দুদিন ক্লাস করে একজন শিক্ষক এর এত টা প্রশংসা যে করতে পারে সে অনেক সরল অনেক উন্নত মানসিকতার মানুষ খুব ভালো পরিবেশ এর মধ্যে বড়ো হয়েছে , এই সব অমূল্য প্রাণ অকালে চলে যাওয়া ব্যাপক ক্ষতি সমাজে
কাফি সাহেব আপনাদের মত শিক্ষকদের প্রয়োজন সমাজে । আপনাকে দেখে বুঝলাম অন্তত এখনও অনেক প্রকৃত শিক্ষক আছেন সমাজে , সকলে এখনও সরীসৃপ হয়ে শিতঘুমে চলে যাননি।
অধ্যাপক মহাশয় এর একটি কথা আমার মন ছুয়ে গেল , ১০০% প্রমাণিত সত্যি কথা । *** "কেউ যদি একটু প্রতিবাদ করত তাহলে ছেলেটি একটু ভরসা পেত"। এর থেকে এটি প্রমাণিত হয় যে- বিবেক হারিয়ে গেছে , মনুষ্যত্বের বিসর্জন হয়ে গেছে । ধন্যবাদ অধ্যাপক মহাশয় , প্রণাম নেবেন ।
পড়ানোর বাইরেও কাফিদা ক্লাসে এমন কিছু কিছু বক্তব্য রাখতেন সবটুকু আমাদের জীবনে চলার পথে কাজে লাগছে। মনে আছে উনি বলেছিলেন " এত বড়ো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছো ঠিক আছে কিন্তু সবশেষে গিয়ে দেখো যেন মানুষ হতে পারো, চিন্তা উন্মুক্ত হোক। মানুষকে ভালোবাসার আগে একমিনিটও ভেবো না কিন্তু ঘৃণা করার আগে বহুবার ভাববে "
@@birende1401 vai tumi ekta normal chakri koro tomake keo political power dekhachhe to tomar to voi lagbei eka kichu hoi na vai besi merudondo soja rakhle take soria deoa hoi proti bad korle sobai ke eksathe korte hobe
@@ICoco9808 কোথায় পাকিস্তান, আর কোথায় নেতাজীর চিন্তা ধারণা । আমরা হয়তো হতভাগা যে নেতাজীকে আমরা রাষ্ট্র প্রধান হিসেবে পায়নি । দেখুন তো ভেবে এটা কি সেই ভারতবর্ষ যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা চেয়েছিলেন ।
My younger sister studied in JU in the Bengali Department. This gentleman Mr Kafi was my sisters senior in the same department. No strictness is there in this university. Too much freedom is given to the students. And politics at the college/uni level should be stopped.
@@subho746 .... আপনি comments করেছেন , "এটা চলতে থাকবে... রূঢ় বাস্তব " ইত্যাদি... আপনি কি সত্যি ১০০% নিশ্চিত যে এটা চলতে থাকবে ?কোনোদিন বন্ধ হবে না ? ইতিপূর্বে কোনো সামাজিক দুরভসন্ধি বা দুষ্কর্ম কি বন্ধ হয়নি ? তাহলে এটা বন্ধ হবে না এরকম কমেন্টস করাটাই ত বোকামি। আমরা যারা সাধারণ তারা কি এখন, এই দুঃসময়ের মুহূর্তে, রূঢ় বাস্তবের জ্ঞানবানি শুনবো.... আপনার কথা শুনে (এবং আপনার মত যদি আরও কয়েকজন বলেন) সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছচ্ছে - কেউ ভুলবশতঃ ভাবতেই পারেন যে এতজন বলছেন যখন "চলতেই থাকবে" তখন এই বিষয় কিছু বলা বা করা অর্থহীন,... এই বিষয় প্রতিবাদ করা থেকে লোককে নিরুৎসাহিত করবে....আপনি কি সত্যিই তাই চান....?
এই রকম শিক্ষক মহাশয় আছেন বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আজও ছাত্র ছাত্রী দের স্বপ্ন। আবার কিছু রাজনীতি ব্যবসায়ী শিক্ষক এবং লম্পট ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় এর সুনাম নষ্ট হচ্ছে।
আপনারা মুখে ভালো ভালো কথা বলেন, কিন্তু এই যে দূর্ব্যবহার হয় কলেজে এর বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নিয়েছেন আপনারা। আপনারা কি আগে থেকে জানতেন না কলেজে কি হয়।
@@debottamdas1321 All of us can play our role.Nothing personal but it is truth. Politics ,irrespective of party ,has ruined India . Many have left the country.
Kafi sir u r great ,in this society wants teachers like u as parents i can say next time u must care no body would go away from us always remember sir they are all our son .
Swapnodwip er bari r amader bari eki para tei bagula college para. Vai k ami personally chini ,khub valo chilo shudhu porasona niye amak jigges korto j ki korle ki haoya jabe. Vai er mrittu te amra khubi sokahoto ebong ei jonne amra 16 August bela 12:30 tai puro bagula basi jadavpur chottore hajir hoye bikkhob korbo, apnara keu aste chaile obossoi jogdan korun #we_want_justice
Sobar fasi hokkk...... principal Dean supervisor incharge ragging commity members senior criminal student sobar fassi hokk nahole era sobai truck neeche ese moruk ba eder accident hokk sob kota bewadob ekta
Apnara jkhn We want justice bole bikkhov dakhaben tkhn Jadavpur e jara ragging kore tarao apnader sathe ese gola fatabe. Nije JU er ex student hoe bolchi
আমরা যারা কাফিদার ক্লাস করেছি তারা জানি, শুধু কাফিদা নয়, বাংলা বিভাগের সমস্ত অধ্যাপকরা এতটাই সুরুচি সম্পন্ন, এতটাই সাধারণ তাঁদের জীবন যাপন, শ্রদ্ধায় মাথা নত হয় বারবার।
স্যার আপনারা কী সত্যিই জানতেন না যে কারা কলেজের দাদা । আপনারা ও কলেজ কর্তৃপক্ষ একটু দেখলে আজ এতো বিপদ হতো না । ছেলেটা চলে গেল । জানোয়ার গুলোর ফাঁসি চাই ।
Duuur apni o na.....fanshi hok.......kichchu hobe na...... Swapna deep kono heavy weight Tathakathito Dada ba Didi r kacher manush non kina....sunlen Na police ra Jara asol oporadhi trader chere onnoder arrest korche r....r ki chai.......
@@subhajitroy3644আপনি লিখেছেন "বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রদের প্রবেশ নিষিদ্ধ" এর মানে কি? যেহেতু বামপন্থীদের হোস্টেল প্রবেশ করতে দেওয়া হয় না, বামপন্থীরা কোনোভাবে দায়ী নয়, এটাই কি বলতে চাইছেন?
এখানে একমাত্র কিছু করতে পারে সর্বোচ্চ প্রশাসক ও তার প্রশাসন। কিন্তু সে তো ভোট আর ক্ষমতা ছাড়া কিছু বোঝেনা। সৌরভ চৌধুরীর কি এমন প্রতিপত্তি যে মূর্খমন্ত্রী রাজ্যপাল এদের পাশে দাঁড়িয়ে ছবি তোলে! এতেই বোঝা যায় এই বিকৃত মানসিকতার অবমানবগুলোর পৃষ্ঠপোষক কারা।
Tahole je sob student kono influential family theke belong kore tader k kibhabe sohor chara korben ba gram chara korben??? Anek vaipo rai to pisi der modote gana ragging kore pheleche chakri churi kore tader against a ki opinion?? Sourav Chowdhury is absolutely wrong but there is no proof her whole family supported him... he also belongs to a poor family and her same t-shirt in every event and facebook account also prove that he does not belong to good economical background... this needs to be protested but also needs to be ensured not to harm anh innocent any more Responsible citizen hoa khub proyojon
নেতাদের চিরকুটে ভিসি ও অন্যান্যরা চাকরি পেয়েছেন তাই হোস্টেলের ছাত্র নেতাদের অপরাধগুলি বহুদিন ধরে জানা থাকলেও ভিসিরা চুপ থাকেন। যাদবপুর ইউনিভার্সিটির ভিসি সহ অন্যান্য কর্তৃপক্ষদের গ্রেফতার করা হোক কারণ ওনারা এর দায় এড়াতে পারেন না।
এইসব ভারতের মতো দেশেই সম্ভব যে দোষীরা চোখের সামনে ঘুরে বেড়াবে । চীন বা ভিয়েতনাম এইরকম দেশ হলে এইসব আসামি দের কবে গুলি করে দিতো । Drastic step should be immediately taken against the accused. Then the miscreants would be afraid of committing such untoward incident.
7:49 না sorry স্যার এক মত নয়...এগুলো শুধুমাত্র আপনাদের বিশ্ববিদ্যালয় এই সম্ভব... আমি ও hostel এ থেকে পড়া করেছি. তাও সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে ... কখনো এরকম মেনে নেওয়া হয় নি... কারণ আমি fast year এ প্রতিবাদ করে MA সেকেন্ড ইয়ার এর দাদার স্টুডেন্ট ওয়ার্ডেন cancel করেছিলাম... আর আমার সাথে সহমত হয়ে teacher worden এই সিদ্ধান্ত নেন....actually ইউনিভার্সিটি এর এই styem টা আপনারা ভেবে নিয়েছেন সব jaigaite হয়... কিন্তু হয় না.. আর এটা normal জিনিস নয় কোনো....
@@skeptic3846 কেন কাফিদা না ডেকে কেউ যদি মন থেকে শুধু কাফি বলে ডাকে , তাতেও আপনার কোনো আপত্তি থাকবে বলে মনে হয় না। তাই না দাদা? বাবাকে বাবা বলে ডাকতে হবে।কেউ যদি বাবাকে মন থেকে দাদা বলে ডাকে, তাকি মেনে নেওয়া যায়? তা হলে' স্যার ' শব্দটি থাকতো না। আজকালকার ছাত্র ছাত্রীদের কথা বলবেন না। ওরা শিক্ষককে প্রনাম করতে লজ্জাবোধ করে। এটাই এখনকার কালচার। সত্যি কিইনা উন্নতি!!!!!
স্যার আপনার মত শিক্ষক সমাজে দরকার প্রতিবাদ করার মানুষ ছিলো না একটা,সবাই কুলুপ এঁটে বসেছিল, সৎ সাহসী নেই কারোর, অন্যায় যে দেখে ,সে করার থেকেও বেশী অপরাধী। যাবত জীবন কঠোর ,কঠিন শাস্তি হোক
JU তে কি ragging syllebus এর অঙ্গ ? তাহলে প্রকাশ্যে declare করা হোক যে এখানে পড়তে এলে ragging মেনে নিয়েই admidsion নিতে হবে , Jadavpur এ পড়তে গেলে RAGGING FREE পাওয়া যায় , যে সব student গুলো frastrated তারা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে নি তাই সেই মানসিক অবসাদ এর জের junior ভাই দের উপর চাপিয়ে একধরণের পৈশাচিক আনন্দ মেটায়
@@sayansarkar5914 murkher moto kothaa ..uni bolechen je unar chele JEE advanced er sathe WB JEE o crack koreche.. but JU te pathan ni ..thik kore comment ta na porei bole diben naki !!
@@subhajitroy3644সরকারি আর বেসরকারি পরিকাঠামো মিলিয়ে আপনিই দেখুন না (যেমন সরকারি হসপিটাল আর বেসরকারি nursing home).... কোথায় অবস্থা ভালো। (যেখানে জীবন নিয়ে খেলা চলছে সেখানে টাকাপয়সার গুরুত্ব নুণ্যতম, এটা অনস্বীকার্য)
এটাই problem! সবাই সয়ে নিয়েছে বহুদিন ধরে!! কেউ মুখ খোলে না... আর যখন খোলে তখন সাহায্য পায় না!! আমি central university of bihar e msc করতে এসেছি... বাড়িতে ragging এর ভয় সবাই পেয়েছিলো... অদ্ভূত ভাবে এখানে hostel এ ug pg কারো ragging হয় না... Seniors দের সাথে মনোমালিন্য হয়,, কিন্তু ragging হয় না! সেখানে আমার বাংলার এ কি অবস্থা!! শুধু JU নয় সব university তে হয়! এখানে সবাই যখন আমায় বলে বাংলার শিক্ষা ব্যবস্থা খুব উন্নত... গর্বে আমার বুক ফুলে যায়.. এই ঘটনার পর আমি কি বলবো!!
শুধুমাত্র ছাত্র ছাত্রীদের কেন,কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক অধ্যাপিকারা ও কম যাননা..বাজার করা,ফায় ফরমাস খাটা এসব তো এনাদের কাছ থেকেই শেখে ছাত্র ছাত্রীরা..তারপর জুনিয়র রা সিনিয়র দের থেকে জানতে পারে ঐ স্যার এই করেন সেই স্যার সেই করেন..সেখানেই তো ছোট ছোট ছেলেমেয়েদের কাছে অধ্যাপক অধ্যাপিকারা ছোট নীচু হয়ে যান।
এত সুন্দর সুন্দর কথা বাতচিত কর কিন্তু এই রকম শত সহস্র ঘটনা প্রতিনিয়ত তোমাদের আশেপাশে ঘটে তা নিয়ে তোমরা কি কর? জবাব দিবে? এর কারন কি? চিরস্থায়ী সমাধান কি? বলতে পারো? কান্না আর সমবেদনার ভনিতা করতে তোমরা দারুন পটু
এরা সিস্টেম মেনে চলে, না মানলে চাকরি করা মুশকিল। মিডিয়া নাটক করবে, আবেগ দেখাবে, না মরলে খবর করবে না। বেহালায় বাচ্ছাটা মরার পর এরা জানলো ট্রাফিকের হাল এত খারাপ, এখানে স্বপ্নদীপ মারা যাওয়ার পর মিডিয়া জানলো হোস্টেলে ragging হয়। private স্কুলগুলো লুট করছে, বাবা-মা সহ ছাত্রকে মানসিক ragging করছে, খবর কোথায়? আমার আপনার বাচ্ছা মরলে এদের কিছুই যায় আসবে না।
Culprits shall be booked under various Sections of IPC immediately & send them to TiharR immediately without any further delay.......& punish them in such a way so that their Oxygen Saturation level comes down to Zero. ....🌹🌹🌹🌹
দুদিন ক্লাস করে একজন শিক্ষক এর এত টা প্রশংসা যে করতে পারে সে অনেক সরল অনেক উন্নত মানসিকতার মানুষ খুব ভালো পরিবেশ এর মধ্যে বড়ো হয়েছে , এই সব অমূল্য প্রাণ অকালে চলে যাওয়া ব্যাপক ক্ষতি সমাজে
❤❤❤
মাননীয় শিক্ষক মহাশয় আপনার কষ্ট হচ্ছেনা?
কাফি সাহেব আপনাদের মত শিক্ষকদের প্রয়োজন সমাজে । আপনাকে দেখে বুঝলাম অন্তত এখনও অনেক প্রকৃত শিক্ষক আছেন সমাজে , সকলে এখনও সরীসৃপ হয়ে শিতঘুমে চলে যাননি।
@@MysSo-r8f 😂😂😂
@@MysSo-r8fসত্যি?
@@MysSo-r8fআপনি না জেনে এরকম মন্তব্য করেন কীকরে?
Bal proyojon....ai mal ta janto na ata biswas joggo???
দোষী তো বটেই ওদের ফা্সি হোক না হয় যাবৎ জীবন কারাদণ্ড হোক।
জারা এই অন্যায়ের প্রতিবাদ করে না, নিরব থাকে তারাও দায়ী,
একদম.....
শুধু 'যারা' হবে বানানটা। ঠিক করে দিন।
Ekdom thik
এখন এই ঘটনার ভিডিও দেখে কান্না পাচ্ছে।ভগবান এই নিষ্ঠুর পাষন্ড দের শাস্তি দিও।
Jara bhagaban Kei maane na..tader abar😂
@@sumitranath2065 apni ki suorer bachha ? ekta bacha mara geche ar tor ekhaneo faijlami
@@sumitranath2065 manuk na manuk
Sotto sotto
Karor mana na mana te kichu Jai ashe na
অধ্যাপক মহাশয় এর একটি কথা আমার মন ছুয়ে গেল , ১০০% প্রমাণিত সত্যি কথা ।
*** "কেউ যদি একটু প্রতিবাদ করত তাহলে ছেলেটি একটু ভরসা পেত"।
এর থেকে এটি প্রমাণিত হয় যে- বিবেক হারিয়ে গেছে , মনুষ্যত্বের বিসর্জন হয়ে গেছে ।
ধন্যবাদ অধ্যাপক মহাশয় , প্রণাম নেবেন ।
😢😢😢😢😢😢
একেবারেই সঠিক.......
E
💯 thik
Ato khn bade lagche kew to ak2 hleo stti boleche
পড়ানোর বাইরেও কাফিদা ক্লাসে এমন কিছু কিছু বক্তব্য রাখতেন সবটুকু আমাদের জীবনে চলার পথে কাজে লাগছে। মনে আছে উনি বলেছিলেন " এত বড়ো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছো ঠিক আছে কিন্তু সবশেষে গিয়ে দেখো যেন মানুষ হতে পারো, চিন্তা উন্মুক্ত হোক। মানুষকে ভালোবাসার আগে একমিনিটও ভেবো না কিন্তু ঘৃণা করার আগে বহুবার ভাববে "
😮..nbv , 😊
খুব ভালো সাক্ষাৎকার,নতুন কিছু দেখলাম ভালো লাগলো
Aaha re..
এই sir এর অনেক সুনাম শুনেছি ❤❤❤❤
সুনাম থাকলে হবে না। মেরুদন্ড সোজা রাখতে হবে।
Merudanda soja
@@birende1401 vai tumi ekta normal chakri koro tomake keo political power dekhachhe to tomar to voi lagbei eka kichu hoi na vai besi merudondo soja rakhle take soria deoa hoi proti bad korle sobai ke eksathe korte hobe
আপনার সুনাম আছে। তাই কষ্ট টাও আপনার ভীষন।
A TRUELY EDUCATED PERSON IS SO HUMBLE. NAMASKAR. SIR KAZI.
Kafi* , not Kazi
@@joydwiproy5805 NAMASKAR... SIR KAFI.
প্রতিবাদ ভীষণ ভাবে দরকার।
নেতাজী বলেছিলেন স্বাধীনতার পর কমপক্ষে 10 বছর military শাসন দরকার । এখন মনে হচ্ছে একদম সঠিক বলেছিলেন ।
Netaji jodi thakten Tobe bharatbarsho aj jogotsobhay srestho ason peto a kotha chokh bondho kore bola jay
TRUE
একদমই না, মিলিটারি শাসন হলে পাকিস্থানের মতো অবস্থা হতো।
@@ICoco9808 কোথায় পাকিস্তান, আর কোথায় নেতাজীর চিন্তা ধারণা । আমরা হয়তো হতভাগা যে নেতাজীকে আমরা রাষ্ট্র প্রধান হিসেবে পায়নি । দেখুন তো ভেবে এটা কি সেই ভারতবর্ষ যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা চেয়েছিলেন ।
Pakistan eo Kintu military control kore seta ro baje na?
সরকারী ভাবে রাগিং বন্ধ করা হোক।
এমন আব্দুল কাফি আমাদের সকলের ঘরে ঘরে জন্ম নিক। ❤❤❤❤❤
দুর্ভাগ্য বশত আজ আমাদের ঘরে আব্দুল কাফি নয়, জাকির নায়েক জন্মায়।
ফাঁসি দেয়া হোক দোষী ব্যক্তিদের
শাস্তি কঠিন হওয়া উচিত নয়তো কোনো দিন থামবে না এমন অন্যায় ।
My younger sister studied in JU in the Bengali Department. This gentleman Mr Kafi was my sisters senior in the same department. No strictness is there in this university. Too much freedom is given to the students. And politics at the college/uni level should be stopped.
Apnar 3,4 no sentence ei uttor lukie ache...aj kodin huchuk cholbe jamn chilo tamn thakbe...sunte kharap lagleo eta ruro bastob... edeshe law sober ache implementation nai... sdhu sikha khetro na sb khtre ei problem...
3sw74😮yw😅8xg8zse🎉uwe😢z😢 4:38 ze88z
@@subho746 .... আপনি comments করেছেন , "এটা চলতে থাকবে... রূঢ় বাস্তব " ইত্যাদি... আপনি কি সত্যি ১০০% নিশ্চিত যে এটা চলতে থাকবে ?কোনোদিন বন্ধ হবে না ? ইতিপূর্বে কোনো সামাজিক দুরভসন্ধি বা দুষ্কর্ম কি বন্ধ হয়নি ? তাহলে এটা বন্ধ হবে না এরকম কমেন্টস করাটাই ত বোকামি।
আমরা যারা সাধারণ তারা কি এখন, এই দুঃসময়ের মুহূর্তে, রূঢ় বাস্তবের জ্ঞানবানি শুনবো.... আপনার কথা শুনে (এবং আপনার মত যদি আরও কয়েকজন বলেন) সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছচ্ছে - কেউ ভুলবশতঃ ভাবতেই পারেন যে এতজন বলছেন যখন "চলতেই থাকবে" তখন এই বিষয় কিছু বলা বা করা অর্থহীন,... এই বিষয় প্রতিবাদ করা থেকে লোককে নিরুৎসাহিত করবে....আপনি কি সত্যিই তাই চান....?
এই রকম শিক্ষক মহাশয় আছেন বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আজও ছাত্র ছাত্রী দের স্বপ্ন। আবার কিছু রাজনীতি ব্যবসায়ী শিক্ষক এবং লম্পট ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় এর সুনাম নষ্ট হচ্ছে।
You are totally totally wrong
আপনারা মুখে ভালো ভালো কথা বলেন, কিন্তু এই যে দূর্ব্যবহার হয় কলেজে এর বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নিয়েছেন আপনারা। আপনারা কি আগে থেকে জানতেন না কলেজে কি হয়।
Why was not voiced before.A total deterioration of society.
অধ্যাপকরা জানলেও কিছু করতে পারেন না, যতক্ষণ না প্রধান কোনো উদ্যোগ না নেন।
@@debottamdas1321 All of us can play our role.Nothing personal but it is truth.
Politics ,irrespective of party ,has ruined India .
Many have left the country.
Kafi sir u r great ,in this society wants teachers like u as parents i can say next time u must care no body would go away from us always remember sir they are all our son .
Swapnodwip er bari r amader bari eki para tei bagula college para. Vai k ami personally chini ,khub valo chilo shudhu porasona niye amak jigges korto j ki korle ki haoya jabe. Vai er mrittu te amra khubi sokahoto ebong ei jonne amra 16 August bela 12:30 tai puro bagula basi jadavpur chottore hajir hoye bikkhob korbo, apnara keu aste chaile obossoi jogdan korun #we_want_justice
Sobai ke joggdan kora uchit
@@DestructionGaming574 ekdom
Sobar fasi hokkk...... principal Dean supervisor incharge ragging commity members senior criminal student sobar fassi hokk nahole era sobai truck neeche ese moruk ba eder accident hokk sob kota bewadob ekta
Apnara jkhn We want justice bole bikkhov dakhaben tkhn Jadavpur e jara ragging kore tarao apnader sathe ese gola fatabe. Nije JU er ex student hoe bolchi
@@shreyasarkar3411 ha bujhlm🤯
এদের কঠিন তম শাস্তি হওয়া দরকার। এমন শাস্তি দিতে হবে যাতে কেও কোন দিন এই রকম অন্যান্য কাজ করতে না পারে।
দোষীদের শাস্তি হলে তবেই প্রথম বর্ষের ছাত্রদের মনে প্রতিবাদের সাহস হবে বলে আমার মনে হয় ।😢
একদম ঠিক
দোষীদের বাঘ-সিংহের খাঁচায় দিয়ে দেওয়া দরকার....
আমরা যারা কাফিদার ক্লাস করেছি তারা জানি, শুধু কাফিদা নয়, বাংলা বিভাগের সমস্ত অধ্যাপকরা এতটাই সুরুচি সম্পন্ন, এতটাই সাধারণ তাঁদের জীবন যাপন, শ্রদ্ধায় মাথা নত হয় বারবার।
"Kafi da"😢😢
Apni o ki ek i class er student? I hope apnara sbai help krte chan authority ke.. Jate aro security bare and sobai sasti pay
স্যার কি জানতেন না যে Hostel এ রিগিং হয়? শুধু পাঠদান করলে হবে না ৷ যাদবপুরের অধ্যাপক দায় এড়াতে পারেন না ৷
একদম। university cannot shirk responsibility. University কে শাস্তি দেওয়া উচিত তবেই তারা দায়িত্ব নেবে।
You should not be afraid of the tides ,once you have chosen to swim across the sea . Period
সব অধ্যাপকদের DA ও Increment বন্ধ করে দেওয়া উচিত ৷ এরা সব জেনেও না জানার ভান করে ৷ এরা কি জাতীর মেরুদন্ড?
এই কফির গাড় ভেঙে দেওয়া হোক্ ।
যাদবপুরে স্যারেরা প্রতিবাদ করলে কি হয় তা কিছুটা হলেও জানি। তাও অনেকেই প্রতিবাদ জানান।
রেগিং এর বিরুদ্ধে কঠিন ভাবে সরব হওয়ার সময় এসেছে।
স্যার আপনারা কী সত্যিই জানতেন না যে কারা কলেজের দাদা । আপনারা ও কলেজ কর্তৃপক্ষ একটু দেখলে আজ এতো বিপদ হতো না । ছেলেটা চলে গেল । জানোয়ার গুলোর ফাঁসি চাই ।
Ami JU er ex student hoe bolchi sob professor, pro VC, VC, Dean sob kichu jane. Sudhu nijera chokh kan bondho kore ga bachie chole
Duuur apni o na.....fanshi hok.......kichchu hobe na...... Swapna deep kono heavy weight Tathakathito Dada ba Didi r kacher manush non kina....sunlen Na police ra Jara asol oporadhi trader chere onnoder arrest korche r....r ki chai.......
এই দাদাগিরিটা কলেজে চলে না। হোস্টেলে চলে। হোস্টেলে বামপন্থী ছাত্র আন্দোলনের কর্মীদের কার্যতঃ প্রবেশ নিষিদ্ধ, খোঁজ নিলেই জানতে পারবেন।
@@subhajitroy3644আপনি লিখেছেন "বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রদের প্রবেশ নিষিদ্ধ" এর মানে কি? যেহেতু বামপন্থীদের হোস্টেল প্রবেশ করতে দেওয়া হয় না, বামপন্থীরা কোনোভাবে দায়ী নয়, এটাই কি বলতে চাইছেন?
এখানে একমাত্র কিছু করতে পারে সর্বোচ্চ প্রশাসক ও তার প্রশাসন। কিন্তু সে তো ভোট আর ক্ষমতা ছাড়া কিছু বোঝেনা। সৌরভ চৌধুরীর কি এমন প্রতিপত্তি যে মূর্খমন্ত্রী রাজ্যপাল এদের পাশে দাঁড়িয়ে ছবি তোলে! এতেই বোঝা যায় এই বিকৃত মানসিকতার অবমানবগুলোর পৃষ্ঠপোষক কারা।
যাদের জন্য ছেলেটাকে এই ভাবে মরতে হয়েছে তাদের শাস্তি চাই
কিছু হবে না । দেখবেন দোষীরা চোখের সামনে ঘুরে বেড়াবে ।
@@goutamchatterjee6763ha ekdom.india te law bole kichu nei sala taka thakle sobai nirdos
আপনারা মিডিয়ার লোকেরা অনেক strong। আপনারা সবাই মিলে এগিয়ে আসুন না কোনও রকম motivation ছাড়াই।
বাবা মা ছেলে কে পড়া শোনা করতে পাঠিয়েছে । না কি ওই বেকার ছেলেদের মদ বিরি কিনে আনতে কাজের লোক পাঠিয়েছ ???????????????????
Didi budhijibi ra kothae? Hok kolebar kothae?
এটুকুই কি তাহলে যাদবপুরের বাক্ স্বাধীনতার পরিসীমা??!!💔
Justice for #Swapnadeep 😭
কাফিদার মত শিক্ষক খুব কমই হয়।
কাফি স্যারের মত এমন উপলব্ধি সকল
শিক্ষকদের হয়না কেন?
কাফি স্যারের বক্তব্য শোনার পর একটুও
কি লজ্জা হয়না হোস্টেল সুপার বা
ডীন অফ্ স্টুডেন্টস এর।
আমার দাবি ওই দোসিদের পরিবার কে গ্রাম ছাড়া করে দেওয়া হোক,,,,,, তবেই এই রকম র্যাগিং কোরতে অন্ন স্টুডেন্ট রা ভয় পাবে,,, শাস্তি চাই সব দোসিদের
ঠিক তাই, আমিও এক মত
Tahole je sob student kono influential family theke belong kore tader k kibhabe sohor chara korben ba gram chara korben???
Anek vaipo rai to pisi der modote gana ragging kore pheleche chakri churi kore tader against a ki opinion??
Sourav Chowdhury is absolutely wrong but there is no proof her whole family supported him... he also belongs to a poor family and her same t-shirt in every event and facebook account also prove that he does not belong to good economical background... this needs to be protested but also needs to be ensured not to harm anh innocent any more
Responsible citizen hoa khub proyojon
Thik kore kotha bol
আমিও একমত
দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত । দরকারে ফাঁসি । যাতে আর কেউ ragging করার সাহস না পায় ।
নেতাদের চিরকুটে ভিসি ও অন্যান্যরা চাকরি পেয়েছেন তাই হোস্টেলের ছাত্র নেতাদের অপরাধগুলি বহুদিন ধরে জানা থাকলেও ভিসিরা চুপ থাকেন। যাদবপুর ইউনিভার্সিটির ভিসি সহ অন্যান্য কর্তৃপক্ষদের গ্রেফতার করা হোক কারণ ওনারা এর দায় এড়াতে পারেন না।
CPM amol e anek baje recruitment hoeche ekhane, sunte pai.
এইসব ভারতের মতো দেশেই সম্ভব যে দোষীরা চোখের সামনে ঘুরে বেড়াবে । চীন বা ভিয়েতনাম এইরকম দেশ হলে এইসব আসামি দের কবে গুলি করে দিতো । Drastic step should be immediately taken against the accused. Then the miscreants would be afraid of committing such untoward incident.
লকডাউনে এই কাফি স্যার এর একটা ভিডিও ভীষণ ভাবিয়েছিল আমাকেও! খুব ভালো একজন মানুষ গড়ার কারিগর।
7:49 না sorry স্যার এক মত নয়...এগুলো শুধুমাত্র আপনাদের বিশ্ববিদ্যালয় এই সম্ভব... আমি ও hostel এ থেকে পড়া করেছি. তাও সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে ... কখনো এরকম মেনে নেওয়া হয় নি... কারণ আমি fast year এ প্রতিবাদ করে MA সেকেন্ড ইয়ার এর দাদার স্টুডেন্ট ওয়ার্ডেন cancel করেছিলাম... আর আমার সাথে সহমত হয়ে teacher worden এই সিদ্ধান্ত নেন....actually ইউনিভার্সিটি এর এই styem টা আপনারা ভেবে নিয়েছেন সব jaigaite হয়... কিন্তু হয় না.. আর এটা normal জিনিস নয় কোনো....
Amio Central uni thke pass out...ekdm thik bolechen
কাফি স্যারের প্রেমে পড়তে প্রত্যেক ছাত্রই বাধ্য।
Tai naki?
Tahole unar saathe meet kortei hoi
আজকের দিনে আপনার মতো দয়ালু, মানবিক শিক্ষক খুব প্রয়োজন স্যার, আপনার কথা বার্তায় বলে দেয় আপনি এই ঘটনায় কতোটা মর্মাহত
কাফি স্যারের কথার সাথে সম্পূর্ণ সহমত
প্রতিবাদ আগেইযাদবপুরের অধ্যাপক দের করা উচিত ছিল। 5 ইSeptember এখানে শিক্ষক দিবস পালন হয়?
আমি তীব্র ভাষায় অপশাসন অপরাজনীতি মুর্খ অসভ্য বর্বর জালিমের শাসন আর হিংসা বিদ্বেষ বিভাজনকে দায়ী করছি। কোথায় সুশীল সমাজ? কোথায় বিবেক? কোথায় ইনসাফ?
Action must be taken immediately against the culprit students and Dean of student to get justice on this case.
I PRAY PEACE FOR HIS DECEASED SOUL.
Sir ek dam thik kotha bolechen 🙏🙏🙏🙏🙏🙏apner ei sattya bolar jaya
দোসি দের ফাঁসি হওয়া দরকার না হলে এই রিগিং চলতেই থাকবে
Erom Teacher Ghore Ghore Jonmak. Respect to you Sir 🙏
মৌপিয়া নন্দী একজন অধ্যাপককে বলছেন কাফিদা, স্যার বলতে লজ্জা পাচ্ছেন। আজকাল সম্মান দিতে মানুষ ভুলে গেছেন। তাই এই অধপতন।
এটাই এখনকার শহুরে ভদ্রতা। আমরা এসব বুঝবো না।
ওনাকে ওনার ছাত্রছাত্রীরাও কাফীদা বলেন। উনি ও সেটা খোলা মনেই গ্রহণ করেন।এতে অপমানের কিছু নেই। সম্মানটা মন থেকে আসা উচিত।
খুব বেশি দিন নেই, দেখবেন এখানে বাবা, মা, দাদু, ঠাকুরমা সবাইকে দাদা আর দিদি ডাকা হবে😂
@@skeptic3846 কেন কাফিদা না ডেকে কেউ যদি মন থেকে শুধু কাফি বলে ডাকে , তাতেও আপনার কোনো আপত্তি থাকবে বলে মনে হয় না। তাই না দাদা? বাবাকে বাবা বলে ডাকতে হবে।কেউ যদি বাবাকে মন থেকে দাদা বলে ডাকে, তাকি মেনে নেওয়া যায়? তা হলে' স্যার ' শব্দটি থাকতো না। আজকালকার ছাত্র ছাত্রীদের কথা বলবেন না। ওরা শিক্ষককে প্রনাম করতে লজ্জাবোধ করে। এটাই এখনকার কালচার। সত্যি কিইনা উন্নতি!!!!!
শুরুতেই আমার চোখে জল আসে।
স্যার আপনার মত শিক্ষক সমাজে দরকার
প্রতিবাদ করার মানুষ ছিলো না একটা,সবাই কুলুপ এঁটে বসেছিল, সৎ সাহসী নেই কারোর, অন্যায় যে দেখে ,সে করার থেকেও বেশী অপরাধী।
যাবত জীবন কঠোর ,কঠিন শাস্তি হোক
একদম কঠিন শাস্তি হোক।
যিনি প্রথম প্রত্যক্ষ দর্শন তিনি ও হয়তো জানেন আমার মনে হয়। কে বলতে পারে রাত্রে র ঘটনায় দোষ উঁকি দিচ্ছে না।
JU তে কি ragging syllebus এর অঙ্গ ? তাহলে প্রকাশ্যে declare করা হোক যে এখানে পড়তে এলে ragging মেনে নিয়েই admidsion নিতে হবে , Jadavpur এ পড়তে গেলে RAGGING FREE পাওয়া যায় , যে সব student গুলো frastrated তারা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে নি তাই সেই মানসিক অবসাদ এর জের junior ভাই দের উপর চাপিয়ে একধরণের পৈশাচিক আনন্দ মেটায়
স্বপ্নদ্বীপ যদি কাফি স্যারের কাছে ওর রেগিং এর কথা বলতো তাহলে আমার মোনে হয় ওর প্রাণ হানি হতোনা। He is very Good Person
বেকার ছেলেদের এতো সাহস কে দিয়েছে???????????
TMC patry.
@@somaghosh5010 sotty ty tmc sesh holey sob baze kaj uthe jabe
Momota k hatao ay state theke,ay bar bidhansova vote keo vote debe na oy mohila k
@@ranibiswas1180 ses koro vai nije ses hobe na
University te politics er existence er ki dorkar
এই sir কে পার্সোনালি চিনিনা কোনোদিন কোথাও বলিনি
স্যার এর motivational speech গুলো just দারুন লাগে
তাই আমি sir এর ভক্ত।
❤
স্যার এর নাতি ছাত্র আমি। বেস্ট অধ্যাপক ইন আওয়ার লাইফ।
Onar kono yt channel achhe ?
@@skumar-nm1dg না নেই
Ami samne dekhechi r class peyechi Abdul kafi sir er ❤️khub khub bhalo class koran & motivation speech best
উনি কি শিক্ষক হয়ে জানতেন না এইসব নবাগত দের ওপর রাগিং চলে , এরা সব পরোক্ষ ভাবে দায়ী 😠
One of the most politicised college in WB that is why I send my son to IIT PATNA even after cracking WB JEE
Thik korechen, Dada.
IIT patna ottonto valo college, apni thik korechen, kintu mone rakhben WB JEE die IIT te chance paoa jay na
@@sayansarkar5914his son probably got IIT and Jadavpur through JEE Adv and WBJEE respectively
@@goldentimes7731 Yes he had done a typing mistake, I think his son first got a seat in JU then crack Jee advanced and took a seat for iit patna
@@sayansarkar5914 murkher moto kothaa ..uni bolechen je unar chele JEE advanced er sathe WB JEE o crack koreche.. but JU te pathan ni ..thik kore comment ta na porei bole diben naki !!
অধ্যাপক হিসেবে আরো সচেতন হওয়া উচিত ছিল......
আমাদের উসকে দিয়ে আপনারা সরে দাঁড়ান।
আগামী দিনে কোন ছাত্র যেন এরকম না হয়। দোষী দেরকে এমন শাস্তি হয়। তাদের মৃত্যু হয়
হোস্টেলগুলোকে বেসরকারী সংস্থার অধীনে রাখা হোক।
Basarkare hala paresaba vala haba?
@@subhajitroy3644সরকারি আর বেসরকারি পরিকাঠামো মিলিয়ে আপনিই
দেখুন না (যেমন সরকারি হসপিটাল আর বেসরকারি nursing home).... কোথায় অবস্থা ভালো। (যেখানে জীবন নিয়ে খেলা চলছে সেখানে টাকাপয়সার গুরুত্ব নুণ্যতম, এটা অনস্বীকার্য)
আপনা প্রনাম করতে ইচ্ছে করছে।আপনার মতো teacher যদি সবাই হতো। মানুষ গড়ার কারখানায় আপনারা কাজ্করেন আদর্শ থাকা প্রয়োজন। প্রনাম জানালাম।
Sir er katha jatobar suni, respect sudhu berei jai
The group of culprit should be arrested and need severe punishment.
He is a great teacher,,,,,
Aaj Abdul Sir er kotha shune khubi kosto laglo
এটাই problem! সবাই সয়ে নিয়েছে বহুদিন ধরে!! কেউ মুখ খোলে না... আর যখন খোলে তখন সাহায্য পায় না!!
আমি central university of bihar e msc করতে এসেছি... বাড়িতে ragging এর ভয় সবাই পেয়েছিলো... অদ্ভূত ভাবে এখানে hostel এ ug pg কারো ragging হয় না... Seniors দের সাথে মনোমালিন্য হয়,, কিন্তু ragging হয় না! সেখানে আমার বাংলার এ কি অবস্থা!! শুধু JU নয় সব university তে হয়!
এখানে সবাই যখন আমায় বলে বাংলার শিক্ষা ব্যবস্থা খুব উন্নত... গর্বে আমার বুক ফুলে যায়.. এই ঘটনার পর আমি কি বলবো!!
Kon University? GAYA না Mahatma Gandhi?
এদের ফাঁসি দেওয়া হোক
কেন কেন আবার ঘটবে এই রকমের ঘটনা? কেন গোড়া থেকে এর স মূলে উৎপাটন করার চেষ্টা করা হচ্ছে না ragging এর বিরুদ্ধে? ধিক্কার জানাই
Khoob valo bolechen uni !
এটা শুধুই স্কুল-কলেজ এই হয় না এখন তো অনেক কর্মসংস্থানের রেগিং হয় 🤔🤔🤔🤔
Thik bolachan ...nirmul kora dorkar
শুধুমাত্র ছাত্র ছাত্রীদের কেন,কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক অধ্যাপিকারা ও কম যাননা..বাজার করা,ফায় ফরমাস খাটা এসব তো এনাদের কাছ থেকেই শেখে ছাত্র ছাত্রীরা..তারপর জুনিয়র রা সিনিয়র দের থেকে জানতে পারে ঐ স্যার এই করেন সেই স্যার সেই করেন..সেখানেই তো ছোট ছোট ছেলেমেয়েদের কাছে অধ্যাপক অধ্যাপিকারা ছোট নীচু হয়ে যান।
Sir thik blechen apni.... Apnar mto sir stti drkr
সব সমস্যার সমাধান একটাই অবিলম্বে sfi dfi China cpim মুক্ত যাদবপুর চাই 😂
Ragging protect korer jonno hostel gulote police duty kora dorkar
Kafi sir thanku
You are right sir
Namaskar Sir! Pronam neben
Sir apnar katha asadharon.amn teacher darkar... amader samaje
Hostel super, warden ader khoj korun CCTV nei keno ? J University ki ghumiye. Chiloh
কিছুই বুঝতে পারলাম না
I would request you to use Catagory of News as Breaking News, Hot News and Good News.
এত সুন্দর সুন্দর কথা বাতচিত কর কিন্তু এই রকম শত সহস্র ঘটনা প্রতিনিয়ত তোমাদের আশেপাশে ঘটে তা নিয়ে তোমরা কি কর? জবাব দিবে? এর কারন কি? চিরস্থায়ী সমাধান কি? বলতে পারো? কান্না আর সমবেদনার ভনিতা করতে তোমরা দারুন পটু
এই ব্যাক্তি বিষয় টাকে ঘুরপথে ঘুরিয়ে দেয়ার চক্রান্ত করে গেলো, এনাকে আমি প্রকৃত শিক্ষক বলে ভাবতেই পাড়ি না !
এরা সিস্টেম মেনে চলে, না মানলে চাকরি করা মুশকিল। মিডিয়া নাটক করবে, আবেগ দেখাবে, না মরলে খবর করবে না। বেহালায় বাচ্ছাটা মরার পর এরা জানলো ট্রাফিকের হাল এত খারাপ, এখানে স্বপ্নদীপ মারা যাওয়ার পর মিডিয়া জানলো হোস্টেলে ragging হয়। private স্কুলগুলো লুট করছে, বাবা-মা সহ ছাত্রকে মানসিক ragging করছে, খবর কোথায়? আমার আপনার বাচ্ছা মরলে এদের কিছুই যায় আসবে না।
মোল্লা তো আফটার অল
সম্পূর্ণ management দায়ি এই পরম্পরার জন্যে l কই IIM Joka তে তো এরকম ঘটনা শোনা যায় না I
Eta ekta political akhra. Hok Kalarob er akhra. Dr Avijit Chakraborty ke VC hisebe phirie ana hok 10 bacharer janyya... sab dadagiri bando kore deben.
Jedin okhane keu morbe sedin sunte paben tar age noy
Justice for Swapnadeep
মাঝে মাঝ বিশ্ববিদ্যালয় পাশ করা ছাত্র ছাত্রী দের নিয়ে আলোচনা করুন সপ্তাহে একদিন। রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে।
কঠিন শাস্তি এটাই হোক ফাঁসি ,মৃত্যু যন্ত্রনা কাকে বলে আর সেটা কেমন লাগে জানোয়ার গুলো কে বুঝানো উচিৎ
Culprits shall be booked under various Sections of IPC immediately & send them to TiharR immediately without any further delay.......& punish them in such a way so that their Oxygen Saturation level comes down to Zero. ....🌹🌹🌹🌹
Thankyou sir
Sir apnake janai oses dhanobat
Allah bless you sir
ওই সৌরভের বাপ মা এর সাক্ষাৎকার দেখান, ওনারা বলছেন ওর ছেলে নির্দোষ, খুব দেখতে ইচ্ছা করছে
Sourav er baba boleche oh doshi hole sasti pak.
অবশ্যই নির্দোষ। তাঁকে রেপ করা হয়েছে।
Sir aapnake namaskar ....satti aakjon gentle man .....highly educated manush .....aapni khub polite ...
Sir
Kafi sir ke 🙏🙏🙏... Swapnodeep er opor je onnay hoyechey...tar jotha jotho bichar hok....iswar er kachey onurodh..
SWAPNODIP..... OM SHANTI.
ফাঁসি চাই দোষীদের
😢😢😢fashi chai jara merche tader hishab dite hobe mare choker jol dam dite hobe 🙏🏾❤
Vishon juktijukto kothagulo bolechen Mastermoshai 🙏
Kafi sir apni amar vison priyo .