এই চার্জের বৈধতা নিয়ে প্রশ্ন জ্বালানি বিশেষজ্ঞদের | Electricity Demand Charge | Independent TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024

Комментарии • 846

  • @rahirahmanbd.
    @rahirahmanbd. 6 месяцев назад +251

    ডিমান্ড আর মিটার চার্জ দিতে দিতে পাগল হয়ে গেলাম।

    • @mr.explorer5336
      @mr.explorer5336 6 месяцев назад +5

      জ্বী ভাই, একই অবস্থা।

    • @user-ss2ru4ve5c
      @user-ss2ru4ve5c 6 месяцев назад +2

      right vai

    • @anaskabir8558
      @anaskabir8558 6 месяцев назад +1

      Ajob desh....

    • @joliajesmin692
      @joliajesmin692 6 месяцев назад +1

      আমাদের ১১০০ টাকা লাগে

    • @Md.monirulislammonir696
      @Md.monirulislammonir696 6 месяцев назад +4

      500 টাকা রির্চাজ করলে দেখি ৩০০টাকা আসে

  • @pulinchakma9382
    @pulinchakma9382 6 месяцев назад +125

    ডিমান্ড চার্জ বিষয়ে প্রতিবাদ করা দরকার। কি হিসাবে এত টাকা ডিমান্ড চার্জ নেই।

    • @shorifulislam1701
      @shorifulislam1701 6 месяцев назад

      রাইট বলছেন ভাই, আমর প্রতি মাসেই ২০০ টাকা করে কেটে নেয়।

  • @MstmenaKhatun
    @MstmenaKhatun 6 месяцев назад +159

    রাজপথে নেমে এর প্রতিকার করতে হবে। আসুন রাজপথে।

  • @jamirhossen4758
    @jamirhossen4758 6 месяцев назад +80

    প্রতিটি প্রিপেইড মিটারে ইচ্ছে মত ডিমেন চার্জ নেই,কোন মাসে ৭০, কোন মাসে ৮০, কোন মাসে ১০৫, তাদের ইচ্ছে মত নেয়, কো ন জবাব দিহিতা নেই, কেন বাড়লো

    • @Archangel_Reez
      @Archangel_Reez 6 месяцев назад +1

      আমার প্রতি মাসে ডিমান্ড চার্জ আগে ২৪৫ টাকা ছিল যেটা এই মাসে বেড়ে ২৯৪ টাকা করেছে..!! 😠

    • @saydulhoque8921
      @saydulhoque8921 5 месяцев назад

      ​@@Archangel_Reezআমার ও

  • @mdnazmulhasan8170
    @mdnazmulhasan8170 6 месяцев назад +77

    ধন্যবাদ সাংবাদিক কে এ নিয়ে প্রতিবেদনে করার জন্য বেশি ভাগ মানুষ জানে এ ধরনের চার্জ কেন নেয় সেটা যৌক্তিক না অযৌক্তিক

  • @sagorsabbir8882
    @sagorsabbir8882 6 месяцев назад +27

    ১৩৯ টাকার বিদ্যুৎ খরচ করছি আর ডিমান্ড চার্জ এবং ব্যাট ৭৬ টাকা মোট ২১৫ টাকা কোন দেশে বাস করি 🙄🙄🙄

  • @দূরবীন-গ৬ষ
    @দূরবীন-গ৬ষ 6 месяцев назад +16

    ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল কে

  • @user-ed3oz2bw5i
    @user-ed3oz2bw5i 6 месяцев назад +15

    জাতির কাছে আমারো একটা প্রশ্ন, 13 টাকা রেটে ব্যবহার করছি মোট 35 ইউনিট, তাহলে কত টাকা আসবে গুনফল? নিশ্চই 455, কিন্তু আমার বিলের কাগজে লেখা 512 টাকা, তাহলে বাকী 57 টাকা কিসের বিল? আবার ডিমান্ড চার্জ ধরা হয়েছে 180 টাকা। সারা দিনে 5 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, খালি খালি বিদ্যুৎ লাইন টানিয়ে টানিয়ে আমাদের কাছ থেকে এভাবে ডিমান্ড চার্জ, মিটার ভাড়া এসব কিসের উন্নয়ন? মোট 35 ইউনিট ব্যবহার করছি 13 টাকা রেটে, আমার সব চার্জসহ মোট বিল আসছে 737 টাকা। এমন জুলুম থেকে মুক্তি চাই।

    • @md.sumonshikder441
      @md.sumonshikder441 5 месяцев назад +1

      মিটার ক্রয় করার পরে ......... মিটার ভাড়া দিতে হয়......ডিমান্ড চার্জ দিতে হয়.........বিদ্যুৎ ইউনিট বৃদ্ধি সব সাধারণ জনগণের উপরে থাকে.....জয় বাংলা জয় আইনি ব্যবস্থা, জয় নিয়মের খেলা

  • @bappiislam201
    @bappiislam201 6 месяцев назад +33

    যশোর মিটার ভাড়া 40 টাকা ডিমান্ড চার্জ আলাদা এভাবে লুটপাট করে

  • @user-qk1ml4hd7d
    @user-qk1ml4hd7d 6 месяцев назад +39

    ডিমান চার্য পোকেটে ঢুকে নাহলে ১০ টাকার চার্য ৪০ টাকা হয় কেমনে

    • @abutaherbiswas7537
      @abutaherbiswas7537 6 месяцев назад

      ১০ টাকার ডিম ১৩ টাকা হলেই যত সমস্যা।

  • @mdimrankhan7497
    @mdimrankhan7497 6 месяцев назад +10

    ধন্যবাদ এরকম প্রতিবেদনের জন্য

  • @saifislam5799
    @saifislam5799 6 месяцев назад +9

    ধন্যবাদ সাংবাদিক ভাই কে

  • @somefaithcreations944
    @somefaithcreations944 6 месяцев назад +9

    ধন্যবাদ সাংবাদিক ভাই কে ❤❤

  • @ShafiqulShamul
    @ShafiqulShamul 6 месяцев назад +17

    2 ইউনিট বিদ্যুত ব্যবহার করলেও দিতে হয় 152 টাকা ।হায়রে দেশ।

  • @U.A.M392
    @U.A.M392 6 месяцев назад +4

    ধন্যবাদ ভাই এমন প্রতিবেদন করার জন্য ❤️

  • @mahazabinpewsi4434
    @mahazabinpewsi4434 6 месяцев назад +15

    ডিমান্ড চার্য, মিটার ভাড়া, কেন আসে।বিল ইচ্ছেমতো হয়।

  • @mddulalmia8464
    @mddulalmia8464 6 месяцев назад +27

    স্বয়ং আল্লাহ ছাড়া তাদের বিচার করার মত এই দুনিয়ায় আর কেউ নাই তাই বিচার আল্লাহর কাছে দিচ্ছি

  • @ZIRAKONLAVA
    @ZIRAKONLAVA 6 месяцев назад +7

    আমার মতে এই বিদ্যুৎ বিল দ্বিগুণ করা উচিত ছিল!
    ( কারণ এই বাঙালি দের কখনোই শিক্ষা হবে না*)
    জতই বাড়ায় কেউ কোন কথা বলে না।
    রাজপথে নেমে যে দাবি আদায় করতে হবে সেটা করে না।
    তাই বললাম আর কি*
    আজকেই কারেন্ট বিল দিলাম 2412/- টাকা (বুক টা ফেটে যাচ্ছিলো)😢😢

  • @mainulislamakmam1393
    @mainulislamakmam1393 6 месяцев назад +6

    কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউটর এই বছর থেকে মিটার চার্জ নিচ্ছে ২০০টাকা যা আগে ছিলো ১০০ টাকা,এমন অনিয়মের দেখার কেউ নাই!

  • @mofazzolhossen1250
    @mofazzolhossen1250 6 месяцев назад +9

    এ মাসে ডিমান্ড চার্জ ৮৪ টাকা অথচ আমি ৩০-৪৫ ইউনিটের মধ্যে ব্যবহার করি।

  • @id-068md.robiulislamnorail3
    @id-068md.robiulislamnorail3 6 месяцев назад +7

    অতিরিক্ত চার্জ নেয় বিদ‍্যুত বোর্ড।হাই কোর্টে রিট শুনানি হওয়া উচিত বলে মনে করি।

  • @RaselMiah-kq4me
    @RaselMiah-kq4me 6 месяцев назад +9

    কবে যে শেষ হবে এই বেইমানি।

  • @sasabbircasual
    @sasabbircasual 5 месяцев назад +3

    ডিমান্ড চার্জ ৩৩৫ এবং মিটাত চার্জ করে ২০০ টাকা দিয়ে ১৫১ টাকার বিদ্যুৎ কিনেছি গত মাসে। এই ডিমান্ড চার্জ কাদের ডিমান্ড পুরণে নেওয়া হয় তা আজও জানতে পারলাম না। এই টাকা কই যায়??

  • @sabbirhasan1123
    @sabbirhasan1123 6 месяцев назад +2

    ভাই এটা আমার অনেক দিনের প্রশ্ন যা আপনারা তুলে ধরেছেন যা খুব ভাল লাগছে একদিক থেকে আর অন্য দিক থেকে অত্যন্ত খারাপ লাগছে যে এই বিষয়ে আসলে সাধারন মানুষ যানেই না যে এটা এই চার্জ টা আসলে কিসের জন্য কাটা হচ্ছে।

  • @masumvlogs8001
    @masumvlogs8001 6 месяцев назад +7

    ডাকাতি ছাড়া আর কি,আমরা আর কতকাল চুপ থাকব।এইসব ডাকাতি চার্জের উপর জ্বলে উঠা উচিত সবার।

  • @syeddeshan565
    @syeddeshan565 6 месяцев назад +4

    আমাদের জমির উপরে যে খাম্বা তার এগুলো যে বসায় এগুলোর কি কোন চার্জ নাই এগুলো দিবেকে???😡😡😡

  • @moniruzzamanrabbani4843
    @moniruzzamanrabbani4843 6 месяцев назад +4

    ধন্যবাদ...

  • @mrtv9681
    @mrtv9681 5 месяцев назад +4

    সরকারের উদাসীনতার কারণে প্রত্যেক সরকারি প্রতিষ্ঠান তাদের নিজস্ব আয়ের কৌশল ঠিক করেছে। ফখরুদ্দিনের মত একটা জবাবদিহি সরকার চাই।

  • @AU.119
    @AU.119 5 месяцев назад +3

    আল্লাহ এই জুলুম থেকে রক্ষা করো।

  • @user-jj3er6id9m
    @user-jj3er6id9m 6 месяцев назад +4

    এটা হল বাংলাদেশের উন্নয়ন উন্নয়ন

  • @k4wser
    @k4wser 6 месяцев назад +7

    BPDB নে ৭০ টাকা করে। আর মিটার রেন্ট ৮০ টাকা। এটাকে কি বলবেন

  • @tofaelahmed9023
    @tofaelahmed9023 5 месяцев назад +1

    বিভিন্ন চার্জের দেহাই দিয়ে আমার কাছ থেকে এ মাসে ৮০০ টাকার উপর কেটে নিয়েছে। অথচ আগের মিটারে এমোন কোনো চার্জ কাটতো না। আমাদের কে এই জুলুম থেকে বাঁচানোর ব্যবস্থা করেন। আমরা নিম্ন মধ্য বৃত্ত একটি পরিবার।

  • @mdSHAMIM-mb4tc
    @mdSHAMIM-mb4tc 6 месяцев назад +12

    ডিমান চার্জ বন্ধ করা হোক

  • @GMLS_BD
    @GMLS_BD 6 месяцев назад +6

    গ্যাস মিটার ভাড়া ১০০ টাকা থেকে ২০০ টাকা করলো সেটা নিয়ে ত কোন নিউস করলেন না !

    • @GMLS_BD
      @GMLS_BD 6 месяцев назад

      @@user-lijil আপনি রিচার্জের দোকানে গিয়ে জিজ্ঞাস করেন অথবা যাদের বাসায় প্রিপেইড গ্যাস মিটার আছে তাদের কাছে জিজ্ঞাস করেন, তাহলে জানতে পারবেন।

  • @mohidul1318
    @mohidul1318 5 месяцев назад +1

    এই জুলুমের শেষটা দেখার অপেক্ষায় রইলাম।

  • @mdyounus8478
    @mdyounus8478 6 месяцев назад +2

    রাজপথ ছাড়া কখনো সম্ভব নয় সমাধান

  • @hasibtanvirul
    @hasibtanvirul 5 месяцев назад

    খুবই প্রয়োজনীয় একটা ইস্যু নিয়ে নিউজ করার জন্য ধন্যবাদ

  • @rubelrhr4709
    @rubelrhr4709 6 месяцев назад +1

    ধন্যবাদ সংবাদিক কে

  • @mdramimhasan8934
    @mdramimhasan8934 6 месяцев назад +2

    আমাদের বাড়িতে মিটার ভাড়া আসছে 100 টাকা ডিমান্ড চার্জ আসছে ৭০ টাকা। দেশটা হয়ে গেছে মগের মুল্লুক জোর যার মুল্লুক তার।

  • @anamulhasansaikat3701
    @anamulhasansaikat3701 5 месяцев назад

    উন্নয়ন উন্নয়ন

  • @mdkamalnc7064
    @mdkamalnc7064 6 месяцев назад

    আজকে মার্চ মাসের ২০ তারিখ ১০০০ টাকা ঢুকাইলাম মিটারে পাইলাম ৫৮৭ টাকা তাহলে বলেন
    কত টাকা ডিমান্ড চার্জ কাটছে। এখন আমরা যারা গ্রাহক আমাদের তো অবস্থা পুরা খারাপ এটার প্রতিকার চাই এবং গভমেন্টের দৃষ্টি আকর্ষণ করতেছি এ বিষয় নিয়ে যেন আর কোন একটা ব্যবস্থা নেন।

  • @shuvro5595
    @shuvro5595 5 месяцев назад

    Good Report!

  • @pureman8545
    @pureman8545 6 месяцев назад +1

    এমন নিউজ আরো চাই।

  • @ziaur565
    @ziaur565 6 месяцев назад +1

    Anarchy! Anarchy!

  • @sadikulmurad6671
    @sadikulmurad6671 6 месяцев назад +2

    এই প্রতিবেদন দেখার পর ও বুঝলাম নাহ ডিমান্ড চার্জ টা কি। কেন বিলে যোগ হয়।

  • @ChoiceMaltimadiaKhulna
    @ChoiceMaltimadiaKhulna 6 месяцев назад +2

    সবাই এক সাথে আওয়াজ তুলুন আমাদের কষ্টের টাকা কত ভাবে লুটপাট করে নিচ্ছে।

  • @alorporosh1992
    @alorporosh1992 5 месяцев назад +1

    ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া এই দুইটা বিল বাদ দেওয়ার জোর দাবি জানাচ্ছি

  • @rofioulroni5889
    @rofioulroni5889 6 месяцев назад

    এই ধরনের অবৈধ কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি।

  • @Hafizul_Islam_75
    @Hafizul_Islam_75 5 месяцев назад +1

    আমার মুল বিল ২২ টাকা। ডিমান্ড চার্জ ৩৫টাকা। মিটার ভাড়া ১০টাকা। এছাড়াও আছে ভ্যাট। সব মিলিয়ে ৭৭ টাকার মতো। এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? ২২ টাকার বিল ৭৭ টাকা?

  • @salauddinprodhan8078
    @salauddinprodhan8078 6 месяцев назад +3

    ডিমান্ড চার্জ না বলে দুর্নীতি চার্জ বলুন

  • @harunkanon4583
    @harunkanon4583 6 месяцев назад +3

    কালকে ৫০০ ঢুকাইলাম কিন্তু ডিমান্ড চার্জ ১৪০ টাকা এটা কী বুঝলাম না।

  • @nazmussadat8402
    @nazmussadat8402 5 месяцев назад +1

    নিজের টাকা কার পকেটে গেল বুঝারও উপায় নেই !!
    ডিজিটাল বাংলাদশ চার্জতো দিতে হবেই😂😂😂

  • @remixmode3074
    @remixmode3074 5 месяцев назад

    মার্চ মাসের আগে আমার প্রতিমাসে প্রিপেয়ার্ড মিটারে টাকা কাটত ৩০০-৩৫০ টাকা আর এখন এক সপ্তাহে কেটে গেলো ৫০০ টাকা এগুলা হচ্ছে টা কি! কোন চুরের দেশে বাস করি আমরা! এটাই কি দেশের উন্নয়ন? চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন

  • @RatnaKarmokar-bu8de
    @RatnaKarmokar-bu8de 5 месяцев назад +1

    আমি ১৫০০ টাকা ভরে,৪৮৫ টাকা পাইছি,হা রে বাংলাদেশ

  • @owaresali4639
    @owaresali4639 6 месяцев назад +1

    ডিমান্ড চাজ ও ভাড়া বাদ দিতে হবে।

  • @KamrulHasan-n6h
    @KamrulHasan-n6h 6 месяцев назад

    Tnx vai

  • @Forkanulislam5562
    @Forkanulislam5562 6 месяцев назад +1

    রিমান্ড চার্জ, মিটার রেন্ট, সহ আগে দেড়শো পরে ৩১০, এখন কাটে ৩৮০ টাকা, অর্থাৎ ১০০০ টাকা রিচার্জে ৬২০ টাকার এনার্জি পাওয়া যায়।

    • @Archangel_Reez
      @Archangel_Reez 6 месяцев назад

      আমি এই মাসে ৫০০ টাকা রিচার্জে ১৩০ টাকা বিদ্যুৎ খরচ পেয়েছি, বাকি ৩৭০ টাকাই বাইনচোদরা কেটে ফেলেছে.. 😡..এটা কোন কথা...!

  • @user-cf6mg5gb3r
    @user-cf6mg5gb3r 5 месяцев назад

    হরি লুট

  • @alauddin_sundorban
    @alauddin_sundorban 6 месяцев назад

    বিষয়টি ব্যারিস্টার সুমন স্যার কে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানাচ্ছি

  • @mjmosharof3402
    @mjmosharof3402 6 месяцев назад

    ডিমান্ড চার্জ বন্ধ করা হোক

  • @mahmoodtokirsifat6042
    @mahmoodtokirsifat6042 6 месяцев назад +1

    প্রথমত ইউনিট এর দাম বাড়লো,,,
    তারপর আমাদের কেনা মিটার
    এর ভাড়া,দিতে হয়
    ডিমান্ড চার্জ,ভ্যাট,ফাওয়ার ফ্যাক্টর মাসুল ফি
    সব মিলিয়ে হাজারের নিচে ভিল নেই

  • @oneminuteshopbdofficial
    @oneminuteshopbdofficial 5 месяцев назад

    হোক প্রতিবাদ তবেই আসবে সমাধান

  • @narayanbarman-rb5ec
    @narayanbarman-rb5ec 5 месяцев назад +1

    কর্মকর্তা গুলোর বেতন কমায়ে দেন

  • @MMRAR
    @MMRAR 6 месяцев назад +1

    ডিমান্ড চার্জ, জামানত, মিটার ভাড়া এসব বাদ দেওয়া উচিত। মিটার এবং সার্ভিস তার গ্রাহক নিজে কিনলে সমস্যা অনেকাংশে দুর হবে। পাশাপাশি মিটার ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারনা অর্জন করা উচিত।

  • @shoponbissas
    @shoponbissas 6 месяцев назад +1

    রাইট ভাই

  • @MarufMunshi-rg8yl
    @MarufMunshi-rg8yl 6 месяцев назад +1

    ঠিক

  • @MdJabbarSheikh-o2g
    @MdJabbarSheikh-o2g 6 месяцев назад +1

    ১ হাজার টাকা রিচার্জ করলে মিটারে জমা হয় ৭০০ টাকা।এই টাকা যায় কোথায়?

  • @nishat28
    @nishat28 6 месяцев назад +1

    প্রিপেইড মিটারে হুটহাট করে টাকা বেশি কেটে নেয়... প্রতিদিন প্রায় একই রকম ইউনিট ব্যবহৃত হয়.... দেখা যায় একদিন কেটে নিল ২০ টাকা... মাঝের দিন ৫০/৬০ টাকা... পরের দিন আবার ২০ টাকা.... (যদি ইউনিটের লিমিট ক্রস করতো তাহলে ৩য় দিন আবারও ২০ টাকা কাটতো না, সেটা ৩০ টাকা হতো)
    আমার প্রশ্ন হচ্ছে, রিচার্জ করার সময়েই যা যা কেটে নেওয়ার সেগুলা নেয়, তবুও প্রতি মাসেই ২/১ বার করেই এমন অতিরিক্ত ৪০/৬০ টাকা করে কেটে নেয়...! এই রকম টা কেনো??

  • @masumkhan6603
    @masumkhan6603 4 месяца назад +1

    ডিমান্ড চার্জ বাতিল করা হোক।

  • @MdSumon-h5q7e
    @MdSumon-h5q7e 6 месяцев назад +1

    সকল জেলায় থানায় এমন দশা । এসব দেখার কেউ নাই

  • @mohammadhossain7285
    @mohammadhossain7285 6 месяцев назад

    সব চোরেরা তো তাই তো চুরি করে গ্রাহক জানেও না কিভাবে তার টাকা চুরি হচ্ছে চোরদের উপরে আল্লাহ কঠিন অভিশাপ দাও

  • @intothemathematics9085
    @intothemathematics9085 5 месяцев назад

    Demand charge and meter rent just wow!!

  • @md.imamuddin1013
    @md.imamuddin1013 5 месяцев назад

    এইটার বিরুদ্ধে অভিযোগ করা হোক

  • @HafizmiaHafizmia-qo7rm
    @HafizmiaHafizmia-qo7rm 6 месяцев назад

    বিদ্দুত সম্পুর সেনা বাহিনি নিওন্ত্রন করা দরকার সিমিত সময় চাকরি,।
    সকল উন্ন উনের দারা তাকবে

  • @ziropointbd2220
    @ziropointbd2220 6 месяцев назад +1

    ডিমান্ড চার্জের পাশাপাশি এবার নতুন করে, বিবিধ বিল /ফি নামে টাকা নিচ্ছে।

  • @MDLitonHossen-f1i
    @MDLitonHossen-f1i 6 месяцев назад +1

    আমি পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির একজন ব্যবসায়ী গ্রাহক আমার বিল আসছে ৬৪৪টাকা এতো ডিম্যান্ড চাজ সবমিলিয়ে আইছে ১৯০ টাকা ম

  • @dulalsarker9031
    @dulalsarker9031 6 месяцев назад

    আমার একটি মিটারের ডিমান্ড আগে নেয়া হত 60টাকা ফেব্রুয়ারী মাসে ডিমান্ডচার্জ এসেছে 326টাকা এত বেশী বিল দেয়া সত‍্যিই কঠিন হয়ে যাবে সাধারন মানুষদের।

  • @kazol12
    @kazol12 5 месяцев назад

    Right

  • @anirbanbappi674
    @anirbanbappi674 5 месяцев назад +1

    1000tk Pay Bill kore paylam 621tk 🙂 amr baki 389tk koi gelo? Age 250tk moto koroch nito 1000tk pay bill korle, ay month e nilo 389tk 😢 JOY BANGLA 🙂

  • @afrinakter4188
    @afrinakter4188 6 месяцев назад +1

    আমরা সাধারণ মানুষ সব জায়গাতেই জিম্মি হয়ে আছি

  • @phahimhasanshuknobe8829
    @phahimhasanshuknobe8829 5 месяцев назад

    Moja pailam.

  • @MdJahangir-iz6ls
    @MdJahangir-iz6ls 6 месяцев назад +1

    যে যেভাবে পারছে জনগনকে ঠকাচ্ছে।

  • @GaroPula
    @GaroPula 6 месяцев назад +1

    এজন্যই আমি বিদ্যুৎ ব্যবহার করি না। সৌর বিদ্যুৎ ব্যবহার করি।

  • @shorifulislam1701
    @shorifulislam1701 6 месяцев назад

    আমি ডেসকোতে প্রতি মাসে ৫০০ টাকা তুলি পরে দেখি ৩০০ টাকা থাকে, এটা তো আমাদের উপর জুলুম ছাড়া আর কিছুইনা।

  • @AshaKhanom-vq4ou
    @AshaKhanom-vq4ou 6 месяцев назад +1

    বিদূৎমন্ত্রি কমিশন খাওয়া বন্ধ করেন

  • @habibur9481
    @habibur9481 6 месяцев назад

    জনগনের জমির উপর দিয়ে টানা বিদ্যুৎ লাইন, আবার গ্রাহকের টাকায় কেনার ট্রান্সফরমার, গ্রাহকের টাকায় কিনা বিদ্যুতের মিটার, তাহলে ডিমান্ড চার্জ কেন দিতে হবে? এমনকি নতুন লাইন নিতে হলে টাকাও কেটে নেওয়া হয় তাহলে ডিমান্ড চার্জ কেন?

  • @FirojKhan-dh7ci
    @FirojKhan-dh7ci 3 месяца назад

    ডিমান্ড চার্জ কমানো হোক এটা অতিরিক্ত চাপ গ্রাহকদের উপর পড়ে।

  • @abdulalimabdulalim5324
    @abdulalimabdulalim5324 6 месяцев назад

    আমার জিজ্ঞাসা হলো,বিদ্যুৎ গ্রাহককে কি ফ্রি দেয় বিদ্যুৎ কোম্পানি গুলো?বিদ্যুৎ কোম্পানি সরকার হতে কিনে গ্রাহকদের নিকট বিক্রি করে। ৪ টাকা দরে কিনে ৫/৬ দরে বিক্রি করে , মিটার ভাড়া,ট্রান্সফারর্মা, গ্রাহকের নিজের টাকায়, এর পরও ডিমান্ড চার্জের নামে গনডাকাতি না করলে হয়না?

  • @ferozalmamun304
    @ferozalmamun304 6 месяцев назад +1

    ডিমান্ড চার্জ সম্পুর্ন অযৌক্তিক

  • @Sottobani64
    @Sottobani64 5 месяцев назад

    মনে হচ্ছে এইটা নিউজ পর্যন্তই থেকে যাবে,এইটার বিরুদ্ধে কোন প্রতিবাদ হবে না।।😢

  • @parthamodak9637
    @parthamodak9637 4 месяца назад

    শুধু demand charge কেন, Meter charge কোথায় গেল?? Meter charge কি, সেটাও তো বুঝতে পারছি না।

  • @r.b.computer1196
    @r.b.computer1196 6 месяцев назад +1

    ডিমান্ড চার্জ বন্ধ করার হক।।।।।।।।।

  • @farzanaarif5042
    @farzanaarif5042 5 месяцев назад

    উন্নয়ন উন্নয়ন জয় বাংলা

  • @mdnizamuddin2636
    @mdnizamuddin2636 5 месяцев назад

    এমপি সুমন ভাই কে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই তাহলে বাংলাদেশের দূর্নীতি বাজদের আইনের আওতায় আনা সম্ভব হবে

  • @anwarulislam6482
    @anwarulislam6482 6 месяцев назад +1

    I differ with Dr. Izaz. Demand charge is not for reliable supply guarantee. It is for the support of capital investment to reach electricity up to the consumer' door. A consumer may not draw electricity for years togather after having made investment for network development by an utility.

  • @md.mohaiminurrahman9712
    @md.mohaiminurrahman9712 4 месяца назад

    আল্লাহর কাছে সব জুলুমের জবাব দিতে হবে।

  • @saemmarvin1937
    @saemmarvin1937 5 месяцев назад

    আমার প্রত্যেক মাসে ডিমান্ড চার্জ আর ভ্যাট সহ ১৪০-২০০ টাকার মত কেটে নেই , এমনিতে বিদ্যুৎ বিল অধিক হারে নিচ্ছে তার উপর এদিকে ভ্যাট সহ ডিমান্ড চার্জ কর্তন, মাসে মাসে এতগুলো ব্যায় দিতে হিমশিম খাচ্ছে সাধারন জনগন! বিদ্যুৎ অফিসের এমন অন্যায় আসলে অসহনীয় মাত্রায় পৌঁছেছে😢

  • @FreelancingLearningSchoolbd
    @FreelancingLearningSchoolbd 6 месяцев назад +1

    নতুন আর একটি চার্জ নেয়া হয়েছে , ( বিবিধ বিল/ ফি ) , আমার এ মাসে বিবিধ বিল/ ফি ৮৭ টাকা , পল্লী বিদ্যুৎ

  • @MahmudulHasan-ci4hc
    @MahmudulHasan-ci4hc 6 месяцев назад +1

    মিটার ভাড়াই বা কেনো নিবে ,নিজের টাকায় কেনা মিটার ভাড়া দিবো কেনো 🤔

  • @md.mamunurrashid1533
    @md.mamunurrashid1533 6 месяцев назад +1

    ২০২৪ সালের মার্চ মাসে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে বিল দিতে হলো ৪৩৩ টাকা,মানে প্রতি ইউনিটে খরচ পড়লো ২১.৬৫ টাকা ! তারপর ও ওরা বলে লস হচ্ছে !