অনলাইনে জমির খাজনা, ভূমি উন্নয়ন কর দেওয়ার নিয়ম। নতুন নিয়ম- ২০২৪।

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 146

  • @hafizurrahman-js1cc
    @hafizurrahman-js1cc 2 месяца назад +3

    ধন্যবাদ আপনার এই ভিডিও থেকে আমি উপকৃত হয়েছি।
    আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ করুন

  • @rodrigoluca6066
    @rodrigoluca6066 11 дней назад +2

    আমি গত ৪/১১/২০২৪ তারিখে খাজনা পরিশোধ করার জন্য আবেদন করি কিন্তু এখন কিসু খবর পাই না কোনো যাতে চাই।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  11 дней назад +1

      ইউনিয়ন / উপজেলা/ পৌরসভা ভুমি অফিস এ যোগাযোগ করেন।

  • @BadhanRoy-u3g
    @BadhanRoy-u3g 4 дня назад +1

    আমি কি যে কার জমির ভূমি উন্ময়ন কর দিতে পারব৷ আর এক্ষেত্রে কি উত্তরাধিকার দিব নাকি নিজ

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  4 дня назад

      যে কারো ভুমি উন্নয়ন কর দেয়া জায় না। মালিক কেই দিতে হয়

    • @BadhanRoy-u3g
      @BadhanRoy-u3g 4 дня назад

      @BTCBituTechCare আমার বাবা মারা গেছে এখন কি উত্তরাধিকার সুূত্রে দিব নাকি নিজ লিখে দিব

  • @chandondas6193
    @chandondas6193 17 дней назад +1

    ভাইয়া, যদি একটা খতিয়ানে ১০ টা দাগে জমির পরিমান ৫একর থাকে, অংশীদার আছে কয়েকজন। ধরেন খাজনা দেওয়া আছে ৭-৮টা দাগের SA পশ্চা ধরে, পরে অনেক বছর খাজনা দেওয়া হয় নাই। এখন এক ভুমি অফিস কর্মকর্তার সাথে কথা বলে কর দিতে গিয়ে দেখি উনি ৪৭ বছরের করের হিসাব করে আমারে দিছে, আমার তো মাথায় হাত। তাহলে আমাদের যে পুর্বের খাজনা দেওয়া সেগুলোর কি হলো, এখন কি ২০০০ সালের পর থেকে ধরে খাজনা দিতে পারব, অথবা সঠিক কোন পদ্ধতিতে আগালে সঠিক খাজনা দিতে পারবো

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  17 дней назад +1

      আপনি যে খাজনা দিয়েছেন তার রসিদ আছে? থাকলে তার পর থেকে ই কর দিতে পারবেন। অনলাইনে আবেদন করে অফিসে রশিদ নিয়ে যাবেন, তারা আপনার আইডিতে অই অনুযায়ী তথ্য আপডেট করে দিবে। তারপর কর দিবেন।

  • @waliarrahman6098
    @waliarrahman6098 3 месяца назад +1

    আপনার ভিডিও টি ভালো লেগেছে। এক সাথে ৩ বছর বা ৪ বছরের ভূমি উন্নয়ন কর কি ভাবে দিব তার একটা ভিডিও তৈরি করে আপলোড করবেন বলে আশা করি।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  3 месяца назад

      ধন্যবাদ ভাই । খুব শিঘ্রই এমন ভিডিও দিবো।

  • @sardarsaidur2177
    @sardarsaidur2177 3 месяца назад +2

    ভাই, ডিরেকশন অনেক ভালো হয়েছে। আমি সম্পুর্ণ করতে পেরেছি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে কিভাবে করবো যদি জানাতেন খুবই খুশি হতাম

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  3 месяца назад

      ধন্যবাদ ভাই। ঠিক আছে আমি চেষ্টা করতেছি সব ধরনের ভিডিও দেয়ার জন্য।

    • @proshanta.chandra
      @proshanta.chandra 2 месяца назад

      ruclips.net/video/xh3OiUvU4Dk/видео.htmlsi=XexK5k_B1Ncvxy39

  • @AhmedRubel-h2g
    @AhmedRubel-h2g 14 дней назад +1

    ভাই বাবার সম্পত্তি নিজ নামে খারিজ হলে। দাখিলা করার সময় মালিকের ধরন নিজ নাকি উত্তারাধিকার হবে?

  • @swopnilrahman6738
    @swopnilrahman6738 Месяц назад +1

    মৃত ব্যক্তির জমি ওয়ারিশদের মধ্যে ভাগ করা হয় নাই এখনও। ওয়ারিশ সনদে যাদের নাম আছে তারা যেকোনো একজন একাউন্ট করে উত্তরাধিকার সিলেক্ট করে আবেদন করলেই হবে? নাকি মৃত ব্যক্তির এনআইডি দিয়ে একাউন্ট করতে হবে?

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад +1

      যে কোনো একজনের আইডি থেকে প্রদান করলেই হবে।

  • @shrlockhlmes
    @shrlockhlmes 24 дня назад +1

    আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো অনলাইনে এন্ট্রি করতে হবে অফিসে গিয়ে নাকি অটোমেটিক আপডেট হয়ে যাবে "অনুমোদন" করলে?

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  24 дня назад

      আগের গুলো অফলাইনেই থাকবে, এতে কোন সমস্যা নাই

    • @shrlockhlmes
      @shrlockhlmes 19 дней назад

      @BTCBituTechCare আমার কাছে ২০২২ সালের "ভূমি উন্নয়ন কর পরিশোধ" এর একটি রশিদ/দাখিলা আছে। যেটা পৌর ভূমি অফিসে জমা দিয়েছিলাম। সেখানে হোল্ডিং নং লেখা আছে। এখন ldtax ওয়েবসাইটে খতিয়ান এড করার সময় কি ওইটা দিবো নাকি খালি রাখবো এবং ভূমি অফিস থেকে হোল্ডিং জেনারেট করে দিবে?
      একটু হেল্প করবেন প্লিজ?

  • @MAKaium-cr2bw
    @MAKaium-cr2bw 2 месяца назад +1

    মৃত ব্যক্তির যদি একাধিক ওয়ারিশ থাকে সেক্ষেত্রে একজন ওয়ারিশ আবেদন করেই খাজনা পরিশোধ করতে পারবে? নাকি সব ওয়ারিশগণ আলাদাভাবে নিবন্ধন করে খতিয়ান সংযুক্ত করে তারপর ভূমি কর পরিশোধ করতে হবে।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      একজনে প্রদান করলেই হবে।

  • @shiponpatowary4382
    @shiponpatowary4382 13 дней назад +1

    সর্বশেষ খতিয়ান নং বলতে কি বুঝায় যদি একটু বলতেন

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  13 дней назад

      খতিয়ান নং ই বুঝায়

  • @fs.gaming978
    @fs.gaming978 2 месяца назад +1

    অনেক ধন্যবাদ ভাই

  • @kmblog1234
    @kmblog1234 18 дней назад +1

    ভাই আমি পৌরসভা এলাকার বাসিন্দা। আমার বাসার হোল্ডিং নাম্বার আছে। আমি কি পৌর এলাকা থেকে যে হোল্ডিং নাম্বার পেয়েছি সেটি দিব নাকি আমি নতুন আরেকটি হোল্ডিং নাম্বার পাব? জানাবেন প্লিজ। অগ্রিম ধন্যবাদ।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  18 дней назад +1

      বাসার হোল্ডিং নাম্বার আর জমির হোল্ডিং নাম্বার এক নয় ভাই। জমির খতিয়ান আপলোড করলে হোল্ডিং নাম্বার পড়বে তারপর কর জমা দিতে পারবেন। ধন্যবাদ।

    • @kmblog1234
      @kmblog1234 17 дней назад

      আপনাকে অনেক ধন্যবাদ ভাই

  • @shahadotaccounts2667
    @shahadotaccounts2667 2 месяца назад +1

    ভাইয়া একটা খারিজে ৩ জনের নামে
    একজন মারা গেছে
    তার অংশটুকু তার ওয়ারিশ দের নামে নতুন আলাদা খারিজ করা হইছে
    এখন তাহলে কয় জনের নাম লিখে দিব
    যে মারা গেছে তার নাম কি লিখে দিতে হইবে নাকি বাকি দুইজনের নাম দিতে হইবে দয়াকরে যদি বলতেন

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      2 জন, খারিজ হওয়ার কারিনে তো নতুন খতিয়ান হইছে সে তার মত দিবে।

  • @arifulraju7511
    @arifulraju7511 3 месяца назад +2

    অপেক্ষমান রেখে দিসে এটা অনুমোদন করতে কত সময় লাগবে?

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      এইটার ঠিক নাই ১ মাসেও হয় আবার এক সপ্তাহেও হয়।

  • @ArotiDhar
    @ArotiDhar Месяц назад +1

    আমার নামে যতগুলো খতিয়ান আছে সব খতিয়ান কি এক সঙ্গে কর দিতে হবে নাকি আলাদা আলাদা করে কর দেয়া জাবে?

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад +1

      একি একাউন্ট থেকে আলাদা আলাদা কর দিতে হবে, প্রত্যেক খতিয়ানে একটি করে হোল্ডিং নাম্বার হবে।

  • @sharifulislamtomal9071
    @sharifulislamtomal9071 Месяц назад +1

    কাগজে মৌজার যে নাম আছে সেটা অনলাইনে মৌজার নাম দিতে গিয়ে খুঁজে পাচ্ছিনা। আর এই জন্য অনলাইনে পেমেন্ট করতে পারতেছি না। এটার কারণ কি একটু যদি বলতেন

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад +1

      খতিয়ান কি হাতে লেখা? হাতে লেখা হলে পাওয়া যাবে না।

    • @sharifulislamtomal9071
      @sharifulislamtomal9071 Месяц назад

      @@BTCBituTechCare না না অনলাইন কপিতেই লিখা আছে। তবে "ই-পর্চা" ওয়েবসাইটে গেলে মৌজা খুঁজে পাওয়া যায়। কিন্তু "ভূমি উন্নয়ন কর" এই ওয়েবসাইট খুঁজে পাওয়া যায় না। এটার কারণ কি? আর এই সমস্যা থাকলে অনলাইনে পেমেন্ট করব কিভাবে? একটু জানাবেন প্লিজ

  • @MdMizanurRahman06
    @MdMizanurRahman06 20 дней назад +1

    ভাই, আমার জমির কর ওয়েবসাইট ও দিতে গিয়ে বাতিল আসে। বলা হয় জোত নাম্বারসহ আবেদন করার জন্য। আমি কোন হোল্ডিং নাম্বার পাইনি। কিন্তু খতিয়ানের কাগজে আগত জোত নং আছে, ওইটাই কি হোল্ডিং নং এর দিবো। মালিক একজন, কিন্তু খাতিয়ানে জোত নং ২টা, তাহলে কি আলাদা আলাদা কর হবে। অনেক ধন্যবাদ।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  20 дней назад +1

      হোল্ডিং নাম্বার না পেলে তো কর প্রদান করতে পারবেন না। আপনার যে সমস্যা এর জন্য অফিসে গেলে সমস্যা দ্রুত সমাধান হবে। ধন্যবাদ

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  20 дней назад +1

      মালিক একজন হলে একটা হোল্ডিং নং দিয়েই কর জমা দিতে হবে।

  • @mohammadanisul1999
    @mohammadanisul1999 2 месяца назад +1

    জর্মনিবন্ধন দিয়ে কি রেজিস্ট্রেশন করা যায়? গেলে কিভাবে জানাবেন প্লিজ

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      আপতত জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্টেশন করার কোন সুযোগ নাই।

  • @kulsumalam0932
    @kulsumalam0932 Месяц назад +1

    আমার বাবা মৃত।অনেক বছর হল কোন খাজনা আদায় করিনি আমরা। আমার বাবার যে খতিয়ান তা হাতের লেখা। এই খতিয়ান দিয়ে অনলাইনে খাজনা দেওয়া যাবে কি? আমার আইডি দিয়ে প্রিন্ট খতিয়ান বের করা যাবে কি?

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      যে কেউ অনলাইন খতিয়ান বের করতে পারে, আপনিও পারবেন, তারপর আপনার আইডি থেকে উত্তর অধিকারী একাউন্ট খুলে খাজনা দিতে হবে

  • @akhterhossen6131
    @akhterhossen6131 2 месяца назад +1

    আমরা ঢাকা উওরায় বসবাস করছি। আমাদের ফ্লাট বাড়ী উওরায় অবস্থিত। আমাদের এখানে আজ অবধি খতিয়ান uploaded করে নাই। বাঙলা ১৪৩০ সাল পর্যন্ত manually ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছি। এখন কিভাবে on line এ ভূমি উন্নয়ন কর পরিশোধ করবো, জানালে বাধিত হবো ।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад +1

      এই ব্যাপারে ক্লিয়ার কিছু বলতে পারলাম না বলে দু:খিত। আপনি ভুমি অফিসে যোগাযোগ করে দেখতে পারেন।

    • @munimurahmankhan5339
      @munimurahmankhan5339 2 месяца назад

      Amar ekti holding ye 9 ti daag ye jomi asey, kintu 8 ti daag er jomi er khajna kuno amount nai sudu 1ta daag er jomi er khajna er taka mention kore holding er total cost portal ye show korse.
      Last bar jokhon deyesilam tokhon 9 ti daag er jomi er jonno alada alada figure silo.
      Eibar kano emon holo?
      Ami ki kortey pari, advise dele kritoggo thakbo.

  • @shahadotaccounts2667
    @shahadotaccounts2667 2 месяца назад +1

    ভাইয়া একটা খারিজে/ক্ষতিয়ানে ৬ জনের নাম তাহলে কি ৬ জনের নামই লিখে দিতে হইবে

  • @MdMizanurRahman06
    @MdMizanurRahman06 22 дня назад

    প্রতিনিধি পেমেন্ট এ ঢাকা বিভাগে উত্তারা থানা দেখাচ্ছেনা, করনীয় কি?

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  22 дня назад +1

      তাহলে তো অফিসে যোগাযোগ করতে হবে

  • @Bokul112
    @Bokul112 4 дня назад +1

    Mobile payment system asena keno

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  3 дня назад

      সার্ভার সমস্যা। অপেক্ষা করুন।

  • @alnoman007
    @alnoman007 Месяц назад +1

    অনুমোদনের জন্য ভুমি অফিস গেলে হাজার হাজার টাকা দাবী করে, টাকা না দিলে অনুমোদন করেনা। এখন উপায় কি?

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      এখোনো এই অবস্থা আছে? থাকলে তো প্রতিবাদ করতে হবে।

    • @monzurulmintu4265
      @monzurulmintu4265 4 дня назад

      আপনি ধারনার উপর মন্তব্য করলেন।

  • @naimanahar5072
    @naimanahar5072 24 дня назад

    vaia..amar abbu etodin jomir khajna disen..but amra thaki dhaka amader jomi sirajgonj..amar baba mara gesen..tahole amra ki online e khajna dite parbo..kindly response korben

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  24 дня назад

      আপনি প্রতিনিধি বা ওয়ারিশ একাউন্ট তৈরি করে দিতে পারবেন।

  • @tazulislam2698
    @tazulislam2698 2 месяца назад +1

    NID verified korar poreo 80% keno? ektu janaben?

  • @anika40849
    @anika40849 Месяц назад +1

    খাজনার রশিদে মালিককের অংশ ০.৫ বলতে কি পরিমান জায়গা আছে বোঝায়?

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      খতিয়ানে যে পরিমান আছে সেই পরিমানই তো আসার কথা। .৫ বলতে তো অর্ধেক বুঝায়।

    • @anika40849
      @anika40849 Месяц назад +1

      জমির পরিমাণ ১১।
      ৫ জন মালিক
      খাজনা পরিশোধ করা হতো একজনের নামের সাথে গং দিয়ে। এখন সবার অজান্তে তিনি গং বাদ দিয়ে শুধু তার নাম দিয়ে খাজনা পরিশোধ করে। এখন আমাদের করণীয় কি?
      আর ১১ শতাংশ ১ ভাগ কি ০.৫ শতাংশ হয়?

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      এইটা এখোনো চালু হয়নি, খাজনা দিলে সবারটাই দিতে হবে।

  • @safwansaad4057
    @safwansaad4057 Месяц назад +1

    আমার নামে খোলা নাগরিক নিবন্ধন আইডি দিয়ে কি আমি অন্য কারো জমির খাজনা পরিশোধ করতে পারবো?

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      দেয়া যাবে, কিন্তু তা ঠিক হবে না, যার জমি তার আইডি কার্ড দিয়া দেয়াই ভালো

    • @safwansaad4057
      @safwansaad4057 16 дней назад

      @ ধন্যবাদ

  • @aktarulislam8002
    @aktarulislam8002 2 месяца назад +1

    আইডি নিবন্ধন হতে কয় দিন লাগে না সাথে সাথে নিবন্ধন হয় আমার কেনে থিরি ডট আসে না

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      সাথে সাথেই তো হয়।

  • @mdfaridulislam5511
    @mdfaridulislam5511 Месяц назад +1

    আসসালামু আলাইকুম ভাইয়া
    আমার বাবার সম্পদ ৫২ শতাংশ তার নামে নাম খারিজ করা হয়েছে এবং খাজনা দিয়া হয়েছে তারপর আমাদের তিন বোন কে ৫২ শতাংশ হেবা দান দলিল করে লিখে দিয়েছে আমরা তিন বোন খরিজ করিনাই এখন করনা তাহলে খাজনা বাবার নামে দিলে হবে আর খারিজ না করলে সমস্যা হবে।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      যেহেতু এখোনো আপনাদের নামে খতিয়ান হয়নি তাই আপনার বাবার নামেও দিতে পারেন আবার প্রতিনিধি/ওয়ারিশ পেমেন্ট দেখিয়ে আপনারাও দিতে পারেন।

    • @mdfaridulislam5511
      @mdfaridulislam5511 Месяц назад +1

      এখন বাবার নামে অগ্রিম খাজনা দিলে পরে আমরা নাম খারিজ করলে এগুলো আমাদের খাজনা পরে কাজে লাগবে? ধন্যবাদ

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      অবশ্যই, কেনো না।

    • @mdfaridulislam5511
      @mdfaridulislam5511 Месяц назад

      এক বেন্ডার কে জিগ্যেস করলে বলে তোমাদের বাবার নামে অগ্রিম খাজনা দিলে তোমাদের কাজে লাগবে না এটা কি সত্য? ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @mdfaridulislam5511
      @mdfaridulislam5511 Месяц назад

      আসসালামু আলাইকুম ভাইয়া আমার বাবার মারা ২বোন ১বোন ২কন্যা ওয়ারিশ রাখিয়া মারা যায় এখন কি জিবিত বোন কিছু অংশ মালিক হয়

  • @nayamulislam3549
    @nayamulislam3549 Месяц назад +1

    আমার আব্বুর এনআইডি দিয়ে কি লগইন আইডি খুলবো নাকি আমার এনআইডি দিয়ে খুলবে? যেহেতু আমার বাবার নামে জমি।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      আপনার বাবার নামে, আইডি খুলবেন।

  • @shahadotaccounts2667
    @shahadotaccounts2667 2 месяца назад +1

    ভাইয়া একটা আইডি খুলে ৪/৫ টা খারিজ এর খাজনা দেওয়া যাইবে বা দাখিলা পাওয়া যাইবে

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      মালিক এক হলে যাবে না হলে সমস্যা হবে।

    • @shahadotaccounts2667
      @shahadotaccounts2667 2 месяца назад +1

      @@BTCBituTechCare তাহলে কি একটা খারিজের জন্য একটা আইডি খুলতে হইবে
      যেমন একটা খারিজ আমার চাচা দাদি ফুফু তিন জনের নামে
      উওররাদি টিক দিলে নিচে নাম আসে তাহলে খারিজে যাদের নাম আছে নিচে সবার নামই কি দিতে হইবে

  • @nurmohammadazim2793
    @nurmohammadazim2793 2 месяца назад +1

    একটা একাউন্ট লগইন করে ৪-৫ জন মালিক আনার খতিয়ান দিয়ে খাজনা দেওয়া যাবে

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      যাবে।

    • @shahadotaccounts2667
      @shahadotaccounts2667 2 месяца назад

      ভাইয়া একটা আইডি খুলে ৪/৫ টা খারিজ এর খাজনা দেওয়া যাইবে বা দাখিলা পাওয়া যাইবে

    • @AshrafulIslam-b6c
      @AshrafulIslam-b6c 2 месяца назад

      Na, jabe na. Jode 1 dolil e malik 2/3 jon hoi tahole 1 joner id deye kora jabe. R jode alada alada hoi tahole debe na. Apnake office e geye tk deye onumudon koraite hobe ta o maybe debe na.

    • @AshrafulIslam-b6c
      @AshrafulIslam-b6c 2 месяца назад

      ​@@shahadotaccounts2667 Na, jabe na. Jode 1 dolil e malik 2/3 jon hoi tahole 1 joner id deye kora jabe. R jode alada alada hoi tahole debe na. Apnake office e geye tk deye onumudon koraite hobe ta o maybe debe na.

  • @Bokul112
    @Bokul112 4 дня назад +1

    Online payment system asena mobile

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  3 дня назад

      নগদ দিয়ে পেমেন্ট করা যাবে তো।

  • @anwarulhaque9238
    @anwarulhaque9238 2 месяца назад +1

    ধন্যবাদ দাদা

  • @raisarah7930
    @raisarah7930 Месяц назад +1

    কারো অবর্তমানে যদি তার এনআইডি নিবন্ধিত হয়ে যায় অন্য কারো নাম্বার ব্যবহার করে তা ক্যানসেল করার করণীয় কি?
    ধরুন তিনি জানে না তার এনআইডি নিবন্ধিত হয়েছে কিন্তু পরবর্তীতে ভূমি অফিস গিয়ে জানতে পারলো। যার নাম্বার ব্যবহার করা হয়েছে তিনি ওটিপি দিচ্ছেন না তাহলে সমাধান কি?
    দয়া করে সাহায্য করবেন।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      ভুমি অফিস থেকে ফোন নাম্বার চেঞ্জ করে নেয়া যায়।

    • @raisarah7930
      @raisarah7930 Месяц назад

      কীভাবে? নাম্বার দিয়েছে কিন্তু ওটিপি দিচ্ছে না ওই নাম্বারের কীভাবে সমাধান করবো?​@@BTCBituTechCare

    • @raisarah7930
      @raisarah7930 Месяц назад

      ​@@BTCBituTechCareযার নাম্বার ব্যবহার হয়েছে তিনি ওটিপি দিতে অস্বীকার করেছেন তাহলে এখন কীভাবে সম্ভব???‌

  • @ASFAHMID
    @ASFAHMID 2 месяца назад +1

    আমার প্রোফাইল এ সব দেওয়া আছে কিন্তু 100% হয় না কেনো??

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      খতিয়া এড করেন ১০০% হবে।

  • @preyaakter2468
    @preyaakter2468 14 дней назад +1

    ভাই আমার এন আইডি ভেরিফাই পেন্ডিং হয়ে আছে।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  14 дней назад

      nid ভেরিফাই পেন্ডিং থাকার তো কথা না, খতিয়ান ভেরিফাই পেন্ডিং থাকতে পারে।

  • @rafsanzani9163
    @rafsanzani9163 2 месяца назад +1

    ভাই ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য নতুন কোন আইডি তৈরি করা যাচ্ছে না ।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      যাচ্ছে তো, আপনার ওখানে কি সমস্যা দেখায়।

  • @RimaHasan-r2m
    @RimaHasan-r2m 2 месяца назад +1

    এইখানে কি নামজারী খতিয়ান দিবো নাকি আর.এস

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      নামজারি খতিয়ান

    • @kaisirahmedvlog8428
      @kaisirahmedvlog8428 2 месяца назад

      Jodi khajna 6-7 lac tk hoy tahole bikase kivabe dibe

  • @Minhajur_Rahman
    @Minhajur_Rahman Месяц назад +1

    ওয়ারিশান সনদ এর ছবি আপলোড দিতে হবে

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      প্রতিনিধি পেমেন্টে ওয়ারিশ সনদ লাগে না।

  • @soheltalukder1942
    @soheltalukder1942 Месяц назад +1

    তহশিলদার তথ্য এন্ট্রি না দিলে করনীয় কি

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      কেনো করবেনা এইটাতো তার কাজ। আপনি প্র‍য়োজনে অফিসে গিয়ে এপ্রুভ করে নিয়া আসবেন

  • @ShawkatAliofficialchannel
    @ShawkatAliofficialchannel 2 месяца назад +2

    ধন্যবাদ

  • @অয়নমজুমদার
    @অয়নমজুমদার Месяц назад

    একটা নাগরিক নিবন্ধন আইডি দিয়ে একজন মালিক কি তার নামে যত জমি আছে সব জমির খাজনা দিতে পারবে?

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      হ্যাঁ, দিতে পারবে।

  • @MDSaddamHossain-bd8gn
    @MDSaddamHossain-bd8gn 27 дней назад +1

    একটি বিশেষ অক্ষর কি চায়

  • @BaharulIslam-k8u
    @BaharulIslam-k8u 11 дней назад +1

    ভাই আলাদা আলাদা কিভাবে দেবো

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  11 дней назад

      আলাদা দেয়ার সুযগ নাই, আর দিলেও সবার জন্যই টাকা দিতে হবে।

  • @AsrafulIslam-zj5sy
    @AsrafulIslam-zj5sy Месяц назад +1

    এখানে কি যে ব্যাক্তির নামে খতিয়ান উনার এন আইডি ব্যবহার করতে হবে না-কি যে কোন

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      জ্বী ওনার, এনাইডি ব্যাবহার করতে হবে

    • @AsrafulIslam-zj5sy
      @AsrafulIslam-zj5sy Месяц назад

      @@BTCBituTechCare ভাই, আমি আমার এন আইডি দিয়ে একাউন্ট খোলি কিন্তু জমির মালিকানা আমার বাবা, আমি যখন খতিয়ান দিয়ে আবেদন করি, এর পেক্ষিতে হোল্ডিং এবং খাজনা অনুমতি পায় কিন্তু মালিকের নাম আমার নাম আসছে, করণীয় কি

  • @funnyworld3927
    @funnyworld3927 10 дней назад +1

    thanks

  • @shipahiparaadc
    @shipahiparaadc 8 дней назад

    এখানে খতিয়ান এ্যাড় বলতে কি বুঝানো হয়েছে

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  8 дней назад

      যে খতিয়ানের বিপরিতে কর দিবেন সেই খতিয়ান যুক্ত করতে হবে।

  • @akkasali4010
    @akkasali4010 2 месяца назад +1

    Password set korte parsina Jodi apni likhe diye dekhaten please

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      ধন্যবাদ।

    • @eb7240
      @eb7240 2 месяца назад

      সেম সমস্যা ভাই

  • @Minhajur_Rahman
    @Minhajur_Rahman Месяц назад +1

    ১০০ শতাংশ জমির মধ্যে ১০ শতাংশ আমাদের। এখন খাজনা দিতে হলে কী সম্পূর্ণ ১০০ শতাংশেরই খাজনা একবারে পরিশোধ করতে হবে?
    নাকি শুধুমাত্র আদের ১০ শতাংশের খাজনা আলাদাভাবে আমি একা পরিশোধ করতে পারব?
    শুধুমাত্র নিজের অংশটুকু পরিশোধ করার কোন উপায় রয়েছে?
    জমি আমার আব্বার।তিনি বর্তমানে মৃত। পুরোনো দাগে আব্বার নামে খারিজ ছিল।নতুন দাগে তারমানে মূল মালিকের নাম।যাতে মোট সম্পত্তি ১০০ শতাংশ।

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  Месяц назад

      ১০০ শতাংশ এর উপর ই কর দিতে হবে, একই খতিয়ানের মধ্য থেকে কোন অংশের কর দেয়ার সিস্টেম এখোনো চালু হয়নি। এক্ষেত্রে আপনি মিউটেশন করে আলাদা খতিয়ান করে নিতে পারেন।

  • @mdshowkhin803
    @mdshowkhin803 2 месяца назад +1

    অনলাইনে নগদ থেকে টাকা দিতে চাইলে হচ্ছে না

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  2 месяца назад

      নগদ বাদ অন্য কিছু দিয়া দেন।

  • @mdhafizurrahman4588
    @mdhafizurrahman4588 11 дней назад +1

    Vi amar assena

  • @sabbirsorkar8886
    @sabbirsorkar8886 24 дня назад

    আমি খতিয়ান সংরক্ষণ করছি ২দিন হলো..এখন পদক্ষেপ এর জায়গায়..( বিস্তারিত, বাতিল, মুছুন) এই ৩টা অপশন দেখাচ্ছে.. নতুন নামজারি খাজনা দিবো

    • @BTCBituTechCare
      @BTCBituTechCare  24 дня назад

      এপ্রুভ হলে দিতে পারবেন

    • @sabbirsorkar8886
      @sabbirsorkar8886 24 дня назад

      @@BTCBituTechCare normally koto din somoy lage vai?

    • @sabbirsorkar8886
      @sabbirsorkar8886 24 дня назад

      ভাইয়া আমি একটা খতিয়ান সংরক্ষণ করার পর আরো অ্যাড করতে চাচ্ছি কিন্তু আর হচ্ছে না.. বুঝাচ্ছে যে এটা কমপ্লিট হলে তারপর আরেকটা অ্যাড করতে পারব.

  • @AliHayder-e4h
    @AliHayder-e4h 3 месяца назад +1

    আপনার জুগা জুগ নাম্বার টা দেন না কেন

  • @HasanRintu96
    @HasanRintu96 Месяц назад +1

    ধন্যবাদ