তোমার হাত পাখার বাতাসে... | আকবর | ঈদ ইত্যাদি ২০০৩

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 3,9 тыс.

  • @sagorbarua6356
    @sagorbarua6356 Год назад +91

    পূর্ণিমা যেভাবে অভিনয় করেছে। অনেক উদারতার পরিচয় দিয়েছে৷ আসলে শিল্পীদের কোনো উঁচু নিচু বাছ বিচার করতে নেই। শিল্পীর কাছে অপর পাশের শিল্পী শুধু সহশিল্পী। সে রিকশা চালক, না কোটিপতি তা দেখার প্রয়োজর নেই। পূর্ণিমাকে ধন্যবাদ জানাই

    • @Mohammad-rj8gt
      @Mohammad-rj8gt 7 месяцев назад +2

      পূর্নিমা ২০বছর আগে যেমন ছিলো ২০বছর পর আজও তেমনই আছে।

    • @bijangoswami1996
      @bijangoswami1996 26 дней назад

      sa gorib hoya boro vull koreca......riskew ki manus na.....morar por sob ak mati ta e misa jabo

  • @ar_blogbd
    @ar_blogbd 2 года назад +39

    এমনও দিন গেছে যে, ভিসিডি প্লেয়ারে রিপিট অন করে কমপক্ষে একটানা ৫০ বারেরও উপরে এই গান শুনেছি আমি................। এতটাই সুমিষ্ঠ সুরের ধারা রয়েছে গানটিতে। আজ থেকে ৫০ বছর পরেও যে শুনবে সেও মোহিত হয়ে যাবে.......। আমার মতে, ইত্যাদির ব্যানারে ফাগুন অডিও ভিশন এর অনবদ্য সৃষ্টি এটা। ধন্যবাদ, এই গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে।

  • @oheduzzamanohed2444
    @oheduzzamanohed2444 10 месяцев назад +6

    অনেক সুন্দর গান সাথে মরহুম আকবর সাহেব ও পূর্নিমার দারুন ন্যাচারাল অভিনয় সত্যি মনোমুগ্ধকর

  • @ismailsheikh438
    @ismailsheikh438 2 года назад +608

    ১৯৯০-২০০৫ এর মধ্যে যাদের জন্ম ❤️
    তাদের প্রতি এক বুক ভালোবাসা রইলো 🥰

  • @dadavionlyone5060
    @dadavionlyone5060 7 месяцев назад +13

    আকবর এর কথা মনে পড়ে গেল আজ তাই গানটা শুনতে আসলাম।

  • @perfectengineers5200
    @perfectengineers5200 Год назад +541

    "একটা গান 3 থেকে 4 বার শুনলে বিরক্ত লাগে কিন্তু পবিত্র আযান 100 বার শুনলেও কলিজা ঠান্ডা অনুভব হয়ে যায়,বিরক্ত লাগেনা সুবহানাল্লাহ 2""

    • @mdhamimislam5831
      @mdhamimislam5831 Год назад +7

      RIGHT

    • @abdullahali4628
      @abdullahali4628 Год назад +3

      ঠিক বলেছেন

    • @futandas7905
      @futandas7905 Год назад +14

      তোকে কে বলেছে এখানে গান শোনার জন্যে। তুই রাতদিন ২৪ঘন্টা আজান শুন। এখানে গান শুনতে আসিও তোদের নুনূভূতি যন্তনা থাকতে পারছি না

    • @shakibaren3442
      @shakibaren3442 Год назад

      তাহলে তুই এখানে কেনো মাদারবোর্ড

    • @shakibaren3442
      @shakibaren3442 Год назад

      শুয়োরের বাচ্চা খবিশ মাদারচোদ তোর জন্ম শুয়োরের বীর্য দিয়ে মাদারচোদ 😡🤬😤😤😠😤😤😠

  • @shahinahamed831
    @shahinahamed831 2 года назад +421

    আকবর ভাই অনেক অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন 😭😭😭😭

    • @tyranitar4246
      @tyranitar4246 2 года назад +1

      খনিকের পোলা আকবর অতিরিক্ত বিড়ি,সিগারেট,গাঞ্জা খাওয়ার ফলে তার এই অবস্থা। এসব বস্তিমার্কা গান না গাইলেও চলবে।

    • @google.googlef
      @google.googlef 2 года назад +3

      Amin

    • @sunnybro3695
      @sunnybro3695 2 года назад +1

      Amin

    • @minhazhassan238
      @minhazhassan238 2 года назад +1

      আমিও জানি ভাই

    • @minhazhassan238
      @minhazhassan238 2 года назад

      ফেসবুকে দৈখলাম

  • @JahidHasan-Official
    @JahidHasan-Official 2 года назад +71

    আজ সেই আকবর হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। আল্লাহ তাকে সুস্থ করে দাও।🤲🤲

    • @sumonasvlogcook6563
      @sumonasvlogcook6563 2 года назад

      Amin

    • @anamulhaq1601
      @anamulhaq1601 2 года назад

      ১৬/১০/২০২২ অনেক চেষ্টা করেও গায়ক আকবরের পা বাঁচানো গেল না, গায়ক আকবরের পা কাটতেই হল। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্র প্রচারের মাধ্যমে তার ডান পা কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা। ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আঁকবর। ১৮/১০/২০২২ বাংলাদেশ পত্রিকা থেকে সংগ্রহিত।

  • @litonkhan7334
    @litonkhan7334 2 года назад +3

    আসালামু আলাইকুম হানিফ স্যার এই গানটির অভিনয় ১ম দেখলাম আকবরকে দিয়ে যদি ১টি সিনেমা বানিয়ে দিল ভালো হইতো আসালামু আলাইকুম।

  • @lipamgl3318
    @lipamgl3318 3 года назад +779

    মৃত্যুর পর সবার ঠিকানা জান্নাত হোক আমিন❤

  • @mdsirajulislam2894
    @mdsirajulislam2894 3 года назад +850

    যে দেশে ৫০০ মি.লি পানি কিনতে ১৫ টাকা লাগে, সে দেশে ৪৫০ মি,লি রক্ত পাওয়া যায় একদম ফ্রি,,
    স্যালুট জানাই সকল রক্ত দাতাকে।

    • @mdyarommohammad2608
      @mdyarommohammad2608 3 года назад +13

      আমাদের বাংলাদেশের মানুষের মন অনেক উদার ভাই তাই পানির চাইতে জীবন বাঁচানোর রক্ত টাই পাওয়া যায়

    • @mohinuddin6690
      @mohinuddin6690 3 года назад +3

      নাইস গানটা

    • @শুন্যমাঁয়াজাল
      @শুন্যমাঁয়াজাল 3 года назад +3

      😍😍😍😍

    • @msrupok4293
      @msrupok4293 3 года назад +5

      মাশাআল্লাহ অনেক সুন্দর কমেন্ট ভাই 💚

    • @KaziMd32
      @KaziMd32 3 года назад +2

      বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম নায়িকার বিপদে কোন নায়ক এগিয়ে আসেনি 😂😂😂

  • @mominur184
    @mominur184 10 месяцев назад +37

    ২০২৪ সালে এসেও গান শুনতে এলাম। এই কমেন্টে যখন কেউ লাইক দিবে, নোটিফিকেশন পেয়ে আবারও শুনতে আসবো।

  • @shanourtalukder6036
    @shanourtalukder6036 2 года назад +132

    আকবর, পূর্ণিমার চেয়ে কোন অংশে কম নয়। বাংলাদেশের প্রথম শারির একজন শিল্পী। অসাধারণ কন্ঠ।

  • @Masght
    @Masght 2 года назад +538

    আকবরের মৃত্যুর পরে যারা এইগানটা শুনতে এসেছেন তারা লাইক দিন।

  • @mdsamiulislam3335
    @mdsamiulislam3335 2 года назад +2

    বিদায় এই কিংবদন্তী শিল্পী আকবর ভাই

  • @stupidfoxcreation
    @stupidfoxcreation 3 года назад +359

    গানের আড়ালে রূপসী বাংলাকে চমৎকার ভাবে চিত্রায়ণ করেছেন। বেঁচে থাকুক রূপসী বাংলা। ধন্যবাদ।

  • @rashedkhan546
    @rashedkhan546 2 года назад +242

    বর্তমান সময়ের শ্রেষ্ট শিল্পীদের থেকে অনেক ভালো কন্ঠ আকবরের।

    • @RakibulRocky
      @RakibulRocky 2 года назад

      Right

    • @aminhossain9216
      @aminhossain9216 2 года назад +1

      কিন্তু সে এখন অনেক অসুস্থ আছে,আর সাহায্য করার কেউ নেই। 😭

    • @tyranitar4246
      @tyranitar4246 2 года назад +1

      খনিকের পোলা আকবর অতিরিক্ত বিড়ি,সিগারেট,গাঞ্জা খাওয়ার ফলে তার এই অবস্থা। এসব বস্তিমার্কা গান না গাইলেও চলবে।

  • @kobiatikshahriar891
    @kobiatikshahriar891 2 года назад +17

    ২৯ আগস্ট খুলনার পাইকগাছায় জন্ম নেওয়া আকবরের বেড়ে ওঠা যশোরে। ‘ইত্যাদি’তে গাইবার পর পরিচিতি বাড়লে, রিকশা চালানো ছেড়ে দিতে হয় আকবরকে। ব্যস্ত হয়ে জীবন হয়ে ওঠে মাইক্রোফোন স্ট্যান্ডের সামনে। এক স্টুডিও থেকে আরেক স্টুডিওতে গাইবার জন্য ছুটে বেড়াতে থাকেন। রেকর্ড হতে থাকে নতুন সব গান। স্টেজ শোতেও ডাক বাড়তে থাকে। গান শোনাতে যান দেশের বাইরেও। ১৯ বছর বছর ধরে এভাবেই গাইছিলেন। একটা সময় টের পান, শরীরে বাসা বেঁধেছে নানান রোগ। কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নেন আকবর। রোগ-শোকে ভুগতে থাকা আকবরের চিকিৎসায় পরিবারের জমানো সব টাকা শেষ হয়ে যায়। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি আকবরের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেন। চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দেন। সেই টাকার মুনাফা হিসেবে ৩ মাস পরপর ৪৯ হাজার টাকা ব্যাংক থেকে তুলতেন আকবর। ওই টাকার ১৬ হাজার ৩০০ টাকায় মেয়ের পড়াশোনা, বাসাভাড়া ও সংসার চালাতে হতো।

  • @bithimoni8989
    @bithimoni8989 2 года назад +61

    সব শিল্পীরা মিলে পরামর্শ করে আকবর স্যার কে বাঁচানোর জন্য এগিয়ে আসি উচিত

    • @rajudasrudro2605
      @rajudasrudro2605 2 года назад

      শিল্পীরা সাহায্য করছেন না কেউ।
      ডিপজল উনাকে অনেক সাহায্য করেছেন এবং এখনো করছেন। তবে শিল্পী আকবর আর চাচ্ছেন না উনার থেকে সাহায্য নিতে।

    • @abunoor4747
      @abunoor4747 8 месяцев назад

      আকবর আবার স্যার হলো কবে থেকে

  • @md.azizmia6092
    @md.azizmia6092 3 года назад +329

    জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিকে অভিনন্দন জানাচ্ছি একজন রিকশা চালকের প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করার জন্য অসাধারণ গানটি 👍❤️❤️❤️

  • @maghdadjoy6775
    @maghdadjoy6775 7 месяцев назад +118

    পূর্নিমার জন্য ভালোবাসা। আকবর ভালো মনের একজন শিল্পী। ৩০৫০ সালে মানুষ এই গান নিয়ে রিচার্ড করবে। কিছু সময়ের জন্য একটা লাইক দিয়ে যাবেন।

  • @fulchandmallick9132
    @fulchandmallick9132 3 года назад +7

    মান্না ভাইয়ের খুব সুন্দর অভিনয় ছিলো এই গানটিতে অনেক মনে করি মান্না ভাই কে কারা আছেন আমার মতো মান্না ভাইকে ভালো বাসার ভক্তরা আমি কোলকাতা থেকে বলছি 🇮🇳

  • @arifulmnt6498
    @arifulmnt6498 2 года назад +447

    এই গান এর শিল্পী আকবর ভাই আজ অনেক অসুস্থ পংগু সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ-তালার কাছে!!

  • @JonyChowdhury-t2q
    @JonyChowdhury-t2q Год назад +26

    চলে গেলেন‌ গায়ক আকবর ইহলোক ছেড়ে, কিন্তু তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে এই সঙ্গীত গুলোর মাধ্যমে . I LOVE YOU SIR🥰🥰❤

  • @b.u.rabbani
    @b.u.rabbani 3 года назад +65

    অবহেলায় দামি জিনিসও যে নষ্ট হয়ে যায় এটাই...
    আকবরের গানের গলা দারুন ছিলো.

  • @shopnohinmon1960
    @shopnohinmon1960 2 года назад +481

    শিল্পী আকবরের কন্ঠে এই গান দিয়ে তিনি হাজারো মানুষের মন জয় করে নিয়েছেন।।। কিন্তু তিনি সেই কন্ঠ দিয়ে সবার কাছে বাঁচার আকুতি করছেন।।। তিনি অনেক অসুস্থ।।। আমরা তার জন্য দোয়া করবো 🤲

  • @lahinnahiantalukdar5095
    @lahinnahiantalukdar5095 2 года назад +5

    মুগ্ধ হয়েছিলাম ইত্যাদিতে সেই গানটি শুনে। আকবর ভাইয়ের মৃত্যুর খবরে মর্মাহত হয়েছি।অসাধারণ গান সাধারণ কে অসাধারণ করে তুলে ইত্যাদি অনুষ্ঠান।

  • @zakirhossain2092
    @zakirhossain2092 3 года назад +40

    অনেক বছর পরে হঠাৎ করে গান টা সামনে এসে পড়লো গান টা শোনার সময় তখন কার সৃতি গুলো মনকে নাড়া দিয়ে গেলো আহারে জীবন।

  • @hmaminul6366
    @hmaminul6366 2 года назад +19

    প্রিয় শিল্পী আকবর ভাই খুবই অসুস্থ এটা শুনে কে কে তার এই জনপ্রিয় গানটি শুনতে এসেছেন তারাই আওয়াজ দিন🙋‍♂️🙋‍♂️??

  • @abdulwahidmurad8179
    @abdulwahidmurad8179 2 года назад +54

    শিল্পী আকবর আজ আর বেঁচে নেই, বেঁচে আছে তার লাখো ভক্ত। মহান রব তাকে ক্ষমাও জান্নাত নসিব করুক।

  • @mralo9394
    @mralo9394 2 года назад +1482

    তার মৃত্যুর কথা শোনার পর কে কে এই গান শুনতে এসেছেন??

  • @mahbubrahman7802
    @mahbubrahman7802 3 года назад +1119

    গানের সাথে আকবরের সাবলীল অভিনয়ও আমাকে মুগ্ধ করেছিলো আজও করে। পূর্ণিমাকেও তার উদার মনের জন্য ধন্যবাদ ওর মত নাম না জানা এক দিন মজুরের সাথে সাবলীল পার্ফমেন্স কর জন্য।

    • @lotfurrahman3247
      @lotfurrahman3247 3 года назад +13

      Right

    • @arifmahmudjisan335
      @arifmahmudjisan335 3 года назад +18

      বেস্ট কমেন্ট মাহবুব ভাই

    • @RipasEra
      @RipasEra 3 года назад +6

      হুম ঠিক

    • @abusahid4433
      @abusahid4433 3 года назад +8

      অবাক করা ব্যাপার

    • @arifmahmudjisan335
      @arifmahmudjisan335 3 года назад +5

      @@abusahid4433 কি অবাক করা ব্যাপার ভাই

  • @rajibbhai1511
    @rajibbhai1511 Год назад +4

    Eii gan ta sunle coto belar kotha ghuli mone pore
    Miss you. Akbor bhai
    2023 ...6 ..09

  • @স্বপ্নেরপৃথিবী২০২৩

    এই গানটা ২০০৯ সালে শুনছিলাম আজ বাড়িতে ফিরার পথে একজন লোক এই গানটি শুনতেছে ওখান থেকে এসে আমি এখন শুনতেছি সোনালী দিন গুলো এখন অতিত হয়ে গেছে.!!!

    • @eshahakali3760
      @eshahakali3760 2 года назад +5

      ami amar jibone pothom bar ai ganta amar md sir ar mukhe sunci

  • @mdrahim5984
    @mdrahim5984 2 года назад +45

    গানটি রয়ে যাবে ১৬ কোটি মানুষের হৃদয়ে,,
    তবে জানিনা পূর্নিমার ভালোবাসা কয়জনার হৃদয়ে গাঁতা থাকবে।।

  • @mdabdurroshid3501
    @mdabdurroshid3501 Год назад +8

    আমার মনে আছে এখনো যে সেই ছোট্ট বেলায় এই গানটি শুনেছিলাম। সত্যিই এই গানটি খুবই জনপ্রিয় হয়েছিল সাড়া বাংলাদেশে।
    আকবর সাহেবকে আল্লাহ্ যেন পরপারে ভালো রাখেন।💖💝💗🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩😭😭😭🤲🤲🤲

  • @sujonbabu5063
    @sujonbabu5063 2 года назад +57

    সেই ছোট্টবেলার কথা,কতকাল আগের গাওয়া এই গানটি আজও মনছূঁয়ে যায়।আর পূর্ণিমা দাদী তো এখনও সেই আগের রুপেই রয়ে গেছেন...

  • @hkabir8199
    @hkabir8199 3 года назад +12

    প্রশংসনীয়
    ধন্যবাদ ইত্যাদি কে।
    ইটালির
    থেকে।

  • @mokbulhossain7510
    @mokbulhossain7510 3 месяца назад +2

    একটা মানুষ, তা সে যেমনই হোক,,,,পৃথিবী ছেড়ে সদ্য বিদায় নিয়েছে এমনটা ভাবলে মনটা ব্যথাতুর হয়েই পড়ে।
    আর, ইঁনারাতো অনেক গুণী মানুষ ছিলেন নিঃসন্দেহে 🌻! তাই তাদের মৃত্যুটা অনেক বেদনাদায়ক😥। আকবরের মৃত্যুর পর ২০/২১ বছর আগে তার গাওয়া গানটাও মনে হচ্ছে নতুনের মতন!!!
    শিল্পী আকবরের আত্মা যেন শান্তিতে থাকে, সে দোয়াই করি♥️।

  • @akazad3539
    @akazad3539 3 года назад +255

    ১৮ বছর পরেও গানটি কী ঝকঝকে নতুন🥰🥰আকবর বেঁচে থাকবে এই গানের মাধ্যমে ই আরো ১৮০ বছর পরেও

    • @aminhossain9216
      @aminhossain9216 2 года назад +1

      কিন্তু সে এখন অসুস্থ হয়ে গিয়েছে 😭

    • @esjahanayesha7665
      @esjahanayesha7665 2 года назад

      @@aminhossain9216?

  • @mdforid4910
    @mdforid4910 2 года назад +21

    সেই ২০০৩ সালে গানটা অনেকবার শুনেছি।আজ ২০২১ সালে আবার শুনলাম।মানুষের ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না।একজন রিকসা চালক থেকে গায়ক,,,পূর্নিমার সাথে গানের ভিডিও ক্লিপ আকবর যেন চোখকে বিশ্বাস করতে পারছে না,তার অভিব্যক্তিতে সেটা পরিস্কার বোঝা যাচ্ছে!!

  • @mdmirazhasan4882
    @mdmirazhasan4882 Год назад +2

    শিল্পী আকবর ঠিকই বুড়ো হয়ে গেছে কিন্তু পুর্নিমা দিন দিন আরো যুবতী হয়ে যাচ্ছে

  • @jahidulsourav1001
    @jahidulsourav1001 2 года назад +281

    চলে গেলেন‌ গায়ক আকবর ইহলোক ছেড়ে, কিন্তু তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে এই সঙ্গীত গুলোর মাধ্যমে।

    • @moinul2006
      @moinul2006 2 года назад

      আর জাহান্নামেও জ্বলবেন সমাণূপাতিক হারে!!!

    • @md.shahadathossain6238
      @md.shahadathossain6238 2 года назад

      Jsr kothay unar Bari??

    • @rohanmahmudBadBoy
      @rohanmahmudBadBoy 2 года назад +1

      Jessore baj para

    • @jenifajui574
      @jenifajui574 2 года назад

      jessore সুজলপুর

    • @rohanmahmudBadBoy
      @rohanmahmudBadBoy 2 года назад +1

      @@jenifajui574 Baj parai ak sumai thakto

  • @ahmedjuber7983
    @ahmedjuber7983 3 года назад +1260

    2021সালে যারা গানটি দেখেছেন তারা একটি করে লাইক দিয়ে যাবেন

  • @safatsdiary8520
    @safatsdiary8520 2 года назад +1

    বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏 আপনি ওপারে ভালো থাকুন।
    কয়েকটি গান আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

  • @borhantourandtravelqatar4906
    @borhantourandtravelqatar4906 3 года назад +85

    এই প্রতিভাবান শিল্পী গুলো অকালে ঝরে যায় ,সবাই আকবর এর পাশাপাশি থেকে বাংলা গান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব 🙏❤️👍

  • @afnanshahid7181
    @afnanshahid7181 2 года назад +20

    গানটা এতো ভালো লাগে ভাষায় প্রকাশ করা যাবে না
    ২০২২ সালে এসেও সার্চ দিয়ে গানটা শুনতেছি......

  • @mddolal8378
    @mddolal8378 11 месяцев назад +2

    গান গুলো 2070সাল পযর্ন্ত কমন করে গেলাম আমি একজন কুয়েত পবাসি ❤❤❤❤❤

  • @mdimranmahmud2009
    @mdimranmahmud2009 3 года назад +727

    আজ থেকে আরো ত্রিশ বছর পরে এই গানগুলো মনে করিয়ে দিবে আমরা একসময় কতটা সুস্থ ধারার গান শুনে বড় হয়েছি।

    • @mdmusaahmedmdmusa5485
      @mdmusaahmedmdmusa5485 3 года назад +2

    • @tahsinmicro2018
      @tahsinmicro2018 3 года назад

      R ajker generation aj theke 30 bochor por bolbe eksomou kotota sustho dharar gan sune boro hoyechi

    • @rajadi5271
      @rajadi5271 3 года назад +2

      ভাই ৩০ বছর আগে আপনার বয়স কত ছিল

    • @deadsea5218
      @deadsea5218 3 года назад +1

      কারেক্ট

    • @musicsong489
      @musicsong489 2 года назад +1

      Hi

  • @জীবনমানেইযুদ্ধ-ন২হ

    আমার মত কে আছো,,,আকবরের মৃত্যুর খবর সুনে গানটি নতুন করে শুনতে আইছো,,,সারা দাও

  • @SAblog89
    @SAblog89 8 месяцев назад +6

    এই গানটা সোনার পর আমার জীবনের প্রথম ভালোবাসার মানুষের কথা মনে পরে গেলো।
    সময়টা ছিল ২০০৩ সাল।
    মধুর সময় ছিল।❤❤A

  • @phridoyhossain
    @phridoyhossain 3 года назад +433

    এই সময় গুলোতে টিভি দেখার জন্য কতটাই না পাগল ছিলাম 😥😥😥

  • @asraf2620
    @asraf2620 2 года назад +13

    আকবার ভাই কে অসংখ্য ধন্যবাদ জানাই এই গানের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।

  • @mdnazrol-q7s
    @mdnazrol-q7s 9 месяцев назад +188

    2024সালে কে সুনছেন

  • @saimahabiba4751
    @saimahabiba4751 3 года назад +9

    অনেক বছর পর শুনলাম!!!
    আমাদের সময়ের সেরা গানগুলোর অন্যতম এটি। নতুন একটি অখ্যাত অচেনা ছেলের সাথে পুর্নিমা র সে কি অভিনয়!
    বেশকিছু দিন এটি টপলিস্টে ছিলো। তারপর
    অনেক প্রপাগাণ্ডা ও মিডিয়ার অপরাজনীতি র স্বীকার হয়েছিল আকবর ছেলেটি। পূর্নিমার উপরও ধকল কম যায়নি। শুনেছি রোগে শোকে আকবর নাকি এখন মৃত্যু শয্যায়।

  • @fahadtalha8989
    @fahadtalha8989 2 года назад +38

    শুনলাম আকবর ভাই অনেক অসুস্থ...
    আল্লাহ উনাকে সুস্থতা দান করুক

  • @junaeidahmed3227
    @junaeidahmed3227 7 месяцев назад +84

    এই গরমে প্রিয় মানুষ কে সাথে নিয়ে
    ২০২৪ সালে কে কে এই
    গান টা শুনছেন, হাত তুলেন 🖐️

  • @MdSamim-fm3om
    @MdSamim-fm3om 3 года назад +71

    কি প্রান কাড়া সুর, কি আবাগ,কি অনুভূতি, হৃদয়ের কি ব্যাকলতা,এক অপৃর্ব্য স্ট্যাইলতা,জীবন্ত প্রেম,লেখকের অনবদ্য কল্পনা, সব মিলে অসাধারণ!

    • @riyadzithan69
      @riyadzithan69 2 года назад

      সবই হারাম🤣🤣🤣

  • @forhadulislam6700
    @forhadulislam6700 3 года назад +24

    হাজারটা গান গাওয়ার থেকে গানের মতো গান একটা গাইতে পারলেই হয়,,যেমন এই গানটা।।এগুলোই সুস্থ্য বিনোদন,আর আমাদের প্রকৃত সংস্কৃতি,,আশা করি আকবর সাহেব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠবেন,আমিন।

  • @moniruzzamanshimul1323
    @moniruzzamanshimul1323 2 месяца назад +3

    মৃত্যুর কিছুদিন পূর্বে তার সাথে আমার একান্তে আলাপ হয় শেষ সময় টা তার ভাল কাটেনি মানুষ হিসেবে খুবই সাদাসিধা একজন মানুষ ছিলেন।মৃত্যুর পূর্বে তার সারা শরীরে চর্ম রোগ হয়েছিল।নিম পাতার জন্য এসেছিলেন মিরপুর পুলিশ কনভেনশন হলে সেই মুহূর্তে সেখানে আমি ডিউটিতে ছিলাম সেখানেই তার সাথে আমার ঘন্টা খানেক আলাপ হয়।আল্লাহ তার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাত নসীব করেন আমিন।

  • @hafijbd221
    @hafijbd221 3 года назад +4

    আকবর এর গানের কথা অনেক শুনেছিলাম, আজ গান টা শুনলাম।
    ধন্যবাদ ইত্যাদিকে পুরাতন এই ভিডিও টা আপলোড করার জন্য।
    আকবর কে আবার ও ইত্যাদি তে দেখতে চাই।

  • @mujahidurrahman2189
    @mujahidurrahman2189 3 года назад +276

    ২০০৩ সালের পূর্ণিমার সাথে আজকের পূর্ণিমার কোনো পার্থক্য নেই🙂❤️

    • @shakibhossainsagor1177
      @shakibhossainsagor1177 3 года назад +30

      আছে ভাই, আগের থেকে এখন বেশি সুন্দর হইছে 😁

    • @mujahidurrahman2189
      @mujahidurrahman2189 3 года назад +4

      @@shakibhossainsagor1177 কথা সইত্য🙂

    • @rudrochondrobormon5826
      @rudrochondrobormon5826 3 года назад +2

      Ballo laglo

    • @bdrecreationdoor2711
      @bdrecreationdoor2711 3 года назад +5

      Akhnker purnima onk slim r stylish

    • @riaj156
      @riaj156 3 года назад +2

      কথা কিন্তু সত্য, কারণ আমি সরাসরি দেখেছি

  • @jahidhasan2958
    @jahidhasan2958 4 месяца назад +1

    গান টা আমার সব থেকে একটা ফেভারিট গান।এই গান টা কম করে হলেও দিনে 3 4বার শুনি।। শিল্পী মিতালী মুখার্জী কে আল্লাহপাক নেক হায়াত দান করুক। আমিন চুম্মা আমিন।।

  • @HossainSheakh-im2iv
    @HossainSheakh-im2iv Год назад +10

    শিল্পী আকবরের অসাধারণ গান এবং চলচ্চিত্র নায়িকা পূর্ণিমার অভিনয়টা অনেক সুন্দর

  • @rezwanibnekamir2040
    @rezwanibnekamir2040 3 года назад +134

    এইটা আমাদের রিকশাওয়ালা ভাইদের জাতীয় গান ছিলো৷ ওই সময় তাদের মুখেমুখে এই গানটি শুনতাম। 😁

  • @BfbfbffbBdbfgf
    @BfbfbffbBdbfgf 3 месяца назад +2

    বেচে থাকুক এই গান আকবর নেই তবে কোটি মানুষের কাছে এই গান বেচে থাকবে❤❤

  • @rt-toshi-video-vision
    @rt-toshi-video-vision 2 года назад +9

    অবশ্যই তুমি পাবে,
    যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
    - [ সূরা আনফাল ] 🌹🌹🌹🌹

  • @talalchy2862
    @talalchy2862 3 года назад +49

    কি মায়াবী কন্ঠ আকবরের ❤❤❤

  • @MdShuvo-ud4rp
    @MdShuvo-ud4rp 2 года назад +2

    মিত্যুর খবর পেয়ে RUclips a সার্চ দেয়ায়,,গানটা সামনে আসলো,,,,,

  • @mdeusuf113
    @mdeusuf113 2 года назад +18

    ছোটবেলা আর ফিরে পাবো না! কিন্তু এই গান গুলো ক্ষণিকের জন্য ছোটবেলার স্মৃতি গুলো ফিরিয়ে দেয় ❤

  • @sofiislam6526
    @sofiislam6526 Год назад +8

    দুনিয়ায় আকবর ভাই নাই কিন্তু তার স্মৃতি ভালবাসার মানুষের মধ্যে আছে

  • @LionKumar-ul1in
    @LionKumar-ul1in Год назад +13

    ঈশ্বর আপনার জন্য মঙ্গল করুক।। তিনি যেন স্বর্গ হয়।😢❤❤

  • @ashikemridha5656
    @ashikemridha5656 2 года назад +199

    ২০২২ শেষে এসেও গান টা শুনলাম। মনটা ভরে গেলো। গানটা আসলে অসাধারণ সুন্দর🥰🥰

  • @jobstudy6557
    @jobstudy6557 3 года назад +7

    আর কত বার দেখতে ইচ্ছে হবে বুঝতে পারছি না। যখন একটু সময় পাই এই গান টা দেখা শুরু করি।৫০ বছর পরে ও এ গান পুরাতন হবে না।

  • @prantobiswas2801
    @prantobiswas2801 2 года назад +6

    মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে , শিল্পী আকবরের আত্মার শান্তি কামনা করছি

  • @nurkhansongs
    @nurkhansongs 2 года назад +29

    শিল্পী আকবর এখন খুবই অসুস্থ,, তাই সবাই দোয়া করবেন আহ কি গলার স্বর,,, সত্যি খুব মিস করছি আজ যদি আকবর ভাই সুস্থ থাকলে আরও অনেক গান পেতাম হয়তো অনেক ভালোবাসা রইল ইন্ডিয়া 🇳🇪 থেকে

    • @DIGANTASMITABARAI261
      @DIGANTASMITABARAI261 2 года назад

      আপনি যে পতাকাটা দিয়েছেন ওটা ইন্ডিয়ার পতাকা নয় তাই আপনি ইন্ডিয়ান লোক কিনা জানিনা তবে যে দেশের লোক আপনি পরিচয় দেন সেই দেশের পতাকা সম্পর্কে আপনার কোন ধারণা নেই এটা খুবই লজ্জা জনক 🇮🇳🇮🇳🇮🇳

  • @serajvhi
    @serajvhi Год назад +5

    ভাই আকবার ভাই কে আমি অনেক অনেক ভালো বাসি। ভাই গরীবের জীবনে শুখ সয়না আমি ভাই জন্য দোয়া করি ভাই জেনো জান্নাত বাসি হয় ওনার সব গান আমার ভালো লাগে। আগাম ঈদের দাওয়াত রইল ভাই ❤❤❤❤❤ দাওয়াত রইল

  • @MdRakib-md6vw
    @MdRakib-md6vw 2 года назад +5

    এক সময়ের সেরা একটা গান ছিল।
    এখনো মানুষের মন ছুয়ে যায়।
    কিন্তু মানুষ টা আর বেচে নাই🥺🥺

  • @saminsadi6864
    @saminsadi6864 3 года назад +373

    প্রজন্মের পর প্রজন্ম ধরে পূর্ণিমা আপুই জাতির ক্রাশ হয়ে থাকবে 😍❤️

  • @BIWC
    @BIWC 2 года назад +8

    আজ শিল্পী আঁকবর ইন্তেকাল করেছেন।তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

  • @humayunkabir6399
    @humayunkabir6399 6 месяцев назад +4

    সেই সময়ের গানের কথা বাস্তবে মিলছে মানুষের জীবনে।আর এই সময়ের গান শুনলে কেমন জানি ঘৃনা আসে, সবাই বলেন এক মত কি না আমার সাথে

  • @specialgallery8446
    @specialgallery8446 3 года назад +16

    "ধন্যবাদ হানিফ সংকেত ভাই সহ, ইত্যাদি অনুষ্ঠান এর সকল কলাকৌশলী কে, এত চমৎকার অনুষ্ঠান দেখানোর জন্য 💞

  • @MdALAMIN-kk5ro
    @MdALAMIN-kk5ro 3 года назад +17

    হাত পাখায় প্রাণ জুড়িয়ে যাবে কিনা জানিনা কিন্তু গানটি শুনে সত্যি প্রাণ জুড়ায় গেল।

  • @motivsto
    @motivsto 7 месяцев назад +3

    2003 এর দিকে পাড়ার মোড়ে মোড়ে এই গানটা খুব বাজত। এক সময় খুব বিরক্ত লাগতো, একই গান বার বার। কিন্তু অনেকদিন পরে গানটা শুনছি, ভালই লাগছে। আকবর সাহেব ওপারে ভাল থাকুন।

  • @Mdzakir51217
    @Mdzakir51217 3 года назад +22

    যে শিল্পীর ভিতর কোন রাজনীতি থাকবে না।সে শিল্পী থাকবে মানুষের ভালোবাসার মধ্যে।

  • @shirinakter2292
    @shirinakter2292 3 года назад +4

    শুধুমাত্র ১টি গান দিয়ে অসংখ্য দর্শকের ভালোবাসা ও গানের ভক্তে পরিনত করেছিলেন, এই আকবর কে মানুষ অনেক মিস করে, ভালো মানুষ বা ভালো শিল্পীর কদর নেই এই দেশে। আকবরের চেহারাই বলে ওনি খুবে ভালো ও সাদা মনের মানুষ। আকবরের বর্তমান অবস্থা নিয়ে একটা প্রোগ্রাম করা উচিত ইত্যাদিতে।

    • @raselsarkar5188
      @raselsarkar5188 3 года назад +1

      সেই জন্যই তো বউকে ডিভোর্স দিয়েছে আরো রংগিন জিবনের আশায় আর এখন বহু রোগের রুগি আকবর

  • @tusher7054
    @tusher7054 2 года назад +2

    আকবর ভাইয়ের মৃত্যুর সংবাদ শোনার পর এই গান আবার শোনতে আসলাম 😥😥😥😥 আহ কি ভয়েস ছিলো উনার

  • @bpmukul1602
    @bpmukul1602 2 года назад +7

    শিল্পী আকবর আজ অনেক অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন

  • @mdshahajalalrasel9510
    @mdshahajalalrasel9510 2 года назад +317

    সময় ফুরিয়ে গেলে কেউ কাওকে মনে রাখেনা,, আকবর তার প্রমাণ

    • @muradshaikh7957
      @muradshaikh7957 2 года назад +1

      R8

    • @RJ.Rubel-Entertainment
      @RJ.Rubel-Entertainment 2 года назад +1

      right

    • @tyranitar4246
      @tyranitar4246 2 года назад +1

      খনিকের পোলা আকবর অতিরিক্ত বিড়ি,সিগারেট,গাঞ্জা খাওয়ার ফলে তার এই অবস্থা। এসব বস্তিমার্কা গান না গাইলেও চলবে।

    • @mdmohiuddin-sc5wr
      @mdmohiuddin-sc5wr 2 года назад +1

      ঠিক বলছেন ভাই

    • @mdabirirham2280
      @mdabirirham2280 2 года назад

      😥

  • @banglaversion1852
    @banglaversion1852 2 года назад +7

    তার মৃত্যুর কথা শুনে আবার এই গানটি শুনতে আসলাম। আল্লাহ উনার সমস্ত গুনাহ মাপ করে জান্নাত দান করুক 🤲🤲

  • @ModernTalkingMojaTvCom
    @ModernTalkingMojaTvCom 3 года назад +6

    শিল্পী আকবর কে সর্বাধিক সহযোগিতা করার জন্য আমরা সাধারন মানুষ বিনীত অনুরোধ জানাচ্ছি

  • @jaherjaher4844
    @jaherjaher4844 3 года назад +6

    ধন্যবাদ ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত সাহেব কে। ধন্যবাদ নায়িকা পূর্ণিমা ও আকবর ভাই কে।

  • @M_MaruF_KinG_MR
    @M_MaruF_KinG_MR Месяц назад +2

    মরহুম শিল্প আকবর আমার নানা হয়।...... প্লিজ সবাই তার জন্য দোয়া কোরবেন।

  • @nahid69pc
    @nahid69pc 2 года назад +44

    আকবর স্যার অসুস্থ তাই তার এই গানটি শুনতে আসলাম,

  • @mohammadramin6391
    @mohammadramin6391 3 года назад +164

    ইত্যাদি মানে পুরোনো স্মৃতি গুলোকে মনে করিয়ে দেওয়া...! ধন্যবাদ হানিফ সংকেত সাহেব কে💕

    • @jusnaaktar5636
      @jusnaaktar5636 3 года назад +2

      আসোলে বিটিভি মানেই শৈশব বিটিভি মানেই অনেক স্মৃতি 😊😊আর এখন সেই বিটিভি কেও দেখেনা আগে অন্যের বাড়ি গিয়ে ইত্যাদি দেখতাম এখন নিজের ঘরে টিভি দেখতে মন চাইনা😔😔এখন ফেসবুক ইউটিউবে আগের অনুষ্ঠান দেখি পুরান স্মৃতি গুলি মনে পরে,,, দেখে অনেক ভালো লাগে,😌😌😌😌

    • @rinabegom391
      @rinabegom391 3 года назад +1

      @@jusnaaktar5636 right akta kotha bolchen apu

  • @alaminmultimedia806
    @alaminmultimedia806 Год назад +1

    আকবর ভাইয়ের সাথে পূনিমা কে খুবই মানাইছে ভাই গানটি খুবই সুন্দর ছিল🔥🔥❤❤

  • @funytime5058
    @funytime5058 3 года назад +81

    মানুষ যাই বলুক আকবা‌রের তুলনা আকবা‌রের কা‌ছেই। এক কথায় আকবার ইজ দা গ্রেট।

  • @tigersjames
    @tigersjames 2 года назад +6

    সবাই আকবর সাহেবের জন্য দোয়া করবেন, তিনি বর্তমানে খুব অসুস্থ 🥲🥲

  • @GolamMustafa-w9x
    @GolamMustafa-w9x Месяц назад

    আজ আকবর নাই কিন্তু গানটি আছে, পূর্ণিমা আছে। গানটি অনেক সুন্দর সবার মন কাড়ার যোগ্য।

  • @YeasinTech1
    @YeasinTech1 2 года назад +52

    আজ সেই শিল্পী আমাদের মাঝে নেই,,😭😭 তবে এই গান সারাজীবনের জন্য থাকবে।