চা এর দেশ শ্রীমঙ্গল || Ep-5 ||Sylhet to Cumilla || India To Bangladesh Bike Trip 🇮🇳🇧🇩

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 593

  • @dipanjan82
    @dipanjan82 Год назад +53

    বাংলাদেশের আতিথেয়তা এক কথায় Second To None. আর দাওয়াত জিনিসটা সত্যিই খুব "চাপের" হয়ে যায়. আমরা খেতে খেতে ক্লান্ত হয়ে যাই, ওনারা খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হন না. ২০১৯ এ ২২ দিনের বাংলাদেশ ট্যুরে আমি মুগ্ধ. ৩০% যদি দেশের কারণে হয় তো ৭০% দেশের মানুষের কারণে. আবার ও যাবো বাংলাদেশ

  • @tusherkanti914
    @tusherkanti914 Год назад +46

    আপনার মাধ্যমে আমি পুরো বাংলাদেশ ঘুরে নিলাম । বাংলাদেশ এবং ওখানকার মানুষজন দের ব্যাবহার দেখে ভালো লাগলো । আপনাকে এবং আপনার team কে salute.

  • @subhendu13
    @subhendu13 Год назад +97

    পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ অনেকে বলে এপার বাংলা ওপার বাংলা এই দুই বাংলা মিলে মিশে এক আমরা সবাই বাঙ্গালী আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের গর্ব আমাদের কবি রবীন্দ্রনাথ আমাদের কবি নজরুল এটাই আমাদের গর্ব

    • @kox3712
      @kox3712 Год назад +1

      কই কি লুঙ্গি বাহিনী 😂😂😂

    • @rideformemories463
      @rideformemories463 Год назад

      @@kox3712 Tomra kakhono alada korte parbena

    • @cholokichukori1148
      @cholokichukori1148 Год назад +6

      @@kox3712 কেন দাদাবাবু কথা শুনে কি ধুতি খুলে গেল।

    • @babachele8284
      @babachele8284 Год назад +2

      Ekdom thik

    • @mirarafat1028
      @mirarafat1028 Год назад

      @@kox3712 ধুতি খুলে গেলো নাকিরে 🥴🥴

  • @muhtasimmueezrahman5791
    @muhtasimmueezrahman5791 Год назад +10

    4:03 তে নদীটা হচ্ছে সুরমা নদী।
    রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই তিন জেলায় ঢুকতে বিদেশিদের জন্য স্পেশাল পারমিশন লাগে। তিন জেলার জেলা প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়ে ঢুকার আগে সিকিউরিটি ফোর্সের কাছে পাসপোর্ট আর পারমিট কপি দেখাতে হয়। এছাড়াও বান্দরবানের কিছু জায়গায় এবং সাজেক এরিয়ায় যেতে সবারই আলাদা পারমিশন লাগে।

    • @kox3712
      @kox3712 Год назад

      লুঙ্গি তোদের দেশে ও পারমিশন লাগে 😂😂😂😂 ।ফকিন্নির বাচ্চারা কুত্তার মতন প্রত্যেকদিন আমাদের দেশে ঘুরতে 🦶🇧🇩🦶🕋🦶🇧🇩🦶🕋

  • @soumitramajumdar2630
    @soumitramajumdar2630 Год назад +25

    Ride খুব ভালো হচ্ছে. শুধু একটা কথা---- যদি known রাস্তা হয় যেটা অনেকবার দেখা, তাহলে night ride vlogging এ problem নেই. But নতুন জায়গা , নতুন এলাকায় night ride করলে অনেক কিছু দেখা ( এবং দেখানো) miss হয়ে যায়, এই episode এ যেমন চা বাগানের কিছু scenes miss হয়ে গেলো. একটা friendly suggestion ---- Early start, early finish, early editing, early sleep.... এই routine টা একটু try করো একবার, ভালো লাগবে........and আমরাও Bangladesh এর সুন্দর scenery আরো বেশি উপভোগ করতে পারবো.

    • @BaidikChatterjee
      @BaidikChatterjee  Год назад +1

      Chesta korchi sir🙏🏼❤️

    • @hasiburrahman2007
      @hasiburrahman2007 Год назад +1

      ​@@BaidikChatterjeeফরেনার এলাউড অবশ্যই।
      কিন্তু,তোমরা যে সময় এসেছিলে ওই সময় ঐখানে পাহাড়ী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অপারেশন চলছিল।
      তো বিচ্ছিন্নতাবাদীরা কেউ যেন কোন বিদেশি টুরিস্টকে অপহরণ করে সেনাবাহিনীকে বিপদে না ফেলতে পারে এজন্য তখন পার্বত্য এলাকাগুলোতে ভ্রমন সাময়িক স্থগিত ছিল।

  • @mmhasankhan5281
    @mmhasankhan5281 Год назад +13

    ডঃ মুহম্মদ শহীদুল্লাহর ভাষায় বলবো, ❝আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়েও বড় সত্য আমরা বাঙালি।❞
    দাদা বৌদির জন্য শুভ কামনা রইলো। বাংলাদেশে স্বাগত। 🇧🇩

  • @shihabislame6839
    @shihabislame6839 Год назад +5

    দাদা বগুরা মহাস্থানগড়, ভাসুবিহার,বেহুলার বাসরঘর ঘুরে জেও ভালোলাগবে

  • @arianahmed4590
    @arianahmed4590 Год назад +6

    দাদা আপনার বেশ কিছু ব্লগ দেখেছি, বুঝেছি আপনি সাদা মনের মানুষ, দুই বাংলা মিলেমিশে একাকার, এক অভূতপূর্ব দৃশ্য। পৃথিবীটাই এমন চেয়েছিলাম যেখানে থাকবেনা ধর্ম, বর্ণ, শ্রেণি বৈষম্য। একদেশ থেকে অন্য দেশের মধ্যে ঘনিষ্ঠতা। দুই বাংলার এই ছোট্ট ভালোবাসা আমাকে বৃহৎ মিলবন্ধনের আশা জাগায়, জানি শত জনমেও এই পৃথিবীতে তা সম্ভব নয় শুধু মাত্র রাজনৈতিকদের ও ধর্মের বিভেদের কারনে।

  • @abhishekkundu1508
    @abhishekkundu1508 Год назад +15

    বাংলাদেশের শ্রীমঙ্গলের চা বাগিচার সৌন্দর্যে বিমোহিত হয়ে গেলাম বৈদিক ভাই। এখনও পর্যন্ত বাংলাদেশের যে কটি জায়গা দেখিয়েছো তোমার Blog এ তারমধ্যে এই জায়গাটি অন্যতম শ্রেষ্ঠ একটি জায়গা যার সবুজ শ্যামলিমা মন কেড়ে নিল!♥️♥️🌹🌹

  • @kekachatterjee4977
    @kekachatterjee4977 Год назад +47

    অপূর্ব সুন্দর বাংলাদেশ ❤❤

    • @hasanfardous3297
      @hasanfardous3297 Год назад

      অবিরাম ভালবাসা।।

    • @lovetrue6112
      @lovetrue6112 Год назад

      @@kox3712 তোমার মত মানুষ এখানে না আসলেই তোমার ভালো হবে।

  • @msabit2152
    @msabit2152 Год назад +3

    দাদা চট্টগ্রামের ফটিকছড়িতে তিনটে চা বাগান আছে।সিলেট না গিয়ে এখানে আসলে খাগড়াছড়ি ,রাংগামাটি,কাপ্তাই কম সময়ে কাভার করতে পারতেন।

  • @altafahmad6713
    @altafahmad6713 Год назад +23

    I think dada you got to know the real meaning of friendship (Mizu) in respect of Bangladeshi culture, people, food, companionship. May you all have a wonderful time in this Tour....❤❤❤❤❤❤❤

  • @tawabsanaullah2839
    @tawabsanaullah2839 Год назад +17

    You just missed "Bisanakandi" & "Raatarkul" at Sylhet. I would suggest you to see those place by searching at youtube and bribg some change in your tour plan and must visit those places.
    Baidik, Please don't miss the "Kantaji's Tample" at Dinajpur and it would be a crime if you missed it!!

  • @FFeditz10
    @FFeditz10 Год назад +15

    বৈদিক দাদা
    তুমি এবং বনি দিদি বাংলাদেশে এসেছো এজন্য খুব খুশি লাগছে।
    আমি তোমার ইন্ডিয়া টু বাংলাদেশের সবগুলো ভিডিও দেখেছি, খুব ভালো লেগেছে। তোমার মুখে বাংলাদেশের প্রশংসা শুনে অনেক বার চোখে পানি চলে আসছে।
    প্রত্যেকটা পর্ব অসাধারণ। ভালো ভাবে ট্যুর করো🏍️
    তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে 🙏🤲 💗💖

  • @nslifestyle673
    @nslifestyle673 Год назад +18

    এপিসোড গুলো এমন ভাবে দেখছি মনে হচ্ছে আমি বাংলাদেশ গেছি।তবে যেদিন ফিরবে খুব খারাপ লাগবে।বেশ enjoy করছি বৈদিক দা।

  • @snehangsumajumdar19
    @snehangsumajumdar19 Год назад +3

    খুব সুন্দর চালিয়ে যাও ভাই খুব ভালো লাগছে সিলেটে ও কুমিল্লায় দুই জায়গাতেই আমার বোনের বাড়ি.

  • @staryrider
    @staryrider Год назад +1

    কি আর বলি? মিজুভাই ও সানা এবং বৈদিক, বনির ব্লগে স্পেশালিটি থাকবেই। ১৯৭১এ হাজার হাজার মুক্তিযোদ্ধাগণ দেশের জন্য জীবন দিয়েছেন। এ কথা ভারতীয়রা শ্রদ্ধার সাথে স্মরন করে। তোমাদের ব্লগে আমরা আপ্লুত। অনেকদিন হলো শত শত কিমি বাইকিং করছো, ভাব যায়! এপর্যন্ত কতো কিমি হলো? বাড়ি ফেরার দিন জানিও।

  • @ahmedrabbi2168
    @ahmedrabbi2168 Год назад +2

    এই নদীর নাম সুরমা নদী।। দাদা ভালা লাগলো আপনার ব্লগ, সিলেটে আবার আসার নিমন্ত্রণ রইলো।

  • @aritraroychowdhury6692
    @aritraroychowdhury6692 Год назад +2

    দাদা কিছুদিন হলো তোমরা ভিডিও দেখতে শুরু করেছি মানে এই বাংলাদেশ সিরিজ টা কবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু এ কদিনে যে কটা ভিডিও দেখেছি তোমার বিশাল বড় একজন ভক্ত হয়ে গেছি ভালো থেকো সাবধানে থেকো সব জায়গায় ভালো ভাবে করো সাবধানে ইন্ডিয়াতে ফিরে এসো😌

  • @paglahawa
    @paglahawa Год назад +4

    দাদা, লাউয়াছাড়া জাতীয় উদ‌্যান হল বাংলা‌দে‌শের সব‌চে‌য়ে শীতলতম স্থান।

  • @harekrishnamahato468
    @harekrishnamahato468 Год назад +1

    Khub khub....khub sundar laglo tea garden ta

  • @subhajitnaskar842
    @subhajitnaskar842 Год назад +11

    খুব ভালো করে রাইড Complete করে ফিরে আসো.. অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য. Love U বৈদিক দা ও বনি দি 💙💙❤️❤️

  • @lokaisarkar4710
    @lokaisarkar4710 Год назад +2

    Dada tara tari video gulo dau khub enjoy kor6i tomar video gulo er sabdhane gari chalio

  • @mamunabdul2309
    @mamunabdul2309 Год назад +3

    সিন্দুক ছড়ি হয়ে রাঙ্গামাটি ঘুরে আসো, ফেরার সময় কাপ্তাই হয়ে বান্দার বান আলি কদম হয়ে কক্স বাজার। অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারনে চারিদিকে ধুলো বেসি।

  • @khanasif5223
    @khanasif5223 Год назад +5

    আপনারা সিলেট ভ্যালি সিটি টা মিস করেছেন, সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এটা।

  • @nhprantik0008
    @nhprantik0008 Год назад +5

    নদীটার নাম সুরমা নদী আর ব্রিজটা হচ্ছে ক্বীন ব্রিজ(ব্রিটিশ পিরিয়ডের সময়কার)

  • @pallabbiswas2018
    @pallabbiswas2018 Год назад +3

    Dada you will must visite Orakandi Thakurbari and Dakeshwari temple.please please Dada.❤❤❤❤

  • @RahulDas-fg2fg
    @RahulDas-fg2fg Год назад +2

    Vlog ta khub khub khub valo laglo 🥰👍💜💙💛🤍💚🇮🇳🤝🇧🇩

  • @miftahuddinrafi5135
    @miftahuddinrafi5135 Год назад +4

    After having A cutie cuty bullying,
    Boni was like " চশমা আমি পরে আছি না তুই "

  • @debadritabairagi9071
    @debadritabairagi9071 Год назад +1

    আজকের ব্লগটা ভালো হয়েছে চা বাগান সবসময়ই ভালো লাগে নিজের খেয়াল রেখ ভালো থেকো

  • @alfarhanrakib8931
    @alfarhanrakib8931 Год назад +1

    দাদা অনেক ভালো লাগচে আর কুমিল্লা গুড়ে যাও আমার বাসা কুমিল্লা ময়নামতি কিন্তু আমি প্রবাসে থেকে দেখসি

  • @AdventurerSoutam
    @AdventurerSoutam Год назад +1

    khub valo kore ride kore aso.. and valo kore explore kore aso.. RIde hard Ride safe

  • @napstar17
    @napstar17 Год назад +1

    Regular dekhchi tomar videos, Bangladesh jaoar iche ta onk besi beri galo

  • @prasenjitsur5167
    @prasenjitsur5167 Год назад +2

    dada tech burner r video te dekhlam lotus 360 ban kore diyeche india te

  • @hemalahmed5680
    @hemalahmed5680 Год назад +1

    Dada cox a dakha holo tomare sathe kub valo laglo, amie old bikarges, dakha hobe kolkatay, dowa roilo valo tako.

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar Год назад +1

    Khub sundor video ❤️❤️❤️ tomar fb ar insta ta shorts gulo dekhtam aj hotat youtube dekhlam bhromonik family er suman dar sathe kotha holo bollo tomay chene aj theke tomar fan hoye gelam Bangladesh series ta darun laglo. Tumi monehoy garia er dike thako ami bansdroni valo theko. 👍👍👌👌

  • @Abdulaziz-bv7xf
    @Abdulaziz-bv7xf Год назад

    সিলেট আমার জেলা।
    সিলেটে আপনাদের স্বাগতম জানাই।

  • @rubhrajitsoy
    @rubhrajitsoy Год назад

    Asadharon... Dhaka back korle akbar Dhakeshwari mandir jeo r video dio..

  • @mithusarker1837
    @mithusarker1837 Год назад +1

    Khub valo laglo aponar video dekhe...

  • @dlsalalgamer
    @dlsalalgamer Год назад +1

    যে ব্রিজ দিয়ে গিয়েছিলেন সিলেট শহরের ভেতর দিয়ে, সেটা কে সুরমা নদী বলে,, আর ব্রিজটা হচ্ছে ব্রিটিশ আমলের,,,
    আবারও সিলেট ভ্রমণের দাওয়াত রইলো

  • @abhijitcreativevlogger
    @abhijitcreativevlogger Год назад +2

    Love from india assam🇮🇳🤝

    • @kox3712
      @kox3712 Год назад +1

      বাংলাদেশি আমাদের রাজ্য থেকে বের হয়েছে কুত্তার বাচ্চা বাংলাদেশী 😡😡😡😡

  • @moynalhoque5936
    @moynalhoque5936 Год назад +2

    Assam থেকে বহুত ভালো লাগলো দাদা

  • @shishirkhan0204
    @shishirkhan0204 Год назад

    দাদা আমি নাটোর, বাংলাদেশ থেকে বলছি। আপনার ভ্লগ গুলো নিয়মিত দেখে থাকি। বাংলাদেশে এসেছিলেন তাতে ভীষণ খুশি হয়েছি। অনেক কিছুই দেখেছেন অনেক কিছুই খেয়েছেন তবে ভারতবর্ষের বিখ্যাত ও ঐতিহাসিক খাবার কাঁচাগোল্লা মিস করেছেন। নাটোরের কাঁচাগোল্লা রানী ভিক্টোরিয়ার আমলে ব্রিটিশ রাজপ্রাসাদে অতিথি আপ্যায়নে এই কাঁচাগোল্লা ব্যবহৃত হতো। আর নাটোর অর্ধবঙ্গেশ্বরী রানী রানী ভবানীর বাসস্থান। একসময় এই বাংলা ও পশ্চিম বঙ্গের অর্ধেক তার শাসনাধীন ছিলো। আসলে ভীষণ ভালো লাগতো আপনাদের আমি নিশ্চিত।

  • @আধুনিককবিরাজ

    বাংলাদেশ ভ্রমণের জন্য ধন্যবাদ,
    শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  • @Mayabivlogz
    @Mayabivlogz Год назад +1

    Thanks Amar balobasar nejar elakaka sundor kore explore korara jonno

  • @joynal6137
    @joynal6137 Год назад

    দাদা কেমন আছো দাদা তোমার সবগুলো ভিডিও দেখার চেষ্টা করতেছি আমি এখন আছি সৌদি আরব তুমি আমাদের দেশ ঘুরে দেখাচ্ছ আমাকে মুগ্ধ করেছে ধন্যবাদ দাদা।

  • @tawabsanaullah2839
    @tawabsanaullah2839 Год назад +1

    That one was Surma River

  • @kritivlogs2006
    @kritivlogs2006 Год назад +2

    দাদা একটা পাহাড়ি বাজার আছে ওটা ব্লগ করো খুব ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে

  • @travelwithheart7224
    @travelwithheart7224 Год назад +2

    অনেকক্ষন থেকে বসেই আছি কখন ৮ টা বাজে। যাক নতুন ভিডিও এসেগেছে। অবশেষে আলাপ শুরু করলাম। best of luck. Dada.

  • @yash_vlogs96
    @yash_vlogs96 Год назад +2

    খুব সুন্দর লাগে তোমার Presentation টা তোমার ভিডিও দেখতে দেখতে মনে হয় আমি তোমার সাথেই ঘুরছি...যাই হোক সব ভিডিওতে হয়তো Comment করা হয় না কিন্তু আমি তোমার ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখি, অনেক কিছু শিখতে পরি তোমার থেকে আর ঈশ্বরের কাছে প্রার্থনা তুমি মাতৃভূমিতে ফেরার আগেই যেন 100K Complete হয়ে যায়। #yashytvlogs

  • @RazorshiProzzwalTalukder
    @RazorshiProzzwalTalukder Год назад

    Khub vhalo laglo. ami Sylhet er. Bortoman e IIT Kharagpur e MTech korchi.
    Sylhet e oi nodi tar nam "Surma".
    onek onek shuvokamona tmdr jonno

  • @akashdutta4534
    @akashdutta4534 Год назад +3

    দাদা বাংলাদেশর সীতা কুন্ড টা Explore কোরো plz💚

  • @niloydey1235
    @niloydey1235 Год назад +1

    Bhogoban valo rakhuk dada coochbehar e aso

  • @nuralom2053
    @nuralom2053 Год назад +1

    But you have missed another place and that is on the way from Sylhet to Asha, on the left side of Shaistaganj goal square via Dhaka Sylhet old road, the heart of Chunarughat through Madhya Bazar, in front of Satchari National Park and Wildlife Sanctuary. It is very beautiful here. brother

  • @AniketBhattacharyyaAnikRF
    @AniketBhattacharyyaAnikRF Год назад +2

    Dada hebby lagche kintu but akta question tumi jekhane jaccho sekhane Anna ki vabe jaoa jay sei info dileo valo hoy Mane jodi Kolkata theke flight e asi then ki vabe jabo ...

    • @villagelifeinbangladesh6018
      @villagelifeinbangladesh6018 Год назад

      কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এ ফ্লাইট এ আসতে পারো।

  • @the.muzik.lyrics.
    @the.muzik.lyrics. 6 месяцев назад

    বাংলাদেশের সবচেয়ে বড় হাওর - হাকালুকি ঘুরে গেলেন না । আসলেন যখন । এইটা সিলেট বিভাগের মৌলভীবাযার জেলার কুলাউড়া উপজেলায় ছিলো । আর বৃষ্টির দিনে আসলে আরো ভালো লাগতো ।

  • @saikatbaidya5676
    @saikatbaidya5676 Год назад +3

    দাদা, আমার শশুরবাড়ী। সত্যিই মায়াবী

  • @banshogopalgoswami8182
    @banshogopalgoswami8182 Год назад +1

    Khub valo dada
    Tomak khub valo lagche din din
    Tomar video 4din dhore dekchi
    Mone hochhe sob video dekbo 💛

  • @MD.JibonRahmanIMRAN
    @MD.JibonRahmanIMRAN Год назад +4

    ভাই ইন্ডিয়া ফেরত যাওয়ার সময় সিরাজগঞ্জ, পাবনা হয়ে যেও পাবনাতে সুচিত্রা সেনের বাড়ি দেখতে পাবে শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজ দেখতে পারবে সাথে আরও অনেক কিছু। ❤️✌️🙂🇧🇩

  • @NoorMuhammad-ev2kr
    @NoorMuhammad-ev2kr Год назад

    মালনীছড়া চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। মালনীছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। ১৮৫৪ সালে লর্ড হার্ডসন ১৫০০ একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন।
    Love from Bangladesh ❤️

  • @Babuoffical59
    @Babuoffical59 Год назад +2

    দাদা, মেঘের রাজ্য সাজেক এ কবে আসবেন?? আসলে জানাবেন কিন্তু

  • @subhankaradhikary3971
    @subhankaradhikary3971 Год назад +2

    চা বাগান খুব সুন্দর লাগলো

  • @kitchiroukatsuhito
    @kitchiroukatsuhito Год назад +1

    খাগড়াছড়ি থেকে দেখছি আপনাকে, রাঙামাটি আমাদের পাশের জেলা,খুবই ভালো লাগতো আপনারা যদি এসে ঘুরে যেতে পারতেন, তবে বাইরের ট্রাভেলারদের জন্য কিছু রুলস-রিগুলেশন রয়েছে যা আগে থেকে পারমিশন নিতে হয়।

  • @faithfultube
    @faithfultube Год назад

    আপনি সিলেট শহরের মধ্যখান দিয়ে বের হয়েছেন
    স্টিলের ব্রিজের নাম ক্ষীন ব্রিজ।
    পাশেই আমার বাসা।

  • @mktonmoy9307
    @mktonmoy9307 Год назад

    12:17 বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামে প্রচুর চা বাগান রয়েছে । বাংলাদেশের সিলেট জেলায় মালনীছড়া চা বাগান নামে একটা চা বাগান রয়েছে যেটা ভারতীয় উপমহাদেশের প্রথম স্থাপিত চা বাগান ।1854 সালে মালনীছড়া চা বাগানটি প্রতিষ্ঠিত হয়েছিল

  • @sandipdas6188
    @sandipdas6188 Год назад

    Awesome baidik da. Tea garden ta khub valo laghlo. Onke ta uti r moto. Forest ta te dhukete parte. Chashma pora honuman ta dekhale valo laghto

  • @buddhadebdasbairagya
    @buddhadebdasbairagya Год назад +1

    Vison sundor blog dada👌👌🇮🇳🇮🇳

  • @dipankar4079
    @dipankar4079 Год назад +1

    Location to destination jodi ekta map e dekhao tahole bhalo hoto....jemon Sylhet to Cummila.....

  • @dailynewspaper2272
    @dailynewspaper2272 Год назад +2

    Bike এ একটা Indian flag লাগাও বৈদিক দা। সুন্দর লাগবে।

  • @HappYMomentS1990
    @HappYMomentS1990 Год назад +1

    hebby lagche dada .. bangladesh khub sundor ... waiting for more videos ... have a safe journey ...

  • @asadalibd554
    @asadalibd554 Год назад +2

    এটা হল ক্রিন ব্রিজ আর নদীর নাম সুরমা।
    লাভ ফ্রম সিলেট 🫡🤌

  • @sachinagarwal7129
    @sachinagarwal7129 Год назад +2

    Enjoy LOVE FROM ADRA purulia Sachin Agarwal

  • @nuralom465
    @nuralom465 Год назад +1

    দাদা তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম আমি নারায়ণগঞ্জ থেকে তোমার কলকাতা থেকে লাদাখ ভিডিওগুলো দুই দিন বসে সবকটি এপিসোড দেখলাম খুব ভালো লাগলো দোয়া করছি এভাবে আরও সামনের দিকে এগিয়ে যাও

  • @saraswatielectronics7557
    @saraswatielectronics7557 Год назад +2

    সত্যি বাংলাদেশ খুব সুন্দর,,

    • @kox3712
      @kox3712 Год назад +1

      😂😂😂 কই কি লুঙ্গি 😅😅😅

  • @আধুনিককবিরাজ

    বাংলাদেশের মানুষ দাওয়াত দিতে পছন্দ করে।

  • @JobayerBD2030
    @JobayerBD2030 Год назад +1

    কুমিল্লা গেছেন আমাদের বাড়ির রাস্তা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লা রোড

  • @mashudamhad8193
    @mashudamhad8193 Год назад +1

    আমার বাড়ি কমলগঞ্জ শ্রীমঙ্গল

  • @bipulkarmakar6114
    @bipulkarmakar6114 Год назад +1

    পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম,,,good night

  • @birughosh1508
    @birughosh1508 Год назад +1

    Dada Happy Happy January khoob bhalo Bangladesh dakhanor jonno

  • @subhasisghatak5124
    @subhasisghatak5124 Год назад +1

    বাংলাদেশের চা বাগান সম্পর্কে আমারও কোনো ধারণা ছিলোনা. দেখে ভালো লাগলো.

  • @atreyeeroy1392
    @atreyeeroy1392 Год назад +1

    Osadharon. God bless🙏. Stay safe and take care.

  • @ridoygazi9804
    @ridoygazi9804 Год назад +2

    আপনারা বাংলাদেশে আসাতে আমার খুব ভালো লাগছে।

  • @prabirkumarghosh7002
    @prabirkumarghosh7002 Год назад +2

    খুব খুব ভালো লাগলো, এই ভাবে আমাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাও। কিন্তু শরীরের প্রতি যত্ন নিও। ভালো থেকো।

  • @timesofknowledge1489
    @timesofknowledge1489 Год назад

    ভাইয়া রংপুর আসিও দাওয়াত রইলো
    তিস্তা নদীর কাছে আসিও
    দেখে যাও উত্তরাঞ্চল

  • @AzharHussainNayeemVlogs
    @AzharHussainNayeemVlogs Год назад +1

    04:00 দাদা এইটা সুরমা নদী আর ব্রিজের নাম কিন ব্রিজ যা ব্রিটিশদের আমলে বানানো

  • @swarnabhachatterjee1932
    @swarnabhachatterjee1932 Год назад +3

    বাংলাদেশের খুব সুন্দর লাগছে

  • @syedimranahmed3098
    @syedimranahmed3098 Год назад

    Bhai ami sylhet teke apnar vedio dekte se ami apnar vedio sob gulu dekese Apnar sob vedio khub bala hoy ❤❤❤❤❤

  • @kaushikdatta827
    @kaushikdatta827 Год назад +10

    Ur doing very hard work for ur vlog and for us to give the beautiful nature and landscape of Bangladesh..(as u give us in ur other vlogs also) and the local rider they're very humble and give u full encouragement...so waiting for next vlog to come until then stay Safe and healthy and Safe ride...✌

  • @rajanmazumder3213
    @rajanmazumder3213 6 месяцев назад

    শ্রীমঙ্গল খুব সুন্দর এলাকা আমার এলাকা

  • @nuralom465
    @nuralom465 Год назад +2

    যদি পারো বান্দরবান একবার যেয়ে ও খুব ভালো লাগবে

  • @anishmandal9371
    @anishmandal9371 Год назад +2

    Tomar video er sathe boddo besi connect kore felechi..😁
    Porsu exam ar tomar video enjoy korchi💀

  • @capentertainment
    @capentertainment Год назад +1

    Love from sreemangol ❤️❤️🥰

  • @alaminmorshad2121
    @alaminmorshad2121 Год назад +2

    Dada Bangladesh thakhe bolci amio ekjon biker Bd moto vlogr der onk valobasi tader modde miju vai o ekjon apni amader deshe bomon korte asce sotti onk happy ami apnr o fan hoye gelam love u dada ❤️sajek Bandarban tour gula diyen onk valo lagbe apnader asa kori 😍

  • @mdrezaul2567
    @mdrezaul2567 Год назад +1

    আপনারা যে ব্রিজের উপর দিয়ে গেছেন সেটার নাম হচ্ছে কিন ব্রিজ আর এর নিচ দিয়ে বয়ে গেছে সুরমা নদী । আর এই ব্রীজের পাশেই আমার অফিস এবং বাসা ।

  • @samir_s
    @samir_s Год назад +3

    *Beautiful BANGLADESH.... drone shots guloo just fatafati..❤️❤️❤️*

  • @mintusarkar01
    @mintusarkar01 Год назад +1

    দাদা নারায়ণগঞ্জ আমার পূর্ব পুরুষের বাড়ি

  • @biplobkabir4900
    @biplobkabir4900 Год назад

    ধন্যবাদ বাংলাদেশ আসার জন্য বাংলাদেশের, বাংলাদেশের মানুষ কিরকম লেগেছে আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে নেক্সট এ আবার আসবেন মনে রইল আপনাদের

  • @monerbitor-oq6gm
    @monerbitor-oq6gm Год назад

    বাংলাদেশের ভিতর আরও একটা মৌলভীবাজার আছে, কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার সময় আপনারা যদি পুর্ব সাইডের হাইওয়ে দিয়ে টেকনাফ যাইতেন টেকনাফের একুশ কিলোমিটার আগেই মৌলভীবাজার দেখা হয়ে যেতো,

  • @sanjaysingha4001
    @sanjaysingha4001 Год назад +1

    দাদা আমি শ্রীমঙ্গল থেকে জানা থাকলে হইতোবা দেখা হতো☺️

  • @mahmudhasanrifat5269
    @mahmudhasanrifat5269 Год назад +1

    সিংগারা / সামুচা। রোস্ট /চাপ। ইন্ডিয়া বাংলাদেশের নাম পুরেয়াই উলটা