Это видео недоступно.
Сожалеем об этом.

গরুর খাদ্য হিসাবে কলাগাছ সাইলেজ তৈরির মেশিন

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 авг 2024
  • কলাগাছ সাইলেজ করার জন্য আমাদের কাছে রয়েছে উন্নত প্রযুক্তিতে তৈরি আধুনিক মেশিন।এই মেশিন দ্বারা আপনি কলাগাছ বিভিন্ন সাইজে কুচি করতে বা সাইলেজ করতে পারবেন। মেশিন সম্পর্কে জানতে আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন।
    আমাদের সাথে যোগাযোগ করুন 01627500765
    গরুর খাদ্য হিসাবে কলাগাছঃ
    প্রাকৃতিক মিনারেল এবং ভিটামিন সমৃদ্ধ কলাগাছের কান্ড এবং পাতা থেকে শুরু করে সব কিছুই খাদ্য হিসাবে গরুর জন্য নিরাপদ এবং পুষ্টিকর। ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল সহ অনেক দেশেই কলাগাছ সাইলেজ করে গরুকে খাওয়ানো হয়। তবে কলাগাছ খাওয়ানোর বা সাইলেজ করার একটা বড় সমস্যা হলো মাত্রাতিরিক্ত জলীয় অংশ। এই জন্য কুচি করে কাঁচা কলাগাছ হোক বা সাইলেজ হোক, সাথে কিছু শুকনা খড় মিশিয়ে দেয়া জরুরি। এতে কলাগাছের খাদ্যমান ও পুষ্টি বৃদ্ধি পায় এবং জলীয় অংশ খড় টেনে নেয়।
    সাইলেজ হিসাবে কলাগাছঃ
    পৃথিবীর বিভিন্ন দেশে গরুর খাদ্য হিসাবে কলাগাছ থেকে সাইলেজ তৈরী করা হয়। বিশেষ করে দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ও মধ্যে এশিয়ার দেশগুলো অন্যতম। সাইলেজ তৈরির জন্য কলাগাছের কান্ড ২-৩ ইঞ্চি করে কুচি কুচি কেটে এর সাথে কিছু শুকনা খড়, চিটাগুড়, ইউরিয়া মিশায়ে কোন বায়ু প্রতিরোধী বদ্ধ জায়গা কম পক্ষে ২১ দিন রাখার পরে সাইলেজ খাওয়ানোর উপজোগী হয়।
    সাইলেজ তৈরির সময় কিছু সোডিয়াম সালফেট মিশালে উত্তম ফল পাওয়া সম্ভব। ইন্দোনেশিয়ার পারজাদজড়ান বিশ্ববিদ্যালয় এর এনিমেল হাসবেন্ডারী বিভাগ পরিচালিত এক গবেষণায় উপরোক্ত প্রক্রিয়ায় তৈরী করে পাওয়া সাইলেজ এর পুষ্টি উপাদান হচ্ছে : ড্রাই ম্যাটার : ৯.১৩ - ৯.৭৫%, অর্গানিক ম্যাটার : ৮১-৮৭%, ক্রুড প্রোটিন : ৬.২৯-৮.৯৮%, ক্রুড ফ্যাট : ১.২১-১.৩২%, ক্রুড ফাইবার : ২১-২৩%।
    আরো বিস্তারিত জানতেঃ rb.gy/xp5rx
    তথ্যসূত্রঃ পারজাদজড়ান বিশ্ববিদ্যালয়, ইন্দোনেশিয়া।
    #কলাগাছ_কাটার_মেশিন
    #কলাগাছ
    #সাইলেজ
    #গরুরখামার
    #গরুর-খাদ্য
    #কলাবাগান
    #খড়

Комментарии • 3