হিন্দু ধর্মের সঠিক ইতিহাস। হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন নয়। Hindu history. History of The Believers.

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 2,5 тыс.

  • @আলোকিতদুনিয়া-ঠ৭জ

    এই ভিডিওটি সনাতন ধর্মের ইতিহাস নিয়ে করা হয়নি, বরং হিন্দু ধর্মের ইতিহাস নিয়ে করা হয়েছে। হিন্দু ধর্ম সনাতন ধর্মের বিচ্ছুরিত একটি রূপ, যার বয়স ৩-৪ হাজার বছর। কিন্তু মূল সনাতন ধর্ম বহু প্রাচীন এটা সত্য। না বুঝে আন্দাজে কমেন্ট করতা পারলেই হলো নাকি।

    • @brojosingha6700
      @brojosingha6700 Год назад +2

      অধিকাংশ হিন্দুরাই নিজের ধর্ম সম্বন্ধে superficial knowledge থেকেই কথা বলেন।
      তেত্রিশ কটি দেবতা, ঐ কটি
      প্রাচীন সংস্কৃত ভাষায় 'কটি' শব্দটি মধ্যযুগে ভারতের তথাকথিত পন্ডিত,পুরোহিত রা প্রাচীন সংস্কৃত না বুঝেই সংখ্যা গণনা 'কোটি' মনে করছেন । তেত্রিশ ধরনের, তেত্রিশ প্রকার, তেত্রিশ গুনাগুন ইত্যাদি বুঝানো হয়েছিল। তেত্রিশ কোটির বিষয়ে গুগল সার্চ করুন।
      সনাতন ধর্ম প্রাচীন কালের বলা হচ্ছে কি কারণে ?
      সনাতন ধর্মের সব বিষয় অলৌকিক আমলের। অলৌকিক আমল শেষ হয়েছিল পাঁচ হাজার দুশত বছর আগে। বর্তমান সময় কলি যুগ, এখন অলৌকিক মিরাকল মন্ত্র তন্ত্র অভিশাপ, বর, দিব্য দৃষ্টি, দিব্য ঞ্জান ইত্যাদি অকার্যকর। ইশ্বর সিস্টেম পরিবর্তন করেছেন বিজ্ঞান ও টেকনোলজির কার্যকর করেছেন। তাই অলৌকিক, বিজ্ঞান ও টেকনোলজির এক সাথে কার্যকর হচ্ছে না।
      কলি যুগের ভারতের মানুষ ধর্মের গ্রন্থের পান্ডুলিপি লেখা শুরু করেছেন 1500 b.c তে। তার মানে এই নয় যে সনাতন ধর্ম তখন শুরু হয়েছিল। ঐ ধর্ম গ্রন্থের বিষয়, মুল তত্ত্ব জ্ঞান, ঘটনা কাহিনী মানব জীবন শুরুর আগের। অলৌকিক সত্বা সুর অসুর(দেবতাও অসুর) দের সময়ের লক্ষ কোটি বছর আগেকার সময়ের ঘটনার কাহিনী সমুহ যেমন, পার্বতীর সাথে মহিষাসুর যুদ্ধে দূর্গা রুপ লাভ করেছিলেন, অন্য আরেক বার তিনিই কালি রুপ লাভ করে দানবদের ধংস করার কাহিনী। ঐগুলো মানুষের জীবন যাপন শুরুর আগের।
      সত্য যুগে ভারতের মানুষের জীবন শুরু, তখন মুনি ঋষিদের ধ্যান তপস্যার মাধ্যমে ইশ্বর প্রার্থনার মন্ত্র উন্মোচিত হয়েছিল, ভারতের বিভিন্ন স্তানে একটা দুটা করে বিভিন্ন মুনি ঋষিদের ধ্যান তপস্যার মাধ্যমে । স্মরুতি হিসেবে পরম্পরা মুখস্ত চলে এসেছিল। তার পর দ্বাপর যুগে ব্যাসদেবের চেষ্টায় সব মন্ত্র সংগ্রহ করেন, সংকলন করেন, চার ভাগ করেছিলেন।
      সনাতন ধর্মের মূল তত্ত্ব জ্ঞান, দৈবিক ধর্ম পালন ভিত্তি সত্য যুগে। অনুমানিক বিশ হাজার বছর আগে। সেই হিসেবে বলা হয়ে থাকে সনাতন ধর্ম অনেক প্রাচীন ধর্ম। কলি যুগের 1200 b.c তে বেদ লেখার জন্য নয় ।
      ঋগ বেদের সংস্কৃত বোধগম্য নয়। সবাই অনুমান করে অনুবাদ করেছেন। অনেক কথাই বিজ্ঞানের সাথে মিল নেই । বেদের মন্ত্র ইশ্বরিক, তখন বেদের মন্ত্র জপ করে যজ্ঞ করলে দেবতারা উওর
      দিতেন, ফলাফল পাওয়া যেত। তখন অলৌকিক ছিল। এখন কলি যুগে অলৌকিক নেই, শুধুমাত্র বিশ্বাস করে মন্ত্র জপ করা হচ্ছে। যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে প্রশ্ন করলে ধর্মে সঠিক উত্তর পাওয়া সম্ভব হয় না। ধন্যবাদ।

    • @sanjoymondal1087
      @sanjoymondal1087 Год назад +19

      একদম ঠিক বলেছেন

    • @thetipu123
      @thetipu123 Год назад +1

      Bokacoda 😅😅

    • @alvierack5550
      @alvierack5550 Год назад +11

      Bhaiya vebe dekhen asolei ki Hindu dhormo valo kaj korche?

    • @thetipu123
      @thetipu123 Год назад +1

      @@alvierack5550 bokacoda nijer dormer bapare jokon Valo Kore janos nai Kai Le kos ke 🤣

  • @tanchharsk7912
    @tanchharsk7912 4 месяца назад +24

    আমি, ভাগ্যবান,যে, ইসলামের ঘড়ে, আমার জম্ম, হয়েছে, আলহামদুলিল্লাহ

  • @TASHINVAI-6t9
    @TASHINVAI-6t9 3 месяца назад +42

    ইসলাম ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যে ধর্ম পুরোপুরি জীবনব্যবস্থা যেখানে সব কিছুরই সমাধান আছে😊 love Allah ❤️🥰

    • @pranaysarkar4065
      @pranaysarkar4065 Месяц назад +5

      ঘোড়ার ডিম!

    • @sanganikanaskar5656
      @sanganikanaskar5656 Месяц назад

      Bal chup kor.

    • @sanjidulrisan
      @sanjidulrisan Месяц назад

      ​@@pranaysarkar4065ইসলাম কে আগে জানুন

    • @4bir-u1e
      @4bir-u1e 29 дней назад

      @@pranaysarkar4065tor ma

    • @Saminaakter01
      @Saminaakter01 20 дней назад

      Kalyan Ghosh Kalyan Ghosh কুরআন পড়েছেন কখনো? আর বিজ্ঞান সম্পর্কে কতটা জানেন?
      ১৯২০-৩০ এর মধ্যে বিজ্ঞানী হাবল আবিষ্কার করেন যে মহাবিশ্ব, মহাকাশ প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে।
      কুরআন এর সূরা আয যারিয়াত এর ৪৭ নং আয়াতে মহাবিশ্ব সম্প্রসারণের কথা বলা হয়েছে!তো যেখানে ১৯০০ সালে প্রথম আবিষ্কার হল সেটা কুরআন কীভাবে আগে থেকেই জানে?
      ১৯৭৩ সালে বিজ্ঞান আবিষ্কার করে শুধু স্ত্রী মৌমাছিরাই মধু সংগ্রহ করে,,মৌচাক বানায়।পুরুষ মৌমাছি শুধু প্রজনন ঘটায়।এর জন্য চিকিৎসা বিজ্ঞান নোবেল পায়।
      কুরআন এর সূরা আন নাহলের ৬৮ নং আয়াতে বলা আছে স্ত্রী মৌমাছি মধু সংগ্রহ করে, (এক্ষেত্র ইত্তাখিজি আরবি শব্দ ব্যবহার হয়েছে যা স্ত্রী বাচক)
      তো বিজ্ঞান আবিষ্কার করল ১৯৭৩ এ
      কুরআন কিভাবে জানল??
      বিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় থিওরি হচ্ছে বিগব্যাং থিওরি,যার সংক্ষিপ্ত রূপ হল মহাবিশ্ব এর সব পুঞ্জীভূত আকারে ছিল,যা বিস্ফোরণ এর মাধ্যমে ছড়িয়ে পড়ে মহাবিশ্ব সৃষ্টি হয়।মজার ব্যপার হল এটাও কুরআন এ আছে।
      তারপর আইনস্টাইনের রিলেটিভিটি সূত্র।E=mc2...
      সূত্র টা এমন যে বস্তুর গতি কম তার সময় বেশি,যে বস্তুর গতি বেশি তার সময় কম।যদি অনেক গতিতে কেও মহাকাশ এ যেতে পারে তাহলে পৃথিবীতে থাকলে তার যা বয়স থাকার কথা,,মহাকাশ এ তার বয়স হবে বেশি।।আমার বয়স ১৮ থাকা কালে সে যদি কম গতিতে মহাকাশ এ যায় তার সময় এত দ্রুত চলবে যে সে ফিরে এলে দেখা যাবে বৃদ্ধ।
      কুরআন এর সূরা আল মাআরিজ এ আছে ফেরেশতা রা যখন আসমানে যায়, যা আমাদের কাছে একদিন হলেও তাদের কাছে পঞ্চাশ হাজার বছর।
      এখানে রিলেটিভিটির উল্লেখ আছে।তো আইনস্টাইনের এর জন্ম কবে?
      মহানবী (সা) বলেছেন গরম (চা কফি) কিছু ফুঁ দিয়ে খেতে না।
      বিজ্ঞান বলে কোন কিছু ফু দিয়ে খেলে মুখ থেকে কার্বন-ডাই-অক্সাইড বের হয় যা ক্ষতিকর।
      বিজ্ঞান বলে মানুষের হাতের রেখা দিয়ে মানুষ শনাক্ত করা যায়।যা আবিষ্কার এর অনেক আগেই কুরআন এ সূরা ক্বিয়ামাহ এর ৩-৪ নং আয়াতে আছে।
      ইসলাম এ বলা হয়,সব সময় ডান দিকে ফিরে শুতে।আর বিজ্ঞান দ্বারা প্রমাণিত ডান দিকে ফিরে শুয়া হল্ব হার্ট সবচেয়ে ভালো অবস্থানে থাকে।
      কুরআন ধর্মগ্রন্থ। তবুও দিনশেষে বিজ্ঞান এসে হাত মিলায় কুরআন এর সাথে। আর কত উদাহরণ লাগবে বলেন​@@pranaysarkar4065

  • @knowledge78789
    @knowledge78789 7 месяцев назад +150

    আমি একজন হিন্দু। আমি খুব কনফিউশন আমার ধর্ম নিয়ে। আমাদের ধর্মের এমন কোনো মানুষ & পন্ডিত নেয় যে আমাদের হিন্দু ধর্ম কে পুরোপুরি জানে বা হিন্দুদের বোঝাতে পারে।।😢😢😢

    • @Polash0007
      @Polash0007 7 месяцев назад +19

      Apni sob dhormo porun research korun answer peye jaben

    • @XheikhJihad0078
      @XheikhJihad0078 7 месяцев назад +44

      - ভাই আপনাকে ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করুন। পেয়ে যাবেন🖤😊

    • @AshikurRahman-yb3iz
      @AshikurRahman-yb3iz 7 месяцев назад

      হিন্দুদের সবচেয়ে পুরোনো প্রাচীন বইয়ের ১ টি পৃষ্ঠা পাওয়া যায় যা ভোজ পত্রে লিখা ভারতের bori Pune এর বিজ্ঞানীরা এর radio carbon dating করে দেখেছেন এটি লেখা হয়েছে 1464 সালে এর থেকে প্রাচীন কোন হিন্দু ধর্ম গন্থের পান্ডুলিপি পৃথিবীতে নেই। আর বাকি যত বই আছে সব ১৭০০ -১৮০০ সালের মধ্যে লেখা এগুলোর মধ্যে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দ গুলোই আবিষ্কারই হয়েছে ১৭৮০ সালে। ১১০০-১২০০ বছর আগের হিন্দু ধর্মের কোন চিহ্ন নিশানা কিছুই পাওয়া যায় নি কারণ এটি আবিষ্কারই হয়েছে ১ হাজার সালে আগে এরা Zarathustra বাদের মতই ছিল
      শুধু আল বিরুনীর ১ টা নোট আছে যা ১০৪০ সালের লেখা নেপালে পাওয়া গেছে সেখানে রিক বৈদিক গন্থ আছে সে তার বইয়ে লিখেছে এগুলো মুখে মুখে প্রচলিত ঐ পৃষ্ঠা তে কোন শ্লোকও নেই। ভারতে মানুষ প্রথম কাগজের ব্যবহার শুরু করে ১৫০০ সালে মুগলরা নিয়ে আসলে। আল বিরুনী তার হিন্দ ভ্রমনের অধ্যায়ে লিখেছে হিন্দে ধর্ম পন্ডিত ব্রাক্ষণদের ধর্ম গন্থ রয়েছে তারা সেগুলো লিখে না লিখার অনুমতিও দেয় না বিকৃত হয়ে যাবার ভয়ে এ কারণে তাদের রিক বেদের বহু কিছু ভুলে গেছে। রিক বেদের কোন সম্পূর্ণ পান্ডুলিপি পৃথিবীতেই নেই অথচ ১৯০০ সালের দিকে সম্পূর্ণ বই তারা কোথা থেকে লিখল। রামায়ণ এর প্রথম ভার্ষণে রাম একজন সাধারণ রাজার ছেলে যে পরে রাজা হয়েছে দ্বিতীয় ভার্ষণে সংস্করণে গিয়ে সে হয়ে গেল দেবতা যেটা প্রাচীন বই সেটাতে রামায়ন একটা সাধারণ গল্প বাল্মিকী রামায়ণে বা ২য় সংস্করণে রাম দেবতা হয়ে গেছে। নিজের বউকে বাঁচানোর সাথে দেবতা হওয়ার কি সমপর্ক । আগের যুগে প্রজারা রাজাদের মৃত্যুর পর এদের দেবতা রুপে পূজা করতে ঠিক একই ভাবে রাম ও কৃষ্ণ কে দেবতা হিসেবে এদের প্রজারা পূজা করত। আগের যুগের রাজারা নিজেদের দেবতা মনে করত এবং প্রজাদেরও তা বিশ্বাস করাতে বাধ্য করাতো।

    • @AshikurRahman-yb3iz
      @AshikurRahman-yb3iz 7 месяцев назад

      তাছাড়া এতে রয়েছে বহু অবৈজ্ঞানিক তথ্য রয়েছে তার মধ্যে পরিচিত কিছু গল্প 👇
      ১) সবাই জানে শিব গনেশের গলা কে*টে ফলে ত্রিশুল দিয়ে তারপরে হাতির মাথা কেটে এনে লাগিয়ে দেয় ফলে গনেশ সুস্থ হয়ে যায় সকলকে চিনতে পারে মা বাবা কে সবকিছু আগের মত চলতে থাকে ( এখানে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে)
      কিন্তু এখানে কোন কিছুই স্বাভাবিক নয়।
      ✅ গনেশের মাথা কে*টে ফেলে দেওয়া হয় তারপর হাতির মাথা কেটে লাগিয়ে দেয়া হয় এখন প্রশ্ন হচ্ছে ১) গনেশের শরীরে মাথা কার ? হাতির। মাথার ভিতরে ব্রেইন কার সেটাও হাতির। গনেশের মাথা আর ভিতরের ব্রেইন তো কেটে সেখানেই পরে আছে তাহলে গনেশের শরীরে নিয়ন্ত্রণ কার থাকার কথা হাতির। মাথাও হাতির ব্রেইনও হাতির কিন্তু নিয়ন্ত্রণ পেল গনেশ কি করে আপনারাই বলুন কিন্তু তারপরও দেখা যাচ্ছে গল্পে গনেশের সব মনে পরে গেলে তাহলে হাতির ব্রেইন দিয়ে গনেশের সবকিছু মনে পরে গেল কি করে তার ব্রেইন তো তার মাথা তেই নাই তার মাথা ও brain পরে আছে অন্য স্থানে
      brain বা মেমোরি ছাড়াই গনেশের সবকিছু মনে পরে গেল সবাইকে চিনতে পারল। logic হীন
      ✅ অন্যত্র দেখা যায় বরাহ অবতার কে না পেয়ে হিরণ্য অশুর পৃথিবীকে সমুদ্রে ফেলে দেয়। তারপর বরাহ (বা শু*য়র অবতার) পৃথিবী কে বাচিয়ে নিয়ে আসে সমুদ্র নীচ থেকে
      এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর বাহিরে সমুদ্র এলো কোথা থেকে। লক্ষ কোটি বিলিয়ন লাইট years দূরেও কোনও সমুদ্র নেই আর কেউ পৃথিবী কে ধরলে এটি বর্তা হয়ে যাবে কারণ এটি মাটির তৈরি আর তারা গল্প বানিয়েছে এটিকে ধরে নিয়ে সমুদ্র ফেলে দিল মহাবিশ্বে সমুদ্রই নাই তাহলে ফেল্ল কোথায়
      তাছাড়া দেখা যায়, গনেশ চতুর্দশী ৭/৪ -৭/৭, এবং Wikipedia তে
      গনেশ চন্দ্র দেব কে (চাঁদকে) অভিশাপ দেয় তুমি আলোহীন কালো হয়ে যাবে এর পরে চন্দ্র ক্ষমা চাইলে গনেশ ক্ষমা করে বলে তোমার আলো পূর্ণমা তে থাকবে অমাবস্যা তে চলে যাবে। পৃথিবী থেকে দেখলে বুঝা যায় চাঁদের ১ম ১৫ দিন আলো থাকে শেষ ১৫ দিন চাঁদ ধীরে ধীরে সংকুচিত হতে থাকে
      এগুলো দেখেই বানানো হয়েছে এসব গল্প
      রিগবেদ ৫/৪৭/৩ , “সুর্য তার ঘোড়া নিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরে করে”। অর্থ্যাৎ সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে।
      হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবী স্থির
      मध्ये समस्ताण्डस्य भूगोलो व्योम्नि तिष्ठति
      পৃথিবী আকাশের মধ্যে স্থির হয়ে আছে (থেমে আছে বা বিশ্রাম নিচ্ছে)
      শ্রীমদ্ভাগবতম স্কন্দ 5, অধ্যায় 16, শ্লোক
      কারও সন্দেহ হলে শ্লোক টুকু Google translate এ নিয়ে Sanskrit to Bangla ও Sanskrit to English করে দেখতে পারেন। কারণ আপনার অনুবাদক মিথ্যা বলতে পারে কিন্তু robot goggle translate মিথ্যা বলতে পারে না

    • @simamtosimanto7417
      @simamtosimanto7417 7 месяцев назад +34

      আপনি শ্রীমদ্ভগবত গীতা পড়ুন। সনাতন ধর্মের মর্ম বুঝতে পারবেন।

  • @AshuKhan-bs2ey
    @AshuKhan-bs2ey Месяц назад +25

    কোন ধর্ম ছোট করা নিষেধ। তবে ইসলাম ধর্ম মানব সৃষ্টির থেকে ছিলো।আর শেষ পর্যন্ত থাকবে।

  • @Assalamualaikum-f2i
    @Assalamualaikum-f2i Год назад +159

    "কী মধুর একটি বাক্য"♥️
    "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) 🖤

    • @alokgoswamigoswami9240
      @alokgoswamigoswami9240 Год назад +4

      মধু,বাক্য, কথার উৎস কোথা থেকে? সনাতন থেকে সংস্কৃত থেকে।হরন করে বা চুরি করে বাক্য নিয়ে ক্ষতি করা ঈমানদারের কাজ।সৎ লোকের কাজ নয় ।

    • @mdshagor883
      @mdshagor883 Год назад +4

      ইসলাম ধর্মের বয়স মাত্র ১৪০০ বছর

    • @subhashdasadhikary5263
      @subhashdasadhikary5263 Год назад

      Atocho. Quraner. Vitore
      Ae. Khathar. Asitito. Nai

    • @md.shamimahmed5353
      @md.shamimahmed5353 Год назад +9

      ​@@mdshagor883ইসলাম সৃষ্টি শুরু থেকে, এইটার ইতিহাসে প্রমানীত

    • @FaridaKhatun-k6c
      @FaridaKhatun-k6c Год назад +5

      ​গীতা ভুয়া বই

  • @jesanimran5398
    @jesanimran5398 Год назад +137

    ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না 💔
    যে যার ধর্ম পালন করবে ❣️
    🗣️ হযরত মুহাম্মদ (সঃ)

    • @lxshrabonghosh1781
      @lxshrabonghosh1781 Год назад +4

      Vai valo lagche apnar ktha ❤❤❤

    • @priteghosh3248
      @priteghosh3248 Год назад +7

      Vai ami hindu apnar kotha ta sotti mon chuya galo

    • @redwanrahman6143
      @redwanrahman6143 Год назад +8

      Valo kotha valo lagbay..but sotto k janun......sobarai jana uchit....

    • @priteghosh3248
      @priteghosh3248 Год назад +1

      @@redwanrahman6143 sotti e eta ja kono dhormare main kotha howya uchit Manus ar moto kaj kora nijar dhormar nama vul ar omanush ar moto kaj kora noi

    • @mimaqter8285
      @mimaqter8285 11 месяцев назад +6

      শুনেন বাড়াবাড়ি নয় জানতে হবে ঠিক আছে

  • @Noyonkhan611
    @Noyonkhan611 3 месяца назад +59

    আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম মহান আল্লাহতালার কাছে অসংখ্য শুকরিয়া যে সে আমাকে মুসলিম করে পৃথিবীতে পাঠিয়েছে ইসলাম ধর্ম শান্তির ধর্ম

    • @kdswapandebbarma682
      @kdswapandebbarma682 3 месяца назад

      মুসলিম ধর্ম শান্তিধর্ম হলে মুসলমারা কেন এত হিংশ্র হয় ।

    • @ibrahimkhan-fk6jg
      @ibrahimkhan-fk6jg 3 месяца назад +1

      @@Noyonkhan611 🥰🥰

    • @CRAZY-BOY-f2i
      @CRAZY-BOY-f2i 2 месяца назад

      Oooo

    • @biswanathsaha6836
      @biswanathsaha6836 Месяц назад

      নয়ন স্যার কেনো শিশু কি মুসলিম ধর্ম নিয়ে জন্ম হয় ? জানাবেন.

    • @muhonadas4866
      @muhonadas4866 Месяц назад

      হ্যা সবাই মুসলিম হয়ে জন্মগ্রহন করে

  • @abutalhaashrafi1231
    @abutalhaashrafi1231 11 месяцев назад +12

    আলহামদুলিল্লাহ ভাই সত্যটা তুলে ধরার জন্য🕋🤲☪️✌️🤲🥰

  • @mbsakib4030
    @mbsakib4030 Год назад +27

    ★ এক কুরআন ই যথেষ্ট এবং তা ১৪০০ বছর আগে সৃষ্ট হয়ে আজ অব্দি সত্যতার আলো ছড়িয়ে যাচ্ছে 🥰
    ★ বহু স্রষ্টা না.... এক স্রষ্টাতেই বিশ্বাসী আমরা 🥰
    ★ রাম লক্ষণ শ্রীকৃষ্ণ না..... পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর follower আমরা 🥰

    • @debobratomaity6825
      @debobratomaity6825 11 месяцев назад +7

      আপনার নবীজী কুরানে কি বলছেন:- আমি ভগবান নই, আমি ঈশ্বরের বার্তা বাহক।
      যীশু খ্রীষ্ট বলছেন:- আমি ঈশ্বরের পুত্র!
      আর, শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা তে বলছেন:- আমিই ভগবান। আমিই এই সমস্ত কিছুর সৃষ্টি কর্তা।🙏🕉️🙏
      তাহলে ভগবান কে? বুঝতে পারছেন তো!🕉️🙏

    • @Zadkiel_edit
      @Zadkiel_edit 9 месяцев назад +1

      ​@@debobratomaity6825Allah is god he have no partner and he is only one

    • @Zadkiel_edit
      @Zadkiel_edit 9 месяцев назад +1

      ​@@debobratomaity6825tahole Tora kn Quran k Manis na

    • @debobratomaity6825
      @debobratomaity6825 9 месяцев назад +2

      @@Zadkiel_edit
      Keno manbo Quran ke?
      Quran er onek kotha to unscientific!
      Sudhu Vul val.
      Tui por.

    • @debobratomaity6825
      @debobratomaity6825 9 месяцев назад

      @@Zadkiel_edit
      Search on Google, What is the oldest language in the world? You will understand who God is.

  • @MizanurRahman-re1zz
    @MizanurRahman-re1zz Год назад +31

    আলহামদুলিল্লাহ আমি মুসলিম আল্লাহ আমাকে মুসলিম ঘরে বাবা মায়ের নিয়ামত হিসেবে পাঠিয়েছেন

  • @MustafijurRahman-uw9ei
    @MustafijurRahman-uw9ei Год назад +49

    আলহামদুলিল্লাহ আমি ও মুসলিম হয়ে খুব বেশি সুখি❤❤❤

    • @hhhhyuufxdhh
      @hhhhyuufxdhh Год назад

      😄😄😄😄

    • @mbsakib4030
      @mbsakib4030 Год назад +1

      আলহামদুলিল্লাহ ❤

    • @ssaaggnniikk
      @ssaaggnniikk Год назад

      আমি আমার সকল মুসলিম ভাইদের প্রতি আহবান জানাই যে, তারা যেন 72টি হুরইন পেতে পারে সেজন্য অ-আব্রাহামী ধর্ম বিশ্বাসীকে হত্যা করুন, ধ্বংস করুন।
      প্রথমেই আমাকে হত্যা কর, আমার মুসলিম ভাইয়েরা আমার রক্ত দিয়ে ওযু করে যাতে তাদের প্রতি আল্লাহর রহমত হয়. 😭😭😭

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Год назад

      আপনি কিভাবে মুসলিম হলেন?
      অর্থাৎ কিভাবে মুসলিম হয়েছেন?

    • @shimulfeni8060
      @shimulfeni8060 Год назад

      😆😆😆😆😆😆😆😆😆😆😆😅

  • @shahadathossain537
    @shahadathossain537 4 месяца назад +6

    আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি।

  • @abieabdullah6458
    @abieabdullah6458 2 года назад +62

    আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম❤️❤️ মহান আল্লাহ তায়ালা এর কাছে অসংখ্য শুকরিয়া যে সে আমাকে মুসলিম করে পৃথিবীতে পাঠিয়েছেন❤️❤️ ইসলাম শান্তি ধর্ম❤️❤️

    • @BG-qh3yh
      @BG-qh3yh 2 года назад +2

      হ্যা ভাই আমরা শান্তি চাই কিন্তু অনেকে আছে যারা ধর্ম নিয়ে বিতর্ক সৃষ্টি করে,
      তাদের কি বলবেন

    • @rajmohajan202
      @rajmohajan202 Год назад +6

      আপনাকে তো মুসলিম করে পাঠান্নি আপনি এখানে এসে কেটে মুসলিম হয়েছেন।

    • @ghisughising2223
      @ghisughising2223 Год назад +1

      Islam Shanti dhormo?

    • @aakashbanerjee824
      @aakashbanerjee824 Год назад

      Foxel

    • @dolphinstationery4148
      @dolphinstationery4148 Год назад

      tui petheba asa islam hoics mantal

  • @morsedaakther-si4bf
    @morsedaakther-si4bf 10 месяцев назад +29

    ইসলাম শান্তির ধর্ম, সত্যের ধর্ম বাকি সব মানব রচিত

    • @SowrovRay-s6p
      @SowrovRay-s6p 7 месяцев назад +1

      😂😂😂😂😂

    • @sonerassam8918
      @sonerassam8918 7 месяцев назад

      তারা যা করে সেটা তাদের ধর্ম

    • @Tanusri.111
      @Tanusri.111 7 месяцев назад +3

      কোরআন হলো নবী রচিত

    • @Nandakumar12333
      @Nandakumar12333 6 месяцев назад

      এই ধর্মের লোকেরাই সব থেকে নিষ্ঠুর। মুসলিম রাষ্ট্রগুলো দেখলে বোঝা যায় ।

    • @Nandakumar12333
      @Nandakumar12333 6 месяцев назад +3

      বৌদ্ধ, খ্রীষ্ট,ইসলাম সব মানুষের তৈরি ।

  • @elorasstudio
    @elorasstudio 2 года назад +45

    তাহলে কি ইসলাম সবচয়ে প্রাচীন ধর্ম?
    কোন ধর্ম সব থেকে প্রাচীন সেটা বিচার্য নয় আমাদের জানতে হবে কোন ধর্মটি সবচাইতে মানবিক ধর্ম।। মানবতাই একমাত্র ধর্ম। জীবে দয়া করে যেই জল সেই জন সেবিছে ঈশ্বর।।

    • @mdmohsinkhan8980
      @mdmohsinkhan8980 2 года назад +12

      দাদা যত যাই বলেন ইশ্বরের ধর্মই পালন করতে হবে,,আর আল্লাহর দেওয়া ধর্ম হল ইসলাম

    • @45techbd
      @45techbd 2 года назад +12

      হ্যাঁ অবশ্যই ইসলাম ধর্ম সবচে প্রাচীন । যে গ্রন্থ পৃথিবীর সৃষ্টির কথা 100% সত্য ঘটনা বলা আছে । কুরআন এ পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইতিহাস রয়েছে😊

    • @willyontrp8815
      @willyontrp8815 2 года назад +10

      Ami akjon Cristian bisasi
      R ami dhomo somporke temon kisu jni na
      Je dhormoi puraton hog na kno
      Amra kintu adom o hoba thake srijon ata mante hbe
      Amen..

    • @45techbd
      @45techbd 2 года назад

      @@willyontrp8815 আপনার কথা ঠিক কিন্তু আপনাকে ধর্ম সম্পর্কে অবশ্যই জানতে হবে। কমপক্ষে আপনার নিজের ধর্ম সম্পর্কে তো অবশ্যই জানতে হবে তা নইলে আপনি একজন ভালো খ্রিস্টান হতে পারবেন না

    • @willyontrp8815
      @willyontrp8815 2 года назад

      @@45techbd vai jni na bolte akdom jni na ta na
      Je sob thake besi jane se kokhono ami jni bole na
      Je sob thake pare se kokhono ami pari bole na
      R ami sob bisoye janna jonno youtube sarch diye dekhi
      R he.amr kase sob gular dhormo grontho ase
      🥰😊

  • @MdKhorshedAlom-b1x
    @MdKhorshedAlom-b1x Год назад +35

    ওগুলো তো মানুষের তৌরি কৃত গল্প ছিলো,,,,,মনের ইচ্ছে মতো লিখছে

    • @guitarcover24588
      @guitarcover24588 Год назад +8

      kuran jamon mohammod er mon er kotha

    • @EliarsHussain-vq4qf
      @EliarsHussain-vq4qf 10 месяцев назад

      Qur'an mitthe promaan korar dolil deyar khomota tor ki aase. Kintu puran mitthe promaan korar dolil Amar kase aase

    • @RaselIalsm-ht2ef
      @RaselIalsm-ht2ef 9 месяцев назад

      ​@@guitarcover24588তোরা এমন প্রশ্ন করবি তাই আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সাঃ কে শিক্ষিত করেনি । আমাদের রাসূল সাঃ শিক্ষিত ছিলো না পবিত্র কুরআন আল্লাহ তায়ালা পাঠিয়েছে। আমাদের রাসূল সাঃ আরবি লিখতে পড়তে পারতোনা তাহলে কুরআন লিখেছে কি ভাবে? কুরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখবি কোন মানুষের লিখা নয় কুরআন অমুসলিমরা পড়ে আকৃষ্ট হয়ে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে। কুরআন বাংলায় অনুবাদ করেছে হিন্দু ধর্মের মানুষ কারণ বুঝতে পেরেছিলো এমন কিতাব অনুবাদ করতে হবে

    • @Nazbuzz-g2f
      @Nazbuzz-g2f 7 месяцев назад

      ​@@guitarcover24588 প্রমাণ দেখাতে পারবে

    • @S-Sports70
      @S-Sports70 7 месяцев назад

      mohammad etoi legend cilo j aj porjonto tar quran er kew vul kono tottho ber korte pare ni​@@guitarcover24588

  • @srabonahommed-ns8iz
    @srabonahommed-ns8iz Год назад +9

    আমার সঙ্গে কারা সবাই একমত...
    আল্লহ ছাড়া কোনো মা'বুদ বলতে (এসব ঈশ্বর,মাটির ৩৩কোটি মূর্তির দেবতা,বিধাতা বলতে কিছুই)
    নাই☆🦋🥀হাযরত মুহাম্মাদ (ছল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম)🦋🥀 আল্লহর☆ বান্দা ও রছুউল(ছল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম)☆🦋🥀😢

    • @RahatKhan-nh2jq
      @RahatKhan-nh2jq Месяц назад

      Right

    • @arundevnath6941
      @arundevnath6941 Месяц назад

      🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕

  • @sanjoypramanik1093
    @sanjoypramanik1093 Месяц назад +3

    4:30 ধর্ম = যা আমাদের ধারণ করে। যেমন আগুনের ধর্ম দহন করা জলের ধর্ম তৃষ্ণা বোঝানো সনাতন মতে পরিবেশ , জলবায়ু , প্রকৃতি ও সময় সঙ্গে মানিয়ে থাকার কথা বলা আছে। অতএব মানুষ সৃষ্টির সময় তাদের প্রধান ধর্ম ছিল বা কর্তব্য ছিল পরিবেশের সঙ্গে মানিয়ে থাকা । ধর্ম ও রিলিজিয়ন আলাদা জিনিস , আমরা এটা কখনোই বলতে পারিনা বা বললেও মূর্খামি হবে “আগুনের রিলিজিয়ন দহন করা ”। এবং সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন বা যা চিরকাল ধরে হয়ে আসছে অর্থাৎ মানুষ চিরকালই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে আসছে প্রকৃতির বিরুদ্ধে মানুষের চলা অনুচিত বলা আছে ।
    তাই আগে ভালোভাবে নিজে ধর্মটা কোন একজন ভালো মানুষ যিনি ভালোভাবে ধর্ম জানেন তার কাছ থেকে জেনে আসুন এবং জ্ঞান দিন।

    • @beautisardar6717
      @beautisardar6717 Месяц назад

      ঠিকই বলেছেন এই জন্য হিন্দু বা সনাতন কে মানুষ তো দুরের কথা সরকার ও কোন ধর্মীয় স্বীকৃতি দেয়নি ।এটা একটা যে যার মনগড়া পাকামো পুতুল পুতুল খেলা সময় কাটানো একটা বিষয়।এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন ও পড়েনা ।বোকা আদিম প্রবৃত্তির কিছু মানুষ এখনও এই ফাঁকা বাক্স টা নিয়ে টানাটানি করছে

    • @mahbubrahman7849
      @mahbubrahman7849 Месяц назад +2

      চিরকাল ধরে খারাপ কাজ বা যেনা ও তো হয়ে আসছে তাহলে কি সেগুলোর সাথে তাল মিলিয়ে চলা লাগবে

    • @sanjoypramanik1093
      @sanjoypramanik1093 Месяц назад

      @mahbubrahman7849 ki খারাপ কাজ হচ্ছে? যা সময়ে সঙ্গে পরিবর্তন হয়নি সেগুলো কুসংস্কারে পরিণত হয়েছে তাছাড়া আমাদের সময় সঙ্গে পরিবর্তন হওয়ার কথাও বলা হয়েছে। এবং খারাপ জিনিসের প্রতিবাদ করার কথা আছে।
      কিন্তু বেদের ও পুরাণের ভুল ব্যাখ্যা কারণে খুব খারাপ হয়েছে , তাছাড়া বিভিন্ন গ্রন্থ জ্বালিয়ে দেয়া হয়েছে এবং অন্যান্যতে অতিরিক্ত পরিমাণে এডিট করে দেয়া হয়েছে ইসলামিক ও ইংরেজি শাসনে। কিছু স্বার্থপর শ্রেণী ও রাজনৈতিক কারণে আমরা আমাদের মূল মার্গ থেকে পিছিয়ে যাচ্ছি।

  • @shilasaha2402
    @shilasaha2402 Год назад +11

    ধর্ম মানব জাতিকে বিভেদ সৃষ্টি করে দিয়েছ,কোন ধর্ম আগে এসেছে কোন ধর্ম পরে এসেছে এই নিয়ে আর টানাটানি নাকরাই ভালো, এতে করে মিমা;সা কোনোদিন হবেনা,মানব ধর্মই বড় ধর্ম, এটাকেই আমাদের লালন করাই সমিচীন হবে। ধন্যবাদ দাদা।

    • @mssohail1059
      @mssohail1059 Год назад

      আপনার সাথে কিছু বলার ছিলো

  • @daydreamer2507
    @daydreamer2507 Год назад +35

    যারা মনে করো ইসলাম ১৪০০ বছর আগে এসেছে তাদেরকে বলছি
    আমাদের শেষ নবী এসেছিলেন ১৪০০ বছর আগে
    এর আগে মোট ১২৪০০০ জন নবী এসেছেন
    যারা ইসলাম প্রচার করেছিলেন
    তোমারা যারা বার বার বলো যে ইসলাম মাত্র ১৪০০ বছর পুরুনো তারা জেনে রাখো

    • @Axelvale286
      @Axelvale286 4 месяца назад +1

      and there is not any strong proff of it it's only mythology. 😂😂😂😂

    • @ParthaChakraborty-ur6hl
      @ParthaChakraborty-ur6hl 3 месяца назад

      r sanatan dharmo eseche koti koti bachar agee theke r tar anek praman science pache.r pabeo.kenona amader dharme emon anek kichu concept ache jeta toder dharme e kakhonoi nei .toder dharmo isai dharmo copy kore e eseche r sanatan karoor copy korena jar mane je anadi r adi brahma sei dharmo holo sanatan

    • @ParthaChakraborty-ur6hl
      @ParthaChakraborty-ur6hl 3 месяца назад +1

      r tui j bolchis toder dharmo 1lakh bachar agee eseche tahole 1 lakh bachar agee allar ki ghatana hoeche seta bol.amader dharmo je satya yug theke chilo koti koti bachar agee jekhan e theke lord vishnu r 10 th avtaar hoe eseche jetar praman aaj science o mane .toke praman die dilam scientist elon musk ki boleche .ebar tui bol.toder dharm j 1 lakh bolchis tar ki ghatana hoeche suni.

    • @ParthaChakraborty-ur6hl
      @ParthaChakraborty-ur6hl 3 месяца назад

      mukhe 1 lakh bolle hoena ghatana bolte hoe praman samet

    • @asmz6585
      @asmz6585 3 месяца назад +3

      ​@@ParthaChakraborty-ur6hl Islam er prothom nabi prothom manob Adam . Ebar hishab kore naw Islam koto purano . Quran jure manob srishti rohoshsho r shovvotar bivinno shomoye aagoto prophet der kotha bola hoyeche. Quran pore dakho. Thokbe na . ( btw. Tui tokari kore kotha bolata vodrota noy.)

  • @MdAmiR-ir9jv
    @MdAmiR-ir9jv Год назад +71

    💗কালেমার দাওয়াত দিয়ে গেলাম.!💞
    لا إله إلا الله محمد رسول اللّه
    💗 "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" 💗
    🥰"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🥰

    • @ashiksumon4545
      @ashiksumon4545 Год назад +2

      ❤🇸🇦🇸🇦

    • @Supto-rx9bn
      @Supto-rx9bn Год назад

      এটা কোন ধর্মই না।

    • @srabonahommed-ns8iz
      @srabonahommed-ns8iz Год назад +4

      ভাই আপনার (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ) লিখা ভুল গেছে,
      ভুল যাওয়ার জন্য আপনার ছওয়াবের বদলে গুনাহ হবে।আপনি সঠিক করে আরবি উচ্চারণে বাংলায় লিখুন...লা ইলাহা ইল্লাল্লহু মুহাম্মাদুর
      রছুউলুল্লহ★(ছল্লাল্লহু আলাইহি ওয়াছাল্লাম★🦋🥀আরবিতে
      লিখলে আপনি ছওয়াব পাবেন★🦋🥀
      ইংশাআল্লহ★🦋🥀

    • @koushikroy4427
      @koushikroy4427 Год назад

      Jekhane sekhane moyla aborjona felben na...doya kore dustbin use korun.🤨😂😂

    • @ANU.005
      @ANU.005 9 месяцев назад

      Marketing 😂😂😂😂

  • @Tajim23487
    @Tajim23487 3 месяца назад +23

    সবাইকে চ্যালেঞ্জ করলাম পারলে কুরআনের ভুল ধরে দেখাও। এর আগে কয়েকজন বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে এসেছিলেন,আলহামদুলিল্লাহ অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নয়তো মাঝপথে গবেষণা থামিয়ে দিয়েছেন।

    • @aliazgar6416
      @aliazgar6416 2 месяца назад +2

      আমি মনে করলাম যে আপনার এই চ্যালেঞ্জ অনেকেই গ্রহণ করেছেন। কিন্তু আপনার কমন্সের রিপ্লেতে দেখলাম কেউ নেই। দেখে খুব ভালো লাগলো। আল্লাহ সর্বশক্তিমান।

    • @mdrabiulhassan7234
      @mdrabiulhassan7234 2 месяца назад

      অবশ্যই ভুল রয়েছে কোরানে। নবী মুহাম্মদ যে কয়টি বিয়ে করেছেন অর্থাৎ বহুবিবাহ প্রথার দৃষ্টান্ত রেখে গেছেন তা বর্তমান সমাজে অ-গ্রহণযোগ্য !! এই আসমানি কিতাবের এরকম ভুল কিভাবে থাকে ? এটার ব্যাখ্যা থাকলেও সঠিক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই ।

    • @CRAZY-BOY-f2i
      @CRAZY-BOY-f2i 2 месяца назад

      Vai piritibi ki somman

    • @TalhaEvan
      @TalhaEvan 2 месяца назад

      @@CRAZY-BOY-f2i এটা কোরআন এর কোন জায়গায় আছে?

    • @flashflash4392
      @flashflash4392 2 месяца назад +1

      Apni J Smith er research dekhen.

  • @Go2bangladesh
    @Go2bangladesh Год назад +4

    ইসলাম একমাত্র পৃথিবীর শান্তির ধর্ম ❤ কোরআন একটি মহাজ্ঞানী বই এবং বিজ্ঞানী বই

  • @ZainLumasha
    @ZainLumasha Год назад +27

    আলহামদুলিল্লাহ আমি মুসলিম !
    একমাত্র ইসলাম ই আল্লার প্রদ্দত্ত ধর্ম আর কুরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আর এই বিজ্ঞান ই আসছে কুরআন রিচার্জ করে ۔۔۔۔

    • @somamondol8011
      @somamondol8011 Год назад +1

      Hahaha

    • @ancientdreamer6940
      @ancientdreamer6940 Год назад

      Allah🤣🤣🤣🤣🤣

    • @al-amin4233
      @al-amin4233 6 месяцев назад +2

      ​@@ancientdreamer6940 Malu hasli keno bolod er moto 🙄🙄

    • @ParthaChakraborty-ur6hl
      @ParthaChakraborty-ur6hl 3 месяца назад

      tahole bolun quran theke science ki sristi koreche .aaj k ja kichu science create sab hindu scripture pore .paramanu bom lord vishnur viswaroop theke aeroplan eseche ravan er pushpak rath theke nasa r space r idea esche konarak er mandir theke.civilization esche lord vishnu r 10 th avtaar theke ebar apni bolun 1400 bachor ager quran jeta isai dharmo copy kore eseche

    • @al-amin4233
      @al-amin4233 3 месяца назад

      @@ParthaChakraborty-ur6hl Tui je WhatsApp university te poris ta Ar proman kora lagbe na. Science to atao Jane na je Hindu dhormo grontho er nam ki? Murkho na hoile keu Quran nia prosno kore na🤣🤣😂. Kobe NASA Hindu dhormo grontho porse aktu janais

  • @roxiesgang-h6r
    @roxiesgang-h6r 2 месяца назад +5

    I proud feel I am muslim Islam is always right 🕋💪☺️☺️☺️☺️

  • @Mohammad_Sojib1999
    @Mohammad_Sojib1999 Год назад +29

    মুসলিম ধর্মে সবাইকে স্বাগতম

    • @mosiarrohman327
      @mosiarrohman327 Год назад +1

      আগের সুন্নত-এ-খাতনা মুসলমানি করিস তারপরে মুসলমান হো ইস।

    • @Redchili12
      @Redchili12 Год назад +1

      ​@@mosiarrohman327 গালি দেন কেন ভাই হা😏

    • @NazimUddin-t8b
      @NazimUddin-t8b Год назад

      ​@@mosiarrohman327খতনা করলে কি হয় জেনে আসিস

    • @SujonDev-hi7jv
      @SujonDev-hi7jv 4 месяца назад

      তোমার ৭২ টি হুুর তুমি রাখো এগুলো আমাদের চাই না না হলে তোমার ভাগে কম পরবে কম পরলে আমার টাও নিয়ে য়েও তোমার মুসলিম নিয়ে তুমি ভালো থেকো🙏🙏🙏🙏🙏🙏

  • @atmshamun8876
    @atmshamun8876 Год назад +23

    আল্লাহু আকবার একমাত্র আলোর ধর্ম সঠিক ও সত্য ধর্ম ইসলাম...

    • @hhhhyuufxdhh
      @hhhhyuufxdhh Год назад +1

      আর সব ধর্ম কোন ধর্মেই না😄😄।এই রকম মনোভাব নিয়ে ধর্ম করা মোটেই ঠিক না। সবার ধর্ম সবার কাছে শ্রেষ্ঠ ধর্ম।

    • @atmshamun8876
      @atmshamun8876 Год назад

      জিনা আপনি জদি আপনার ধর্মীয় গন্ত্র রিসার্চ করেন তাহলে উত্তর পেয়ে যাবেন

    • @rohanroyffgamer3650
      @rohanroyffgamer3650 Год назад

      @@hhhhyuufxdhh 👍

    • @SujonDev-hi7jv
      @SujonDev-hi7jv 4 месяца назад

      ​@@atmshamun8876বাংলা একটা প্রবাদ প্রচলিত আছে কালি কলসি বাজে বেশি। কোনটা সত্য কোনটা মিথ্যা তা এই প্রকৃতি বলে দিবে🙏🙏🙏🙏🙏

  • @আয়ানহাসান-ষ৩প

    ইসলাম পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম,, আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্মে জন্ম গ্রহণ করেছি,, ইসলাম অর্থ শান্তি

    • @UjjwalMondal-h4x
      @UjjwalMondal-h4x 15 дней назад

      এই কারণে যেখানে মুসলিম সেখানে অশান্তি।

    • @abhikbiswas5413
      @abhikbiswas5413 10 дней назад

      Tahole sara prithibi te sontras choray keno. Na nijera santi te thake ,na onno jon der santi te thakte dei...😞

  • @gobindabera9796
    @gobindabera9796 Год назад +8

    মুসলিম ধর্মের ও ভুলগুলো তুলে ধরবেন

    • @bikashroy5018
      @bikashroy5018 Год назад +5

      ওনার সেই সত সাহসটুকু নেই

    • @shafayetjamil4711
      @shafayetjamil4711 6 месяцев назад +6

      কখনও পারবে না, খোদা একজনই বিশ্বাস করতে হলে হিন্দু ভাইদের কোরআন পড়ুন আর শান্তির ছায়ায় চলে আসুন

    • @user-io1nv7tr3f
      @user-io1nv7tr3f 6 месяцев назад

      Islam a Kunu vul panen na kuran onujayi,

    • @ShreeKrishna-saranam
      @ShreeKrishna-saranam 6 месяцев назад

      ​@@shafayetjamil4711interesting kichu e nai quran a .. manob ke .. manobikotar kono gayan e nai

    • @AnwarHossain-kj1pi
      @AnwarHossain-kj1pi 6 месяцев назад +6

      মুসলিম ধর্মের ভুলগুলো তুমি খুঁজে বের করো যদি খুঁজে বের করতে পারো আমি তোমাদের ধর্ম গ্রহণ করবো

  • @hasanfoyejul5500
    @hasanfoyejul5500 Год назад +47

    যার যার ধর্ম তার তার কাছে ভালো,এটা একটা আবেগ আর ভক্তির ব্যাপার। কোন ধর্ম আগে আর পরে এই নিয়ে না হয় যুদ্ধ নাই বা করলাম। ধর্ম হীনতা যেমন ভালনয় তেমনি বাড়াবাড়ী ও কাম্য নয়। আসুন সবাই মিলে-মিশে থাকি,আমরা-তোমরা না করি,পৃথিবীটাকে সুন্দর নির্ভয় করে তুলি। সবার জন্য ভালোবাসা রইল পুরান ঢাকা থেকে। ধন্যবাদ 💚❤💚

    • @askamonikhatun6670
      @askamonikhatun6670 Год назад +10

      শুধুমাত্র আবেগ আর ভক্তির ব্যাপার নয় ; যুক্তিগ্রাহ্য বিশ্বাসের ব্যাপারও বটে !!কোন সাধারণ বিষয়কে সত্য- মিথ্যায় জড়িয়ে ফেললে তবু পার পাওয়া যায় কিন্তু ইশ্বরপ্রদত্ত ধর্মকে নয় !!

    • @advzakaria5472
      @advzakaria5472 Год назад +7

      সবাইকে ভালোবেসে, এ-ই পৃথিবীটাকে সুন্দর, নির্ভয় করবার চেষ্টা আমাদের সকলকে করা একান্ত আবশ্যক !
      কিন্তু তার চাইতেও আগে সর্বোচ্চ চেষ্টা ও গুরুত্ব সহকারে ভাবতে হবে - আখেরাতের অনন্ত কালের জীবনকে আমরা কীভাবে নিরাপদ করতে পারি !
      বিশেষ করে আপনি একজন আদর্শ মুসলিম হিসেবে, মহাগ্রন্থ আল্ কোরআন এর সাথে নিজের জীবনকে সাজানোর প্রয়াস নেওয়া একান্তই অপরিহার্য !!

    • @santanuchakraborty3482
      @santanuchakraborty3482 Год назад +2

      পঃ বাংলা থেকে অসংখ্য ভালোবাসা

    • @hasanfoyejul5500
      @hasanfoyejul5500 Год назад

      @@santanuchakraborty3482 💚❤💚

    • @hasanfoyejul5500
      @hasanfoyejul5500 Год назад +1

      @@santanuchakraborty3482 কিছু মনে করবেন না জনাব,আপনারা কি সচরাচর বাংলাদেশের কথা আলোচনা করেন আড্ডায় ? ধন্যবাদ

  • @Aklgfh
    @Aklgfh Год назад +19

    ধর্ম হচ্ছে যা ধারণ করে সৃষ্টি সুশৃঙ্খল ভাবে টিকে থাকে । সনাতন ধর্ম কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থের উপর নির্ভরশীল নয় ।

  • @RafatulIslam-x3b
    @RafatulIslam-x3b 4 месяца назад +4

    লা-ইলাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤

  • @jahedulislam7975
    @jahedulislam7975 Год назад +20

    এরকুম সঠিক ইতিহাস গুলা তুলি দরার জন্য ধন্যবাদ।

    • @SanuBultiLifestyle
      @SanuBultiLifestyle Год назад

      Tarpor o odrisya mal ta k dekha jabena

    • @SowrovRay-s6p
      @SowrovRay-s6p 7 месяцев назад

      দাসিদের সাথে সেক্স করা বৈধ,পালক পুত্রের বউকে বিয়ে করতে পারবো, অসংখ্য বিধর্মীদের মেয়ে ও বউকে ভোগ করতে পারবো।তাই এসব ভেবে লোভ সামলাতে না পেরে ইসলাম ধর্ম
      গ্রহন করলাম।

  • @rajuahmed8895
    @rajuahmed8895 Месяц назад +1

    সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই।
    ২.যিনি পরম করুণাময়, পরম দয়াময়;
    ৩.বিচার দিনের মালিক।
    ৪.আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্য প্রার্থনা করি;
    ৫.তুমি আমাদের চালিত করো সঠিক পথে,
    ৬.তাঁদের পথে, যাঁদের তুমি অনুগ্রহ দান করেছ,
    ৭.যারা (তোমার) রোষে পতিত হয়নি, পথভ্রষ্ট হয়নি।
    এই সাতটি আয়াতের মধ্যে প্রথম তিনটি আয়াতে আছে আল্লাহর পরিচয়। আর শেষ তিন আয়াতে আছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা।
    আল্লাহর পরিচয় হিসেবে বলা হয়েছে, তিনি পরম দয়ালু ও করুণাময়; কারণ তিনিই মহাবিশ্বের প্রতিপালন করছেন। তাই তিনিই আমাদের মাফ করে দেওয়ার চূড়ান্ত অধিকারী। তিনি যেহেতু বিচার দিবসের প্রভূ, সেই বিচারে তিনিই আমাদের প্রতি দয়া বর্ষণ করার একমাত্র ত্রাণকর্তা।
    সুরাটির শেষ তিন আয়াতের প্রথমেই আল্লাহর কাছে আমরা সরল পথ দেখিয়ে দেওয়ার পথনির্দেশ চাচ্ছি। কোন পথ সরল? আল্লাহ তায়ালা নবী-রাসুলকে যে পথে চালিত করেছেন। এটি হলো আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা। যিনি নবী-রাসুলদের পথ দেখিয়েছেন, তিনি ছাড়া আমাদের কে আর সর্বোত্তম পথ দেখাতে পারেন!

  • @AporupVai
    @AporupVai Год назад +11

    সনাতন ধর্ম মানে শ্রেষ্ঠ ধর্ম, আর ধর্ম জন্ম থেকে সনাতন ধর্ম🥰🥰

    • @Talukder.Rimon31
      @Talukder.Rimon31 Год назад

      কি বলে আগে বুজো।।
      প্রমাণ দিতেছে

    • @mithunmondal2917
      @mithunmondal2917 Год назад +1

      হিন্দু মানেই বিনোদন 😂😂😂😂

    • @Mdmonir-xw9px
      @Mdmonir-xw9px 10 месяцев назад

      😃😃😃

    • @firozhossain4309
      @firozhossain4309 4 месяца назад

      ​@@mithunmondal2917 কারো ধর্ম নিয়ে উপহাস করা ইসলাম একটি শিক্ষা দেয় না, প্লিজ ধর্ম নিয়ে কাউকে উপহাস করবেন না।

    • @rojobali966
      @rojobali966 2 месяца назад

      তার প্রমাণ কি?? প্রমাণ ছাড়া তো এ যুগে কেও কিছু বিশ্বাস করে না

  • @SiriaAkter
    @SiriaAkter Год назад +20

    ইসলাম বিজ্ঞান দিয়ে প্রমাণ করা । আল্লাহু আকবার ।

    • @shipanmollick6872
      @shipanmollick6872 Год назад +3

      এ জন্যই পৃথিবীকে চ্যাপ্টা বলা হয়েছে

    • @SajjadHossanOmio
      @SajjadHossanOmio Год назад +2

      ​@@shipanmollick6872আপনাদের ধর্ম তো খুব সংস্কারের অফুরন্ত ভান্ডার 😂😂😂

    • @NazimUddin-t8b
      @NazimUddin-t8b Год назад +2

      ​@@SajjadHossanOmioভাই এইসব লেখা নেই কুরআনে।

    • @SowrovRay-s6p
      @SowrovRay-s6p 7 месяцев назад

      দাসিদের সাথে সেক্স করা বৈধ,পালক পুত্রের বউকে বিয়ে করতে পারবো, অসংখ্য বিধর্মীদের মেয়ে ও বউকে ভোগ করতে পারবো।তাই এসব ভেবে লোভ সামলাতে না পেরে ইসলাম ধর্ম
      গ্রহন করলাম।

    • @ParthaChakraborty-ur6hl
      @ParthaChakraborty-ur6hl 3 месяца назад

      ha aaj science ja kichu create koreche ba create korche hindu scripture theke r tar asonkho praman ache .kintu quran r agee itihas janoon isai dharmo copy kore eseche

  • @abdurrazzak6314
    @abdurrazzak6314 Год назад +14

    যারা বুঝ থাকার পরেও বুঝতে চায়না তাদেরকে কখনো বুঝানো যাবেনা।

  • @sayamsiddique6549
    @sayamsiddique6549 Год назад +18

    ঈশ্বর কখনো বহু হতে পারে না এটাই প্রথম ভুল কারন বহু ইশ্বর যদি থাকত তাহলে ক্রন্দল থাকত আর ঈশ্বর কখনো তাকে ব্যতিত অন্য কারো উপসনা পছন্দ করতে পারেননা।এত complex ভাবারই দরকার নাই

    • @-Hello-992
      @-Hello-992 8 месяцев назад

      নুনু কাঁটতে কোনো ভগবান বলে না

    • @prasenjitkarmalakar9766
      @prasenjitkarmalakar9766 6 месяцев назад +1

      যাদের ধর্ম পুরানো ৫ নম্বরে পযর্ন্ত নেই তারা আমাদের গিয়ান দিতে আসছে

    • @ferdoushalamkhan2533
      @ferdoushalamkhan2533 6 месяцев назад

      সুরা বাকারার ১১৫ নং আয়াত কি বলে? পূৃবপশ্চিম সব দিকই আল্লাহর মুখমন্ডল - ঈশ্বর ছাড়া এই জগতে অন্য কিছু থাকলো তো -- আল্লাহ সর্বত্র বিরাজমান -- কোরআন তাই বলে সুরা নং ৫০ আয়াত ১৬--" আর আমি বান্দার প্রানরগের চেয়েও অধিক নিকটবর্তী.। ২ নং সুরার ১৮৬, ৫৬ নং সুরার ৮৩', ৮৫ নং আয়াত দেখেন। আল্লাহ বলেন তিনই জগতময়
      তিনি ছাড়া অন্য কিছুর অস্তিত্বকে স্বীকার করাই শির্ক।

    • @priyankasarkar658
      @priyankasarkar658 5 месяцев назад +1

      Allah is jealous

    • @Tanusri.111
      @Tanusri.111 4 месяца назад +1

      @@priyankasarkar658 Why he is always insecure and jealous of others?

  • @israfilhossain97
    @israfilhossain97 2 месяца назад

    আলহামদুলিল্লাহ প্রিও ভাই এগিয়ে যান, আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি অনেক ভালো লাগে, ভালোবাসা অবিরাম ❤❤

  • @gaofficial2752
    @gaofficial2752 Год назад +35

    ইসলাম ধর্মই হচ্ছে সত্যি

    • @mastergamer.yt.4987
      @mastergamer.yt.4987 Год назад +2

      Kno kono trusted brand er naki?

    • @robinsengupta2851
      @robinsengupta2851 Год назад

      হিন্দু ধর্ম র বয়স এই কল্পে 197 কোটি বছর ।তার আগে অন্য কল্প ধরলে হিন্দু ধর্মের বয়স অনন্ত কোটি বছর ।হিন্দু ধর্মেই এক মাত্র ধর্ম ।ইসলাম খৃসটান এগুলো ভুলে ভরা কতগুলো মৌলবাদী অনর্থ সৃষ্টি কারী সম্প্রদায় মাত্র ।

    • @donshandu8728
      @donshandu8728 Год назад +2

      seder val

    • @Santisanti4678
      @Santisanti4678 Год назад

      #হিন্দুধর্ম_কি???🤔🤔🤔🤔
      একবার এক ধর্ম নিরপেক্ষ মহিলা সাংবাদিক যিনি সবসময় হিন্দু ধর্ম কে ছোট করে দেখান,,,
      তিনি একবার একজন মহারাজ কে জিজ্ঞাসা করলেন,,????
      প্রশ্ন: ইসলাম ধর্মের প্রবর্তন কে করেছেন ?🤔🤔
      উত্তর: প্রফেট মহম্মদ
      প্রশ্ন: খ্রিস্টান ধর্মের প্রবর্তন কে করেছেন ?🤔🤔
      উত্তর : জেসাস ক্রাইষ্ট
      প্রশ্ন: হিন্দু ধর্মের প্রবর্তন কে করেছেন ?🤔🤔
      উত্তর: স্বামীজী উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকতে দেখে মহিলা সাংবাদিক বলল - হিন্দু ধর্মের কোন প্রবর্তক নেই, অতএব হিন্দু কোন ধর্মই নয়।
      এবার স্বামীজী বললেন:
      আপনি একদম ঠিক বলেছেন। হিন্দু কোন ধর্ম নয়, এটা বিজ্ঞান ।
      মহিলা সাংবাদিক অবাক হয়ে স্বামীজীর মুখের দিকে তাকিয়ে থাকলো। 🤔🤔🤔🤔
      এবার স্বামীজী ঐ মহিলা সাংবাদিক কে কিছু প্রশ্ন করলেন,,??
      পদার্থবিজ্ঞান কে প্রবর্তন করেছেন ?
      উত্তর: কোন একজন নয়
      রসায়ন বিজ্ঞান কে প্রবর্তন করেছেন ?
      উত্তর: কোন একজন নয়
      জীববিজ্ঞান কে প্রবর্তন করেছেন ?
      Ans: কোন একজন নয়
      স্বামীজী বললেন:
      অনেক মানুষ, অনেক বিজ্ঞানী সময়ে সময়ে নিজেদের জ্ঞানের আবিস্কার এর অবদান রেখে গেছেন,,,,
      হিন্দু ধর্ম হল সেই বিজ্ঞান যেটা আমাদের দেশে ক্রমশ বেড়ে উঠেছে বহু বছর ধরে সাধু সন্ন্যাসী জ্ঞানী মহাত্মাদের সঠিক মার্গ দর্শনে। 🌺🌺
      ইসলাম ধর্মের একটাই ধর্ম গ্রন্থ - আল - কোরআন
      খ্রিস্টান ধর্মের একটাই ধর্ম গ্রন্থ - বাইবেল
      বৌদ্ধ ধর্মের একটাই ধর্ম গ্রন্থ - ত্রিপিটক
      কিন্ত হিন্দু ধর্মের উপর এত ধর্ম গ্রন্থ আছে যে,,,,
      তাতে একটা লাইব্রেরি হয়ে যাবে,,,,,
      অতএব,,, হিন্দু ধর্ম হল একটা বিজ্ঞান সম্মত ধর্ম যার নাম সনাতন ধর্ম , শাশ্বত চিরন্তন ধর্ম,,। 🌺🌷🌹🙏
      হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
      হরে রাম হরে রাম রাম রাম হরে হরে🙏

    • @tiktotech6579
      @tiktotech6579 Год назад

      @@mastergamer.yt.4987 আমি হিন্দু থেকে মুসলমান হলাম কেন.❓
      ______________হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেন না.!
      আমি শুধু জানতে চাই :যদি পারেন উত্তর দিবেন.
      :1st- শিব ৬০,০০০ বিবাহ করেছিল সে
      মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় কেন❓
      :
      একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায়
      তার স্ত্রী_দুধ দিয়ে শিবের গোপন_অঙ্গ
      ধৌত করে কেন.❓
      :
      এটা কি কোন সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য.❓
      এমন কুরুচি পূর্ন আদেশ সৃষ্টিকর্তা দিতে
      পারেন.❗
      -
      2nd- শিব তার নিজের ছেলে গনেশকে
      চিনতে পারেনি কেন.❓
      চিনতে না পারার জন্য ছেলের
      গর্দান_কেটে ফেলেছিলেন.!
      :
      তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে
      চিনবেন.?
      :
      ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার
      বৈশিষ্ট্য.❓
      _
      3rd- দেবদাসীর ও যোগিনীর মত
      পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রাহ্মনগন কি অশ্লীলকর্মে লিপ্ত হন.❓
      :
      যদি তারা প্রকৃতার্থে ভগবান হয়ে
      থাকেন❓
      _
      4th- অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ_নারী ,,,
      মুখে দাতেঁ রক্ত ও হাতে রক্তাক্ত তলোয়ার.!
      কি করে সৃষ্টিকর্তা হতে পারে.❓
      উদাহরন-
      দূর্গা.❗
      _
      5th- কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয়। তবে
      সে কেন তার মামীর সাথে
      অবৈধ_সম্পর্ক রাখলো...❓
      :
      তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে
      এমন অবৈধ কর্মে লিপ্ত হয় যা তারা নিজেরাই আইনের
      বর্হিভূত.❓
      _
      6th- কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে
      পারে.❓
      কারন,,,
      সে প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুম
      গেছে,
      অনেক বিয়ে করেছে, দৈহিক তারনায়,
      রাম
      নিজের স্ত্রীকে সন্দেহ করেছে.!
      এসব কি সৃষ্টিকতার কর্ম হতে পারে ❓
      _
      7th- যদি রাম সৃষ্টিকর্তাই হন তবে কেন
      তিনি হনুমানের সাহায্য চাইবেন.❓
      :
      তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতার কমতি
      আছে.❓
      :
      _
      8th- রাম হনুমানের দু’ভাইকে কেন
      অকারনে খুন করলেন.❓
      :
      যেখানে রামের সাথে তাদের কোন
      শত্রুতা ছিল না ❓
      :
      সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব.❓
      _
      9th- রাবন যদি শয়তান হয়ে একদিনে
      লঙ্কায় পৌছাঁতে পারে.❗
      তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন ১২ বছর লাগলো.❓
      :
      তাও আবার হনুমানের সাহায্যে❗
      শয়তানের শক্তি সৃষ্টির্কতা হতে কি
      করে বেশি হওয়া সম্ভব❓
      _
      10th- কৃষ্ণা একজন সৃষ্টিকর্তা হয়ে কি
      ভাবে নারীদের স্নানরত_দৃশ্য উপভোগ করেন.❓
      :ও তাদের পোষাক_ লুকিয়ে রেখে
      দেন❓
      11th- গরু হিন্দুদের মা, গরুর পেট থেকে
      তো গরুর_বাচ্চা হয়.!
      কিন্তু
      মানুষের_বাচ্চা তো হয় না.❓
      :
      তাহলে গরু কি করে মানুষের মা হয়❓
      12th- আপনি যাকে বানিয়েছেন সে
      বড় নাকি আপনাকে
      যে বানিয়েছে সে বড় ❓
      উদাহরনঃ
      মুর্তি
      :
      একটু বিবেক দিয়ে চিন্তা করুন কে বড়!
      যদি
      জানা থাকে
      জানাবেন কিন্ত... আমি কিন্তু ধর্ম
      নিয়ে বাড়াবাড়ি করিনি❗
      আগেও বলেছি just জানতে চাইছি
      ভাইরে এক বার শান্তির ধর্মের মধ্যে
      ডুকে দেখ আর পিছনে ফিরতে ইচ্ছা হবে না।
      আল্লাহ সবাই কে হেদায়ত দান করেন( আমিন)

  • @rajabulsekh5081
    @rajabulsekh5081 Год назад +20

    আলহাদুলিল্লাহ আমি মুসলিম হয়ে জন্ম হইয়ে ছে

    • @actionstar9509
      @actionstar9509 Год назад

      আলহামদুলিল্লাহ আমি মুসলিম🥰এইটা আমার গর্বের বিষয়। কিন্তু আমার হিন্দু ধর্মের কালচার অনেক ভালো লাগে। আমাদের ধর্মের যদি হিন্দুদের মতো অনুষ্ঠান থাকত। আমাদের ধর্মে শুধু ইদ এক বড় অনুষ্ঠান, কিন্তু হিন্দুদের কত অনুষ্ঠান, কত আনন্দ করার যায়গা। এখন আমার আপসোস হয়, ইস যদি হিন্দু হতে পারতাম❤।
      কেউ এটাকে খারাপ ভাবে নিবেন না, এটা আমার ব্যাক্তিগত মতামত

    • @blackboypranto9971
      @blackboypranto9971 Год назад

      ​@@actionstar9509 আপনি এই কথার মাধ্যমে আর মনে হয় মুসলমান নেই ,,,,,ইসলামে কোন নোংরামি নেই ,,,

    • @actionstar9509
      @actionstar9509 Год назад

      @@blackboypranto9971 কেন ভাই আমি তো জন্মগতভাবে মুসলিম। মানুষের তৈরি সাধারণ ভাষায় এসব বললে কেন মুসলিম থাকব না।

    • @daydreamer2507
      @daydreamer2507 Год назад

      @@blackboypranto9971 ভাই তুমি ইসলাম সম্পর্কে কতটুকু জানো?

    • @রুপান্তর-য৯গ
      @রুপান্তর-য৯গ Год назад +1

      ইসলাম ধর্মের উৎপত্তি মাত্র 1500 বছর আগে

  • @ss-pb2re
    @ss-pb2re Год назад +9

    ইসলাম পৃথিবীর প্রথম

    • @amorjitnag4388
      @amorjitnag4388 Год назад

      1400 বছরের আগেও পৃথিবীর অস্তিত ছিলো ,। গায়ের জোড়ে বলে কোনো কিছু হয় না।

    • @FaysalFahim-yk5xq
      @FaysalFahim-yk5xq 4 месяца назад

      ​@@amorjitnag4388 1400 bosor agew Islam cilo. Ei kotha ta Quran a bola ase.

    • @amorjitnag4388
      @amorjitnag4388 4 месяца назад

      @@FaysalFahim-yk5xq সে তো পাগলেও বলে ওরে আমি বিজ্ঞানী, আমি প্রধানমন্ত্রী, আমি অর্থ মন্ত্রী , আমি রাষ্ট্র পতি , তাহলে তার কথাও বিশ্বাস করতে হবে যদি কোরআন কে বিশ্বাস করা হয় 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @samratmandal1211
    @samratmandal1211 Год назад

    Khub sundor laglo video ta

  • @SagorSa-z1l
    @SagorSa-z1l Месяц назад +2

    আল্লাহ্ রাসুলের প্রকৃত ইসলাম হেযবুত তাওহীদ আলহামদুলিল্লাহ 🥰🥰🥰✊✊✊👍👍👍🇧🇩🇧🇩🇧🇩🌏🌎🌍☪️☪️☪️🕋🕋🕋🤝🤝🤝♥️♥️♥️

  • @amitsarker6385
    @amitsarker6385 4 месяца назад +8

    হিন্দু ধর্মের চার যুগ রয়েছে, এর প্রথম যুগ সত্য যুগ এর সৃষ্টি ১৭ লক্ষ ২৮ হাজার বছর আগে।
    আর এই জন্যই বলা হয় হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন।
    ধন্যবাদ।

    • @ovihasan-u9l
      @ovihasan-u9l 4 месяца назад

      ভাই তুমাদের সব চেয়ে বড় বড় যে মহামানব বা দেবতা,, তারা আল্লাহর নির্দেশ নিয়েই পৃথিবীতে আসছিল,, আল্লাহ আদেশ জারি করছিল,, হতে পারে তারাও আমাদের নবীদের মধ্যে কোনো এক নবী ছিলেন,,, কিন্তু কিছু মানুষ তাদের সৃষ্টি কর্তা ভেবে পূজা করতে লাগলো,, আল্লাহর পক্ষ থেকে আসা মহামানব গুলোকে দেবতা মনে করে পূজা করতে লাগলো,, এভাবেই হিন্দু তৈরি হয়েছে, এজন্যই হিন্দুদের মধ্যে অনেক গোত্র, নির্দিষ্ট কোন দেবতা খুঁজে পাওয়া যায় না, অথচ আপনাদের গীতায় আছে দেবত একজন তার কোন আকৃতি নেই বিকৃতি নেই তার কোন প্রতিমূর্তি নেই, কিন্তু আপনারা মহামানবদের দেবতা বলে দাবি করে,,,
      আসুন ভাই সত্যের পথে চলি সত্য যাচাই করি,,
      ঘুরে আসুন আল কুরআন ও হাদীস শরীফ থেকে❤

    • @hanafi10tv86
      @hanafi10tv86 4 месяца назад

      নিজের ধর্মের উপর ভিত্তি করে প্রতিটা ধর্ম প্রথম থেকে।

    • @Pradip-ox5mb
      @Pradip-ox5mb 4 месяца назад

      @@ovihasan-u9l
      ইসলাম এমন ভাবে ধ্বংস হবে,.... যেন তা পৃথিবীর জমিনে কোনোদিন ছিলোই না ।
      পৃথিবীর জমিনে ইসলামের নাম, নিশানা, চিহ্ন.... কিসুই থাকবে না।। 😅

    • @AshrafulHudasiam
      @AshrafulHudasiam 4 месяца назад

      Andaze

    • @zafran51riyad
      @zafran51riyad 4 месяца назад

      আপনার ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দেন, মুখের কথাই তো জোর খাটে না।

  • @draguleralamin3436
    @draguleralamin3436 Год назад +8

    ভাই আমি মুসলিম আপনি হিন্দু ধর্ম বেপারে বলেন তাহলে মুসলিম ধর্মে ইতিহাস এর বেপারে বলেন কারন আমি মনে করি সকল ধর্ম মানুষ এর সৃষ্টি।

    • @nuhunali2281
      @nuhunali2281 Год назад +2

      Islam manos ar banano na

    • @subhashdasadhikary5263
      @subhashdasadhikary5263 Год назад

      (1). Sura. Gulir. Name
      Ke. Dilen. ?
      (2) Old. Manuscript. Kono. Dots / vowel.
      Poea. Jae. . Na
      ( Only. 18. Banjon Boronor asito. Ache. )
      BARTHOMAN. Qurane
      Ke. Jukto. Korilen. ?

    • @SowrovRay-s6p
      @SowrovRay-s6p 7 месяцев назад

      ​@@nuhunali2281এটা কোরানে লেখা আছে জন্য এটা সত্য,,, কোরান যে সত্য এটা কে বলেছেন, আল্লাহ কোরানে বলেছেন🤣🤣

    • @SowrovRay-s6p
      @SowrovRay-s6p 7 месяцев назад

      দাসিদের সাথে সেক্স করা বৈধ,পালক পুত্রের বউকে বিয়ে করতে পারবো, অসংখ্য বিধর্মীদের মেয়ে ও বউকে ভোগ করতে পারবো।তাই এসব ভেবে লোভ সামলাতে না পেরে ইসলাম ধর্ম
      গ্রহন করলাম।

    • @NurefarhanaNowrin
      @NurefarhanaNowrin 4 месяца назад

      ​@@SowrovRay-s6p hea allah nije qorane bolce islam ak matro dormo. Apnar gita te ki lekha ace apnar dormo ek matro dormo?

  • @khadizatulkobra4317
    @khadizatulkobra4317 Год назад +24

    আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন তিনি সকল জাতির নিকট বার্তা বাহক পাঠিয়েছেন। হতে পারে হিন্দু জাতির নিকট ও কোন বার্তাবাহক এসেছিলো,আল্লাহ ভালো জানেন।আল্লাহ কোরআনকে সর্বশেষ কিতাব হিসেবে পাঠিয়েছেন।আমরা মুসলিমরা বিশ্বাস করি কোরআন সর্বশেষ জীবন বিধান। পূর্বের সকল গ্রন্থে কিছু না কিছু পরিবর্তন ঘটেছেই।সৃষ্টিকর্তা প্রেরিত সকল বার্তাবাহক একই কথা বলেছেন আল্লাহ এক তার ইবাদত করতে। তাই তাদের সবাইকে সম্মান করি, আর আমরা মুসলিমরা অনুসরণ করি সৃষ্টিকর্তা প্রেরিত শেষ বিধানকে।

    • @ANOWARKHAN-cj9ru
      @ANOWARKHAN-cj9ru 10 месяцев назад +4

      মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে দুনিয়াতে যতো মানুষ আছে সবাইকে একমাত্র আল্লাহর এবাদত করতে হবে মুসলমান হয়ে কেয়ামত পর্যন্ত

    • @ANOWARKHAN-cj9ru
      @ANOWARKHAN-cj9ru 10 месяцев назад +3

      আর দুনিয়াতে একমাত্র একটি ধর্ম তার নাম ইসলাম আর আল্লাহর কাছে একটি ধর্ম তার নাম ইসলাম

    • @sonerassam8918
      @sonerassam8918 7 месяцев назад +1

      হয়তো তাদের অবস্থান দেখে কোন নবী এসে তাদের হেদায়েতের দাওয়াত দিয়েছেন তারা মানে না

    • @Samia-m3c
      @Samia-m3c 7 месяцев назад

    • @mahfuzamunmun2893
      @mahfuzamunmun2893 6 месяцев назад

      Tik bolechen

  • @deardipu1996
    @deardipu1996 Год назад +8

    সনাতন ধর্মের কোনো বয়স নেই ,কারণ এই পৃথিবীতে সর্ব প্রথম মানুষের আবির্ভাব হয়েছে সেটাই হচ্ছে সনাতন ধর্ম 🚩🚩🚩

    • @mdsabbirahmedlemon39
      @mdsabbirahmedlemon39 Год назад +2

      সর্বপ্রথম যে মানুষকে সৃষ্টি করা হয়েছে তিনি মুসলিম । এবং তার নাম হযরত আদম (আ.) , আল কোরআনে আল্লাহ তাকে কি হতে সৃষ্টি করেছেন তাও উল্লেখ করেছেন । বরং আদম (আ.) এর পরবর্তী বংশধরের মধ্যে কিভাবে মুর্তি পুজা তৈরি হয়েছে তা বলা হয়েছে ।

    • @thoyaburrahman4977
      @thoyaburrahman4977 Год назад +3

      কই পাইলেন ভাই আপনি। প্রথম মানব হযরত আদম (আঃ) ছিলেন। আর আদম (আঃ) তো ১ খোদার অনুসারী ছিলেন। আপনাদের মতো বহু খুদার না।

    • @MdRobiul-zb9tp
      @MdRobiul-zb9tp 9 месяцев назад

      ​@@thoyaburrahman4977hum ak Allah ke bessas silen

    • @mjstudio3726
      @mjstudio3726 3 месяца назад

      ভাই তোমরা অন্ধকারে থেকোনা সঠিক পথে ফিরে এসো। তোমরা কিন্তু দেখেছো যে কোরআন বিজ্ঞান দিয়ে প্রমাণ করে।।। বিজ্ঞান প্রমাণিত।।। তারপরেও কেন তোমরা অবিশ্বাস করো।।।।। তোমাদের বেদে কিন্তু ভুলভাল জিনিস দেওয়া।।।। ঈশ্বর কখনো ভুল করেন না।।। তারপরও কেন তোমরা অন্ধকারে ডুবে আছো কেন বিশ্বাস করছ না কোনটা সঠিক ধর্ম

    • @mjstudio3726
      @mjstudio3726 3 месяца назад

      যা সময় পাবার পৃথিবীতেই পাবে এরপরে কিন্তু আর পাবে না।।। তাই সময় থাকতে সঠিক পথ বেছে নাও।।। মৃত্যুর পরে আর সুযোগ নেই।।

  • @VivekSannyashi-mi4mb
    @VivekSannyashi-mi4mb 5 месяцев назад +1

    আমি হিন্দু
    আমি মনে করি ঈশ্বর,আল্লাহ, যীশু ইত্যাদি যার যেটা ধর্মের মর্ধে পরে
    সবাই একি
    নিজের মর্ধে সৎ,সততা,ভদ্রতা, ভক্তি বজায় রাখায় কত্তপবো
    যার মর্ধে এসব টিকিয়ে রাখতে পারবে সেই ঈশ্বর, আল্লাহ, যীশু ইত্যাদির দেখা পাবে...........

  • @jobayerhossain8166
    @jobayerhossain8166 Год назад +8

    ভাই ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার অনুরোধ রইল। সৃষ্টিকর্তার কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম। তাই সবাইকে ইসলামের দাওয়াত রইল।

    • @barunchakma5109
      @barunchakma5109 Год назад +1

      ভাই আসিফ উদ্দিন এর সঙ্গে যোগাযোগ করে ন

    • @jobayerhossain8166
      @jobayerhossain8166 Год назад

      @@barunchakma5109 কে আসিফ ভাই।কিভাবে যোগাযোগ করব।

    • @jobayerhossain8166
      @jobayerhossain8166 Год назад +2

      @Gautom Cr প্রিয় ভাইটি আমাদের সকলের সৃষ্টিকর্তা যিনি তিনি বলেছেন, তার পবিত্র বাণীতে। তিনি হলেন জগৎ সমূহের স্রষ্টা, জগতের অন্যসব হলো তার সৃষ্টি। অন্য কারো পূজা নয়, একমাত্র তার পূজা করতে হবে। তিনি এক অদ্বিতীয়। তার মত দ্বিতীয় কেউ নেই। তার অন্য কারোর সাহায্যের প্রয়োজন নেই। তার মাতাপিতা স্ত্রী ছেলে মেয়ে কিছুই নেই। তার সমকক্ষ কেউ নেই। তিনি সকল শক্তির উৎস।

    • @happymind8526
      @happymind8526 Год назад

      Ki vabe janlen?
      Ja k prophet bolchhen tini ki chhilen?
      Doya kore Ex-muslim der Videos gulo dekhun.

    • @ssaaggnniikk
      @ssaaggnniikk Год назад

      আমি আমার সকল মুসলিম ভাইদের প্রতি আহবান জানাই যে, তারা যেন 72টি হুরইন পেতে পারে সেজন্য অ-আব্রাহামী ধর্ম বিশ্বাসীকে হত্যা করুন, ধ্বংস করুন। প্রথমেই আমাকে হত্যা কর, আমার মুসলিম ভাইয়েরা আমার রক্ত ​​দিয়ে ওযু করে যাতে তাদের প্রতি আল্লাহর রহমত হয়..

  • @akashchoudhury.
    @akashchoudhury. 10 месяцев назад +6

    কোরানে এই কথা গুলোই বলা আছে কোরানের ভুলগুলি স্বীকার করুন |

    • @swagybee3524
      @swagybee3524 10 месяцев назад

      Quran Prophet sm er jibito obostai likha hoice . pre islamic jugei paper invent hoice

    • @NuhunAli
      @NuhunAli 4 месяца назад

      কথায় ভাই সনাতন ধর্ম ব্রাম্মা নিজের মেয়ে সরস্বতী কে বলাতকার করসে sexy dance compilation vhogoman 😂😂

    • @naimislamrafi5982
      @naimislamrafi5982 3 месяца назад +1

      ১ টাও ভুল ধরতে পারবেন নাহ

    • @ZiaUddin-lb6ws
      @ZiaUddin-lb6ws 2 месяца назад

      @@akashchoudhury. তুমি কোথাকার কোন মহারতি গো,, ওয়ার্ল্ডের বড় বড় বিজ্ঞানীরা ভুল ধরতে পারে নাই তুমি কইতে গেলে নতুন

    • @ZiaUddin-lb6ws
      @ZiaUddin-lb6ws Месяц назад

      @@akashchoudhury. শুধু বকবক করে কি ফায়দা আছে,, কোনায় এত ভুল আছে,,, ওয়ার্ল্ডের বড় বড় বিজ্ঞানীরা আজও পর্যন্ত ধরতে পারেনি ভুল,,,, পারলে তুমি রেফারেন্স দাও,,, না হলে বুঝব অন্যদের মতো তুমি একটা মূর্খ

  • @MDBillal-fk9yk
    @MDBillal-fk9yk Год назад +34

    আস্তাগফিরুল্লাহ) অর্থাৎ ‘আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি

    • @ancientdreamer6940
      @ancientdreamer6940 Год назад

      Kore labh nei... Ota fake

    • @BD-5271
      @BD-5271 Год назад

      ​@@ancientdreamer6940
      ★ তো কোনটা সঠিক

    • @ancientdreamer6940
      @ancientdreamer6940 Год назад

      @@BD-5271 I$lam fake Ar Mu$lim ra ashikkito ar oder chulkani boddo beshi... Plus ekhane anek kichu bhul bhal boleche karon clearly maal ta Sanskrit porte pare na... Obviously... Ashikkito to... Modda kotha holo tora onno dhormo niye chulkate ele toder anarjo dhorme emon chulkani debo B-tex lagiye kul pabi na... To better... Nijenijer jaygay thak... Toder chulkachhi na... Torao chulkas na

    • @minjurahman7385
      @minjurahman7385 Год назад

      বাল

    • @s........a-d7i
      @s........a-d7i Год назад

      ​@@ancientdreamer6940 আল্লাহ কি ফেক?

  • @hadisaab2142
    @hadisaab2142 3 месяца назад +1

    আলহামদুলিল্লাহ আমি মুসলমান ♥️♥️

  • @philipssarkar6712
    @philipssarkar6712 2 года назад +22

    আপনাকে অনেক ধন্যবাদ, হিন্দু ধর্মের ধর্ম গ্রন্থ গুলি পাঠ করার জন্য। ওতেই আপনার বোঝার কথা , একক সময়ে কোন একজনের পক্ষে এই ধর্ম স্থাপন করা সম্ভব হয়নি, সুতরাং ত্রুটবিচ্যুতি থাকবেই, এবার আপনার কর্তব্য হিন্দু ধর্ম বলুন আর জীবন দর্শন বলুন, সবচেয়ে প্রাচীন হোক আর নাই হোক, এই হিন্দু ধর্মের ধনাত্বক দিক নিয়েও আলোচনা করা, আমিজনি আপনি সেটা কবেন না বা করতে পারবেন না, তাহলে আপনার দেশ তোলপাড় হবে, আর যারা এই ভিডিও টি দেখে আপনাকে ধন্য ধন্য করছে, তারাই আপনার মৃত্যুর কারণ হবে। আর আপনি আপনার নিজের সমালোচনা করলে, আপনার নাম হবে নাস্তিক, আর তারা যা বলে, নাহ্ থাক। ধন্যবাদ সবাইকে।

    • @45techbd
      @45techbd 2 года назад +9

      ভাই তাইলে আপনিই কুরআন এর ভুল গুলো বলেন আমরা শুনি😊

    • @madammaod.shahin6342
      @madammaod.shahin6342 2 года назад +17

      কুরআনের ধর্মই দুনিয়ার প্রর্থম ও সর্বশেষ ধর্ম....
      যেখানে ভুল ত দুরে থাক ভুল আছে বলেও সন্দেহ করা যায় না, যেটাকে ভুল ধরতে এসে তোমার মতো সস্রহ মানুষ তার কুরানের ছায়া তলে স্থান করে মুমিন হয়ে যায়।
      নিজের ধর্ম কে সঠিক কিনা জানার চেষ্টা করো আর সেটা না পারলে কুরআন সঠিক কি না জানতে চেষ্টা করো ইনশাআল্লাহ তুমিও আল্লাহর দিকে জোকে যাবা 😏

    • @mdruhulamin6119
      @mdruhulamin6119 2 года назад +4

      ভুল বললেন ভাই মুসলিমরা সত্য ধর্ম বিশ্বাস করে,, আপনি প্রমাণ দিন হিন্দু ধর্ম নির্ভুল ও নিখুঁত এবং এই ধর্মের গ্রন্থাদি স্রষ্টারেই বানী প্রমাণ করতে পারলে এক মুহূর্ত দেরি করব না হিন্দু ধর্ম গ্রহণ করতে।। আমি জানি আপনি পারবেন না কারণ ইসলাম হলো সত্য ধর্ম ইসলামের কোরআন হাদিস ইজমা কিয়াসে কোনরকম ভুল কেউ বের করে দেখাতে পারবে না।।

    • @mdhasanuzzaman4344
      @mdhasanuzzaman4344 2 года назад +5

      ভাই, সত্যের পথে আসো।
      ভুল টা জানার পরেও কেনো ভুল টাই গ্রহণ করছো?
      তোমাদের বিবেক কি কিছুই বুঝতে চায় না?
      যদি হিন্দু ধর্মের প্রধান ধর্ম গ্রন্থ সত্যি সৃষ্টিকর্তার নিকট থেকে প্রেরিত হতো, তাহলে নিশ্চয়ই এতটা ভুল বা অসামঞ্জস্য থাকতো না।
      এবং, সেইটাই সর্বকালের সকলের জন্যেই শতভাগ নির্ভুল, সঠিক ও অপরিবর্তিত থাকতো।
      কারণ সৃষ্টিকর্তার কোনো ভুল থাকতে পারে না।
      তিনি সর্ব শক্তির অধিকারী ও নির্ভুল।🙂

    • @sornaakther499
      @sornaakther499 2 года назад +7

      @@prashantapal5055 সর্বপ্রথম এবং সর্বশেষ ধর্ম ইসলাম। ইসলামে প্রথম নবী হজরত আদম (আঃ), আর শেষ হজরত মুহাম্মদ (সঃ)। প্রত্যেক নবী রাসূলগনের জীবন ইসলামের পক্ষে। আমরা ঈদ উল আজহা (কোরবানির ঈদ) যাকে বলে তা পালন করি, তা হজরত ইব্রাহিম (আঃ) এর ছেলে হজরত ইসমাইল (আঃ) সম্মিলিত যে ঘটনা তার উদ্দেশ্যে(ওনারাও কিন্তু একেকজন একেকটা নবী)।সারা বিশ্বের মুসলিম তা উদযাপন করে, তাতো অবশ্যই জানেন।আর আমরা জানিনা খ্রীস্টপূর্ব কত বছর পূর্বের ঘটনা। ইসলাম ধর্ম সর্বপ্রথম তা নিয়ে আরো অনেক উল্লেখ্য ঘটনা আছে যা বলে শেষ করা যাবে না। ইসলামের সকল নবী রাসূলগনের নিদর্শন কাজ গুলো কোরআনে উল্লেখ করা হয়েছে। তা কিভাবে হলো একটু ভেবে দেখবেন,,,,,,,,,,,,,
      আমাদের প্রসিদ্ধ ধর্মগ্রন্থ ৪টি।
      তার মধ্যে কোরআন সর্বোচ্চ আসনে।
      আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়ে আমাদের শেষ নবীর উপর কোরআন নাযিল করেছে, তাই আমরা কোরআন কে মানি, বিশ্বাস করি। ১৪০০ বছর আগে ইসলাম ধর্ম আসেনি, যা জানেন ভুল জানেন। ১৪০০বছর আগে আমাদের শেষ নবী এসেছে। আপনাদের বিভিন্ন ধর্মের ভুল ধারণা ভেঙে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে, এবং ইসলাম একটা প্রতিষ্ঠিত ধর্ম।
      আমরা সকল নবী রাসূলগনদের বিশ্বাস করি।
      ইসলাম এসেছে সৃষ্টির শুরুতেই।
      এতেই বুঝা যায় আমাদের ইসলাম ধর্ম কতটা মর্যাদার।
      এত দলিল, বৈজ্ঞানিক ব্যাখ্যা আর কোন ধর্ম দেখাতে পারবেনা। যা আমরা দেখাতে পারব।
      ইসলাম ধর্ম সত্য, সুন্দর।

  • @AvijitRajGaming
    @AvijitRajGaming Год назад +19

    Hindu is the best 🔥

    • @shunno5212
      @shunno5212 Год назад

      Gobor kha salar pola , Hindu nam dise mosolmanra

    • @sumonmhamud2589
      @sumonmhamud2589 Год назад +6

      দাদা আপনারা আপনাদের ধর্মগ্রন্থ কে ভালো করে জানুন কি বলা হয়েছে বুঝতে চেষ্টা করুন।। তারপর সিদ্ধান্ত নিন।।প্রয়োজনে ডাঃ জাকির নায়েক এ-র হিন্দু ও মুসলিম সাদিকা সাদৃশ্য বা মিল নিয়ে আলোচনা শুনুন।।তাহলেই সত্য জানতে পারবেন আশাকরি।

    • @SujonDev-hi7jv
      @SujonDev-hi7jv 4 месяца назад

      ​@@sumonmhamud2589শুনতেছি জাকির নায়েক নাকি মারা গেছে ভালো হয়েছে না হলে এতদিন জেলে থাকতো

    • @jayashrichakraborty1271
      @jayashrichakraborty1271 Месяц назад

      ​@@sumonmhamud2589মুসলিম দের কাছে আমরা আমাদের ধর্ম নিয়ে জ্ঞান শুনতে চাই না ।কারণ তাদের উদ্দেশ্য ভালো জানি ।

    • @IqbalHossain-j2y
      @IqbalHossain-j2y Месяц назад

      হিন্দু ইজ দ্যা মাদারচোদ নেশান এন্ড রিলিজিউন!

  • @dasbadol615
    @dasbadol615 2 года назад +59

    কৃষ্ণ এসে ছিলেন দ্বাপরযুগে ৮ লক্ষ বছর আগে। ত্রেতাযুগে রাম ১২ লক্ষ বছর আগে। শ্রীমদ্ভগবদ্গীতা-শ্লোক-২. ৪র্থ অধ্যায়,পৃষ্ঠা-২৩১

    • @BD-5271
      @BD-5271 2 года назад

      ★ ভগবত গীতা ৪র্থ অধ্যায়-শ্লোক -২
      এবম্‌ পরম্পরা প্রাপ্তম্‌ ইমম্‌ রাজর্ষয বিদুঃ ।
      সঃ কালেন ইহ মহতা যোগঃ নষ্টঃ পরন্তপ।২
      অর্থ-এই ভাবে পরম্পরের মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিল কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্টপ্রায় হয়েছে।

    • @BD-5271
      @BD-5271 2 года назад

      ★ একটু লজ্জা হওয়া দরকার - অন্তত নিজ ধর্মের সঠিক রেফারেন্স টা পর্যন্ত দিতে পারেনা - থু

    • @mdhasanuzzaman4344
      @mdhasanuzzaman4344 2 года назад +24

      আরেহ ভাই, এতো বছর আগে তো কথা বলার মতো কোনো ভাষাই আবিষ্কার হয়নি।
      তো তোমার কৃষ্ণ রাম এবং আরো যারা যারা আছে, তারা কথা বলতো কিভাবে?
      আঙ্গুল দিয়ে??😅

    • @tony8739
      @tony8739 2 года назад +6

      @@mdhasanuzzaman4344 আরে তোরা তো 2 দিন আগে এলি ,আর বোকিশ না

    • @tony8739
      @tony8739 2 года назад +7

      @@mdhasanuzzaman4344 কোনো ভাষা ছিলোনা তুই কি করে জানলি,
      1500 বছর আগে এলি আবার বরো বরো কথা

  • @___ArifkhancoxsBazar
    @___ArifkhancoxsBazar Год назад +9

    __কালিমার দাওয়াত দিয়ে গেলাম সবাইকে...!🌺🌺
    🌸 لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ الله(ﷺ)__🥰🌺✌️💝
    -লা ইলাহা ইল্লাআল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:)🌺✌️💝

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Год назад

      আপনি কীভাবে জানলেন যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং মোহাম্মদ সেই উপাস্যের রসূল?

  • @MizanurRahman-vt3fi
    @MizanurRahman-vt3fi 5 месяцев назад +2

    সত্যের ইতিহাস রেখে যাওয়ার জন্য অব্যক্ত ভালোবাসা ও শ্রদ্ধা।

  • @rinamondal2976
    @rinamondal2976 4 месяца назад

    ওয়াও কি সুন্দর বিশ্লেষণ, ধন্যবাদ। এতটুকু জ্ঞান আহরণের জন্য কতটা কষ্ট করতে হয়েছে ভেবে আমার খুব খারাপ লাগছে, আপনাকে অনুরোধ করছি আপনি এরকম কষ্ট আর করবেন না।নিজ নিজ বিশ্বাস নিয়ে সকল কে থাকতে দিন।

  • @MR_COBRA_444
    @MR_COBRA_444 6 месяцев назад +4

    যদি হিন্দু ( সনাতন) ধর্মের ইতিহাস জানতে হলে গীতা পড়ুন 🙏🙏

    • @NuhunAli
      @NuhunAli 4 месяца назад +1

      ইসলাম জানতে হলে Quran পড়ো ইতিহাস জানতে হলে 😇😇😇

  • @gaingaming4382
    @gaingaming4382 2 года назад +21

    দাদা এইসব বলার আগে হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থটা আপনি একবার পড়ে আসুন তাহলে আপনি বুঝতে পারবেন

    • @golammaolasawpnil4317
      @golammaolasawpnil4317 Год назад +8

      জি আপনিও পড়ে নিবেন।।
      ধর্ম আল্লাহ একেকবার একেক নিয়ম করে পাঠিয়েছে আমার জন্ম অন্নেক আগে হলে আমাক বেদ মানা লাগতো, বুদ্ধের সময় জন্ম হলে বুদ্ধ মানা লাগতো, ইসা(আঃ) এর সময় জন্ম হলে খ্রিস্টান ধর্ম মানা লাগতো আর যেহেতু আমার জন্ম হযরত মোহাম্মদ(সাঃ) এর সময় হয়েছে তাই আমাক কুরান মানা লাগে, তাই অন্য ধর্ম গ্রন্থের যেসব এখনও রক্ষিত আছে সেসব বিশ্বাস করি। এক আল্লাহই পাঠিয়েছেন আর আমরা তা নিয়েছি ভেদাভেদ হিসাবে।।

    • @sumonmhamud2589
      @sumonmhamud2589 Год назад +1

      দাদা আপনারা আপনাদের ধর্মগ্রন্থ কে ভালো করে জানুন কি বলা হয়েছে বুঝতে চেষ্টা করুন।। তারপর সিদ্ধান্ত নিন।।প্রয়োজনে ডাঃ জাকির নায়েক এ-র হিন্দু ও মুসলিম সাদিকা সাদৃশ্য বা মিল নিয়ে আলোচনা শুনুন।।তাহলেই সত্য জানতে পারবেন আশাকরি।।।।

    • @Zadkiel_edit
      @Zadkiel_edit 9 месяцев назад

      ​@@golammaolasawpnil4317thik

    • @RaselIalsm-ht2ef
      @RaselIalsm-ht2ef 9 месяцев назад

      উনি হিন্দু ধর্মের গ্রন্থ সম্পর্কে পড়ে বিশ্লেষণ করে ভিডিও করেছে আর আপনারা পড়ে অন্ধের মত বিশ্বাস করেন। উনি যে গুলো উপস্থাপন করেছে আপনাদের ধর্মের বই থেকে সেই গুলো মিথ্যা প্রমাণ করে দেখান তাহলে বুঝবো উনি না পড়ে ভিডিও করেছে

    • @rakibsdiary763
      @rakibsdiary763 6 месяцев назад +2

      নিজের ধর্ম ভালোভাবে পড়েন তো? আমাদের ধর্মের কীতাব এর হাফেজ আছে,, আবার আলেম আছে যারা পুরো কীতাব এর প্রত্যেক টা লাইনের ব্যাক্ষা দিতে পারে, আপনি তো আপনাদের ধর্মের ধর্মগ্রন্থ গুলারি নাম বলতে পারবেন না ভালোভাবে🤣🤣

  • @SumanHalder-s7x
    @SumanHalder-s7x Месяц назад +1

    😜😜👎👎💃💃🤞🤞🫵 জয় সনাতন ধর্ম 🕉️🕉️🙏🙏🫡🇮🇳

  • @MdHridoy-ud2vu
    @MdHridoy-ud2vu Год назад +16

    আপনি যা বলেছেন, ঠিক ,, সত্য বলার জন্য অনেক ধন্যবাদ,,

    • @bishnumodak7246
      @bishnumodak7246 Год назад

      প্রিয় বন্ধু ইউটিউব দেখে কোনো ধর্মকে জাস্টিফাই করা উচিত নয়

    • @DebasishMandal-b4z
      @DebasishMandal-b4z Год назад

      আচ্ছা ভাই তুমি কি জানো তুমি ও হিন্দুদের? একটু বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নাও নিজেই কিরকম জানো তো তুমি একটু মুঘল সম্রাট দের আগের কথা ভাবো তখন তো কেউই মুসলমান ছিলো না তাহলে তুমি কি করে মুসলিম হলে বলো তো? আমি বলছি তুমি ও হিন্দুদের। আর যে এই সব কথা বলছেন ও হিন্দুদের
      যখন মুঘল রা সাম্রাজ্যের গঠন করে ছিলো ওরা ভেবে আসেন যে এখানে মুসলিম জাতির বিস্তার করতে হবে তারপর ওরা নানা ভাবে মুসলিম জাতির বিস্তার করছিলেন। তারপর তো ইংরেজ এলো দিয়েই ভারত স্বাধীনতা লাভ করলেও ভাগ হয়ে গেলো 3 ভাগে। একটুখানি ভেবে দেখবেন। হিন্দুদের নিয়ে সমালোচনা করে লাভ নেই তোমাদের সবাই হিন্দুদের শুধু ভুল ঠিক কিন্তু কিছুই বোঝেনা আর না জেনে শুধুমাত্র ছোটো করার জন্য উল্টো পাল্টা মন্তব্য করতে থাকেন কেনো?হিন্দুদের ধর্ম কে বোঝা টা খুব কষ্টের কারণ যেটা মনে হয় ভুল ওটা কে জানার চেষ্টা করুণ কোনো হিন্দু পন্ডিত এর কাছে। কারণ সব কিছু ভুল এর মধ্যে ও কারণ লুকিয়ে থাকে আর পৃথিবীর ভালো ও সমাজের ভালো হয় সে গুলো। গীতা তে লেখা আছে যে যা হচ্ছে সেটা ও ভালো আবার যা হবে সেটা ও ভালোর জন্যই। এর পরে নিজেদের যদি মাথায় কিছুই যদি থাকে তাহলে বুঝে নিতে হবে। তোমাদের প্রত্যেক টা মানুষ ভুল বুঝে থাকে কারণ তোমাদের যে আলেম রা ওরা কিছুই বোঝেনা না জেনে জনগন কে বকা বানিয়ে নিজেদের রোজগারের পথ কে পরিস্কার করার জন্য শুধুমাত্র হিংসা মূলক ভাষণ আর বিভেদ সৃষ্টি করে যাচ্ছেন আর শুধু হিন্দুদের ধর্ম কে অপমান করে আর ভুল ঠিক না জেনে ভুল বুঝিয়ে যাচ্ছেন আর তোমরা ওদের কথা কে বেশি বিশ্বাস করে যাচ্ছেন ওরা যেটা ভুল বলছেন বিচার করে দেখবেন না জানলে জানার চেষ্টা করো দেখবেন ওটার একটা কারণ আছে। আর তোমাদের ধর্ম কে যদি বড়ো বলছো বলো বলে যদি সুখের সংসার ধর্ম করতে পারো করো। হিন্দুরা শান্তি চাই।

  • @ashiksumon4545
    @ashiksumon4545 Год назад +7

    আলহামদুলিল্লাহ আমি মুসলিম আল্লাহ মহান 🥰💝

    • @rahulbiswas8
      @rahulbiswas8 Год назад

      😂 অন্ধ নামাজী

    • @tofazzolislam2649
      @tofazzolislam2649 Год назад

      হে আমরা অন্ধ নামাজী কারন আমার একবার নামাজে পরা শুরু করলে পুর পৃথিবী ভুলে এক আল্লাহর ইবাদত করি

    • @SajjadHossanOmio
      @SajjadHossanOmio Год назад

      ​@@rahulbiswas8অন্ধ জীবজন্তুর উপাসনা কারি

    • @rahulbiswas8
      @rahulbiswas8 Год назад

      @@SajjadHossanOmio মুসলিম = ঠার্কি নবীর ফলোয়ার

    • @rahulbiswas8
      @rahulbiswas8 Год назад

      @@SajjadHossanOmio মুসলমান = পেডোফাইল নবীর অনুগামী

  • @mohammedsattar1289
    @mohammedsattar1289 3 месяца назад +3

    Excellent presentation and Wonderful commentary

  • @bulbulahammed8955
    @bulbulahammed8955 Год назад

    Islam is the best and true religion of the world

  • @a.s.r.nsonatandharma1203
    @a.s.r.nsonatandharma1203 Месяц назад

    সনাতন ধর্ম প্রাচীন ধর্ম এতে কোন সন্দেহ নেই।

  • @bikramsarkar1305
    @bikramsarkar1305 Год назад +4

    কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল ৫০০০ বছর পূর্বে

    • @hbchannel4470
      @hbchannel4470 Год назад +2

      প্রমাণ কি,,,
      আর কোন জায়গায়,,
      নিদর্শন কি,,,
      সিন্ধু সভ্যতা হচ্ছে সবচেয়ে পুরাতন,, তার বয়স এই ৫০০০ বছর

    • @pujadeb3651
      @pujadeb3651 Год назад

      ​@@hbchannel4470 কুরুক্ষেত্রে যাও ইন্ডিয়া সেটা... বেকুব

    • @taposdebnath8251
      @taposdebnath8251 Год назад

      ​@@hbchannel4470গুগল করে দেখ

    • @rakibsdiary763
      @rakibsdiary763 6 месяцев назад

      যেখানে আর্য রাই ভারতবর্ষে এসেছিলো ৩ হাজার বছর আগে,,, সেখানে কুরুক্ষেত্র কিভাবে ৫ হাজার বছর আগে হয়🤣🤣 মুর্খের দল ইতিহাস পড়িস,, আর্যরাই মহাভারত রচনা করছে,,

    • @mahmodulislam8846
      @mahmodulislam8846 2 месяца назад

      ​@@pujadeb3651 ভিডিও তে যা বলল তা ভুল প্রমাণ করেন

  • @AvijitRajGaming
    @AvijitRajGaming Год назад +10

    Hindu Like
    👇 🤟🤟🤟

  • @abieabdullah6458
    @abieabdullah6458 2 года назад +13

    ভিডিও গুলো তৈরি করে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ😊😊 কারন সব ধর্মে ব্যপারেই জেনে রাখা ভালো। আলহামদুলিল্লাহ আমি মুসলিম

  • @MdJamal-px5wnikk
    @MdJamal-px5wnikk 4 месяца назад

    আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম

  • @norilovesyou3
    @norilovesyou3 3 месяца назад

    একমাত্র ঈশ্বর আছেন, যিনি যীশু নামে একজন মানুষ হয়েছিলেন, আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। সে আপনার সাথে সম্পর্ক চায়। পাপ থেকে তওবা কর, কারণ তিনিই সত্য এবং একমাত্র পথ❤️✝️।

    • @apurbonova5694
      @apurbonova5694 3 месяца назад +1

      ঈশা (আঃ) আমাদের নবী হয়। সৃষ্টিকর্তা একজন তিনি আল্লাহ। যতদিন পর্যন্ত ঈশা নবীর কথা অনুযায়ী আল্লাহ কে মানবেন না, ততদিন পর্যন্ত আপনাদের পাপ মোচন হবে না। ঈশা নবী নিজেকে কখনো ঈশ্বর দাবি করেন নাই।

    • @rojobali966
      @rojobali966 2 месяца назад +1

      যীশুর আগেও অনেক নবী এসেছিলেন। যীশুও একজন নবী। যীশু তার শিষ্যদের বলেছিলেন একদিন সত্যের আত্মা আসবে। তিনি তোমাদের মুক্তির পথ দেখাবে এবং তোমরা তাকে অনুসরণ করবে,তোমাদের কে তিনি সম্মানিত করবেন। সত্যের আত্মা বলতে হযরত মুহাম্মদ সঃ কে বুঝিয়েছেন,এবং মুহাম্মদ সঃ মরিয়ম আঃ/ মেরী কে সম্মানিত করেছেন। কাজেই আপনাদের উচিত যীশু বা ঈশা আঃ এর কথা মেনে চলা

  • @himadrighosh1897
    @himadrighosh1897 2 года назад +38

    এটা হলো মুসলিম ব্যাখ্যা

    • @ashikmunshi8472
      @ashikmunshi8472 2 года назад +2

      মানে

    • @hridoykhan0000
      @hridoykhan0000 Год назад +3

      @@ashikmunshi8472 পাগল নাকি আপনি এটা তিনি ইতিহাস তুলে ধরেছেন

    • @DilipMandal-uw3mw
      @DilipMandal-uw3mw Год назад

      ​@@ashikmunshi8472 000

    • @_abbajan_
      @_abbajan_ Год назад +4

      muslim bekkha hindu bekkha abr ki😂

    • @bhai_sajib111
      @bhai_sajib111 Год назад

      লজিক??

  • @fatemabegum-sq5hf
    @fatemabegum-sq5hf 5 месяцев назад +3

    প্রত্যেক ধর্মের লোকই মনে করে তার ধর্মটাই সেরা। তাই কোন ধর্মকেই ছোট করে দেখা উচিত নয়। আর কোন ধর্মটা বেশি প্রাচীন তাও বিবেচ্য নয়। আসলে দেখতে হবে কোন ধর্মের ধর্মগ্রন্থটি সময়ের বিচারে বা বিজ্ঞানের বিচারে ত্রুটিমুক্ত বা নিখুঁত। তবে একসময় অন্যান্য গ্রন্থগুলোও নিখুঁতই ছিল যা কালের পরিক্রমায় বিকৃতি ঘটে গেছে।

  • @MdKhorshedAlom-b1x
    @MdKhorshedAlom-b1x Год назад +14

    সত্য কখনো লুকিয়ে রাখা যায় না,

    • @রুপান্তর-য৯গ
      @রুপান্তর-য৯গ Год назад +1

      এটাও ঠিক, ইসলাম এসেছে মাত্র 1500 বছর আগে

    • @dhnybb2687
      @dhnybb2687 Год назад +4

      @@রুপান্তর-য৯গ eta apnar bhul dharona... Islam aseni 1500 bochor age. 1500 bochor age aseche hazrat Mohammad sallallahu alaihi wa sallam tini ekjon nobi| Mohammad sallallahu alaihi wa sallam er ageo onek nobi aseche ..| prithibir sorbo prothom manob adom alaihi wa sallam tini o ekjon nobi...| Asa kori bujhte pereche jodi na murkho hon ...

    • @রুপান্তর-য৯গ
      @রুপান্তর-য৯গ Год назад

      @@dhnybb2687 যতই বলেন না কেন নবি মোহাম্মদের আগে ইসলাম-মুসলিম বলতে কিছু ছিল না। ইতিহাসে এমন কোনো প্রমাণ নেই।

    • @FajlyRahim
      @FajlyRahim Год назад

      ​@@রুপান্তর-য৯গproman ace 1500 year er?

  • @m.a.kaiumbhuiyan105
    @m.a.kaiumbhuiyan105 Год назад +4

    ১. হযরত আদম (আলাইহিস সালাম)
    বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম (আলাইহিস সালাম)-কে নিজ দু’হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন (ছোয়াদ ৩৮/৭৫)। মাটির সকল উপাদানের সার-নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরী সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন।[1]
    অতঃপর আদমের পাঁজর থেকে তাঁর স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন।[2] আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগত ভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী-স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানববংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুরআন-এর বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রারম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহামানব, বন্যমানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন, তা অলীক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এযাবত এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদ্বর্তিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন (১৮০৯-১৮৮২) যে ‘বিবর্তনবাদ’ (Theory of Evolution) পেশ করেছেন, তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।
    প্রথম মানুষ আদি পিতা আদম (আঃ)-কে আল্লাহ সর্ব বিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্ত্তকে করে দেন মানুষের অনুগত (লোকমান ৩১/২০) ও সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব (ইসরা ১৭/৭০)। আর সেকারণেই জিন-ফিরিশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল। কিন্তু ইবলীস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মত অভিশপ্ত হয়ে যায় (বাক্বারাহ ২/৩৪)। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদতগুযার। সেকারণ জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল।[3] কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকার বশে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গযবে পতিত হয়। এজন্য জনৈক আরবী কবি বলেন,
    لوكان للعلم شرف من دون التقى
    لكان أشرف خلق الله إبليسُ
    ‘যদি তাক্বওয়া বিহীন ইলমের কোন মর্যাদা থাকত,
    তবে ইবলীস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হ’ত’।

  • @shovonchandro7685
    @shovonchandro7685 10 месяцев назад

    ভিডিওর কথাগুলো অনেক ভালো লাগলো, সুন্দর সুন্দর লজিকো ছিল। আর আমি হিন্দু ধর্মাবলম্বী। 🤍🖤

  • @simaroy143
    @simaroy143 Месяц назад +1

    আমি হিন্দু আমি গর্বিত 😊😊

    • @Yours_Nabila
      @Yours_Nabila Месяц назад +1

      আপু একটু বুঝুন,আপনারাই ঠাকুর তৈরি করেন আবার আপনারাই তাকে প্রভু মানেন,,এটা হইলো?

    • @simaroy143
      @simaroy143 Месяц назад

      @Sheikh____Nabila64 শুধু বানাই সেটা বেপার toh না অনেক মন্ত্রো অনেক কিছু দিয়ে ঠাকুর কে জোকগ্রত করি,, অনেক নিয়ম যা আপনি বুঝবেন না

    • @Yours_Nabila
      @Yours_Nabila Месяц назад

      @simaroy143 আপু ৩৩ কোটি প্রভু কিভাবে হয়?

    • @simaroy143
      @simaroy143 Месяц назад

      @Sheikh____Nabila64 আপনি বুঝবেন না,,,

  • @subhashdas9760
    @subhashdas9760 Год назад +11

    আপনার কথা গুলোর কমেন্টে দেখা যায় সবাই৷ মুসলিম।কিন্তুনিজের ধর্মের ভুল গুলি বলুন। মুফতি আবদুল্লাহ আলো মাসুদ,মহি উদ্দিন সাহেবদের বক্তব্য কি জানুন।

    • @ImranAli-eg8sh
      @ImranAli-eg8sh Год назад

      ভুল মানুষের কাছে ভুল শিখবেন।কোরানে কিছু রুপক বিষয় আছে অবিশ্বাসিরা এগুলো নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে।বর্তমানে বিজ্ঞানের যুগ বিজ্ঞান দিয়ে ধর্মগ্রন্হ গুলো যাচাই করুন। বর্তমান জিবন ক্ষনস্থায়ী যা করার এখনই করতে হবে।ভুল শোধরানোর এখনই সময়।মৃত্যুর পরের জীবন চিরস্থায়ী। তখন ভুল শোধরানোর সুযোগ থাকবেনা।সেদিন বিচার দিবস।সৃষ্টি কর্তার কাছে সকল কাজের হিসেব দিতে হবে।

    • @rosekhondoker1547
      @rosekhondoker1547 6 месяцев назад +2

      আমাদের ধর্মে কোন ভুল নাই আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই আর কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে না একটি ভুল।।। একমাত্র সত্য ধর্ম ইসলাম এবং কোরআন সত্য গ্রন্থ স্রষ্টার প্রেরিত একমাত্র নির্ভুল অবিকৃত ধর্মগ্রন্থ এবং কেয়ামত পর্যন্ত অবিকৃত সত্যি থাকবে কোরআন মাজিদের হেফাজত স্বয়ং আল্লাহ তায়ালা করবেন সেটা আল্লাহ কথা দিয়েছেন ।।

    • @MstSharmin-ud9gg
      @MstSharmin-ud9gg 4 месяца назад

      ​@@rosekhondoker1547ধন্যবাদ আপনাকে
      এটা বলতেই আসছিলাম

    • @muslim_brother99
      @muslim_brother99 Месяц назад

      এখানে হিন্দু ধর্মের জন্ম পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে।

    • @Mosarof-i8x
      @Mosarof-i8x Месяц назад

      ককদদদখদদখকাকখখখখ​😊@@rosekhondoker1547

  • @mdtahertaher1356
    @mdtahertaher1356 Год назад +18

    সত্য কথা বলার জন্যে আপনাকে ধন্যবাদ ভাই

    • @sumantapramanik
      @sumantapramanik Год назад +1

      Sampurna bhul bhal byakkha. Obossyo ekjon bustubadi dharmik er kaach theke er beshi kichu aasha korao bhul.

  • @agniswar3
    @agniswar3 2 года назад +20

    Rig Veda 1.35.9
    “The sun moves in its own orbit but holding earth and other heavenly bodies in a manner that they do not collide with each other through force of attraction.
    Rig Veda 1.164.13
    “Sun moves in its orbit which itself is moving. Earth and other bodies move around sun due to force of attraction, because sun is heavier than them.
    Atharva Veda 4.11.1
    “The sun has held the earth and other planets”

    • @mdhasanuzzaman4344
      @mdhasanuzzaman4344 2 года назад +2

      I've read your comments...
      I think, You are very much educated person....Please, if you can, read the holy Quran & correctly understand the meaning, then compare it with your Veda...
      I hope, you will find the real truth soon 🙂

    • @VasudevaKrishna-ci3xe
      @VasudevaKrishna-ci3xe 2 года назад

      drive.google.com/drive/folders/1H4ov2Dk-XdkYmjIbJKKbrCUQtzkzMK1R

    • @brojosingha6700
      @brojosingha6700 Год назад +2

      These scriptures were written by the then sages from their own ideas and imaginations. Now, we have science and technology by which we can test, examine, experiment in laboratory with devices, equipments. Religious books are not dropped from the sky. Just written by the then authors.
      Please watch social media channels live talks, videos where they have been showing many wrong words, rules, instructions for cruelties, inhuman, immoral, against women's rights, against
      human rights, under age girls marriage, no friendship with kafers, mushriks,yehudi nassars, don't live with them, continue attack, jihad against kafers Mushriks yehudi nassars. Kill murtads etc.in suras, Ayats, sohi Hadiths, Tafsirs, Sirats etc. So, many things are coming to light.
      Religious books are ridiculous. Thanks.

    • @sumantapramanik
      @sumantapramanik Год назад +2

      @@mdhasanuzzaman4344 There is not comparison with Veda. Because Veda deals with way of life to the extent out of the physical existance. You cannot understand it. Quaran is a book appeared long time after and looks copied script from here and there. The purpose was mostly political.

    • @sumonmhamud2589
      @sumonmhamud2589 Год назад +1

      দাদা আপনারা আপনাদের ধর্মগ্রন্থ কে ভালো করে জানুন কি বলা হয়েছে বুঝতে চেষ্টা করুন।। তারপর সিদ্ধান্ত নিন।।প্রয়োজনে ডাঃ জাকির নায়েক এ-র হিন্দু ও মুসলিম সাদিকা সাদৃশ্য বা মিল নিয়ে আলোচনা শুনুন।।তাহলেই সত্য জানতে পারবেন আশাকরি।

  • @ShulyRaniShil
    @ShulyRaniShil Месяц назад

    6:07 minute এ আপনি বলেছেন বেদের ভাষা হলো সংস্কৃত । আমরা সবাই জানি যে পৃথিবীর সব ভাষা এসেছে কোন না কোন ভাষা পরিবার থেকে। বেদের ভাষাগুলো সংস্কৃত কিন্তু এখানে বলা ঠিক নয় যে বেদ যে প্রাচীন ধর্মগ্রন্থ নয়। কেননা প্রাচীনকালে মানুষের ভাষা আপনিও জানতেন না আমিও জানতাম না যে কি ছিল। অনেক ভাষায় কিন্তু বিভিন্নভাবে পরিবর্তিত হতে হতে আজ পর্যন্ত বাংলায় পরিণত হয়েছে, ইংরেজিতে পরিণত হয়েছে। বেদের ভাষাগুলো আগের দিনের মানুষেরা হয়তো অন্য কোন একটা ভাষা থেকে পরিবর্তন করে সংস্কৃত তে লিখেছিলো। এই সংস্কৃত কেউ কিন্তু মানুষরা একদম সম্পূর্ণ পরিবর্তন করে বাংলা লিখেছে । ইংরেজিতে বেদকে অনুবাদ করা গিয়েছে, আরবিতে অনুবাদ করা যায়। তাহলে কিভাবে আপনি বলতে পারেন যে বেদের ভাষা সংস্কৃত তাই এটি অনেক পুরাতন ধর্মগ্রন্থ নয়? এটি অন্য কোন ভাষা থেকেও তো আসতে পারে........

  • @Assalamualaikum-f2i
    @Assalamualaikum-f2i Год назад +23

    আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে বোঝার তৌফিক দান করুক 🤲

    • @rohitpathan-rc3ic
      @rohitpathan-rc3ic Год назад

      আমন

    • @rahulbiswas8
      @rahulbiswas8 Год назад

      আল্লাহ থাকলে তো করবে

    • @BD-5271
      @BD-5271 Год назад

      @@rahulbiswas8
      ★ শোন ভালো হয়ে যা - ভালো হতে পয়সা লাগে না। জ্ঞানীরা এরজন্য বলে যারা মূর্তি পূজা করে তারা মূর্খ

    • @SajjadHossanOmio
      @SajjadHossanOmio Год назад

      ​@@rahulbiswas8ভগবান =হাতি বান হনুনান😂😂😂

    • @rahulbiswas8
      @rahulbiswas8 Год назад

      @@SajjadHossanOmio মুসলমান = গুয়ের জল খাওয়া নবীর ফলোয়ার

  • @biswajitpaul9450
    @biswajitpaul9450 Год назад +4

    হিন্দু শব্দটি একটি উচ্ছসিত, এবং হিন্দুধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্ম হিসেবে দেখা হয়। অনেক অনুশীলনকারীই তাদের ধর্মকে সনাতন ধর্ম বা চিরন্তন পন্থা হিসাবে উল্লেখ করেন, যেমনটি হিন্দু ধর্মগ্রন্থে প্রকাশিত হয়েছে, যার দ্বারা এর উৎস মানব ইতিহাসের বাইরে, এমন ধারণা বুঝানো হয়।

    • @imamhissain8927
      @imamhissain8927 Год назад +4

      সব ধর্ম সম্পর্কে যাচাই করেন এবং সত্যতা নিশ্চিত করুন তাহলে বুঝবেন কোনটা সঠিক

    • @anamika36924
      @anamika36924 Год назад +2

      @@imamhissain8927 আপনি সত্যতা যাচায় করে বলুন রাম সেতুর বয়স কতো?? শ্রী কৃষ্ণ যে সমুদ্রের মাঝখানে যে দ্বারকা নগরীর বানিয়েছিলো তো জলের নিচে আজও দেখতে পাওয়া যায়,তার ইতিহাস টা একটু বলুন তো , আর ইসলাম যদি প্রাচীন হয় তাহলে কোরান প্রাচীন ভাষা সংস্কৃত ভাষায় না লিখে আরবীতে কেনো হলো

    • @SajjadHossanOmio
      @SajjadHossanOmio Год назад +2

      ​@@anamika36924ভগবান =সাপ হনুমান হাতি বানর😂😂😂😂

    • @anamika36924
      @anamika36924 Год назад +2

      @@SajjadHossanOmio Allah= black box 😑

    • @SajjadHossanOmio
      @SajjadHossanOmio Год назад

      @@anamika36924একটু বুজিয়ে বলুন।

  • @pappu103-s5o
    @pappu103-s5o 2 года назад +10

    আমাদের জাতী হিন্দু আমাদের ধর্ম সনাতন 🚩🚩🚩

    • @debashishroydebashishroy8956
      @debashishroydebashishroy8956 2 года назад +1

      আমাদের জাতির নাম আর্য জাতি, ধর্ম সনাতন।

    • @mdhasanuzzaman4344
      @mdhasanuzzaman4344 2 года назад +1

      ভাই, সত্যের পথে আসো।
      ভুল টা জানার পরেও কেনো ভুল টাই গ্রহণ করছো?
      তোমাদের বিবেক কি কিছুই বুঝতে চায় না?
      যদি হিন্দু ধর্মের প্রধান ধর্ম গ্রন্থ সত্যি সৃষ্টিকর্তার নিকট থেকে প্রেরিত হতো, তাহলে নিশ্চয়ই এতটা ভুল বা অসামঞ্জস্য থাকতো না।
      এবং, সেইটাই সর্বকালের সকলের জন্যেই শতভাগ নির্ভুল, সঠিক ও অপরিবর্তিত থাকতো।
      কারণ সৃষ্টিকর্তার কোনো ভুল থাকতে পারে না।
      তিনি সর্ব শক্তির অধিকারী ও নির্ভুল।🙂I've read your comments...
      I think, You are very much educated person....Please, if you can, read the holy Quran & correctly understand the meaning, then compare it with your Veda...
      I hope, you will find the real truth soon 🙂

    • @balachem007
      @balachem007 Год назад

      @@mdhasanuzzaman4344 what's ur qualification? apni ki sobkicu jene gecen 1ta video dekhei? apni bibek sekhate esecen...apni ki bibek word tar meaning analysis korte parben? pls explain. I want to learn something from you. Okay apnar dharmo theke amader kicu sekhan...jeta Sikhe sobai sotter pathe apnar Dharme chhute jabe.

    • @RobiulIslam-wi1wr
      @RobiulIslam-wi1wr Год назад

      বিতর্কের কিছু নাই
      বিশ্লেষণ করে দেখবেন
      সঠিক পথ পাবেন।

    • @blackboypranto9971
      @blackboypranto9971 Год назад

      জাতী ভুল পথে হাটছে আপনিও সেই পথেই হাটবেন,,,, ইসলামকে একবার ছুয়ে দেখুন,,,সত্য ধর্ম ও সত্য সৃষ্টিকর্তা কে খুজে পাবেন,,, আল্লাহ আপনাকে রহমাত করুন

  • @BadalRana-h5i
    @BadalRana-h5i 7 месяцев назад +2

    Islam all the best ❤❤ love you Allah ❤❤❤❤

  • @snehasamaddar7194
    @snehasamaddar7194 3 месяца назад

    Ami hindu dhorme kono logic na peye islam kubul korechi kintu amr family eisob janena 😞ami janina future e amr sathe ki hobe but amr bishas ache allah amk protect korbe ❤❤

    • @MdAkib-c7k9u
      @MdAkib-c7k9u 13 дней назад

      আপনাকে আল্লাহ নেক হায়াত দান করবেন

  • @satyasanatan5330
    @satyasanatan5330 2 года назад +9

    হ্যা পৃথিবী চ্যাপ্টা তুমাদের ইসলামের দাবি🫠
    পরে বিজ্ঞানের সহায়তায় গোল হয়ে গেছে। কার দোর কত দূর বুঝা বড় দায়🤣🤣🤣

    • @unrelatedgamersff2271
      @unrelatedgamersff2271 2 года назад

      হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেন না.!
      আমি শুধু জানতে চাই :যদি পারেন উত্তর দিবেন.
      :1st- শিব ৬০,০০০ বিবাহ করেছিল সে
      মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় কেন❓
      :
      একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায়
      তার স্ত্রী_দুধ দিয়ে শিবের গোপন_অঙ্গ
      ধৌত করে কেন.❓
      :
      এটা কি কোন সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য.❓
      এমন কুরুচি পূর্ন আদেশ সৃষ্টিকর্তা দিতে
      পারেন.❗
      -
      2nd- শিব তার নিজের ছেলে গনেশকে
      চিনতে পারেনি কেন.❓
      চিনতে না পারার জন্য ছেলের
      গর্দান_কেটে ফেলেছিলেন.!
      :
      তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে
      চিনবেন.?
      :
      ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার
      বৈশিষ্ট্য.❓
      _
      3rd- দেবদাসীর ও যোগিনীর মত
      পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রাহ্মনগন কি অশ্লীলকর্মে লিপ্ত হন.❓
      :
      যদি তারা প্রকৃতার্থে ভগবান হয়ে
      থাকেন❓
      _
      4th- অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ_নারী ,,,
      মুখে দাতেঁ রক্ত ও হাতে রক্তাক্ত তলোয়ার.!
      কি করে সৃষ্টিকর্তা হতে পারে.❓
      উদাহরন-
      দূর্গা.❗
      _
      5th- কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয়। তবে
      সে কেন তার মামীর সাথে
      অবৈধ_সম্পর্ক রাখলো...❓
      :
      তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে
      এমন অবৈধ কর্মে লিপ্ত হয় যা তারা নিজেরাই আইনের
      বর্হিভূত.❓
      _
      6th- কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে
      পারে.❓
      কারন,,,
      সে প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুম
      গেছে,
      অনেক বিয়ে করেছে, দৈহিক তারনায়,
      রাম
      নিজের স্ত্রীকে সন্দেহ করেছে.!
      এসব কি সৃষ্টিকতার কর্ম হতে পারে ❓
      _
      7th- যদি রাম সৃষ্টিকর্তাই হন তবে কেন
      তিনি হনুমানের সাহায্য চাইবেন.❓
      :
      তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতার কমতি
      আছে.❓
      :
      _
      8th- রাম হনুমানের দু’ভাইকে কেন
      অকারনে খুন করলেন.❓
      :
      যেখানে রামের সাথে তাদের কোন
      শত্রুতা ছিল না ❓
      :
      সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব.❓
      _
      9th- রাবন যদি শয়তান হয়ে একদিনে
      লঙ্কায় পৌছাঁতে পারে.❗
      তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন ১২ বছর লাগলো.❓
      :
      তাও আবার হনুমানের সাহায্যে❗
      শয়তানের শক্তি সৃষ্টির্কতা হতে কি
      করে বেশি হওয়া সম্ভব❓
      _
      10th- কৃষ্ণা একজন সৃষ্টিকর্তা হয়ে কি
      ভাবে নারীদের স্নানরত_দৃশ্য উপভোগ করেন.❓
      :ও তাদের পোষাক_ লুকিয়ে রেখে
      দেন❓
      11th- গরু হিন্দুদের মা, গরুর পেট থেকে
      তো গরুর_বাচ্চা হয়.!
      কিন্তু
      মানুষের_বাচ্চা তো হয় না.❓
      :
      তাহলে গরু কি করে মানুষের মা হয়❓
      12th- আপনি যাকে বানিয়েছেন সে
      বড় নাকি আপনাকে
      যে বানিয়েছে সে বড় ❓
      উদাহরনঃ
      মুর্তি
      :
      একটু বিবেক দিয়ে চিন্তা করুন কে বড়!
      যদি
      জানা থাকে
      জানাবেন কিন্ত... আমি কিন্তু ধর্ম
      নিয়ে বাড়াবাড়ি করিনি❗
      আগেও বলেছি just জানতে চাইছি
      ভাইরে এক বার শান্তির ধর্মের মধ্যে
      ডুকে দেখ আর পিছনে ফিরতে ইচ্ছা হবে না।
      আল্লাহ সবাই কে হেদায়ত দান করেন( আমিন)

    • @satyasanatan5330
      @satyasanatan5330 2 года назад

      @@unrelatedgamersff2271 ভাই ভগবান এর অশেষ কৃপায় সব ৯৯% উত্তরই আমার আয়ত্তেই আছে🙏❤️🌸 হরে কৃষ্ণ।
      শুনতে চান কি? আপনি মে বি এটা একটা কপি পেস্ট করেছেন। এতগুলো উত্তর লিখতে অনেক সময়ের ব্যাপার ভাই। আপনাকে কিভাবে জানাতে পারি? একটু হেল্প করেন। একটা নির্বিঘ্নে কথা বলতে চাই শুধু ভাই আপনি যেই প্রশ্ন গুলো করেছেন সব কিছুই হুজুকে। আপনি কখনো জানার চেষ্টাই করেন নি। শুধু প্রশ্নগুলো তুলেছেন বা মনে পুষে রেখেছেন হিন্দুদের মুখ বন্ধ করার জন্য। সবাই তো সমান নয় তাই না? আমার জানা আছে। আশা করি আপনি আমার উত্তর শুনে আপনার মনের ভুল ধারনা গুলো সংশোধন করে সনাতন ধর্মে পুনরায় এসে জীবনকে ধন্য করবেন। নমস্কার ভাই।

    • @besttv6737
      @besttv6737 Год назад

      পৃথিবী সুষম গোলাকার নয়।কুরআনের তত্ব আর বিজ্ঞানের আবিস্কার এটা।

    • @ShanToBhaiX
      @ShanToBhaiX Год назад +7

      কিভাবে বিজ্ঞানের সহায়তায় গোল হয়ে গেলো যদি একটু ব্যাখ্যা দিতেন😅
      আসলে নিজের দুষ কেউ শিকার করতে চায় না।
      আপনি কেমন পারেন কুরআনের একটি ভূল বের করে দেখান।শুধু একটা।

    • @satyasanatan5330
      @satyasanatan5330 Год назад

      @@ShanToBhaiX যেটাকে আমরা ধর্ম বলেই গন্য করিনা তার আবার কিসের ভুল ঠিক! সনাতন ধর্ম ব্যতিত সকল মত কেবলই পথ মাত্র যার সূচনা এবং অন্ত সনাতন ধর্মের হাতে। আপনার কোরানের আয়ু ১৪০০+ হবে! আমার ধর্মের কোন শেষ শুরু নাই। আর যার শুরু আছে শেষ অনিবার্য। আপনারা জান্নাতের সুখের আশায় ভালো কর্ম করেন আর আমাদের একমাত্র মুক্তি ঈশ্বরের প্রতি আসক্তিতে। আপনাদের কোনো মুক্তির কথাই বলা হয় নাই। আমাদের চিন্তা চেতনা আপনাদের থেকে বহু আপডেট। একটু বুদ্ধি খাটান তাহলেই বুঝবেন।

  • @AponApon-bf4vj
    @AponApon-bf4vj Год назад +3

    সর্বপ্রথম পৃথিবীর ধর্ম ইসলাম

    • @MamachingMarma-n3t
      @MamachingMarma-n3t Год назад

      কিভাবে উল্লেখ করে দেখাও যেখানে প্রাচীন কালে মানুষরা পোশাক ও পরে না তখন কিভাবে ইসলাম জন্ম হল যখন বিজ্ঞানীরা পোশাক তৈরি করল তখন থেকে পর্দা করা নিয়ে হল তাহলে এর আগে কি ছিল বলতে পারেন ইসলাম প্রথম হলে কেন দেশ বিদেশ ঘুরে ঘুরে ইসলাম প্রচার করা হয় । যদি সৃষ্টি কর্তা প্রথম হয়ে থাকে সব ধর্মের মানুষরা বানানো কেউ প্রথম না

    • @PARTHIB-DN
      @PARTHIB-DN 19 дней назад

      1400 boccor er religion islam😂

  • @prodipacharjya6071
    @prodipacharjya6071 Год назад +3

    Apnake dhonnobad. Akhon apnar Etihas abong biggan dia muslim ba islam dhormo nia vedio koren.

  • @AbhiChakma-mr7ej
    @AbhiChakma-mr7ej 11 месяцев назад +2

    সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ

  • @nondonbarua323
    @nondonbarua323 8 месяцев назад +2

    পৃথিবীর সবথেকে বৈজ্ঞানিক ও যৌক্তিক শ্রেষ্ঠ ধর্ম একমাত্র বৌদ্ধ ধর্ম। মহান মহান বিজ্ঞানী ও দার্শনিকগন বৌদ্ধ ধর্ম গ্রহন করেছেন।☸☸☸☸☸

  • @polashbangla7365
    @polashbangla7365 Год назад +31

    সনাতন মানে = চিরন্তন সত্য, অতি প্রাচীন।যা পর্বে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

    • @princenahid3547
      @princenahid3547 Год назад

      😅

    • @sumonmhamud2589
      @sumonmhamud2589 Год назад +2

      দাদা আপনারা আপনাদের ধর্মগ্রন্থ কে ভালো করে জানুন কি বলা হয়েছে বুঝতে চেষ্টা করুন।। তারপর সিদ্ধান্ত নিন।।প্রয়োজনে ডাঃ জাকির নায়েক এ-র হিন্দু ও মুসলিম সাদিকা সাদৃশ্য বা মিল নিয়ে আলোচনা শুনুন।।তাহলেই সত্য জানতে পারবেন আশাকরি।

    • @diarirpata143
      @diarirpata143 Год назад +4

      নিজেই নিজের সৃষ্টিকর্তা কে সৃষ্টি করেন এ আমার কেমন ধর্ম

    • @nothing66123
      @nothing66123 Год назад +1

      hahahaj,,🤣🤣🤣🤣🤣

    • @rajbagchi2720
      @rajbagchi2720 Год назад

      ​@@sumonmhamud2589 পৃথিবীতে সবচেয়ে বড় মিথ‍্যাবাদি জাকির নায়েক।এটা প্রমাণিত হয়েছে।।

  • @salmansiddiquey2952
    @salmansiddiquey2952 2 года назад +9

    God (Allah) is one. Islam is the oldest religion. Adam, Noah, Jesus, Muhammad (peace be upon them) are respected messengers of Allah. They all said Allah(God) is one.

    • @mahamayabhattacharjee5618
      @mahamayabhattacharjee5618 Год назад

      Ato pobitra dharmo tai waj mehfile poro dhormer ninda hindu sanyasira to poro dhormo niye kishui bolena amder mahapurusra bolen joto mot to poth

    • @DipakBose-bq1vv
      @DipakBose-bq1vv 11 месяцев назад

      Where in the Bible or Tora, Allah was mentioned? Never. Jesus never said, allah, but father always.

    • @Zadkiel_edit
      @Zadkiel_edit 9 месяцев назад +1

      ​@@DipakBose-bq1vvAllah is Arabic name of god

  • @adittoponditrisha9434
    @adittoponditrisha9434 2 года назад +19

    বেদের বয়স যে ৩৫০০ বছর এটা আপনি কোথায় পেলেন

    • @AvijitRajGaming
      @AvijitRajGaming Год назад

      Yes

    • @ShanToBhaiX
      @ShanToBhaiX Год назад

      বেদ যে ভাষায় লেখার সেই ভাষার বয়স ৩৫০০ এই জন্য ওনি বলেছেন বেদ এর বয়স ৩৫০০।😑

    • @sumonmhamud2589
      @sumonmhamud2589 Год назад +4

      দাদা আপনারা আপনাদের ধর্মগ্রন্থ কে ভালো করে জানুন কি বলা হয়েছে বুঝতে চেষ্টা করুন।। তারপর সিদ্ধান্ত নিন।।প্রয়োজনে ডাঃ জাকির নায়েক এ-র হিন্দু ও মুসলিম সাদিকা সাদৃশ্য বা মিল নিয়ে আলোচনা শুনুন।।তাহলেই সত্য জানতে পারবেন আশাকরি।।।।

    • @sujonr1854
      @sujonr1854 6 месяцев назад

      ​@@sumonmhamud2589জাকির নায়েক যে ভন্ড নাস্তিকরা প্রমান করছে।

    • @Abir-o8q
      @Abir-o8q 6 месяцев назад

      ​@@sumonmhamud2589 জাকির নায়েককে ভারতে বহুবার ভন্ড প্রমান করা হয়েছে তাই তো সে পালিয়েছে

  • @mdjisankhan857
    @mdjisankhan857 9 месяцев назад

    💪الله💪
    লা ইলাহা ইল্লাল্লাহু,মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা)

  • @RijonRoy-bh3wv
    @RijonRoy-bh3wv Месяц назад +1

    হিন্দু ধর্ম শ্রেষ্ঠ

  • @aalauddinbasa3283
    @aalauddinbasa3283 2 года назад +14

    ভাই আপনার কথাগুলো এমনকি ব্যাখ্যাগুলা আমি খুবই সন্তুষ্ট তাই আপনাকে অনেক ধন্যবাদ

  • @m.a.kaiumbhuiyan105
    @m.a.kaiumbhuiyan105 Год назад +4

    হাফেয শামসুদ্দীন যাহাবী (রহঃ) الطب النبوى কেতাবে বলেন, মানুষের দুনিয়াবী জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম অহীর মাধ্যমে কোন না কোন নবীর হাতে শুরু হয়েছে। অতঃপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে। সর্বপ্রথম আদম (আঃ)-এর উপরে যে সব অহী নাযিল করা হয়েছিল, তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত। যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ী সর্বপ্রথম আদম (আঃ) আবিষ্কার করেন। কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ী এখন চালু হয়েছে। কিন্তু সব গাড়ীর ভিত্তি হ’ল চাকার উপরে। বলা চলে যে, সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপরে ভিত্তি করে। অতএব যিনি প্রথম এটা চালু করেন, তিনিই বড় আবিষ্কারক। আর তিনি ছিলেন আমাদের আদি পিতা প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম (আলাইহিস সালাম)। যা তিনি অহীর মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন।[31] আদমের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল ‘তীন’ ফল। ফিলিস্তীন ভূখন্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত তীন ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ ‘তীন’ ফলের শপথ করেছেন। আল্লাহ আমাদের আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন- আমীন!