ঝুমঝুমিওয়ালা (Sayak Aman) - Midnight Horror Station | Psychological Thriller

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • রহস্য, অলৌকিক, সাস্পেন্স!!
    গল্পের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।।
    “মুহূর্তের জন্য ভাবনাগুলো দুরন্ত হয়ে উঠেছিল। হঠাৎ একটা ব্যাপার চোখে পড়তে সতর্ক হয়ে উঠল ঈশান। পাশের বাড়ির একতলার জানলাটাকেও কুয়াশা ঘিরে ছিল। আবছা আলোয় দেখা যাচ্ছিল তার খোলা পাল্লাটা। ঈশান দেখল, সেই খোলা পাল্লার সামনে একটা ছায়া এসে দাঁড়িয়েছে। ভিতরে উঁকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে ছায়াটা। ঝুমঝুমির আওয়াজ থেমে গেছে।
    ঈশানের মনের ভিতর কৌতূহলটা বাড়তে লাগল। এত খুঁটিয়ে ঘরের ভিতরে কী দেখছে লোকটা? চুরি করার তাল করছে নাকি?
    ...একবার ঈশানের মনে হল চিৎকার করে লোক জড় করে। পরক্ষণেই বুঝল সেটা করলে লোকটা এক্ষুনি দৌড়ে পালিয়ে যাবে। কয়েক সেকেন্ড লাগল মনঃস্থির করতে। বিছানায় শুয়ে থাকতে থাকতে যে ভাবনাগুলো মাথার ভিতরে ভিড় করছিল, সেগুলোর কাছে আর ফিরে যেতে চাইল না। তার থেকে এই লোকটাকে ধাওয়া করাটাই ভালো।...”
    শুনে নিন, মিডনাইট হরর স্টেশনের বিশেষ নিবেদন, সায়ক আমানের - ঝুমঝুমিওয়ালা
    গল্পপাঠ - সায়ক আমান
    ঝুমঝুমিওয়ালা - তমাল ‪@TamalOJonakira‬
    ঈশান - সায়ক
    ঐন্দ্রিলা - দিগন্তিকা
    ঈশানের মা - পূজা
    ঈশানের বাবা - নীহারেন্দু
    ঈশানের বন্ধু - রণদীপ ‪@THRILLERLAND‬
    অচেনা মেয়ে - আলোকলতা
    শব্দগ্রহণ - সৌরভ
    আবহ ও স্পেশাল এফেক্টস - ইন্দ্র ‪@THRILLERLAND‬
    পোস্টার ডিজাইন - কভারম্যান অভিব্রত
    --------------------
    Like us on Facebook -
    / ​
    Spotify Link - open.spotify.c...
    #SayakAman #mhs #midnighthorrorstation #horrorstory #suspense #bengaliaudiostory
    #murdermystery
    Link to Tamal O Jonakira - / @tamalojonakira
    ---------------------
    Send Your Story at - submit@mhstation.com
    Contact US - sayak@mhstation.com
    -------------------

Комментарии • 610

  • @rohansinha9930
    @rohansinha9930 Год назад +371

    প্রায় ৭ বছর audio story শুনছি কখনও comment করার কথা মনে হয়নি, আজ করেও ব্যাক্তিগত কোনো লাভ হবেনা জানি, কিন্তু না করে থাকতে পারলাম না, সত্যি অনেকেই হারিয়ে গেছি আমরা, আমাদের স্কুলের গেট, খেলার মাঠ, কাল বৈশাখী ঝড়ের আম বাগান। যেনো কোনো অলিখিত চুক্তির মধ্যে বাঁধা পরে race এ দৌড়াচ্ছি সবাই, কতো কাউকে হারাচ্ছি কত না দেখতে পাওয়া ক্ষত সৃষ্টি হচ্ছে তাও প্রত্যেক দিন সকালে উঠে সেজে গুজে কাজে বেরোতে হচ্ছে, কেউ বুঝতে পারছেনা আমাদের মন খারাপের কথা বাইরের খোলস টা ভালই মানিয়ে নিচ্ছে পরিবেশ এর সাথে, দিন শেষে আয়নার সামনে দাড়িয়ে আবার পরের দিনের জন্য একই ভাবে প্রস্তুত হতে হচ্ছে, আমাদের জীবনে যে কোনো ঝুমঝুমি ওয়ালা নেই।

    • @piyalidas3876
      @piyalidas3876 Год назад +20

      ঠিকই বলেছেন জানেন। এই গল্পের একটা লাইনে বলা হয়েছে না -"কিছু কিছু মানুষের ক্ষমতা থাকে মনের চাপা কষ্ট বের করে আনার",ঠিক তেমনি ই কিছু কিছু গল্পও ঠিক তাই। যেমন আজকের শোনা এই গল্পটা।

    • @samitdeb5538
      @samitdeb5538 Год назад +2

      same to me

    • @drishtinandan6263
      @drishtinandan6263 Год назад +2

      @@samitdeb5538 . Ok

    • @somamishra5017
      @somamishra5017 Год назад +1

      Ekdom sotti kothai bole Chen... Kmn jno sob kichu hariye jchhe sob

    • @MAKayum-xf6ul
      @MAKayum-xf6ul Год назад

      Ki6ui harai ni.... Apni nigei nige k dakha bondho kore diye6an tai mone ho66a hariya ga6a, ha man6i ager bondhu der k ak korte akhon aktu besi efforts dite hoi kintu tai bole ki apni efforts dayoa tai bondho kore di66an, man6i kal boisakhi te r amm bagan a gaoa ho66a na tai bole ki apni kal boishakir dine balkoni ba ganalar pasta te bose annondo nite parben na..... Asole apnie vab6an Gandhi chobi tei 60 bochor badha apnar jibon tai badha dhorar baire aktu kosto kore r ki6u korte chi6an na.... ity apaner choto akta vai🙂.... Sorry if it hurts💔

  • @dawntodusk2023
    @dawntodusk2023 Год назад +108

    গল্পটির শেষটায় আমার যা মনে হল -
    আসলে গল্পটি এমন একটি ছেলের যে তার বন্ধু বা সমবয়সী ছেলেমেয়েদের মত জীবনে আর্থিক ও সামাজিকভাবে সফলতা অর্জন করতে পারেনি। তবে সে বেঁচে ছিল তার এমন নিজস্বতা নিয়ে যা সমাজের চক্ষুশূল।
    ঝুমঝুমিওয়ালার তার জীবনে আসাটা ইঙ্গিত করে তার জীবনের এমন একটা মোড়কে যেখানে দাঁড়িয়ে তাকে বেছে নিতে হবে যে কোনো একটি পথ- নিজস্বতা খুইয়ে সমাজের বিভিন্ন অপ্রত্তাশিত দায়িত্ব পালনে গা ভাসিয়ে দেওয়া, অথবা, ঠিক এর উল্টোটি। ভালোবাসার মানুষগুলোর মুখ চেয়েই হোক বা পারিপার্শ্বিক প্রত্তাশার ভীষন চাপেই হোক, শেষমেশ তাকে বেছে নিতে হয় প্রথম রাস্তাটাই।
    অর্থাৎ ছেলেটি তার অন্তরের সত্ত্বাকে চির বিদায় জানায় এবং সমাজের প্রত্যেকটি দায়িত্ব পালনের দ্বারা শুরু করে এক নতুন জীবনচলা।
    This is actually our own precious life in a nutshell. Can't appreciate more!! Thank you so so much for this masterpiece. Thank you...

    • @MohonaDebroy
      @MohonaDebroy Год назад +5

      ভালোবাসা নেবেন...

    • @Dipanjana666
      @Dipanjana666 Год назад +4

      Very well said....and such a stong feeling with such subtleness attached at the end of the story....soo brutally true too....

    • @ramsey2.036
      @ramsey2.036 Год назад +2

      i think you mean that শেষমেশ তাকে ' প্রথম ' অপশন তাই বেছে নিতে হয়ে

    • @jee098
      @jee098 Год назад +1

      একদমই তাই। আমিও তাই লিখতে যাচ্ছিলাম। চূড়ান্ত প্রতীকী ব্যবহার করেছে সায়ক দা। ফ্যান্টাসি লাভারদের কাছে মনে হবে যে ঈশান কোনো এক রূপকথার দেশে চলে গেছে যেখানে ছোটবেলার হারানো সবকিছুই আছে আর পরিবর্তে একটা রোবট আসল দুনিয়াতে এসেছে তার জায়গা নিতে। কিন্তু আসলে ঈশান আমরা প্রত্যেকেই। আর জীবনের একটা সময় আমরা আমাদের সেই "স্ব" কে বিসর্জন দিয়ে বেছে নি এমন এক রোবট রূপি সত্তা কে যা সমাজের কাছে আদর্শ।
      সত্যি এতদিন পর একটা দারুন গল্প শুনে মনটা ভরে গেলো।।

  • @hysmemes1857
    @hysmemes1857 Год назад +17

    নিজের গল্পটাকে এভাবে বলে দেয়া সত্যিই ভিতরে শান্তি দেয় 😊 শুনেও শান্তি

  • @8bitGhost69yt
    @8bitGhost69yt Год назад +92

    আমাদের সবার জীবনে বলতে গেলে এমন একটি ঝুমঝুমি ওয়ালার খুবই প্রয়োজন 😍😍

    • @papiaganguly8418
      @papiaganguly8418 Год назад +2

      Jaaaa ame vablam thick ai comment tai korbo apni kora delan. Jak gea 😏😏😏

    • @naasona9169
      @naasona9169 Год назад +1

      Main hoon na

  • @ananyabanerjee4961
    @ananyabanerjee4961 Год назад +173

    Engineer by profession , psychologist from mind and a writer with supernatural creativity from the core of heart he is...
    Sayak Aman

    • @MohonaDebroy
      @MohonaDebroy Год назад +4

      Oh no... An artist by profession.

    • @Ssmp939
      @Ssmp939 Год назад +1

      @@deathdev9093 আর সেটা আজকাল কম বেশি সবার কাছেই আছে

    • @brahmacharibanerjee
      @brahmacharibanerjee Год назад +3

      ইঞ্জিনিয়ার প্রফেসনের লেখক কেন ভিখারি থেকে IAS পর্যন্ত সব পাওয়া যাবে 😂😂😂

    • @Ssmp939
      @Ssmp939 Год назад

      @@brahmacharibanerjee 🙃🙃😅
      একটা কথা আছে না জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ

    • @uglydemon5189
      @uglydemon5189 Год назад

      কিরে চুচি ওয়ালী

  • @Worldwar-o9l
    @Worldwar-o9l Год назад +151

    সায়কদার হাতের কলম হল চূড়ান্ত বাস্তবতার চরমতম নিদর্শন, সেটা MHS হোক বা Sunday Suspense । সাদা কাগজের পাতাগুলো সায়কদার হাতের ছোঁয়া পাওয়ার জন্যই যেন উন্মুখ হয়ে থাকে।

    • @Foody-pedia
      @Foody-pedia Год назад +4

      বিভিন্ন story channelএর reach বারানোর জন্য SUNDAY SUSPANCE এর Qualityকে জেনে বুঝে Downকরিয়ে দেওয়া হচ্ছে,
      কারণ, 🤔ওখানকার Member সকলের individually Story Channelআছে.👆🙊🙉🙈🙏

    • @barnalimondal5494
      @barnalimondal5494 Год назад +2

      আমাদের জীবনেও এরকম জাদুকর ঝুনঝুনি ওয়ালা থাকেলে বেশ ভালই হতো। Such a great story ❤️... Sayak da thank you so much আমাদের এরকম সুন্দর আর বাস্তব জীবনের গল্পো শোনানোর জন্য ... আর বাকিদের কেও thank you রাতের সঙ্গী হওয়ার জন্য ❤️🙏

    • @Subaldutta007
      @Subaldutta007 Год назад

      @@Foody-pedia sayak aman

  • @shubhagatamalla654
    @shubhagatamalla654 Год назад +12

    ব্যাপার গুলো খেয়াল করেছি অনেক আগেই। কিন্তু মনে বা মস্তিষ্কে এরকম কোনো ঝুমঝুমি ওয়ালার খেয়াল আশা করিনি কখনো। আজ মন খারাপেরো সময় থাকেনা মনের। ব্যস্ততা আমাদের সবার চেয়ে দূরে নিয়ে গেছে অনেক আগেই। বন্ধুদের সাথে কথা বলতে গিয়েও আর বলিনা। কোনো কিছুতেই আর মন ভালো হয়ে ওঠেনা। যেনো নাটক করে চলেছি সব জায়গায় অফিসে বাড়িতে এমন কি নিজের কাছেও। আজ এই গল্প টা নিজের কথা মনে করিয়ে দিল। যেনো শুধু মাত্র আমার জন্যই লেখা হয়েছে। হয়তো আমার জীবনের ঝুমঝুমি ওয়ালাও এই গল্পের ছলে আমায় কিছু শিখিয়ে দিতে চাইলো। আর শায়ক দা, বয়সে হয়তো তুমি আমার চেয়ে ছোট। কিন্তু অভিজ্ঞতায় যে তুমি আমার চেয়ে অনেক বড় তা তুমি বুঝিয়ে দিলে এই গল্পের মাধ্যমে। ধন্যবাদ।

  • @papitabiswas
    @papitabiswas Год назад +6

    জীবনটা একটা যেতে দেওয়ার খেলা, এতদিনে খেলাটা শিখে গেছি আমি, একদিন একটা ক্যাম্বিসের বল হারিয়ে কেঁদেছিলাম, এখন এতগুলো মানুষ হারিয়েও জল আসেনা চোখে। কথাগুলো যাস্ট অসাধারণ ছিল, আমি কোনদিন কোন ভিডিও তে কমেন্ট করিনি আজ কমেন্ট না করে থাকতেই পারলাম না কথা গুলো আমায় টানছিল এরপর কমেন্টে লাইক দেখে বুঝে নেব কতজন এই ঝুমঝুমিওয়ালা শুনেছে।।❤️

  • @statusking638
    @statusking638 Год назад +41

    সব থেকে আশ্চর্যের হলো যে আজই ঐন্দ্রিলা শর্মা ‌‌‌‌‍‌‌‌‌মারা গেলেন আর আমিও ঠিক আজ সন্ধ্যাতেই গল্পটা শুনতে শুরু করলাম😔😔

  • @hysagain
    @hysagain Год назад +81

    মনের ভিতরে কতটা দহন আর ফ্যান্টাসি থাকলে এসব লেখা যায় 🥺...Kudos Sayak Da 🥰 Feel Proud To Be Your Audience 🥰🤭

  • @prashanta2801
    @prashanta2801 Год назад +14

    ঝুম ঝুমি ওয়ালা গল্পে একটা মানুষের যা দৈনন্দিন জীবনে যটেই চলেছে। চিরন্তর কিন্তু মানুষ তা কখনো বুঝও বোঝেনা তেমন আমি দুঃখের মধ্যে খুশি থাকতে হয়। কিন্তু জীবনের লক্ষের প্রতি বিশ্বাস নিয়ে চলী।এই হচ্ছে আজকের গল্প।।

  • @DCfromBengal
    @DCfromBengal Год назад +3

    এগুলো parallel universe-এই সম্ভব।

  • @First_Rain_of_the_Year
    @First_Rain_of_the_Year Год назад +15

    সায়ক স্যার আপনার গলার স্বরে জাদু আছে😊
    আপনার লেখা গল্পগুলো খুব সুন্দর আর অন্যরকম...
    একটা প্রেমের গল্প শুনতে চাই mhs এ।
    তোমার লেখা যেন হয় .....❤️

  • @sanchitamukherjee5243
    @sanchitamukherjee5243 Год назад +7

    বড়ো হবার পর বিশ্বাস করতে চাওয়া প্রথম রূপকথা 🤍🤍
    @Sayak Aman, ঝুম ঝুমি ওয়ালা বাস্তবে না থাকুক না থাকুক, আপনি আপনার লেখা গুলো কিন্তু সত্যিই ম্যাজিক . 🤍

  • @hysagain
    @hysagain Год назад +6

    Ei golpo ta sune dipression aste baddho...ekta Alik Sukh type er byapar ache...omg...etai toh chai 🥰😲🥺🙂 My Respect For Sayak Da Increase Day By Day

  • @kasfizamanshama2136
    @kasfizamanshama2136 Год назад +11

    অসাধারণ!
    অনেক ভীড়ের মাঝেও কেউ-কেউ থাকে যারা অসহ্য রকম একাকিত্বের সাথে প্রতিক্ষনেই ভীষণ কষ্টে বিবর্ণ হতে থাকে, তারপর ডুবতেই থাকে!
    না কেউ হাত বাড়িয়ে দেয়; না সে পাড়ের খোঁজ পায়!

  • @bibhudas3279
    @bibhudas3279 Год назад +23

    "Some people are dies at 25, but never burried until 75."-- Benjamin Franklin

  • @sunetrachakraborty2349
    @sunetrachakraborty2349 Год назад +2

    Amaro ekta badminton racket chilo. Ekhon aar kheli na. Keu baron koreni khelte. Tobe ekhon obhinoe bhishon bhalo pari. Nijei obak hoe jai. Onkek kichu likhe fellam. Sorry

  • @techlast4630
    @techlast4630 Год назад +19

    যে কোন অনুভূতি একেবারেই নিজস্ব।
    ট্রেনে যেতে যেতে আমি দিনের বেলায় শুনলাম ।দারুন লাগলো গল্প টা। অনেক হারিয়ে যাওয়ার খোঁজ মেলে না,কিন্তু যা আছে সেটাই প্রাপ্তি, ভাবতে হয়, স্বীকার করতে হয়।

  • @manishabarai580
    @manishabarai580 Год назад +3

    Sayak da, ei jhumjhumioyala tar khoj debe plz, ei bhavei holeo I want to make my parents satisfied.

  • @srilekhabarui22
    @srilekhabarui22 Год назад +22

    হয়তো সবার জীবনেই‌ এমন একটা ঝুমঝুমি ওয়ালা এসে থাকে কোনো এক সময় 😌🙃✨

    • @bappadey2952
      @bappadey2952 Год назад +1

      Amake ektu end ta bojhaben. Last e j cheleta valo hoye gelo ota real na duplicate. R jodi duplicate valo hoi to o kno life e niye serious hoye valo holo na

  • @yours_Sou
    @yours_Sou Год назад +5

    I think Sayak Aman er golpo gulo first exclusively RUclips e dilei valo instead of Spotify 😌

  • @suparnachakraborty6791
    @suparnachakraborty6791 Год назад +5

    উফফফ! শেষ মেশ এলো তবে!!!!! যেদিন থেকে জেনেছি এটা আসতে চলেছে সেদিন থেকে চাতক পাখির মতো চেয়ে বসে MHS এ কবে দেখা মিলবে কবে শুনতে পাব এটা। অবশেষে এলো আর এই চাতক পাখির অপেক্ষার অবসান ঘটলো 🥺❤️.. সারা সপ্তাহের খাটা খাটনির পর এই এক চিলতে শান্তি হয়ে তোমার লেখা আর পাঠ করা গল্প টা উপহার পেলুম। ধন্যবাদ My peace maker 🥺❤️... Thank you for this story and for your and mhs team members mesmerizing voice .. thanks for everything! 🤍✨❤️

  • @supravamidya956
    @supravamidya956 Год назад +9

    অসাধারণ💗সত্যিই কিছু কিছু মানুষের মৃত্যুর আগেই তার আত্মা মরে যায়💓😌তারপর যেভাবে সে বেঁচে থাকে সেটা শুধুই নিখুঁত অভিনয়ে ভরা❣️আমার প্রিয় লেখকের লেখা গল্প গুলোর জন্য সবসময় অপেক্ষা করে থাকি আর প্রতিবারই মন ভরিয়ে দেয় তোমার লেখাগুলো😌❤️ 💗...........

  • @umyatry
    @umyatry Год назад +2

    নিশ্চয়ই গল্পের লেখক অর্থাৎ কথক এর জীবনে এমন ঘটনা ঘটেছিল। কারণ কেউ কখনো মন থেকে এমন গল্প লিখতে পারেনা। কারন গল্প লেখা হয় অনুভূতি থেকে নিশ্চয় কতক এর সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তার খাতায় লিপিবদ্ধ হয়ে রোয়ে গেছে।।😌😌😌

  • @somnathbanerjee6203
    @somnathbanerjee6203 Год назад +21

    সায়ক আমন ভাই এর ভীষন সুন্দর গল্প " ঝুমঝুমিওয়ালা " ধন্যবাদ MHS অনবদ্য পরিবেশনা র জন্য। 👍 ঈসান চরিত্রে অভিনয় যিনি করেছেন, অসাধারণ সুন্দর। গল্পপাঠ অত্যান্ত উচ্চমানের, অসম্ভব অসাধারণ সুন্দর। গানের লিরিক্স এবং পরিবেশনা প্রশংসনীয়। ঝুম ঝুমি ওয়ালা খুব ভালো লাগলো গল্পটা শুনতে। প্রশংসনীয় সমগ্র পরিচালনা। শুভ রাত্রি।

    • @somnathbanerjee6203
      @somnathbanerjee6203 Год назад +1

      ধন্যবাদ আপনাদের MHS । সাথে সায়ক আমনকে অসম্ভব সুন্দর উপস্থাপনা করেছেন।

    • @poulomichakraborty2186
      @poulomichakraborty2186 Год назад

      Ishan choritre Sayak Aman nijei😁

    • @somnathbanerjee6203
      @somnathbanerjee6203 Год назад

      @@poulomichakraborty2186 Thanks a lot

  • @sma7054
    @sma7054 Год назад +2

    বর্তমানে সানডে সাসপেন্স এর চেয়ে মিডনাইটস হরর স্টেশন অনেক ভালো । আপনারা কি বলেন?

    • @PhenomenalArchive
      @PhenomenalArchive Год назад

      Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please...

  • @hysagain
    @hysagain Год назад +2

    28:17 ekti kacha kacha word...jyanto 🐷

  • @pujadolui3114
    @pujadolui3114 Год назад +1

    খুব কাছের একজন মানুষের জন্য এই‌ কমেন্টটা রেখে যাচ্ছি... তাকে কল বা‌ মেসেজ করার অধিকার আমার আর নেই, তবে তার সব থেকে প্রিয় চ্যানেল এ তার জন্য কয়েকটা লাইন আমি রেখে যেতে চাই, এই গল্পটা আমার কাছে অনেক বেশি কিছু, সবথেকে প্রিয়, তার কাছেও .... হয়তো সে আবার কোনদিন এই গল্পটা শুনতে এলে , আমার কমেন্টটা তার চোখে পড়বে....."you know what, আমার না নিজেকে এখন পাথরের মতো মনে হয়.. নিষ্প্রাণ লাগে ভীষণ... কিছুতেই কোনো হেলদোল নেই, কাউকে কল, মেসেজ করে বিরক্ত করিনা, দেখা করার জন্য কান্নাকাটি করিনা,সেলফি চেয়ে চেয়ে অতিষ্ঠ করে তুলি না,মিস করে কান্নাকাটি করিনা, বড্ড বেশি শক্ত হয়ে গেছি, তুমি ‌না ,আমার দুঃখ হয়ে থেকো বুঝলে ,সুখ এর থেকে দুঃখ আমার বড়ো প্রিয়....."তুই হয়তো ভালোই আছিস,আর আমিও মন্দ নেই,তবু অসময়ে এসে স্মৃতি গুলো বুকে আঁকিবুকি কাটবেই,তুই কতদূরে চলে গেলি, তোকে হারিয়ে ফেলেছি আমি,এই দুঃখটা হয়ে থাক,এই‌ দুঃখটা বড় দামী.."দুঃখ দেওয়ার ক্ষমতা তো সবার থাকে না, তোমার আছে, আমাকে দুঃখ ‌দেওয়ার অধিকার তোমারই সব থেকে বেশি,... আমাদের হয়তো কথা হবে না আর, তবে তুমি আমার জীবনে ওই‌ নির্জীব বস্তুতে প্রান সৃষ্টি করা দুঃখের মতো দামি হয়ে থাকবে সারাজীবন... আমি তো বরাবরই দুঃখ বিলাসী.... দুঃখ আমায় বড়ো বেশি কাছে টানে.. ভালো থেকো খুব, খুব খুব ভালো থেকো তুমি... আমি দূরে থাকলেও , তুমি জেনো আমার শুভেচ্ছা সবসময়‌ তোমার সাথে থাকবে, নিজের সব স্বপ্ন পূরণ কোরো...আসি!!!!

  • @Shubhadipbachar
    @Shubhadipbachar Год назад +1

    স্যার আপনি একদম বাজে মানুষ, কেনো আপনি এই গল্পটা রিলিজ করলেন,আমি প্রত্যেক বার এটা শুনি আর একা একাই কেঁদে ফেলি , আর একটাই কথা ভাবি হয়তো এই গল্পের কিছুটা আমার নিজের ওপরেই প্রযোজ্য।

  • @hysagain
    @hysagain Год назад +2

    Sayak Dar Jibon Theke Khablano Onekta 🙂😲🥺

  • @arundhatiray2152
    @arundhatiray2152 Год назад +2

    অনেক কথা লিখতে ইচ্ছে করছে।কিন্তু শব্দ গুলো গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে।কোনো গল্প শুনে চোখ দিয়ে অঝড়ে জল পরেছে কিনা এরম মনে নেই।পরেনি বলেই হয়তো মনে নেই।তবে এই গল্প টা একাত্ম হয়ে থাকবে চিরকাল।কিছু কিছু গল্প আর গল্প হয়ে থাকেনা।মনে হয় কেউ যেনো নিজের না বলা কথা গুলো অতি সাবধানে অতি সুন্দর শব্দচয়ন এ গেঁথে দিয়েছে।সায়াক দাদা আপনি আর এরম গল্প লিখুন বলবনা।এটা shera হয়ে থাক।আমার শ্রদ্ধা জানাই।☺️☺️

  • @Subaldutta007
    @Subaldutta007 Год назад +1

    সায়কদা একদিন একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান না! 🥺🙂

  • @shree9481
    @shree9481 Год назад +5

    এই ঝুমঝুমিওয়ালার মধ্যে একটা মায়া আছে, কেমন একটা অচেনা জাদু আছে যেটা ইচ্ছে করলেই ভেতর থেকে সব অনুভূতিগুলোকে এক সূত্রে গেঁথে অদ্ভুত দক্ষতায় টেনে বাইরে নিয়ে আসতে পারে l
    এই গল্পটা নিয়ে এক কথায় কিছু বলাটা just impossible.. ❤️❤️❤️
    #magician✨️❤️

  • @hysagain
    @hysagain Год назад +1

    11:41 🤣 esob Dilogue sunle kan jha jha kore othe...virg...n bou er akal...🤣true

  • @hysagain
    @hysagain Год назад +2

    30:06 line ta 🤣

  • @aninditadas4819
    @aninditadas4819 Год назад +1

    Jhum jhumiwala english gan bojhe..bangla gan e vab prokash hoina hoito ajkal...

  • @avijitbiswas270
    @avijitbiswas270 Год назад +6

    দাদা তোমার গল্পঃ গুলো শুনলে কোন এক অচেনা জগৎ এ হারিয়ে যায় 😌😌🥰সব ধরনের মানসিক চাপের থেকে তখন নিজেকে মুক্ত লাগে 😌😌😌Big fan da💖💖

  • @Iam.............
    @Iam............. Год назад +3

    সত্যিই আসাধরণ এক আবেশ আছে এই গল্পে। সায়ক তুমি অনেক বড় মাপের লেখক। তোমার ভাবনার গভীরতা অনেক বেশি। একদিন সেটা আমার মত সকলেই বলবে দেখো। অনেক বড় হোক তোমার কলম।

  • @Zero-pp4oq
    @Zero-pp4oq 11 месяцев назад +1

    My insane heart literally urge for a 1hr audio jekhane shudhu jhumjhumi walar jhumjhumir shobdo hobe. Yea ik I'm kinda psychopath!

  • @lipikamukherjee8190
    @lipikamukherjee8190 Год назад +1

    Khube vhalo laglo ata thik anno rokomer golpo. Na thik golpo na. Puropuri bastab. Arokomghotona jodi sobar jebone hoto to be kotoi na vhalohoto. Ami er age joto golpo suneche tar morbhe sabchey best golpo.

  • @hysagain
    @hysagain Год назад +1

    16:02 eki mone hocche sayak dar gola dhore elo...oh tar maney life theke khablano 😲

  • @strugglegameing3606
    @strugglegameing3606 Год назад +13

    The story of loneliness ✨❤

  • @debayan005
    @debayan005 Год назад +1

    Jhumjhumi wala holo amader jiboner kannar moto... Kanna jemon sudhu nona jol niye jay na chole jay dukkho kostou thik tamon e jhumjhumi walao niye jay sob asha akankha, na puron howa kichu swopno 😊

  • @hysagain
    @hysagain Год назад +1

    Arekta Premaspad Guptasamiti r Moto Golpo Chai 🥰

  • @গলপ-য৭শ
    @গলপ-য৭শ Год назад +1

    Etai to jibaner pathchola! Megh bolechhe jabo jabo,raat bolechhe jai, sagar bole kul milechhe, aami to aar nai - Kobi Guru Rabindranath Thhakur er rachona te o to ei bhabonar chhaya

  • @sri_techsavvy
    @sri_techsavvy Год назад +3

    Sayak Aman holo ekhonkar Manik Bandopadhyay 💕💕💕💕

    • @hysagain
      @hysagain Год назад

      তুলনা না দেয়াই ভালো

  • @sanjidaakter9367
    @sanjidaakter9367 Год назад +6

    “Kichu kichu manuser mrittur agei tader atta more jay” this is absolutely true…Salam to Sayak Da from Bangladesh 🇧🇩 ❤

  • @SubhamChowdhury97
    @SubhamChowdhury97 Год назад +3

    Life e responsibility er sense ta develop hoye gele self er murder amra nijerai kore feli, amra selfish hoye thakte parina, karon amader porijonera amader dike mukh egie thake, jodi chele/meye tar kono goti hoye jaye, she for the society i hok, ba as a sense of responsibility i hok, for the betterment of the child. Amader parents rao koreche, amrao korchi, amader future generations rao korbe. We have accepted that part of our lives. Those who go against the tide are either successful or are completely obliterated from existence. Golper concept ta mone onek daag keteche karon erom phase e amaro life jachhilo, at least up until 6 months ago. Sayak da sotti mon diye golpo take likheche, mone holo na deliberately golpo take lekhbar jonnei likheche. It felt like he actually felt this story, the way it fluently and smoothly went along and came to a conclusion which we all know but this transition was really worth every penny of my data pack.

    • @hysagain
      @hysagain Год назад

      True 🥺🙂

    • @DarkHorse198
      @DarkHorse198 Год назад

      What really happened in the end? was everything in his mind or he actually went away leaving his duplicate behind then it will fall under science fantasy isn't

    • @SubhamChowdhury97
      @SubhamChowdhury97 Год назад

      ​@@DarkHorse198it's based upon the listener's interpretation. you can call it open ended, because it lets you think on all the possible explanations...

  • @hysagain
    @hysagain Год назад +1

    38:13 banglar narikul sesh 🤣🤣🤣 anonde pagol hobe

  • @Sorifullsekh
    @Sorifullsekh Год назад +5

    এই গল্পটা ঠিক সাতবিলের মাঠ এর মতো চোখে জল চলে এলো 😭😭😭😭😭

  • @atiqaislam7896
    @atiqaislam7896 Год назад +2

    What If one day jhumjhumiwala comes in my area and take me with him. Maybe that another me will be better than this me..
    Will be loved and cared by everyone!!

  • @asanjanchanda5310
    @asanjanchanda5310 Год назад +2

    Bob Dylan er Mr tambourine man!! 🖤🖤

  • @shilpachatterjee3607
    @shilpachatterjee3607 Год назад +1

    Sayak Aman chara ai upolobdhi ai golpo somvob na 💖

  • @MohonaDebroy
    @MohonaDebroy Год назад +2

    আমি ত্রয়োদশ কমেন্ট করলাম।
    ধন্যবাদ।

    • @pritamchowdhury2395
      @pritamchowdhury2395 Год назад

      পঁয়তাল্লিশ নম্বর মন্তব্য 😝

  • @hysagain
    @hysagain Год назад +1

    Kheya Kheya Vibe Ache...But Onnorokom 🤭🙂

  • @nabanitroy1121
    @nabanitroy1121 Год назад +1

    Osadharon o ak kothay onoboddo... Chirachorito swad theke ektu vinno. Ami sunechi jibone onekei nijeke hariye fele, pore nijeke khuje pay... Sotti ki khuje pay, naki hariye jaoa manush ta chirokaler motoi hariye jay. Tar jaygay jege othe akta nirjib mukhosh..

    • @PhenomenalArchive
      @PhenomenalArchive Год назад

      Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please...

  • @munnavai469
    @munnavai469 Год назад +2

    বতর্মান লেখক কুলে ( সায়ক দা ) top ten বা সেরা ১০ এর মধ্যে রয়েছেন।
    আর কেমন আছো সায়ক দা ও তমাল দা?
    গল্পের নাম টা কিন্তু হেব্বি হয়েছে ( ঝুম ঝুমি ওয়ালা)
    শুনছি ও সাথেই আছি আমি (গল্প পাগলা)
    সেই সুদূর ওপার বাংলা থেকে।

  • @mdshobuj7766
    @mdshobuj7766 Год назад +1

    midnigh horror station বর্তমানে Sunday suspence এর থেকে ভালো পারফরম্যান্স করছে

  • @suvochakraborty3355
    @suvochakraborty3355 Год назад +3

    এই গল্প নিয়ে যদি শর্ট ফিল্ম হয় তো আমি ১০০০ বার ও দেখতে রাজি 😍😍😍🥹🥹

  • @javedd2768
    @javedd2768 Год назад +2

    হ্যাঁ, আমি জানি গল্পটা আপনি আবার শুনতে এসেছেন আমারই মতো।

  • @tanusreebatabyal9973
    @tanusreebatabyal9973 Год назад +2

    Darun darun ekkothay asadharon

  • @moutulidataspacesecurity1414
    @moutulidataspacesecurity1414 Год назад +4

    অভূতপূর্ব অনুভূতি হলো
    Kudos to you Sayak Aman
    এমন একটি real subject choose করার জন্য যেটা আমাদের প্রত্যেকের জীবন এর একটি অঙ্গ

  • @alipiaislamtomaislam139
    @alipiaislamtomaislam139 Год назад +4

    বাস্তবতার একটা ভিষন সুন্দর চিত্র ফুটে উঠলো যেন চোখের সামনে। ইশশ যদি এমন একজন ঝুমঝুমি ওয়ালা থাকতো এই সমাজে তাহলে হয়ত ক্ষয়ে যাওয়া মানুষ গুলো নতুন জীবন পেত🎀
    এপার বাংলার একজন শুভাকাঙ্ক্ষী 😇
    অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো
    MHS এর সকল টিম মেম্বার এর প্রতি💙♥️

  • @dghhhhg
    @dghhhhg Год назад

    গল্প গুলো ভালো । কিন্তু গল্প পাঠের স্টাইল সেই একখেঙেমি, একটুখানি বদলানো উচিত 😭😭😭😭😭😭😭,,

  • @ritwikadas7258
    @ritwikadas7258 Год назад +1

    Ei maa baba r harie jaoa bapar ta khub feel krlm. Sbai jno Kirm palte gache . Maa nijer sharirik asusthotay jno Kirm harie gache akhn jno kokhono kokhono chinte pari na r baba o okaron e baka ktha blen jdio ami thik somoy e chakri tao peyechi. Oi na thaklei noy shomporko gulo Kirm jno alga hoe asche .

    • @Deeep001
      @Deeep001 Год назад

      বেশ বলেছেন ✨

  • @ravaanraajyt8276
    @ravaanraajyt8276 Год назад +17

    সায়ক দা তুমি জীবন্ত বিস্ময়।
    যত দেখি, শুনি, পরি, ততই অবাক হয়ে যাই।
    এই সময় এও যে তোমার মত ভাবনা চিন্তা করার মানুষ আছে এটাই আমাকে আরো বেশি করে অবাক করে।
    অসংখ্য ধন্যবাদ স্যার, সায়ক আমান। ❤️❤️

  • @rakabasu2428
    @rakabasu2428 Год назад +2

    এই লেখার জন্য আপনার গর্বিত হওয়া সাজে...সায়ক।

  • @sayanroy1641
    @sayanroy1641 Год назад +3

    Hey, Mr. Tambourine Man, play a song for me
    I'm not sleepy and there is no place I'm going to
    Hey, Mr. Tambourine Man, play a song for me
    In the jingle jangle morning I'll come following you
    Though I know that evening's empire has returned into sand
    Vanished from my hand
    Left me blindly here to stand, but still not sleeping
    My weariness amazes me, I'm branded on my feet
    I have no one to meet
    And the ancient empty street's too dead for dreaming
    Hey, Mr. Tambourine Man, play a song for me
    I'm not sleepy and there is no place I'm going to
    Hey, Mr. Tambourine Man, play a song for me
    In the jingle jangle morning I'll come following you
    Take me on a trip upon your magic swirling ship
    My senses have been stripped
    My hands can't feel to grip
    My toes too numb to step
    Wait only for my boot heels to be wandering
    I'm ready to go anywhere, I'm ready for to fade
    Into my own parade
    Cast your dancing spell my way, I promise to go under it
    Hey, Mr. Tambourine Man, play a song for me
    I'm not sleepy and there is no place I'm going to
    Hey, Mr. Tambourine Man, play a song for me
    In the jingle jangle morning I'll come following you
    Though you might hear laughing, spinning, swinging madly across the sun
    It's not aimed at anyone
    It's just escaping on the run
    And but for the sky there are no fences facing
    And if you hear vague traces of skipping reels of rhyme
    To your tambourine in time
    It's just a ragged clown behind
    I wouldn't pay it any mind
    It's just a shadow you're seeing that he's chasing
    Hey, Mr. Tambourine Man, play a song for me
    I'm not sleepy and there is no place I'm going to
    Hey, Mr. Tambourine Man, play a song for me
    In the jingle jangle morning I'll come following you
    And take me disappearing through the smoke rings of my mind
    Down the foggy ruins of time
    Far past the frozen leaves
    The haunted frightened trees
    Out to the windy beach
    Far from the twisted reach of crazy sorrow
    Yes, to dance beneath the diamond sky
    With one hand waving free
    Silhouetted by the sea
    Circled by the circus sands
    With all memory and fate
    Driven deep beneath the waves
    Let me forget about today until tomorrow
    Hey, Mr. Tambourine Man, play a song for me
    I'm not sleepy and there is no place I'm going to
    Hey, Mr. Tambourine Man, play a song for me
    In the jingle jangle morning I'll come following you.

  • @suvoss821
    @suvoss821 Год назад +1

    Golpo suneo je chokhe jol ase ei bujlm 22:00 e

  • @srabantisaha9285
    @srabantisaha9285 Год назад

    Hriday chnuye galo..... Coincidentally Ami ekhon emon e ek monkharap ER kushay dube achi .... Tabu o pratidin katchey khub swabhabik bhabei.....hoyto adrishyo jhumjhumiwala r sparshe

  • @desikalakar1831
    @desikalakar1831 Год назад +3

    US Moment ❤️🙏🏻
    Nijeke Jodi Ebhabe Interchange Kora jeto then present situation theke mukti paoa jeto...
    Loker ki ei ba jai ashe ✨
    Thank You Sayak Da For The Story ❤️

  • @lovelifehobby
    @lovelifehobby Год назад +1

    AMI KOBE CHOLE GECHI KEU JANTEO PARBENA TAI NAH...???
    Ufffff.... This line...💔💔💔
    Keu jante pareni jodio aaj o...🙂

  • @shresthadutta8815
    @shresthadutta8815 Год назад

    bangla sahityo notun kingbodonti pete choleche.........Respect to Sir Sayak Aman

  • @nurislam2436
    @nurislam2436 Год назад +2

    দাদা কি দিযেছো, কাল থেকে 10 পার সুনেছি তাও মন ভরছে না, যতো বার সুনছি ততো বার মনের ভিতর একটা দাক কেটে যাচছে,ওরাম যদি শত্ ঝুম ঝুমি বালা আসতো সবার জিবনে

  • @hysmemes1857
    @hysmemes1857 Год назад +2

    50:42 কি কান্না জড়ানো গলা 🥺

  • @dalidey1994
    @dalidey1994 18 дней назад

    ঠিক আমার মত। মনে হয় ভেতর থেকে কিছু হারিয়ে গেছে কিছু খুঁজে পাচ্ছিনা। নিজের সত্তাকে নিজে হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে আমি কি চাই আমি নিজেও জানিনা।😢

  • @Atanu18745
    @Atanu18745 Год назад +5

    Psychological thriller !!☠🌠

  • @shree9481
    @shree9481 Год назад +17

    Uffff চাতক পাখির মত এই গল্পটার পথ চেয়ে বসে আছি 🥺🥺❤️❤️

  • @rajasarkar2145
    @rajasarkar2145 Год назад +2

    Opekkhar Oboshan Ghotlo ❤️😇

  • @rajasarkar2145
    @rajasarkar2145 Год назад

    Beche thakar gaan gaay Jhumjhumiwala Chelebelar kothagulo Mone koriye dey ঝুম ঝুমি ওয়ালা ❤️

  • @mdmubassirtanjimrahi8394
    @mdmubassirtanjimrahi8394 Год назад +12

    এটা সাইকোলজিক্যাল থ্রিলার!
    সত্যি বলতে মিউজিক, গল্প, ঝুমঝুমি, আহাজারি,চাপা আর্তনাদ,,,,, সবকিছু যেন নিজেকেই ইঙ্গিত করছে!🙂
    কাঁদতে গিয়েও পারলাম না কারণ কবে থেকে যেন চোখের পানির সাগরে খরা এসেছে

    • @subhomondal6844
      @subhomondal6844 Год назад +1

      সত্যি অনুভব করলাম🙂

  • @monicahazra6813
    @monicahazra6813 Год назад +3

    ভাষা হারিয়ে ফেলেছি গল্পটা শুনে ❤️
    যতো বলবো ততোই কম বলা হবে লেখকের সম্পর্কে, জীবনের কঠিন সত্যিটা এভাবে কেউ বলবে ভাবতেও পারিনি।

  • @ArshitaDhara
    @ArshitaDhara Год назад +7

    Are you kidding me ?! 3/4 বছর আগে এই গান এক গল্পে দিয়েছিলে। আজ তোমার গলায় শুনে খুব খুশী ❤️ আমার প্রিয় গান। এটার আলাদা file পাওয়া যাবে? Without hurting any copyright issue ? Few metaphors are hitting exact spots as intended, truly amazing. ❤️🤩

  • @bubainath9189
    @bubainath9189 Год назад

    Proti ta shobder ontornirhito onubhuti gulo ekta ekta kore khawto eke diye gelo....🙄ami eta mone rakhbo.... nijeke aynar samne dekhar moto holo bepar ta....uffff.....painful enjoyment....😌 awesome.....I need to meet that jhumjhumi wala guy....asap☺️

  • @roydipak71
    @roydipak71 Год назад

    সায়ক দা এটা ঠিক হচ্ছেনা,,মনের সব অনুভুতি গুলো তুমি যাদুবিদ্যায় জেনে নিয়ে তারপর সেটা দিয়ে গল্প বানিয়ে কাঁদিয়ে ছাড়বে সেটা ভালোনা, তুমি ভালো থেকো, সত্যিই সুন্দর গল্প,,

  • @souravsarkar7091
    @souravsarkar7091 Год назад

    গল্প টা সত্যি দারুন। আর উপস্থাপনাটাও দারুন করেছেন। খুব সুন্দর। এগিয়ে যান।
    তবে এই গল্প টা মন কে একেবারে নাড়িয়ে দিয়ে গেল।

  • @susmitasarkar9962
    @susmitasarkar9962 Год назад

    আমি কর্পোরেটের লাথি খাওয়া নাইট শিফট করা মানুষ। যার অনেক অনেক স্বপ্নের লাশের ওপর দিয়ে হেটে যেতে হয় ওই সেক্টর 5 এর মাথা উঁচু করা ইমারতের দিকে। যেতে যেতে লাশ গুলোর মরা পঁচা গন্ধে গা টা গুলিয়ে ওঠে। স্যালারি স্লিপের মাস্কটা টাইট করে মুখে আটকে টাকার গন্ধ একটু গায়ে লাগিয়ে গাল দুটো বাড়িয়ে দি বাস্তবের হাতের সামনে। সপাটে কয়েকটা চর খেয়ে শরীরটা ঝরঝরে হয়, ওই পঁচা গন্ধটা আর আসেনা। বেশ একটা আমার মতোই দেখতে মানুষ তৈরী হয় যাকে দিয়ে অনায়াসে কাজ করিয়ে নেওয়া যায়। এমন অবস্থায় দুটো বাজে লোক তাঁদের লেখা বই গুলো বিনামূল্যে বিলি করতে থাকে। আমি জানি লেখা গুলোর ওপর একটা বড়ো ক্রস সাইন রয়েছে। ওগুলো নিরাপদ নয়। তাও ভুলবশত পরে ফেলি। শরীর জুড়ে একটা তীব্র জ্বালা শুরু হয়, অসহ্য সেই যন্ত্রনা। একটু একটু করে তৈরী করা সেই অবিকল আমার মতন মানুষটা গলে ধুয়ে যায়। ছিঁড়ে যায় মুখের মুখোশ, ধুয়ে যায় টাকার গন্ধ। আবার সেই পঁচা গলা লাশের গন্ধ, গা গুলিয়ে যায়। স্বপ্ন গুলো রঙিন প্রজাপতির মত ফরফর করে ওঠে। তারা আমায় দেখে চিৎকার করে বলে তুমি হেরে গেছো। আমার সাজানো বাস্তব জীবনটা যে একটা কালকুঠুরি টা চোখের সামনে স্পষ্ট হয়ে যায়। কিন্তু বাস্তবে কোনো ঝুমঝুমি ওয়ালা আসেনা। বাস্তবে শত জ্বরের পরেও আমি দিব্য বেঁচে থাকি। কংক্রিটের দুনিয়া ছেড়ে ওই গ্রামের পথে পারি দিতে পারিনা। তখন সেই লোক দুটোর লেখা আমি ছুড়ে ফেলে দি। আমায় প্ৰিয় বিভূতি বাবু আর সায়ক দাকে আমি আর ধারে কাছেও ঘেঁষতে দি না। আমার স্বপ্নের লাশ গুলোর সাথেই রেখে দি তাদের।

  • @Goodfood341
    @Goodfood341 Год назад

    Hoito glpo ta vlo...!!! Ekhn onk audio te slang language use kra hche!!! Mhs eta expect krini...!! Vodro bhabe nijer message express kra jai...!!! Baire berole literate illiterate sbr mukhe slang sona jai...!! Trpr relax er time e audio teo....!! I highly condemn this....!!

  • @হাতেখড়ি-চ২চ

    ভালোলাগছেনা, তোমার কন্ঠ আমার ঘুমপাড়ানির গান । জীবনে অনেক সম্পর্ক বদলাতে দেখেছি এখন আর ইচ্ছে করেনা কিছুই । থেমে গেছি এক্কেবারে, ভালো থেকো ম্যাজিশিয়ান । নতুন কারো সাথে পরিচয় না হওয়াই ভালো ।

  • @nipamoninisa.official
    @nipamoninisa.official Год назад +3

    অনেক দিন পর আজকে একটা গল্প মন ছুয়ে গেলো, সায়ক আমানের গল্প মানেই জাদু, অনেক অনেক ধন্যবাদ এমন একটি গল্পের জন্য 💛💚🧡

  • @sumitalaha1092
    @sumitalaha1092 Год назад

    Uff.. sunte sunte bondho kire dilm... 1st time kono audio story complete korlm na.. depressed kore diche... Baba go

  • @RohitMondal24
    @RohitMondal24 Год назад

    এরকম ভাবনা আসে কীভাবে!!!!যেন কথা দিয়ে ছবি আঁকা হলো একটা। রবীন্দ্রনাথ যদি আজ সশরীরে থাকতেন নিশ্চয়ই সায়ক আমানের প্রশংসা না করে পারতেন না। কথাটা হয়তো বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু সাহিত্য রস বুঝলে এই কথার অর্থ বোঝা যাবে।

  • @hysagain
    @hysagain Год назад +1

    মানুষের ভিতরের একাকীত্বের দহন থেকে মানুষের মনকে এভাবে Vagabond এর মত হাই লাইক ঈশান 🥺

  • @sabbirahamed2210
    @sabbirahamed2210 10 дней назад

    কলকাতা থেকে বাংলাদেশে কবে আসবে ঝুমঝুমি'ওয়ালা❤️‍🩹

  • @papiyamalik4559
    @papiyamalik4559 Год назад +2

    এমন ঝুমঝুমি ওয়ালা বাস্তবে থাকাটাও ভীষন জরুরী 😌😌

  • @gourabdas7605
    @gourabdas7605 Год назад +2

    স্বয়ং সৃষ্টিকর্তা, যে আমাদের তথা আমাদের অনুভূতি গুলি সৃষ্টি করেছেন তিনিও আমাদের এই কঠিন অনুভূতি গুলো ততটা বুঝতে পারবে না যতটা সায়ক দা পেরেছেন। অসংখ্য ধন্যবাদ সায়কদা , তুমিই আমাদের ঝুম ঝুমি ওয়ালা 😃

  • @MdNahid-tx1bj
    @MdNahid-tx1bj Год назад

    হয়তো ইশানের মতোই আমার অবস্থা। কিন্তু বাস্তবে ঝুম ঝুমি উলা আসে না। এমন করে নিয়ে যায় না। কষ্ট করে নিজেকেই সমাজের রং ডং এ মানিয়ে নিতে হয়। না চেয়েও নিজেকে পাল্ঠে ফেলতে হয় বা এই ভাবেই নিজের ভাবে নিজেকে নিয়ে চলতে হয়।এটাই কঠিন বাস্তবতা

  • @dipankarroy2631
    @dipankarroy2631 Год назад +2

    এমন ঝুমঝুমিওয়ালার আমি কবে দেখা পাবো কে জানে। মানুষের ছেলেবেলাটা বা অতীত তা বড়ই প্রিয় হয়। সায়কদার লেখার জাদুতে আমি হারিয়ে গেছিলাম। ধন্যবাদ সায়কদা মনের মৃত মানুষটাকে মাঝে মাঝে জাগিয়ে তোলার জন্য। তুমি বস অসাধারণ।
    তোমার তুলনা তুমি নিজেই...

  • @myblackptump
    @myblackptump Год назад +2

    তবে গল্পটি বুঝতে পারি আর না পারি।। অজান্তে মনের অন্তরালে ।কে যেন একরাশ শান্তির প্রলেপ ছড়িয়ে দিল ❤️❤️