি গুলো মধ্যে আমার প্রিয় ভীষণ ভালো লাগে। আগেও অনেকবার এই গান টা শুনেছি যতবার শুনি ততবার ভালো লাগে মনে ভরে একবার শুনলে আজ ২০২৪ সালের ৮ ই অক্টোবর চিত্র নায়ক জসিম এর ২৬ তম মৃত্যুবাষিকীতে তার স্বামী কেন আসামি ছবির এই বাতাস এসে যে কি বলে গেল গান টা আবার শুনে ইউটিউবে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম 👍👍👍👍
কোথায় কিভাবে যেন শৈশব হারিয়ে গেলো বুঝতেই পারলাম না । রেডিও যুগের সবচেয়ে জনপ্রিয় গান ছিলো এই গান গুলো । তিন দশক পরেও এই গানের মজা একটুও কমেনি বরং এই গান গুলোই মাঝে মাঝে মনে করিয়ে দেয় শৈশবের সেই টিনের ঘর বাঁশের বেড়া ভেতরে কাঠের চকি একটি জানালা একটি পড়ার টেবিল এবং টেবিলের এক পাশে অলিম্পিক ব্যাটারি দিয়ে চালিত ততকালীন সময়ের খবর ও গান শোনার একমাত্র বাহন সেই রেডিওর কথা । গান গুলো ঠিকই আগের মতোই আছে, কিন্তু সেই টিনের চাল বাঁশের বেড়া দখিনা জানালা চকি এবং সেই মহা মুল্যবান রেডিও অনেক আগেই বিদায় নিয়েছে ! কারণ সময়ের সাথে মানুষের সব কিছুর পরিবর্তন হবে এটাই স্বাভাবিক, কিন্তু তখন কল্পণাও করিনি শৈশবের এই উচ্ছাস উদ্দাম উদ্দীপনা দুরন্তপনা এই আনন্দ এই সুখ জীবন থেকে দ্রতই বিদায় নেবে !
কুমার শানু /অনুরাধা পাড়োয়াল অসাধারণ. এই সব গানের কারনে. সারা পেলতো. ছবির. অসাধারণ কণ্ঠে ভরা গান গুলো. যোগাযোগ ধরে মানুষের মন কে ছুঁয়ে যাবে এই গান. 🇮🇳🇮🇳🙏🙏💕💕🌹
এতো ভালোলাগার গানটির কথা ভুলেই গিয়েছিলাম, হঠাৎ আজ চোখে পরলো। লোভ সামলাতে পারিনি। সাথে সাথে চালু করলাম। আহ কত সুন্দর গান। আহা কত স্মৃতি সেই শৈশবের 😢 প্রায় ২৪ বছর পর শুনলাম। কে কত বছর পর শুনলেন???
ঐ সময়ে শাবানা জসীম মানেই সেরা ছবি সেরা গান ফাইটিং সাথে ভারতীয় সেরা কন্ঠ শিল্পীদের দিয়ে সেরা গানের মনোমুগ্ধকর গানের দৃশ্যে যদি জসীম শাবানার মতো শক্তিশালী অভিনেতা অভিনেত্রী ছবি আহ্।
ঈদের সিনেমা ছিল এটা,হলে গিয়েছিলাম আমরা প্রায় পনের জন যখন অনেক কষ্ট করে সবাই টিকিট হাতে পেলাম তখন মনে হলো এই মূহুর্তে আমরাই সেরা তখনকার দিনে হলে টিকিট পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া।
এস এস প্রডাকশন হাউজ এর ছবি মানেই শাবানা স্বামী কেন আসামী ব্লকবাস্টার হিট ১৯৯৭ এ ঈদুল ফিতরের দিন খুলনা বৈকালী সিনেমায় দেখেছি মণিহার সিনেমায় দেখেছি আরো অনেক হলে ছিলাম ধন্যবাদ জানাই মোঃ জাকির হোসাইন সদস্য বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক প্রতিনিধি সমিতি
এই গানটার জন্য আমি নিমাই স্যার এর খুব মার খেয়েছিলাম।আমি তখন class eightএ পড়ি।তখন এই ছবি মুক্তি পেয়েছিল। এই গানটি আমাকে এত ভালো যে classএ sir আসার পূর্বে জোরে জোরে গাইতে ছিলাম।তারপর দেখি নিমাই sir হাজির।তারপর কি হলো আর বলার দরকার নেই নিশ্চই বোঝা যাচ্ছে।আজও পর্যন্ত্য এই গান শুনলে স্কুলের সেই দিনের কথা মনে পড়ে যায়। কেকে এই গানের জন্য মার খেয়েছো লাইক ও কমেন্ট করো।
হায়রে বাংলা চলচ্চিত্রের সোনালী যুগ আমি কিছু আগে একটা আলাদিনের চেরাগ পেয়েছিলাম একটা রেস্টুরেন্টে এই খেতে যদি সেটা সাজানো একটা শৌখিন ছিল যতই ঘষে কিন্তু দৈত্য বের হবে না। এমন যদি হতো দৈত্য বের হতো যদি বলতো তোমার একটা ইচ্ছে বলো তখন আমি বলতাম বাংলা চলচ্চিত্রের সেই আলোকিত সময় ফিরে দাও কিন্তু তা তো আর সম্ভব নয়।
চিত্র নায়ক জসিম ও শাবানার স্বামী কেন আসামী ছবির চমৎকার একটা বাতাস টা এসে কি যে বলে গেল।কুমার শানুর কন্ঠে গাওয়া খুব সুন্দর এবং কথা অসাধারণ একটা গান। ইদানীং এই গানটা আমার খুব বেশী শুনতে ভালো সোনালী দিনের বিবণ্য স্মৃতি মিশে আছে এই গানগুলোর সাথে যখনই মনে পড়ে তখন ইউটিউবে শুনি।♥️♥️♥️♥️👍👍👍👍
গান টা বার বার শুনছি একটা স্মৃতি রেখে যায় দেখি আজ থেকে বিশ বছর পর কেমন কমেন্ট পড়ে আজ ২০২২ সালের ১২ ই অক্টোবর রাত ১২ টা ২৫ মিনিটে কমেন্ট লিখাম আবার ফিরে এই কমেন্ট দেখবে ২০৪২ সালের রাত ১২ টা ২৫ মিনিটে। 👍👍👍👍
She's So Religious Now. May Allah Grant her Eternal Happiness.She is My INSPIRATION to Become a Better Muslim. MAY Allah Grant her AL-FIRDAUS AL-A'ALAH
শৈশবের কথা মনে পড়ে গেল। বিটিভিতে ছবিটা অনেকবার দেখতাম।ছবির ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দিলে খেলতে যেতাম।বিজ্ঞাপন শেষ হলে খেলা রেখে এক দৌড়ে টিভির সামনে।❤️
খুব মিস করি আগের দিনগুলো।❤️❤️
রাইট।।এমনও দিন গেছে বৃষ্টির মধ্যে গরুঘরে দাড়িয়ে অপেক্ষা করতাম আর সবাই খুনসুটি করতাম আহ স্বৃতি
Right
আর টিভির সামনে বসার জায়গা নিয়ে মারামারি 😀😀😀
Movie name Sami Kano asami
I saw this movie Sami Kano asami sabana jasim chanke panda retu porna excellant movie I saw modumita cinema hall
যতদিন বেচে থাকবে পৃথিবী, বেচে থাকবে এই অমর গানগুলো, জসীম শাবানা 🙏
😅 2:44 2:46
বাপি লাহিড়ী র সুরে
কুমার শানু গানটি দারুন গেয়েছেন।।।। সুন্দর একটি মর্যদা দিয়েছেন গানটির
ভিজে যাওয়া কোনোদিনে
তুমি কি শ্রাবণ,
ফুলে ফুলে ভরে গেছে
বকুলের বন...♥♪
বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গান❣️
এমন গানের মৃত্যু নেই। এই জুটি, এমন গান আর জীবনেও হবেনা! গান সংশ্লিষ্ট সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা 💞💞
আগের গানেও কতো আয়জন৷ কতো লোক জন নিয়ে কাজ করতো৷ আসলেই ভাবার বিশয়৷ গানগুলো কত ভাল৷ বৃহসপতিবার আর শুক্রবারের জন্য কতো অপেক্ষা করেছি,সেই দিনগুলো কতো ভালই না ছিল৷
এই গানগুলো এখনো স্মৃতিতে গাঁথা আছে 💖
বাতাসটা এসে কী বলে গেল
Batasta Ese Ki Bole Gelo
ছবি: স্বামী কেন আসামী
সুরকার: বাপ্পী লাহিড়ী
শিল্পী: কুমার শানু ও
অনুরাধা পাড়োয়াল
বাতাসটা এসে কী বলে গেল
কেন যে ফাগুন এসে ছেয়ে গেল
ভালোবাসা একবার হলে
ভোলা যায় না যেন;
মনে পড়ে মনে পড়ে
মনে পড়ে মনে পড়ে।
বাতাসটা এসে কী বলে গেল
কেন যে ফাগুন এসে ছেয়ে গেল।
ভিজে যাওয়া কোনো দিনে,
তুমি কি শ্রাবণ ?
ফুলে ফুলে ভরে গেছে,
বকুলের বন।।
কারো বশে মন ছুঁয়ে যায়
আমি শুধু চেয়েছি তোমায়।
তুমি আমারি আমি তোমারি
ভুলোনা আমায়।
মনে পড়ে মনে পড়ে
মনে পড়ে মনে পড়ে।
বাতাসটা এসে কী বলে গেল
কেন যে ফাগুন এসে ছেয়ে গেল।
চোখের পাতায় নামে স্বপনের ঝাঁক
জীবনের নাম ধরে দিয়ে যায় ডাক।।
রয়ে যাব সুখের বাসায়
বসে আছি তোমার আশায়।
তুমি আমারি আমি তোমারি
ভুলোনা আমায়।
মনে পড়ে মনে পড়ে
মনে পড়ে মনে পড়ে।
বাতাসটা এসে কী বলে গেল
ও কেন যে ফাগুন এসে ছেয়ে গেল।
ভালোবাসা একবার হলে
ভোলা যায় না যেন।
মনে পড়ে মনে পড়ে
মনে পড়ে মনে পড়ে।
কোন অশ্লীল দৃশ্য নেই, নেই কোন অশ্লীল শব্দ তবুও গানটি হিট
অশ্লীল দৃশ্যর জন্য কোনো গান হিট হলে সেই গান টা আর যায় হোক ভালো শ্রোতার জন্যে হিট হয়না এটা আর বলার অপেক্ষা রাখে না।
Indian music and Indian singer kumar sanu bole hit hoyeche
রাইট
কুমার শানু পশ্চিমবঙ্গ তথা ভারত বর্ষের গর্ব। আমরা সত্যিই গর্বিত সেই ভারতের মতো মহান দেশে জন্ম গ্রহণ করেছি। যে দেশে কত মনীষী কত বিখ্যাত চিত্রশিল্পী তথা গায়ক গায়িকা জন্ম গ্রহণ করেছে।
দাদা শুধু ভারতবর্ষ নয় আমরা বাংলাদেশীরাও কুমারশানু কে অনেক অনেক পছন্দ করি।
কুমার সানুর জন্য কি ভারত মহান ?
@@somoy7320 পেলে র জন্য ঠিক যেমন ব্রাজিল মহান এক দম সেরকমই এই সামান্য বিষয় টা ও আপনার বোধগম্য হলো না দেখে অবাক হলাম।
@@somoy7320 দাদা কুমার শানু ভারতীয় বাঙালির গর্ব❤
Vai tumi k ami jani na kintu tomer cmt. Amar khub valo laglo
হারিয়ে গেলো বাংলাদেশের সোনালী সেই যুগ।
সত্যিই অসাধারন ছিল।।।
এই সব ছবি দেখার জন্্য মায়ের কত বকা খেয়েছি।
খুব মিস করি ছেলেবেলার সেই সব দিনগুলি।।।
Very good
আগের দিন গুলা মন ফিরে পেতে চায় কান্না আসে
সত্যিই Old is GOLD. ❤️ তারাই স্টাইল শিখেয়েছেন,রোমান্স শিখিয়েছেন। এখনকার যে মুভিগুলো create হয় তা তো "ছাল নাই কুত্তার, নাম তার বাঘা।" 😄
হা হা হা হা হা মলাম রে
A
A
a
অন্য ক্ষেত্রে জানিনা কিন্তু গানের ক্ষেত্রে অবশ্যই ওল্ড ইজ গোল্ড কোনো সন্দেহ নাই
2021....সালে শুনছি
হঠাৎ করে মনে পরে গেল
অনেক দিন পর 👌👌👌
আহা সেই সুর সেই গান! প্রতিদিন ক্লান্ত আর অলস দুপুরে রেডিওতে গান গুলা শুনে হৃদয় শীতল করতাম। আমার মত ২০২১ সালে কে কে আসছেন কৈশরের খোঁজে?❤️
কে কে রাত ১০টার পর ছায়াছন্দে এই গান গুলো
দেখার জন্য টি বি র সামনে বসে থাকতেন।
🖐️
আমি
যারা এই সব গান শোনে আসলে তারাই গানটা বোঝে এবং তারাই গানকে সত্যি অর্থে বাঁচিয়ে রেখেছে আমি তাদের কে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি গানকে বাঁচিয়ে রাখার জন্য
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।
একদম
ধ্য
Thanks
Gan amader sargo
একটা গানে কতো দৃশ্য, কতো আয়োজন! মন ছুঁয়ে যায়।
সে যুগেও ই ভালো ছিল। প্রযুক্তিগত সুবিধা না থাকা সত্তেও কত চেষ্টা। ।।। কত ক্রিয়েটিভ
একদম
🌹কুড়ি বছর ধরে গানটি শুনছি তবুও মন ভরে না
Very good songs 👍
Tomer age koto
Amaro vlo lge joto suni mon vore na
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ হযরত মুহাম্মদ (সাঃ) ] 🌹🌹
সব।চলে।গেছে। 🤲🤲🤲🤲🤲🤲😢😢😢😢😢😢😢
90s আর হয়তো আসবে না।
এটি পবিত্র কুরআন এর আয়াত
হাদিস নয়
এই গানটা শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল দুই টাকা করে তুলে ব্যাটারি বাঁড়া করে তারপর উঠানের মধ্যে সিটি ভাড়া করে সবাই মিলে সাদাকালো টিভি দেখতাম কোথায় হারিয়ে গেল চলচ্চিত্র কাছে আমার একটাই আবেদন আবার এরকম ছবি নির্মাণ করা হোক অনেক দুঃখ লাগতেছে
ও সোনা সিনেমা যখন হয় তখন সিডির জন্ম হয়নি
জসিম একজন আন্তর্জাতিক মানের অভিনেতা ছিলো।
yap. great speech.
আসলেই সত্যি, তার কারন ভারত থেকে উপহার পেয়েছিল।
তাই
Salutt vay
International hero?paren bolte aapnarai.
ভারতবর্ষের গর্ব কুমার শানু অনুরাধা পাড়োয়াল এই গানটিতে সারা জীবন অমর হয়ে থাকবে।
গানটি অসাধারণ। যা যতবার শুনি, আরও শুনতে ইচ্ছে হয়। সত্যিই এই গানগুলো যুগ যুগ ধরে আমাদের মনকে রাঙিয়ে যাবে। আমরা আনন্দিত হবো।
জসিম শাবানার জয়জয়াকার তখন,সিনেমাটি সুপার হিট করেছিলো তখন ঈদূল আযহায়
ভাই সিনেমাটাতো ব্লকবাস্টার হিট
আরেক জন জসিম বাংলা চলচ্চিত্রে কখনো আসবে না কি অসাধারণ অভিনয় আহা কাকে হারালো বাংলা চলচ্চিত্র আমি এই জেনারেশন একটা ছেলে হয়ে বুঝছি। কুমার শানুর চমৎকার কন্ঠে স্বামী কেন আসামি ছবির খুব সুন্দর একটা গান বাতাস টা কানে কানে এসে কি বলে গেল। শাবানা ও জসিম জুটির এই গানে নাচের পারফরর্মেন্স দেখে আমি মুগ্ধ গান টা সেইকাল হলেও শুনতে আমার খুব ভালো লাগে। জসিম শাবানার জুটির ছবি গুলো মধ্যে আমার প্রিয় ভীষণ ভালো লাগে। আগেও অনেকবার এই গান টা শুনেছি যতবার শুনি ততবার ভালো লাগে মনে ভরে একবার শুনলে আজ ২০২৪ সালের ৮ ই অক্টোবর চিত্র নায়ক জসিম এর ২৬ তম মৃত্যুবাষিকীতে তার স্বামী কেন আসামি ছবির এই বাতাস এসে যে কি বলে গেল গান টা আবার শুনে ইউটিউবে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম 👍👍👍👍
ছোটবেলা থেকে আজ অবধি এইগানগুলো ভীষণ লাগে।এই সুরের মাঝে কি যেন আছে।
ঠিক কথা বলছেন
সহমত
আপু আপনার মত আমিও আমি কি আপনার বন্ধু হতে পারি।
বাংলা চলচ্চিত্রের সম্পদ ছিলো তাঁরা দুজন
কেন যে ফাগুন এসে ছেয়ে গেল!...♥♪
হারিয়ে গেল সোনালী দিন
আর ফিরে পাবো না কোনদিন
মনের ভেতর রয়ে গেল মনের ঋণ।
২৮/১১/১৮
So nice kobi
অভিনয় জগতে শাবানার মত কোন নায়িকা আর কোন দিন হবেনা বা আসবে না।
Right right
right
Billai hossin chilo kano sabnur
Ke bole6e esob faltu kotha?je chole jai takei sobai khub boro kore tole,adeo kichui na,je chole jai tar cheye onek better toiri hoy,mind it always.
@@AbdulHalim-hn7pq কচু
কোথায় কিভাবে যেন শৈশব হারিয়ে গেলো বুঝতেই পারলাম না । রেডিও যুগের সবচেয়ে জনপ্রিয় গান ছিলো এই গান গুলো । তিন দশক পরেও এই গানের মজা একটুও কমেনি বরং এই গান গুলোই মাঝে মাঝে মনে করিয়ে দেয় শৈশবের সেই টিনের ঘর বাঁশের বেড়া ভেতরে কাঠের চকি একটি জানালা একটি পড়ার টেবিল এবং টেবিলের এক পাশে অলিম্পিক ব্যাটারি দিয়ে চালিত ততকালীন সময়ের খবর ও গান শোনার একমাত্র বাহন সেই রেডিওর কথা । গান গুলো ঠিকই আগের মতোই আছে, কিন্তু সেই টিনের চাল বাঁশের বেড়া দখিনা জানালা চকি এবং সেই মহা মুল্যবান রেডিও অনেক আগেই বিদায় নিয়েছে ! কারণ সময়ের সাথে মানুষের সব কিছুর পরিবর্তন হবে এটাই স্বাভাবিক, কিন্তু তখন কল্পণাও করিনি শৈশবের এই উচ্ছাস উদ্দাম উদ্দীপনা দুরন্তপনা এই আনন্দ এই সুখ জীবন থেকে দ্রতই বিদায় নেবে !
এ গানটার কথা শুরুর আগের যে সুরের আয়োজন মিনিট দুয়েক ধরে চলে ঐ সময়টা আমার কাছে বেস্ট লাগে।
আমিও একদম সেটাই মনে করি।
@@vivoindia7370😊😊😊
One of the best actor and this song also ❤❤
I am from india..but i love bangladesh cz its my own country (Dhaka,Narayangunj)
ভারতের নাগরিক হয়ে গেছেন?
আমার সবচেয়ে প্রিয় জুটি, এই দুজন, এখনো আছে সারা জিবন থাকবে।
জসিম + শাবানা+ কুমার শানু।
what a combination 😍
চলচ্চিত্র এ মারপিট আনলই তো জসিম ভাই৷ এছাড়া মান্নাভাই,সালমান শাহ এদের সাথে কার জুড়ি নেই
Siprabas
২০২১ এর ফেব্রুয়ারিতে এসে শুনছি। কে কে আছেন?
অসাধারণ গান,
কুমার শানুর ভয়েজ টা সেই।
এসব গানগুলো কখনো পুরোনো হবে না। শানু দা আমাদের দেশের গর্ব শানুদার এই গানগুলো শুনলে মন ছুঁয়ে যায়
এই গানে অনুরাধা দি তো শানু দা কেও ছাপিয়ে গেছে
Batashta Ese ki Bole gelo.
Jasim & Shabana(Swami kano Ashami)
Singer:-Kumar Sanu, Anuradha paudwal.
wow,WHAT A Great Victory !
কুমার শানু /অনুরাধা পাড়োয়াল অসাধারণ. এই সব গানের কারনে. সারা পেলতো. ছবির. অসাধারণ কণ্ঠে ভরা গান গুলো. যোগাযোগ ধরে মানুষের মন কে ছুঁয়ে যাবে এই গান. 🇮🇳🇮🇳🙏🙏💕💕🌹
S..B..sweet...song..
এই গানের সাথে আমার শৈশব জড়িয়ে
আমারও
আমার ও। সারাদিন ক্যাসেটের পাশে বসে থাকতাম আর এই গানগুলো শুনতাম। ১৯৯৬-১৯৯৯ পর্যন্ত
এতো ভালোলাগার গানটির কথা ভুলেই গিয়েছিলাম, হঠাৎ আজ চোখে পরলো। লোভ সামলাতে পারিনি।
সাথে সাথে চালু করলাম।
আহ কত সুন্দর গান। আহা কত স্মৃতি সেই শৈশবের 😢
প্রায় ২৪ বছর পর শুনলাম।
কে কত বছর পর শুনলেন???
কুমার শানু জিন্দাবাদ
Love from 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
2020 তে কে কে শুনেছেন গানটি?এই সমস্ত গান কোনোদিন পুরোনো হবেনা
২০২১ এ শুনছি
@shemaroo music ঝঝত্রততপশ্রতত্রত্রষষষমূমমূমষষমমঃশ্রমশ্রলষবশ্রশ্রভশ্রষশ্রমপেঃ
Akdom
2021/07/18
কমেন্ট বক্সছে আসলে পূরোনো কথা গুলি সবাই তুলে ধরে কি সুন্দর লাগে পরে, সত্যি অসাধারণ....…...?
rajib tomar balobashar Ei gaan ti amar bishon balo legeche tomar shor oshadaron so sweet ami tomar best wife kohinoor k ♥️
গানটার প্রথম ২ মিনিট এর খাপছাড়া মিউজিক টা ছাড়া পুরো গানটা অনেক সুন্দর।
ঐ সময়ে শাবানা জসীম মানেই সেরা ছবি সেরা গান ফাইটিং সাথে ভারতীয় সেরা কন্ঠ শিল্পীদের দিয়ে সেরা গানের মনোমুগ্ধকর গানের দৃশ্যে যদি জসীম শাবানার মতো শক্তিশালী অভিনেতা অভিনেত্রী ছবি আহ্।
সেই ১৯৯০ সালের গান ছোট বেলার কথা মনে পরে গেলো কত সুন্দর গান খালি সুনতে বার বার মনে পরে
কোথাই হারিয়ে গেলো সেই বিটিভি
সেই সোনালি দিনগুলোর কথা খুব মিস করি
Amar gan ta khub bhalo lage
Md Al Amin
Right bhaia 😞😔
So I m very miss
Right bhai
Ami achi
গান গুলো মনের গভীরে আঘাত করে, যত বার শুনি নতুন মনে হয় যেন এই সদ্য রিলিজ হয়েছে
শিল্পীঃ কুমার শানু&অনুরাধা পাডুয়াল ইন্ডিয়ান শিল্পী
ঠিক ভাই.
Right
R music director Bapi Da Indian
এই গানটা দেখে বুঝলাম জসিম ও সাবানা মেডাম খুব ইসমাট ছিল ওই সময় এতো আবডেট
rajib amar balobashar Ei gaan ti tomar jonno i 💋 love you rajib tomar shor oshadaron so sweet ami tomar best wife kohinoor k ♥️
What a arrangement!!! 😱😱😳such a romantic song......love u sabana mam...😍😍😍
বাতাসটা_এসে_কি_বলে_গেলো_কেনো_যে___ফাগুন_এসে_ছেয়ে_গেলো___ভালোবাসা_একবার_হলে_ভোলা_যায়_না। #উফ্_সানু_দার_এই_গান_টা_, #শুনলে_মনটা_যেনো_কথাই_এক_জগতে_চলে_যায়____বিগত_22_বছর_ধরে_শুনছি_তবু_যেনো_মন_চাই_বার_বার_শুনতে।#এই_গানের_লাইন_সুর_আর_এ_আওয়াজ_যেনো_পিছু_ছাড়ে_না_আমাকে_আর আখন কার গান গুলো কুত্তাকে শুনলে কুত্তাও মুক ঘুরিয়ে নিবে
❤
জসিম হচ্ছে বাংলাদেশের "রজনী কান্ত"
Bal
রজনীকান্তর বাপ জসিম এর অভিনয় সেরা
শাবানা মহা নায়িকা
ছোট বেলায় এই সব গান ছবি গুলার জন্য টেলিভিশনের সামনে বসে থাকতাম ..
কে কে আছেন আমার মতো এখনো এই গানগুলী দেখেন☺️
Ruksana Rahman আমি খুব পছন্দ করতাম।
ছায়াছন্দ।
Ami achhi bondhu
Me too
আমিও শুনতাম
Kumar sanu & Anuradha paudwal nice bengali singing .... Wow
আহা শাবানা নোলক পরা?! কি যে মানিয়েছে! ভালোবাসি ম্যাম আপনার, খুব ভালোবাসি ❤️
ইন্ডিয়া থেকে এই গানটি শোনার জন্য আমি 2006 a খুলনা রেডিও 📻সেন্টারের চিঠি পাঠিয়ে ছিলাম
ভালো আছেন আপনি
@@mdmokbulhossenhossen7280 হা ভালো আছি আপনি কেমন আছেন
12-7-2021 কে কে দেখছেন
এখন ও মিস করি ছোট বেলার ছবি গুলির কথা
ঈদের সিনেমা ছিল এটা,হলে গিয়েছিলাম আমরা প্রায় পনের জন যখন অনেক কষ্ট করে সবাই টিকিট হাতে পেলাম তখন মনে হলো এই মূহুর্তে আমরাই সেরা তখনকার দিনে হলে টিকিট পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া।
কুমার শানু একটা মাস্টারপিস।তাঁর কোন ফ্লপ গান আছে বলে আমার জানা নাই।
জুন২০২১এ শুনছি আবারো
এই সুন্দর গানটা লকডাউনের সময় আমার মতো কে কে শুনছেন।
সত্যি গানটা সুনে মনটা খুব খারাপ হইয়ে গেলে সেই ছোট বেলার কথা মনে পরে গেলো,,,,,
অননুকরণীয় গায়কী।
শৈশবের স্মৃতি ফিরিয়ে দেয় এইসব গান।
অনেক সুন্দর গান🥀🥀❤️❤️👌👌😘😘
ওল্ড ইজ গোল্ড কে কে আমার মত 2019 এ দেখছেন
Tik
Sayan*a any my starving aga
2024 এ কে কে এই গান শুনতে ভালোবাস লাইক দিয়ে যাও
যতদিন বেঁচে থাকব তত দিন এই গানটা শুনবো
অনেক সুন্দর গান আমার প্রিয় নায়িকা শাবানা এইরকম আরো গান দিবেন প্লিজ ভাইয়া
আমার পছনদে নায়কা সাবানা
savanna johom
/
মনে চায় অাবার পিরে যাই সেই দিন গুলেতে
আপনারা যারা এই সব অমর গান গুলি শোনেন শুধু আপনার মত মানুষরা ই গানটা সঠিক অর্থে বোঝেন আর আজকাল যা সব জঘন্য গান হচ্ছে যে কি আর বলবো
এক গানে কত দৃশ্য কত জায়গা আর কত ড্রেস আপ দেখলাম।
100%সোনার মতো একটা গান অনেক ভালো লাগছে বন্ধু
ভালোবাসা একবার হলে
ভোলা যায় না যেন...♥♪
দারুণ অসাধারণ...!!!!
এস এস প্রডাকশন হাউজ এর ছবি মানেই শাবানা স্বামী কেন আসামী ব্লকবাস্টার হিট ১৯৯৭ এ ঈদুল ফিতরের দিন খুলনা বৈকালী সিনেমায় দেখেছি মণিহার সিনেমায় দেখেছি আরো অনেক হলে ছিলাম ধন্যবাদ জানাই মোঃ জাকির হোসাইন সদস্য বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক প্রতিনিধি সমিতি
একুশ শতকের(২১০০) জন্য কমেন্ট করলাম
যদিও তখন হয়তো বেঁচে থাকবোনা,
তখনও এইগান পুরোনো হবেনা।
বাংলা চলচিত্রের অভিনয় ও ফাইটিং মাস্টার হল জসিম।আর জসিম আমার এলাকার ছেলে
কি মধুর জুটি ছিলো, ছিলো মিষ্টি গান
ছিলো জীবনের সুন্দর সময়।
এই গানটার জন্য আমি নিমাই স্যার এর খুব মার খেয়েছিলাম।আমি তখন class eightএ পড়ি।তখন এই ছবি মুক্তি পেয়েছিল। এই গানটি আমাকে এত ভালো যে classএ sir আসার পূর্বে জোরে জোরে গাইতে ছিলাম।তারপর দেখি নিমাই sir হাজির।তারপর কি হলো আর বলার দরকার নেই নিশ্চই বোঝা যাচ্ছে।আজও পর্যন্ত্য এই গান শুনলে স্কুলের সেই দিনের কথা মনে পড়ে যায়। কেকে এই গানের জন্য মার খেয়েছো লাইক ও কমেন্ট করো।
নিমাই স্যারের পুরো নাম কি? ঊনি কি পড়াতেন?
ওনার পুরো নাম নিমাইচাঁদ মাইতি।উনি জড়ো বিজ্ঞান পড়াতেন।
@@anisurrahaman7842 আচ্ছা ভাই। কেমন আছেন আপনি? আমি ভারত থেকে বলছি। বাংলাদেশ আমার খুব ভালো লাগে। ওখানে এখন করোনা পরিস্থিতি কেমন?
@@mrbh6853 ভাই আমিও একজন ভারতীয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ডেব্রা থানা।মোবাইল 9064505575
হায়রে বাংলা চলচ্চিত্রের সোনালী যুগ আমি কিছু আগে একটা আলাদিনের চেরাগ পেয়েছিলাম একটা রেস্টুরেন্টে এই খেতে যদি সেটা সাজানো একটা শৌখিন ছিল যতই ঘষে কিন্তু দৈত্য বের হবে না। এমন যদি হতো দৈত্য বের হতো যদি বলতো তোমার একটা ইচ্ছে বলো তখন আমি বলতাম বাংলা চলচ্চিত্রের সেই আলোকিত সময় ফিরে দাও কিন্তু তা তো আর সম্ভব নয়।
এ গান কখনো পুরাতন হবে না।সত্যি বলতে গেলে অসাধারন...
আগের গান আর এখন গান অনেক বেশ কম আছে। আগের গান একবার শুনলোই আবার শুনতে ইচ্চা করে।
চিত্র নায়ক জসিম ও শাবানার স্বামী কেন আসামী ছবির চমৎকার একটা বাতাস টা এসে কি যে বলে গেল।কুমার শানুর কন্ঠে গাওয়া খুব সুন্দর এবং কথা অসাধারণ একটা গান। ইদানীং এই গানটা আমার খুব বেশী শুনতে ভালো সোনালী দিনের বিবণ্য স্মৃতি মিশে আছে এই গানগুলোর সাথে যখনই মনে পড়ে তখন ইউটিউবে শুনি।♥️♥️♥️♥️👍👍👍👍
আমাদের জসু ভাই ওরফে জসিম, সমগ্র ভারত উপমহাদেশে এমন একজন action হিরো খুজে পাওয়া অসম্ভব
গান টা বার বার শুনছি একটা স্মৃতি রেখে যায় দেখি আজ থেকে বিশ বছর পর কেমন কমেন্ট পড়ে আজ ২০২২ সালের ১২ ই অক্টোবর রাত ১২ টা ২৫ মিনিটে কমেন্ট লিখাম আবার ফিরে এই কমেন্ট দেখবে ২০৪২ সালের রাত ১২ টা ২৫ মিনিটে। 👍👍👍👍
Nice song
Best bed print of earth
She's So Religious Now. May Allah Grant her Eternal Happiness.She is My INSPIRATION to Become a Better Muslim. MAY Allah Grant her AL-FIRDAUS AL-A'ALAH
ভারত বাংলাদেশের যৌথ পরিচালনায় তৈরী স্বামী কেনো অস্বামী ছবিটি ফাস্ট শো দেখতে দিয়ে লাস্ট শো দেখে বাড়ি ফিরতে হয়েছিল! ভারতে সুপার হিট হয়েছিল! 🇮🇳🇮🇳
এটা বাংলাদেশের কিংবদন্তি অমর নায়ক জসিমের ছবি, বাংলা চলচ্চিত্রের বিউটিকুইন শাবানা ও বাংলার নায়ক জসিম জুটির ব্লক ব্লাস্টার মুভি,সুপারহিট তো হতেই হবে।
হারিয়ে যাওয়া সে সোনালী দিন আর ফিরে আসবে না
আহা কি সুন্দর একটি গান শুনলেই প্রাণ জুড়িয়ে যায়। আর এখনকার গান শুনলেই বমি আসে। এই সব গান সবসময় হিট থাকবে।❤❤❤❤❤
এই গুলো নায়ক নায়িকাদের ছবি অনেক মিস করি
মনে পড়ারি কথা....এসব গান ভুলার মতো না....
LOVE YOU SANU DA💕💕