আমরা ব্যক্তি মানিককে কিছু বলিনি প্রিয় দর্শক, বরং আমরা বলেছি সেই সময়কার একজন সুপ্রিমকোর্টের মাননীয় বিচারপতির সাথে উদ্ভূত ঘটনা নিয়ে একটি মামলায় সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত রায় নিয়ে...
ট্রাফিক দায়ীত্বে নিয়োজিত ট্রাফিক সার্জেন্ট বা মিলিটারি পুলিশ অথবা কোন কর্মকর্তা উর্ধতন কর্মকর্তাকে সেলুট না করলে তার কোন অপরাধ বা সার্ভিস বিধি লংগন হয় না।
@LawTubeBD সেই মাননীয় বিচারপতি কে ছিল জানেন শামছুদ্দিন মানিক৷ তিনি কলাপাতাতে শুয়ে অ্যারেস্ট হয়েছে। তিনি যে কতটা সিক সেটা জাতি জানে৷ আপনি প্রতিবেদনে ইচ্ছাকৃত বিষয়টি বাদ দিয়েছেন। মানিক সাহেব বাদে কোন বিচারপতি মহোদয়ের সাথে তো পুলিশের ঝামেলা হলো না। উনি ইচ্ছাকৃত দেশকে অস্থিতিশীল করার জন্য এটা করেছিল। কিন্তু তৎকালীন সময় সুপ্রিম কোর্টের অন্যান্য মাননীয় বিচারক নিজেদের সম্মানের বিষয়টা চিন্তা করে এমন ধরনের রায় দিয়েছিলেন। শামছুদ্দিন মানিক এমন একজন বিচারপতি যার সকল কার্যক্রমই উল্টাপাল্টা। অবসরে গিয়ে রায়, প্রধান বিচারপতির সাথে ঝামেলা, টকশোতে গিয়ে ঝামেলা করা। আপনি খোজ নিলে আরো পাবেন। বিচারপতি অবশ্যই সম্মান পাবেন কিন্তু নিজের সম্মান বজায় রাখতে হবে। আপনি গায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে পারেন না, যেখানে আপনি ঝগড়া ছাড়ানোর দায়িত্বে আছেন। উনি যদি দেশের অস্থিতিশীলতা না চায়তেন তাহলে ডিএমপি কমিশনারকে ট্রাফিকের ডিসিসহ ডেকে বলে দিলেয় সব সমস্যার সমাধান হয়ে যেত৷ এখানে ওনার খারাপ উদ্দেশ্য ছিল। আপনি জানেন কিনা জানি না, ট্রাফিক শুধু না কোন পুলিশই দায়িত্ব পালনরত অবস্থায় তার দায়িত্বপালন বাদ দিয়ে স্যালুদ দিতে আইনে বাধ্য নয়।
অসাধারণ পরিবেশনা। তথ্যবহুল। পেশাদার। উপস্থাপনাও অনেক অনেক সুন্দর। আপনারই সমাজের জন্য, দেশের জন্য প্রয়োজনীয় ইতিবাচক পরিবর্তনের জন্য অপরিহার্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিচারক বসে বসে মানুষের বিচার করে দেশের কোন উপকার তাতে আসে না। কিন্তু প্রশাসন তথা পুলিশ বিজেপি আর্মি দেশের প্রতি যে কষ্ট করে দেশের মানুষকে শান্তিতে রাখেন ওই বিচারপতির উচিত ছিল প্রশাসনকে সেলুট দেওয়া।
@LawTubeBD একজন কর্তব্যরত ট্রাফিক পুলিশকে কেন একজন বিচারককে রাস্তায় সেলুট দিতে হবে? একজন বিচারকের ক্ষমতা একজন ট্রাফিক পুলিশ এর তুলনায় রাস্তায় কম, কারণ রাস্তা পরিচালনায় বিচারকের কোন ভূমিকা নাই... এখানে একজন মানুষের (ব্যক্তি বিচারকের) ইগো সন্তুস্ট করার তিন জন কর্তব্যরত পুলিশ কে চাকুরীচূত্য করা হয়েছে... তাহলে আইনের প্রয়োগ সবার জন্য কিভাবে সমান হলো?... যদি বলেন, বিচারকরা ঠিক ছিলেন, তাহলে তারা নতুন আইন প্রনয়ণ করে, এই স্যালুট দেবার বিষয়টি পুলিশ ট্রেনিং-এর আওতায় আনতে পারতেন., কিন্তু তাদের উদ্দেশ্য ছিল শায়েস্তা করা আইজিপি ও অই ট্রাফিক পুলিশদের... এই ধরনের বিচার যেখানে বিচারকরা জড়িত, তার নিশপত্তি গ্ণশুনানির মাধ্যমে হওয়া উচিৎ.. ।। আর বিচারক মানিক কি ধরনের ব্যাক্তি তা এখন পুরো বাংলাদেশ জানে.... আইন যে সবার জন্য সমান না, তা এই ঘটনা প্রমাণ করে।
আই জি পির , আইনের প্রতি ১০০℅ শ্রদ্ধা ছিল বলেই আইনানুগ জবাব দিয়েছেন। কিন্তু ওখানে যে " বিচার সালিশ সবি মানি, তালগাছ টা আমার " এমন নাটক চলছে তা তিনি বুঝলেও সত্যের পক্ষে থেকে নিজের চাকরি হারিয়েও নির্দোষ সার্জেন্ট দের চাকরি বাচিয়েছেন এ জন্য পুলিশ ডিপার্টমেন্ট তাকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে ও করবে।
আইজিপি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে নিঃশর্ত ক্ষমা চাও আর পরে চাকরি হারাতে হলো,,, যা খুবই দুঃখজনক😢😢😢। হয়তো ঐ ঘটনায় এই "সাইকো মাইনক্কার" জায়গায় অন্য ভালো মন মানসিকতার অন্য কোন বিচার পতি থাকলে,,, অন ভালো কিছু হতো।
সুপ্রিম কোর্ট এর বিচারক যা ইচ্ছে তা রায় দিলে সংসদ সদস্যরা তার বিচার করতে পারবে এমন ব্যবস্থা রাখতে হবে, এ ঘটনা থেকে এটাই বুঝলাম। আরেকটা ব্যাপার জনগণের টাকা নিয়ে চাকুরী করা চাকর হয়ে নিজের সুবিধাতে রায় দিলে সংসদ বা রাষ্ট্রপতি সে বিচারক বা বিচারকগণকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবেন এটাও রাখতে হবে।
Where is Manik now? I am wondering how Manik became a justice ,he is getting his some punishment and will get rest of punishment in hereafter ...plz someone give him this message .
প্রিয় দর্শক, আমরা ব্যক্তি জনাব এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়ে কথা বলিনি; আমরা বলেছি তৎকালীন মাননীয় বিচারপতি জনাব এএইচএম শামসুদ্দিন চৌধুরীকে নিয়ে। আর বিষয়টা মোটেও ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং বিষয়টা আদালত অবমাননা নিয়ে।
@@LawTubeBD এই মামলাটি সম্পর্কে সত্য নির্ভর আইনের যুক্তিতে বিষয়টা সঠিক রায় কেন্দ্রিক দৃষ্টান্ত-স্থাপনকারী এপিসোড। এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
ট্রাফিক ডিউটি চলা শুরু থেকে শেষ পর্যন্ত ৮ ঘন্টা কত অফিসার যাওয়া আসা করে হিসাব নাই । যদি সবাই কে সেলে উট করা লাগে তাহলে আর জন সেবা প্রদান করা হবে না। শুধু ছালাম দিতে দিতে সময় শেষ।এই জন্য বিবেচনার বিষয় কে সঠিক।
Excellent video. But please make a complementary video as to what did the Supreme Court explain as regards Police Regulations 1943 Regulation 728 where it is clearly written "other than those engaged on traffic duty, shall salute uncased colours when passing them. Officers on traffic duty are not required to pay compliments of any kind, but they shall stand to attention when troops are marching past them". Does this mean ONLY the traffic officers in uniform are exempted from saluting when on duty ? And are the traffic officers only bound to stay in 'attention' when ONLY 'troops' are marching past them ? What does 'troops' then mean and how far do they have the scope to salute ?
We also need to do research to answer the legal complexities you raise. We also explored this while compiling the episode, though we couldn't come to any conclusions about it. Anyway we will try our best to answer you.
যদিও সুপ্রিম কোর্ট এর রায় শত ভাগ সত্য এবং বাধ্যতামুলকভাবে মাননীয়, তবুও আমার মানিক কে একটুও পছন্দ না কোটা আন্দোলন এ তার মন্তব্য এর জন্য, তবে এখানে সুপ্রিম কোর্ট নিজের ক্ষমতা বুঝিয়ে দিয়েছে 😎
ট্রাফিক ডিউটি পালন কালে স্যালুট দেওয়া নিষিদ্ধ। বিচারক আইন সম্পর্কে অজ্ঞতা ছিল বিধায় অদক্ষ লোককে বিচারক নিয়োগ দেওয়া বিচার বিভাগের মেরুদণ্ড ভেংগে দেওয়া হয়। যা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত। ❤❤
আমি ব্যক্তিগতভাবে মনে করি এ ক্ষেত্রে অবশ্যই সুপ্রিম কোর্ট সঠিক রায় দিয়েছিলেন৷ যেহেতু একজন বিচারপতির গাড়িকে সম্মান প্রদর্শন করা হয় নাই | নিম্ন পদবীর অফিসারকে সম্মান প্রদর্শন করা হইয়াছে ৷ বাস্তবে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন বিচারক ৷ কারণ সংসদে যদি কোন আইন পাশ হয় ৷ সেই আইন ইচ্ছে করলে প্রধান বিচারপতিসহ ছয় বিচারপতি সরকারের আইন টি বাতিল করতে পারবেন ৷ কিন্তু প্রধান বিচারপতি সহ ৬ জন আপিল বিভাগের বিচারপতি যেই রায় বা আইন করবেন তাহা বাতিল করার ক্ষমতা জনগণ ছাড়া কারোই নেই ৷ তাও আবার আন্দোলনের মাধ্যমে ৷ ভুলে গেলে চলবে না বিচারকরা এই দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ৷ আমি ব্যক্তিগতভাবে মনে করি এ ক্ষেত্রে পুলিশেরাই অপরাধী ছিল ৷
যখন তিনি বিচারপতি ছিলেন মানুষ হিসেবে তিনি যেমনই হন, তাকে মান্য করা আবশ্যক ছিল। তাই বলে হয়েছে তাৎকালিক মাননীয় বিচারপতি। সেই সময়টা তো মিথ্যা না। তবে এখনকার হিসেব আলাদা। আর তৎকালীন হিসেবেই মাননীয় কথাটা বলা হয়েছে। আর সবচেয়ে বড় কথা আইনের ভাষায় বিচারপতি শব্দের সাথে মাননীয় শব্দটা এমনিতেই এসে যায়। তাই এখনকার বিষয়টাকে চিন্তা করে মাননীয় বলাটাকে খারাপভাবে আমাদের না নেওয়ায় ভাল। অনেক সুন্দর পরিবেশনা, অনেক ইন্টারেস্টিং একটা বিষয় জানলাম। অসংখ্য ধন্যবাদ শুকরানা আপু❤️
@@LawTubeBD এই মামলাটি সম্পর্কে সত্য নির্ভর আইনের যুক্তিতে বিষয়টা সঠিক রায় কেন্দ্রিক দৃষ্টান্ত-স্থাপনকারী এপিসোড। এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
জাতীয় পতাকাকে স্যালুট দেয়া যায় কিন্ত ভূয়া মূক্তিযোদ্ধা ও দুর্নীতিবাজ ছ্যাচরা বিচারপতি কে মাননীয় বলা বা স্যালুট দেওয়া উচিৎ নয় এটাই সঠিক সিদ্ধান্ত ছিল। কারন বিচারক ও বিচারকার্য যদি ন্যায় সংগত না হয়ে পক্ষপাতমূলক ও দলকানা হয় সেই বিচারক সহ বিচার ব্যবস্থাকে মানুষ ধিক্কার জানায়।
@LawTubeBD ওইদিন আমি ফার্মগেইট redbutton বার এর সামনে সামনে দিয়ে যাচ্ছিলাম, অনেক হইচই হলে আমার মামাকে নিয়ে দেখতে গিয়েছিলাম। তখনকার কথা মনে হলে হাসি পায়।
The traffic police officer was doing his duty, i.e., traffic control. No one should interfere in his normal discharge of official functions. Neither he should be paying attention to dignitaries passing by unless it is for the passing of any group of on-duty troops. Saluting any Govt. official should not be included in his duties while he is controlling traffic. If there is any such law requiring that an on duty traffic police officer should salute another govt. official regardless of 'uncased colors', I think that is a black law and should be rectified accordingly. This traffic personnel should be sought for and justice should be done to pay for all his lost honor and wages.
We also need to do research to answer the legal complexities you raise. We also explored this while compiling the episode, though we couldn't come to any conclusions about it. Anyway we will try our best to answer you.
না প্রিয় দর্শক, আমরা মাননীয় সুপ্রিম কোর্টের একটা রায় থেকে এটা তুলে ধরেছি। এটা কোনোভাবেই আমাদের ব্যক্তিগত মত নয় কিংবা এটা কাউকে আনুকুল্য দেওয়ার জন্য নয়।
প্রতিবেদনটা এক কথায় চমৎকার। প্রতিবেদন যিনি প্রস্তুত করিয়াছেন তিনি আইনগত, ভাষাগত বিশুদ্ধতা এবং প্রাগজ্ঞতার পরিচয় দিয়াছেন। উপস্থাপিকা কেও ধন্যবাদ। তিনি যথেষ্ট সাবলীল ভাবে এবং শুদ্ধ ভাষা চয়ণে প্রতিবেদনটি উপস্থাপন করিয়াছেন।
অসাধারণ ও খুব সুন্দর প্রতিবেদন যা জীবনের জন্য অপরিহার্য । উপস্থাপিকার কন্ঠ ও বলার ভঙ্গিমায় আমি নিস্তব্ধ হয়ে গেলাম !!!
মানিক একজন সাদিস্ট ও বিকৃত রুচির মানুষ।
আমরা ব্যক্তি মানিককে কিছু বলিনি প্রিয় দর্শক, বরং আমরা বলেছি সেই সময়কার একজন সুপ্রিমকোর্টের মাননীয় বিচারপতির সাথে উদ্ভূত ঘটনা নিয়ে একটি মামলায় সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত রায় নিয়ে...
@@LawTubeBDসূক্ষ্ম বিশ্লেষণ মূলক বর্ণনা শুনে আমি মুগ্ধ। ধন্যবাদ চ্যানেলটিকে,ধন্যবাদ উপস্থাপিকাকে।
এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
উপস্থাপিকাকেও ধন্যবাদ।
আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ❤❤❤
@@LawTubeBD Good news কৃতজ্ঞতা ❤❤❤
@@NayanBhuiyan-z5q এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
শামসুদ্দিন মানিক বা কালা মানিকের বিচার দাবী করছি।কালা মানিকের নিয়োগ প্রক্রিয়া তদন্তের অনুরোধ করছি।
কোন ঘটনায় আপনি উনার বিচার দাবি করছেন প্রিয় দর্শক? আর উনার নিয়োগ প্রক্রিয়া এখন আর রিভিউ করার যে কোনো অবকাশ নেই!
@@LawTubeBD এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
@@LawTubeBD
অবশ্যই আছে
@@LawTubeBDএহ বিচারক গুলো সব অযোগ্য,,,, কাইল্লা মানিক খুনী হাসিনার সঙ্গে আতাত করে বিচারক হয়ছে।
বিচারকের বিচি নাই।
কলাপাতা মানিক আবার মাননীয় লাগাইছে 😅😅
সঠিক বলেছেন ভাই, এরা পা চাটা সংবাদিকা
😂😂😂😂😂😂😂😂😂
উনি তো বিচার প্রতি মানিক ছিলেন না.
উনিই ছিলেন। @@KhondakerJahangir-so8gz
🥰🥰🥰🥰🥰🥰
এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
অনেক মজা পাইলাম, আইনেও মজা আছে।
মজার হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি এপিসোড!
ধন্যবাদ ল'টিউববিডি-কে❤❤❤
আপনাকে অশেষ ধন্যবাদ ❤❤❤
ট্রাফিক দায়ীত্বে নিয়োজিত ট্রাফিক সার্জেন্ট বা মিলিটারি পুলিশ অথবা কোন কর্মকর্তা উর্ধতন কর্মকর্তাকে সেলুট না করলে তার কোন অপরাধ বা সার্ভিস বিধি লংগন হয় না।
কিন্তু বেয়াদবি করলে অবশ্যই বিধি লংঘন হয়।
@samadazad220 বেয়াদবি তো অপরাধ। এটা তো যে কোন পরিস্তিতিতেই বিধি পরিপন্থী।
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বর্তমানে কলার পাতায় ঘুমায়
আমরা সেই সময়ের একটা প্রকৃত ঘটনা তুলে ধরেছি প্রিয় দর্শক!
মানিক্ক্যা বর্তমানে কলার পাতায় ঘুমায়
আর এই সুযোগে মশা তাকে পরম যত্নে চুমায়
এই কর্মকাণ্ডের জন্য শামসুদ্দিন চৌধুরী মানিককে স্যালুট জানাই
আসলে এই ঘটনায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। তখন কোর্টের একটা নিজস্বতা ছিল এবং ততকালীন সরকার আইজিপিকে বাঁচানোর জন্য কোর্টের উপর চাপ সৃষ্টি করেন নাই।
মামলাটির চর্চা করতে গিয়ে আমাদের নিকটও তাই মনে হয়েছে।
@@LawTubeBD এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
এই মামলাটি সম্পর্কে সত্য নির্ভর আইনের যুক্তিতে বিষয়টা সঠিক রায় কেন্দ্রিক দৃষ্টান্ত-স্থাপনকারী এপিসোড। এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
অসাধারণ তথ্যবহুল উপস্থাপন। ধন্যবাদ।
Beautiful episode! Looking forward to watch more videos like this.
তৎকালীন আইজিপি যে সঠিক ছিল বর্তমানে ঐ লোকের অবস্থান দেখলেই বোঝা যায়।
@@ajaydas3378 সুপ্রিম কোর্টের রায় কিন্তু তা বলে না প্রিয় দর্শক!
@LawTubeBD সেই মাননীয় বিচারপতি কে ছিল জানেন শামছুদ্দিন মানিক৷ তিনি কলাপাতাতে শুয়ে অ্যারেস্ট হয়েছে। তিনি যে কতটা সিক সেটা জাতি জানে৷ আপনি প্রতিবেদনে ইচ্ছাকৃত বিষয়টি বাদ দিয়েছেন। মানিক সাহেব বাদে কোন বিচারপতি মহোদয়ের সাথে তো পুলিশের ঝামেলা হলো না। উনি ইচ্ছাকৃত দেশকে অস্থিতিশীল করার জন্য এটা করেছিল। কিন্তু তৎকালীন সময় সুপ্রিম কোর্টের অন্যান্য মাননীয় বিচারক নিজেদের সম্মানের বিষয়টা চিন্তা করে এমন ধরনের রায় দিয়েছিলেন। শামছুদ্দিন মানিক এমন একজন বিচারপতি যার সকল কার্যক্রমই উল্টাপাল্টা। অবসরে গিয়ে রায়, প্রধান বিচারপতির সাথে ঝামেলা, টকশোতে গিয়ে ঝামেলা করা। আপনি খোজ নিলে আরো পাবেন। বিচারপতি অবশ্যই সম্মান পাবেন কিন্তু নিজের সম্মান বজায় রাখতে হবে। আপনি গায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে পারেন না, যেখানে আপনি ঝগড়া ছাড়ানোর দায়িত্বে আছেন। উনি যদি দেশের অস্থিতিশীলতা না চায়তেন তাহলে ডিএমপি কমিশনারকে ট্রাফিকের ডিসিসহ ডেকে বলে দিলেয় সব সমস্যার সমাধান হয়ে যেত৷ এখানে ওনার খারাপ উদ্দেশ্য ছিল। আপনি জানেন কিনা জানি না, ট্রাফিক শুধু না কোন পুলিশই দায়িত্ব পালনরত অবস্থায় তার দায়িত্বপালন বাদ দিয়ে স্যালুদ দিতে আইনে বাধ্য নয়।
হাইকোর্ট ঠিকই আছে। সেখানে বিচারপতি মানিক নয়, সুপ্রিম কোর্টের ল কে অবমাননা রুল জারি হয়েছিল
পাগলকে বিচারপতির আসনে বসিয়ে আদালতের সম্মান যারা নষ্ট করেছে অবশ্যই ঘৃণীত ব্যাক্তি।
What isn't, do you understand? It is not any personal ISSU.
অসাধারণ পরিবেশনা। তথ্যবহুল। পেশাদার। উপস্থাপনাও অনেক অনেক সুন্দর। আপনারই সমাজের জন্য, দেশের জন্য প্রয়োজনীয় ইতিবাচক পরিবর্তনের জন্য অপরিহার্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
একজন উগ্রবাদী বিদেশী পাসপোর্ট ধারী সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ টাই নিয়ম বহির্ভুত।
এ ধরনের বিচারপতির এমন ভাগ্য বরনই করতে হয় আল্লাহর বিচারে।
@@a.f.mohammedshamsuddoha8586 বিচারপতি নয়, বিচারক। যদি আমার এলাকার ভাষায় বিচা-পতি হয়, তাহলে ঠিক আছে😁।
@@syedmohammedkarim8548 Good news ❤❤❤
বিচারক বসে বসে মানুষের বিচার করে দেশের কোন উপকার তাতে আসে না।
কিন্তু প্রশাসন তথা পুলিশ বিজেপি আর্মি দেশের প্রতি যে কষ্ট করে দেশের মানুষকে শান্তিতে রাখেন ওই বিচারপতির উচিত ছিল প্রশাসনকে সেলুট দেওয়া।
আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি তা হল এখানে পুলিশ সঠিক ছিল এবং বিচারপতি ভুল ছিল।
বিচারপতি মানিক একজন দাম্ভিক ব্যক্তি যার প্রতিদান সে জনগণের কাছ থেকে পেয়েছে
ব্যক্তি মানিক নিয়ে আমাদের কোনো মাথাব্যাথা নেই প্রিয় দর্শক!
🎉😢
এটা বুঝতে পারলাম একজন বিচারক কতটা ক্ষমতার অপব্যবহার করতে পারে। তাদের বিচারে মন নেই। তাদের মন স্যালুটে।
গাধা।
Illiterate
উচ্চ মানের presentation
আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ❤❤❤
এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
@@mdziaulbasherbhuiyan3895 Good news কৃতজ্ঞতা ❤❤❤
এই সবগুলো বিচারককে এখন বিচারের আওতায় আনা হোক....
কোন কারণে প্রিয় দর্শক?
@LawTubeBD একজন কর্তব্যরত ট্রাফিক পুলিশকে কেন একজন বিচারককে রাস্তায় সেলুট দিতে হবে? একজন বিচারকের ক্ষমতা একজন ট্রাফিক পুলিশ এর তুলনায় রাস্তায় কম, কারণ রাস্তা পরিচালনায় বিচারকের কোন ভূমিকা নাই... এখানে একজন মানুষের (ব্যক্তি বিচারকের) ইগো সন্তুস্ট করার তিন জন কর্তব্যরত পুলিশ কে চাকুরীচূত্য করা হয়েছে... তাহলে আইনের প্রয়োগ সবার জন্য কিভাবে সমান হলো?... যদি বলেন, বিচারকরা ঠিক ছিলেন, তাহলে তারা নতুন আইন প্রনয়ণ করে, এই স্যালুট দেবার বিষয়টি পুলিশ ট্রেনিং-এর আওতায় আনতে পারতেন., কিন্তু তাদের উদ্দেশ্য ছিল শায়েস্তা করা আইজিপি ও অই ট্রাফিক পুলিশদের... এই ধরনের বিচার যেখানে বিচারকরা জড়িত, তার নিশপত্তি গ্ণশুনানির মাধ্যমে হওয়া উচিৎ.. ।। আর বিচারক মানিক কি ধরনের ব্যাক্তি তা এখন পুরো বাংলাদেশ জানে.... আইন যে সবার জন্য সমান না, তা এই ঘটনা প্রমাণ করে।
বিচারপতি মানিক কে আমিও অপছন্দ করি। কিন্তু এই বিচারের যৌক্তিক কারণ আছে। এখানে কোনো ভুল নেই।
@@LawTubeBD আপনি আমার রিপ্লাই হাইড করে রেখেছেন কেন?
বিচারক ১০০% রাইট। আপনি অবশ্যই আপনার সিনিয়র কে সম্মান করতে বাধ্য কিন্তু পুলিশ সদস্যগণ মনে হয় এটা মানতে নারাজ। তার মানে তাদের চেইন অব কমান্ড এমনয়।
আইজিপির আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বাঞ্ছনীয়
সংবিধান ও প্রচলিত অন্যান্য আইন তা-ই বলে…
এই মামলাটি সম্পর্কে সত্য নির্ভর আইনের যুক্তিতে বিষয়টা সঠিক রায় কেন্দ্রিক দৃষ্টান্ত-স্থাপনকারী এপিসোড। এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
আই জি পির , আইনের প্রতি ১০০℅ শ্রদ্ধা ছিল বলেই আইনানুগ জবাব দিয়েছেন। কিন্তু ওখানে যে " বিচার সালিশ সবি মানি, তালগাছ টা আমার " এমন নাটক চলছে তা তিনি বুঝলেও সত্যের পক্ষে থেকে নিজের চাকরি হারিয়েও নির্দোষ সার্জেন্ট দের চাকরি বাচিয়েছেন এ জন্য পুলিশ ডিপার্টমেন্ট তাকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে ও করবে।
মামলার প্রকিত ঘটনায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোন সম্পর্ক ছিলনা। ছিল ব্যাক্তিগত স্মার্থ,
অসাধারণ উপস্থাপনা❤
আপনাকে অশেষ ধন্যবাদ ❤❤❤
@@LawTubeBD এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
আইজিপি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে নিঃশর্ত ক্ষমা চাও আর পরে চাকরি হারাতে হলো,,, যা খুবই দুঃখজনক😢😢😢।
হয়তো ঐ ঘটনায় এই "সাইকো মাইনক্কার" জায়গায় অন্য ভালো মন মানসিকতার অন্য কোন বিচার পতি থাকলে,,, অন ভালো কিছু হতো।
আপনার সবচেয়ে প্রিয় আইনি চ্যানেল!
আপনার না আমাদের?
ঐ মাথামোটা কলাপাতাতে শুয়েছিল।
সুপ্রিম কোর্ট এর বিচারক যা ইচ্ছে তা রায় দিলে সংসদ সদস্যরা তার বিচার করতে পারবে এমন ব্যবস্থা রাখতে হবে, এ ঘটনা থেকে এটাই বুঝলাম। আরেকটা ব্যাপার জনগণের টাকা নিয়ে চাকুরী করা চাকর হয়ে নিজের সুবিধাতে রায় দিলে সংসদ বা রাষ্ট্রপতি সে বিচারক বা বিচারকগণকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবেন এটাও রাখতে হবে।
Where is Manik now? I am wondering how Manik became a justice ,he is getting his some punishment and will get rest of punishment in hereafter ...plz someone give him this message .
মানিক চান্দু কতো খারাপ ছিল এ গঠনা তার একটি ছোট উদাহরণ
ও ছিল বৃটিশ নাগরিক, সাইকোপ্যাথ, ভুয়া মুক্তিযোদ্ধা।
খুব গুরুত্বপূর্ণ ও চমৎকার একটি content. Content Creator, চ্যানেল পরিচালক/ এডমিন এবং উপস্থাপিকা কে ধন্যবাদ ও অভিনন্দন।
আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ❤❤❤
এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
এই মামলাটি সম্পর্কে সত্য নির্ভর আইনের যুক্তিতে বিষয়টা সঠিক রায় কেন্দ্রিক দৃষ্টান্ত-স্থাপনকারী এপিসোড। এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
মানিক একজন ক্রিমিনাল আইনে জেল হাজতে তাকে মাননীয় বললেন।
প্রিয় দর্শক, আমরা ব্যক্তি জনাব এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়ে কথা বলিনি; আমরা বলেছি তৎকালীন মাননীয় বিচারপতি জনাব এএইচএম শামসুদ্দিন চৌধুরীকে নিয়ে। আর বিষয়টা মোটেও ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং বিষয়টা আদালত অবমাননা নিয়ে।
@@LawTubeBD এই মামলাটি সম্পর্কে সত্য নির্ভর আইনের যুক্তিতে বিষয়টা সঠিক রায় কেন্দ্রিক দৃষ্টান্ত-স্থাপনকারী এপিসোড। এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
একজন বিচারপতির যদি কাজ হয় কে তাকে সম্মান জানাল কে জানাল না তাহলে কি ভাবে কাজ করবে। ছোট খাট বিষয়ে এত আয়োজন আর বড় বড় বিষয়ে দায়িত্বহীনতা কেন?
মানিক কোন জায়গায় এখন, চিন্তা করে দেখেছেন?
ওনার বর্তমান অবস্থান এই ঘটনার ফলস্বরূপ নয় প্রিয় দর্শক!
পাবলিকের টাকায় কেতনধারী এক বিভাগের কোন কর্মচারীর সাথে আর এক বিভাগের কর্মচারীর এরুপ রেষারেষি উচিৎ নয়।
Very nice presentation & good & fair journalism
Masha Allah Masha Allah Masha Allah, donnobad donnobad donnobad.
এই মামলাটি সম্পর্কে সত্য নির্ভর আইনের যুক্তিতে বিষয়টা সঠিক রায় কেন্দ্রিক দৃষ্টান্ত-স্থাপনকারী এপিসোড। এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
আপনাকে অশেষ ধন্যবাদ ❤❤❤
@@LawTubeBD এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
@ আপনাকে স্বাগতম
ট্রাফিক ডিউটি চলা শুরু থেকে শেষ পর্যন্ত ৮ ঘন্টা কত অফিসার যাওয়া আসা করে হিসাব নাই । যদি সবাই কে সেলে উট করা লাগে তাহলে আর জন সেবা প্রদান করা হবে না। শুধু ছালাম দিতে দিতে সময় শেষ।এই জন্য বিবেচনার বিষয় কে সঠিক।
জাতিসংঘের বড় একটা পদ থেকে তারে বঞ্চিত করেছে এই অভদ্র পাগলটায়।। তখন অনেক আফসোস লাগছিলো।।।
এই পুলিশ কর্মকর্তা কে পুনরায় চাকুরী তে বহাল করুন 🕋🇧🇩
আইন ও বাস্তবতার নিরিখে সেই সুযোগ নেই প্রিয় দর্শক…
চমৎকার।
কি আর বলব,
অসাধারণ।
Excellent video. But please make a complementary video as to what did the Supreme Court explain as regards Police Regulations 1943 Regulation 728 where it is clearly written "other than those engaged on traffic duty, shall salute uncased colours when passing them. Officers on traffic duty are not required to pay compliments of any kind, but they shall stand to attention when troops are marching past them". Does this mean ONLY the traffic officers in uniform are exempted from saluting when on duty ? And are the traffic officers only bound to stay in 'attention' when ONLY 'troops' are marching past them ? What does 'troops' then mean and how far do they have the scope to salute ?
We also need to do research to answer the legal complexities you raise. We also explored this while compiling the episode, though we couldn't come to any conclusions about it. Anyway we will try our best to answer you.
যদিও সুপ্রিম কোর্ট এর রায় শত ভাগ সত্য এবং বাধ্যতামুলকভাবে মাননীয়, তবুও আমার মানিক কে একটুও পছন্দ না কোটা আন্দোলন এ তার মন্তব্য এর জন্য, তবে এখানে সুপ্রিম কোর্ট নিজের ক্ষমতা বুঝিয়ে দিয়েছে 😎
ব্যক্তি মানিক আর সুপ্রিম কোর্টের কর্তৃত্ব বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয়। আপনি সঠিক বলেছেন।
@@LawTubeBD স্যার আমরা এমন আরো কিছু ঘটনা দেখতে চাই আইন নিয়ে আরো কিছু উদাহরণ দেখতে চাই।
@@factopedia-12 জি আমরা চেষ্টা করছি
একটা অসভ্য, পাগলকে মাননীয় মাননীয় বলতে আপনার মুখে ফেনা তুলে ফেলেছেন।
তার চাকুরী পিরে দেওয়া হোক ধন্যবাদ
আইন ও বাস্তবতার নিরিখে আর সে সুযোগ নাই প্রিয় দর্শক!
Kano diba???
@@LawTubeBD ক্ষমতার অপব্যাবহার করার কারনে তাদের শাস্তি হওয়া উচিত।
এখন মানিক আছে না মানিক জেলখানা হুইয়া রইছে ওরে ফাঁসি দেয় নাকি বহু মানুষের ক্ষতি করছে ওরে ফাঁসি দেয় না কা
এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
আপনাকে অশেষ ধন্যবাদ ❤❤❤
@@LawTubeBD 💖💖💖
পরিচালককে অভিনন্দন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤❤❤
@@LawTubeBD এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
দারুণ এপিসোড
আপনাকে অশেষ ধন্যবাদ ❤❤❤
আপনি যেভাবে মানিককে মেনে নিয়ে মাননীয় বলে মুখের ফেনা তুলছেন সে কি এতটাই জনপ্রিয়
সঠিক বলেছেন ভাই, এরা পা চাটা সংবাদিকা
ভয়েস দিচ্ছেন উনারা আইনজীবী, এজন্য প্রফেশনাল ভাষা ব্যাবহার করেছেন।
@@alphaman970 Right...
@@nihersarbadhikary4444 এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
@@alphaman970 Good news কৃতজ্ঞতা ❤❤❤
ট্রাফিক ডিউটি পালন কালে স্যালুট দেওয়া নিষিদ্ধ।
বিচারক আইন সম্পর্কে অজ্ঞতা ছিল বিধায় অদক্ষ লোককে বিচারক নিয়োগ দেওয়া বিচার বিভাগের মেরুদণ্ড ভেংগে দেওয়া হয়। যা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত। ❤❤
অসাধারণ হয়েছে
Thanks law tube
You are most welcome ❤❤❤
,বিচারকরা কি জনগণের চাকর নয়? কারণ জনগণের ট্যাক্সে বিচারকদের বেতন হয়!
জি, কেবল বিচারকরা কেন, প্রজাতন্ত্রের সকলেরই বেতন হয় জনগণের টাকায়!
জার জন্য চাকরি গেছে তাঁর ও বিচার হওয়া উচিত
আইজিপি সঠিক ছিল
Informative episode...
Thank you so much ❤❤❤❤
একজন অপরাধীকে এত সুন্দর ভাবে উপস্থাপন করছেন না জানি কি বোঝাই যাচ্ছে না উনি যে আসলে কোন মানিক
ঘটনা সত্য তবে একটু বিকৃতভাবে উপস্থাপন করেছেন। বিকৃত না করলে অবশ্য পাবলিক খাবে না।
মানিক একজন অহংকারী
"কর্তৃত্ব ও কার্যাবলী, বিচারক ও কর্মকর্তা কর্মচারী, প্রতীক ও চিন্হ, ইতিহাস ও ঐতিহ্য এমন সবকিছু"
জি, সুপ্রিম কোর্ট বলতে এই সবগুলোকেই অন্তর্ভুক্ত করে…
@@LawTubeBD Good news কৃতজ্ঞতা ❤❤❤
আমি ব্যক্তিগতভাবে মনে করি এ ক্ষেত্রে অবশ্যই সুপ্রিম কোর্ট সঠিক রায় দিয়েছিলেন৷ যেহেতু একজন বিচারপতির গাড়িকে সম্মান প্রদর্শন করা হয় নাই | নিম্ন পদবীর অফিসারকে সম্মান প্রদর্শন করা হইয়াছে ৷ বাস্তবে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন বিচারক ৷ কারণ সংসদে যদি কোন আইন পাশ হয় ৷ সেই আইন ইচ্ছে করলে প্রধান বিচারপতিসহ ছয় বিচারপতি সরকারের আইন টি বাতিল করতে পারবেন ৷ কিন্তু প্রধান বিচারপতি সহ ৬ জন আপিল বিভাগের বিচারপতি যেই রায় বা আইন করবেন তাহা বাতিল করার ক্ষমতা জনগণ ছাড়া কারোই নেই ৷ তাও আবার আন্দোলনের মাধ্যমে ৷ ভুলে গেলে চলবে না বিচারকরা এই দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ৷ আমি ব্যক্তিগতভাবে মনে করি এ ক্ষেত্রে পুলিশেরাই অপরাধী ছিল ৷
মাননীয় সুপ্রিম কোর্টের রায়ে আপনার অভিমতই প্রতিফলিত হয়েছে পুরোপুরি ❤❤❤
এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
@@LawTubeBDBecharpoti Khairul Hoquer jonno Bangladesher gonotontro dhongso hoyechelo, Fascist Sheikh Hasinar jonmo hoyechelo. Onek manush jibon deyeche Fascist Sheikh Hasinar shason theke mukti pawar jonno. Becharpoti Khairul Hoquer bechar Kora uchit.
সাবাশ সুপ্রিমকোর্ট ❤
বাড়ীতে বাড়ীতে কোর্ট, কেন যে দেশে এত মামলা মোকদ্দামা আর পুলিশের আইনী অপব্যাখ্যা😢
যখন তিনি বিচারপতি ছিলেন মানুষ হিসেবে তিনি যেমনই হন, তাকে মান্য করা আবশ্যক ছিল। তাই বলে হয়েছে তাৎকালিক মাননীয় বিচারপতি। সেই সময়টা তো মিথ্যা না। তবে এখনকার হিসেব আলাদা।
আর তৎকালীন হিসেবেই মাননীয় কথাটা বলা হয়েছে। আর সবচেয়ে বড় কথা আইনের ভাষায় বিচারপতি শব্দের সাথে মাননীয় শব্দটা এমনিতেই এসে যায়। তাই এখনকার বিষয়টাকে চিন্তা করে মাননীয় বলাটাকে খারাপভাবে আমাদের না নেওয়ায় ভাল।
অনেক সুন্দর পরিবেশনা, অনেক ইন্টারেস্টিং একটা বিষয় জানলাম।
অসংখ্য ধন্যবাদ শুকরানা আপু❤️
@@mitshishir আপনাকে অশেষ ধন্যবাদ।
@@LawTubeBD এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
@@LawTubeBD ❤️❤️❤️
@@mitshishir এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
15:46 Thanks for nice Editing with related ref. A complete report.
You are most welcome & grateful to you for your precious comment ❤❤❤
@@LawTubeBD এই মামলাটি সম্পর্কে সত্য নির্ভর আইনের যুক্তিতে বিষয়টা সঠিক রায় কেন্দ্রিক দৃষ্টান্ত-স্থাপনকারী এপিসোড। এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
@@nihersarbadhikary4444 Good news কৃতজ্ঞতা ❤❤❤
Ekti jhorjhorey bornoner jonno dhonnobad.
Very good thanks
এ শামসুদ্দিন চৌধুরী কি আমাদের """ কলাপাতা শুয়ে থাকা মানিক।।
Police must be polite.
জাতীয় পতাকাকে স্যালুট দেয়া যায় কিন্ত ভূয়া মূক্তিযোদ্ধা ও দুর্নীতিবাজ ছ্যাচরা বিচারপতি কে মাননীয় বলা বা স্যালুট দেওয়া উচিৎ নয় এটাই সঠিক সিদ্ধান্ত ছিল। কারন বিচারক ও বিচারকার্য যদি ন্যায় সংগত না হয়ে পক্ষপাতমূলক ও দলকানা হয় সেই বিচারক সহ বিচার ব্যবস্থাকে মানুষ ধিক্কার জানায়।
এই সবগুলো বিচারক কে এখন
বিচারের আওতায় আনা হোক,,
অনেক অনিয়ম করেছেন এরা,,
আমি ঐ ঘটনার একজন চাক্ষুষ সাক্ষী।
কীভাবে? প্লিজ বলুন তো…
@LawTubeBD ওইদিন আমি ফার্মগেইট redbutton বার এর সামনে সামনে দিয়ে যাচ্ছিলাম, অনেক হইচই হলে আমার মামাকে নিয়ে দেখতে গিয়েছিলাম। তখনকার কথা মনে হলে হাসি পায়।
@@ainerjanaojana6883 ও তাই? এনিওয়ে আপনি এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছেন বটে!
যাদের চাকুরির মেয়াদ শেষ তারাওকি পূর্বের পদবি বহন করার অধিকার রাখে? @
মানিক্কা উপর এখন এই লোক মামলা করে না কেন??
The traffic police officer was doing his duty, i.e., traffic control. No one should interfere in his normal discharge of official functions. Neither he should be paying attention to dignitaries passing by unless it is for the passing of any group of on-duty troops. Saluting any Govt. official should not be included in his duties while he is controlling traffic. If there is any such law requiring that an on duty traffic police officer should salute another govt. official regardless of 'uncased colors', I think that is a black law and should be rectified accordingly. This traffic personnel should be sought for and justice should be done to pay for all his lost honor and wages.
We also need to do research to answer the legal complexities you raise. We also explored this while compiling the episode, though we couldn't come to any conclusions about it. Anyway we will try our best to answer you.
Refat Ahmed now serving as Chief Justice..... Now we should bring him under Justice....
Law tube er onupreronai Ami 28 bosor Boise Llb hons(bou) te admit hoesi,Thanks Law tube
সত্যি তাই! এমন হলে সত্যিই আমরা তৃপ্তবোধ করছি। আপনার জন্য অনেক শুভ কামনা ❤❤❤
অবশ্যই স্যালুট দিতে হবে এইটা প্রাপ্য। রাজনেতা আর বিচার পতিকে স্যালুট দিতে হবে বাংলাদেশে ।
Obussoy salut deben thubi manikkar moto pagol ka na vlo manush k chor Jodi high Court flag Niya Rasta diya Jai tare kn dibi 😅😅😅😅
কোর্টে দাঁড়াতে হয়েছিলো আই.জি.সাহেব কে কিন্তু চাকুরী গেছে ঠিক না।
K n j j kj j n.
মানিকক্যার রিমান্ডের দায়িত্ব এই আইজির হাতে দেয়া হোক।
এটা পক্ষপাত মুলক তথ্য পেদান। এটা বিচার পতি মানিকের কথা।
না প্রিয় দর্শক, আমরা মাননীয় সুপ্রিম কোর্টের একটা রায় থেকে এটা তুলে ধরেছি। এটা কোনোভাবেই আমাদের ব্যক্তিগত মত নয় কিংবা এটা কাউকে আনুকুল্য দেওয়ার জন্য নয়।
ধন্যবাদ আপনাকে
আপনাকে স্বাগতম ❤❤❤
ঘটনা শুনে মনে হচ্ছে, পুলিশের সেলুট খুব দামি জিনিস!😮
এটা পুলিশের মধ্যে ব্যাপক প্রচলিত, তারা জনগনের সেবক পুলিশকে আগে যেতে দেয় তারপর জনগণকে যেতে দেয় যেটা খুবই দুঃখ জনক
ঐ মাল কে বার বার মাননীয় মাননীয় বলা ঠিক হচ্ছে না, সে ছিল একটা মানষিক রোগী, তার সকল বিচার কার্য পুনঃনীরিক্ষা করা উচিত ।
মাশাল্লাহ পূর্ণাঙ্গ রিপোট
এতে বুজা গেল, বিচারপতি দের বিচার চাওয়া যাবে না। সাবাস
এটাই কোটের পাওয়ার পুলিশ সব জায়গায় ঘাড়ত্যাড়ামি করে
@@MeSpainkhan-nn3mc শুধু পুলিশ কেন প্রিয় দর্শক, আমাদের অধিকাংশই আইন মানার ক্ষেত্রে আন্তরিক নই
পুলিশ ভাইসহ সবার সংবিধানের পদবিন্যাসের বিষয়টা মাথায় রাখতে হবে ।
Respect, in Bangladeshi flag this is that true🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
বিচার পতি গন, মহামান্য রাষ্ট্র পতি কে শপথ বাক্য পাঠ করান, বিষয় মনে রাখা উচিৎ ছিল
Boycott awami league party. Boycott mental jasted mr.manik
অনেক দিন পর একটা মানসম্পন্ন প্রতিবেদন দেখলাম। খুবই প্রাঞ্জল উপস্থাপনা
এখানে কতো গুলো পাগল কমেন্ট করেছে শামসু উদ্দিন মানিক কে নিয়ে, শামসু উদ্দিন চৌধুরী কে নিয়ে কিছু বলেনি
এতো মানিককার কথাই বলতেছে
প্রতিবেদনটা এক কথায় চমৎকার। প্রতিবেদন যিনি প্রস্তুত করিয়াছেন তিনি আইনগত, ভাষাগত বিশুদ্ধতা এবং প্রাগজ্ঞতার পরিচয় দিয়াছেন। উপস্থাপিকা কেও ধন্যবাদ। তিনি যথেষ্ট সাবলীল ভাবে এবং শুদ্ধ ভাষা চয়ণে প্রতিবেদনটি উপস্থাপন করিয়াছেন।
আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার এমন প্রাজ্ঞ্য মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করছে নিঃসন্দেহে, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
@@LawTubeBD এরকম সত্য নির্ভর চ্যানেলের পরিচালককে অভিনন্দন।
Good discussion...
উপস্থাপিকা যে পরিমান মাননীয় বিচারপতি বলছেন, এটা না বললে কি আবার মাইন্ড করবে😂?
Vlo hoise.. Ei Police kokhono rules mane na