দুধ ফ্যাক্টরি ও অস্ট্রেলিয়ার গরু খামার, Dairy farm in Australia

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • অস্ট্রেলিয়ার দুগ্ধ, খামার #অস্ট্রেলিয়ান_গরু #অস্ট্রেলিয়া
    - - - - - - - - - - - - - - - - -
    গত ১৬ মে ২০২১ সাথে দুজন সহযোগী নিয়ে আমি মেলবোর্ন থেকে প্রায় ২৫০কিঃমিঃ পশ্চিম উত্তর কোনে একটি গ্রামে গিয়েছিলাম পুরো একটি দিন তাসমান সাগরের পাড়ে কাটানোর জন্যে। বিকেলে মেলবোর্ন শহরে ফেরার পথে একটি গোয়াল বাড়িতে গেলাম, কয়েক ঘন্টা সেখানে কাটালাম। ভিডিও করলাম একটি দুগ্ধ খামারের উপরে। উক্ত খামারে দুধ দেয়ার গাভীর সংখ্যা হচ্ছে মোট ২২০টি, উক্ত খামারের মালিক হচ্ছে জনাব এরি যিনি জন্মগতভাগে একজন ওলন্দাজ, কিন্তু ৩৫ বছর আগে তিনি একজন গরু রাখাল হিসেবে তার মাতৃভূমি হল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার এই গ্রামে আসে অতঃপর এক অস্ট্রেলিয়ান গোয়ালিনীর প্রেমে পড়েন, বিয়ে করেন, থেকে গেলেন, হয়ে গেলেন একজন অস্ট্রেলিয়ান অতঃপর এই বৃহৎ গরু খামারের মালিক। বাকি কথা উক্ত ভিডিওতে দেখুনঃ ধন্যবাদ
    #মেলবোর্ন #Australia #DairyFarm

Комментарии • 348