পুব সাগরের পার হতে / Pub Sagorer Par Hote
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- পুব-সাগরের পার হতে কোন্ এলো পরবাসী--
শূন্যে বাজায় ঘন ঘন হাওয়ায় হাওয়ায় সন সন
সাপ খেলাবার বাঁশি॥
সহসা তাই কোথা হতে কুলু কুলু কলস্রোতে
দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী॥
আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরু ডমরুরব হয়েছে ওই শুরু।
তাই শুনে আজ গগনতলে পলে পলে দলে দলে
অগ্নিবরন নাগ নাগিনী ছুটেছে উদাসী॥
রচনাকাল: শ্রাবণ ১৩২৯ (১৯২২)
কবির বয়স: ৬১
প্রকাশ: শ্রাবণ ১৩২৯ , বর্ষামঙ্গল উৎসবের পুস্তিকা; নবগীতিকা |
প্রবাহিণী (ঋতুচক্র)।
গীতবিতান(পর্যায়;#/পৃ): প্রকৃতি-বর্ষা; ৬৮/৪৫৪
রাগ / তাল: মিশ্র মল্লার / কাহারবা
স্বরলিপি: নবগীতিকা ২; স্বরবিতান ১৫ (নবগীতিকা ২)
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর; ঐ
পাদটিকা:
শান্তিনিকেতনে ১৩২৯ শ্রাবণের বর্ষামঙ্গল উৎসবে গীত। প্রচলিত ও নবগীতিকার (১৩২৯) মধ্যে সুর/ছন্দোভেদ আছে।