নৌকা বাইচ, গ্রামের রেস্টুরেন্টে ভাত ভর্তা ও নৌকায় পিকনিক। Historical Paddle Boat Race of Bangladesh.

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 256

  • @malobicadey7225
    @malobicadey7225 2 года назад +9

    ওরে বাবা!! নৌকা বাইচ প্রতিযোগিতার উত্তেজনা তো World Cup football or cricket championship এর থেকে কিছু কম না!!!👏👏👏

  • @salmasultanarazia1055
    @salmasultanarazia1055 2 года назад +13

    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি ।

  • @zubairmahbub8873
    @zubairmahbub8873 2 года назад +3

    নদীমাতৃক বাংলার অসাধারণ রুপ সেই সঙ্গে নৌকাবাইচ খুবই ভালো লেগেছে।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Thank you

    • @fuadmahamud6638
      @fuadmahamud6638 2 года назад

      @@AdventureTube21 আমার এলাকার এত কাছাকাছি নৌকা বাইচে এসেছিলেন একটু জানতেও পারলাম না। আসলে আগের পর্বে একটু হিন্টস দিলে ভালো হতো বান্দুরা গিয়ে দেখা করতে পারতাম।।
      আমি আপনার সব এপিসোডগুলোই দেখি। যাই হোক আজকেরটাও বেশ ভালোই হয়েছে। ধন্যবাদ ফারুক ভাই

  • @middlesimplevlog3294
    @middlesimplevlog3294 2 года назад +1

    মনটা জুরিয়ে গেল মেলার দৃশ্য দেখে।

  • @Taminite
    @Taminite Год назад

    আপনার দেশের ভিডিও দেখলে আমার খুবই ভালো লাগে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় আমার সোনারগাঁয়ের সেই ছোটবেলার স্মৃতি,Thank you.

  • @afsanalifestyle7866
    @afsanalifestyle7866 2 года назад +5

    অসাধারণ গ্রামের পরিবেশ ,যেন মন জুরিয়ে যায়,
    সত্যই আমাদের বাংলা দেশ সুন্দর ,

  • @Diary_of_Mitu
    @Diary_of_Mitu Год назад +1

    বাংলাদেশের অপার সৌন্দর্য, সবুজ। এর সাথে আর কোন কিছুর তুলনা নাই।

  • @yesminamin9654
    @yesminamin9654 2 года назад +3

    আসসালামু আলাইকুম ভাই। নৌকা বাইচ এর নিয়ম কানুন আমি তেমন একটা বুঝি না।তবে এতো বড় নৌকা এতো সুন্দর করে সবাই চালিয়ে যায়, আর এই উৎসব কে নিয়ে নদী পাড়ের মানুষের যে আয়োজন, আনন্দ সেটা খুব enjoy করলাম। মেলার খাবার গুলো মাটির তৌরি পুতুল জিনিস পত্র গ্রাম বাংলার ঐতিহ্য কে মনে করিয়ে দেয়। এতো কষ্ট করে এতো পথ গুড়ে এতো সুন্দর বাংলার অপরুপ সৌন্দর্য তুলে ধরলেন অসাধারণ। অনেক দোয়া আপনার জন্য। ভালো থেকেন। Fiamanillah.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Walaikum assalam. আপনাদের ভাল লাগলেই আমার পরিশ্রম সার্থক। অনেক ধন্যবাদ ভাই। Jajakallah Khairan.

  • @tonnisworld7315
    @tonnisworld7315 2 года назад +3

    মেলার মাটির হাড়িপাতিল দেখে সাতক্ষীরার গুড় পুকুরের মেলার কথা মনে পড়ে গেলো। খুব ভালো লাগলো সবকিছু।

  • @mahjewel1869
    @mahjewel1869 2 года назад +4

    অসাধারণ একটা ভিডিও, আমার তো নৌকা বাইচের চেয়েও গ্রামটা অসম্ভব সুন্দর লেগেছে। ১৫ বছর পর এত সুন্দর গ্রাম দেখলাম মনে হচ্ছিল নিজেই উপস্থিত ছিলাম। এই ফিলটা দেয়ার জন্য ধন্যবাদ স্যার কে।

  • @mukulislam21
    @mukulislam21 2 года назад +4

    খুব ভালো লাগল ভাই।মনে হলো এটাই সর্ব শ্রেষ্ঠ ভিডিও। সত্যিই আপনার হাতে যাদু আছে

  • @ArifAhmed-lb5og
    @ArifAhmed-lb5og 2 года назад +3

    আমার মা আপনাদের ভিডিও দেখে। অনেক ভালো লাগে।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Thank you. Please convey my Salam to your mom.

  • @shahadathossain694
    @shahadathossain694 2 года назад

    চমৎকার ও শিহরিত অনুভূতি ۔মন ছুঁয়ে গেলো

  • @shamimaislam3894
    @shamimaislam3894 2 года назад +1

    আমাদের চাঁদপুরের মতলবে চলেন ফারুক স্যার।অনেক সুন্দর

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      গিয়েছি। ধন্যবাদ।

  • @sakhawatulmaula5244
    @sakhawatulmaula5244 2 года назад +2

    যাত্রা পথ টা অসাধারণ ছিলো ,,,,, আর নৌকা বাইচ তো দারুণ উপভোগ করলাম । গ্রামীণ মেলাটা ও খুবই ভাল লাগল ।

  • @msabbirnababganj6523
    @msabbirnababganj6523 2 года назад +1

    অসাধারণ একটা ভিডিও।
    অামাদের এলাকার নিয়ে।
    ধন্যবাদ। সবাই কে।

  • @khondokershabit3237
    @khondokershabit3237 2 года назад +2

    ধন্যবাদ আপনাকে ৬ বছর পর নিজের গ্রামের নৌকা বাইচ দেখলাম।

  • @bahauddin4659
    @bahauddin4659 2 года назад +1

    অসাধারণ ভিডিও,,, মনকে পুরো নারাই দিলো

  • @mehrabskitchen4803
    @mehrabskitchen4803 2 года назад +1

    মেহরাবের আম্মু বলছি, আপনার একটি কথা তাল গাছ দেখিয়ে অনেক দূরে নিয়ে যাওয়া এই কথাটা ভালো লাকছে, আর সব বিষয়ে সঠিক অনুভোতির কথা' ভিবিন্ন সময়ে এভাবেই আমাদের আনন্দ দিয়ে যাবেন এই আশায় থাকবো _শুভকামনা রইল ভাইয়া

  • @malobicadey7225
    @malobicadey7225 2 года назад +2

    অসাধারণ একটি video উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। খুব উপভোগ করলাম ফারুক ভাই আজকের এই" গ্ৰামীন " video.

  • @UCqkdtMiE5ZquD_lF9prae4Q
    @UCqkdtMiE5ZquD_lF9prae4Q 2 года назад +2

    নিজের শেকড়.......অসাধারণ ফারুক ভাই

  • @malobicadey7225
    @malobicadey7225 2 года назад +1

    আমাদের দেশের কেরালা রাজ্যের নৌকা বাইচ ও বিখ্যাত।

  • @masudkhanliton1139
    @masudkhanliton1139 2 года назад +2

    মাশাল্লাহ, চমৎকার ভিডিও। দেখে মুগ্ধ হলাম ফারুক ভাই। বহু বছর আগে একবার বান্দুরা গিয়ে নৌকা বাইচ দেখেছিলাম। আজ আপনার ভিডিওতে দেখলাম।

  • @stupidlog9795
    @stupidlog9795 2 года назад +1

    I never thought that bangladesh so beautiful country and their people too

  • @RyanRasel-og8mg
    @RyanRasel-og8mg 2 года назад +2

    আমিও নবাবগঞ্জের ছেলে অনেক দিন হয় দেশে যাওয়া হয়না । মনে হয় পুরো সময়টা আপনার সাথেই ছিলাম । সম্পূর্ণ ভিডিওটি দেখলাম খুবই ভালো লেগেছে ।

  • @sharifulislam1982
    @sharifulislam1982 2 года назад +3

    গ্রামীণ পরিবেশ ও ভর্তা গুলো দারুণ ছিল,
    সাথে রসুন দিয়ে কাচা বাদামের ভর্তা হলে আরো মজা পেতেন 🇧🇩💕

  • @ArifAhmed-lb5og
    @ArifAhmed-lb5og 2 года назад +2

    আংকেল আপনাদের ভিডিও আমাদের কাছে অনেক ভালো লাগে। 💜💛❤️💙💚

  • @SohelRana-pd8db
    @SohelRana-pd8db Год назад +1

    আমার মা এবং গ্রামের কথা মনে পড়ছে !!

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 2 года назад +2

    আসলেই নৌকা বাইচে জেতাটা মুখ্য নয় মজাটাই আসল মনে হয়.আমিও দেখেছি মহকুমা শহরে ঠিক এভাবেই নদীর ধার ঘেষে, তখন ছেলে মেয়েদের আলাদা বসতে হতো. সেই আমেজ অনুভব করলাম কিছুটা. ভালো লাগলো ধন্যবাদ আপনাকে.

  • @harunrashad3307
    @harunrashad3307 2 года назад +1

    ফারুখ ভাই আপনাকে ধন্নবাদ বান্দুরা আসার জন্য। কলকোপা, বান্দুরা নিয়ে একটি ব্লগ বানান, অনেক ঐতিহ্যবাহি জায়গা আছে।

  • @rajibahamed2980
    @rajibahamed2980 11 месяцев назад +1

    ভাই আমার নানা বাড়ি নবাবগঞ্জ জেলার বাঘমারা আমার খুব ভালো লাগলো আপনার ভিডিও দেখে আমার জন্ম ১৯৮২তে।ধন্যবাদ ভাই আপনাকে।

  • @junaidahmed8533
    @junaidahmed8533 2 года назад +1

    কেমন আছেন আংকেল আশা করি ভালো। আমার পরিক্ষার কারনে আমি আপনার কয়েকটা ভিডিও মিস করেছি। পরিক্ষা শেষ তাই আপনার মিস করা ভিডিও গুলো দেখছি এবং এইটিও বেশ উপভোগ করেছি। ধন্যবাদ।

  • @keyachakraborty1886
    @keyachakraborty1886 2 года назад +1

    Dada....kolkata theke bolchi.....sundor gram bangla dekhe mon bhore gelo.....sobuj gram sob somoy mone Shanti ane.....bhalo thakben dada 🥰🥰🙏🏻🙏🏻

  • @md.anwarhossain4676
    @md.anwarhossain4676 2 года назад +1

    ভাই,
    আমি থাকি অস্ট্রেলিয়া বহু দিন দেশে যাওয়া হয়না।আপনার ভিডিও দেখে মনটা আনন্দে ভরে যায়।মনে হয় যে আমি আমার দেশে আছি।

  • @Matrajog
    @Matrajog 2 года назад +1

    Really we enjoy our childhood by your video

  • @shikhamandal4187
    @shikhamandal4187 2 года назад +1

    Vishon valo laglo r Bangla Desh o anek change hoyeche 😊

  • @masumdollar4235
    @masumdollar4235 2 года назад +3

    জিহবায় জল এসে গেল আংকেল। এ যেন পাঁচ তারকা হোটেলের খাবার কেও হার মানায়।

  • @israilmunshi2049
    @israilmunshi2049 2 года назад +2

    আনন্দে ভরপুর এক সন্ধ্যা কাটালাম আপনার এই ভিডিও দেখে। বহুবছর পর এমন সুন্দর নৌকা বাইচ দেখলাম। সেই সাথে গ্রামীন মেলা। সেই মাটির হাড়ি পুতুল জীব জানোয়ার, খুব ভাল লাগল। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবাই।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

  • @mahbuburrahman451
    @mahbuburrahman451 2 года назад +2

    মাশাল্লাহ। অনেক আনন্দ উপভোগ করলাম। ধন্যবাদ ভাই আপনাকে।

  • @sakib9527
    @sakib9527 2 года назад +5

    নিজের দেশ,নিজের জন্মভূমি, নিজের গ্রাম, নিজের শেকড় ❤️❤️ এটার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না 😌

  • @mamunblogsbd9806
    @mamunblogsbd9806 2 года назад +1

    আমার এলাকা দেখলাম,
    কলাকোপা,সমসাবাদ।
    আপনাকে ধন্যবাদ এবং আমাদের এলাকার অনেকে আমেরিকা থাকে তাদের সাথে আপনাকে দেখতে পারলে ভালো লাগতো।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      Thank you 💕

    • @mamunblogsbd9806
      @mamunblogsbd9806 2 года назад

      @@AdventureTube21 গতবার আপনি যখন দেশে আসছিলেন তখন মানিকগঞ্জ পুরাতন বাড়ি নিয়ে একটা এপিসোড করেছিলেন,আমি আপনার প্রায় সব ভিডিও দেখি এবং দেখতে ভালো লাগে।
      এই ভিডিওতে আমাদের কলাকোপা পুরাতন বাজারের একটা পুরাতন বিল্ডিং আপনি জোম করে দেখিয়েছেন,
      তাই আমাদের কলাকোপা নিয়েও একটা এপিসোড করতে পারেন।
      খুশী হতাম।

  • @kanizfatemamomo3320
    @kanizfatemamomo3320 2 года назад +2

    অসাধারন একটা পর্ব. খুব মজা পেলাম👌👌👌

  • @sharifkhurrom9445
    @sharifkhurrom9445 2 года назад +1

    অসাধারণ আংকেল। ভাল থাকবেন....ফ্রম 🇱🇷

  • @sfyanuss6770
    @sfyanuss6770 2 года назад +1

    আমি ঢাকার তুরাগ নদীর নৌকা বাইজ দেখেছি সব এক সাথে রেইস দেয় এবং বাইজ টাইমে নদীতে কোনো টলার নামতে দেয় না । এখানে বিশৃখলা ছিলো তআরপর ও খুব মন ভরে গেছে ।

  • @ceciliagomes2076
    @ceciliagomes2076 2 года назад +1

    Wow My village 🏡🌅 Thank you vaia❤️❤️❤️❤️

  • @habibtune4520
    @habibtune4520 2 года назад +2

    শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ, বাংলা -বাঙালীর আনন্দ রংঙের মেলা....

  • @SABBIRHOSSAIN-dl3nh
    @SABBIRHOSSAIN-dl3nh 2 года назад

    মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও

  • @babubabu5708
    @babubabu5708 2 года назад +2

    The beauty of our country which you Sir showing us is really wonderful

  • @ratanshekhe2466
    @ratanshekhe2466 2 года назад +2

    আমাদে দোহার নবাবগঞ্জ মানেই দিনেদন

  • @chapolkazi
    @chapolkazi 2 года назад +2

    কত দিন নৌকা বাইচ দেখিনা , আমার বাড়ী ছিল আজিম নগর ইউনিয়ান ইব্রহিম পুর গ্রামে ।

  • @dominiquesarkar7001
    @dominiquesarkar7001 2 года назад +1

    হাসনাবাদ ৭৮ সালে গেছিলাম৷ সদরঘাট থেকে ৪ ঘন্টায় লঞ্চে। ভিডিও দেখে বিশ্বাস হচ্ছে না। যদি সম্ভব হয় বাংলাদেশের গ্রামের ঘোড়ার রেস দেখাবেন। ভালো থাকবেন। খুব ভাল লাগল।

  • @sadiajawed8602
    @sadiajawed8602 2 года назад +3

    আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাই ❤️❤️❤️

  • @sayemasiddika8769
    @sayemasiddika8769 2 года назад

    Onek Onek valo laglo ! Eto shundor view r Nouka Baich ! Life e kokhono Nouka Baich dekhi Nai ! Ajke apnar vlog e dekhlam !
    Mela dekhe toh onek Valo legeche ! Matir khelna hari Patil ! Koto je khela korechi , ranna korechi ei matir Hari Patil diye !
    Ah ! Abar ashtoh Jodi shei shob din gulo !

  • @MdIslam-bv8zm
    @MdIslam-bv8zm 2 года назад +1

    আমার সোনার বাংলা।💕💕💕💕💕💕

  • @shamimgrey41
    @shamimgrey41 Год назад +1

    Wow ! Great video, really loved it, u r the best.❤👍

  • @shakil1871
    @shakil1871 2 года назад

    I love your work. Loud noise, such as engine boat sound could be replaced by soothing music for viewers satisfaction. Thank u again for your hard work.

  • @yazulrajib7206
    @yazulrajib7206 2 года назад +1

    নদীমাতৃক বাংলাদেশে

  • @sharminnaz3866
    @sharminnaz3866 2 года назад +1

    ভালো লাগলো।

  • @locutoriointernacional1895
    @locutoriointernacional1895 2 года назад +1

    as salamualaikum owa rahmatullahi owaba rakatuhu , allah amader sobayke neck hayat dan korun ameen , masha allah khub sundor faruk bhai ghure ghure gram dekhcen alhamdullah akhon r ager moto gram ney onek poriborton hoyace . aponake onek donnobad onek sundor senary bhai , valoy lage arokom chitro dekhle . aponader koster karone amora vedio dekhte pai alhamdullah ami spain theke dowa korben bhaijan .

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Walaikum Assalam. My pleasure dear. Thank you.

  • @AnisurRahman-yi1yv
    @AnisurRahman-yi1yv 2 года назад +1

    আসসালামু আলাইকুম প্রিয় ভাই জান কেমন আছেন? আমি আপনার নিয়মিত একজন ফলোয়ার এতো দিন দেখেলাম আপনাকে দে-শ সহ ইউরোপের বিভিন্ন যায়গায় যখনি দেখলাম মুকুল ভাই সহ আপনাকে আলমপুর চকে তখন যে কি ভালো লাকতে ছিল ভাই বলে বুঝতে পারবোনা ভাই তার পরের দেখলাম আমাদের গ্রাম পার হয়ে পাউসার গেলেন দেখলাম আপনার জন্য অপেক্ষা করছে আমাদের গ্রামের চেয়ারম্যান ফারুক ভাই আমাদের প্রিয় সহিদ ভাই মকবুল মেম্বর দীর্ঘ আট বছর পর দেখলাম মুকুল ভাই দের ঘর আবুল ভাইদের রাজকীয় বাড়ি সহিদ ভাইদের ঘর আপনি আবার সহিদ ভাইদের ঘরের পেছনে বিয়ে বাড়িতে গেলেন তার পরের চলে গেলেন শেখর নগরে দীর্ঘ অনেক দিন পর দেখলাম শেখর নগর ইউনিয়নের চেয়ারম্যান টুটুল দাদাকে চিত্র কোট ইউনিয়নের চেয়ারম্যান বাবুল ভাই কে হেলাল মেম্বার আমাদের ইলিয়াস মেম্বার সহ পরিচিত সকল মুখ খুলো তার পরের চলে গেলেন বরাম, ফৈনপুর,কাল শুর, কালিপুর, ভাঙ্গা ভিটা হয়ে বান্দুরার বাইচে ভাই আরো বেশি খুসি হতাম যদি আপনার নিজ গ্রাম টা পাচ মিনিটে জন্য গুরে আসতেন ভাই অনেক কথা বলে ফেললাম মনে কিছু নিবেনা এতো কথা বলার কারন ভাই আমি একজন পঙ্গু ব্যক্তি আজ আট বছর চলতেছে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি আমার জন্য দোয়া করবেন প্রিয় ভাই জান আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা রইলো।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Walaikum assalam. দোয়া করি আল্লাহ আপনাকে ভাল রাখুন। ধন্যবাদ।

  • @rafsanjanirian6698
    @rafsanjanirian6698 2 года назад +1

    আমাদের এলাকা! বাহ

  • @sfyanuss6770
    @sfyanuss6770 2 года назад +1

    আজকের ভিডিও এতো অসাধারণ ভাষা নেই । ভাইজান আপনার কারনে দেখার সুযোগ হলো । শহরে আমরা তো এতো গভিরে দেখতে পাই না আজ আশা পূণ হলো । ঢাকা , বাংলাদেশ থেকে দেখছি আলহামদুলিল্লাহ

  • @subratabose2960
    @subratabose2960 2 года назад +2

    Mr.maf,what a gift for all subscribers,just mind-blowing.

  • @mdhashem5695
    @mdhashem5695 2 года назад +1

    অভিনন্দন ভাই, মানিকগঞ্জ।

  • @brighttv4626
    @brighttv4626 2 года назад +2

    My beautiful country 👌❤️🇧🇩

  • @mdzahangir5764
    @mdzahangir5764 2 года назад +1

    woawo ah sum that is good

  • @journeywithmrahman
    @journeywithmrahman 2 года назад +1

    Onek onek din pore ekta wow video.subo kamona roilo.

  • @sojibkhan6932
    @sojibkhan6932 Год назад +1

    fine
    sirajganj Bangladesh

  • @xxmalihachowdhuryxx5100
    @xxmalihachowdhuryxx5100 2 года назад +1

    ভাইয়া আমি রাশেদ, অনেক মজা পাইলাম ভাই , নৌকা বাইচটা. বিশেষ করে গ্রামের তাল গাছের গল্পটা , মনে পড়ে গেল আমার ছোট বেলাতেও একই রকম ঘটনা ঘটেছে কয়েকবার ভিন্ন সময়ে। 🙂🙂

  • @futurebangladesh93
    @futurebangladesh93 2 года назад +1

    ভাই আসসালামু আলাইকুম। আপনার ভিডিওগুলো আমি দেখি।নবাবগঞ্জ কলাকোপা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাড়িগুলো েযমন জমিদার বাড়ি দেখাবেন

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Walaikum Assalam. I will try inshallah. Thank you.

  • @TonatunisDiary
    @TonatunisDiary Год назад +1

    খুব ভাল লাগল

  • @mdhadi3441
    @mdhadi3441 2 года назад +1

    THANK YOU VERY MUCH FOR YOUR ENJOYABLE VIDEO ON HISTORICAL PADDLE BOAT RACE ALONG WITH MANY BEAUTIFUL NATURAL BEAUTY OF BANGLADESH.

  • @sagorahmed4029
    @sagorahmed4029 2 года назад +1

    কাকা আমারা খুব খুসি আমাদের নবাবগঞ্জ আসার জন‍্য। আমারা গরবিত আপনি আমাদের নবাবগঞ্জ থানার এক সফল ইওটিবার। আল্লাহ্ আপনাকে ভালো রাখোক সব সময় ।

  • @jsjubayerhossain9300
    @jsjubayerhossain9300 2 года назад +1

    Ahare Age janle apnar sathe dekha kortam.2020 ekbar dekha hoicilo.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Inshallah আবার হবে। ধন্যবাদ। 💕

  • @H2RENTAL
    @H2RENTAL 2 года назад +1

    Bhai that was my place, thank you so much to brings us old memory..

  • @sharminnaz3866
    @sharminnaz3866 2 года назад +1

    আপনার ভিডিও তে যাযা দেখছি ,আগে দেখিনি

  • @FarukAhmed-tg2mg
    @FarukAhmed-tg2mg 2 года назад +2

    ফারুক ভাই গ্রামের এই পরিবেশ দেখে প্রবাসে বসে আপনার মনটা কি কখনও কাঁদে?

  • @aniksarkar7954
    @aniksarkar7954 2 года назад +1

    Onk sovo kamona apnar jonno ❤️ Ami apnar pasar alaka churain ar chala

  • @Bangla_indianfood17
    @Bangla_indianfood17 2 года назад

    This is real Bangladesh, see you soon.

  • @Saumitra.1962
    @Saumitra.1962 2 года назад +1

    Keralar allpuzzar boat race ta enjoy koray ashun

  • @rafsanjanirian6698
    @rafsanjanirian6698 2 года назад +1

    পাওষার কিন্ত আমরা আংকেল নিয়মিত আড্ডা দিতে যাই বাইক নিয়ে।

  • @zohurulislam6772
    @zohurulislam6772 2 года назад +1

    আমাদের ঐ কালচারই থাকার কথা ছিল, কিন্তু আমরা দূর্ভাগা ঐ সংস্কৃতি ধরে রাখতে পারিনি। আমরা খাবার উৎপাদন না করে জায়গা দখল করে রেষ্টুরেন্ট বানাই বড়লোকি দেখানোর জন্য, আর এই সব আদিখ্যাতার জন্য খাবারের দাম বাড়ছে, এসব আমাদের গ্রাম বাংলার নিত্য দিনের চিত্র ছিল যখন হাসমুরগী প্রত্যেকের বাড়িতে ছিল, কিন্তু আমরা রেস্টুরেন্ট আর কর্পোরেট দুনিয়া আর দাজ্জালের শহর দিয়ে গ্রাম গুলো ধ্বংস করে এক মুরগীর রান খুজতে সারা শহর গ্রাম ঘুরতে হয়, অথচ এ নির্মল পরিবেশ এমনিতেই ছিল খাবার এমনিতেই ছিল। এ আদিখ্যাতা লোকগুলো ইন্জিন চালিত নৌকা চালিয়ে পরিবেশ দূষণ করবে, আর কোষা নৌকা চালালে সেকেলে বলবে, কিন্তু ঠিকই তারা গ্রামের ঘানি ভাঙা সরিষার তেল আর নিজেরাই কোষা নৌকা বিলুপ্ত করে আদিখ্যাতা হয়ে যায় কোষা নৌকা দেখলে।

  • @mdkhalil2514
    @mdkhalil2514 2 года назад +1

    I'm from Chittagong

  • @biswajitsanyal8932
    @biswajitsanyal8932 2 года назад +1

    Now would love to see you explore America...particularly colorado, california, neveda etc may be even the lonely state utah....

  • @akazad6176
    @akazad6176 2 года назад +1

    সিবরামপুর হাট,চুড়াইনের মিস্টি,বানর নিয়ে ভিডিও তৈরি করেন

  • @aslamhossain3535
    @aslamhossain3535 2 года назад +1

    আপনি আমাদের কেরানীগঞ্জের উপর দিয়ে আপনার চলাচল যদি জানতে পারতাম তা হলে একটু দেখে ধন্ন হতাম ❤❤

  • @rajotavo
    @rajotavo 2 года назад +1

    Amazing 'gram' er experience dekhalen Farook bhai! Amar mone pore gelo ekti Barishal trip er kotha ( amar forebears der 'desh' er bariate) way back in 2002!...How peaceful...authentic taste of food...heavenly! Shobcheye fascinatimg laglo gram er ' modhhi khane dalan' walah bari guli i,e. 'Bangla Bari'...jar theke English word "Bungalow" utpotti hoyechhe! Another example of Bangali heritage and contribution to world architecture! Jodio apni bollen kichhu bari guli 'palace', but imho, the dalal bari are much more in synch with the gram Bangla surroundings...my two bits! 😊✌

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      Thank you for the information. Appreciate your kind words & continuing support. 🥰

    • @rajotavo
      @rajotavo 2 года назад

      @@AdventureTube21 my pleasure sir! Btw, Farook bhai, sm very interesting info. Ei ' Baich/ Bais khela' ekhon naki UK te o organized hoy courtesy the Bangali diaspora...in Oxfordshire n Birmingham! ☺️✌️...Itihash bolchhe je ei boat racing culture ti S E Asia/ East Asia te cholon hoy 2000 bochhor purbe!! 😮... South West China, Taiwan...Hong Kong e 'dragon boat race' khub famous ebong ekhon o hoy ( part of big cultural- religious festival). Bangladesher Chittagong / Rakhine ( Myanmar) e 'sampan' boat races are very popular and well organised! Aar India te Kerala te ( Southernmost Indian state) snake boat racing is big, called 'Vallamkali' ( literally means 'boat play') and is a global tourist attraction, including an annual competition ' Nehru Trophy'!! 😊✌️

  • @FarukHossain-zk6nx
    @FarukHossain-zk6nx 2 года назад +1

    Excellent

  • @mahbuburrahman6174
    @mahbuburrahman6174 2 года назад +1

    দেখলাম বন্ধু মানিকগঞ্জ সদর থেকে

  • @BangladeshibloggermumFra
    @BangladeshibloggermumFra 2 года назад +2

    Wow! Amazing from France

  • @kamrulahsan5808
    @kamrulahsan5808 2 года назад +1

    ওয়ালাইকুম আসসালাম ভাই।
    নিশ্চয়ই অনেক ভালো আছেন।
    এবার ঢাকায় কতদিন থাকবেন।
    গতবারের মতো সব বন্ধুদের সাথে একসাথে হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      Alhamdulillah ভাল আছি। গত সপ্তাহেই গেট টুগেদার হয়ে গিয়েছে। ধন্যবাদ।

  • @JashimUddin-yx9bu
    @JashimUddin-yx9bu 2 года назад +1

    Bandura amr bari

  • @newstv1680
    @newstv1680 2 года назад +1

    Uncle amar gram ae basa oikhana

  • @My_videos1984
    @My_videos1984 Год назад

    Assalamulaikum vaiya.
    Amr akta proshno cilo.
    Apnar family baba ,ma achen? Apnra vai,bon koto jon?

  • @rafsanjanirian6698
    @rafsanjanirian6698 2 года назад

    শিবরামপুর হাটে আংকেল এখনো নিয়মিত নিমটি,মিষ্টি মানে রসগোল্লা দিয়ে হাটের থাপরানো রুটি কিন্তু এখনো পাওয়া যায়।😁😊

  • @soyonhossain50
    @soyonhossain50 2 года назад +1

    আমার বান্দুরা এলাকায় আসছেম

  • @jonycarlogomes7097
    @jonycarlogomes7097 2 года назад +1

    আংকেল 41:50 ব্যাকগ্রাউন্ড মিউজিক টার নাম কি বলবেন?

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Taken from youtube audio library. Name and link is not available. Sorry.

  • @kabirmorol4873
    @kabirmorol4873 2 года назад

    Assalamuwalicum vhaia,amar koto srity ai nodite ,ama bari Nawabgonj

  • @ShohagIslam50594
    @ShohagIslam50594 2 года назад +1

    Wow 🙆

  • @soyonhossain50
    @soyonhossain50 2 года назад +1

    সুইডেন ফিনল্যান্ড নরওয়ে ডেনমার্ক ঘুরতে যাবেন একদিন না একদিন আমি জানি