বেশ কয়েকদিন যাবৎ চট্টগ্রাম থেকে নিঝুম দ্বীপের রুট পরিকল্পনা করছিলাম। আপনার রুট আর আমার রুট সেইম। নিজের প্লানের প্রতি বিশ্বাস বাড়লো। ধন্যবাদ। ভাই কিছু বিষয় জানার ছিল, যদি উত্তর দিতেন তো উপকৃত হতাম।
প্রথমে আপনাকে ধন্যবাদ। অবশ্যই সাহায্য করব। এখানে ডেস্ক্রিপশনে বা আমাদের গ্রুপে(Extreme Travellers) দরকারী তথ্য দেয়া আছে। তাও এর বাইরে কিছু জানার থাকলে এখানে জানাতে পারেন।
আপনি যথেষ্ট তথ্য দিয়েছেন। তবুও কিছু জানার ছিল, এই ধরুণ সিকিউরিটি, গাইডের খরচ, তাবু যেহেতু আমাদের নিজস্ব সেহেতু বেড়ানোর সময় তাবু আর মালপত্র কোথায় রাখা যায় এইসব জানালে উপকৃত হতাম। আপনাকে আবারো ধন্যবাদ।
আমার কাছে সিকিউরড লেগেছে জায়গাটা। আমরা ক্যাম্পিং করেছিলাম নামার বাজার বিচে। আমাদের গাইড আলী থেকেই আমরা টেন্ট নিয়েছিলাম। 500টাকা করে। ও তার পরিচিত কিছু ছোট ছেলেকে ব্যাগ পাহারায় দিয়ে গিয়েছিল যেন আমরা ঘুরতে গেলে কোন চুরি না হয়। নামার বাজার বিচের একদম সাথেই নবী ভাইয়ের দোকান। উনাকে কিছু টাকা দিলে উনিও ব্যাগ রাখবে। উনার সাথে কথা বলে কিছু ছেলে-পেলে ঠিক করতে পারেন যেন আপনাদের টেন্ট দেখে রাখে। উনিই আমাদের চৌধুরী খাল ঘুরতে যাবার মাঝি ঠিক করে দিয়েছিলেন। আর যদি বারবিকিউ করতে চান তবে আলী আপনাকে সব ব্যাবস্থা করে দিবে। সব কাজ যদি ও করে তবে ওকে ২২০ টাকা করে প্রতিজনের জন্য দিতে হবে। কিন্তু আমরা শুধু ওর থেকে বারবিকিউ জালি আর সরঞ্জাম নিয়েছিলাম। বাকি সব আমরা করেছি। আমাদের মোটামুটি ১৩০-১৪০ টাকা করে খরচ পড়েছিল প্রতিজন। আমরা গাইড আলীকে আলাদা করে কোন টাকা দেই নাই। যেহেতু সে আমাদের টেন্ট, বারবিকিউ ইকুইপমেন্ট ভাড়া দিয়েছে সে ওখান থেকেই যা যা প্রফিট করার করেছে। আবার সে আমাদেরকে ওর অটোরিকশা দিয়ে রিসিভ এবং ঘাটে নিয়ে গিয়েছে, চোয়াখালি নিয়ে গিয়েছে সেগুলার ভাড়া দিয়েছিলাম। আপনার যদি টেন্ট সাথেই থাকে, এবং বারবিকিউ ইকুইপমেন্ট ও সাথে নিয়ে যান তবে সেক্ষেত্রে নবী ভাইয়ের সাথে কথা বলে নিয়েন। উনি মাঝি, টেন্ট দেখে রাখার মানুষ, আর পরদিন চোয়াখালি বনে হরিন মিশনে আপনার সাথে গাইড ব্যাবস্থা করে দিবে। আর আলী ছেলেটা ভালো। আপনি সব কথা ওকে বলে ওকে যতটুকু লাগবে সেটা জানিয়ে একটা এমাউন্ট ফিক্সড করে ওকে ভাড়া করতে পারেন। একজন লোকাল মানুষের সাথে আপনার কন্ট্রাক্ট থাকলে যেকোন প্রয়োজনে তার সাজেশন ও হেল্প পেতে পারেন। ধন্যবাদ। আপনার ভ্রমন আমাদের মতই আনন্দময় হোক।
ধন্যবাদ ভাই আপনাকে আমাদের নোয়াখালী জেলা হাতিয়ার নিঝুম দ্বীপ কে এত সুন্দর ভাবে মানুষের সামনে উপস্থাপনা করার জন্য 🥰
❤❤
good
Thank you
It's amazing! I wish I could go with u all.
Thank you
Nicely captured. 👍
Thank you Ashiq
Beautiful!
Thank you
বেশ কয়েকদিন যাবৎ চট্টগ্রাম থেকে নিঝুম দ্বীপের রুট পরিকল্পনা করছিলাম। আপনার রুট আর আমার রুট সেইম। নিজের প্লানের প্রতি বিশ্বাস বাড়লো। ধন্যবাদ।
ভাই কিছু বিষয় জানার ছিল, যদি উত্তর দিতেন তো উপকৃত হতাম।
প্রথমে আপনাকে ধন্যবাদ। অবশ্যই সাহায্য করব। এখানে ডেস্ক্রিপশনে বা আমাদের গ্রুপে(Extreme Travellers) দরকারী তথ্য দেয়া আছে। তাও এর বাইরে কিছু জানার থাকলে এখানে জানাতে পারেন।
আপনি যথেষ্ট তথ্য দিয়েছেন। তবুও কিছু জানার ছিল, এই ধরুণ সিকিউরিটি, গাইডের খরচ, তাবু যেহেতু আমাদের নিজস্ব সেহেতু বেড়ানোর সময় তাবু আর মালপত্র কোথায় রাখা যায় এইসব জানালে উপকৃত হতাম। আপনাকে আবারো ধন্যবাদ।
সাথে নৌকার ভাড়া।
আমার কাছে সিকিউরড লেগেছে জায়গাটা। আমরা ক্যাম্পিং করেছিলাম নামার বাজার বিচে। আমাদের গাইড আলী থেকেই আমরা টেন্ট নিয়েছিলাম। 500টাকা করে। ও তার পরিচিত কিছু ছোট ছেলেকে ব্যাগ পাহারায় দিয়ে গিয়েছিল যেন আমরা ঘুরতে গেলে কোন চুরি না হয়। নামার বাজার বিচের একদম সাথেই নবী ভাইয়ের দোকান। উনাকে কিছু টাকা দিলে উনিও ব্যাগ রাখবে। উনার সাথে কথা বলে কিছু ছেলে-পেলে ঠিক করতে পারেন যেন আপনাদের টেন্ট দেখে রাখে। উনিই আমাদের চৌধুরী খাল ঘুরতে যাবার মাঝি ঠিক করে দিয়েছিলেন। আর যদি বারবিকিউ করতে চান তবে আলী আপনাকে সব ব্যাবস্থা করে দিবে। সব কাজ যদি ও করে তবে ওকে ২২০ টাকা করে প্রতিজনের জন্য দিতে হবে। কিন্তু আমরা শুধু ওর থেকে বারবিকিউ জালি আর সরঞ্জাম নিয়েছিলাম। বাকি সব আমরা করেছি। আমাদের মোটামুটি ১৩০-১৪০ টাকা করে খরচ পড়েছিল প্রতিজন। আমরা গাইড আলীকে আলাদা করে কোন টাকা দেই নাই। যেহেতু সে আমাদের টেন্ট, বারবিকিউ ইকুইপমেন্ট ভাড়া দিয়েছে সে ওখান থেকেই যা যা প্রফিট করার করেছে। আবার সে আমাদেরকে ওর অটোরিকশা দিয়ে রিসিভ এবং ঘাটে নিয়ে গিয়েছে, চোয়াখালি নিয়ে গিয়েছে সেগুলার ভাড়া দিয়েছিলাম।
আপনার যদি টেন্ট সাথেই থাকে, এবং বারবিকিউ ইকুইপমেন্ট ও সাথে নিয়ে যান তবে সেক্ষেত্রে নবী ভাইয়ের সাথে কথা বলে নিয়েন। উনি মাঝি, টেন্ট দেখে রাখার মানুষ, আর পরদিন চোয়াখালি বনে হরিন মিশনে আপনার সাথে গাইড ব্যাবস্থা করে দিবে। আর আলী ছেলেটা ভালো। আপনি সব কথা ওকে বলে ওকে যতটুকু লাগবে সেটা জানিয়ে একটা এমাউন্ট ফিক্সড করে ওকে ভাড়া করতে পারেন। একজন লোকাল মানুষের সাথে আপনার কন্ট্রাক্ট থাকলে যেকোন প্রয়োজনে তার সাজেশন ও হেল্প পেতে পারেন।
ধন্যবাদ। আপনার ভ্রমন আমাদের মতই আনন্দময় হোক।
@@extremetravellers1789 অসংখ্য ধন্যবাদ।
বাই তাবু কি ওই জায়গায় পাওয়া জায়
জ্বি ভাই।