ছেলেদের নিয়ে যে কথা গুলো কেউ বলতে চায় না। Bangla motivational video| বাংলা অনুপ্রেরণামূলক ভিডিও।

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025
  • Emran Hossen Sumon.
    আমাদের ফেইসবুক পেইজ লিংক - / sumon.emranhossen
    বিভিন্ন প্ল্যাটফর্মে মেন্টাল হেলথ, রিলেশনশিপ ক্রাইটেরিয়া, পার্টনারের কতটুকু সাপোর্টিভ হওয়া উচিত, আমি কেমন ব্যবহার পাওয়ার যোগ্য- এসব নিয়ে ছোট বড় অনেক আর্টিকেল, পোস্ট লেখা হয়।
    অধিকাংশ পোস্ট দেখা যায় নারীকেদ্রিক হয়। মেয়েরা নিজেরাও এ নিয়ে বেশ কনসার্নড থাকে এবং বিষয়গুলো শেয়ার করে।
    মোটের উপর হিসেব করলে দেখা যায় ছেলেদের নিয়ে কথা বলার হার তুলনামূলক কম। এর মূল কারণ দুইটি-
    ছেলেরা নিজেরাই নিজেদের ইমোশনাল প্রয়োজনীয়তাগুলো প্রকাশ করতে সংকোচ বোধ করে।
    ২। অন্য অনেক অসত্য বচনের মতো বহুল প্রচলিত একটি অসত্য হলো ইমোশনাল কথা বললে 'ম্যানলি' ভাবটা থাকে না। যে যত কম ইমোশনাল সে তত বড় 'পুরুষ'।
    কিন্তু প্রয়োজনীয়তা আছে, অনেকাংশেই আছে।
    জীবনের অনেক হাবিজাবি দায়িত্ব নিতে গিয়ে চাপে পড়ে যেকোনো ছেলে একসময় না একসময় ক্লান্ত হয়। তখন তার দরকার হয় কিছু দুঃখের কথা, কিছু হাহাকার শেয়ার করা।
    এখন ওপেন প্ল্যাটফর্মে বা বন্ধুদের কাছে এসব নিয়ে বলা ট্যাবু। বললে 'ম্যানলি' ভাবের উপর দাগ পড়ে। আবার পার্টনারের কাছে বলতে সংকোচ হয়। যদি দুর্বল ভাবে কিংবা জাজ করে।
    কথা জমতে জমতে দেখা যায় হয় ছেলেটা খিটখিটে হয়ে গেছে বা নাম্ব হয়ে গেছে। জগত ভর্তি তাই বিষন্ন পুরুষের সংখ্যা অনেক বেশি।
    মুড সুইং এর কথা যদি বলি। ছেলেদেরও হুটহাট মন খারাপ হয়, ভাল্লাগে না, বিরক্ত লাগে। কিন্তু মোটামুটি সবকিছু চেপে-টেপে রেখে সারকাস্টিক অভিব্যক্তি বজায় রাখার একটা চেষ্টা তারা করে। হিউমার অ্যাজ এ ডিফেন্স মেকানিজম আর কি।
    .ছেলেদের প্রতি পৃথিবীর এক্সপেকটেশন কম না। কামাই-রোজগার করতে হবে, সংসার পালতে হবে, দায়িত্ব নিতে হবে। এবং সবকিছু করতে হবে পুরুষত্বের অবয়ব ধরে রেখে।
    মাঝেমধ্যে এ থেকে বিরতি প্রয়োজন। মাঝেমধ্যে খুব চাইল্ডিশ কিছু সাপোর্ট প্রয়োজন। মাঝেমধ্যে দুর্বল বা ইমোশনাল হয়ে অনেক কিছু বলে ফেলা প্রয়োজন।
    পরিসংখ্যান বলে পুরুষ মানুষ হচ্ছে পৃথিবীর সবচাইতে অসহায় প্রাণী। .
    পৃথিবীতে আত্মহত্যাকারীদের মধ্যে ৭৫% ই হলো ছেলে।
    গৃহহীন মানুষের মাঝে ৮৫% হচ্ছে পুরুষ।
    -খুন হওয়া মানুষের মাঝে ৭০% হচ্ছে পুরুষ।
    কর্মক্ষেত্রে মারা যাওয়াদের মধ্যে ৯৩% হচ্ছে পুরুষ - পুরুষেরা মহিলাদের চাইতে ৩-৬ বছর আগে মারা যায়।
    -এমনকি করোনা মহামারীতে নারীর ৩গুন বেশী মারা গেছে পুরুষ।
    প্রতি বছর মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের চাইতে বেশি পুরুষ প্রোস্টেট ক্যান্সারে মারা যায়।
    পৃথিবীর প্রায় প্রতিটি দেশে সমান অপরাধের জন্য একজন পুরুষ একজন মহিলা আসামীর চাইতে বেশি সাজা ভোগ করে।
    পৃথিবীর প্রায় সব দেশেই জীবন সংসারে সকলের কল্যাণে সব চেয়ে বেশী শারীরিক ও মানুষিক শ্রম দেয় পুরুষ।
    পৃথিবীর প্রায় সব দেশে নারী নির্যাতন আইন থাকলেও পুরুষ নির্যাতন আইন নেই।
    সম্ভবত পুরুষ জাতি পৃথিবীর সবচাইতে অবলা জাতি।
    .
    Let’s not be judgemental towards a man who is just being emotional.
    #bangla_motivational_Video
    #bangla_motivational_status
    #motivation
    #অনুপ্রেরণামুলক_ভিডিও
    #মটিভেশনাল_ভিডিও

Комментарии • 5

  • @MissOnOfThe
    @MissOnOfThe Год назад +1

    আসসালামু আলাইকুম ভাইয়া ❤❤❤

    • @emranhossen.sumon1
      @emranhossen.sumon1  Год назад +2

      ওয়ালাইকুম আসসালাম❤️❤️

  • @Factmayou
    @Factmayou Год назад

    চরম বাস্তব 💔😅😔

  • @pushpenshil3403
    @pushpenshil3403 8 месяцев назад

    আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান এ পড়াশুনা করছেন ভাই ।❤