Piren Snal || Madol || Cover || পীরেন স্নাল || মাদল

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025
  • পীরেন স্নাল
    কথা ও সুর - মাদল
    পাখির স্বভাব পাখির মত উড়বে বলে
    বন পাহাড়ে উড়ে ঘুরে গায়বে বলে
    লাল সে মাটির গন্ধ বুকে পুষবে বলে
    সবুজ মায়ার বাধন অটুট রাখবে বলে
    শাল বৃক্ষের মতন শিনা টান করে সে
    মানুষ হয়ে বাঁচতে পীরেন জান দিয়েছে।
    এই বন যে আমার মাগো আমি তারই ছেলে
    অবাধ চলন বলন আমার তারই কোলে
    এই বন যতদূর ঠিক তত দূর আমার বাড়ি
    এই মাটিতে পোতা আছে আমার নাড়ি
    সেই নাড়ি ধরে কারা যেন টান দিয়েছে
    তাই রুখতে পীরেন স্নাল জান দিয়েছে।
    তারা উন্নয়নের নামে দেখ দেয়াল তোলে
    তারকাটাতে ভিন্ন করে মা আর ছেলে
    এত দিনের জীবনবোধে হানলো কারা
    মায়ের ছেলে হোশ যদি রে রুখে দাঁড়া
    সেই প্রাণের ডাকে প্রাণ মেলাতে ছুটে গেছে
    দামাল ছেলের রক্তে মায়ের বুক ভেসেছে।

Комментарии • 3

  • @ZobaiR_Hasan
    @ZobaiR_Hasan 5 месяцев назад

    এটা শুধু পীরেনের গান নয়। জাতির জন্য প্রান দেয়া প্রতিটি পীরেনের গান।
    আবু সাঈদ, মুগ্ধ, শান্ত, ইমরান আরো কতজন....

  • @adwitiadhar
    @adwitiadhar 5 месяцев назад

    সুন্দর গাইসেন