দলিলে অনেকগুলো দাগ। ভোগদখল একদাগে। দাগে দাগে জমি ক্রয়।

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • দলিলে অনেকগুলো দাগ। ভোগদখল একদাগে। দাগে দাগে জমি ক্রয়।

Комментарии • 20

  • @mdshahidulislam4062
    @mdshahidulislam4062 Месяц назад +2

    নমস্কার স্যার আমার দাদা ১৯৬৭ সালে জমিন কিনেছে, দলিলে দাগ উঠাইয়া দিয়েছে দুইটা কিন্তু ভোগদখল দিয়েছে এক দাগে, আমার দাদার নামে আর এস রেকর্ড হয়েছে ভোগদখলকৃত জমিটি কিন্তু বর্তমানে একজন ওয়ারিশ এসে দাবি করছে এই জমিনে আমার অংশ আছে,আমার অংশ আমাকে ছেড়ে দিন।এমতাবস্থায় এখন কি করলে ভালো হবে স্যার।দলিলে এগ্রিমেন্ট লেখা আছে।

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  Месяц назад

      আপনার কিছু করার নাই। আপনি সঠিক আছেন । তারা মামলা করুক। আপনিই জিতবেন

  • @mmrashid4877
    @mmrashid4877 3 дня назад

    কাজের চেয়ে ফালতু কথা বেশি

  • @DineshBaroi-wu9fc
    @DineshBaroi-wu9fc 22 дня назад

    দাদা আপনার সাথে কি দেখা করা যায়

  • @MdGolamMostofa-n4j
    @MdGolamMostofa-n4j 3 дня назад

    আসসালামু আলাইকুম
    বোনের সম্পত্তির অংশ ভাইয়ের বউ তার নামে ভু্লবশত ৩০ বছর আগে আর এস রেকর্ড করে নিয়েছেন। আদালতের দীর্ঘ সূএতা এড়াতে শুধুই আর এস রেকর্ড মূলে ভাবীর নিকট হতে উক্ত সম্পত্তি রেজিষ্ট্রেশন করে নেয়া আইনত বৈধ হবে কী। ইন্সপেক্টর মোস্তফা,বগুড়া সেনানিবাস।

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  10 часов назад

      টেকনিকাল ত্রুটি এড়াতে এটি করতে পারেন। তবে আইনত: সঠিক নয়। আদালতে লেগে থাকলে ১ বছরের মধ্যেই রায় পাওয়া যায়।
      তবে দলিল করলেও কোন সমস্যা হবে না। শুভ কামনা

  • @subodhroy7013
    @subodhroy7013 Месяц назад

    স্যার, মা খতিয়ানের মালিক দলিল করে দেয় তাঁর ছেলের নামে দলিল করে দেয় 1962 সালে 1980 ছেলে মারা যায় ছেলের নামে কোনো দাকে নামজারি হয় নি আজ থেকে 30 বছর হয়ে গেছে অন্য লোকে নামজারি করে আসে কেবি কেবি(kb) সময় নামজারী করেছে তাদ কোনো দলিল নাই এখন কি করে। তাঁর ছেলের ছেলে কি করে নামজারী করবে

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  Месяц назад +1

      নামজারী পাওয়া মুখ্য নয়। মালিকানা পাওয়াই প্রধান কাজ। মালিকানা চেয়ে আদালতে মামলা করুন। তবে সকল কাগজপত্র একজন বিজ্ঞ এডভোকেট দিয়ে পর্যালোচনা করুন।

  • @aburayhan5019
    @aburayhan5019 Месяц назад

    স্যার জটিল সমস্যা আছি

  • @azadrahman4386
    @azadrahman4386 Месяц назад

    এই সমস্যাটা আমারও দাদা, কিন্তু কিনেছি পাওয়ারের জমি ওয়ারিশ আছে যারা তাদের থেকেও পাওয়ার নিয়েছে যার কাছ থেকে আমি নিয়েছি, এভাবেই আমার দলিল হয়েছে এবং নামজারিও করেছে, তাহলে কি কোন সমস্যা আছে জানাবেন প্লিজ।

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  Месяц назад

      বিস্তারিত বলুন। সমস্যা হওয়ার কথা নয়

    • @azadrahman4386
      @azadrahman4386 Месяц назад

      @@landlawproblemnsolutionBD দাদা কোন সমস্যা হয়নি, আমি বলতে চাচ্ছি পাওয়ারের জমি কিনেছি, উনি জমি নিয়েছে ৭ জন ভাই বোনের কাছ থেকে, ৬ টি দাগ সবকিছু দেখেশুনে দলিল করেছি, একটি দাগ থেকে জমি দিয়েছে, আমি নামজারিও করেছি কোন সমস্যা আছে কি।

  • @MasudRana-gh2zy
    @MasudRana-gh2zy Месяц назад

    আমাদের কিনা জমি দখল চৌহদ্দি অনুযায়ী বুজিয়ে দিয়েছেন। কিন্ত দাগ খতিয়ান অন্য জায়গায় এটা কি করতে হবে প্লিজ একটু বুজিয়ে বলেন

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  Месяц назад

      দলিল সংশোধন করতে হবে

    • @MasudRana-gh2zy
      @MasudRana-gh2zy Месяц назад

      @@landlawproblemnsolutionBD dolil ki amra je jaigai ase eta rai ashbe naki je jaigai deya oita ashbe plz akto bolen

    • @MasudRana-gh2zy
      @MasudRana-gh2zy Месяц назад

      @@landlawproblemnsolutionBD যার কাছ থেকে কিনা উনি মারা গেছেন এখন তারা বল্লেও দিবে না। এখন কি মামলা করলে কোন জায়গা টা বমরা পাব akto bolen plz

    • @MasudRana-gh2zy
      @MasudRana-gh2zy Месяц назад

      @@landlawproblemnsolutionBD sir akta reply den amk?

    • @MasudRana-gh2zy
      @MasudRana-gh2zy 22 дня назад

      @@landlawproblemnsolutionBD sir amk bolen kono somadan