Water level pipe, ওয়াটার লেভেল পাইপের ব্যবহার

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • ওয়াটার লেভেল পাইপের সজ্ঞা যদি খুব সহজ করে বলি তাহলে বলতে হয় দুইটি বস্তুর উচ্চতার সমতা নির্ণয় যা ওয়াটার লেভেল পাইপের ভিতরে পানি প্রবেশ করে বস্তুর সমতা নির্ণয় করা যায় খুব সহজে।
    দুটি বস্তুর মধ্যে একটিকে অন্য একটির রেফারেন্স ধরে কিভাবে উচ্চতা সমান করতে হয়, তা এ্ই ভিডিওতে বাস্তবে দেখানো হয়েছে।
    প্রথমত আমরা একটি উঁচু স্থানে পানির পাত্র রাখবো , পাইপের ভিতরে পানির কালার সহজে বুঝানোর জন্য আমরা পানির কালার বেগুনি করে নিয়েছি। উঁচু স্থানের পানির পাত্রের পাইপের একটি অংশ প্রবেশ করানোর পর বাকি অংশটি নিচু স্থানে রেখে মুখ দিয়ে পানি টেনে বের করার চেষ্টা করবো।
    উপর থেকে পাইপের নল বেয়ে পানি গুলো নিচে নেমে যাচ্ছে , খুব সতর্কতার সাথে দেখতে হবে পাইপের ভিতরে জেনো কোনো প্রকার বাতাস না থাকে ।
    পুরোপুরি পাইপের ভিতরে পানি দিয়ে ভরা হলে আমরা পাইপের নল দুটিকে এক খানে করে দেখবো পানির স্তর সমান আছে কিনা।
    এবার রেফারেন্স লাইনের জন্য আমরা রাস্তার মাঝ বরাবর একটি রেফারেন্স খুঁটি পুঁতে দিব , রাস্তার উপরি পৃষ্ঠ থেকে খুঁটির ঠিক ২ ফুটে মার্কিং করে নিয়েছি, আপনারা চাইলে সুবিধা মতো পরিমাপ নিতে পারবেন।
    রেফারেন্স খুঁটির ২ ফুটে পাইপের নল দিয়ে পানির স্তর মার্কিং স্থানের সাথে হুবুহু মিলিয়ে নিব , পানির স্তর মিলে গেলে অপর পাশে পাইপের নলে থাকা পানির স্তর বরাবর মার্কিং করে নিবো ,
    এবার ফ্লোরের মার্কিং স্থানে পরিমাপ করে দেখব রাস্তা থেকে ফ্লোর কতটুকু আপডাউন আছে।
    আর এভাবে আমরা খুব সহজে বস্তুর সমতা নির্ণয় করতে পারি ,
    আপনাদের সুবিধার্তে আমরা আরো একটি ভিডিও প্লে করে দেখাচ্ছি
    আসা করি এবার খুব সহজে বুঝতে পারবেন।
  • РазвлеченияРазвлечения

Комментарии • 3

  • @samiallbangla143
    @samiallbangla143 10 месяцев назад +1

    স্যার কেমন আছেন.?❤

    • @kamrulcont
      @kamrulcont  10 месяцев назад +1

      আলহামদুলিল্লাহ! তুমি কেমন আছ?

    • @samiallbangla143
      @samiallbangla143 10 месяцев назад

      @@kamrulcont আলহামদুলিল্লাহ