আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী Mufti Mustakunnabi Kasemi ।।পর্দা ‍কতটুকু কোরআন থেকে সহি ব্যাখ্যা

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী Mufti Mustakunnabi Kasemi ।।পর্দা ‍কতটুকু কোরআন থেকে সহি ব্যাখ্যা
    আলোচনা পেশ করেন
    •═•-⊰❉⊱•═•⊰❉⊱•═•⊰❉⊱ •═•
    আল্লামা মুফতী মুস্তাকুন্নবী কাসেমী
    পরিচালক:-দারুল উলুম সুধণ্যপুর কুমিল্লা
    =====================================
    মুফতি মুস্তাকুন্নবী কাসেমী
    মুফতি মুস্তাকুন্নবী কাসেমী 2020
    মুস্তাকুন্নবী কাসেমী
    হাকিমুন নফস
    Mustakunnabi_Kasemi_2020
    Allahma Mustakunnabi
    Mufti Mustakunnabi 2020
    Mustakunnabi Kasemi
    Mustakunnabi
    মুফতি মুস্তাকুন্নবী কাসেমী
    মুস্তাকুন্নবী কাসেমী
    Mustakunnabi Waz
    Mustakunnabi Waz 2020
    মুস্তাকুন্নবী ওয়াজ 2020
    মুস্তাকুন্নবী ওয়াজ
    নতুন ওয়াজ
    BD Waz
    Bangla Waz2020
    BD New Waz
    Bangla Waz
    Faruk Im Tv
    ফারুক আই এম টিভি
    আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী
    Mufti Mustakunnabi Kasemi
    পদ্মা কতটুকু কোরআন থেকে সহি ব্যাখ্যা
    আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী
    Mufti Mustakunnabi Kasemi
    পদ্মা কতটুকু কোরআন থেকে সহি ব্যাখ্যা
    পদ্মা কতটুকু
    কোরআন থেকে সহি ব্যাখ্যা
    পর্দা কতটুকু কেন করব
    পর্দা ‍কতটুকু
    =====================================
    Follow
    ________________________________
    Faruk Im tv
    Faruk_Im_tv
    #মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
    #Mustakunnabi_Kasemi_2020

Комментарии • 625

  • @alomkuwait1939
    @alomkuwait1939 4 года назад +167

    এরকম আল্লাওয়ালা আলেমদের বয়ান শুনলেই এই জাতি হেদায়াতের উপরে থাকতে পারবে ইনশাআল্লাহ নইলে জাতি ফেতনার ভিতরে পড়ে যাবে

    • @Faruk_IM_TV
      @Faruk_IM_TV  4 года назад

      থিক

    • @Faruk_IM_TV
      @Faruk_IM_TV  4 года назад

      থিক

    • @MdRasel-io8zf
      @MdRasel-io8zf 4 года назад

      ঠিক

    • @lablukhan4568
      @lablukhan4568 4 года назад

      Right vai

    • @mosharafkarim9478
      @mosharafkarim9478 4 года назад

      সত্যিইকারের একজন হক্কানী আলেম। বিষম ভালো লাগে। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি হুজুর।

  • @mdsohelkhan2423
    @mdsohelkhan2423 4 года назад +72

    আল্লাহপাক হুজুরের হায়াতে বরকত বাড়িয়ে দেন।

  • @jusnabegum1049
    @jusnabegum1049 4 года назад +177

    আলহামদুলিল্লাহ, উনি আমার সম্মানিত শিক্ষক, উনি সঠিক ভাবে দীন ইসলাম শিক্ষা দেন। আমরা সবাই যেন উনার কথা গুলো শুনে মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু তায়ালা যেন আমাদের সবাইকে সঠিক ভাবে দীন ইসলাম মেনে থাকার তৌফিক দান করেন।

    • @bilalhossainaba7788
      @bilalhossainaba7788 4 года назад +2

      আসসালামু আলাইকুম, হুজুর আপনার শিক্ষক জানতে পেরে খুশি হলাম হুজুরের সাথে যোগাযোগ করার জন্য আমার খুব ইচ্ছে একটা বিষয় জানার জন্য ভিডিও ওয়াজ করা কি আসলেই জরুরি অডিও ওয়াজ করলে কি ক্ষতি হয় ভিডিও ওয়াজ করা কি প্রয়োজন, হুজুর নিজেই বললেন নারীর জন্য বেপর্দা পুরুষ দেখা হারাম ওয়াজ শুনতে গেলে তো হুজুরকে দেখা লাগে মোবাইল কাপড় দিয়ে ঢেকে রাখা হলেও প্রথমবার ওয়াজ চালু করতে হলে হুজুরকে দেখাই লাগে ইউটিউব এরমধ্যে হুজুরের ছবিটা দেখা যায় তখন কি গুনা হবে না? আমার এই প্রশ্নের উত্তর আমার ই-মেইলে পাঠালে উপকৃত হব ইমেইল এড্রেস bilalhossainaba@gmail.com

    • @ctgshahadat
      @ctgshahadat 4 года назад +4

      আমার ও রুহানী শিক্ষক।

    • @mahfujaandfatema8748
      @mahfujaandfatema8748 4 года назад +4

      @@bilalhossainaba7788 আপনি ওনার দিকে তাকিয়ে মনে কু ধারণা পোষন করলে আপনার গুনাহ হবে ওনার কিছু হবে না.

    • @Faruk_IM_TV
      @Faruk_IM_TV  4 года назад

      আমিন

    • @RAKIBHASAN-dt5gt
      @RAKIBHASAN-dt5gt 4 года назад

      Apu ami akjon hafeja meye cai...ami Kuwait thaki...jodi thake janaben.....ami hujurke onek Basor age theke valobasi..
      .

  • @sayedadnan7010
    @sayedadnan7010 4 года назад +38

    হুজুরের কথাগুলো যতই শুনি ততই ভালো লাগে আল্লাহ সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন।

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 2 года назад

      সূরা নূরের ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, " লা ইউবদিনা যীনাতাহুন্না ইল্লা মা যহরা মিনহা "।
      অর্থঃ তারা( মহিলারা) তাদের " যীনাত " প্রকাশ করবেনা ওইটুকু ছাড়া যা স্বাভাবিকভাবে বের হয়ে থাকে( নূর-৩১)।
      " যীনাত " অর্থঃ পোষাক, সাজসজ্জা, সাজসজ্জার স্থান, সৃষ্টিগত সৌন্দর্য।
      সূরা নূরের ৩১ নম্বর আয়াতের শেষের দিকে মহান আল্লাহ বলেন, তারা " যীনাত " প্রকাশ করবে না, তবে নিম্নোক্তদের সামনে ছাড়াঃ স্বামী, বাপ, শশুর -------- ইত্যাদি সকল মাহরামগণ।
      " যীনাত " অর্থ যদি পোশাক/ সাজসজ্জা ধরা হয়, তবে মাহরামগণ তাদের মা-বোনদের পোশাক/ সাজসজ্জা ছাড়া আর কিছুই দেখতে পারবেনা।
      সুতরাং" যীনাত " অর্থ সৃষ্টিগত সৌন্দর্য, এই অর্থটি গ্রহণ করাই অধীক যুক্তিযুক্ত। অধিকাংশ মুফাসসিরগন এই অর্থটিই গ্রহণ করেছেন।
      অতএব আয়াতের প্রথম অংশের অর্থ দাঁড়ায়ঃ তারা তাদের সৃষ্টিগত সৌন্দর্য প্রকাশ করবে না, ওইটুকু ছাড়া যা স্বাভাবিকভাবে বের হয়ে থাকে( অর্থাৎ চেহারাও হাতের কব্জি)। এ ব্যাপারে হিজাবের পরে রসুলের( সঃ) নির্দেশ সম্বলিত তিনটি হাদিস পাওয়া যায়। দুটি হাদীস দুর্বল। একটি শক্তিশালী।
      "অলাইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না "।
      আর তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দিয়ে আবৃত করে।
      উরওয়া থেকে বর্ণিত। মা আয়েশা( রাঃ) বলেন, আল্লাহ প্রথম হিজরত কারিনী মহিলাদের প্রতি দয়া করেছেন। যখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াত অবতীর্ণ হয়, তখন তারা তাদের সেলাইবিহীন কাপড় দু ভাগ করে তার সাহায্যে মাথা ঢেকে নেয়। অন্য বর্ণনায় আছে, তারা তাদের চাদর নিয়ে লম্বার দিক থেকে দুভাগ করে একভাগ দিয়ে মাথা ঢেকে নেয় (সহি বুখারী, কিতাবুত তাফসীর, সূরা নূর)।
      হাফেজ ইবনে হাজার রঃ হাদীসের ব্যাখ্যায় বলেন, প্রথম হিজরত কাহিনী মহিলারা কোরানের এই আয়াত নাযিল হওয়ার পর ঘুমটা দিয়েছিলেন অর্থাৎ চেহারা ঢেকেছিলেন।
      কিন্তু কাজী আবু বকর ইবনুল আরাবির আহকামুল কুরআনে বলা হয়েছেঃ-
      "জাইব" হচ্ছে গলা ও বুক এবং "খিমার" হচ্ছে যা দিয়ে মাথা ঢেকে রাখা যায়( আহকামুল কোরআন, 3 খন্ড)।
      প্রখ্যাত এরাবিয়ান গবেষক আব্দুল হালিম আবু শুক্কাহ তার "রাসুলের( সঃ) যুগে নারী স্বাধীনতা " কিতাবে বলেনঃ-
      হাফেজ ইবনে হাজার এর উচ্চ মূল্যায়ন সত্ত্বেও আমাদের দৃষ্টিতে তার এ কথা সঠিক নয়। কেননা "খিমার" অর্থ আরবি ভাষার তাফসীর ও ফিকহের কিতাবে যা প্রসিদ্ধ, তা হল মাথা ঢেকে রাখা। তা থেকে এর অর্থ দাঁড়ায় মাথা ঢেকে রাখা এবং হাদিসের বর্ণনা সমূহ এই নিশ্চয়তা প্রদান করে। উদাহরণস্বরূপ তিনি তাঁর কিতাবে কতগুলো হাদিস লিপিবদ্ধ করেন। উক্ত হাদিস থেকে আমি মাত্র একটি হাদিস নিচে লিপিবদ্ধ করলাম।
      (১) বেলাল( রাঃ) থেকে বর্ণিত। রসূল( সঃ) মোজা ও মাথার উপর পড়া রুমালের (খিমার) উপর মাসেহ করলেন ( সহিঃ মুসলিম)।
      (Ref:-. রাসুলের( সঃ) যুগে নারী স্বাধীনতা।
      byঃ- আব্দুল হালিম আবু সুককাহ।
      ৪ খন্ড, ৩১২ পৃষ্ঠা)
      সূরা আজাবের ৫৯ নম্বর আয়াতে স্বাধীন মহিলা এবং দাসীদের সতরের পার্থক্য সৃষ্টি করা হয়েছে এবং সূরা নূরের ৩১ নম্বর আয়াতে চেহারা ও হাতের কব্জি খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।
      ---------------------------------------------------------
      ইবনে আব্বাস(রাঃ) বলেনঃ চেহারা ও হাতের কব্জি সতর নয়। কেননা রাসূল(সঃ) এহরাম অবস্থায় নেকাব ও বাজু পড়তে নিষেধ করেছেন। যদি হাতের কব্জি ও চেহারা সতরে অংশ হত, তাহলে রসূল(সঃ) এ দুটি ঢেকে রাখা হারাম করতেন না। কেননা ক্রয়-বিক্রয়ের জন্য চেহারা খোলা রাখার প্রয়োজন দেখা দেয় এবং লেনদেনের সময় হাতের কব্জি অনাবৃত করতে বাধ্য হয়। আর এ কারণে এসব সতর বলে গণ্য হয় না( আল মাজমু সরহে মহাজাব, 3 খন্ড, পৃষ্ঠা১৮৩)।
      মহান আল্লাহ বলেনঃ "চোখের অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সে সম্পর্কে আল্লাহ অবহিত (মুমিন -19)।
      ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেনঃ কোন ব্যক্তির পাশ দিয়ে সুন্দরী নারী অতিক্রম করার সময় এবং যে ঘরে সে বসবাস করে সেখানে প্রবেশ করার সময়ে ওই ব্যক্তি চক্ষুকে সংযত করবে (ফাতহুল বারী, 13 খন্ড)।
      এখানে প্রশ্ন হলোঃ চেহারা খোলা না থাকলে মহিলাটি সুন্দর না কালো তা কিভাবে বুঝা যাবে? আর মুখ ঢাকা থাকলে চক্ষু সংযত করুক বা না করুক তাকে কিভাবে ফেতনায়ে ফেলবে?
      ইমাম মালেক কে প্রশ্ন করা হয়, মেয়েদেরকি সালাম দেওয়া যায়? তিনি বলেনঃ বৃদ্ধাদেরকে সালাম দেওয়ার দোষের নয় । কিন্তু যুবতী মেয়েদেরকে সালাম দেওয়া আমি পছন্দ করিনা।
      ইমাম মালেকের( রঃ) কথায় বুঝা যায়, তার আমলে মেয়েদের চেহারা খোলা থাকতো। তা না হলে বৃদ্ধা ও যুবতী মেয়েদের মধ্যে পার্থক্য করা হয়েছে কিভাবে?

  • @tusarahmed695
    @tusarahmed695 4 года назад +18

    আলহামদুলিল্লাহ খুব সুন্দর বয়ান এবং খুব ভালো লাগলো, আমি আগে আজহারীর ভক্ত ছিলাম কিন্তু অন্ধ ভক্ত নয়, যদি মুফতি মুস্তাকুন্নবী হুজুর ও এমন কোনো বক্তব্য দেয় কোরআন হাদিস বিরোধী তাহলে তার কাছ থেকে দূরে থাকবো, আমার বিশ্বাস হুজুর খুবই ভালো মানুষ আল্লাহ তায়ালা হুজুরকে নেক হায়াত দান করুন,আমিন

    • @Faruk_IM_TV
      @Faruk_IM_TV  4 года назад

      আমিন আমিন আমিন

    • @rakibulislam2430
      @rakibulislam2430 3 года назад

      হ্যা ভাই কারো অন্ধ ভক্ত হওয়া যাবেনা।

  • @mdsalamahammed8517
    @mdsalamahammed8517 4 года назад +49

    আলহামদুলিল্লাহ স্যারের কথা শুনে অনেক ভালো লাগলো পর্দা বিষয়ে

  • @sultanopu7634
    @sultanopu7634 4 года назад +35

    মাশাল্লাহ হুজুরের কোরাআনের আয়াত পড়া এতোই সুন্দর যে চোখে পানি এসে গেছে,,, হুজুরকে আল্লাহ যেন দীর্ঘ আয়ু দানকরে আমিন

    • @Faruk_IM_TV
      @Faruk_IM_TV  4 года назад

      আমিন

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 3 года назад +2

      হুজুরের পবিত্র কোরআন পাঠ খুবই সুন্দর এবং আকর্ষনীয়।কিন্তু ব্যাখ্যাটি গ্রহন করতে পারলাম না।
      সূরা নূরের ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, " লা ইউবদিনা যীনাতাহুন্না ইল্লা মা যহরা মিনহা "।
      অর্থঃ তারা( মহিলারা) তাদের " যীনাত " প্রকাশ করবেনা ওইটুকু ছাড়া যা স্বাভাবিক ভাবে বের হয়ে থাকে( নূর-৩১)।
      " যীনাত " অর্থঃ পোষাক, সাজসজ্জা, সাজসজ্জার স্থান, সৃষ্টিগত সৌন্দর্য।
      সূরা নূরের ৩১ নম্বর আয়াতের শেষের দিকে মহান আল্লাহ বলেন, তারা " যীনাত " প্রকাশ করবে না, তবে নিম্নোক্তদের সামনে ছাড়াঃ স্বামী, বাপ, শশুর -------- ইত্যাদি সকল মাহরামগণ।
      " যীনাত " অর্থ যদি পোশাক/ সাজসজ্জা ধরা হয়, তবে মাহরামগণ তাদের মা-বোনদের পোশাক/ সাজসজ্জা ছাড়া আর কিছুই দেখতে পারবেনা।
      সুতরাং" যীনাত " অর্থ সৃষ্টিগত সৌন্দর্য, এই অর্থটি গ্রহণ করাই অধীক যুক্তিযুক্ত। অধিকাংশ মুফাসসিরগন এই অর্থটিই গ্রহণ করেছেন।
      অতএব আয়াতের প্রথম অংশের অর্থ দাঁড়ায়ঃ তারা তাদের সৃষ্টিগত সৌন্দর্য প্রকাশ করবে না, ওইটুকু ছাড়া যা স্বাভাবিকভাবে বের হয়ে থাকে( অর্থাৎ চেহারাও হাতের কব্জি)। এ ব্যাপারে হিজাবের পরে রসুলের( সঃ) নির্দেশ সম্বলিত তিনটি হাদিস পাওয়া যায়। দুটি হাদীস দুর্বল। একটি শক্তিশালী।
      "অলাইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না "।
      আর তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দিয়ে আবৃত করে।
      উরওয়া থেকে বর্ণিত। মা আয়েশা( রাঃ) বলেন, আল্লাহ প্রথম হিজরত কারিনী মহিলাদের প্রতি দয়া করেছেন। যখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াত অবতীর্ণ হয়, তখন তারা তাদের সেলাইবিহীন কাপড় দু ভাগ করে তার সাহায্যে মাথা ডেকে নেয়। অন্য বর্ণনায় আছে, তারা তাদের চাদর নিয়ে লম্বার দিক থেকে দু ভাগ করে একভাগ দিয়ে মাথা ঢেকে নেয় (সহি বুখারী, কিতাবুত তাফসীর, সূরা নূর)।
      হাফেজ ইবনে হাজার রঃ হাদীসের ব্যাখ্যায় বলেন, প্রথম হিজরত কাহিনী মহিলারা কোরানের এই আয়াত নাযিল হওয়ার পর ঘুমটা দিয়েছিলেন অর্থাৎ চেহারা ঢেকেছিলেন।
      কিন্তু কাজী আবু বকর ইবনুল আরাবির আহকামুল কুরআনে বলা হয়েছেঃ-
      "জাইব" হচ্ছে গলা ও বুক এবং "খিমার" হচ্ছে যা দিয়ে মাথা ঢেকে রাখা যায়( আহকামুল কোরআন, 3 খন্ড)।
      প্রখ্যাত এরাবিয়ান গবেষক আব্দুল হালিম আবু শুক্কাহ তার "রাসুলের( সঃ) যুগে নারী স্বাধীনতা " কিতাবে বলেনঃ-
      হাফেজ ইবনে হাজার এর উচ্চ মূল্যায়ন সত্ত্বেও আমাদের দৃষ্টিতে তার এ কথা সঠিক নয়। কেননা "খিমার" অর্থ আরবি ভাষার তাফসীর ও ফিকহের কিতাবে যা প্রসিদ্ধ, তা হল মাথা ঢেকে রাখা। তা থেকে এর অর্থ দাঁড়ায় মাথা ঢেকে রাখা এবং হাদিসের বর্ণনা সমূহ এই নিশ্চয়তা প্রদান করে। উদাহরণস্বরূপ তিনি তাঁর কিতাবে কতগুলো হাদিস লিপিবদ্ধ করেন। উক্ত হাদিস থেকে আমি মাত্র একটি হাদিস নিচে লিপিবদ্ধ করলাম।
      (১) বেলাল( রাঃ) থেকে বর্ণিত। রসূল( সঃ) মোজা ও মাথার উপর পড়া রুমালের (খিমার) উপর মাসেহ করলেন ( সহিঃ মুসলিম)।
      (Ref:-. রাসুলের( সঃ) যুগে নারী স্বাধীনতা।
      byঃ- আব্দুল হালিম আবু সুককাহ।
      ৪ খন্ড, ৩১২ পৃষ্ঠা)
      সূরা আজাবের ৫৯ নম্বর আয়াতে স্বাধীন মহিলা এবং দাসীদের সতরের পার্থক্য সৃষ্টি করা হয়েছে এবং সূরা নূরের ৩১ নম্বর আয়াতে চেহারা ও হাতের কব্জি খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।
      ---------------------------------------------------------
      ইবনে আব্বাস(রাঃ) বলেনঃ চেহারা ও হাতের কব্জি সতর নয়। কেননা রাসূল(সঃ) এহরাম অবস্থায় নেকাব ও বাজু পড়তে নিষেধ করেছেন। যদি হাতের কব্জি ও চেহারা সতরে অংশ হত, তাহলে রসূল(সঃ) এ দুটি ডেকে রাখা হারাম করতেন না। কেননা ক্রয়-বিক্রয়ের জন্য চেহারা খোলা রাখার প্রয়োজন দেখা দেয় এবং লেনদেনের সময় হাতের কব্জি অনাবৃত করতে বাধ্য হয়। আর এ কারণে এসব সতর বলে গণ্য হয় না( আল মাজমু সরহে মহাজাব, 3 খন্ড, পৃষ্ঠা১৮৩)।
      মহান আল্লাহ বলেনঃ "চোখের অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সে সম্পর্কে আল্লাহ অবহিত (মুমিন -19)।
      ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেনঃ কোন ব্যক্তির পাশ দিয়ে সুন্দরী নারী অতিক্রম করার সময় এবং যে ঘরে সে বসবাস করে সেখানে প্রবেশ করার সময়ে ওই ব্যক্তি চক্ষুকে সংযত করবে (ফাতহুল বারী, 13 খন্ড)।
      এখানে প্রশ্ন হলোঃ চেহারা খোলা না থাকলে মহিলাটি সুন্দর না কালো তা কিভাবে বুঝা যাবে? আর মুখ ঢাকা থাকলে চক্ষু সংযত করুক বা না করুক তাকে কিভাবে ফেতনায়ে ফেলবে?
      ইমাম মালেক কে প্রশ্ন করা হয়, মেয়েদেরকি সালাম দেওয়া যায়? তিনি বলেনঃ বৃদ্ধাদেরকে সালাম দেওয়ার দোষের নয় । কিন্তু যুবতী মেয়েদেরকে সালাম দেওয়া আমি পছন্দ করিনা।
      ইমাম মালেকের( রঃ) কথায় বুঝা যায়, তার আমলে মেয়েদের চেহারা খোলা থাকতো। তা না হলে বৃদ্ধা ও যুবতী মেয়েদের মধ্যে পার্থক্য করা হয়েছে কিভাবে?

    • @touhidsardar
      @touhidsardar Год назад

      @@abdulwahedkhan6293 Apni besi bujhechhe aktu , abdullah ibne abbs (rj) anhu thake je bakhkhata bolechhe seti milan

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 Год назад

      @@touhidsardar
      এবার রসুলের(সঃ) ব্যাখ্যাটি দেখুন।
      গায়রে মাহরাম পুরুষের সামনে মেয়েদের চেহারা ঢাকা যদি ওয়াজিব হত, তবে রসুলের( সঃ) জন্য অনুরূপ নির্দেশ দেওয়া ওয়াজিব ছিল। কিন্তু সেই নির্দেশ কই? বরং তার বিপরীত মুখী নির্দেশ পাওয়া যায়। বলাবাহুল্য হাদীস কোরআনের ব্যাখ্যা।
      (১) আয়শা( রাঃ) থেকে বর্ণিত হাদিসঃ- রাসুল ( সঃ) বলেছেন, মেয়েরা যখন সাবালিকা হয়, তখন তাদের এই এই জায়গা ছাড়া অন্য কোন কিছু প্রকাশ করা উচিত নয়। এ কথা বলে তিনি চেহারা এবং হাতের কব্জির প্রতি ইঙ্গিত করেন। ( সহি সুনানে আবু দাউদ, লিবাস অধ্যায়, ৩৬৫৮ নং হাদিস)। হাদীসটি মুরসাল।
      (২) কোন কিশোরী যখন ঋতুশ্রাব হয়, তখন তার চেহারা ও কব্জি পর্যন্ত দু'হাত ছাড়া অন্য কিছু পরিদৃষ্ট বিধেয় নয়( মুরাসিলে আবু দাউদ, 310 পৃষ্ঠা)। হাদীসটি দুর্বল।
      (৩) আসমা বিনতে উমাইস ( রাঃ) থেকে বর্ণিতঃ- রসূল (সঃ) আয়সার( রাঃ) ঘরে প্রবেশ করে দেখেন, সেখানে রয়েছে আয়েশার বোন আসমা বিনতে আবু বকর।রসুল( সঃ) তার দিকে তাকালেন। অতঃপর দাঁড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আয়েশা( রাঃ) বললেন তুমি এ পোশাক পাল্টে ফেলো। তোমার এই পোষাক রসুল( সঃ) অপছন্দ করেছেন । আসমা তার পোষাক পাল্টে নিলেন। অতঃপর রাসূল( সঃ) ঘরে প্রবেশ করলেন। আয়েশা( রাঃ) তখন প্রশ্ন করলেন, আপনি উঠে গেলেন কেন? তিনি বললেন তুমি কি তার আকৃতি দেখনি? মুসলিম নারীর এসব অঙ্গ ছাড়া অন্য কিছু প্রকাশ করা উচিত নয় । একথা বলে তিনি তার হাতের কব্জি ধরলেন, যাতে আংগুল ছাড়া আর কিছু প্রকাশ না পায়। তারপর হাতের কব্জি চোখ ও কানের মধ্যবর্তী স্থান পর্যন্ত উঠালেন। তখন মুখ ছাড়া আর কিছুই প্রকাশ পায়নি। (দেওয়ান হাতিয়া, ১১ পৃষ্ঠা এবং সেফারুন নাবেগা, ৪০ পৃষ্ঠা)।
      নাসিরুদ্দিন আলবানী হাদীসটির সনদ বিশ্লেষন পূর্বক হাদীসটিকে সহীহ বলেছেন।
      আয়েশা( রাঃ) বর্ণিত হাদিস এবং এই হাদিস একই ঘটনার হাদিস । আসমা বিনতে উমাইস সপ্তম হিজরী সনে মদিনায় হিজরত করে আসেন( সহী বুখারী, হাদীস নং- ৩৯১৩ এবং সহীহ মুসলিম, হাদীস নং- ৬২৫৪)। ঘটনাটি ঘটে তার মদিনায় হিজরত করে আসার পর। ঘটনাটি সময় তার উপস্থিতির প্রমাণ বহন করে। বলাবাহুল্য আসমা বিনতে আবুবকর নামাজরত অবস্থায় ছিলেন না এবং তিনি রাসুলের( সঃ) মাহরামও ছিলেন না।
      ইমাম মালেক বলেন, দুনিয়ার সমস্ত মানুষের কথা গ্রহণ বা বর্জন করা যায়, শুধু এই কবর বাসী ছাড়া(অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা ছাড়া)।
      চেহারা ঢাকা যদি উত্তম হতো, তবে রসুল(সঃ) আসমাকে চেহারা ঢাকার নির্দেশ দিতেন।

    • @touhidsardar
      @touhidsardar Год назад

      @@abdulwahedkhan6293 Bukharir ma aysa (rj) anha er galar har hariya jawar hadis ti valo kore porun hujur

  • @mdMainuddin-hl9jc
    @mdMainuddin-hl9jc 4 года назад +125

    এডমিন ভাইকে অনেক অনেক ধ্যবাদ খুব প্রয়োজনীয় ভিডিও শেয়ার করার জন্য।ফেৎনা বাজরা দেখুক কোরআন কি বলে আর তারা কি বলছে উম্মেতের কাছে ।

    • @Faruk_IM_TV
      @Faruk_IM_TV  4 года назад +2

      দোয়ার দরখাস্ত

    • @sukatmia9630
      @sukatmia9630 4 года назад +1

      হুম

    • @mainuddinbh9436
      @mainuddinbh9436 4 года назад +1

      ধন্যবাদ

    • @mdtahar2476
      @mdtahar2476 2 года назад

      জাজাকাল্লাহ এ

    • @mdtahar2476
      @mdtahar2476 2 года назад

      জাজাকাল্লাহ খাইরান

  • @ALAMITBD
    @ALAMITBD 4 года назад +77

    আমি সব সময় শায়েখের এবং মাও হাসান জামিল সাহেবের ওয়াজ শুনি

    • @mdhanifyou8173
      @mdhanifyou8173 4 года назад

      Alhamdulillah

    • @sujadahmed3307
      @sujadahmed3307 4 года назад +1

      আমিও

    • @AminulIslam-sf4wi
      @AminulIslam-sf4wi 4 года назад +1

      আমি ও শুনি তবে আরো কয়েকজন আললাহর ওলির বয়ান শুনি হযরত মাওলানা খালেদ সাইফুললা আয়ুবি, মাওলানা আঃমালেক সাহেব। আরো অনেক আছে।

    • @ahmedtahir1986
      @ahmedtahir1986 3 года назад

      @@mdhanifyou8173 😝

    • @tipuakun2810
      @tipuakun2810 3 года назад

      এমন বয়ান জামাতিদের থেকে আশা করা যায় না

  • @mahfujaandfatema8748
    @mahfujaandfatema8748 4 года назад +120

    শায়েখ পর্দা নিয়ে সঠিক আলোচনা করেছেন. শুকরিয়া

    • @sukatmia9630
      @sukatmia9630 4 года назад

      হুম

    • @RAKIBHASAN-dt5gt
      @RAKIBHASAN-dt5gt 4 года назад +2

      Apu ami akjon hafeja meye cai...ami Kuwait thaki...jodi thake janaben.....ami hujurke onek Basor age theke valobasi
      ..

    • @mahfujaandfatema8748
      @mahfujaandfatema8748 4 года назад

      @@RAKIBHASAN-dt5gt আপনার নাম্বার দিয়েন,,,

    • @sikdarmdshohel
      @sikdarmdshohel 4 года назад

      @@mahfujaandfatema8748 Masha Allah hayakallah bless you

    • @pabelahmed3093
      @pabelahmed3093 4 года назад

      Apu, I pray you will give a good girl for your brother, Amin

  • @islambd5600
    @islambd5600 3 года назад +7

    আমি আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য হুজুরকে খুব ভালোবাসি এবং তার প্রত্যেকটা ওয়াজই কোরআন শরীফ বুকে নিয়ে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন তা শুনে হাজার হাজার যুবক হেদায়েত প্রাপ্ত হয়ে যান আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

  • @user-mj7so3yg5p
    @user-mj7so3yg5p 4 года назад +28

    আমার খুব প্রিয় একজন বক্তা,
    আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন.... আমিন

  • @saymulhussain4861
    @saymulhussain4861 2 года назад +5

    ধন্য গো মা বাবা তুমি এমন সন্তান জন্ম দিয়েছ ❤️❤️আর কি লাগে, আমি শায়েখ কে আল্লার জন্য ভালোবাসি❤️❤️শায়েখের নেক হায়াত কামনা করি❤️❤️❤️

  • @siyamahmed2796
    @siyamahmed2796 4 года назад +179

    আজকে ই তওবা করলাম
    আর পাপ কাজ করবো না!
    আল্লাহ মাফ করে দাও😭😭

    • @Faruk_IM_TV
      @Faruk_IM_TV  4 года назад +6

      আমিন

    • @AminulIslam-sf4wi
      @AminulIslam-sf4wi 4 года назад +6

      আল্লাহ তৌফিক দান করেন(আমিন)..

    • @habibiatv2306
      @habibiatv2306 4 года назад +4

      আমিন

    • @rubitelicom9492
      @rubitelicom9492 4 года назад +3

      Amin

    • @mdmohammed839
      @mdmohammed839 4 года назад +2

      আল্লাহ আপনি তওবা কবুল করেনেন।ছুম্মা আমিন

  • @mohammedraju9392
    @mohammedraju9392 4 года назад +36

    আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক আমিন।

  • @mdjahedulislam6575
    @mdjahedulislam6575 4 года назад +22

    মাশা-আল্লাহ হুজুরের যেমন চেহারা তেমন বয়ান

  • @mdmejan6163
    @mdmejan6163 4 года назад +16

    আমি আল্লাহর জন্য মুসতাকুননবী সাব কে ভালবাসি!!!!!

  • @sk.yousufranarana6515
    @sk.yousufranarana6515 4 года назад +28

    আলহামদুলিল্লাহ হযরত সঠিকটা বলেছেন কেউ যুদি এখন মুখ খোলা রেখে চলতে চাই চলুক কারন তার হিসাব সে দিবে আলেমরা নিষেধ করার দায়িত্ব তারা না করেছে।যে মানার মানবে আর যে না মানার মানবে না

  • @travelwithmashfi9188
    @travelwithmashfi9188 4 года назад +26

    প্রিয় শায়েখ❤❤

  • @jewel1673
    @jewel1673 4 года назад +17

    খুব সুন্দর ওয়াজ হুজুর আপনি এগিয়ে চলুন

  • @belayetofficial1925
    @belayetofficial1925 4 года назад +12

    হেদায়েত পথে অটল থাকার তৌফিক দান করুক হে আল্লাহ।

  • @amirthankasrafibymap4742
    @amirthankasrafibymap4742 4 года назад +5

    মাশাআললাহ দারুন কথা আললাহ হজরত কে নেকহায়াত দান করুক বাংলাদেরশের বীর মোজাহিদ সোনার মানুষ আমার অনেক প্রিয় মানুষ সব কথা হিরার মত.

  • @jusnabegum1049
    @jusnabegum1049 4 года назад +29

    আমীন ইয়া রাব্বুল আলামীন

  • @didarulalam1538
    @didarulalam1538 4 года назад +8

    আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা হযরতের নেক হায়াত দিন

  • @KhairulIslam-tc5pr
    @KhairulIslam-tc5pr 4 года назад +11

    শায়েখের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক শায়েখের হায়াতে বরকত দান করেন ।

  • @obayedulislamlija2135
    @obayedulislamlija2135 4 года назад +12

    Sarakhon mon cay hujurer waz sunte

  • @shihabu1918
    @shihabu1918 8 месяцев назад +1

    বয়ান খুব ভালো লেগেছে
    আলহামদুলিল্লাহ

  • @kawsarbanglali5715
    @kawsarbanglali5715 4 года назад +169

    একেই বলে কোরআনের সঠিক ব্যাখ্যা এই মাহফিল গুলো কে বলে তাফসীরুল কুরআন মাহফিল

    • @Faruk_IM_TV
      @Faruk_IM_TV  4 года назад +1

      আমিন

    • @rakeebhasan115
      @rakeebhasan115 4 года назад +2

      Aytay holo sothik bekkha amra tafsir jalalain porar somay amar ostad ay vabe bojaylen akto beskom nay allah apnar ay bandar shathay akbar dekha na koray mowt diben na amar khob ecca onar shathy dekha korar

    • @tarekaziz5262
      @tarekaziz5262 4 года назад

      Right

    • @sheikhmahin9804
      @sheikhmahin9804 4 года назад +5

      পারলে কেউ ঠেকাও

    • @maghnaislam5576
      @maghnaislam5576 3 года назад

      @@rakeebhasan115 p

  • @mdsugon2752
    @mdsugon2752 4 года назад +97

    সায়েকের কথা গুল খুব সন্দর। দিলের বিতোর লাগে।

    • @Faruk_IM_TV
      @Faruk_IM_TV  4 года назад

      আমিন

    • @nishattamanna8587
      @nishattamanna8587 4 года назад

      @@Faruk_IM_TV Assalamualaikum vaia, hujur er kono mobile no dite parben? Khub dorkar silo. Jajhakallah.

    • @ismoilfokir7894
      @ismoilfokir7894 4 года назад

      শাইখের কথা না আল্লাহর কথা সাহেবকে বলতে বলা হয়েছে কে বলেছেন আল্লাহ

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 4 года назад +1

      @@ismoilfokir7894 সূরা নূরের ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, " লা ইউবদিনা যীনাতাহুন্না ইল্লা মা যহরা মিনহা "।
      অর্থঃ তারা( মহিলারা) তাদের " যীনাত " প্রকাশ করবেনা ওইটুকু ছাড়া যা স্বাভাবিক ভাবে বের হয়ে থাকে( নূর-৩১)।
      " যীনাত " অর্থঃ পোষাক, সাজসজ্জা, সাজসজ্জার স্থান, সৃষ্টিগত সৌন্দর্য।
      সূরা নূরের ৩১ নম্বর আয়াতের শেষের দিকে মহান আল্লাহ বলেন, তারা " যীনাত " প্রকাশ করবে না, তবে নিম্নোক্তদের সামনে ছাড়াঃ স্বামী, বাপ, শশুর -------- ইত্যাদি সকল মাহরামগণ।
      " যীনাত " অর্থ যদি পোশাক/ সাজসজ্জা ধরা হয়, তবে মাহরামগণ তাদের মা-বোনদের পোশাক/ সাজসজ্জা ছাড়া আর কিছুই দেখতে পারবেনা।
      সুতরাং" যীনাত " অর্থ সৃষ্টিগত সৌন্দর্য, এই অর্থটি গ্রহণ করাই অধীক যুক্তিযুক্ত। অধিকাংশ মুফাসসিরগন এই অর্থটিই গ্রহণ করেছেন।
      অতএব আয়াতের প্রথম অংশের অর্থ দাঁড়ায়ঃ তারা তাদের সৃষ্টিগত সৌন্দর্য প্রকাশ করবে না, ওইটুকু ছাড়া যা স্বাভাবিকভাবে বের হয়ে থাকে( অর্থাৎ চেহারাও হাতের কব্জি)। এ ব্যাপারে হিজাবের পরে রসুলের( সঃ) নির্দেশ সম্বলিত তিনটি হাদিস পাওয়া যায়। দুটি হাদীস দুর্বল। একটি শক্তিশালী।
      "অলাইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না "।
      আর তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দিয়ে আবৃত করে।
      উরওয়া থেকে বর্ণিত। মা আয়েশা( রাঃ) বলেন, আল্লাহ প্রথম হিজরত কারিনী মহিলাদের প্রতি দয়া করেছেন। যখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াত অবতীর্ণ হয়, তখন তারা তাদের সেলাইবিহীন কাপড় দু ভাগ করে তার সাহায্যে মাথা ডেকে নেয়। অন্য বর্ণনায় আছে, তারা তাদের চাদর নিয়ে লম্বার দিক থেকে দু ভাগ করে একভাগ দিয়ে মাথা ঢেকে নেয় (সহি বুখারী, কিতাবুত তাফসীর, সূরা নূর)।
      হাফেজ ইবনে হাজার রঃ হাদীসের ব্যাখ্যায় বলেন, প্রথম হিজরত কাহিনী মহিলারা কোরানের এই আয়াত নাযিল হওয়ার পর ঘুমটা দিয়েছিলেন অর্থাৎ চেহারা ঢেকেছিলেন।
      কিন্তু কাজী আবু বকর ইবনুল আরাবির আহকামুল কুরআনে বলা হয়েছেঃ-
      "জাইব" হচ্ছে গলা ও বুক এবং "খিমার" হচ্ছে যা দিয়ে মাথা ঢেকে রাখা যায়( আহকামুল কোরআন, 3 খন্ড)।
      প্রখ্যাত এরাবিয়ান গবেষক আব্দুল হালিম আবু শুক্কাহ তার "রাসুলের( সঃ) যুগে নারী স্বাধীনতা " কিতাবে বলেনঃ-
      হাফেজ ইবনে হাজার এর উচ্চ মূল্যায়ন সত্ত্বেও আমাদের দৃষ্টিতে তার এ কথা সঠিক নয়। কেননা "খিমার" অর্থ আরবি ভাষার তাফসীর ও ফিকহের কিতাবে যা প্রসিদ্ধ, তা হল মাথা ঢেকে রাখা। তা থেকে এর অর্থ দাঁড়ায় মাথা ঢেকে রাখা এবং হাদিসের বর্ণনা সমূহ এই নিশ্চয়তা প্রদান করে। উদাহরণস্বরূপ তিনি তাঁর কিতাবে কতগুলো হাদিস লিপিবদ্ধ করেন। উক্ত হাদিস থেকে আমি মাত্র একটি হাদিস নিচে লিপিবদ্ধ করলাম।
      (১) বেলাল( রাঃ) থেকে বর্ণিত। রসূল( সঃ) মোজা ও মাথার উপর পড়া রুমালের (খিমার) উপর মাসেহ করলেন ( সহিঃ মুসলিম)।
      (Ref:-. রাসুলের( সঃ) যুগে নারী স্বাধীনতা।
      byঃ- আব্দুল হালিম আবু সুককাহ।
      ৪ খন্ড, ৩১২ পৃষ্ঠা)
      সূরা আজাবের ৫৯ নম্বর আয়াতে স্বাধীন মহিলা এবং দাসীদের সতরের পার্থক্য সৃষ্টি করা হয়েছে এবং সূরা নূরের ৩১ নম্বর আয়াতে চেহারা ও হাতের কব্জি খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।
      ---------------------------------------------------------
      ইবনে আব্বাস(রাঃ) বলেনঃ চেহারা ও হাতের কব্জি সতর নয়। কেননা রাসূল(সঃ) এহরাম অবস্থায় নেকাব ও বাজু পড়তে নিষেধ করেছেন। যদি হাতের কব্জি ও চেহারা সতরে অংশ হত, তাহলে রসূল(সঃ) এ দুটি ডেকে রাখা হারাম করতেন না। কেননা ক্রয়-বিক্রয়ের জন্য চেহারা খোলা রাখার প্রয়োজন দেখা দেয় এবং লেনদেনের সময় হাতের কব্জি অনাবৃত করতে বাধ্য হয়। আর এ কারণে এসব সতর বলে গণ্য হয় না( আল মাজমু সরহে মহাজাব, 3 খন্ড, পৃষ্ঠা১৮৩)।
      মহান আল্লাহ বলেনঃ "চোখের অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সে সম্পর্কে আল্লাহ অবহিত (মুমিন -19)।
      ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেনঃ কোন ব্যক্তির পাশ দিয়ে সুন্দরী নারী অতিক্রম করার সময় এবং যে ঘরে সে বসবাস করে সেখানে প্রবেশ করার সময়ে ওই ব্যক্তি চক্ষুকে সংযত করবে (ফাতহুল বারী, 13 খন্ড)।
      এখানে প্রশ্ন হলোঃ চেহারা খোলা না থাকলে মহিলাটি সুন্দর না কালো তা কিভাবে বুঝা যাবে? আর মুখ ঢাকা থাকলে চক্ষু সংযত করুক বা না করুক তাকে কিভাবে ফেতনায়ে ফেলবে?
      ইমাম মালেক কে প্রশ্ন করা হয়, মেয়েদেরকি সালাম দেওয়া যায়? তিনি বলেনঃ বৃদ্ধাদেরকে সালাম দেওয়ার দোষের নয় । কিন্তু যুবতী মেয়েদেরকে সালাম দেওয়া আমি পছন্দ করিনা।
      ইমাম মালেকের( রঃ) কথায় বুঝা যায়, তার আমলে মেয়েদের চেহারা খোলা থাকতো। তা না হলে বৃদ্ধা ও যুবতী মেয়েদের মধ্যে পার্থক্য করা হয়েছে কিভাবে?

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 4 года назад +2

      @@ismoilfokir7894 সূরা নূরের ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, " লা ইউবদিনা যীনাতাহুন্না ইল্লা মা যহরা মিনহা "।
      অর্থঃ তারা( মহিলারা) তাদের " যীনাত " প্রকাশ করবেনা ওইটুকু ছাড়া যা স্বাভাবিক ভাবে বের হয়ে থাকে( নূর-৩১)।
      " যীনাত " অর্থঃ পোষাক, সাজসজ্জা, সাজসজ্জার স্থান, সৃষ্টিগত সৌন্দর্য।
      সূরা নূরের ৩১ নম্বর আয়াতের শেষের দিকে মহান আল্লাহ বলেন, তারা " যীনাত " প্রকাশ করবে না, তবে নিম্নোক্তদের সামনে ছাড়াঃ স্বামী, বাপ, শশুর -------- ইত্যাদি সকল মাহরামগণ।
      " যীনাত " অর্থ যদি পোশাক/ সাজসজ্জা ধরা হয়, তবে মাহরামগণ তাদের মা-বোনদের পোশাক/ সাজসজ্জা ছাড়া আর কিছুই দেখতে পারবেনা।
      সুতরাং" যীনাত " অর্থ সৃষ্টিগত সৌন্দর্য, এই অর্থটি গ্রহণ করাই অধীক যুক্তিযুক্ত। অধিকাংশ মুফাসসিরগন এই অর্থটিই গ্রহণ করেছেন।
      অতএব আয়াতের প্রথম অংশের অর্থ দাঁড়ায়ঃ তারা তাদের সৃষ্টিগত সৌন্দর্য প্রকাশ করবে না, ওইটুকু ছাড়া যা স্বাভাবিকভাবে বের হয়ে থাকে( অর্থাৎ চেহারাও হাতের কব্জি)। এ ব্যাপারে হিজাবের পরে রসুলের( সঃ) নির্দেশ সম্বলিত তিনটি হাদিস পাওয়া যায়। দুটি হাদীস দুর্বল। একটি শক্তিশালী।
      "অলাইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না "।
      আর তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দিয়ে আবৃত করে।
      উরওয়া থেকে বর্ণিত। মা আয়েশা( রাঃ) বলেন, আল্লাহ প্রথম হিজরত কারিনী মহিলাদের প্রতি দয়া করেছেন। যখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াত অবতীর্ণ হয়, তখন তারা তাদের সেলাইবিহীন কাপড় দু ভাগ করে তার সাহায্যে মাথা ডেকে নেয়। অন্য বর্ণনায় আছে, তারা তাদের চাদর নিয়ে লম্বার দিক থেকে দু ভাগ করে একভাগ দিয়ে মাথা ঢেকে নেয় (সহি বুখারী, কিতাবুত তাফসীর, সূরা নূর)।
      হাফেজ ইবনে হাজার রঃ হাদীসের ব্যাখ্যায় বলেন, প্রথম হিজরত কাহিনী মহিলারা কোরানের এই আয়াত নাযিল হওয়ার পর ঘুমটা দিয়েছিলেন অর্থাৎ চেহারা ঢেকেছিলেন।
      কিন্তু কাজী আবু বকর ইবনুল আরাবির আহকামুল কুরআনে বলা হয়েছেঃ-
      "জাইব" হচ্ছে গলা ও বুক এবং "খিমার" হচ্ছে যা দিয়ে মাথা ঢেকে রাখা যায়( আহকামুল কোরআন, 3 খন্ড)।
      প্রখ্যাত এরাবিয়ান গবেষক আব্দুল হালিম আবু শুক্কাহ তার "রাসুলের( সঃ) যুগে নারী স্বাধীনতা " কিতাবে বলেনঃ-
      হাফেজ ইবনে হাজার এর উচ্চ মূল্যায়ন সত্ত্বেও আমাদের দৃষ্টিতে তার এ কথা সঠিক নয়। কেননা "খিমার" অর্থ আরবি ভাষার তাফসীর ও ফিকহের কিতাবে যা প্রসিদ্ধ, তা হল মাথা ঢেকে রাখা। তা থেকে এর অর্থ দাঁড়ায় মাথা ঢেকে রাখা এবং হাদিসের বর্ণনা সমূহ এই নিশ্চয়তা প্রদান করে। উদাহরণস্বরূপ তিনি তাঁর কিতাবে কতগুলো হাদিস লিপিবদ্ধ করেন। উক্ত হাদিস থেকে আমি মাত্র একটি হাদিস নিচে লিপিবদ্ধ করলাম।
      (১) বেলাল( রাঃ) থেকে বর্ণিত। রসূল( সঃ) মোজা ও মাথার উপর পড়া রুমালের (খিমার) উপর মাসেহ করলেন ( সহিঃ মুসলিম)।
      (Ref:-. রাসুলের( সঃ) যুগে নারী স্বাধীনতা।
      byঃ- আব্দুল হালিম আবু সুককাহ।
      ৪ খন্ড, ৩১২ পৃষ্ঠা)
      সূরা আজাবের ৫৯ নম্বর আয়াতে স্বাধীন মহিলা এবং দাসীদের সতরের পার্থক্য সৃষ্টি করা হয়েছে এবং সূরা নূরের ৩১ নম্বর আয়াতে চেহারা ও হাতের কব্জি খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।
      ---------------------------------------------------------
      ইবনে আব্বাস(রাঃ) বলেনঃ চেহারা ও হাতের কব্জি সতর নয়। কেননা রাসূল(সঃ) এহরাম অবস্থায় নেকাব ও বাজু পড়তে নিষেধ করেছেন। যদি হাতের কব্জি ও চেহারা সতরে অংশ হত, তাহলে রসূল(সঃ) এ দুটি ডেকে রাখা হারাম করতেন না। কেননা ক্রয়-বিক্রয়ের জন্য চেহারা খোলা রাখার প্রয়োজন দেখা দেয় এবং লেনদেনের সময় হাতের কব্জি অনাবৃত করতে বাধ্য হয়। আর এ কারণে এসব সতর বলে গণ্য হয় না( আল মাজমু সরহে মহাজাব, 3 খন্ড, পৃষ্ঠা১৮৩)।
      মহান আল্লাহ বলেনঃ "চোখের অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সে সম্পর্কে আল্লাহ অবহিত (মুমিন -19)।
      ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেনঃ কোন ব্যক্তির পাশ দিয়ে সুন্দরী নারী অতিক্রম করার সময় এবং যে ঘরে সে বসবাস করে সেখানে প্রবেশ করার সময়ে ওই ব্যক্তি চক্ষুকে সংযত করবে (ফাতহুল বারী, 13 খন্ড)।
      এখানে প্রশ্ন হলোঃ চেহারা খোলা না থাকলে মহিলাটি সুন্দর না কালো তা কিভাবে বুঝা যাবে? আর মুখ ঢাকা থাকলে চক্ষু সংযত করুক বা না করুক তাকে কিভাবে ফেতনায়ে ফেলবে?
      ইমাম মালেক কে প্রশ্ন করা হয়, মেয়েদেরকি সালাম দেওয়া যায়? তিনি বলেনঃ বৃদ্ধাদেরকে সালাম দেওয়ার দোষের নয় । কিন্তু যুবতী মেয়েদেরকে সালাম দেওয়া আমি পছন্দ করিনা।
      ইমাম মালেকের( রঃ) কথায় বুঝা যায়, তার আমলে মেয়েদের চেহারা খোলা থাকতো। তা না হলে বৃদ্ধা ও যুবতী মেয়েদের মধ্যে পার্থক্য করা হয়েছে কিভাবে?

  • @sajidmedia3417
    @sajidmedia3417 3 года назад +11

    মাশা-আল্লাহ, আমার প্রিয় একজন শায়েখ।

  • @abbasali3620
    @abbasali3620 4 года назад +9

    আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা হজরত কে নেক হায়াত দান করেন আমিন।

  • @rifathoseen7817
    @rifathoseen7817 4 года назад +2

    আলহামদুলিল্লাহ হুজুরের বয়ান কত মধুর,💕💕💕💕💕💕💕💕💕

  • @mdeashinarafathrakib3395
    @mdeashinarafathrakib3395 4 года назад +2

    মাশা আল্লাহ খুব চমৎকার বয়ান........ -শায়েখের আলোচনা আমার অন্তরে প্রশান্তি আনে,,,আমার অশান্ত মনটা শীতল হয়ে যায়,💛💛💛 আল্লাহ হযরতকে নেক হায়াত দান করুক ,আমিন।💛💛💛

  • @johirahmed5389
    @johirahmed5389 4 года назад +37

    সত্য কথা বলেছেন

    • @jamirulislam2273
      @jamirulislam2273 4 года назад +1

      আল্লাহু হুআকবার

  • @mamahmud512
    @mamahmud512 8 месяцев назад +1

    Subhanallahi alhamdulillah Allahu akbar kabira jajakallah khair barakallahu fi hayati

  • @muhammedasan8511
    @muhammedasan8511 4 года назад +18

    খুবসুন্দার ভাল লগলো জাযাকাল্লাহ

  • @amzadkhan2382
    @amzadkhan2382 4 года назад +3

    আল্লাহপাক হুজুরকে কবুল করুক এবং নেক হায়াত দান করুক আমিন

  • @tiktokwithfunny
    @tiktokwithfunny 4 года назад +14

    অাল্লাহু অাকবার, অনেক সুন্দর অালোচনা

  • @Ferdous57316
    @Ferdous57316 4 года назад +3

    অত্যন্ত প্রিয় একজন আলেম।।
    ভালোবাসা অবিরাম।।
    আল্লাহ আমাকে কথা গুলো আমল করার তৌফিক দিক।।

  • @bikelover2272
    @bikelover2272 4 года назад +10

    অনেক ভালোবাসা শায়েখ 💕💕💓💓💓

  • @hossainakter9848
    @hossainakter9848 4 года назад +7

    আল্লাহ হজরত কে নেক হায়াত দান করুক আমিন

  • @Ruhulamin-iz3wj
    @Ruhulamin-iz3wj Год назад

    মাশা-আল্লাহ।
    জাযাকাল্লাহু খাইরান আহছানাল জাযা।💖💖💖💖💖💖💖

  • @AbdulkaderAbdulkader-fn7yr
    @AbdulkaderAbdulkader-fn7yr 11 месяцев назад

    বয়ানটা মাশাআল্লাহ যেমন সুন্দর, গুরুত্বপূর্ণ তেমনি শেষে অনেক মজা করেও কথা বলেছেন,,
    শুনলেই মন জুড়িয়ে যায়..❤❤

  • @almadinamadrasha
    @almadinamadrasha 4 года назад +16

    মাশাআল্লাহ যাজাকাল্লাহ আল্লাহ তায়ালা বলনে ওলা প্রচার করনে ওলা সকল কে কবুল করুন ।

  • @quranerpothe587
    @quranerpothe587 3 года назад +1

    শায়েখ এর সব গুলি আলোচনা দিল কাপানো।আলহামদুলিল্লাহ।

  • @minhajchoudhury1948
    @minhajchoudhury1948 4 года назад +1

    Maa shaa Allaah Alhamdulillah. Allaah Subhaanahu Wa Ta'aala qabul koren r huzurer nek hayat beshi beshi barhiye den. Aameen.

  • @mashudmashud3614
    @mashudmashud3614 4 года назад +4

    মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জাজাকাল্লাহ খাইরান

  • @mdsamirul332
    @mdsamirul332 4 года назад +18

    মাসাআল্লাহ

  • @al-creationdesign6880
    @al-creationdesign6880 3 года назад +4

    আমাদের দেশের কিছু আলেম আছে তারা বলে চেহারা দেখায় গেলে অসুবিধা নেই ?
    মহিলার ও পুরুষের পর্দার আলোচনা বেসি বেসি দরকার।
    আললাহ পাক আমাদের সটিক বোঝ দান আমরা আমিন, 🇧🇩♥️♥️♥️♥️♥️♥️

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 2 года назад

      "নারী সতর স্বরূপ" অর্থাৎ ঢেকে রাখার জিনিষ। কিন্তু চেহারা ও হাতের কব্জি খোলা রাখা মানুষের স্বভাবএবং প্রয়োজনও বটে। তাই এদুটোকে বাদ রাখা হয়েছে।
      গায়রে মাহরাম পুরুষের সামনে মেয়েদের চেহারা ঢাকা যদি ওয়াজিব হত, তবে রসুলের( সঃ) জন্য অনুরূপ নির্দেশ দেওয়া ওয়াজিব ছিল। কিন্তু সেই নির্দেশ কই? বরং তার বিপরীত মুখী নির্দেশ পাওয়া যায়। বলাবাহুল্য হাদীস কোরআনের ব্যাখ্যা।
      (১) আয়শা( রাঃ) থেকে বর্ণিত হাদিসঃ- রাসুল ( সঃ) বলেছেন, মেয়েরা যখন সাবালিকা হয়, তখন তাদের এই এই জায়গা ছাড়া অন্য কোন কিছু প্রকাশ করা উচিত নয়। এ কথা বলে তিনি চেহারা এবং হাতের কব্জির প্রতি ইঙ্গিত করেন। ( সহি সুনানে আবু দাউদ, লিবাস অধ্যায়, ৩৬৫৮ নং হাদিস)। হাদীসটি মুরসাল।
      (২) কোন কিশোরী যখন ঋতুশ্রাব হয়, তখন তার চেহারা ও কব্জি পর্যন্ত দু'হাত ছাড়া অন্য কিছু পরিদৃষ্ট বিধেয় নয়( মুরাসিলে আবু দাউদ, 310 পৃষ্ঠা)। হাদীসটি দুর্বল।
      (৩) আসমা বিনতে উমাইস ( রাঃ) থেকে বর্ণিতঃ- রসূল (সঃ) আয়সার( রাঃ) ঘরে প্রবেশ করে দেখেন, সেখানে রয়েছে আয়েশার বোন আসমা বিনতে আবু বকর।রসুল( সঃ) তার দিকে তাকালেন। অতঃপর দাঁড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আয়েশা( রাঃ) বললেন তুমি এ পোশাক পাল্টে ফেলো। তোমার এই পোষাক রসুল( সঃ) অপছন্দ করেছেন । আসমা তার পোষাক পাল্টে নিলেন। অতঃপর রাসূল( সঃ) ঘরে প্রবেশ করলেন। আয়েশা( রাঃ) তখন প্রশ্ন করলেন, আপনি উঠে গেলেন কেন? তিনি বললেন তুমি কি তার আকৃতি দেখনি? মুসলিম নারীর এসব অঙ্গ ছাড়া অন্য কিছু প্রকাশ করা উচিত নয় । একথা বলে তিনি তার হাতের কব্জি ধরলেন, যাতে আংগুল ছাড়া আর কিছু প্রকাশ না পায়। তারপর হাতের কব্জি চোখ ও কানের মধ্যবর্তী স্থান পর্যন্ত উঠালেন। তখন মুখ ছাড়া আর কিছুই প্রকাশ পায়নি। (দেওয়ান হাতিয়া, ১১ পৃষ্ঠা এবং সেফারুন নাবেগা, ৪০ পৃষ্ঠা)।
      হাদীসটি শক্তিশালী।
      আয়েশা( রাঃ) বর্ণিত হাদিস এবং এই হাদিস একই ঘটনার হাদিস । আসমা বিনতে উমাইস সপ্তম হিজরী সনে মদিনায় হিজরত করে আসেন( সহী বুখারীর)। ঘটনাটি ঘটে তার মদিনায় হিজরত করে আসার পর। ঘটনাটি সময় তার উপস্থিতির প্রমাণ বহন করে। বলাবাহুল্য আসমা বিনতে আবুবকর নামাজরত অবস্থায় ছিলেন না এবং তিনি রাসুলের( সঃ) মাহরামও ছিলেন না।
      ইমাম মালেক বলেন, দুনিয়ার সমস্ত মানুষের কথা গ্রহণ বা বর্জন করা যায়, শুধু এই কবর বাসী ছাড়া(অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা ছাড়া)।
      মাযহাবের চার ইমামের মতে মহিলাদের চেহারা ও হাতের কব্জি সতরের অংশ নয়। (আল মুগনী, ১ খন্ড, ৫৫২ পৃষ্ঠা। এবং ইবনে হুবায়রা ( রঃ) তার আল ইফসাহ আন মায়ানী আসছেহা গ্রন্থ, ১ খন্ডে, ৮৬ পৃষ্ঠা)
      এক হাদীসে আছে, "যে সতর দেখে এবং যে সতর দেখায়, উভয়ের উপড় আল্লাহর লানত"। অর্থাৎ নারী-পুরুষ উভয়ই সতর থেকে চক্ষুকে সংযত করবে।
      তাফসীরের ইমামগণের মতে যা সতর নয়, তা গায়রে মাহরাম পুরুষের সম্মুখে খোলা রাখা হারাম নয়। যেসকল মুফাচ্ছিরগন চেহারা খুলে রাখার পক্ষে মত প্রকাশ করেন তারা হলেনঃ--
      (১) আত তাবারি( মৃত্যু ৩১০ হিঃ সন) (২) আল জাসসাস( মৃঃ ৩৭০ হিঃ)(৩) আল ওয়াহেদী( মৃঃ ৪৬৮ হিঃ) (৪) আল বাগাবী( মৃঃ ৫১৬ হিঃ)
      (৫) আয যামাখশারী ( মৃঃ ৫২৮ হিঃ) (৬) ইবনুল আরাবী( মৃঃ ৫৪৩ হিঃ) (৭) আর রাযী( মৃঃ ৬০৬ হিঃ) (৮) আল কুরতুবী( মৃঃ ৬৭১ হিঃ) (৯)আল খাযেন( মৃঃ ৭২৫ হিঃ) (১০) আন নিসাপুরী( মৃঃ ৭২৮ হিঃ) (১১) আবুল হাইয়ান( মৃঃ ৭৫৪ হিঃ) (১২) আবুস সাউদ( মৃঃ ৯৫১ হিঃ) (১৩) ইবনে বাদিস( মৃঃ ১৩৫৯ হিঃ)। (সুরা নুরের ৩১ নং আয়াতের তফসির দেখুন)
      যে সকল মুফাসসিরগণ চেহারা ঢাকার কথা বলেন তারা হলেন, (১) ইবনুল জাওযী( মৃঃ-৫৯৬ হিঃ)(২) বায়যাবি( মৃঃ-৬৫৮ হিঃ)(৩) সাওকানী( মৃঃ-১২৫০ হিঃ)(৪) সিদ্দিক হাসান খান( মৃঃ-১৩০৭ হিঃ)(৫) ইবনে কাসির( মৃঃ-৭৪৭ হিঃ) (সূরা নূর-৩১ এর তাফসির দেখুন)।
      কিন্তু সেখানে রসুলের ( সঃ) মুখ নিঃসৃত কোন নির্দেশ পাওয়া যায় না।
      এগুলো তাদের ইস্তেহাদ, যা তারা উত্তম বিবেচনা করেছেন। এই উত্তম বিবেচনা কোন কিছুকে ওয়াজিব বা হারাম করে দেয় না।
      ইবনে কাসীর বলেনঃ অধিকাংশ আলেমের মতে যে জিনিস প্রকাশ করা যাবে, তা হল চেহারা ও হাতের কব্জি (সূরা নূরের ৩১ নং আয়াতের ব্যাখ্যা দেখুন)।
      বুখারী ও মুসলিম শরীফে নারী পুরুষ পরস্পর দেখা সাক্ষাৎ এবং একত্রে কাজ করার প্রায় তিন শতাধিক হাদিস লিপিবদ্ধ আছে। উম্মুল মু'মিনীন এবং নিকাব পড়া একজন মহিলা ছাড়া কোন মহিলা সাহাবীর চেহারা ঢাকার ইঙ্গিত দেয়, এমন একটি হাদিস খুজে পান কিনা আগ্রহী ব্যাক্তিগন চেষ্টা করে দেখতে পারেন।

  • @Rabbi-ke2zb
    @Rabbi-ke2zb 4 года назад +3

    আল্লাহ্ পাক হুজুরেকে নেক হায়াত দারাজ করুক (আমিন)

  • @pabelahmed3093
    @pabelahmed3093 4 года назад +9

    আল্লাহ যেন হক্কানী আলিমদের দীর্ঘ নেক হায়াত দান আমিন।

  • @shafihdtv5381
    @shafihdtv5381 3 года назад +1

    মাশাআল্লাহ কুব সুন্দর বয়ান আল্লাহ তায়ালা হুজুরের নেক হায়াত দান করুন

  • @biplobhossain1700
    @biplobhossain1700 2 года назад +1

    জাঝাকআলাহু খাইরান আপনি পদা নিয়ে সঠিক ভাবে বুঝিয়েছেন কোরআন দিয়ে শুকরিয়া আলাহুর জন্য আপনাকে ভালোবাসি সবার সামনের কথা বলেছেন খাছপদার নিয়মটা বলেছেন এরকম আপনার রুমাল দিয়ে জাঝাকআলাহু কোরআনের সঠিক ভাবে তুলে ধরা জন্য

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 9 месяцев назад

      ২) এখানে আমি পর্দার সাথে সংশ্লিষ্ট দুটি হাদিস সহ কতিপয় শরীয়তের ইমামের মতামত লিপিবদ্ধ করলাম।
      #(১) রসূল( সঃ) তার দুই স্ত্রীকে বলেছিলেন, "তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দা করো । কারণ সে তোমাদের দেখতে পাইতেছেনা। কিন্তু তোমরা তো তাকে দেখতে পাইতেছো। সুতরাং তার থেকে পর্দা করো"( সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার-৪২১২)
      # (২) ফাতেমা বিনতে কায়েস বর্ণিত হাদীসঃ আমর ইবনে হাফসের পিতা তাকে তিন তালাক দেন( হযরত আলীর রাঃ সাথে ১০ম হিঃ সনে ইয়েমেনে আবার পথে)। ফাতেমা রসূলের( সঃ) কাছে এসে তাঁকে এ কথা জানায়। রসূল( সঃ) তাকে উম্মে সুরাইকের গৃহে ইদ্দত পালন করার হুকুম দেন। তারপর বলেন, এ মেয়েটির কাছে আমার সাহাবীরা ভীড় করে থাকেন। বরং তুমি ইবনে উম্মে মাকতুম গৃহে ইদ্দত পালন করো। কারণ সে অন্ধ। তার সামনে তোমার কাপড় চোপড় রেখে চলাফেরা করতে পারবে ( সহী মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদীস নং- ৩৫৬৩, ৩৫৬৫, ৩৫৬৬, ৩৫৬৭,৩৫৭১)।
      # এক হাদিসে বলা হয়েছেঃ কারণ আমি অপছন্দ করি তোমার ওড়নাটি কখনো গা থেকে পড়ে যাবে অথবা পায়ের গোছার উপর থেকে কখনো কাপড় সরে যাবে এবং তার ফলে লোকেরা তোমার শরীরের এমন কিছু জায়গা দেখে ফেলবে যা তোমার কাছে খারাপ লাগবে।
      এখানের লক্ষণীয় বিষয় এই যে ফাতেমার(রাঃ) চেহারা খোলা ছিল। তার সৌন্দর্য দেখে রসূল(সঃ) ওসামার জন্য তাকে পছন্দ করেন এবং তার সাথে পরে বিয়ে পড়িয়ে দেন।
      ঘটনাটি সংঘটিত হয় ১০ম হিঃ সনে।
      # এখানে লক্ষণীয় বিষয় এই যে, যেখানে রসূল( সঃ) তার স্ত্রীদেরকে অন্ধ সাহাবীর দিকে তাকাতে নিষেধ করছেন, সেখানে ফাতেমাকে বলছেন, তুমি তোমার চাচাতো ভাই ইবনে উম্মে মাখতুম এর গৃহে ঈদ পালন করো। ফাতেমা ও এই অন্ধ সাহাবীর মধ্যে মেলামেশা হবে দুই /এক ঘন্টার জন্য নয় বরং সুদীর্ঘ ইদ্দতকাল তাদের মধ্যে মেলামেশা হবে একই ছাদের নিচে। কিন্তু এতে কোন অসুবিধা হয়নি।
      # অন্যদিকে হাদিস থেকে বুঝা যায়, উম্মে শুরাইক এর গৃহ এবং মেহমান খানার মধ্যে কোন অন্তরাল ছিল না। সেখানে নারী ও পুরুষ মেলামেশা হত অহরহ।
      # আসরাম হাদিস দুটি আহমদ ইবনে হাম্বল এর নিকট উপস্থাপন করে বলেন, মনে হচ্ছে প্রথম হাদীসটি উম্মুল মুমিনীনদের সাথে সংশ্লিষ্ট এবং দ্বিতীয় হাদীসটি সকল মুমিন নারীর সাথে সংশ্লিষ্ট। জবাবে আহমদ ইবনে হাম্বল বলেন "হা"।( আল মুগনী, ইবনে কুতামাহ, ৭ খন্ড)
      # ইমাম আবু দাউদ হাদীস দুটি বর্ণনা করার পর বলেন, "এটি ছিল নবীর( সঃ) স্ত্রীদের সাথে সংশ্লিষ্ট( সুনানে আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হাদীস নং-৪১১২) ।
      # ইমাম তাবারী তার তফসির গ্রন্থে বলেন,উম্মুল মোমেনিনগন মাহরামদের সাথে পর্দা করবে না। (তাফসীরে তাবারী, 22 খন্ড)
      # ইবনে কুতাইবা বলেন, হিজাব একমাত্র নবী পত্নীদের জন্য নির্দিষ্ট( তালিবুল মুখতালিফুল হাদীস)।
      # ইমাম নববী বলেন, হিজাব ফরজ করা হয়েছে একমাত্র নবী স্ত্রীদের জন্য( শারণ্দু সহিঃ মুসলিম লিন নববী, 14 খন্ড)।
      # মাহলাব বলেনঃ হিজাব একমাত্র নবীর( সঃ) স্ত্রীদের সাথে সংশ্লিষ্ট ছিল( ফাতহুল বারী, 11 খন্ড)।
      # ইবনে বাত্তাল (সহি বুখারীর একজন ব্যাখ্যাকার) বলেনঃ নবীর( সঃ) স্ত্রীদের জন্য যে হিজাব ফরজ করা হয়েছে, অন্য মুসলিম মেয়েদের জন্য তা ফরজ নয় (ফাতহুল বারি, 13 খন্ড)।
      # কাজী আইয়াজ বলেনঃ নবীর( সঃ) স্ত্রীদের জন্য চেহারা ও হাতের কব্জি ঢেকে রাখার নির্দিষ্ট করা হয়েছে এবং পর্দা অবস্থায় তাদের ব্যক্তিত্ব প্রকাশ করা জায়েয নয় (ফাতহুল বারী, 13 খন্ড)।
      # তিনি পুনরায় বলেনঃ রসুলের( সঃ) স্ত্রীগণের চেহারা ও হাতের কব্জি মতভেদ ছাড়াই তাদের জন্য হিজাব ফরজ । যে কারণে সাক্ষী দেওয়া ও অন্যান্য কাজের ক্ষেত্রে তাদের জন্য মুখ খোলা রাখা বৈধ নয় (ফাতহুলল বারি, 10 খন্ড)।
      # মূল কথা এই যে, উম্মুল মুমিনীনদের জন্য যে হিজাব ফরজ করা হয়েছে, তা সাধারণ মোমেন নারীদের জন্য ফরজ করা হয়নি। সাধারণ মোমেন নারীর সতর ঢাকা ফরজ।
      🏀-----------------

  • @user-oe6vr8iq6r
    @user-oe6vr8iq6r 4 года назад +23

    আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন নারীদের সৌন্দর্য ডেকে রাখার জন্য। কিন্তু যদি তাদেরকে বলা হয় হাত সুন্দর না মুখ সুন্দর। মুখ সুন্দর না চুল সুন্দর। তাহলে ফেতনা বাজরা অবশ্যই বলবে
    মুখ সুন্দর। তাহলে আল্লাহ বলেছে মুখ ঢেকে রাখার জন্য। কথা এখানেই পিনিস বেশি কিছু বলার প্রয়োজন নাই।

  • @sheikhshajidahaque9528
    @sheikhshajidahaque9528 3 года назад +1

    হুজুর আপনাকে আমি এই ভিডিওতে প্রথম দেখেছি। মাশাল্লাহ! অনেক সুন্দর বয়ান করেন আপনি

  • @nahidulislam4911
    @nahidulislam4911 3 года назад +4

    Hujur apnar quran pora sunle chokhe panii,chole ase,

  • @mdzaforas7550
    @mdzaforas7550 4 года назад +10

    মাশাআল্লাহ, আমার প্রিয় শায়েখ

  • @ojayerahmedshovo8344
    @ojayerahmedshovo8344 4 года назад +8

    আমাদের প্রিয় শায়েখ

  • @user-qd3fs1oi4h
    @user-qd3fs1oi4h 4 года назад +4

    হযরতকে আল্লাহর জন্য মুহাব্বত করি। একেই বলে দেওবন্দের ইলমের বরকত। এরাই আল্লাহর রাসুল(সাঃ) এর যোগ্য ওয়ারিস। আল্লাহ উনার হায়াতে এবং ইলমে বরকত দান করুন। এবং আমাদেরকেও উনার ইলম থেকে বরকত হাসিল করার তাওফিক দান করেন।

    • @Faruk_IM_TV
      @Faruk_IM_TV  4 года назад

      আমিন

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 4 года назад +1

      সূরা আহযাবের ৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী আপনি আপনার বিবিগনকে এবং আপনার কন্যাদেরকে এবং অন্যান্য মুমিন নারীগণকে বলে দিন যে, তারা যেন চাদরের কিয়দংশ তাদের নিজেদের উপর টেনে নেয় , যাতে তাদেরকে চিনতে পারা যায় এবং তাদের উত্যক্ত করা না হয়।
      এখানে প্রশ্ন হল, চাদর টেনে নয়ারর অর্থ যদি চেহারা ঢাকা বুঝায়, তবে তাদেরকে চেনা যাবে কিভাবে?
      ইমাম তাবারী( মৃত্যু- ৩১০) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হে নবী তোমার স্ত্রীদের, কন্যাদের ও মুসলিম নারীদের বলো তারা যেন বাঁদীদের সদৃশ পোশাক না পরে। যাতে ফাসেকরা উত্যক্ত না করে এবং আজেবাজে মন্তব্য করে তাদের বিরক্ত না করে।( তাফসীরে তাবারী, সূরা আহযাব, 59 আয়াত)
      ইমাম শাওকানী এবং ইমাম ওয়াহেদী অনুরূপ মন্তব্য করে বলেন, এই আয়াতে বাদী ও স্বাধীন মহিলার সতরের পার্থক্য করা হয়েছে।
      হযরত ওমর( রাঃ) বাদীদের ওড়না দিয়ে মাথা ঢাকা দেখলে তাদের বেত্রাঘাত করতেন এবং বলতেন তোমরা স্বাধীন মহিলার রূপ ধারণ করবে না।
      # হাদীসঃ উমর( রাঃ) জনৈক মহিলাকে ওড়না দিয়ে মাথা ঢাকা অবস্থায় দেখলেন। এই অবস্থা দেখে তাকে প্রশ্ন করলেন। তখন ওমরকে( রাঃ) বলা হল সে ক্রীতদাসী। তিনি বললেন, ক্রীতদাসীর পোশাক যেন তার গৃহকর্ত্রীর অনুরূপ না হয় (বাগবীর শরহে সুন্নাহে এ হাদীসটি বর্ণিত হয়েছে, 2 খন্ড। বাইহাকী বলেন হাদীসটির আছার সমূহ বিশুদ্ধ)
      # হাদীসঃ ওমর( রাঃ) আনাসের পরিবারের জনৈক দাসীকে বোরকা দিয়ে মাথা ঢাকা অবস্থায় দেখে তাকে বেত্রাঘাত করলেন। এবং বললেন, তুমি মাথা খোলা রাখ, স্বাধীন নারীদের আকৃতি ধারণ করো না। (ইবনে কুদামা, আল মুগনী, 1 খন্ড)
      ওমরের( রাঃ) এই আচরণ ইমাম তাবারীর ব্যাখ্যাকে সমর্থন করে।
      হাদিস দুটো থেকে বুঝা যায়, দাসীরা মাথা খোলা রেখে রাস্তায় চলাফেরা করবে। আর স্বাধীন মহিলারা চেহারা খোলা রেখে রাস্তায় চলাফেরা করবে।
      কিছু সংখ্যক মহিলা এবং কিছু সংখ্যক পুরুষকে তাদের সতর ঢেকে আসতে বলা হলো। তারা নির্দেশ পালন করে আসলো এবং নারী-পুরুষের সতরের ভিন্নতা দেখা গেল। অনুরূপভাবে উম্মুল মুমিনীনদের জন্য হিজাব ফরয ছিল এবং সাধারণ মুমিন নারীর সতর ঢাকা ফরয ছিল। সুরা আহযাবের 59 নম্বর আয়াতে উম্মুল মুমিনীনদের চাদর টেনে নেয়া এবং মহিলা সাহাবীদের চাদর টেনে নেয়ার ভিন্নতা অবশ্যই থাকবে।
      ইমাম মালেক বলেন, দাসীদের মাথা খোলা রেখে নামাজ পড়া সুন্নত।

  • @AbujorborhaniTv11
    @AbujorborhaniTv11 4 года назад +7

    প্রিয় শায়েখ

  • @Aminulislam-dw9rl
    @Aminulislam-dw9rl 4 года назад +5

    এতো সুন্দর ওয়াজ।।।।।

  • @karachitv1187
    @karachitv1187 4 года назад +1

    আমার কলিজার টুকরা হুজুর

  • @ashrafulhasan2334
    @ashrafulhasan2334 4 года назад +6

    Best tapsir... Onek vlo lagse....

  • @Minus-gm1er
    @Minus-gm1er 4 года назад +5

    হুজুরের জন্য ভালোবাসা

  • @sakandarraza5323
    @sakandarraza5323 4 года назад +2

    আল্লাহু আকবার দারুন বয়ান

  • @sajjidkhan6477
    @sajjidkhan6477 3 года назад +2

    আল্লাহ শায়েখ কে দীর্ঘ নেক হায়াত দান করো আমিন

  • @yakubali5206
    @yakubali5206 4 года назад +6

    আল্লাহ হযরতকে নেক হায়াত দিন

  • @jibonaraihajary9867
    @jibonaraihajary9867 4 года назад +3

    আল্লাহর কোরআনের চেয়ে দামী কোন জিনিস নেই, তেমনি ভাবে তাঁর মধ্যে নিহিত বিধান ও।

  • @apelmohmodmokter8799
    @apelmohmodmokter8799 4 года назад +5

    মুল্যবান বয়ান

  • @mdmasummdmasum9955
    @mdmasummdmasum9955 2 года назад +1

    Mashallah. khuv valo bayan koren apne.

  • @asiatabassun9114
    @asiatabassun9114 4 года назад +6

    জাযাকাললাহ

  • @rahamatullakhan2132
    @rahamatullakhan2132 4 года назад +2

    অাল্লাহ ...হুজুরের হায়াত বাড়িয়ে দাও...

  • @imranhossain6515
    @imranhossain6515 4 года назад +21

    এত ভালো লাগলো কি করে বুঝাই ।😍😍😍

  • @khanshovon145
    @khanshovon145 3 года назад +3

    আমার ধর্মীয় অভিভাবক,,
    তার প্রত্যেক কথা গুলো মেনে চলার চেষ্টা করি,,

  • @ahsanahsanullabd8428
    @ahsanahsanullabd8428 4 года назад +14

    মাশা আল্লাহ

  • @mssumaiya8367
    @mssumaiya8367 3 года назад +2

    Ma Sha allha

  • @Md.hedayetullha
    @Md.hedayetullha 4 года назад +9

    মাশাআল্লাহ

  • @saifulislammohador381
    @saifulislammohador381 4 года назад +1

    অসাধারন বয়ান করলেন প্রিয় শায়েখ♥♥♥

  • @MdSaiful-fr7ze
    @MdSaiful-fr7ze 4 года назад +3

    মাশাল্লাহ অনেক সুন্দর বয়ান 🌹🌼🌺🌻💐

  • @krishnahdas8619
    @krishnahdas8619 4 года назад +6

    পর্দার কোর্স কম্পলিট করে দিলো! এর পরেও মুসলিমরা না বুঝলে এক বুক আফসোস।

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 4 года назад +1

      ১(ক) এখানে আমি পর্দার সাথে সংশ্লিষ্ট দুটি হাদিস সহ কতিপয় শরীয়তের ইমামের মতামত লিপিবদ্ধ করলাম।
      #(১) রসূল( সঃ) তার দুই স্ত্রীকে বলেছিলেন, "তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দা করো । কারণ সে তোমাদের দেখতে পাইতেছেনা। কিন্তু তোমরা তো তাকে দেখতে পাইতেছো। সুতরাং তার থেকে পর্দা করো"( সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার-৪২১২)
      # (২) ফাতেমা বিনতে কায়েস বর্ণিত হাদীসঃ আমর ইবনে হাফসের পিতা তাকে তিন তালাক দেন( হযরত আলীর রাঃ সাথে ১০ম হিঃ সনে ইয়েমেনে আবার পথে)। ফাতেমা রসূলের( সঃ) কাছে এসে তাঁকে এ কথা জানায়। রসূল( সঃ) তাকে উম্মে সুরাইকের গৃহে ইদ্দত পালন করার হুকুম দেন। তারপর বলেন, এ মেয়েটির কাছে আমার সাহাবীদের সার্বক্ষণিক যাতায়াত আছে। বরং তুমি ইবনে উম্মে মাকতুম গৃহে ইদ্দত পালন করো। কারণ সে অন্ধ। তার সামনে তোমার কাপড় চোপড় রেখে চলাফেরা করতে পারবে ( সহী মুসলিম, তালাক অধ্যায়, ৪ খন্ড)।
      # অন্য একটি হাদিসে বলা হয়েছেঃ কারণ আমি অপছন্দ করি তোমার ওড়নাটি কখনো গা থেকে পড়ে যাবে অথবা পায়ের গোছার উপর থেকে কখনো কাপড় সরে যাবে এবং তার ফলে লোকেরা তোমার শরীরের এমন কিছু জায়গা দেখে ফেলবে যা তোমার কাছে খারাপ লাগবে( সহিঃ মুসলিম, তালাক অধ্যায়, ৪ খন্ড)।
      ঘটনাটি সংঘটিত হয় ১০ম হিঃ সনে।
      # এখানে লক্ষণীয় বিষয় এই যে, যেখানে রসূল( সঃ) তার স্ত্রীদেরকে অন্ধ সাহাবীর দিকে তাকাতে নিষেধ করছেন, সেখানে ফাতেমাকে বলছেন, তুমি তোমার চাচাতো ভাই ইবনে উম্মে মাখতুম এর গৃহে ঈদ পালন করো। ফাতেমা ও এই অন্ধ সাহাবীর মধ্যে মেলামেশা হবে দুই /এক ঘন্টার জন্য নয় বরং সুদীর্ঘ ইদ্দতকাল তাদের মধ্যে মেলামেশা হবে একই ছাদের নিচে। কিন্তু এতে কোন অসুবিধা হয়নি।
      # অন্যদিকে হাদিস থেকে বুঝা যায়, উম্মে শুরাইক এর গৃহ এবং মেহমান খানার মধ্যে কোন অন্তরাল ছিল না। সেখানে নারী ও পুরুষ মেলামেশা হত অহরহ।
      # আসরাম হাদিস দুটি আহমদ ইবনে হাম্বল এর নিকট উপস্থাপন করে বলেন, মনে হচ্ছে প্রথম হাদীসটি উম্মুল মুমিনীনদের সাথে সংশ্লিষ্ট এবং দ্বিতীয় হাদীসটি সকল মুমিন নারীর সাথে সংশ্লিষ্ট। জবাবে আহমদ ইবনে হাম্বল বলেন "হা"।( আল মুগনী, ইবনে কুতামাহ, ৭ খন্ড)
      # ইমাম আবু দাউদ হাদীস দুটি বর্ণনা করার পর বলেন, "এটি ছিল নবীর( সঃ) স্ত্রীদের সাথে সংশ্লিষ্ট( সুনানে আবু দাউদ, পোষাক অধ্যায়, আল্লাহর বাণী) ।
      # ইমাম তাবারী তার তফসির গ্রন্থে একই মন্তব্য করেন (তাফসীরে তাবারী, 22 খন্ড)
      # ইবনে কুতাইবা বলেন, হিজাব একমাত্র নবী পত্নীদের জন্য নির্দিষ্ট( তালিবুল মুখতালিফুল হাদীস)।
      # ইমাম নববী বলেন, হিজাব ফরজ করা হয়েছে একমাত্র নবী স্ত্রীদের জন্য( শারণ্দু সহিঃ মুসলিম লিন নববী, 14 খন্ড)।
      # মাহলাব বলেনঃ হিজাব একমাত্র নবীর( সঃ) স্ত্রীদের সাথে সংশ্লিষ্ট ছিল( ফাতহুল বারী, 11 খন্ড)।
      # ইবনে বাত্তাল (সহি বুখারীর একজন ব্যাখ্যাকার) বলেনঃ নবীর( সঃ) স্ত্রীদের জন্য যে হিজাব ফরজ করা হয়েছে, অন্য মুসলিম মেয়েদের জন্য তা ফরজ নয় (ফাতহুল বারি, 13 খন্ড)।
      # কাজী আইয়াজ বলেনঃ নবীর( সঃ) স্ত্রীদের জন্য চেহারা ও হাতের কব্জি ঢেকে রাখার নির্দিষ্ট করা হয়েছে এবং পর্দা অবস্থায় তাদের ব্যক্তিত্ব প্রকাশ করা জায়েয নয় (ফাতহুল বারী, 13 খন্ড)।
      # তিনি পুনরায় বলেনঃ রসুলের( সঃ) স্ত্রীগণের চেহারা ও হাতের কব্জি মতভেদ ছাড়াই তাদের জন্য হিজাব ফরজ । যে কারণে সাক্ষী দেওয়া ও অন্যান্য কাজের ক্ষেত্রে তাদের জন্য মুখ খোলা রাখা বৈধ নয় (ফাতহুলল বারি, 10 খন্ড)।
      # মূল কথা এই যে, উম্মুল মুমিনীনদের জন্য যে হিজাব ফরজ করা হয়েছে, তা সাধারণ মোমেন নারীদের জন্য ফরজ করা হয়নি। সাধারণ মোমেন নারীর সতর ঢাকা ফরজ। সতরের সীমা নিয়ে আলেমদের মধ্যে এখতেলাফ আছে।

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 4 года назад

      ১( খ) হাদিসঃ হযরত আয়েশা( রাঃ) হযরত সালেম( রাঃ) এর সাথে পর্দা করতেন না। কারণ হযরত সালেহ( রা) গোলাম ছিলেন এবং গোলামের সাথে পর্দা করা উম্মুল মু'মিনীনদের জন্য ফরয ছিলনা। একদিন তিনি (সালেম) হযরত আয়েশাকে( রা) এসে জানালেন যে, আল্লাহ পাক তাকে স্বাধীন করে দিয়েছেন। এ খবর শোনার সাথে সাথে হযরত আয়েশা( রাঃ) তাকে ধন্যবাদ জানালেন এবং পর্দা করলেন। হযরত সালেম( রাঃ) বলেন ঐদিনের পর থেকে আমি আর কোনদিন হযরত আয়েশাকে( রাঃ) দেখিনি ( মেশকাত শরীফ)।
      (খ) হাদিসঃ হযরত আয়েশা( রাঃ) থেকে বর্ণিত। আবু হুজাইফার আযাদকৃত দাস সালেম( রাঃ) আবু হুজাইফা ও তার পরিবার পরিজনের সাথে তাদের বাড়িতে থাকতেন। সোহায়েলের কন্যা( আবু হুজাইফার স্ত্রী) নবীর( সঃ) এর কাছে এসে বলল, সালেম প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিপ্রাপ্ত হয়েছে। সে আমাদের মাঝে যাতায়াত করে। আমার মনে হয়, আবু হুজাইফা এ ব্যাপারটাকে ভালো চোখে দেখে না। রাসূল( সঃ) বললেন তাকে দুধ পান করিয়ে দাও। তাহলে তুমি তার জন্য হারাম হয়ে যাবে এবং আবু হুজাইফার মনে যে সংশয় রয়েছে তার দূরীভূত হয়ে যাবে। সোহায়েলের কন্যা পরে এসে রাসুলকে ( সঃ) বলল, আমি তাকে দুধ পান করিয়েছি এবং আবু হুজাইফার মনের সংশয় দূরীভূত হয়েছে (সহিঃ মুসলিম, দুধ পান করানো অধ্যায়, অনুচ্ছেদঃ বয়স্কদের দুধ পান করানো, ৪ খন্ড)।
      দুটি ঘটনায়ই হিজাবের পরের ঘটনা। সালেম( রাঃ) স্বাধীন হওয়ার পর মা আয়েশা( রাঃ) যেখানে তার থেকে তৎক্ষণাৎ পর্দা করেন এবং জীবনে আর কখনো সালেম( রাঃ) আয়েশাকে( রাঃ) দেখেননি সেখানে সোহায়েলের কন্যার গৃহে সালেমের( রাঃ) অবাধ যাতায়াত ছিল । দুধ পানকরানোর উদ্দেশ্য আবু হুজায়ফার সন্দেহ দূর করা। এর অতিরিক্ত কিছু নয়।
      হযরত সালেহ( রাঃ) এর মর্যাদা সম্পর্কে এতটুকু বলাই যথেষ্ট হবে যে, রসূল( সঃ) যে চারজন সাহাবী থেকে কোরআন শিক্ষার নির্দেশ দিয়েছেন, তন্মধ্যে হযরত সালেম( রা) এর নাম দুই নম্বরে আছে (বোখারী)।
      হাদীস দুটো থেকে উম্মুল মুমিনীনদের পর্দা এবং সাধারণ মোমেন নারীর পর্দার পার্থক্য স্পষ্ট।

  • @rafiquiislam3239
    @rafiquiislam3239 2 года назад

    মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়া তিক সৌদি আরব থেকে

  • @sulaimanakondo727
    @sulaimanakondo727 4 года назад +3

    khub valo laglo....love u hujur

  • @md.rabbyhossen2317
    @md.rabbyhossen2317 4 года назад +4

    আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ

  • @Aminulislam-dw9rl
    @Aminulislam-dw9rl 4 года назад +5

    কান্না ধরে রাখতে পারিনি

  • @iambijoyarif7236
    @iambijoyarif7236 3 года назад +1

    আমার প্রিয় এক জন মানুষ।

  • @shakmsjuyl3890
    @shakmsjuyl3890 4 года назад

    আলহামদুলিল্লাহ সুন্দর ওয়াজ পরদা সম্পর্কে সায়েখকে নেক হায়াত দান করেন💖💖💖আমিন💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @abubakarsiddiq8945
    @abubakarsiddiq8945 4 года назад +2

    MasaAllah.khub sundor Alocona

  • @alaminislamafridi8356
    @alaminislamafridi8356 4 года назад +7

    মাসা-আল্লাহ শায়েখ আল্লাহ আপনাকে হক্ব কথা বলার তাওফিক দান করুক।
    এখন আজাহারির অন্ধভক্ত রা কি বলবে যে মুখ খোলা রাখা যাবে। আল্লাহ আমাদের সকল কে হেফাজত করুক আমিন।

    • @Faruk_IM_TV
      @Faruk_IM_TV  4 года назад +1

      আমিন

    • @ferojmondal4763
      @ferojmondal4763 4 года назад

      তাহলে হাসু আপা (PM), মুখ খোলা রাখে কেন,...আপনি শেখ হাসিনা আপু k চিনেন নি

    • @hosainahammad4193
      @hosainahammad4193 4 года назад

      আজহারী নিজেও চেহারা খোলা রাখার পক্ষে নয়।

  • @mohammadjalal7500
    @mohammadjalal7500 4 года назад +7

    অনেক সুন্দর

  • @bangladeshitel2878
    @bangladeshitel2878 2 года назад +1

    আল্লাহর জন্য আমি হুজুর কে খুব খুব খুব বেশী ভালবাসি আমি মনে মনে তাকে বাবা ডাকি আমি হুজুরের মাদ্রাসায় যেতে চাই আল্লাহ যেনো আমাকে কবুল করুন

  • @hafizulislam9118
    @hafizulislam9118 4 года назад +12

    হজুর আপনি ঠিক বলেছেন।

  • @abdulsobhan1423
    @abdulsobhan1423 4 года назад +2

    মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা আল্লাহ তুমি আমাদের মাপ করে দেয়া

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 4 года назад +1

      (১) সূরা নূরের ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, " লা ইউবদিনা যীনাতাহুন্না ইল্লা মা যহরা মিনহা "।
      অর্থঃ তারা( মহিলারা) তাদের " যীনাত " প্রকাশ করবেনা ওইটুকু ছাড়া যা স্বাভাবিক ভাবে বের হয়ে থাকে( নূর-৩১)।
      " যীনাত " অর্থঃ পোষাক, সাজসজ্জা, সাজসজ্জার স্থান, সৃষ্টিগত সৌন্দর্য।
      সূরা নূরের ৩১ নম্বর আয়াতের শেষের দিকে মহান আল্লাহ বলেন, তারা " যীনাত " প্রকাশ করবে না, তবে নিম্নোক্তদের সামনে ছাড়াঃ স্বামী, বাপ, শশুর -------- ইত্যাদি সকল মাহরামগণ।
      " যীনাত " অর্থ যদি পোশাক/ সাজসজ্জা ধরা হয়, তবে মাহরামগণ তাদের মা-বোনদের পোশাক/ সাজসজ্জা ছাড়া আর কিছুই দেখতে পারবেনা।
      সুতরাং" যীনাত " অর্থ সৃষ্টিগত সৌন্দর্য, এই অর্থটি গ্রহণ করাই অধীক যুক্তিযুক্ত। অধিকাংশ মুফাসসিরগন এই অর্থটিই গ্রহণ করেছেন।
      অতএব আয়াতের প্রথম অংশের অর্থ দাঁড়ায়ঃ তারা তাদের সৃষ্টিগত সৌন্দর্য প্রকাশ করবে না, ওইটুকু ছাড়া যা স্বাভাবিকভাবে বের হয়ে থাকে( অর্থাৎ চেহারাও হাতের কব্জি)। এ ব্যাপারে হিজাবের পরে রসুলের( সঃ) নির্দেশ সম্বলিত তিনটি হাদিস পাওয়া যায়। দুটি হাদীস দুর্বল। একটি শক্তিশালী।
      সূরা আজাবের ৫৯ নম্বর আয়াতে স্বাধীন মহিলা এবং দাসীদের সতরের পার্থক্য সৃষ্টি করা হয়েছে এবং সূরা নূরের ৩১ নম্বর আয়াতে চেহারা ও হাতের কব্জি খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।

    • @abdulsobhan1423
      @abdulsobhan1423 4 года назад

      @@abdulwahedkhan6293 আপনার মন মতো বেখা

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 4 года назад

      @@abdulsobhan1423 ১(ক) এখানে আমি পর্দার সাথে সংশ্লিষ্ট দুটি হাদিস সহ কতিপয় শরীয়তের ইমামের মতামত লিপিবদ্ধ করলাম।
      #(১) রসূল( সঃ) তার দুই স্ত্রীকে বলেছিলেন, "তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দা করো । কারণ সে তোমাদের দেখতে পাইতেছেনা। কিন্তু তোমরা তো তাকে দেখতে পাইতেছো। সুতরাং তার থেকে পর্দা করো"( সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার-৪২১২)
      # (২) ফাতেমা বিনতে কায়েস বর্ণিত হাদীসঃ আমর ইবনে হাফসের পিতা তাকে তিন তালাক দেন( হযরত আলীর রাঃ সাথে ১০ম হিঃ সনে ইয়েমেনে আবার পথে)। ফাতেমা রসূলের( সঃ) কাছে এসে তাঁকে এ কথা জানায়। রসূল( সঃ) তাকে উম্মে সুরাইকের গৃহে ইদ্দত পালন করার হুকুম দেন। তারপর বলেন, এ মেয়েটির কাছে আমার সাহাবীদের সার্বক্ষণিক যাতায়াত আছে। বরং তুমি ইবনে উম্মে মাকতুম গৃহে ইদ্দত পালন করো। কারণ সে অন্ধ। তার সামনে তোমার কাপড় চোপড় রেখে চলাফেরা করতে পারবে ( সহী মুসলিম, তালাক অধ্যায়, ৪ খন্ড)।
      # অন্য একটি হাদিসে বলা হয়েছেঃ কারণ আমি অপছন্দ করি তোমার ওড়নাটি কখনো গা থেকে পড়ে যাবে অথবা পায়ের গোছার উপর থেকে কখনো কাপড় সরে যাবে এবং তার ফলে লোকেরা তোমার শরীরের এমন কিছু জায়গা দেখে ফেলবে যা তোমার কাছে খারাপ লাগবে( সহিঃ মুসলিম, তালাক অধ্যায়, ৪ খন্ড)।
      ঘটনাটি সংঘটিত হয় ১০ম হিঃ সনে।
      # এখানে লক্ষণীয় বিষয় এই যে, যেখানে রসূল( সঃ) তার স্ত্রীদেরকে অন্ধ সাহাবীর দিকে তাকাতে নিষেধ করছেন, সেখানে ফাতেমাকে বলছেন, তুমি তোমার চাচাতো ভাই ইবনে উম্মে মাখতুম এর গৃহে ঈদ পালন করো। ফাতেমা ও এই অন্ধ সাহাবীর মধ্যে মেলামেশা হবে দুই /এক ঘন্টার জন্য নয় বরং সুদীর্ঘ ইদ্দতকাল তাদের মধ্যে মেলামেশা হবে একই ছাদের নিচে। কিন্তু এতে কোন অসুবিধা হয়নি।
      # অন্যদিকে হাদিস থেকে বুঝা যায়, উম্মে শুরাইক এর গৃহ এবং মেহমান খানার মধ্যে কোন অন্তরাল ছিল না। সেখানে নারী ও পুরুষ মেলামেশা হত অহরহ।
      # আসরাম হাদিস দুটি আহমদ ইবনে হাম্বল এর নিকট উপস্থাপন করে বলেন, মনে হচ্ছে প্রথম হাদীসটি উম্মুল মুমিনীনদের সাথে সংশ্লিষ্ট এবং দ্বিতীয় হাদীসটি সকল মুমিন নারীর সাথে সংশ্লিষ্ট। জবাবে আহমদ ইবনে হাম্বল বলেন "হা"।( আল মুগনী, ইবনে কুতামাহ, ৭ খন্ড)
      # ইমাম আবু দাউদ হাদীস দুটি বর্ণনা করার পর বলেন, "এটি ছিল নবীর( সঃ) স্ত্রীদের সাথে সংশ্লিষ্ট( সুনানে আবু দাউদ, পোষাক অধ্যায়, আল্লাহর বাণী) ।
      # ইমাম তাবারী তার তফসির গ্রন্থে একই মন্তব্য করেন (তাফসীরে তাবারী, 22 খন্ড)
      # ইবনে কুতাইবা বলেন, হিজাব একমাত্র নবী পত্নীদের জন্য নির্দিষ্ট( তালিবুল মুখতালিফুল হাদীস)।
      # ইমাম নববী বলেন, হিজাব ফরজ করা হয়েছে একমাত্র নবী স্ত্রীদের জন্য( শারণ্দু সহিঃ মুসলিম লিন নববী, 14 খন্ড)।
      # মাহলাব বলেনঃ হিজাব একমাত্র নবীর( সঃ) স্ত্রীদের সাথে সংশ্লিষ্ট ছিল( ফাতহুল বারী, 11 খন্ড)।
      # ইবনে বাত্তাল (সহি বুখারীর একজন ব্যাখ্যাকার) বলেনঃ নবীর( সঃ) স্ত্রীদের জন্য যে হিজাব ফরজ করা হয়েছে, অন্য মুসলিম মেয়েদের জন্য তা ফরজ নয় (ফাতহুল বারি, 13 খন্ড)।
      # কাজী আইয়াজ বলেনঃ নবীর( সঃ) স্ত্রীদের জন্য চেহারা ও হাতের কব্জি ঢেকে রাখার নির্দিষ্ট করা হয়েছে এবং পর্দা অবস্থায় তাদের ব্যক্তিত্ব প্রকাশ করা জায়েয নয় (ফাতহুল বারী, 13 খন্ড)।
      # তিনি পুনরায় বলেনঃ রসুলের( সঃ) স্ত্রীগণের চেহারা ও হাতের কব্জি মতভেদ ছাড়াই তাদের জন্য হিজাব ফরজ । যে কারণে সাক্ষী দেওয়া ও অন্যান্য কাজের ক্ষেত্রে তাদের জন্য মুখ খোলা রাখা বৈধ নয় (ফাতহুলল বারি, 10 খন্ড)।
      # মূল কথা এই যে, উম্মুল মুমিনীনদের জন্য যে হিজাব ফরজ করা হয়েছে, তা সাধারণ মোমেন নারীদের জন্য ফরজ করা হয়নি। সাধারণ মোমেন নারীর সতর ঢাকা ফরজ। সতরের সীমা নিয়ে আলেমদের মধ্যে এখতেলাফ আছে।

  • @m.shawonchowdhury6544
    @m.shawonchowdhury6544 4 года назад +4

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমানিল্লাহ আমানিল্লাহ সুবহানাল্লাহ

  • @sakibhassan5781
    @sakibhassan5781 4 года назад +1

    Alhamdulillah tar waz sunle sudhu suntei mon chay

  • @rakibmolla4078
    @rakibmolla4078 4 года назад +2

    Massallha

  • @commercecareacadamy9652
    @commercecareacadamy9652 Год назад

    এত দামী আলোচনা এই বিযয়ে আর পাই নাই।

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 9 месяцев назад

      ১০) ইবনে হুবায়রা (রঃ) বলেন, ইমাম আবু হানিফা (রঃ) বলেছেন, নারীর চেহারা, হাতের কব্জি ওপা ছাড়া সবই সতর। ইমাম মালেক ও ইমাম শাফেয়ী( রঃ) বলেন, চেহারা ও হাতের কব্জি ছাড়া বাকি সবই সতর। ইমাম আহমদ (রঃ)তার এক বর্ণনায় বলেন, চেহারা ও হাতের কব্জি ছাড়া সবই সতর। ইমাম আহমদের আরেক বর্ণনায় চেহারা ছাড়া বাকি সবই সতর বলা হয়েছে । এটাই প্রসিদ্ধ মত( আল ইফসাহ আন মায়ানী আসসেহা, ১ খণ্ড, ৮৬ পৃষ্ঠা)
      #(২) ইবনে আব্দুল বার (রঃ) তার তাহমিদ গ্রন্থে বলেন, ইমাম মালেক, আবু হানিফা, সাফেয়ী( রঃ) ও তাদের সঙ্গীগন বলেন, আওযায়ী( রঃ)ও আবু সওর (রঃ)এর একই মত। নারী চেহারাও হাতের কব্জি ছাড়া সবকিছুই ঢেকে রাখবে( আত তামহীদঃ ইবনে আব্দুল বার, 6 খন্ড, 364, 365, 366 পৃষ্ঠা)।
      #(৩) তেমনিভাবে যারা চেহারা ও হাতের কব্জি ছাড়া সমস্ত দেহই সতর হওয়ার কথা বলেন, তারা হলেন ইমাম আবু হানিফা, ইমাম মালেক, ইমাম আওযায়ী ও ইমাম শাফেয়ী( রঃ)। এছাড়া ইমাম আহমদও রয়েছেন( আল মুগনী, 1 খন্ড, 522 পৃষ্ঠা)
      মুফাসসিরদের মতে যা সতর নয়, তা গায়রে মাহরাম পুরুষের সামনে খোলা রাখা হারাম নয়।
      🏀-----------------

  • @muslimummah695
    @muslimummah695 4 года назад +4

    মাশাল্লাহ,,, আপনার ভিডিও র কাজ অনেক সুন্দর

  • @sultanopu7634
    @sultanopu7634 3 месяца назад

    হুজুরের বয়ানটা ৪ বছর পর আবার আসি শুনলাম🥹🥹

  • @salam-alo
    @salam-alo 4 года назад +4

    মা সা আল্লাহ

  • @rahathasan9338
    @rahathasan9338 4 года назад +4

    Masha Allah...