আপনি নিজেই স্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম দুর্গম এলাকা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র খুবই শক্তিশালী, আপনি অনেক মেধাবী, যারা মেধাহীন তারা কিন্তু বিপথগামী হবে, সেনাবাহিনী থাকা আবশ্যক আমি মনে করি
বাঙ্গালী, চাকমা, মারমা, ত্রিপুরা, বৌদ্ধ, খৃষ্টান, হিন্দু, মুসলিম - সবাই মিলেই বাংলাদেশী। আমরা সবাই মিলেই দেশটাকে গড়ে তুলবো, একে অপরের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য নিয়ে। ❤❤❤
@@md.mostofaferoz426 হ্যাঁ এটি সঠিক ধারণা। বাঙালি জাতীয়তাবাদ নয়। বাংলাদেশী জাতীয়তাবাদ। আদর্শ হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতের আদর্শও তাই। ভারত থেকে।
প্রথমে স্যালুট জানাই সেই ডাক্তার স্যারকে আর স্যালুট জানাই সেই সেনাবাহিনী, বিজিবি দেরকে যারা সত্যি পথে মমত্ববোধকে। সব জাতির ভিতরে ভালো মন্দ থাকে এ নয় যে সবাই। ভালো থাকুক প্রতিটি মানুষের মন।ভালো হোক প্রতিটা মানুষের মন মানসিকতা।
ভাই আপনি বাংলাদেশে বসবাস করেন আমাদের দেশে উপজাতি আরও আছে হেরা কি বাঙালি পরিচয় দেয় না আপনারা এটা এড়িয়ে চলতে চান কেন লাস্টে বললেন এটার ফলাফল ভালো হবে না মতলবটা কি ভালো হয়ে যান আমাদের মত situation করেন ওখানে যাইয়া চলতে পারি যাইতে আমাদের অনেক ভয় হয়বাঙালি যাইতে পারবে না এই ওখানেশুধু আমরা চলবো এটা নাদান মানুষের কথা ভালো হয়ে যান
বাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
উপজাতিরা যখন সমতলে আসে,, তারা চাকরী করছে জায়গা কিনে বাড়ি করছে,, খুলা মেলা চলা ফেরা করতে পারে। তাহলে আমরা পাহাড়ে গেলে সেনাবাহিনীর সাহায্য যেতে হয়?? আসলে জাতি হিসাবে ওরা ভয়ংকর সেটা মানতে হবে।
ওখানে কয়েকটি সশস্ত্র গ্রুপ একটিভ আপনি সেনাবাহিনী ছাড়া টুরে গেলে আর জীবিত ফিরে আসতে পারবেন না. আগে সশস্ত্র গ্রুপ অস্ত্র সমর্পন করুক তারপর বেসামরিক প্রশাসন কাজ করবে.
ভাই এস বিকাশ চাকমা, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার এ্যাটিটিউড ও এ্যাপ্রোচ খুব সুন্দর। চালিয়ে যান ধৈর্য্যের সাথে। তবে সাবধান, ছাদের কার্নিশের উপর বসে ভিডিও করা খুবই ঝুঁকিপূর্ণ। বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ রইলো।
ধন্যবাদ ভাই, ভালো উপদেশ দেয়ার জন্য। আপনাদের মতন কিছু ভালো চিন্তা ধারা মানুষ আছে বলে, আমাদের মতন ক্ষুদ্র জাতিগোষ্ঠী টিকে আছে। আর কিছুটা মানুষ যে ধর্মের হোক সমস্যা দেখলে সমাধানের চেষ্টা না করে আর উষ্কানিমুলক পোস্ট দিয়ে থাকে।
বাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
@@sailhafromarma5548 হ্যাঁ, ভাই এই ভিডিওতে একটা লোক বারবার বিভিন্ন জায়গায় comment করেছে ,যে বাংলাদেশর মালিক বাঙালিরা, বিভ্রান্ত হবেনা ও লীগের লোক, ঝামেলা লাগাতে চায় ওর অন্য একটা comment দেখে বুঝলাম,সকল নাগরিক এই দেশের মালিক 😊
@@bwtopmusic2459 দেখেন দেশের সব মানুষ এক না। আপনার এলাকার মানুষ গুলো দেখের মতামতের মধ্যে ভিন্নতা আছে।এটা থেকে বুঝা যায়।ভাল খারাপ আছে।অনকেতো পার্বত্য অঞ্চলের বসবাসকারি দেরকে সেটেলার বলে।এটাও বৈষম্য। এইসব বৈষম্য দূর করতে হবে
পাহার, সমতল উঁচুনিচু হতে পারে আমরা বাংলাদেশি সমান=আমর ভাই ভাই সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব আপনার রাঙামাটি আপনার খাগড়াছড়ি আপনার ঢাকা আপনার বরিশালি ৫৬ হাজার বর্গমাইল আপনার ভূমি আমার ভূমি।আমরা জীবন দিয়ে মাতৃভুমিকে রক্ষা করবো।
বাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
এস বিকাশ চাকমা বাবা,আমি অনলাইনে এম সি টি চাকমা ভাইয়ার কাছ থেকে এক ঝাঁকা ফুল গাছ কিনেছিলাম। ৩/৪ বছর আগে, গাছ গুলোতে এখনও ফুল ফোটে। ভাইয়ার কথা মনে পড়ে, উনি অনেক ভালো। গাছ নিয়ে ভাইয়ার সাথে অনেক কথা হতো।বেশ কিছু দিন যোগাযোগ নেই। এত যত্ন করে গাছ গুলো পাঠিয়েছেন মনে হচ্ছিল, মনে হচ্ছিল একটা ভাই তার বোনকে যেভাবে যত্ন করে কোন জিনিস পাঠায়। তার সাথে আরো কিছু ভিন্ন ধরনের গাছ উপহার দিয়েছিলেন। ভাইটার কথা আমি কোন দিন ভুলব না।
আমি আগে সমতলী নই, আমি বাঙালী। তুমি আগে পাহাড়ী নও, তুমি চাকমা। তোমার আমার মতো আরও আছে, যারা আগে মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, ম্রো ইত্যাদি। কিন্তু সর্বপ্রথম আমরা সবাই বাংলাদেশী, আমরাই বাংলাদেশ।
ভাই, আপনি আসলেই একজন চমৎকার মানুষ। সত্যিই আল্লাহর মহান। তিনি দুনিয়াতে আপনার মত অনেক ভাল মানুষ রেখেছেন। ভাই, আপনার মত বাংলাদেশীদের খুব প্রয়োজন। আপনার মত মানুষ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত বাঙালি ও পাহাড়িদের মধ্যে কোন বিদ্বেষ থাকবে না।
আপনার যুক্তিযুক্ত কথা শুনে ভালো লাগছে। আপনারাও বাংলাদেশের নাগরিক। আমি মনে করি পাহাড়ীদের সহজ সরল জীবন যাপন পাহাড়ের সৌন্দর্য্য বাড়িয়ে দেয়। বাঙালিদের মিলেমিশে থাকুন, ভালো থাকুন এটাই আমাদের চাওয়া। আর একটা কথা, সেনাবাহিনী আপনাদের খারাপ কখনোই চায় না। আর্মি আপনাদের, পাহাড়ে বসবাসরত বাঙালিদের, এবং পর্যটকদের নিরাপত্তার জন্যই নিয়োজিত আছে। ওই দুর্গম অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ একা খুব একটা ভুমিকা রাখতে পারেনা সেটা আপনিও ভালো বুঝেন ভাই। পাহাড়ের সন্ত্রা*সী নির্মুল করতে প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন তাহলে আর আর্মি লাগবে না।
বাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
বাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
চাকমারা এদেশের ই নাগরিক এশেই লেখা পড়া চাকরি সব কিছু সুন্দর করে বাংলা বলবে না কেনো এটা ওদেরও রাষ্ট্রিয় ভাষা যদিও মায়ের ভাষা না রাষ্ট্রের ভাষা । ভালো থাকবেন ।
Humm tara banglir thekeo onek.porisromi,,apni khoj nile dekhben je ora chele.meye uvoy age pora lekha complete kore ekta valo job niye 1 du bocor por biye kore,,,, tader family tader pase thake,,r jekhane amder bangali meye ssc pass korlei biye diye dey,,
মারমা গার্ল আর আপনাদের যাদের ফেসবুক পেইজ গুলো নষ্ট করেছে তাদের খুব কঠিন শাস্তি হোক তারা এর চেয়ে বেশি বিপদে পড়ুক এটাই কামনা করি, খুব উপভোগ করি আপনাদের ভিডিও গুলো আপনাদের কারণে আমাদের পাহাড়ি ভাই বোনদের জীবন সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি।❤
@@shanto922-d2p tumi vai amon kamne bolo .aitah emotional jinis nah .pahari vai ra koste ase ki valo ase amader ta dekha uchit .ar apner mind thik ami ter jonno dua kori .
দাদা প্রার্থনা করি আপনারা আপনাদের অধিকার দ্রুত ফিরে পান ,আর আমি একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি আমার সাধ্যমত আপনাদের এবং আদিবাসী বন্ধুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো❤।
অনেক ভালোবাসা রইলো দাদা, এভাবেই চালিয়ে যান, আপনাদের অধিকার পান আর শান্তিতে বসবাস করুন বাঙালিদের সাথে☺️ ইনশাআল্লাহ একদিন আমরা পাহাড়ি আর বাঙালিরা একসাথে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যাব।
আমরা আমাদের পাহাড়ি ভাইদের অনেক ভালোবাসি আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সবাই এক হলে কেও আমাদের রুখতে করতে পারবে নাহ। পাহাড়ে যারা থাকেন তাদের জীবন আর আমার যারা সমতলে থাকি তা্দের জীবন এক নয়। তারা অনেক কষ্টে্র ভিতর দিয়ে জীবিকা নির্ধারন করে থাকেন। আর পাহাড়ে এইসব চাদাবাজি, সন্ত্রাস বাদী এদের কারনে আরো খারাপ অবস্থা, এগুলো নির্মু্ল করা উচিত। ভালোবাসা রইলো আমার পাহাড়ে থাকা ভাই বোন দের প্রতি। 💖💖
সেনাবাহিনী না থাকলে ভারতের সাহায্যে চট্টগ্রাম কে বিছিন্ন করতে সুবিধা হয় তাই না?বাংলাদেশের সব জেলার নেয় এখানে ও সেনাবাহিনী ক্যাম্প,পূর্ণ ক্যান্টন মেন্ট সব কিছু থাকবে।এই ব্যাপারে পাগাড়ে থাকে বলে পাহাড় টা পাহাড়িদের বাপের হয়ে যায় নি এটা তাদের মনেরাখা উচিৎ।
@@sachingfru666 শুন গোমূত্রখেকো তারা উপজাতি আদিবাসী নয় বুঝলি উপজাতি আর আদিবাসীর মধ্যে পার্থক্য জেনে কথা বল তাঁরা 200 -500 বছর আগে ভারত এবং মিয়ানমার থেকে এসেছে এই অঞ্চলে বাঙালিরা হলো আদিবাসী বাঙালিরা এখানে 2000-5000 বছর আগে এসেছে আর পার্বত্য চট্টগ্রাম স্বাধীন অসম্ভব দরকার পড়লে সকল মুসলমান যুদ্ধ করবে তারপরও চট্টগ্রামকে খৃষ্টান রাষ্ট্র হতে দেবনা ইনশাআল্লাহ আর আমরা এতদিন সাহায্য না করলে তো তোদের সেভেন সিস্টার্স এতদিন স্বাধীন হয়ে যেত ভারতের পা চাটা সরকারের পতন হতে দে তারপর কে কাকে স্বাধীন করে দেখা যাবে আর তোদের ভারতই তো ঠিক রাখতে পারবিনা ভেঙে টুকরো টুকরো হবে ইনশাআল্লাহ গজওয়াতুল হিন্দের অপেক্ষা কর
ভাই, সেনাবাহিনী ২০০৯ এ শেষ😢 কিন্তু এটা বলছি না এখন যারা তারা খারাপ, ওরা সেনাশাসন চায়না কিন্তু সেনাবাহিনী চায়, একবার সুযোগ দিয়ে দেখা উচিত যদি অবৈধ অস্ত্র স্বেচ্ছায় জমা দেয় এরপর ৭ দিন উঠিয়ে দিয়ে এরপর ১ মাস, যদি কোন বিশৃঙ্খলা না হয় এভাবে করে মেয়াদ বাড়িয়ে দেখা উচিত
পার্বত্য চট্টগ্রাম আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষও আমাদের তাদের শান্তির জন্য আমাদের দেশের সব কিছুর ব্যবস্থা করা উচিত আমাদের সেনাবাহিনী ভালো অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ
সেনাবাহিনী বাংলাদেশের গর্ব কিন্তু আমরা চাই তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করুক, আর সকল দৈনন্দিন জীবনের সব কিছুর দায়িত্ব জেলাপ্রশাসক আর পুলিশ বাহিনীর হাতে অর্পন করুক প্রয়োজনে পুলিশ বাহিনী ও জেলাপ্রশাসকের মধ্যে শক্তিশালী নিরপেক্ষভাবে কাজের হাতকে শক্তিশালী করা হোক। তবে সেনাশাসন এর সরাসরি হস্তক্ষেপ বাংলাদেশের কোনো জেলায় শোভনীয় নয়।
@@healthcare895শুনুন একটা বুদ্ধি দেই,সব অবৈধ অস্ত্রগুলো খুঁজে বের করে জমা দিন এরপর সরকারকে বলুন পাহাড় থেকে সেনাশাসন ৭ দিনের জন্য প্রত্যাহার করতে এরপর যদি পাহাড় শান্ত থাকে তখন ১ মাস এরপর এভাবে মেয়াদ বাড়াতে বাড়াতে এক বছর পর না হয় সম্পূর্ণ তুলে দেবে।
প্রথমেই স্যালুট জানাই সেই সেনাবাহিনী স্যার কে ❤ ছোট বেলায় আমি ও খুব আর্মি ভয় পেতাম দাদা, আমার বড় দিদিকে একজন সেনাবাহিনী বন্দুকের নল দিয়ে পেতে আঘাত করেছিলো, দিদির সেই আঘাত এখনো মাঝে মাঝে ওঠে , আর অনেক সেনাবাহিনী খুব ভালো ছিলো, আমাদের বিস্কুট চকলেট দিতো আর আমার বাবাকে পাইলে সন্ত্রাসী খুঁজতে নিয়ে যেতো এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগতো, সেনাবাহিনীর ওপর খুব রাগও ছিলো আবার ভয়ও পেতাম, তখন আমার, বাবা তো গ্রামের প্রধান (কার্বারী) প্রায় সময় সেনাবাহিনীর সাথে বাবাকে সন্ত্রাসী খুঁজতে হতো, কিন্তু বাবা কিভাবে বলবে যে সন্ত্রাসী কোথায় থাকে এইটার জন্য খুব রাগ হতো, বাবাকে তো সেনাবাহিনীর মা'র ও খেতে হয়েছিলো দাদা
অনেক ধন্যবাদ আপনাকে এরকম সাবলীলভাবে আপনার অভিজ্ঞতা বুঝানোর জন্য। আসলে আমরা বাঙালিরাও চাই আপনারা ভালো থাকুন আর আমরা সবাই মানুষ। আল্লাহ আমাদের সমতল ও পাহাড়ে অবস্থানরত সকল ভাই-বোনদের ভাল রাখুন
@@PatrioticWarriror00unofficalবাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
আপনাদের ক্ষুদ্র জনগোষ্ঠী যারা আছে সকলে বাংলাদেশে ঐতিহ্য। চাকমা মারমা ইত্যাদি দেখলে আমাদের খুব ভালো লাগে এখানে খারাপ লাগার কিছু নাই । তাই বলছি আমরা সকলেই বাংলাদেশে সকলে মিলে একটি সুন্দর উন্নত শিলা রাষ্ট্র হিসাবে। একসঙ্গে মিলে কাজ করা ভালো। আপনারা বর্তমানে অনেক সুযোগ-সুবিধা হয়।আপনাদের ক্ষুদ্র জনগোষ্ঠীর যেকোনো লোক খুব সহজে শিল্প কারখানা থেকে শুরু করে সকল সেক্টরে দক্ষতা অনুযায়ী চাকরি করছেন। (তাই বলবো পজেটিভ ভিডিও করে আপনাদের ক্ষুদ্র উপজাতিদের বোঝাবে যাহাতে দেশের বিচার কোন প্রকার বিশৃঙ্খলা না করে) তা ভিডিওর মাধ্যমে বোঝাবেন ধন্যবাদ
এই প্রথম আপনার ভিডিও ভালো লাগলো, বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা কেন পাহাড়ার সাগর নদী নালা নিয়ে জামিলা করা যাবে না, আপনার ভিডিও অনেক দেখেছি এই রকম হয়ে নাই,যত জলদি যেন পাহাড়ে পরিবর্তন আসে সেই দিকেই নজর দিন,
আপনার কথাগুলো ভালো লাগলো। পার্বত্য চট্টগ্রামের আমার অনেক বন্ধু-বান্ধবী আছে, খুবই ক্লোজ ফ্রেন্ড। ওরাও খুবই ভালো মানুষ, আন্তরিক। কিন্তু পার্বত্য চট্টগ্রামের উপর কি চাপিয়ে দেওয়া হচ্ছে ,আমি ঠিক জানি না। আপনারা পিছিয়ে থাকা জাতি বলেই তো সব ধরনের চাকরিতে আপনাদের জন্য আলাদা কোটা আছে। আপনাদের এগিয়ে মূল স্রোতে আনার জন্যই তো এসব। তাছাড়া পার্বত্য অঞ্চলে নানারকম সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদের দমনের জন্যই সেনাবাহিনী,আপনাদের সাধারণ পাহাড়িদের শান্তি রক্ষার জন্যই কিন্তু সেনাবাহিনী। আর দুর্গম জায়গাগুলোতেই সাধারণত ক্যাম্প করা হয়, ক্যাম্প না থাকলে অনেকেই বিপদে আপদে সহযোগিতা পেতে অনেক দেরী হয়ে যাবে। যেমনটা আপনার হয়নি, আপনি সহযোগিতা পেয়েছিলেন,এটাতো আরো অনেকের প্রয়োজন হতে পারে। ধন্যবাদ আপনাকে। শুভকামনা নিরন্তর!
সত্যি তোমার মাঝে অনেক জ্ঞান আছে, কথা বার্তা দিয়ে বুঝা য়ায়, তুমি পাহাড়িদের জুম্ম আদিবাসীদের প্রিয় মহা নায়ক বলতে হবে.... আশির্বাদ রইল.. তোমার বাবা মা জন্য জুজু
@@hossainahmed2191বাঙালীরা তো আদিবাসী, খালি আদিবাসী-ই না, দুনিয়ার শ্রেষ্ঠ আদিবাসী। যেহেতু তাদের গায়ে পাঠান, সৈয়দ তুর্কি-আফগান-ইরান-তুরান-ভারত সকল রক্ত আছে তাই তারা টার্কি বা ইরানেরও আদিবাসী, যেহেতু আর্য রক্ত আছে তাই তারা ইংল্যান্ড-পোল্যান্ড-জার্মানীরও আদিবাসী। আফ্রিকার তো বটেই। আরেকটু খুঁজলে বাঙালীরা এন্টার্কটিকায়ও আদিবাসী। চান্দেও যাদের চেহারা দেখা যায়।
আপনার সুন্দর আলোচনাটা তুলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একজন বাঙালি আমি আপনি ভালো কথাগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আপনাকে ভালোবাসা এবং শুভেচ্ছা হ্যাঁ আমরা সবাই ভালো খারাপ হতে পারে কিন্তু তাই বিধি একটা রাষ্ট্রের মানুষ সবাই তো আর খারাপ না যে খারাপ করবে তার বিপক্ষে আমরা অবস্থান সকলে নিলে ইনশাল্লাহ সবকিছু সমাধান হয়ে যাবে
আগের দিনের মানুষ গুলো অনেক দয়ালু আর ভালো। আরমি গুলো ও প্রায় ভালো গ্রামে গেলে বাচ্চা দেরকে নানান ধরনের খাদ্য দিয়ে আসত আমি ও মনে করতে পারি 2007 -8সালে কিন্তু এখনকার মানুষ গুলো কি রকম হয়েছে যে শুধু নিজের স্বার্থ খুঁজে সবচেয়ে এই ডিজিটাল দেশ হ ওয়ার পর কি জানি আরো কী দেখতে হবে জীবনে😌
পাহাড় এবং পাহাড়ীরা বাংলাদেশের ভালোবাসা। পার্বত্য চট্টগ্রামকে মালয়েশিয়ার মতো পরিকল্পিত উন্নয়ন করতে হবে। আমার বাবা BGB তে ছিলেন এবং আমি আমার জীবনের অনেকটা সময় রাঙ্গামাটিতে কাটিয়েছি। পাহাড়িদের আদিবাসী মর্যাদা দেওয়া উচিত। এবং স্যাটেলার বাঙালিদের স্থায়ী বসবাসের বন্দোবস্ত করা উচিত। আর আর ভারতীয় র বিচ্ছিন্নতাবাদী এদেরকে সমূলে উৎপাটন করতে হবে
@@hossainahmed2191তোরা মিথ্যা বলো ,, আমাদেরকে তাড়িয়ে দিতে চাও তাইনা ? এখানে ম্যাজিস্ট্রেট নাই ,ওসি , ডিসি নাই সব ক্ষমতা সেনাবাহিনীর হাতে,,,তো ডাঙ্গা হলেও ওদের মত যা খুশি করে,, কালকে তো দূরে থেকে ভিডিও করতেসিলো দোকানপাট ভাংচুর এর সময়,,ওরা যদি পদক্ষেপ নিত তাহলে এসব হতো না । ওরা কিভাবে জানবে ম্যাজিস্ট্রেট কিভাবে তার কাজ করে করে যার কারণে এইসব হয় ,,,তাই সেনাশাসন উঠিয়ে নিয়ে এখানেও সমতলের মত ,, যার ক্ষমতা যার হাতে হওয়া দরকার তার হাতে দাও ,,এখানেও সমতলের মত উন্নত , হাসপাতাল , কলেজ, স্কুল তৈরি করো । * উপস 😂 আপনারা তো আর আমাদের ভালো চান না ,,, আমাদেরকে দেশ আলাদা করবে বাহানা দিতে তাড়িয়ে দিতে চাও 😆 এইজন্যে জেনে বুঝে আমাদের বিরুদ্ধে অন্যায় গুলা প্রশ্রয় দাও ,, প্রতিবাদ চলবে 🤝
শিক্ষা থেকে সব কিছুতে তোমাদের অগ্রাধিকার দেয়া হয়, যেহেতু বাংলাদেশের ঐ অঞ্চল সীমান্ত এলাকা এবং দুর্গম যেহেতু সেখানে দুষ্কৃতীদের অপ তৎপরতা রয়েছে তাই সেখানে বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন থাকবেই। সেনাবাহিনী সবার জন্য এমন কি তোমরাও তার সদস্য অনেক আছ এটাই সবচেয়ে বড় অলংকার বাংলাদেশের। আমরা তোমাদের ভালবাসি।
@@hossainahmed2191ভাই উস্কানিমূলক মন্তব্য প্রত্যাহার করুন,যেমন আপনি আমি এই দেশের মালিক তোমনি নাগরিক হিসেবে ওরাও , সংখ্যায় কম হলেও নাগরিক হিসেবে দেশের মালিক ওরাও ওদের বুঝতে চেষ্টা করুন, ওদের মধ্যে অল্প কিছু বিচ্ছিন্নতাবাদী কিন্তু আমরা পুরো জাতিকে দোষ দিচ্ছি।😊
আমি পার্বত্য থেকে , সেখানে যেভাবে চাঁদাবাজি ও সশস্ত্র মহড়া চালাই পাহাড়ি সন্ত্রাসীরা,একটা স্বাধীন দেশে এটা অসম্ভব,সেজন্য আমি মনে করি সেইখানে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সেনাঘাটি দ্বিগুণ করা দরকার,এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হোক।
আমরা বাঙালি না,আমরা বাংলাদেশী। আমরা আদিবাসী।আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না,সেনাশাসনের বিরুদ্ধে। আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি। চিরদিন তোমার আকাশ,তোমার বাতাস আমার প্রাণে ,ওমা আমার প্রাণে বাসায় বাঁশি।সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।❤
@@DelowarHossain-k7d এটা বাঙালির দেয়া নাম। আমি নিজেই জানিনা জুম্মল্যান্ড কি। fb তে দেখি,গুটিকয়েক উগ্র বাঙালি বলে আমরা নাকি জুম্মল্যান্ড চাই। উগ্র কিছু বাঙালি প্রোপাপান্ডা ছড়িয়েছে আমরা নাকি স্বাধীন দেশ চাই, যার নাম জুম্মল্যান্ড। 🤣
@@DelowarHossain-k7d আসলে বাংলাদেশে বাঙালি সবাইকে সেটেলার বলা হয়নাই।বাংলাদেশে পাবর্ত্য চট্টগ্রামে রাষ্ট্র কতৃক পুনবাসিত সেসব ব্যাক্তি যারা অন্যের জমিতে দখলদারিত্বের মাধ্যমে বসবাস করে তাদেরকে মূলত সেটেলার বলা হয়।
Apni ki bolte chacchen? Ekhon joto dosh nondo ghosh. Etodin je shob uskani molok video uni baniechen sheta ek minute e bhole gelen? Hoot kore uni bhalo hoye gechen.
আমরা সকলে বাংলাদেশি এটাই বড় পরিচয়। কে হিন্দু কে মুসলিম কে চাকমা, মারিমা এত বিভেদ ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আপনি যেহতু সোসাল ইনফ্লুয়েন্সার তাই আপনার একটা ভিডিও পার্বত্য অঞ্চলের হাজার সমস্যা সমাধান করতে পারবে।তাই আপনার উচিত সবসময় নিরপেক্ষ দৃষ্টিতে এবং দেশপ্রেম অটুট রেখে ভিডিও তৈরি করা। ধন্যবাদ
সেনাবাহিনী সরালে এই এলাকার নিরাপত্তার দায়ভার আপনারা নিতেপারবে বলেন? আমরা চাপিয়ে দিতে চাইনা আসলে আপনাদের ভিতর থেকে কেবল কিছু মানুষ সমস্যা তৈরি করার কারনেই নিরাপত্তা ঝুঁকির কারনে সেনা সরানোর সদ ইচ্ছের বিরুদ্ধে আমাদের কাজ কোরতে হয়❤
সেনাবাহিনী সরালে নিশ্চয়ই ভালো থাকবো না। তখন আরো দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে আরো বেশি। সেনাবাহিনী চাই, সেনা শাসন নয়। সঠিক বিচার চাই, বৈষম্য বিচার নয়। আমার কথাটি যুক্তি আছে কি না।
আপনি পাহাড়ের না সমতলের আমি জানিনা। আমি একজন বাঙালি, ১৯৬৯ এ আসা পাহাড়ে। আমাদের সাথে পাহাড়িদের আগেও ভালো সম্পর্ক ছিলো, এখনও আছে। পাহাড়িদের সাথে মূলতঃ ১৯৭৬ এর পর আসা বাঙালিদের ঝামেলা। আমরা বাঙালিরা যে কি রকম সেটা আমরা সবাই জানি, কিন্তু স্বীকার করিনা। আজ এত বছর ধরে সেনা শাসন পাহাড়ে তাহলে পাহাড়ে শান্তি নেই কেন!!!এগুলো নিয়ে পাহাড়ের সব বাঙালিরা ও জানি, কিন্তু প্রকাশ করি না। আমরা শুধু ওদের দোষটাই দেখি।
আপনি নিজেই স্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম দুর্গম এলাকা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র খুবই শক্তিশালী, আপনি অনেক মেধাবী, যারা মেধাহীন তারা কিন্তু বিপথগামী হবে, সেনাবাহিনী থাকা আবশ্যক আমি মনে করি
আমিও
Bangla Bangla
বাঙ্গালী, চাকমা, মারমা, ত্রিপুরা, বৌদ্ধ, খৃষ্টান, হিন্দু, মুসলিম - সবাই মিলেই বাংলাদেশী।
আমরা সবাই মিলেই দেশটাকে গড়ে তুলবো, একে অপরের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য নিয়ে। ❤❤❤
@@md.mostofaferoz426 হ্যাঁ এটি সঠিক ধারণা। বাঙালি জাতীয়তাবাদ নয়। বাংলাদেশী জাতীয়তাবাদ। আদর্শ হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতের আদর্শও তাই। ভারত থেকে।
@@ashokkumardas4781 তাহলে মুসলিমদের ঘরবাড়ি মসজিদ ভাংচুর করছো কেনো.?
@@ashokkumardas4781ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে ❤😊❤
Kintu sontrasi gusti age domon korte Hobe
হ্যা ভাই আপনার কথা আমার একমত
প্রথমে স্যালুট জানাই সেই ডাক্তার স্যারকে আর স্যালুট জানাই সেই সেনাবাহিনী, বিজিবি দেরকে যারা সত্যি পথে মমত্ববোধকে। সব জাতির ভিতরে ভালো মন্দ থাকে এ নয় যে সবাই। ভালো থাকুক প্রতিটি মানুষের মন।ভালো হোক প্রতিটা মানুষের মন মানসিকতা।
@@travelandexcitedfunnyvideo1800তুমি কি indian?
❤❤
❤❤
ভাই আপনি বাংলাদেশে বসবাস করেন আমাদের দেশে উপজাতি আরও আছে হেরা কি বাঙালি পরিচয় দেয় না আপনারা এটা এড়িয়ে চলতে চান কেন লাস্টে বললেন এটার ফলাফল ভালো হবে না মতলবটা কি ভালো হয়ে যান আমাদের মত situation করেন ওখানে যাইয়া চলতে পারি যাইতে আমাদের অনেক ভয় হয়বাঙালি যাইতে পারবে না এই ওখানেশুধু আমরা চলবো এটা নাদান মানুষের কথা ভালো হয়ে যান
😢😅😮😮😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😮
দোয়া করি আল্লাহ তায়ালা আপনাদের পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করুক,,,,
Ameen
আমি মুসলিম ছাত্র বলতেছি। আপনার কথা যুক্তি আছে। আসলে বাংলাদেশ মানুষ বান্দরবান অঞ্চলে মানুষের সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত তথ্য ও ধারণা নেই।
@@md.jaminulislam2204 পাহাড়িদের পক্ষে বেশি কিছু বলার প্রয়োজন নেই বেশি কিছু বললে আপনার নাম দালালের খাতায় উঠবে।
হুম ❤
বাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
উপজাতিরা যখন সমতলে আসে,, তারা চাকরী করছে জায়গা কিনে বাড়ি করছে,, খুলা মেলা চলা ফেরা করতে পারে। তাহলে আমরা পাহাড়ে গেলে সেনাবাহিনীর সাহায্য যেতে হয়?? আসলে জাতি হিসাবে ওরা ভয়ংকর সেটা মানতে হবে।
ওখানে কয়েকটি সশস্ত্র গ্রুপ একটিভ আপনি সেনাবাহিনী ছাড়া টুরে গেলে আর জীবিত ফিরে আসতে পারবেন না. আগে সশস্ত্র গ্রুপ অস্ত্র সমর্পন করুক তারপর বেসামরিক প্রশাসন কাজ করবে.
ভাই এস বিকাশ চাকমা,
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার এ্যাটিটিউড ও এ্যাপ্রোচ খুব সুন্দর।
চালিয়ে যান ধৈর্য্যের সাথে।
তবে সাবধান, ছাদের কার্নিশের উপর বসে ভিডিও করা খুবই ঝুঁকিপূর্ণ। বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ রইলো।
ধন্যবাদ ভাই, ভালো উপদেশ দেয়ার জন্য। আপনাদের মতন কিছু ভালো চিন্তা ধারা মানুষ আছে বলে, আমাদের মতন ক্ষুদ্র জাতিগোষ্ঠী টিকে আছে। আর কিছুটা মানুষ যে ধর্মের হোক সমস্যা দেখলে সমাধানের চেষ্টা না করে আর উষ্কানিমুলক পোস্ট দিয়ে থাকে।
বাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
@@sailhafromarma5548 হ্যাঁ, ভাই এই ভিডিওতে একটা লোক বারবার বিভিন্ন জায়গায় comment করেছে ,যে বাংলাদেশর মালিক বাঙালিরা, বিভ্রান্ত হবেনা ও লীগের লোক, ঝামেলা লাগাতে চায় ওর অন্য একটা comment দেখে বুঝলাম,সকল নাগরিক এই দেশের মালিক 😊
@@sailhafromarma5548 মূলত আপনাদের দাবি সঠিক হলে বাংলাদেশের ৮০% জনগন আপনাদের পাশে থাকবে। ছাত্ররা আরো আগে থাকবে।
তুমি পাহাড়ি নয় তুমি আমাদের ভাই।
উনার পরিচয় খেয়ে দেওয়ার তোমার কোন অধীকার নেই।
উনি পাহাড়িও আবার বাঙালির ভাই ও।
বলে লাভ নাই উনি বাঙালি না ... বাঙালি মানেন না
@lifeontheway7কেন পাহাড়িরা কি বাঙালির ভাই হতে পারেনা?
@@Jayed-v5k কি লিখছি পড়েন আরেকবার।বন্ধু বইলা জাতিগত পরিচয় খাইয়া দেয়া যাইব না।ওনারা বাঙালি না,বাংলাদেশী!❤️বাঙালি আমরা
কেউ উপজাতি নয়।
কেউ আদিবাসী নয়।
কেউ সেটেলার নয়।
সবাই বাংলাদেশি 🇧🇩
আপনারা তো সেটাই মানেন না যে আমরা বাংলাদেশী আমরা বাঙালি তো চাপিয়ে দেন
@@bwtopmusic2459
দেখেন দেশের সব মানুষ এক না।
আপনার এলাকার মানুষ গুলো দেখের মতামতের মধ্যে ভিন্নতা আছে।এটা থেকে বুঝা যায়।ভাল খারাপ আছে।অনকেতো পার্বত্য অঞ্চলের বসবাসকারি দেরকে সেটেলার বলে।এটাও বৈষম্য। এইসব বৈষম্য দূর করতে হবে
@@bwtopmusic2459শেখ মুজিবের দোষ😢
পাহার, সমতল উঁচুনিচু হতে পারে আমরা বাংলাদেশি সমান=আমর ভাই ভাই সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব আপনার রাঙামাটি আপনার খাগড়াছড়ি আপনার ঢাকা আপনার বরিশালি ৫৬ হাজার বর্গমাইল আপনার ভূমি আমার ভূমি।আমরা জীবন দিয়ে মাতৃভুমিকে রক্ষা করবো।
সবাই আমরা সমান ।
ভালোকে ভালো আর খারাপ কে খারাপ বলতে পারাটাই সাহসিকতা সত্যবাদিতা মানবিকতা বলে। শুভ কামনা রইল ভাই❤❤
বাঙালি আর পাহাড়ি সবাই বাংলাদেশী,
এই বোধটা সবার জাগুক,
বাংলাদেশটা ভালো থাকুক!❤
ঠিক বলেছেন দাদা আপনারা বাঙালি না আপনারা বাংলাদেশী এটাই সঠিক
হ্যাঁ আমরা বাংলাদেশী কিন্তু বাঙালি না ❤
সিলেটি রা ও বাঙালি না!!!
বাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
@@evachakma5261 হিসাব করলে দেখা যাই চিটাগাং কুমিল্লার ঢাকার ময়মনসিংহ লোকরা বাংগালি না।
@@Ekalavya-r4n ta pura sothik na. Sylethi ra bengali, Assamese o middle east er mix. Sylethi ra upojati ba pure bengali na.
এস বিকাশ চাকমা বাবা,আমি অনলাইনে এম সি টি চাকমা ভাইয়ার কাছ থেকে এক ঝাঁকা ফুল গাছ কিনেছিলাম। ৩/৪ বছর আগে, গাছ গুলোতে এখনও ফুল ফোটে। ভাইয়ার কথা মনে পড়ে, উনি অনেক ভালো। গাছ নিয়ে ভাইয়ার সাথে অনেক কথা হতো।বেশ কিছু দিন যোগাযোগ নেই। এত যত্ন করে গাছ গুলো পাঠিয়েছেন মনে হচ্ছিল, মনে হচ্ছিল একটা ভাই তার বোনকে যেভাবে যত্ন করে কোন জিনিস পাঠায়। তার সাথে আরো কিছু ভিন্ন ধরনের গাছ উপহার দিয়েছিলেন। ভাইটার কথা আমি কোন দিন ভুলব না।
কোথায় পাওয়া যাবে ঐ id আমিও দেখতে চাই পছন্দ হলে কিনতে পারি
পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যতটা সহজ
পাহাড়ের বসবাস করা ঠিক ততটাই কঠিন ❤️❤️❤️
ভাই পাহাড় কী তোমাদের নাকি।
চাচা আমি তো বলিনাই পাহাড় আমাদের
আমি বলেছি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যতটা সহজ ওখানে বসবাস করা ঠিক ততটাই কঠিন
@@misspaaranbeeসমস্ত জায়গা বাংলাদেশের, তোমরা পাহাড়িরা তোমাদের দাবি পাউ আর খুশি থাকো আর বাঙালিদের সাথে ভাইয়ের মতো থাকো এই প্রার্থনা করি।
@@Jayed-v5k কেউ যদি আমার খারাপ চাই সেটা তার কর্ম
আমি কারো খারাপ চাইবো না এটা আমার ধর্ম
নমো বুদ্ধায় 🙏🙏🙏
@@misspaaranbee ইনশাআল্লাহ,আমিও এটা বিশ্বাস করি, ভালোবাসি এই ধরনের মানসিকতার লোককে, আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করুক।
আমি আগে সমতলী নই, আমি বাঙালী। তুমি আগে পাহাড়ী নও, তুমি চাকমা। তোমার আমার মতো আরও আছে, যারা আগে মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, ম্রো ইত্যাদি।
কিন্তু সর্বপ্রথম আমরা সবাই বাংলাদেশী, আমরাই বাংলাদেশ।
Right
ভাই, আপনি আসলেই একজন চমৎকার মানুষ। সত্যিই আল্লাহর মহান। তিনি দুনিয়াতে আপনার মত অনেক ভাল মানুষ রেখেছেন। ভাই, আপনার মত বাংলাদেশীদের খুব প্রয়োজন। আপনার মত মানুষ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত বাঙালি ও পাহাড়িদের মধ্যে কোন বিদ্বেষ থাকবে না।
আপনার যুক্তিযুক্ত কথা শুনে ভালো লাগছে। আপনারাও বাংলাদেশের নাগরিক। আমি মনে করি পাহাড়ীদের সহজ সরল জীবন যাপন পাহাড়ের সৌন্দর্য্য বাড়িয়ে দেয়। বাঙালিদের মিলেমিশে থাকুন, ভালো থাকুন এটাই আমাদের চাওয়া। আর একটা কথা, সেনাবাহিনী আপনাদের খারাপ কখনোই চায় না। আর্মি আপনাদের, পাহাড়ে বসবাসরত বাঙালিদের, এবং পর্যটকদের নিরাপত্তার জন্যই নিয়োজিত আছে। ওই দুর্গম অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ একা খুব একটা ভুমিকা রাখতে পারেনা সেটা আপনিও ভালো বুঝেন ভাই। পাহাড়ের সন্ত্রা*সী নির্মুল করতে প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন তাহলে আর আর্মি লাগবে না।
ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি তোমাদের আয়োজন আছে এটা অন্তত তুমি বুজলে ভাই শান্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
আপনার এই কথাগুলোর জন্যই আপনাকে পছন্দ করি। আমরা সবাই বাংলাদেশী।
হ্যাঁ আমরা বাংলাদেশী ❤
@@evachakma5261 ❤🧡💛💚💙💜🤎
বাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
উনি ঠিক কথায় বলেছেন। সাসন করা ভালো। তবে কঠোর সাসন কোন জাতির জন্যেই ভালো না।
Tik kota sir
ভাই,যেকোন সমস্যা ক্ষণস্থায়ী।দোয়া করি মহান আল্লাহ্ তাআলা আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করে দিক।❤❤❤❤
❤❤❤
বাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
গাজীপুর থেকে আপনার ভিডিও দেখছি , আপনাদের পাহাড়িদের সবাইকে ভালোবাসা দিলাম এবং শুভকামনা রইল, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের গর্ব।❤❤❤😊
গাজীপুর থেকে আপনার ভিডিও দেখছি অনেক ভাল লাগলো বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জনগণের সেনাবাহিনী কে সহযোগিতা করুন শান্তি বজায় রাখুন
তোমরা অস্ত্র ছেড়ে দাও, আমরা আছি তোমাদের পাশে
সেনাবাহিনী পাহাড়ে থাকুক,, কোন সমস্যা নাই।। কিন্তু সবার সাথে যেন বন্ধু সুলভ আচরণ করুক।। সেনা শাসন যাতে না থাকে
চাকমা যুবক ছেলে মেয়েরা এত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলতে পারে দেখে আমি অবাক হয়েছি। তাদের খুব মেধাবী বলে মনে হয়। ভারত থেকে
বিয়া করবা নি মনু😂😂😂
বাংলাদেশের আদিবাসীরা অনেক ভালো বাংলা বলে
চাকমারা এদেশের ই নাগরিক এশেই লেখা পড়া চাকরি সব কিছু সুন্দর করে বাংলা বলবে না কেনো এটা ওদেরও রাষ্ট্রিয় ভাষা যদিও মায়ের ভাষা না রাষ্ট্রের ভাষা । ভালো থাকবেন ।
@@mangopeople437 আদিবাসী না উপজাতি🎉
Humm tara banglir thekeo onek.porisromi,,apni khoj nile dekhben je ora chele.meye uvoy age pora lekha complete kore ekta valo job niye 1 du bocor por biye kore,,,, tader family tader pase thake,,r jekhane amder bangali meye ssc pass korlei biye diye dey,,
সত্যিই আপনি সুশিক্ষিত, আপনার জন্য দোয়া রইল, অনেক বড় মানুষ হন, রংপুর জাতির খেদমত করেন, আল্লাহ আপনার মঙ্গল করুন,
এগিয়ে যান💐 মন ছুয়ে গেছে দা❤ Best of luck 👊💪👍✊
আদিবাসীদের চাওয়া নিয়ে অতিরিক্ত সুন্দর উপস্থাপনা💝💝হ্যা আমরা এটাই চাই🤲🤲
মারমা গার্ল আর আপনাদের যাদের ফেসবুক পেইজ গুলো নষ্ট করেছে তাদের খুব কঠিন শাস্তি হোক তারা এর চেয়ে বেশি বিপদে পড়ুক এটাই কামনা করি, খুব উপভোগ করি আপনাদের ভিডিও গুলো আপনাদের কারণে আমাদের পাহাড়ি ভাই বোনদের জীবন সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি।❤
Bro banglira er jonnoi mara khay sob jaygay karon emotional hoye jay
@@shanto922-d2p tumi vai amon kamne bolo .aitah emotional jinis nah .pahari vai ra koste ase ki valo ase amader ta dekha uchit .ar apner mind thik ami ter jonno dua kori .
ভাই, আপনাদের জন্য অপরিহার্য হলো দেশকে খুব ভালো বাসা। ভাই, আমরা আপনাদের শুত্রু নয়।
আপনার কথাগুলো সব কিছুইতে যুক্তি আছে দাদা শুভকামনা আপনাকে 🥰🥰
ভাই আপনি এমনও একজন মানুষ যে আদিবাসীদের কথা তুলে ধরে তাদের সত্যতা যাচাই করেন ধন্যবাদ
এটো সুন্দর করে বুঝানোর জন্য মন ছুঁয়ে গেলো।তোমার প্রতি অবিরাম ভালবাসা জানাই❤️❤️
দাদা প্রার্থনা করি আপনারা আপনাদের অধিকার দ্রুত ফিরে পান ,আর আমি একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি আমার সাধ্যমত আপনাদের এবং আদিবাসী বন্ধুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো❤।
সত্যি অসাধারণ,আমরা এই রকম মানুষ চায়।❤❤❤❤❤, ধন্যবাদ ভাই আপনাকে
অনেক ভালোবাসা রইলো দাদা, এভাবেই চালিয়ে যান, আপনাদের অধিকার পান আর শান্তিতে বসবাস করুন বাঙালিদের সাথে☺️ ইনশাআল্লাহ একদিন আমরা পাহাড়ি আর বাঙালিরা একসাথে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যাব।
আমরা আমাদের পাহাড়ি ভাইদের অনেক ভালোবাসি আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সবাই এক হলে কেও আমাদের রুখতে করতে পারবে নাহ। পাহাড়ে যারা থাকেন তাদের জীবন আর আমার যারা সমতলে থাকি তা্দের জীবন এক নয়। তারা অনেক কষ্টে্র ভিতর দিয়ে জীবিকা নির্ধারন করে থাকেন। আর পাহাড়ে এইসব চাদাবাজি, সন্ত্রাস বাদী এদের কারনে আরো খারাপ অবস্থা, এগুলো নির্মু্ল করা উচিত। ভালোবাসা রইলো আমার পাহাড়ে থাকা ভাই বোন দের প্রতি। 💖💖
রাউজান থেকে বলতেছি চমৎকার হয়েছে। এরকমই শিক্ষিত সমাজ চাই। তাহলে সেনাবাহিনীর লাগে না।
সেনাবাহিনী না থাকলে ভারতের সাহায্যে চট্টগ্রাম কে বিছিন্ন করতে সুবিধা হয় তাই না?বাংলাদেশের সব জেলার নেয় এখানে ও সেনাবাহিনী ক্যাম্প,পূর্ণ ক্যান্টন মেন্ট সব কিছু থাকবে।এই ব্যাপারে পাগাড়ে থাকে বলে পাহাড় টা পাহাড়িদের বাপের হয়ে যায় নি এটা তাদের মনেরাখা উচিৎ।
আপনাদের দেশের তাইলে সরায় ন্যান সেনা বাহিনী অন্য দেশ নিয়ে মাথা ব্যাথা করেন কে। নিজের চরকায় তেল দেন।
@@anjumandiba4932 পায়ুবিজ্ঞানী নাকি😮 এটা তো পায়ুবিজ্ঞানীদের ভাষা
@@anjumandiba4932পাহাড় তোমার বাপের বুঝি?
রাইট ❤
ধন্যবাদ দাদা আপনার প্রতিটা ভিডিও শিক্ষনীয়।
অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন দাদা আমাদের সকলের মনের ভাব। অশেষ ধন্যবাদ বিকাশ দা। ❤️🙏
এবার বুঝেন সেনাবাহিনী আর সেনাক্যাম্প থাকা কত দরকার পাহাড়ে।অনেকের এতে উপকার হবে। সেনাবাহিনী সবসময়ই দেশের মানুষের ভালোর জন্য কাজ করে।
😂😂je sundor kore bujiye bollo tar por o....bujlen na
@@parantuch5834 এদের মিষ্টি কথায় ভুললে চট্টগ্রাম আর বাংলাদেশের থাকবে না খৃষ্টান রাষ্ট্র জুমল্যান্ড তৈরি হবে এবং পরে সারা বাংলাদেশ দখল হয়ে যাবে ❤
@Zarin Haire bangu 🤣🙏
@@sachingfru666 শুন গোমূত্রখেকো তারা উপজাতি আদিবাসী নয় বুঝলি উপজাতি আর আদিবাসীর মধ্যে পার্থক্য জেনে কথা বল তাঁরা 200 -500 বছর আগে ভারত এবং মিয়ানমার থেকে এসেছে এই অঞ্চলে বাঙালিরা হলো আদিবাসী বাঙালিরা এখানে 2000-5000 বছর আগে এসেছে আর পার্বত্য চট্টগ্রাম স্বাধীন অসম্ভব দরকার পড়লে সকল মুসলমান যুদ্ধ করবে তারপরও চট্টগ্রামকে খৃষ্টান রাষ্ট্র হতে দেবনা ইনশাআল্লাহ আর আমরা এতদিন সাহায্য না করলে তো তোদের সেভেন সিস্টার্স এতদিন স্বাধীন হয়ে যেত ভারতের পা চাটা সরকারের পতন হতে দে তারপর কে কাকে স্বাধীন করে দেখা যাবে আর তোদের ভারতই তো ঠিক রাখতে পারবিনা ভেঙে টুকরো টুকরো হবে ইনশাআল্লাহ গজওয়াতুল হিন্দের অপেক্ষা কর
ভাই, সেনাবাহিনী ২০০৯ এ শেষ😢 কিন্তু এটা বলছি না এখন যারা তারা খারাপ, ওরা সেনাশাসন চায়না কিন্তু সেনাবাহিনী চায়, একবার সুযোগ দিয়ে দেখা উচিত যদি অবৈধ অস্ত্র স্বেচ্ছায় জমা দেয় এরপর ৭ দিন উঠিয়ে দিয়ে এরপর ১ মাস, যদি কোন বিশৃঙ্খলা না হয় এভাবে করে মেয়াদ বাড়িয়ে দেখা উচিত
আমরা আপনার সাথে সহমত ভাই,
ভালোবাসা নিবেন ❤
পাহাড়ি শব্দটা বর্ণবিদ্বেষী, আমরা সবাই বাংলাদেশী। ❤
পাহাড়ি শব্দটা বর্ণবিদ্বেষী না, এটা _ভূতত্ত্ব-বিদ্বেষী !!!_
@@যমদূত হাসালেন😁
সুন্দর উপস্থাপনা দাদা অনেক ভালো লাগলো।
সত্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই হলো বাংলাদেশ সেনাবাহিনী❤️
ভাল থাকবে। সাবধানে থাকবে। এগিয়ে যাও। আশীরবাদ রইল।
পার্বত্য চট্টগ্রাম আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষও আমাদের তাদের শান্তির জন্য আমাদের দেশের সব কিছুর ব্যবস্থা করা উচিত আমাদের সেনাবাহিনী ভালো অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ
সত্যি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভাই বাংলাদেশ সেনাবাহিনী কোন খারাপ কাজে লিপ্ত হয় না ❤❤❤❤❤❤❤
সেনাবাহিনী বাংলাদেশের গর্ব কিন্তু আমরা চাই তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করুক, আর সকল দৈনন্দিন জীবনের সব কিছুর দায়িত্ব জেলাপ্রশাসক আর পুলিশ বাহিনীর হাতে অর্পন করুক প্রয়োজনে পুলিশ বাহিনী ও জেলাপ্রশাসকের মধ্যে শক্তিশালী নিরপেক্ষভাবে কাজের হাতকে শক্তিশালী করা হোক। তবে সেনাশাসন এর সরাসরি হস্তক্ষেপ বাংলাদেশের কোনো জেলায় শোভনীয় নয়।
@@healthcare895 সেটা নিশ্চিত করার দায়িত্ব জনগনের,, আপনারা অইটা তুলে ধরেন,, পরে সরকারের কাছে পেশ করেন
@@healthcare895শুনুন একটা বুদ্ধি দেই,সব অবৈধ অস্ত্রগুলো খুঁজে বের করে জমা দিন এরপর সরকারকে বলুন পাহাড় থেকে সেনাশাসন ৭ দিনের জন্য প্রত্যাহার করতে এরপর যদি পাহাড় শান্ত থাকে তখন ১ মাস এরপর এভাবে মেয়াদ বাড়াতে বাড়াতে এক বছর পর না হয় সম্পূর্ণ তুলে দেবে।
কি বলেন ভাই,এটা কি ২০০৯ এর আগের সময় নাকি😮💨এই বাহিনীতেই ঝামেলা আছে হাসিনা ওর ইচ্ছা মতো নাচাইছে।
ভালো দিক গুলো তুলে ধরলেন ধন্যবাদ সেনাবাহিনীর কোনো দরকার নেই সাধারণ জনগণকে হয়রানি করা নিরাপত্তার জন্যই করে যেন দেশও দেশের জনগণ ভালো থাকে
সাবলীলভাবেও প্রতিবাদ করা যায়, এগিয়ে যান দাদা
এত সুন্দর করে বুঝানোর পরে ও কেন যে এক দল লোক বুঝেনা....সারাক্ষণ ঝামেলা করতে চাই, উল্টো বুঝে 😢😢
তোমাদের যদি সাহস থাকে তাহলে শান্তিবাহিনীর বিরুদ্ধে কথা বলো তাহলে দেকবা সেনাবাহিনীর শাসন থাকবে না
Hmm
হু, ভাই 😢 সিরাজগঞ্জে থেকে বলছি
আমরা সবাই বাংলাদেশী
আপনি ঠিকই বলেছেন, একজন ভুল করলে সবাইকে দোষারোপ করা হয়।
আপনি খুব আন্তরিক ভাবে বুঝিয়েছেন। আশাকরি আমরা সবাই মিলে সব জাতির স্বাতন্ত্র্য রক্ষা করে একটি ইনক্লুসিভ সমাজ গঠনে করতে পারব।
আপনার কথা ভালোলাগে আপনি এদেশকে ভালোবাসেন।আমরাও চাই আপনাদের অধিকার।আমরা শুধু কুকিচীন, কেএনএফ চাইনা।
কৃতগতা সিকার করার জন্য ধন্যবাদ।
প্রথমেই স্যালুট জানাই সেই সেনাবাহিনী স্যার কে ❤ ছোট বেলায় আমি ও খুব আর্মি ভয় পেতাম দাদা, আমার বড় দিদিকে একজন সেনাবাহিনী বন্দুকের নল দিয়ে পেতে আঘাত করেছিলো, দিদির সেই আঘাত এখনো মাঝে মাঝে ওঠে , আর অনেক সেনাবাহিনী খুব ভালো ছিলো, আমাদের বিস্কুট চকলেট দিতো আর আমার বাবাকে পাইলে সন্ত্রাসী খুঁজতে নিয়ে যেতো এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগতো, সেনাবাহিনীর ওপর খুব রাগও ছিলো আবার ভয়ও পেতাম, তখন আমার, বাবা তো গ্রামের প্রধান (কার্বারী) প্রায় সময় সেনাবাহিনীর সাথে বাবাকে সন্ত্রাসী খুঁজতে হতো, কিন্তু বাবা কিভাবে বলবে যে সন্ত্রাসী কোথায় থাকে এইটার জন্য খুব রাগ হতো, বাবাকে তো সেনাবাহিনীর মা'র ও খেতে হয়েছিলো দাদা
I am sorry as a bengali, brother
@@PatrioticWarriror00unoffical she is our sister
অনেক ধন্যবাদ আপনাকে এরকম সাবলীলভাবে আপনার অভিজ্ঞতা বুঝানোর জন্য।
আসলে আমরা বাঙালিরাও চাই আপনারা ভালো থাকুন আর আমরা সবাই মানুষ।
আল্লাহ আমাদের সমতল ও পাহাড়ে অবস্থানরত সকল ভাই-বোনদের ভাল রাখুন
@@PatrioticWarriror00unofficalবাংলাদেশীরা কোনো আদিবাসী কনসেপ্টে বিশ্বাস করে না। আমার সবাই বাংলাদেশী।নিজেদেরকে নিজেরা আদিবাসী বলে আলাদা করেন কেন?? UPDF সহ ৬টি সন্তসী গোষ্ঠীদের রুখতে সেনাবাহিনী সেখানে আছে।সন্তসী গোষ্ঠীদের নিমূল হলে সেনাবাহিনী তখন চলে আসবে।বাংলাদেশী হিসাবে বাঁচতে শিখুন আদিবাসী কনসেপ্ট বাদ দেন।পার্বত্য চুক্তির বাতিলের দাবি করেন না কেন??সমতল এবং পাহাড় সারা বাংলাদেশে একই আইন চলার দাবি কেন করেন না আপনারা??বৈষম্য মুক্ত বাংলাদেশ চান না কেন??খালি নিজেরটাই চাচ্ছেন দেখিতেছি। বৈষম্যের মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ ২০২৪ এ জীবন দিল।আর উপজাতিরা পাহাড়ি-সমতলী কনসেপ্ট এনে সেই বৈষম্য আবার তৈরী করার পায়তারা চালিয়ে যাচ্ছে আর সকল বাংলাদেশী আপনাদের পক্ষে কথা বলবে এর আশা আপনারা কিভাবে করেন?নিজেদেরকে ভিক্টিম সাজানো বন্ধ করুন। পাহাড়ি-বাঙ্গলী সমতার জন্য কথা বলুন।।
so sad .
স্যালুট জানাই সেই সময়ের আর্মি এবং স্যার দের।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে বসবাস করি শান্তিতে বসবাস করি সবার অধিকার বহাল থাক মানবতার জয় হোক,,,
আপনাদের ক্ষুদ্র জনগোষ্ঠী যারা আছে সকলে বাংলাদেশে ঐতিহ্য। চাকমা মারমা ইত্যাদি দেখলে আমাদের খুব ভালো লাগে এখানে খারাপ লাগার কিছু নাই । তাই বলছি আমরা সকলেই বাংলাদেশে সকলে মিলে একটি সুন্দর উন্নত শিলা রাষ্ট্র হিসাবে। একসঙ্গে মিলে কাজ করা ভালো। আপনারা বর্তমানে অনেক সুযোগ-সুবিধা হয়।আপনাদের ক্ষুদ্র জনগোষ্ঠীর যেকোনো লোক খুব সহজে শিল্প কারখানা থেকে শুরু করে সকল সেক্টরে দক্ষতা অনুযায়ী চাকরি করছেন। (তাই বলবো পজেটিভ ভিডিও করে আপনাদের ক্ষুদ্র উপজাতিদের বোঝাবে যাহাতে দেশের বিচার কোন প্রকার বিশৃঙ্খলা না করে) তা ভিডিওর মাধ্যমে বোঝাবেন ধন্যবাদ
এই প্রথম আপনার ভিডিও ভালো লাগলো, বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা কেন পাহাড়ার সাগর নদী নালা নিয়ে জামিলা করা যাবে না, আপনার ভিডিও অনেক দেখেছি এই রকম হয়ে নাই,যত জলদি যেন পাহাড়ে পরিবর্তন আসে সেই দিকেই নজর দিন,
আপনার কথাগুলো ভালো লাগলো। পার্বত্য চট্টগ্রামের আমার অনেক বন্ধু-বান্ধবী আছে, খুবই ক্লোজ ফ্রেন্ড। ওরাও খুবই ভালো মানুষ, আন্তরিক।
কিন্তু পার্বত্য চট্টগ্রামের উপর কি চাপিয়ে দেওয়া হচ্ছে ,আমি ঠিক জানি না। আপনারা পিছিয়ে থাকা জাতি বলেই তো সব ধরনের চাকরিতে আপনাদের জন্য আলাদা কোটা আছে। আপনাদের এগিয়ে মূল স্রোতে আনার জন্যই তো এসব। তাছাড়া পার্বত্য অঞ্চলে নানারকম সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদের দমনের জন্যই সেনাবাহিনী,আপনাদের সাধারণ পাহাড়িদের শান্তি রক্ষার জন্যই কিন্তু সেনাবাহিনী। আর দুর্গম জায়গাগুলোতেই সাধারণত ক্যাম্প করা হয়, ক্যাম্প না থাকলে অনেকেই বিপদে আপদে সহযোগিতা পেতে অনেক দেরী হয়ে যাবে। যেমনটা আপনার হয়নি, আপনি সহযোগিতা পেয়েছিলেন,এটাতো আরো অনেকের প্রয়োজন হতে পারে। ধন্যবাদ আপনাকে।
শুভকামনা নিরন্তর!
সত্যি তোমার মাঝে অনেক জ্ঞান আছে, কথা বার্তা দিয়ে বুঝা য়ায়, তুমি পাহাড়িদের জুম্ম আদিবাসীদের প্রিয় মহা নায়ক বলতে হবে.... আশির্বাদ রইল.. তোমার বাবা মা জন্য জুজু
তোমারা আদিবাসী না আদিবাসী হচ্ছে বাঙালিরা।
@@hossainahmed2191বাঙালীরা তো আদিবাসী, খালি আদিবাসী-ই না, দুনিয়ার শ্রেষ্ঠ আদিবাসী। যেহেতু তাদের গায়ে পাঠান, সৈয়দ তুর্কি-আফগান-ইরান-তুরান-ভারত সকল রক্ত আছে তাই তারা টার্কি বা ইরানেরও আদিবাসী, যেহেতু আর্য রক্ত আছে তাই তারা ইংল্যান্ড-পোল্যান্ড-জার্মানীরও আদিবাসী। আফ্রিকার তো বটেই।
আরেকটু খুঁজলে বাঙালীরা এন্টার্কটিকায়ও আদিবাসী। চান্দেও যাদের চেহারা দেখা যায়।
@@hossainahmed2191ওরা চট্টগ্রামে আগে এসেছে ঠিক তেমনি অন্যান্য জেলার বাঙলিরা কিন্তু এখন এটা বাংলাদেশ তাই সবাই সমান 😊
@@hossainahmed2191 আপনি দাঙ্গা লাগাতে কত 💸নিছেন?
ভাই আপনার সবগুলো কথাই খুব ভালো লাগে। যুক্তি দিয়ে কথা বলেন এর জন্য আপনাকে ধন্যবাদ।
আসলে ভাই আপনি যেভাবে সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে বললেন আসলে ভাই আপনাদের কিছু মানুষের জন্যই আজকে দেশের এই অবস্থা ❤❤❤❤
পাহাড়ের মানুষ সহজ সরল, সেই জন্যই পাহাড়ের সেটেলাররা সুযোগ খুজে
আপনার সুন্দর আলোচনাটা তুলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একজন বাঙালি আমি আপনি ভালো কথাগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আপনাকে ভালোবাসা এবং শুভেচ্ছা হ্যাঁ আমরা সবাই ভালো খারাপ হতে পারে কিন্তু তাই বিধি একটা রাষ্ট্রের মানুষ সবাই তো আর খারাপ না যে খারাপ করবে তার বিপক্ষে আমরা অবস্থান সকলে নিলে ইনশাল্লাহ সবকিছু সমাধান হয়ে যাবে
এইতো বুঝতে পেরেছেন। তাহলে আদিবাসি, উপজাতি,বাঙ্গালি ইত্যাদি শব্দ নিয়ে ফালতু কথা না বলে বলেন আমি বাংলাদেশি,আমার স্বাভাবিক জীবনের অধিকার চাই।
আপনি ঠিক বলেছেন আপনাদের মাঝে কিছু খারাপ মানুষ আছে কিন্তু সবাই খারাপ না। এখন যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হউক। তাদেরকে শান্তি দেওয়া হউক।
দেশের বাইরে থেকে দেখতেছি ভালো লাগলো আপনার কথাগুলো ❤
Bangla janen kmne??
@@Simon12822মুই চাকমা ৭ বছর হতে ইদু আগঙ
আমরা যে যে জাতি হই না কেন সবাই আমরা মানুষ সুতরাং সব সময় সত্য এবং সঠিক কথা বলার চেষ্টা করবেন ভাই কারো পক্ষ নেয়া যাবে না ❤
আপনি আমি আমরা সবাই এক,আমাদের পরিচয় আমরা বাঙ্গালী,, আপনার কথাগুলো খুব ভালো লাগলো,, ধন্যবাদ,, ❤❤
বাংলাদেশের ২০ কোটি মানুষ সেনাবাহিনী সাথে আছী ইনশাআল্লাহ ❤❤
ধন্যবাদ দাদা সুন্দর করে বুঝানোর জন্য
আগের দিনের মানুষ গুলো অনেক দয়ালু আর ভালো। আরমি গুলো ও প্রায় ভালো গ্রামে গেলে বাচ্চা দেরকে নানান ধরনের খাদ্য দিয়ে আসত আমি ও মনে করতে পারি 2007 -8সালে কিন্তু এখনকার মানুষ গুলো কি রকম হয়েছে যে শুধু নিজের স্বার্থ খুঁজে সবচেয়ে এই ডিজিটাল দেশ হ ওয়ার পর কি জানি আরো কী দেখতে হবে জীবনে😌
বিডিআর ছিল তখন পিলখানা হত্যার মাধ্যমে তাদের শেষ করে দিছে
আর ঐ বাহিনী কোথায় পাবেন ২০০৯ সালে সব শেষ 😭
পাহাড় এবং পাহাড়ীরা বাংলাদেশের ভালোবাসা। পার্বত্য চট্টগ্রামকে মালয়েশিয়ার মতো পরিকল্পিত উন্নয়ন করতে হবে।
আমার বাবা BGB তে ছিলেন এবং আমি আমার জীবনের অনেকটা সময় রাঙ্গামাটিতে কাটিয়েছি। পাহাড়িদের আদিবাসী মর্যাদা দেওয়া উচিত। এবং স্যাটেলার বাঙালিদের স্থায়ী বসবাসের বন্দোবস্ত করা উচিত। আর আর ভারতীয় র বিচ্ছিন্নতাবাদী এদেরকে সমূলে উৎপাটন করতে হবে
Hmm,ভাই বাঙালি হয়ে সমর্থন করছি
এরা আদিবাসী হবে আর বাঙালিরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবে এটা চান আপনি
❤❤ ভালবাসেন দেশ কে। ভালবাসেন দেশের সকল মানুষ কে। ভালবাসেন দেশের সামরিক বাহিনীকে।দেখবেন জীবন সুন্দর।।।❤❤
অনেক অনেক ধন্যবাদ বিষয়টা এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।❤
The real hero is coming again❤
ভাই বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ বাকিরা উছিলা...
আমি আপনার নিয়মিত ভিউয়ার... ❤️❤️❤️
আমারা সেনাবাহিনীর বিরুদ্ধে না
আমরা সেনা শাসনের বিরুদ্ধে ❤
@@RMTNil077 মিথ্যা বলো কেনো।
মিথ্যা বলোনা প্রিয়
মিথ্যা বলোনা প্রিয়
@@ridoyhossain530বাংলাদেশের মালিক হচ্ছে বাঙালিরা বুঝতে পারছো।
@@hossainahmed2191তোরা মিথ্যা বলো ,, আমাদেরকে তাড়িয়ে দিতে চাও তাইনা ?
এখানে ম্যাজিস্ট্রেট নাই ,ওসি , ডিসি নাই সব ক্ষমতা সেনাবাহিনীর হাতে,,,তো ডাঙ্গা হলেও ওদের মত যা খুশি করে,, কালকে তো দূরে থেকে ভিডিও করতেসিলো দোকানপাট ভাংচুর এর সময়,,ওরা যদি পদক্ষেপ নিত তাহলে এসব হতো না ।
ওরা কিভাবে জানবে ম্যাজিস্ট্রেট কিভাবে তার কাজ করে করে যার কারণে এইসব হয় ,,,তাই সেনাশাসন উঠিয়ে নিয়ে এখানেও সমতলের মত ,, যার ক্ষমতা যার হাতে হওয়া দরকার তার হাতে দাও ,,এখানেও সমতলের মত উন্নত , হাসপাতাল , কলেজ, স্কুল তৈরি করো ।
* উপস 😂 আপনারা তো আর আমাদের ভালো চান না ,,, আমাদেরকে দেশ আলাদা করবে বাহানা দিতে তাড়িয়ে দিতে চাও 😆 এইজন্যে জেনে বুঝে আমাদের বিরুদ্ধে অন্যায় গুলা প্রশ্রয় দাও ,, প্রতিবাদ চলবে 🤝
আপনার কথাগুলো ভালো লাগলো,পাহাড়িদের মাঝে আপনার মতন লোক থাকলে এদেশে বিবেদ হবে না। ধন্যবাদ
শিক্ষা থেকে সব কিছুতে তোমাদের অগ্রাধিকার দেয়া হয়, যেহেতু বাংলাদেশের ঐ অঞ্চল সীমান্ত এলাকা এবং দুর্গম যেহেতু সেখানে দুষ্কৃতীদের অপ তৎপরতা রয়েছে তাই সেখানে বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন থাকবেই।
সেনাবাহিনী সবার জন্য এমন কি তোমরাও তার সদস্য অনেক আছ এটাই সবচেয়ে বড় অলংকার বাংলাদেশের।
আমরা তোমাদের ভালবাসি।
পাহাড়িদের উচিত বাঙালিদের সাথে মিলেমিশে থাকা তেমনি বাঙালিদের উচিত পাহাড়িদের সাথে মিলেমিশে থাকা,আমরা বাংলাদেশি
আপনারা হলেন এই দেশের নাগরিক আপনার প্রথম পরিচয় হলো আপনি এক জন্য বাংলাদেশি আপনার বাসা যেটাই থাক না কেন তাতে আমাদের কোনো সমস্যা নাই
কিন্তু বাংলাদেশের মালিক হচ্ছে বাঙালিরা।
@@hossainahmed2191ai khota aponar bolsan Chittagong aponader lagba ai desh karo baper na
@@hossainahmed2191ভাই উস্কানিমূলক মন্তব্য প্রত্যাহার করুন,যেমন আপনি আমি এই দেশের মালিক তোমনি নাগরিক হিসেবে ওরাও , সংখ্যায় কম হলেও নাগরিক হিসেবে দেশের মালিক ওরাও ওদের বুঝতে চেষ্টা করুন, ওদের মধ্যে অল্প কিছু বিচ্ছিন্নতাবাদী কিন্তু আমরা পুরো জাতিকে দোষ দিচ্ছি।😊
হ্যাঁ আমরা বাংলাদেশী ❤
@@hossainahmed2191 উস্কানি বাদ দেন তো,যেমন বাংলাদেশের নাগরিক হয়ে আমি আপনি দেশের মালিক তেমনি ওরাও 😊
আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না আমরা সেনা শাসনের বিরুদ্ধে।
ভাই আপনার কথাগুলোতে যুক্তি আছে।আমরা সবাই বাঙালী না হলেও আমরা সবাই বাংলাদেশী❤❤❤
সকল পাহাড়িরা যদি সমতলে চলে আসে তাহলে পাহাড়ের সৌন্দর্য থাকবেনা।❤❤❤
ভাই শহরে মানুষ রা খারাপ ব্যবহার করে আমাদের ভাষা নিয়ে মজা করে 😢
@@joyuhlaching2913 ওদের মাথায় সমস্যা আছে, আমার তো ভালোই লাগে যাই হোক পাগলের কথায় কান দেবেন না।
@@joyuhlaching2913 ঐ লোকগুলোর মাথায় সমস্যা আছে, আমার আপনাদের ভাষা অনেক ভালো লাগে 😊
যারা মজা করে ওদের মাথায় সমস্যা আছে
পুরোপুরি ঐ এলাকা সেনাবাহিনীর অধীনে আনা ও দেশি শাসন ও নিরাপত্তা ব্যবস্থা করা খুব দরকার
খুব ভাল লাগলো। তাই নিজের ফেইসবুক ওয়ালে রেখে দিলাম।
Apnara apnader moulik odhikaar nia kotha bolun niyomtantrik andolon koren. Amra apnader vai..apnader sathay asi.
আমি পার্বত্য থেকে , সেখানে যেভাবে চাঁদাবাজি ও সশস্ত্র মহড়া চালাই পাহাড়ি সন্ত্রাসীরা,একটা স্বাধীন দেশে এটা অসম্ভব,সেজন্য আমি মনে করি সেইখানে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সেনাঘাটি দ্বিগুণ করা দরকার,এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হোক।
আমরা বাঙালি না,আমরা বাংলাদেশী। আমরা আদিবাসী।আমরা সেনাবাহিনীর
বিরুদ্ধে না,সেনাশাসনের বিরুদ্ধে।
আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ,তোমার বাতাস আমার প্রাণে ,ওমা আমার প্রাণে বাসায় বাঁশি।সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।❤
সমতল থেকে ভালবাসা❤ বাংলা আমার মা,, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি😊
জুমৃমল্যান্ড কি?
@@DelowarHossain-k7d এটা বাঙালির দেয়া নাম। আমি নিজেই জানিনা জুম্মল্যান্ড কি। fb তে দেখি,গুটিকয়েক উগ্র বাঙালি বলে আমরা নাকি জুম্মল্যান্ড চাই। উগ্র কিছু বাঙালি প্রোপাপান্ডা ছড়িয়েছে আমরা নাকি স্বাধীন দেশ চাই, যার নাম জুম্মল্যান্ড। 🤣
@@Luffy_cutieকিছু লোক বিচ্ছিন্নতাবাদী তোমাদের মধ্যে খুব কম হয়তো কিন্তু পুরো জাতির উপর দোষ এসেছে, বাংলাদেশ ভালোবাসি তাই তোমাদেরকেও ভালোবাসি।
@@DelowarHossain-k7dযারা নাম দিয়েছে তারাই জানে
এই ভাইয়ের কথা,গুলি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে "❤❤❤❤❤
ঢাকা থেকে
যে ভদ্রলোকগুলা পাহাড়ে বেড়াতে আছে,কিছু সেটেলার বাঙালি সবসময়ই পাহাড়িদের সম্পর্কে ভুল explain দেই,সমস্যা এটাই😓
আফসোস টা সেখানেই ভাই 🙂
বাংলাদেশে বাঙালিরা স্যাটেলার নয়, মঙ্গোলিয়ানরাই স্যাটেলার।
২৫০ বছরের ইতিহাস তোমার।বাঙ্গালির হাজার বছরের ইতিহাস।
@@DelowarHossain-k7d আসলে বাংলাদেশে বাঙালি সবাইকে সেটেলার বলা হয়নাই।বাংলাদেশে পাবর্ত্য চট্টগ্রামে রাষ্ট্র কতৃক পুনবাসিত সেসব ব্যাক্তি যারা অন্যের জমিতে দখলদারিত্বের মাধ্যমে বসবাস করে তাদেরকে মূলত সেটেলার বলা হয়।
Apni ki bolte chacchen? Ekhon joto dosh nondo ghosh. Etodin je shob uskani molok video uni baniechen sheta ek minute e bhole gelen? Hoot kore uni bhalo hoye gechen.
@@ishanjarab3774 মতের অমিল থাকতে পারে স্বাভাবিক। আমি কোথাও দেখলাম উসকানি মূলক কথা বলতে।প্রতিটি মানুষের প্রতিবাদ করার রাইট থাকে।
এতো সুন্দর করে বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আমরা সকলে বাংলাদেশি এটাই বড় পরিচয়। কে হিন্দু কে মুসলিম কে চাকমা, মারিমা এত বিভেদ ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আপনি যেহতু সোসাল ইনফ্লুয়েন্সার তাই
আপনার একটা ভিডিও পার্বত্য অঞ্চলের হাজার সমস্যা সমাধান করতে পারবে।তাই আপনার উচিত সবসময় নিরপেক্ষ দৃষ্টিতে এবং দেশপ্রেম অটুট রেখে ভিডিও তৈরি করা। ধন্যবাদ
থাকতো প্লেন ডিস্টিকে টের পাওনা এই পার্বত্য অঞ্চলে থাকলে টের পাইতা
@@mdsazzad1685 এই উপজাতিরা খুব সহজ সরল😊অল্প কিছু লোকের জন্য এদের দোষ দিয়েন না, ভাই সবাই খারাপ হলে ওখানে এত বাঙালি থাকতে পারতো না
সন্ত্রাস মুক্ত পাহাড় চাই❤ তাহলে সব ঠিক হয়ে যাবে
ধন্যবাদ আপনাকে সত্যি কথা বলার জন্য
ভিকাস সাহেব আপনি বাংলাদেশের পক্ষে থাকেন। সাম্প্রদায়িক হয়েন না।
দাদা আপনাকে স্যালুট! এত কিছুর পর আপনি ঠান্ডা মাথায় সবকিছু বুঝান এক্সপ্লেইন করেন , সত্যি দাদা আপনার যুক্তি অসাধারণ।
আমি যুক্তিবিদ্যায় অনার্স শেষ করেছি । আপনার যুক্তি খুবই অসাধারণ
সেনাবাহিনী সরালে এই এলাকার নিরাপত্তার দায়ভার আপনারা নিতেপারবে বলেন? আমরা চাপিয়ে দিতে চাইনা আসলে আপনাদের ভিতর থেকে কেবল কিছু মানুষ সমস্যা তৈরি করার কারনেই নিরাপত্তা ঝুঁকির কারনে সেনা সরানোর সদ ইচ্ছের বিরুদ্ধে আমাদের কাজ কোরতে হয়❤
সেনাবাহিনী সরালে নিশ্চয়ই ভালো থাকবো না। তখন আরো দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে আরো বেশি। সেনাবাহিনী চাই, সেনা শাসন নয়। সঠিক বিচার চাই, বৈষম্য বিচার নয়। আমার কথাটি যুক্তি আছে কি না।
আপনি পাহাড়ের না সমতলের আমি জানিনা। আমি একজন বাঙালি, ১৯৬৯ এ আসা পাহাড়ে। আমাদের সাথে পাহাড়িদের আগেও ভালো সম্পর্ক ছিলো, এখনও আছে। পাহাড়িদের সাথে মূলতঃ ১৯৭৬ এর পর আসা বাঙালিদের ঝামেলা। আমরা বাঙালিরা যে কি রকম সেটা আমরা সবাই জানি, কিন্তু স্বীকার করিনা। আজ এত বছর ধরে সেনা শাসন পাহাড়ে তাহলে পাহাড়ে শান্তি নেই কেন!!!এগুলো নিয়ে পাহাড়ের সব বাঙালিরা ও জানি, কিন্তু প্রকাশ করি না।
আমরা শুধু ওদের দোষটাই দেখি।