0:19 নমস্কার দাদা,আমরা কাস্মির বেড়ানো পর জম্মু তাওয়াই থেকে কি ভাবে রেলের টিকেট কাটব,কলকাতা থেকে যদি অগ্রিম টিকেট না কাটি ,,জম্মু থেকে টিকেট কাটতে কোন সমস্যা হবে নাকি,যে দিন জম্মু-কাশ্মীর রেল ইস্টিশনে পৌঁছাব সে দিন টিকেট কাটতে পাড়ব কি? জানালে আমরা বাংলাদেশের টুরিস্ট রা অনেক উপক্রিত হবে।
আপনি দিনের দিন General Ticket কাটতে পারেন, তবে General Ticket কেটে জেনারেল কামরায় সফর করা খুবই কষ্টকর। এমনকি আপনি সিট নাও পেতে পারেন। কারণ জেনারেল কামরায় প্রচন্ড ভীড় হয়। সব থেকে ভালো হয় অগ্রিম টিকিট কেটে যাওয়া। তবে কলকাতা থেকে অগ্রিম টিকিট কাটলে আপনি Conform টিকিট নাও পেতে পারেন কারণ প্রচুর Waiting List থাকে। তাই সব থেকে ভালো Tatkal Ticket কাটা। তার জন্য কিন্তু যেদিন যাত্রা করবেন তার আগের দিন টিকিট কাটতে হবে এবং আপনি যদি এসি টিকিট করেন তাহলে যাত্রার আগের দিন সকাল ১০ টায় আর যদি আপনি নন এসি টিকিট করেন সে ক্ষেত্রে সকাল ১১টায় টিকিট দেওয়া শুরু হয়। আপনাকে জম্মু তাওয়ায় স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট করতে হবে এবং মোটামুটি সকাল ৮ টা থেকে লাইনে দাড়াবেন তাহলে কনফার্ম টিকিট পাওয়ার চান্স বেশি থাকবে। কারণ ততকাল টিকিট ছাড়ার মোটামুটি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। তাই আমি বলবো আপনি কলকাতা থেকে অগ্রিম টিকিট বুক করবেন, যদি Waiting Ticket কনফার্ম হয়ে যায় তো ভালো। আর যদি কনফার্ম না হয় সে ক্ষেত্রে জম্মু তাওয়ায় স্টেশন থেকে টিকিট টি cancel করে ততকাল টিকিট কেটে নেবেন। কারণ এতো লম্বা সফর জেনারেল কামরায় করা প্রচন্ড কষ্টকর ।
1:19 বাংলাদেশের ভ্রমণ পিপাষুদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও লাল-গোলাপ শুভেচ্ছা ।আপনি আরো হেল্ফফুল ভিডিও বানান বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ পিপাষুদের কল্যানের জন্য।
লক্ষ্ণৌ থেকে লোক উঠেছিল তবে খুব বেশি না। আমি যেহেতু সাইড আপার বার্থ এ ছিলাম এবং দিন এ আমি নিচে বসে ছিলাম তাই সিট ফাঁকা দেখে আমার সিট এ শুয়ে যেতে চাইছিল কিন্তু আমি মানা করাতে চলে গেছিলো। এবং রাত্রেও কিছু লোক উঠেছিল তবে RPF খুব একটিভ ছিলো। রাত্রে আমাদের কোচে ঘোরাফেরা করছিল, যারা অবাঞ্ছিত লোক উঠেছিল সবাই কে নামিয়ে দিয়েছে।
Next Episoder Opekhai Roilam.
Nice
বেশ সুন্দর
জয় বাবা অমরনাথ।তোমার এই ব্লগ যাত্রা শুভ হোক।
অসংখ্য ধন্যবাদ।
জয় বাবা অমরনাথ।।
❤❤❤
🙏🏽🕉️🕉️🕉️🙏🏽
জয় বাবা অমরনাথ।
জয় বাবা অমরনাথ
আগামী বছর যদি হয় যাবো , তোমার সাথে যাওয়ার অনেক ইচ্ছা আছে 😢😊
অবশ্যই। বাবা যদি ডাকে তাহলে আবার যাবো ।
0:19 নমস্কার দাদা,আমরা কাস্মির বেড়ানো পর জম্মু তাওয়াই থেকে কি ভাবে রেলের টিকেট কাটব,কলকাতা থেকে যদি অগ্রিম টিকেট না কাটি ,,জম্মু থেকে টিকেট কাটতে কোন সমস্যা হবে নাকি,যে দিন জম্মু-কাশ্মীর রেল ইস্টিশনে পৌঁছাব সে দিন টিকেট কাটতে পাড়ব কি? জানালে আমরা বাংলাদেশের টুরিস্ট রা অনেক উপক্রিত হবে।
আপনি দিনের দিন General Ticket কাটতে পারেন, তবে General Ticket কেটে জেনারেল কামরায় সফর করা খুবই কষ্টকর। এমনকি আপনি সিট নাও পেতে পারেন। কারণ জেনারেল কামরায় প্রচন্ড ভীড় হয়।
সব থেকে ভালো হয় অগ্রিম টিকিট কেটে যাওয়া। তবে কলকাতা থেকে অগ্রিম টিকিট কাটলে আপনি Conform টিকিট নাও পেতে পারেন কারণ প্রচুর Waiting List থাকে। তাই সব থেকে ভালো Tatkal Ticket কাটা। তার জন্য কিন্তু যেদিন যাত্রা করবেন তার আগের দিন টিকিট কাটতে হবে এবং আপনি যদি এসি টিকিট করেন তাহলে যাত্রার আগের দিন সকাল ১০ টায় আর যদি আপনি নন এসি টিকিট করেন সে ক্ষেত্রে সকাল ১১টায় টিকিট দেওয়া শুরু হয়। আপনাকে জম্মু তাওয়ায় স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট করতে হবে এবং মোটামুটি সকাল ৮ টা থেকে লাইনে দাড়াবেন তাহলে কনফার্ম টিকিট পাওয়ার চান্স বেশি থাকবে। কারণ ততকাল টিকিট ছাড়ার মোটামুটি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।
তাই আমি বলবো আপনি কলকাতা থেকে অগ্রিম টিকিট বুক করবেন, যদি Waiting Ticket কনফার্ম হয়ে যায় তো ভালো। আর যদি কনফার্ম না হয় সে ক্ষেত্রে জম্মু তাওয়ায় স্টেশন থেকে টিকিট টি cancel করে ততকাল টিকিট কেটে নেবেন। কারণ এতো লম্বা সফর জেনারেল কামরায় করা প্রচন্ড কষ্টকর ।
1:19 বাংলাদেশের ভ্রমণ পিপাষুদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও লাল-গোলাপ শুভেচ্ছা ।আপনি আরো হেল্ফফুল ভিডিও বানান বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ পিপাষুদের কল্যানের জন্য।
অবশ্যই।
Is it your journey or eating journey?
ট্রেন যাত্রার সাথে খাওয়া দাওয়া থাকলে ট্রেন যাত্রার মজা আরো বৃদ্ধি পায়।
Apner camera model ta ki?
Action Camera - GoPro Hero 9
DSLR - Cannon EOS 1300D
এই ট্রেনে AC 3 তে অবাঞ্ছিত লোকেদের উৎপাত কেমন ছিলো??
লক্ষ্ণৌ থেকে লোক উঠেছিল তবে খুব বেশি না। আমি যেহেতু সাইড আপার বার্থ এ ছিলাম এবং দিন এ আমি নিচে বসে ছিলাম তাই সিট ফাঁকা দেখে আমার সিট এ শুয়ে যেতে চাইছিল কিন্তু আমি মানা করাতে চলে গেছিলো। এবং রাত্রেও কিছু লোক উঠেছিল তবে RPF খুব একটিভ ছিলো। রাত্রে আমাদের কোচে ঘোরাফেরা করছিল, যারা অবাঞ্ছিত লোক উঠেছিল সবাই কে নামিয়ে দিয়েছে।
ভাই KOAA JAT SPL এই ট্রেনটা সম্পর্কে জানতে চাই। এইটার ১৪ই জুনের টিকিট কাটতে চাচ্ছি। ক্যানসেল হওয়ার সম্ভাবনা থাকে কি ট্রেন ভাই?
না, এটা যেহেতু ডেইলি ট্রেন এবং আগের দিন ই কলকাতা চলে আসে তাই delay বা ক্যান্সেল হওয়ার চান্স কম এই ট্রেন টার।
❤❤