ব্যর্থতার কারণ যে ৮টি কারণে মানুষ জীবনে ব্যর্থ হয়,জীবনে ব্যর্থতা কেন আসে,জীবনে সফল হওয়ার উপায় - GMRR

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • 💥 Hello Guy's This Is GM Rakib Raj. What's Up❓
    Hit The 👍Thumbs Up Button!!
    🔴
    🌐 Follow Me Face‍book→
    / gmrakibraj
    🌐 Follow Me Instagram→
    / gmrakibraj
    🌐 Follow Me Twitter→
    / gmrakibraj
    🔄 Like Our Facebook Page For More Update → / gmrakibrajofficial
    📧 Any Business Require →
    teamazirathegreat@gmail.com
    Or
    gazirakib5@gmail.com
    🚫 For Copyright Matters Please Contact → teamazirathegreat@gmail.com
    Content Creator →🕵 GM Rakib Raj
    Founder Of - GM Rakib Raj - RUclips Channel
    📌 Comilla's - RUclipsr
    ব্যর্থতার কারণ জানা জরুরী, যদি আপনি সফল হতে চান। জীবনে সফল হতে সফল হওয়ার উপায় যেমন জানতে হবে, তেমনি জীবনে ব্যর্থতা কেন আসে - এটাও আপনাকে জানতে হবে। এগুলো জানলে জীবনের যে কোনও ক্ষেত্রে ব্যর্থতা এড়ানো আপনার জন্য সহজ হবে।
    ব্যর্থতা মূলত আমাদের ২টি জরুরী বিষয় শিক্ষা দেয়
    ১: আমরা কোনও একটা কিছু ভুল ভাবে করছি।
    ২: আমাদের একটু অন্য ভাবে চেষ্টা করতে হবে।
    নিজের ভুল ধরতে পারা, এবং সেই ভুল শোধরানোর চেষ্টা করাই মূলত ব্যর্থতা কাটিয়ে সফল হওয়ার অন্যতম উপায়। আর ব্যর্থতার কমন কারণ গুলো জানা থাকলে অবশ্যই আপনি কেন ব্যর্থ হচ্ছেন - তা বের করতে পারা সহজ হবে। আর আগেই বলেছি, জীবনে ব্যর্থ হওয়ার মূল কারণ গুলো জানা থাকলে, সেগুলো এড়িয়ে যেতে পারবেন। কাজেই, আপনি যে অবস্থায়ই থাকুন না কেন - এগুলো জানলে আপনার উপকারই হবে।
    তাহলে চলুন জেনে নেয়া যাক মানুষের জীবনে ব্যর্থতার মূল ৮টি কারণ।
    জীবনে ব্যর্থতার ৮টি মূল কারণ (এবং বাঁচার উপায়)
    ০১. শৃঙ্খলার অভাব
    যার মধ্যে শৃঙ্খলা নেই তার জীবনে ব্যর্থতা অনিবার্য। যে কোনও ধরনের সাফল্যের জন্য আপনাকে সুশৃঙ্খল হতে হবে। আপনি পড়াশুনায় ভালো করতে চান, আপনাকে নিয়মিত পড়তে হবে। ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে আপনাকে নিয়মিত গুছিয়ে কাজ করতে হবে। আধ্যাত্মিক সাফল্য চান, আপনাকে ধর্মের নিয়ম সুশৃঙ্খল ভাবে মেনে চলতে হবে। শৃঙ্খলার কোনওই বিকল্প নেই।
    যার মধ্যে এই জিনিসটার অভাব আছে, সে কোনও কাজই মন লাগিয়ে দীর্ঘ সময় ধরে করতে পারে না। যদি আপনি ঠিক করেন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রতিদিন পড়াশুনা করবেন - তবে যে কোনও মূল্যে আপনাকে তা করতে হবে। রুটিন ব্রেক করা যাবে না।যদি নিজের বা কাছের কোনও মানুষের বিপদ হয়, বা কাউকে সাহায্য করার প্রয়োজন হয় - তাহলে হয়তো রুটিন থেকে সাময়িক ভাবে বের হতে পারেন। সেটা শুধুমাত্রই ইমার্জেন্সীর কারণে। কিন্তু খেলা দেখা, আড্ডাবাজি - এই ধরনের অপ্রয়োজনীয় কাজের জন্য যদি নিয়মিত ভাবে নিজের রুটিন ব্রেক করতে থাকেন - তাহলে কিছুতেই সফল হতে পারবেন না।
    সুশৃঙ্খল মানুষের প্রধান গুণ হল সময়ের কাজ সময়ে করা। পৃথিবীর সব সফল মানুষ সময়ের মূল্য বোঝেন। আপনি যদি সময়কে মূল্য না দেন, তবে সময়ও আপনাকে মূল্য দেবে না। আলস্য, ঢিলেমি, কাজ ফেলে রাখা - এগুলো সাফল্যের সবচেয়ে বড় শত্রু। একজন সুশৃঙ্খল মানুষের মাঝে এসব কখনওই থাকতে পারবে না।
    সাফল্যের জন্য যখন যেটা করা প্রয়োজন - সেটা তখনই করুন। নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন। এই নিয়ন্ত্রণ একবারে আসে না। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে এটা রপ্ত করতে হয়।
    অনেক মানুষ বিশ্বাস করে যে, আত্ম নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা একটি জন্মগত গুণ। যার মধ্যে এটা নেই - সে এটা অর্জন করতে পারবে না। এই বিশ্বাসটি দারুন ক্ষতিকর। যতক্ষণ কারও মধ্যে এই বিশ্বাস থাকবে - ততক্ষণ সে নিজেকে বদলাতে পারবে না।
    কাজেই, প্রথমে দৃঢ় ভাবে বিশ্বাস করুন যে, আপনি চাইলে নিজেকে সুশৃঙ্খল করতে পারবেন। এটার জন্য প্রথমেই সব কাজ সময়মত করার দরকার নেই। প্রতিদিন যে কোনও একটি কাজ ঠিক করুন, যেটা আপনি যে কোনও মূল্যে সময়মত করবেন। এটি কিছুদিন প্রাকটিস করে, তারপর কাজের পরিমান বাড়ান। প্রয়োজনে কখন করবেন - তা লিখে রাখুন। এভাবে অনুশীলন করতে থাকলে একটা সময়ে গিয়ে আপনি সব কাজই সময়মত করতে পারবেন।
    ০২. সহজে হাল ছেড়ে দেয়া
    এই সমস্যার কারণে অনেক প্রতিভাবান ও বুদ্ধিমান মানুষও জীবনে ব্যর্থ হন। আপনার যতই বুদ্ধি আর প্রতিভা থাকুক না কেন - দিন সব সময়ে এক রকম যাবে না। কোনও সময়ে আপনি ভালো পারফর্ম করবেন। কখনওবা পারফর্মেন্স ভালো হবে না। কখনও কাজ করে ভালো ফল পাবেন, কখনও পাবেন না।
    Tags :
    ব্যর্থতার কারণ যে ৮টি কারণে মানুষ জীবনে ব্যর্থ হয়,জীবনে ব্যর্থতা কেন আসে,জীবনে সফল হওয়ার উপায়,GMRR,ব্যর্থতার কারণ,মানুষ জীবনে ব্যর্থ হয়,ব্যর্থতার কারণ জানা জরুরী,যদি আপনি সফল হতে চান,নিজের ভুল ধরতে পারা,ভুল শোধরানোর চেষ্টা,জীবনে ব্যর্থ হওয়ার মূল কারণ,ব্যর্থতার মূল ৮টি কারণ,শৃঙ্খলার অভাব,সহজে হাল ছেড়ে দেয়া,ঝুঁকি নিতে অতিরিক্ত ভয় পাওয়া,পরিকল্পনার অভাব,ব্যর্থতার ভয়,খুব তাড়াতাড়ি ফলাফল চাওয়া,আত্মবিশ্বাসের অভাব,অহঙ্কার,অহঙ্কার পতনের মূল,ভুল স্বীকার করেনা,GM,gmrr
    Disclaimer : Please don't go out of your way to or hate on anyone I talk about in my videos, this channel is to entertain people and I usually focus on joking about what the people are doing not the individual themselves, please don't go spreading hate it's all for laughs
    This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use”
    ►Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #GMRR #gmrakibraj #gmrr #GM #Rakib #Raj
    👍 Like The Video..!!
    🔁 Share this Video with your friends..!!
    🆓 Subscribe to the channel if you haven't already✌
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬💣

Комментарии • 4