Roder Opekkha || Mosharraf Karim || Tasnia Farin || Bangla New Natok 2020 || G Series || Drama 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 4,4 тыс.

  • @BadBoy12480
    @BadBoy12480 4 года назад +1287

    *আশা করছি নাটকটি আপনাদের ভালো লাগছে।আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।এভাবেই সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন।এগুলোই আমাদের অনুপ্রেরণা যোগায়,ভালোবাসা নিবেন সবাই।*

    • @দেশট্রাভেলস-ঢ৯য
      @দেশট্রাভেলস-ঢ৯য 4 года назад +4

      ইয়েস

    • @sieidul4772
      @sieidul4772 4 года назад +3

      ভাই,,,আমার একটা ছোট্ট স্বপ্ন আছে,জানি না আদোও পূর্ণ হবে কি না,,,,,????

    • @bishadhasantamim6799
      @bishadhasantamim6799 4 года назад +1

      yes Boss always valobasa apnar jonno♥♥♥

    • @masudparvez6333
      @masudparvez6333 4 года назад +13

      আসসালামু আলাইকুম ভাই মোশারফ সাহেব আখেরাত জাহান্নাম আর আজাবের কথা চিন্তা করেন আল্লাহ তায়ালার কাছে কি জবাব দিবেন

    • @helalmia5907
      @helalmia5907 4 года назад

      Nice

  • @bhaskardasb.d.876
    @bhaskardasb.d.876 4 года назад +155

    ভারত থেকে বলছি সুপার হিট. মোশারফ করিম পুরানো ফর্মে ফিরে এসেছে.

    • @mdasraful8
      @mdasraful8 4 года назад

      thanks

    • @raisa7813
      @raisa7813 4 года назад +1

      He is always in form..

    • @celebrityslifestyle2575
      @celebrityslifestyle2575 4 года назад

      Tui bharot er pola banglay kmne kotha kos?😡

    • @bhaskardasb.d.876
      @bhaskardasb.d.876 4 года назад +6

      Celebrity's life style আপনি কি জানেন না ভারতের একটা রাজ্য তারনাম ওয়েস্টবেঙ্গল (পঞ্চিম বাংলা ) তার রাজধানী কলকাতা. কলকাতার সবাই বাংলাতেই কথা বলে. কলকাতার মাতৃভাষা বাংলা. আর কলকাতা ভারতেই অবস্থিত. কোলকাতার অনেকেই মোশারফ করিম এর নাটক দেখে বুঝলেন. না বুঝলে আমার কিছু করার নেই. ইন্ডিয়াতে 5 টা রাজ্যের মাতৃভাষা বাংলা

    • @topstatus1171
      @topstatus1171 4 года назад +2

      @@celebrityslifestyle2575 ভদ্রতা বজায় রাখো😡😡😡

  • @RuhEnam
    @RuhEnam 4 года назад +103

    বস্তাপচা সস্তা প্রেমের নাটকের ভিড়ে ভালোলাগার মত অন্যরকম কিছু। ধন্যবাদ পরিচালক কে।

    • @sanjibbabu5963
      @sanjibbabu5963 4 года назад

      ruclips.net/video/-CB6kr235UU/видео.html

  • @syedtajulislam3996
    @syedtajulislam3996 4 года назад +147

    1)নাটকের কাহিনী খুবই সুন্দর।
    2)মোশারফ করিমের অভিনয় অসাধারণ।
    3)তাসনিয়া ফারিনের নাটকের শেষ দৃশ্যের
    অভিনয় এবং চোখে-মুখে তার অভিবাক্তি
    হৃদয় ছুঁয়ে গেল।
    4)বাংলাদেশের নাটকের কোনো তুলনা হয়না।
    অসামান্য।
    সিনেমার মতো নাটকেও যদি অস্কার পুরস্কার
    দেওয়ার প্রচলন থাকতো তাহলে বাংলাদেশের
    নাটক প্রতি বছর অস্কার পুরস্কার পেতো।

  • @abdulmannan5669
    @abdulmannan5669 3 года назад +26

    পুরো নাটকে তাসনিয়ার মুখে মাত্র কয়েকটি কথা। তবুও পুরো নাটক জুড়ে শুধু তাসনিয়া। তাসনিয়ার উজ্জ্বল উপস্থিতি। অসাধারণ অভিনয় করে গেলেন। মঞ্চে এরকম অভিনয় দেখার জন্যে আমি একশো মাইল হেঁটে যেতে রাজি আছি।

    • @prasantapatra5102
      @prasantapatra5102 3 года назад

      একদম মনের কথা বলেছেন।

  • @mdshafiq3490
    @mdshafiq3490 4 года назад +116

    আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।
    -রবীন্দ্রনাথ ঠাকুর

  • @wasifeelahi1341
    @wasifeelahi1341 4 года назад +96

    রেটিং: ৭/১০
    নাটকের গল্প ধীর গতিতে এগিয়েছে। গল্পের শেষটাও আগে থেকে আন্দাজ করতেই পারবেন। তবে এমন ম্যাসেজে আরো নাটক হওয়া উচিত। আমাদের সমাজের চিন্তা চেতনায় আঘাত করার জন্য হলেও দরকার।
    মোশারফ করিম কমেডি নাটক থেকে সিরিয়াস নাটকে ফিরেছেন দেখে খুবই ভালো লেগেছে। এবারের ভালোবাসা দিবসে নাটক গুলোও করেছেন ব্যতিক্রম গল্পে। বরাবরের মতোই অভিনয়ে সাবলীল আর দেখার মতই। নতুন অভিনেত্রী হিসেবে তাসনিয়া ফারিন দারুন কাজ করে চলেছেন। তার অভিনয়ে চোখ মুখ একই সাথে কথা বলে। আমার মতে সে হবে ভবিষ্যতের তিশা। এই গল্পের শেষ ডায়ালগ টা মনে দাগ কাটার মত।
    "আমাদের অনেক বদলানো দরকার। আমরা আধুনিক জামাকাপড় পড়ি, আধুনিক বাড়িতে থাকি, আধুনিক গাড়িতে চড়ি, আধুনিক মোবাইল ফোন ব্যবহার করি। কিন্তু আমাদের মনটা আধুনিক না। আমাদের মন অনেক ব্যাকডেটেড, মনের দিক থেকে অনেক পিছিয়ে পড়া মানুষ। একটা লোক অন্তত আধুনিক হোক, সেই সুযোগটা আমাকে দেন,,,,,,,,,,,,"
    এত সুন্দর ডায়ালগ লেখার জন্য দয়াল সাহ কে ধন্যবাদ।

    • @MdFaruk-ml5gm
      @MdFaruk-ml5gm 4 года назад

      অসাধারণ ছিল কমেন্টটা, যুক্তিযুক্ত।

  • @ayanmukherjee4707
    @ayanmukherjee4707 4 года назад +334

    বাংলাদেশ সত্যি খুব ভাগ্যবান।এই ধরণের কাহিনী,এই ধরণের অভিনেতা আর এই ধরণের অভিনয় করতে পারে।
    Love from India
    😘😘😘😘😘😘

    • @MonirulIslam-em5zl
      @MonirulIslam-em5zl 4 года назад

      tnx

    • @mdnayem-zq5ys
      @mdnayem-zq5ys 4 года назад +1

      অসাধারণ

    • @fatemagolam7420
      @fatemagolam7420 4 года назад +3

      জি বাংলার সিরিয়াল গুলো শুরু হয় ভাল একটি বিষয় নিয়ে কিন্তু কয়েক পর্বের পর সবগুলো কেমন যেন একই রকম শুধু কুটনামি৷ সব কালচারে কুটনামি আছে কিন্তু আপনাদের ওখানে যা দেখায় তা অতিরিক্ত৷ দক্ষ গল্প বা অভিনয়ের ঘাটতি আছে বলে মনে হয়না কিন্তু একঘেয়ে কুটনামির ভীরে সেটাকেও প্রতিভার অপচয় বলে মনে হয়৷ কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনারা একদিন এই সমস্যা কাটিয়ে উঠবেন৷ আমরা আবার দেখতে পাব সূবর্ণলতা, বান্ছারামের বাগান, বয়েই গেল৷ আশ্চর্য হচ্ছে সূবর্ণতা, বয়েই গেলোর পাত্র পাত্রিরাই এখনোও অভিনয় করছে৷ কথায় আছেনা সেরা উপকরন থাকলে কি হবে রাধুনিই যদি ভাল রান্না করতে না পারে অথবা না চায়৷

    • @md.babulmiah202
      @md.babulmiah202 4 года назад

      anek valo

    • @olympiabacon5410
      @olympiabacon5410 3 года назад

      Bestexperience

  • @mdroket9853
    @mdroket9853 Год назад +26

    মোশারফ করিম বাংলাদেশের সম্পদ।
    তার মতো অভিনেতা দ্বিতীয় আর কেউ হবে না।

  • @md.monowerhossain5903
    @md.monowerhossain5903 4 года назад +50

    অসাধারণ একটা শিক্ষণীয় নাটক, এ সমাজ একজন মানুষকে কলঙ্কিনী করতে পারে কিন্তু তা দায়ভার নিতে পারে না। ধন্যবাদ অল টিমকে 👍

    • @JajaborRafael
      @JajaborRafael 2 года назад

      ♥️♥️

    • @ALPONAKHATUN-z2u
      @ALPONAKHATUN-z2u 3 месяца назад

      আপনাকে আমার বন্ধু পাভেল মনে করছিলাম 🤨🤨🤨🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

  • @biswajogot
    @biswajogot 4 года назад +56

    এত উন্নত চিন্তার নাটক সত্যিই বিরল। দারুন লাগলো। আমাদের সকলের মনের এই প্রগতিশীলতা আজ খুবই দরকার। সমর্থন রইলো।

  • @AnisKhan-sp9tw
    @AnisKhan-sp9tw 4 года назад +124

    পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো মায়ের ভালোবাসা মা মানে কষ্টের সময় পাশে থাকা

  • @somenathbhattacharyya9914
    @somenathbhattacharyya9914 3 года назад +45

    আমরা যারা রাজনৈতিক কারণে এপার বাংলায় থাকি,এমন সব পরিবেশনার জন্যই বাংলাদেশের নাটক এপার বাংলার মানুষকে এত বেশি টানে। এগিয়ে যাক বাংলা ভাষা। এগিয়ে যাক বাংলা নাটক।

  • @ashekunnurhossain71
    @ashekunnurhossain71 4 года назад +62

    হচ্ছে.. ভালো নাটক এখনো হচ্ছে... অসাধারণ লেগেছে তাসনিয়ার অভিনয়... আর মোশাররফ করিমের তুলনা তো তিনি নিজেই... খুব ভালো।।

  • @abhijitghosh5263
    @abhijitghosh5263 3 года назад +118

    কোলকাতা থেকে স্যার,
    সারাদিনের অনেক পরিশ্রমের পর, আপনার নাটক না দেখলে দিনটাই বেকার হয়ে যায় ‌। সত্যি স্যার, আপনার নাটক গুলিতে নির্ভেজাল ভালোবাসা ও রোমান্টিক ছোঁয়া থেকেই যায়। ভালো থাকবেন স্যার।

    • @nusrarfariya8165
      @nusrarfariya8165 Год назад

      ধন্যবাদ

    • @abulkalamzaman4558
      @abulkalamzaman4558 Год назад

      RUclips-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.

    • @RabiulIslam-yx5it
      @RabiulIslam-yx5it 11 месяцев назад +1

  • @wanderersudip
    @wanderersudip 4 года назад +239

    আমি কলকাতা থেকে বলছি।
    আমি আপনাদের নাটকের আনেক বড় ভক্ত।
    আপনাদের সুন্দর সুন্দর নাটকের জন্য অনেক ধন্যবাদ জানাই।

    • @shimaparvin7337
      @shimaparvin7337 4 года назад +2

      Sudip Das Dada, please stop your boring serials of Kolkata which create chaos in families and societies. Make natoks like we (Bangladesh) do.
      Thnx.

    • @mdsujan5860
      @mdsujan5860 4 года назад

      tnx

    • @MehediHasan-hy7bo
      @MehediHasan-hy7bo 4 года назад

      Very good bro

    • @sojibsojib1048
      @sojibsojib1048 4 года назад +3

      Tnx vai amader desher cinema manna vai mara jaber por holl gulo bondho hoye jacce r movie chole na but natok no 1 all world

    • @sojibsojib1048
      @sojibsojib1048 4 года назад +2

      Bangladesh er natok no 1

  • @md.monjurmorshed8687
    @md.monjurmorshed8687 3 года назад +10

    ভক্ত হলে কেমন যেন তার সবই ভাল লাগে। আর এইটা তো একটু আলাদা ই। সবার প্রেম আর মোশাররফ করিমের প্রেম আমার কাছে সবসময় আলাদা। লাভ ইউ মোশাররফ করিম এবং তাসনিয়া ফারিন 😍😍

  • @sohelRana-sk5kl
    @sohelRana-sk5kl 4 года назад +111

    নাটকের গল্পটা খুব সুন্দর,
    মোশারফ করিম সব নাটকের পারফেক্ট ও অলরাউন্ডার।

  • @pallabsekharbiswas2283
    @pallabsekharbiswas2283 4 года назад +35

    From India...
    নাটকটা মুগ্ধ করে দিল। অসাধারণ অভিনয়। M.Karim... and Tasnia Farin....👍

    • @abulkalamzaman4558
      @abulkalamzaman4558 Год назад

      RUclips-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.

  • @udayali4837
    @udayali4837 4 года назад +89

    আমি ভারতের নাগরিক। মোশাররফ ভাই আমি আপনার অনেক বড় ভক্ত, আমার কাছে আপনার সব নাটকই খুব খুব বেশি ভালো লাগে। আপনে ভাল থাকবেন সর্বদা সবাই মিলে সুন্দর ভাবে দুয়া করি।

  • @josimsek1870
    @josimsek1870 Год назад +8

    মোশারফ করিম ও তাসনিয়া ফারিনের আমার দেখা সবচেয়ে সেরা নাটক। অনেক ভালো লেগেছে।

  • @mohammadanwarhossain854
    @mohammadanwarhossain854 4 года назад +61

    শালীনতা কাকে বলে এই নাটকেই দেখলাম, জোস একটা নাটক, অসাধারণ অভিনয় সবার

  • @Abdullah-qn9dm
    @Abdullah-qn9dm 4 года назад +74

    প্রতিটি নাটক বাস্তব মূখি ও শিক্ষা মূলক হওয়া উচিত....
    অসাধারণ একটি নাটক খুব ভালো লাগলো

    • @shohaganwar3339
      @shohaganwar3339 4 года назад +1

      জ্বি আপনার সাথে একমত। পোশাক আশাকেও ভদ্রতা বজায় থাকা জুরুরি

    • @Abdullah-qn9dm
      @Abdullah-qn9dm 4 года назад +3

      @@shohaganwar3339 দেশে কুরুচিপূর্ণ মানুষে ভরে গেছে ...
      এদেশ কে যদি বাইরের দেশের সংস্কৃতি থেকে বের না করা যায়
      তা নাহলে কোনদিন ও এদেশে শৃঙ্খলা আসবে না

    • @mdshagar2381
      @mdshagar2381 4 года назад

      🌹🌷🌹

  • @ahmedshuvo5067
    @ahmedshuvo5067 4 года назад +77

    মোশারফ করিম মানে।
    ভিন্ন কিছু,,,
    নতুন কিছুর সাদ পাওয়া।
    করিম ভাই এর নাটক এর জন্য সব সময় অপেক্ষায় থাকি

  • @nidrabiswas2224
    @nidrabiswas2224 2 года назад +10

    অনেক সুন্দর ছিল।। আসলেই মানসিকতার পরিবর্তন আনা দরকার।। এখানে মা যে মেনে নিবে ভাবতেই পারি নাই।। সত্যি সুন্দর।। 😊😊

  • @pilgrimpedestrian4067
    @pilgrimpedestrian4067 4 года назад +60

    নাটকের কেন্দ্রীয় বিষয়টি সুস্থ মগজে কতো সহজ অথচ আমাদের বাস্তবিক জীবনে কতো জটিল।
    আমাদের সকলের চিন্তা হোক আরো উন্নত আরো পবিত্র। শুভকামনা।

  • @sabbirhossen1447
    @sabbirhossen1447 4 года назад +20

    সত্যিই নাটকটা মোশাররফ করিমের এবং তাসনিয়া ফারিনের জন্য অনেক অনেক সুন্দর হইছে।লাভ ইউ।তাসনিয়া ফারিন এবং মোশাররফ করিমের আরো নাটক দেখতে চাই।

  • @faisalahmed267
    @faisalahmed267 4 года назад +56

    বাহ!কি যে ভালো লাগলো 💗..সত্যি ত আমরা মানষিকতায় অনেক ক্ষেত্রে আধুনিক হতে পারিনি। এই গল্প আমাদের সেই ক্ষেত্রে ভালো শিক্ষা দেবে।

  • @ripafarzi6723
    @ripafarzi6723 3 года назад +8

    এই জুটির নাটক সবার থেকে হিট আমার কাছে ফারিন অনেক ভালো অভিনয় করে সাথে তো বস

  • @SUNIT__BISWAS
    @SUNIT__BISWAS 4 года назад +129

    🇮🇳অসাধারন নাটক♥
    👍কোন কথা হবে না♥
    সত্যি আমাদের মন ব্যাকডেটেড😣

    • @islamsayful5612
      @islamsayful5612 4 года назад +3

      j sohore taka ore natok ta dheken

    • @JajaborRafael
      @JajaborRafael 2 года назад +1

      ♥️♥️

    • @abulkalamzaman4558
      @abulkalamzaman4558 Год назад

      RUclips-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.

  • @ridoykhan-wb8ry
    @ridoykhan-wb8ry 4 года назад +7

    একদম অন্যরকম কাহিনী। হ্নদয় ছুঁয়ে দেওয়ার মতো নাটক। শেষের দিকে আমার চোখে পানি চলে এসেছিলো। কিছু বলার মতো ভাষা নেই। এক কথায় অসাধারণ নাটক। মোশাররফ করিম বস আর তানিসা ফারিন আপুর এরকম নাটক আরোও বেশি বেশি চায়।👌👌👌😓😓😓

  • @net_buddy
    @net_buddy 4 года назад +46

    মানুষ 1000 বছর বাঁচলে উনি যেন বাঁচেন। উনার নাটক আগামী প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে চাই।

  • @pronabroy1706
    @pronabroy1706 3 года назад +8

    খুব ভাল লাগল। মোশারফবাবুর নাটক যত দেখছি ততোই মুগ্ধ হচ্ছি। 👌👌👌👌
    কোলকাতা থেকে।

    • @abulkalamzaman4558
      @abulkalamzaman4558 Год назад

      RUclips-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.

  • @MdRana-yv7ts
    @MdRana-yv7ts 4 года назад +27

    ফারিন আপু সেই একটা অভিনেত্রী,, মোশাররফ করিম ভাইয়া সেই একটা অভিনেতা

  • @debapriyaduttadutta4275
    @debapriyaduttadutta4275 4 года назад +108

    দারুন , মন টা ভোরে গেলো দেখে , ভারত থেকে।

    • @sajedulalamsaju7506
      @sajedulalamsaju7506 4 года назад

      আপনারাও দেখেন আমাদের দেশের প্রোগ্রাম? ঘরে আমরা গিন্নির কাছ থেকে রিমোট নিতে পারিনা ষ্টার জলসা আর জি বাংলার জন্য...!!
      ধন্যবাদ।

  • @khorshedrana4919
    @khorshedrana4919 4 года назад +92

    শেষটুকু তে কান্না পেয়ে গেলো, সত্যি সবাই যদি এরকম হইতো তাহলে পৃথিবীটা হয়তো আরো বেশি সুন্দর হইতো।

    • @nurhossain3695
      @nurhossain3695 3 года назад

      সঠিক

    • @md.nasiruddinbablu238
      @md.nasiruddinbablu238 3 года назад +1

      সবাই যদি এরকম হইতো তাহলে ধর্ষনও থাকতো না।

    • @salimhossain7497
      @salimhossain7497 3 года назад +1

      অসম্ভব সুন্দর ভালোবাসা রইল ২জনের জন্য , ❤️❤️

    • @JajaborRafael
      @JajaborRafael 2 года назад

      ♥️♥️

    • @mdrobiulislamrobi6668
      @mdrobiulislamrobi6668 Год назад

      অসাধারণ

  • @behappy8614
    @behappy8614 3 года назад +54

    আমি ভারত বর্ষ থেকে , আজ কে এই নাটক দেখে মন ছুঁয়ে গেল , দারুন ❤❤

    • @nusrarfariya8165
      @nusrarfariya8165 Год назад +1

      ধন্যবাদ

    • @abulkalamzaman4558
      @abulkalamzaman4558 Год назад

      RUclips-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.

  • @ShafiqulIslamMashud
    @ShafiqulIslamMashud 4 года назад +21

    তাসনিয়া ফারিন এসময়ে জনপ্রিয় এক অভিনেত্রীর নাম।

  • @dipuds_50
    @dipuds_50 4 года назад +151

    পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমি মোশারফ করিমের একজন বৃদ্ধ ভক্ত হয়ে গেছি।

  • @pratipdasgupta
    @pratipdasgupta 4 года назад +126

    Bangladesh is fortunate to have such artists. With lots of love and respect from India.

  • @smmedia1714
    @smmedia1714 3 года назад +13

    অনেক অনেক ভালো লাগলো নাটকটা,, যখন নাটকের শেষে মুশারফ করিমমকে ফারিন সেই গুলাপের পাপরি গুলো দিলো তখন আমি সাথে সাথে কেঁদে ফেলেছি,,, মনটা শান্ত হয়ে গেল নাটকটা দেখে,

  • @AhmedSayeedPavel
    @AhmedSayeedPavel 4 года назад +89

    শর্মীলি আহমেদদের দেখলে নাটকে একটা আপন আপন ব্যাপার খুজে পাই। কারণ তারা সত্যি সত্যিই মায়ের অসাধারণ ভূমিকা পালন করে থাকে। ধন্যবাদ পরিচালককে ওনাকে নেওয়ার জন্য।

  • @mdmosharofhossain1483
    @mdmosharofhossain1483 4 года назад +200

    মোশাররফ করিম এর ভক্তদের সাড়া চাই

    • @sumantasinhahazari884
      @sumantasinhahazari884 Год назад

      Mossaraf Karim r vokto Der sara dite hobe na ...onar bhokto sobai entire bangali ra

    • @sumaiasiddikamomo6559
      @sumaiasiddikamomo6559 Год назад

      আমি ওনার অনেক বেশি ভক্ত

  • @binubiswas8641
    @binubiswas8641 4 года назад +50

    মাহমুদুর রহমান হিমি কে অনেক শুভেচ্ছা.. খুব ভালো কিছু উপহার দিলেন..আর অভিনয় অনবদ্য.. সম্পূর্ণ পরিপক্ক অভিনয়.. তাসনিয়া নবাগতা তবুও অসাধারণ.. ভালোবাসা অবিরাম.. কলকাতা থেকে...

  • @sisantu2880
    @sisantu2880 3 года назад +3

    মোশারফ করিমের পূর্বের নাটকগুলো দেখেছি, মাঝের কতগুলো নাটক দেখতাম আর মনে হতো এগুলো নাটক তিনি কেবল টাকার বিনিময়ে করছেন। ভালো লাগতনা তখন পূর্বের নাটকগুলোই আবার দেখতাম। এখন আবার ভলো নাটক দেখতে পাচ্ছি। ধন্যবাদ জনাব মোশারফ করিম।

  • @youtubekatirhat4302
    @youtubekatirhat4302 4 года назад +41

    না লিখে থাকতে পারলাম না,এত অসাধারন নাটক শুধু আমাদের দেশেই সম্ভব,,সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালবাসা আপনাদের প্রতি ❤❤❤

    • @mdazadsa6715
      @mdazadsa6715 2 года назад

      একজন বিধবা বিয়ে করা যায় যদি,
      তবে একজন রেপ করা,,, মেয়ে কেনো
      না❤️❤️❤️❤️❤️❤️

    • @JosimUddin-c2p
      @JosimUddin-c2p Год назад

      😂

  • @TomalTraveler
    @TomalTraveler 4 года назад +68

    অসাধারণ একটা ম্যাসেজ।। এভাবে বদলে যাক পৃথীবি।।
    নাটকটা শেষে এমন ম্যাসেজ দিবে সেটা ভাবতেও পারি নি জাস্ট অসাম।।

    • @mdhasanuzzaman6818
      @mdhasanuzzaman6818 4 года назад

      এক কথায় অসাধারণ

    • @moniruddin9667
      @moniruddin9667 4 года назад +1

      নাটক দ্বারা বাস্তব জীবন চলে না বরং আমরা সেই ঘটনা থেকে বিরত থাকি এবং তার প্রতিবাদ করতে থাকি। দেখবেন সফলতা আসবে। ইনসাআল্লাহ

  • @mdjashimuddin2205
    @mdjashimuddin2205 4 года назад +183

    মাঝখানে মোশাররফ করিমকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু ইদানীং আবার ফিরে পেয়েছি। ভালো একটি ম্যাসেজ পেলাম।

  • @sujata1545
    @sujata1545 3 года назад +11

    জনম জনম ধরে বাংলাদেশেই জন্মাতে চাই...এত সুন্দর নাটক আর কোথাও হয় না..👌👌👌👌,💕💕

  • @tmblackfighter9277
    @tmblackfighter9277 4 года назад +232

    রাসূল (ﷺ) বলেনঃ,
    ,,,,,,যে ব্যক্তি লা-ইলাহ ইল্লাল্লাহর" উপর দৃঢ় বিশ্বাস নিয়ে,, মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে।
    (মুসলিমঃ৪৩)।। 🌿🌿

  • @badshah.siliguri
    @badshah.siliguri 4 года назад +80

    ইন্ডিয়ার daily soap টিভি সিরিয়ালের থেকে বাংলাদেশের নাটক অনেক ভালো

  • @ashrafulhaq2191
    @ashrafulhaq2191 4 года назад +19

    গল্পটা অনেক সুন্দর, অনিচ্ছায় এমন ক্ষতি মেনে নেয়া ইসলাম সম্মত । শেষে নায়িকার কান্নাজরিত হাসি বর্ণনার ভাষা নাই, দারুন ! সবাই পারবেনা এই অভিনয়

  • @shaporan4341
    @shaporan4341 3 года назад +6

    বস মোশাররফ করিম এবং তাসনিয়া ফারিন অসাধারণ জুটি আরো বেশি বেশি তাদের নাটক দিবেন 🙌🙋

  • @rakibulislam8156
    @rakibulislam8156 4 года назад +25

    নাটক টার কাহিনী এবং চরিত্রগুলি সবকিছুই মিলিয়ে অনেক সুন্দর একটি নাটক হয়েছে
    তারচেয়ে বেশি ভালো লেগেছে Tasnia farin এর অভিনয়
    Love you so much @Tasnia farin

  • @manikms3727
    @manikms3727 4 года назад +290

    আজকে বুঝলাম বাংলা ছবি মানুষ কেন দেখে না এরকম নাটক যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলাদেশের ফিল্ম এর প্রয়োজন নেই

    • @md.sofikulislam2201
      @md.sofikulislam2201 4 года назад +2

      Right.. Bro

    • @mohammadsohel9574
      @mohammadsohel9574 4 года назад

      এখানেই এই কমেন্টের অর্থ কি!

    • @jisankhan6424
      @jisankhan6424 4 года назад +3

      amio bangla film dekina bt,natok amar na deklei noy,,erokom natok I somajke bodlate,,pare

    • @manikms3727
      @manikms3727 4 года назад +4

      @@mohammadsohel9574 এটার মানে হচ্ছে ফিল্ম থেকে নাটক ভালো

    • @mdshahjahan9385
      @mdshahjahan9385 4 года назад

      হম।সত্তিতো

  • @chandansastri4550
    @chandansastri4550 4 года назад +30

    সত্যিই আমরা আধুনিক যুগে বাস করলেও মনটা এখনো সেই পুরনোতেই পরে। এতো সাহসিকতার নাটক খুব ভালো লাগলো, আমাদের সমাজ জেগে উঠবে কি! ( কোলকাতা থেকে) ।

  • @ZakirHossain-kg2fw
    @ZakirHossain-kg2fw 3 месяца назад +1

    তাসনিয়া ফারিনের অভিনয় অসাধারণ ছিলো। তাঁর serious look এর জন্যই নাটকটি অসাধারণ হয়েছে। সাথে শেষের অংশে মোশারফ করিমের unique dialogue টি ছিলো অসাধারণ যেটা এই নাটকের মূল message আমাদের সমাজের প্রতি। আর এজন্যই নাটকের নামটি 'রোদের অপেক্ষা' যথাযথ হয়েছে।

  • @nahidnahid8786
    @nahidnahid8786 4 года назад +239

    আমি কখনো লাইক দেইনা । কিন্তু এই নাটকে লাইক দিয়েছি । 👍👍

    • @FKhan2412
      @FKhan2412 4 года назад +1

      জামালপুরের ডিসি, সাধনা আপা ও গাভী সানাই পক্ষ থেকে শুভেচ্ছা।

    • @MdHarun-yw5ye
      @MdHarun-yw5ye 4 года назад

      @@FKhan2412 😀

    • @sumonsonagazi1488
      @sumonsonagazi1488 4 года назад +1

      আপনার লাইকের এতো দাম?

    • @Rajia65
      @Rajia65 4 года назад +1

      হুম,ভালই করছেন

    • @NewsSports52
      @NewsSports52 4 года назад

      কিপটামি করেন কেন ভাই? লাইক দিলে কি হয়?

  • @jowelrana1089
    @jowelrana1089 4 года назад +89

    বসের নাটক সেরা নাটক বাংলাদেশের নাটক দারুন নাটক ফারিন ওয়াও অসাম সেই আপু সেই খুবই ভাল লাগছে গল্পটা দেইখা মঝা পাইলাম।

  • @ZAKIRHOSSAIN-tw7qd
    @ZAKIRHOSSAIN-tw7qd 4 года назад +4

    তাসনিয়া আপু ও এম করিম অসাধারণ। আপনাদের প্রতি শুভ কামনা রইল।

  • @rakiburrahaman9981
    @rakiburrahaman9981 2 года назад +1

    অসাধারণ একটি কাহিনী। কি দারুণ অভিনয় ফারিন মোশাররফ ভাইর।

  • @mohsinpappon9517
    @mohsinpappon9517 4 года назад +50

    এই নাটকে বুজিয়েছেন সমাজে অবহিলিত বোনদের কে, কিভাবে সন্মান করা যায়।

    • @MDkhabirkhandakar
      @MDkhabirkhandakar 9 месяцев назад

      বর্তমান সামাজে অসহায় পুরুষ মেয়েদের একজনের, কমপক্ষে ৫ টা করে ভাতার আছে

  • @MayaByRaj
    @MayaByRaj 4 года назад +291

    আসুন আমরা পাচওয়াক্ত নামাজ পড়ি, একে অপরের সাহাহ্য করি।

  • @zihadraihanzihadraihanmukd1010
    @zihadraihanzihadraihanmukd1010 4 года назад +20

    আমি চাঁদ চাইনা, সে উঠবে রাতে।
    আমি রাত চাইনা, সে হারাবে প্রভাতে।
    আমি ফুল চাইনা, সে ঝরবে দিনের শেষে। চাই একটা সুন্দর মন, যা কখনো ভুল...
    ( প্রবাসী মন )

  • @swapankumardas8985
    @swapankumardas8985 2 года назад +2

    বিষয়টি বতর্মান সমাজে ভীষন চিন্তাজনক কিন্তু আমরা মনের দিক থেকে আধুনিক হচ্ছি। ধন্যবাদ পরিচালক লেখক ও করিম ফারিনকে। বলাবাহুল‍্য আমি ভারতে থাকি।

  • @mdimranhossain4651
    @mdimranhossain4651 4 года назад +38

    নাটক টা আসলেই অনেক সুন্দর আমরাই পারি দেশ টাকে বদলে দিতে সমাজ টা কে সুন্দর করে গড়ে তুলতে অসহায় মানুষের পাসে দাড়াতে

  • @sunnitv6835
    @sunnitv6835 4 года назад +562

    রাসূল সাঃ এর শিক্ষক ছিলেন সয়ং আল্লাহ।

    • @batashibatashi3421
      @batashibatashi3421 4 года назад +3

      unmad

    • @sazzadhossain4939
      @sazzadhossain4939 4 года назад +1

      Nxt theke islamic pst diben ete islamer
      Khotti hoy

    • @sazzadhossain4939
      @sazzadhossain4939 4 года назад

      Na

    • @billy2009bd
      @billy2009bd 4 года назад +2

      Bal

    • @Lyricistmonir
      @Lyricistmonir 4 года назад +6

      সকল স্থানে সকল কথা মানায় না। আপনার এই কমেন্টের যদি কেউ বাজে মন্তব্য করে তারজন্য আপনি কঠিন গোনাহগার হবেন।

  • @mdrajal2797
    @mdrajal2797 4 года назад +20

    গ্রীস থেকে বলছি খুব সুন্দর হিস্টরি খুব ভালো লাগলো সত্যি আমি গর্বিত আমি বাংলাদেশী 💜🧡💛💚💙💙❤️

  • @raihantushar8508
    @raihantushar8508 Год назад +4

    সুনিপুণ ভাবে সমাজের নিকৃষ্ট মানুসিকতা থেকে বের হবার মতো গল্পটি লিখা হয়েছে,, দুজনের অভিনয় আরও বেশি পরিপূর্ণতা এনে দিয়েছে।
    "বিনোদন হোক শিক্ষনীয়, বিনোদনকারী হোক শিক্ষক "

  • @deshibanglaltd7302
    @deshibanglaltd7302 4 года назад +129

    আমরা মুসলিম Valentines Day আমাদের জন্য নয়
    কে কে একমত

    • @hrpanda2703
      @hrpanda2703 4 года назад +1

      সহমত

    • @tofazzalsarkar5276
      @tofazzalsarkar5276 4 года назад

      ঠিক ভাই

    • @funnyvillage7184
      @funnyvillage7184 4 года назад

      হুম

    • @majedmedia7812
      @majedmedia7812 4 года назад +2

      ভাই আমার মতে খারাপ না, সঠিকভাবে উৎযাপন করলে সবই ভালো। কারণ আমরা কিন্তু আমাদের মা বোনকেও ভালবাসি, ভালবাসা জিনিস টা পবিত্র, তাই ভালবাসার নামে বেহায়াপনা যাতে না হয় আমাদের সেদিকেই লক্ষ দেওয়া উচিত।

    • @aushokchakrabarti2275
      @aushokchakrabarti2275 4 года назад

      Apnar RUclips a comments koraou thik na

  • @mdabuhanif5774
    @mdabuhanif5774 4 года назад +14

    হাইরে আমরা বাংগালী,এতো সুন্দর নাটকেও ডিসলাইক পরে।

    • @ronytr949
      @ronytr949 3 года назад

      ডিসলাইক কারী প্রত্যেকটা মানুষ ধর্ষকের দলে । তাই ভাল জিনিস সহ্য হয় না এদের ।

  • @sabbirrahman7617
    @sabbirrahman7617 4 года назад +58

    নাটকটা অসাধারণ খুবই ভালো একটি গল্প
    (মোশারফ করিম সব ধরনের নাটকেই পারফেক্ট অলরাউন্ডার)

  • @tanbirahmedahmed7120
    @tanbirahmedahmed7120 2 года назад +3

    অসাধারণ অভিনয় তাসনিয়া ফারিন এবং মোশাররফ করিম এর

  • @chashialam108
    @chashialam108 4 года назад +436

    মোশারফ করিম ভাই এর পাগল ভক্তদের দেখতে চাই।আপনি জদি তাদের একজন হন তাহলে লাইক দেন।

  • @babyandhealthtips
    @babyandhealthtips 4 года назад +8

    জীবন্ত, প্রানবন্ত।
    এই জুটি টা কন্টিনিউ থাকুক 😘😘😘

  • @sbsulayman9303
    @sbsulayman9303 4 года назад +18

    ভালোবাসার জন্য হৃদয় টা আজও পুড়ে অনেক ধন্যবাদ পরিচালক কে

  • @GoutamPal-mp4hv
    @GoutamPal-mp4hv Год назад +3

    অসাধারণ নাটক। হৃদয় ছুঁয়েগেছে। দুর্দান্ত অভিনয় মোশারফ করিম ও তাসনিয়া ফারিনের। দুজনকে অভিনন্দন শুভেচ্ছা। ❤️🌹🙏

    • @abulkalamzaman4558
      @abulkalamzaman4558 Год назад

      RUclips-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.

  • @mdjamal-hl5pv
    @mdjamal-hl5pv 4 года назад +11

    অনেক অনেক ধন্যবাদ পরিচালক ভাইকে এইরকম একটা গল্প লেখার জন্য।
    সত্য কথা বলতে কি আমাদের বাংলাদেশের মানুষ গুলো সবাই যদি এরকম মনের মানুষ হইত তাহলে কোন মেয়ে ধর্ষিতা হত না
    ধন্যবাদ মিস্টার মোশারফ করিম ভাইকে
    সেই সাথে ধন্যবাদ জানাই নতুন নায়িকা টা কে

  • @nazrullslam3870
    @nazrullslam3870 4 года назад +9

    অসাধারণ এক কথায়,,,, ভালোবাসা মানে না কোন বাধা,,যারা প্রকৃত অর্থে ভালোবাসে একে অন্যনের প্রতি

  • @shyamalkarmakar4563
    @shyamalkarmakar4563 4 года назад +7

    আরো একটি অনবদ্য সৃষ্টি, মোসারফ করিম ও তাসনিয়া ফারিন এর অভিনয়ে মুগ্ধ।

  • @subhashischattopadhyay7208
    @subhashischattopadhyay7208 2 года назад +2

    এ নাটক বাংলাদেশের গোঁড়া সমাজ ব্যাবস্থার থেকে এগিয়ে থেকে সেই সমাজকে ভাঙার নাটক। নাটকের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার রক্তিম অভিনন্দন।

  • @ujjoldas8928
    @ujjoldas8928 4 года назад +13

    আমার দেখা সেরা নাটক❤️
    ভালোবাসা কে সর্বপ্রথমে প্রাধান্য দেওয়া উচিত

    • @abulkalamzaman4558
      @abulkalamzaman4558 Год назад

      RUclips-e type korun: bangla natok asroy/violin/elomelo sobder siri/sopne dekha rajkoinna/da noy dha/tal misri hawai mithai/pan supari/hello bangladesh/kohen kobi tokkonath/shugondhi boarding o tumi/weight/original/alta sundori/showrov/house full/tomar duai valo achi ma/sakin sarisuri/chande chondrobindu nei/dadar desher jamai. Some music! Type korun: bangla song by fokir saheb/romesh das/ashik.

  • @liakatraj1717
    @liakatraj1717 4 года назад +13

    ❤ মোশাররফ করিম মানেই বাংলা নাটকের এক জীবন্ত কিংবদন্তি।

  • @friendsagro4426
    @friendsagro4426 4 года назад +61

    গল্পটা জোশ লাগলো।গল্পটা কি কেবল নাটকেই সীমাবদ্ধ থাকবে নাকি আমাদের মাঝে পরিবর্তন নিয়ে আসবে সেটাই মূল কথা

    • @alaminpatwary6119
      @alaminpatwary6119 4 года назад

      মেয়েরা যে সয় ইচ্ছাতে বিছানায় যায়, তারা কি প্রেমের নামে।

  • @sakibhossaon1687
    @sakibhossaon1687 Год назад +8

    এই নাটক আগে ও মনে হয় ১০ বার দেখা হয়েছে
    আজ আবার মনে পড়লো
    তাই আবার দেখতে চলে আসলাম

  • @fatherbeckersschool-one6281
    @fatherbeckersschool-one6281 3 года назад +3

    যেমন গল্প তেমনই চিত্রনাট্য ! এম. কে. অদ্বিতীয়, ফারিনও করেছেন যোগ্য সঙ্গত! নির্দেশনা ? অতুলনীয়!

  • @sojibkhan1748
    @sojibkhan1748 2 года назад +6

    ধন্যবাদ জানাই নাটকটির পারিচালক, অভিনেতা ও অভিনেত্রী কে। এত সুন্দর ও শালীনতা বজায় রেখে দর্শকদের এমন সুন্দর ১টি নাটক উপহার দেওয়ার জন্য❤️

  • @mdrajonmiha2835
    @mdrajonmiha2835 4 года назад +10

    ভাই নাটকটা দেখার পরে মতামত না জানিয়ে পারলাম না ভাষা দিয়ে বুজাতে পারবো না অসম্ভব সুন্দর... 🌿

  • @dewannazrulislam9413
    @dewannazrulislam9413 3 года назад +9

    অসাধারণ অসম্ভব সুন্দর বাংলাদেশের বাংলা নাটক রচয়িতা কে অনেক অনেক ধন্যবাদ,দুই জনের জুটি অসাধারণ আই লাভ ইউ💖💖

  • @FarukKhan-co1pr
    @FarukKhan-co1pr 4 года назад +75

    অনেক অভিনেতা দেখছি মাগার তোমার মতো কাওরে পাইলাম না বস, তোমাকে দিয়ে অসম্ভব কে সম্ভব করা

  • @ALAMGIR.RAHMAN
    @ALAMGIR.RAHMAN 4 года назад +23

    অসাধারণ নাটক সত্যি কান্না দরে রাখতে নিজের অজান্তে চোখ বেয়ে পানি নেমে আসলো,,, 😍😍😍

  • @nasiralisadhukhan5240
    @nasiralisadhukhan5240 4 года назад +99

    বাংলা আওয়ার্ড পাওয়ার নাটক খুব সুন্দর ইন্ডিয়া থেকে বলছি

    • @Nahidhasan-yr9xm
      @Nahidhasan-yr9xm 4 года назад +1

      Right

    • @masumbro7263
      @masumbro7263 4 года назад

      NASIR ALI SADHUKHAN ❤️

    • @sarkarsohel763
      @sarkarsohel763 4 года назад +2

      নাটকের মূল্য বাংলাদেশিরা না বুজলেও আপনি ঠিকই বুজলেন,, ইন্ডিয়ার সিরিয়ালের চেয়ে হাজার গুন ভাল বাংলাদেশি নাটক।

    • @udayali4837
      @udayali4837 4 года назад +2

      আমি ভারতের নাগরিক। বাংলা দেশের নাটকই আমি সব সময় দেখি।

  • @krisnaray-hx8oh
    @krisnaray-hx8oh Год назад +2

    মানুষ নিজের জীবন টাকে কতটা সুন্দর করে তুলতে পারে নাটক টা দেখলেই বুঝতে পারবে।
    ধন্যবাদ মোশারফ বস।অভিনয় গুরূ
    ধন্যবাদ তাসনিয়া ফারিন।
    এমন সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন‍্য❤💘💟💘💖💖🌈🌈💖❤❤💘💟🌈🌈💖❤❤💘💟❤🌈🌈🌈💖❤❤❤💘💟💟❤💖🌈🌈🌈❤❤❤💘💖🌈🌈🌈💖❤💘💟?
    2025 সালে যারা এই নাটক দেখবে তাদের জন‍্য এই কমেন্ট রেখে দিলাম 🙏🙏

  • @mdsuaibkhan8260
    @mdsuaibkhan8260 4 года назад +46

    একটু ভিন্ন ধরনের গল্প দেখলাম অনেকদিন পর,,, অসাধারন কিছু বলার নেই

  • @jibon_roy_junior
    @jibon_roy_junior 4 года назад +28

    সেরা অভিনেতা গুণী অভিনেতা মোশারফ করিম তাহলে নাটক অনেক সুন্দর

  • @fojilotakterratryfojilotak1179
    @fojilotakterratryfojilotak1179 3 года назад +11

    দারুন মন মানসিকতা সম্পূর্ণ নাটক,বিবেক কে নাড়া দেয়,এভাবে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ গুলো

  • @questionanswer560
    @questionanswer560 Год назад +73

    বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা ❤️❤️❤️

    • @sunentuchangma166
      @sunentuchangma166 Год назад

      I like ur acting farin

    • @jhantudolui5798
      @jhantudolui5798 Год назад

      Tomakeo onek subhacha dear 🥰.. Khub sundar hoyeche natok ta... Onek ভালোবাসা roylo tomar jonno 🥰🥰

    • @sumonhalder2010
      @sumonhalder2010 Год назад +1

      Ami india theka bol chi apna der natok ami dakhi amr khub valo lage

    • @mdjonayedbabu3982
      @mdjonayedbabu3982 Год назад

      Amar dekha sob chaite valo ekta natok

    • @sohagislam9970
      @sohagislam9970 Год назад

      নাটকটা অনেক ভালোলাগলো❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanjitbhattacharjee4827
    @sanjitbhattacharjee4827 4 года назад +18

    Dharun ... Extra ordinary Musarraf's Natak. Love u Musarraf. From India

    • @Mottalib68
      @Mottalib68 4 года назад

      Thanks from Bangladesh 🇧🇩

  • @abdussalam5138
    @abdussalam5138 4 года назад +16

    অসম্ভব সু্ন্দর নাটক, এইবার দিয়ে ৫ বার দেখলাম।

  • @deeyasconstruction6811
    @deeyasconstruction6811 3 года назад +5

    নাটকের শেষ দৃশ্যটি অসাধারণ!!! কোথাও কোন খুঁত থাকলেও শেষ অংশটির জন্য তা যেন পরিপূর্ণ হয়ে গেছে।
    যাঁর অতি সুন্দর, পবিত্র ও গঠনমূলক চিন্তাচেতনা থেকে এই পাণ্ডুলিপি লেখা হয়েছে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি এবং অভিনেতা, অভিনেত্রী, পরিচালকসহ পুরো দলকে জানাচ্ছি অভিনন্দন !!!