১৯৭৩ থেকে ২০২৪ | সরকার ও বিরো-ধী দলে কারা ছিলেন? | Awami League | BNP | Elections since 1973 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2024
  • ১৯৭৩ থেকে ২০২৪ | সরকার ও বি-রো-ধী দলে কারা ছিলেন? | Awami League | BNP | Elections since 1973 |
    ১৯৭৩: প্রথম সংসদে ছিল না বিরো-ধী নেতা
    ৩০০ আসনের মধ্যে ২৯৩ আসনে জয় পায় আওয়ীমী লীগ। জাসদ একটি, জাতীয় লীগ একটি এবং স্বতন্ত্ররা পান পাঁচটি আসন। ভোট পড়েছিল ৫৪.৯। উল্লেখযোগ্য আসন না থাকায় ছিলেন না কোনো বিরোধী দলীয় নেতা। সেই সময় সাতজন সংসদ সদস্য বিরো-ধী দল গঠনের দাবি করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা প্রত্যা-খ্যান করেন। আড়াই বছর পর রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয়, গঠন করা হয় একক দল বাক-শাল।
    ১৯৭৯: বিরো-ধী দলে আওয়ামী লীগ
    ৫১.৩% ভোটার উপস্থিতিতে নির্বাচনের মাত্র ছয় মাস আগে গঠিত বিএনপি ২০৭ আসন জিতে সরকার গঠন করে। ৫৪ আসন জিতে আওয়ামী লীগ প্রধান বিরোধী দলের অবস্থান নেয়, দলের সভাপতি আসাদুজ্জামান খান হন বিরোধী নেতা। মুসলিম লীগ ২০টি, জাসদ ৮টি এবং অন্যান্য দল পায় ১০টি আসন।
    ১৯৮৬: বিএনপির বর্জন, বিরো-ধী আওয়ামী লীগ
    নিজের দল জাতীয় পার্টি গঠন করে তৃতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন এরশাদ। ১৯৮৬ সালের নির্বাচনে জাতীয় পার্টি ১৫৩টি, আওয়ামী লীগ ৭৬টি আর জামায়াতে ইসলামী ১০টি আসন পায়৷ বিএনপি এই নির্বাচন বর্জন করেছিল৷ নির্বাচনে ভোট পড়েছিল ৬১.১%।
    ১৯৮৮: প্রধান বিরো-ধীদের ব-র্জন, সম্মিলিত বিরো-ধী দল
    আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, ওয়ার্কার্স পার্টিসহ প্রায় সবকয়টি প্রধান বিরোধী দল এরশাদের অধীনে নির্বাচন ব-য়কট করে।
    ১৯৯১: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন
    ব্যাপক আ-ন্দোল-নের মুখে প-দ-ত্যা-গ করেন এরশাদ। সব দলের সম্মতিতে নির্দলীয় সরকারের অধীনে হয় নির্বাচন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জয় লাভ করে ১৪২ আসনে, আওয়ামী লীগ ৮৮টি আসন পেয়ে সংসদে বিরো-ধী দলের মর্যাদা পায়, বি-রোধী-দলীয় নেতা হন শেখ হাসিনা। নির্বাচনে ভোট পড়েছিল ৫৫.৪%। এছাড়া, জাতীয় পার্টি ৩৫ এবং জামায়াতে ইসলামী পেয়েছিল ১৮টি আসন।
    ১৯৯৬: আবার ব-র্জ-ন, বি-রো-ধী নেতা বঙ্গবন্ধুর খু-/নি
    এই নির্বাচন বেশি পরিচিত ১৫ ফেব্রুয়ারির নির্বাচন নামেই। অধিকাংশ বিরো-ধী দল নির্বাচনটি ব-র্জন করে |
    ১৯৯৬: তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন
    তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে ১২ জুন দেয়া হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। ১৪৬ আসনে জেতে আওয়ামী লীগ, ১১৬ আসন পায় বিএনপি। ৩২ আসন পাওয়া জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ, বি-রো-ধী দলের নেতা হন খালেদা জিয়া।
    ২০০১: জোটের নির্বাচনে বিএনপি
    এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন। ১৯৯৯ সালেই জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোটকে সঙ্গে নিয়ে চার দলীয় জোট গঠন করে বিএনপি।
    ২০০৮: সেনাবাহিনীর হস্তক্ষেপ, গ্রেপ্তার হাসিনা-খালেদা
    সংবিধান সংশোধন করে বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়ায় বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করে আওয়ামী লীগ। রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী, গঠিত হয় সেনাসমর্থিত সরকার। গ্রেপ্তার করা হয় শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে, অভিযোগ ওঠে এই দুই নেতাকে রাজনীতি থেকে বাদ দেয়ার ষড়যন্ত্র চলছে। মহাজোট গঠন করে আওয়ামী লীগ পায় ২৩০, জাতীয় পার্টি পায় ২৭ আসন। চার দলীয় জোটে বিএনপি পায় ৩০ আসন।
    ২০২৪: ইতিহাসের সর্বোচ্চ স্বতন্ত্র
    বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে এত স্বতন্ত্র প্রার্থী কখনো নির্বাচিত হননি। আওয়ামী লীগ জিতেছে ২২২ আসন, স্বতন্ত্ররা ৬২ আসন এবং জাতীয় পার্টি জিতেছে ১১ আসনে। বিএনপিসহ কয়েকটি দলের ব-র্জ-ন করা নির্বাচনে স্বতন্ত্র হিসাবে ল-ড়া-ই করে জয়ী হওয়াদের বেশিরভাগই বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা।
    #awami_league_bnp #awamileague #bnp #caretakergovernment #bdelection #election2024 #bdelection2024 #opentschool #election2018

Комментарии • 16

  • @taslimaakter6475
    @taslimaakter6475 5 месяцев назад +1

    অনেক সুন্দর চালিয়ে যান ভাই

  • @informativetips7454
    @informativetips7454 5 месяцев назад +5

    আমিই প্রথম কমেন্টকারী ভাইয়া আর আপনার এসব তথ্যমূলক ও গুরুত্বপূর্ণ ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ভিডিও আপলোড দেওয়ায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ভাই । আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও চাই❤।

  • @ShahidulIslam-vi3xr
    @ShahidulIslam-vi3xr 5 месяцев назад

    😢Tpmoc

  • @KalamKalam-wm5yq
    @KalamKalam-wm5yq 5 месяцев назад

    ১৯৯৬ সাল থেকে কতো শতাংশ ভোট পড়ে এটা তো বলেন না আর

  • @Pisachbangla
    @Pisachbangla 5 месяцев назад +1

    কেমন আছেন সার্বক্ষণিক যারা 😮

  • @ShohidUllah-wi6gf
    @ShohidUllah-wi6gf 5 месяцев назад

    😮

  • @user-cx2rn9yw7h
    @user-cx2rn9yw7h 5 месяцев назад

    ❤😂

  • @ziauddinahmed3868
    @ziauddinahmed3868 5 месяцев назад

    Fao information.

  • @yeasinarafath7010
    @yeasinarafath7010 5 месяцев назад

    ২০২৪ সালে কোন ভোট হয় নাই

  • @KamalUddin-rw9xc
    @KamalUddin-rw9xc 5 месяцев назад +1

    তথ্য আরো সুন্দর করে দাও মিথ্যা তথ্য দিয়েছে আগে পরেরটা ঠিক আছে

  • @mushfiqurlazo
    @mushfiqurlazo 5 месяцев назад

    দ্যাশ😂