নমস্কার ম্যাম। আমার একটি প্রশ্ন ছিল। গত সালের ১৮ই অক্টোবর আমি বাগবাজার মায়ের বাড়ী থেকে শ্রীমত স্বামী গিরিশানন্দজী মহারাজের কাছ হতে বীজ মন্ত্র পেয়েছিলাম। এই এক বছর আমি করে ঠাকুরের নাম জপ করেছি। এখন আমার মনে এই ইচ্ছার উদয় হয়েছে যে আমি জপমালায় ঠাকুরের নাম জপ করবো। তো আমার প্রশ্ন এই যে কোন মালায় ঠাকুরের নাম জপ করা উচিত এবং মালাটি কিনবার পর সেটি ঠাকুরের চরণে স্পর্শ করিয়েই কি মালায় জপ করা শুরু করতে হবে?
ঠাকুরের জপ রুদ্রাক্ষের মালায় সাধারণত করতে দেয়া হয়। আপনার উচিত আপনার গুরু দেবের কাছে গিয়ে আপনার জপমালা নেয়ার ইচ্ছাটি প্রকাশ করা ; উনার হাত দিয়ে জপমালা নিলে সবথেকে ভালো । উনি মালাটি জপ করে শোধন করে দেবেন। বা উনি যেরকম নির্দেশ দেবেন সেই অনুযায়ী আপনার কাজ করা উচিত।
খুব ভাল লাগল। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয় মা জয় সামীজী।প্রণাম নিও।
Khub bhalo laglo
খুব ভালো কাজ করেছেন। অনেক অনেক ধন্যবাদ , শুভেচ্ছা। খুব ভালো থাকুন ।
Joy Ma...thank you...apnio bhalo thakun...
Khuub valo laglo, aj eto sundoo ekti protibedon uposthapon korar jonno dhonnyobad janai🙏
Thank you
Joythakur ma swamiji lahopronam namaskar janai khubvalo laglo
নমস্কার ম্যাম।
আমার একটি প্রশ্ন ছিল।
গত সালের ১৮ই অক্টোবর আমি বাগবাজার মায়ের বাড়ী থেকে শ্রীমত স্বামী গিরিশানন্দজী মহারাজের কাছ হতে বীজ মন্ত্র পেয়েছিলাম।
এই এক বছর আমি করে ঠাকুরের নাম জপ করেছি।
এখন আমার মনে এই ইচ্ছার উদয় হয়েছে যে আমি জপমালায় ঠাকুরের নাম জপ করবো।
তো আমার প্রশ্ন এই যে কোন মালায় ঠাকুরের নাম জপ করা উচিত এবং মালাটি কিনবার পর সেটি ঠাকুরের চরণে স্পর্শ করিয়েই কি মালায় জপ করা শুরু করতে হবে?
ঠাকুরের জপ রুদ্রাক্ষের মালায় সাধারণত করতে দেয়া হয়। আপনার উচিত আপনার গুরু দেবের কাছে গিয়ে আপনার জপমালা নেয়ার ইচ্ছাটি প্রকাশ করা ; উনার হাত দিয়ে জপমালা নিলে সবথেকে ভালো । উনি মালাটি জপ করে শোধন করে দেবেন। বা উনি যেরকম নির্দেশ দেবেন সেই অনুযায়ী আপনার কাজ করা উচিত।