নায়াগ্রা নদীতে এডভেঞ্চার ও রাত জেগে তাঁবুতে বসে বাবা মাকে নিয়ে উত্তম সুচিত্রার সিনেমা দেখা Canada

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Adventures on the Niagara River and camping with parents and watching Uttam Suchitra movies with them. Abba Amma's first camping adventure in Canada. My adventure with parents.
    ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ সেন্ড নামক রেমিট্যান্স অ্যাপ। আপনারা যারা নিয়মিত বাংলাদেশে টাকা পাঠান তারা ট্যাপ ট্যাপ সেন্ড রেমিট্যান্স অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে ব্যবহার করে দেখতে পারেন। ট্যাপ ট্যাপ সেন্ড রেমিট্যান্স অ্যাপটি দিয়ে আরব আমিরাত, UK, USA, Canada এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো Belgium, France, Germany, Italy, Mayotte, Netherlands, Portugal, Réunion, Spain থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশ সরকার অনুমোদিত ট্যাপ ট্যাপ সেন্ড রেমিট্যান্স অ্যাপ ব্যবহার করে আপনি কোনো ট্রান্সফার ফী না দিয়েই বাংলাদেশের যে কোন ব্যাংক একাউন্ট বা বিকাশ বা নগদে আপনার টাকা পাঠাতে পারবেন। সাথে সাথে অতিরিক্ত ১০ ডলার বা ১০ পাউন্ড বা ১০ ইউরো বা ২৫ দেরহাম বেশি পাঠানোও সম্ভব। KAZI প্রমো কোডটি ব্যবহার করলে আপনি অতিরিক্ত ১০ ডলার/পাউন্ড/ইউরো বা ২৫ দেরহাম ফ্রি পাবেন যদি নতুন ব্যবহারকারী হন। অর্থাৎ, উদাহরণ হিসেবে ধরা যাক আপনি বাংলাদেশে ২০ ডলার/পাউন্ড/ইউরো পাঠাতে চাচ্ছেন এবং আপনি KAZI প্রমো কোডটি ব্যবহার করেছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের গ্রহীতা ৩০ ডলার/পাউন্ড/ইউরো সমপরিমাণ টাকা পাবেন। আরব আমিরাতের ব্যবহারকারীরা ১০ দিরহাম দেশে পাঠাতে চাইলে KAZI প্রমো কোডটি ব্যবহার করলে, সেই ক্ষেত্রে বাংলাদেশের গ্রহীতা ৩৫ দিরহাম সমপরিমাণ টাকা পাবেন। তাছাড়া প্রতি মানি ট্রান্সফারে বাংলাদেশ সরকারের ২.৫% থেকে ৫% পর্যন্ত ইনসেনটিভ বোনাস অতিরিক্ত পাওয়া যাচ্ছে। আপনার মোবাইল ট্যাপ ট্যাপ সেন্ড রেমিট্যান্স অ্যাপটি ইনস্টল করতে এই লিংকটা ব্যবহার করুন: taptapsend.pag...
    কানাডার উচ্চশিক্ষা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের এড্রেস (Bangladesh to Canada Study Guidance) : / @kazihasancanada
    আমার সম্পর্কে জানতে আমার ফেসবুক পেজ এড্রেস: / likekazihasan
    আমার টুইটার এড্রেস: / likekazihasan
    আমার ইন্সট্রাগ্রাম এড্রেস: / kazihasan3k
    কানাডা ইমিগ্রেশন এর ব্যাপারে সবসময় আপডেট ও ফ্রী হেল্পের জন্য আমাদের ফেইসবুক গ্রুপে মেম্বার হন। ফেইসবুক গ্রুপের এড্রেস: / canada.immigration.hel...
    আমার চ্যানেলের অন্যান্য ফেসবুক ঠিকানা:
    FaceBook Group Link: / 224117856907
    FaceBook Page Link: / weloveaddaghar
    #camping #KaziHasanAdventure #AdventureofBangladeshiCanadianVlogger

Комментарии • 13

  • @BabieAfroz
    @BabieAfroz 10 месяцев назад +1

    খুবই সুন্দর ভিডিও। Amazing 👌💖

  • @md.atiqurrahman2987
    @md.atiqurrahman2987 10 месяцев назад +1

    I like outing, I like camping. It's really fantastic and unforgettable experience you may gether from it,

  • @chowdhuryliton7198
    @chowdhuryliton7198 10 месяцев назад +1

    কাজী ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই

    • @KaziHasanAdventure
      @KaziHasanAdventure  10 месяцев назад

      যদি আমার সাথে ইমিগ্র্যাশন নিয়ে কথা বলতেই চান তাহলে শনি বা রবিবার আমার আয়োজিত ফেইসবুক লাইভে উপস্থিত হয়ে কথা বলতে পারবেন। মাসে দুইবার আমি লাইভে এসে থাকি। লাইভ চলাকালীন আমি লাইভ এ জয়েন করার একটা লিংক প্রদান করে থাকি। লাইভে আমি কোনো ভুল করলে অনেক অভিজ্ঞ লোক কমেন্টে সেটি সংশোধন করে দেবার সুযোগ পান। আপনাদের জন্য শুভকামনা রইলো। আমি কোনো কানাডিয়ান ইমিগ্র্যাশন কন্সালট্যান্ট নই। আমি আমার অভিজ্ঞতার আলোকে ও কানাডার সরকারের ইমিগ্র্যাশন ওয়েবসাইট হতে লব্ধ জ্ঞানের আলোকে বিভিন্ন ভিডিও তৈরী করে আপনাদের তথ্য সমৃদ্ধ করার চেষ্টা করি। আমি কারো সাথে ইমো বা হোয়াটসআপ বা ফোনে বা ইমেইলে কানাডার ইমিগ্রেশন নিয়ে আলোচনা করি না। আমার নাম ও ছবি ব্যবহার করে অনেকেই ইতিমধ্যে প্রতারণা শুরু করে দিয়েছে। তাছাড়া আমার নামে ভুয়া ফোন নম্বর ব্যবহার করে প্রতারণা চলছে। আমি আমার কোনো ভিডিওতে কখনোই ফোন নম্বর শেয়ার করি না। আমার ভিডিও এডিট করে, ভুয়া ফোন নম্বর সংযুক্ত করে প্রতারকরা তাদের পেজ ও ইউটিউব চ্যানেলে সেই ভিডিও আপলোড করে প্রতারণা করছে। আমার পেজ/চ্যানেল ছাড়া অন্য কোথাও আমার ভিডি না দেখার অনুরোধ রইলো। প্রতারকরা কানাডিয়ান VOIP ফোন নম্বর কিনে, সেই নম্বর আমার ভিডিওতে সংযুক্ত করে, সেটি আপলোড করে দাবি করছে যে সেটি আমার ফোন নম্বর বা তাদের সাথে আমার যোগাযোগ আছে। আমি ফোনে বা ইমোতে বা হোয়াটস্যাপ বা মেসেন্জারে কখনো কারো সাথে কথা বলি না। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমি আমার পেইজের মেসেজ অপশনটি বন্ধ করে রেখেছি। আমার ইমেইল এড্রেসটিও আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। এগুলি শেয়ার না করার উদ্দেশ্য ছিল যেন কখনো আমাকে নিয়ে কোনো প্রতারণার অভিযোগ না ওঠে। উদ্দেশ্য ছিল আমি যেন সবসময় সমালোচনার উর্ধে থাকি। নিচের ছবির মতো কেউ যদি আমার পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করে তবে ধরেনিবেন সে একজন প্রতারক। সঙ্গে সঙ্গে তার তথ্য আমাকে জনাবেন যেন আমি আইনানুগ ব্যবস্থা নিতে পারি। আবারো বলছি, আমি কারো সাথে ইমো বা হোয়াটসআপ বা ফোনে বা ইমেইলে কানাডার ইমিগ্রেশন নিয়ে আলোচনা করি না। যদি আমার সাথে ইমিগ্র্যাশন নিয়ে কথা বলতেই চান তাহলে শনি বা রবিবার আমার আয়োজিত ফেইসবুক লাইভে উপস্থিত হয়ে কথা বলতে পারবেন। মাসে দুইবার আমি লাইভে এসে থাকি। লাইভ চলাকালীন আমি লাইভ এ জয়েন করার একটা লিংক প্রদান করে থাকি। লাইভে আমি কোনো ভুল করলে অনেক অভিজ্ঞ লোক কমেন্টে সেটি সংশোধন করে দেবার সুযোগ পান। আমি কোনো কানাডিয়ান ইমিগ্র্যাশন কন্সালট্যান্ট নই। আমি আমার অভিজ্ঞতার আলোকে ও কানাডার সরকারের ইমিগ্র্যাশন ওয়েবসাইট হতে লব্ধ জ্ঞানের আলোকে বিভিন্ন ভিডিও তৈরী করে আপনাদের তথ্য সমৃদ্ধ করার চেষ্টা করি।

  • @hossain2777
    @hossain2777 10 месяцев назад +1

    আসসালামু আলাইকুম কেমন আছেন
    আমি কানাডাতে এসেসি অল্প কয়েকমাস আগে ।আমি কানাডাতে এসেসি মূলত কৃষি কাজের সাথে জরিত ব্যবসা করার জন্য
    আপনার কাছে আমার যানতে চাওয়া কানাডাতে কি অল্প টাকায় ( ১ লক্ষ ডলারে ) ছোটখাটো ডেইড়ি ফার্ম ( মুরগি , হাঁস , ছাগল ইত্যাদি) করা সম্ভব ? এবং কোন প্রভিন্সে এটা করার জন্য ভালো ?
    আশাকরি আমার প্রশ্নের উত্তর দিবেন
    আপনার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি
    ধন্যবাদ

    • @KaziHasanAdventure
      @KaziHasanAdventure  10 месяцев назад

      Manitoba or Alberta or Saskatchewan hoito parben.

    • @hossain2777
      @hossain2777 10 месяцев назад

      @@KaziHasanAdventure অনেক ধন্যবাদ আপনাকে

  • @AkbarAli-cb6ic
    @AkbarAli-cb6ic 10 месяцев назад +1

    এতো স্রোত কিন্তু পাড় না ভাঙ্গার মোজেজা কি? দুই পাড়ের সবই কি পাথর?

  • @khaledakhtar549
    @khaledakhtar549 4 месяца назад

    বাবা মা ওভাবে হাত গুটিয়ে বসে না থেকে ছেলেটাকে কাজে সাহায্য করলে ভালো দেখা তো।