🌉🌉পদ্মা সেতু আওয়ামীলিগ সরকারের একটা বড় সাফল্য।🌉🌉 দুর্নীতি তো কিছু হবেই, বাংলাদেশ বলে কথা। কিন্তু অর্জনটা একেবারে ছোট নয়। এখন একটা কথা বলতে চাই, এই সেতুর গঠন আর মজবুতি নিয়ে যেরকম তথ্যাবলী দেয়া হচ্ছে- ১৯১২ সালে টাইটানিক নিয়েও প্রায় একইরকম কথা বলা হয়েছিল। দেখো শেষে যেন আবার এত সাধের সেতুর পরিণতি টাইটানিকের মতো না হয়। বেশি গর্ব আল্লাহ পছন্দ করেন না। সবাই শুধু বলে এই করেছি, এমন হয়েছে, আমরা সফল- এত বছরের এত টাকার এত পরিশ্রমের এত বড় একটা প্রকল্প সুন্দরভাবে শেষ হলো- কই কাউকে তো একবারও আল্লাহকে একটা ধন্যবাদও দিতে দেখলাম না। না কি আপনারা মনে করেন আল্লাহর সাহায্য ছাড়াই আপনারা সফল হয়ে গেছেন? ১৯৯৯ থেকে এই প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছিল, আজ ২০২০ সাল। পুরো ২১ টা বছর ব্যায় হয়েছে যে জিনিস গড়তে, ভুলে যাবেন না সেটাকে ধূলিস্যাৎ করতে আল্লাহর ২১ সেকেন্ডও লাগবে না। যে কোন সফলতার ক্রেডিট দয়াময় আল্লাহকে দিতে শিখুন। আল্লাহকেই প্রথম ধন্যবাদ দেয়াটা অভ্যাসে পরিণত করুন।
পৃথিবীর অন্নান্য দেশের মতন বাংলাদেশের জনসংখ্যাও দিনে দিনে বাড়তে থাকবে। জন সংখ্যা কোনো দিন কমবে না। ভবিষ্যতে গণপরিবহন এর ব্যাবহার দেশবাসীর জন্য অপরিহার্য। ৯০% দেশবাসীর উচিৎ গণপরিবহনের ওপর নির্ভর করে সামনের দিকে আগানো। We have to think about multiple projects for a single investment. প্রতিটা ইনভেস্টমেন্টে কিভাবে একাধিক সমস্যার সমাধান করা যায় সেটা প্রতিটা মুহূর্তে ভেবে দেখা উচিত সরকারের। অধচ সরকারের চিন্তা-ভাবনার মধ্যে সেটার বিন্দু মাত্র প্রতিফলন দেখা যায় না। সরকার প্রতিটা প্রজেক্ট আর জন্য আলাদা আলাদা ভূমি এবং আলাদা আলাদা অর্থ ব্যায় করে জনগণের কষ্টের ট্যাক্সের টাকা অপচয় করছে। এই রেল লাইন যে বানানো হচ্ছে, এই লাইন এ কি একতলা ট্রেন চলবে না-কি doubledecker train চলবে? বাড়ে বাড়ে বাড়তি টাকা নষ্ট না করে সরকারের উচিৎ এই লাইন এ দুই তলা ট্রেন এ ব্যাবস্থা করা। ruclips.net/video/WHt-Sm3U38w/видео.html প্রথম থেকেই যদি এই লাইন এ ডাবল ডেকার ট্রেন চলে তবে দেশবাসী অনেক বেশী উপকৃত হতো। আপনারা সবাই জানেন যে ঈদের সময় ট্রেন গুলোতে কি পরিমান ভিড় হয় !! ট্রেন এর ভিতরে জায়গা না পাওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন এর ছাদে চড়ে কিংবা ঝুলে ঝুলে যেতে বাধ্য হয়। এই অপদার্থ সরকার বুলেট ট্রেন নির্মাণের পদক্ষেপ নিচ্ছে। বুলেট ট্রেন এর ছাদে অথবা ঝুলে-ঝুলে যাবে যাত্রীরা? বাংলাদেশের দেশের জন্য যেটা সব চেয়ে বেশী প্রয়োজন সেটা হচ্ছে ডাবল-ডেকার ট্রেন এবং মেট্রো। জনগণের কষ্টের টাকা দিয়ে তারা একার পর এক উল্টা-পাল্টা প্রজেক্ট বানিয়ে যাচ্ছে। এই সরকার constructively চিন্তা-ভাবনা করার যোগ্যতা রাখে না। www.google.com/search?q=bangladesh+loaded+train&safe=strict&rlz=1CAWAFN_enCA887&sxsrf=ALeKk00K0vdy_cWjc_dJksmDwWanKNK_9w:1607625425436&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwjHvaizh8TtAhVtAp0JHYUiB-8Q_AUoAXoECAQQAw&biw=1366&bih=649#imgrc=YdUAK0SEvPuYgM এক একটা প্রজেক্ট এ বাড়ে বাড়ে হাজার কোটি টাকা না ঢেলে সরকারের উচি প্রথমেই সঠিক সিদ্ধান্ত নিয়ে দুই তলা ট্রেন সার্ভিস করা। জনগণের কোষ্ঠের উপার্জিত টাকা নষ্ট করার আগে সরকারের উচি ১০ বার ভেবে দেখা। ১২ বছর ধরে বর্তমান সরকার যে বিলিয়ন বিলিয়ন টাকা নষ্ট করলো ফ্লাইওভার বানিয়ে। ( মতিঝিল, মালিবাগ ইত্যাদি ইত্যাদি ) এই ফ্লাইওভার গুলো না বানিয়ে যদি ঐ রাস্তা গুলোর উপর শুরু থেকেই মেট্রো রেল বানাও হতো তবে জনগণ অনেক বেশী উপকৃত হতো। এই রাস্তা গুলো সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেলো। সরকারের আরো উচিত ট্রেন ডিপো গুলো এমন ভাবে তৈরী করা যেন multi purpose এ ব্যাবহার হয়। ট্রেন ডিপোর উপর বিল্ডিং করা উচিত। নিচের তলা হবে ট্রেন ডিপো এবং তার উপরে থাকবে পর্যাপ্ত পরিমান বিল্ডিং। সেই বিল্ডিং গুলোতে হবে হাসপাতাল , সরকারি কলেজ, সরকারি ইউনিভার্সিটি , public লাইব্রেরি , মসজিদ ইত্যাদি ইত্যাদি। ভালো মতো পরিকল্পনা করে করলে সেই বিল্ডিং এ ছাদে helipad ( হেলিপ্যাড ) ও বানানো সম্ভব। এই হেলিপ্যাড ব্যাবহার করা হবে বিশেষ করে হাসপাতাল এর ইমার্জেন্সি কারণে। .. বাংলাদেশে যারা বিভিন্ন সরকারি উচ্চ পদ নিতে চান ( চেয়ারম্যান, মেয়র , MP etc ), দেশের উন্নতির জন্য দায়িত্ব নিতে চান, তাদের সাধারণ জ্ঞান কোন ইস্তরের সেটা জানা জনগণের জন্য খুবই অপরিহার্য। আমি মনে করি এই সমস্ত পদ নিতে বা পেতে যারা কোপা-কুপি বা মারা-মারি করে, তাদের একটা IQ test ওয়া উচিত। এই IQ test হতে হবে live talkshow তে। তাদেরকে দেশের কিছু problem উদাহরণ দেয়া হবে এবং তারা নিজেদের বুদ্ধিতে সমাধান করার কথা বলবে। যদিও বাংলাদেশে fair election হয় না তবুও ইলেকশন তো হতেই হবে এবং এই ইলেকশন এ পাশ করলেই তাকে সেই পদ দেয়া উচিত না। তাদেরকে সাধারণ জ্ঞানের series of questions করা হবে এবং তারা কি পরিমান যুক্তি-যোগ্য সমাধান দেন সেটার ওপর ভিত্তি করে তাদেরকে পদ নিযুক্ত করা উচিত। এবং দেশের জনগণের জন্য টেলিফোন লাইন ওপেন থাকবে। বাংলাদেশ কারো বাপের দেশ না এবং কারো জামাইয়ের দেশও না। এই দেশ জনগণের দেশ। ৩০ লক্ষ্য জনগণ এই দেশ স্বাধীন করেছে। জনগণের ভোটের মাধ্যমে নির্ধারণ হবে যে সে এই পদের জন্য উপযুক্ত কি-না। এই procedure হাসিনার জন্যও প্রযোজ্য। তারা যেহেতু ক্ষমতা পাবার জন্য প্রচার করে যে দেশের উন্নয়ণ, জনগণের অবস্থার উন্নতির জন্য তারা ক্ষমতার চেয়ারে বসতে চায় তাই তাদের বুদ্ধির পরীক্ষা হওয়া উচিৎ ক্ষমতায় বসানোর আগে। তাদের কি বুদ্ধিতে বা কোন লেভেল এর বুদ্ধিতে তারা দেশের উনন্নয়ণ করবে সেটা যাচাই করে দেখা অবশ্যই দরকার।
সত্তিকারের ভাই অসাধারণ ছিল আমি পদ্মা সেতুর প্রথম থেকে শেষ অব্দি সবকিছুই খবর নিয়েছি জানি পদ্মা সেতু সম্পর্কে যত ইউটিউবে খবর আসছে সবকিছুই দেখছি কিন্তু আজকে আপনার কথাগুলো শোনার পরে আরো অনেক কিছু জানলাম পদ্মাসেতু নিয়ে আমাদের সবার অনেক গর্ব এবং অনেক স্বপ্ন আর সেই স্বপ্ন যখন পূরণ হয়েছে ধন্যবাদ ভাই দ্বিতীয় পাঠ চাই
সত্যি কথা বলতে কি , বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সমস্ত রকম প্রতিকূলতা পেরিয়ে যে ভাবে দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে চলছে তা সত্যি প্রশংসনীয় । একটা দেশের উন্নয়নের প্রথম দিকের মান দন্ড হলো যোগাযোগ ব্যাবস্থা ,শিক্ষা এবং স্বাস্থ্য যেখানে বাংলাদেশ তুলনীয় ভাবে অভাবনীয় উন্নয়ন করেছে । খেলা ধুলা বিশেষত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে । ব্যক্তিগত ভাবে বাংলাদেশের নাটকের একজন নিয়মিত দর্শক এবং শ্রোতা । মোশারফ করিম সহ এক ঝাঁক নাট্য অভিনেতা অভিনেত্রী এ বাংলাতেও খুব জন প্রিয় । বাংলাদেশের জন্য শুভ কামনা রইলো যদিও ওখানকার এক শ্রেণীর মিডিয়া ব্যাবসায়ী ভারতকে অনবরত হেয় করার পথ বেছে নিয়েছে । ভারত থেকে ।
কলকাতায় একটি সেতু আছে নাম হচ্ছে হাওড়া ব্রিজ । হাওড়া ব্রিজের দৈর্ঘ্য 705 m, খরচ হয়েছে বর্তমান সময়ের ডলার অনুযায়ী 25 Million US Dollar . আর বাংলাদেশের যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য 4800 m , খরচ হয়েছে 753.7 Million US Dollar . আর বর্তমানে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে , যেটির দৈর্ঘ্য 6150m , খরচ হবে 3.6 Billion US Dollar .আর যমুনা সেতু পৃথিবীর ১১ তম বৃহৎ সেতু ।আর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ সেতু হতে যাচ্ছে পদ্মা সেতু । এরপরও বাংলাদেশের মানুষ অহংকার করে না । কিন্তু কলকাতার চেয়ে হাজার গুণ বড় বড় সেতু বাংলাদেশে অনেক আছে । বাংলাদেশের গ্ৰামেও হাওয়া ব্রিজের চেয়ে বড় সেতু আছে । আর হাওড়া ব্রিজ ব্রিটিশরা করে দিয়েছিল 😂😂। আচ্ছা যাই হোক , কলকাতার মানুষদের বলি যেদিন বাংলাদেশের সমান হবা সেদিন না হয় বাংলাদেশকে নিয়ে কথা বলো । আরেকটি কথা হয়তো জানো , পদ্মা সেতু সম্পূর্ণ নির্মান না হওয়ার আগেই তিনটি বিশ্ব রেকর্ড করেছে । তাই বলি কলকাতার দাদাদের এতো কথা কিসের । 🤣🤣আরেকটি কথা , পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হলে পৃথিবীর ১০ তম ব্যয় বহুল সেতু হবে । এরপরও বাংলাদেশের মানুষ অহংকার করে না ।
বাহ! অসম্ভব ভালো লেগেছে। স্বপ্নটা আর স্বপ্ন নেই। আলহামদুলিল্লাহ। দোয়া করি যেন বাকিটা সুন্দরভাবে শেষ করা হয়। হে আল্লাহ আমাদের এই স্বপ্নকে পূরণ করে দাও। আমিন
বাংলাদেশে ১০ টির ও বেশি বিভিন্ন ক্ষেত্রে পদ্মা সেতুর মত সুপার মেগা প্রকল্পের উন্নয়ন কাজ চলছে। এ গুলো হয়ে গেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সেরা উন্নত দেশ হবে। এই দশটি ছাড়া ও আরো কমপক্ষে ১০ টি বড় প্রকল্পের কাজ চলছে।
এই প্রথম এত চমৎকার তথ্যবহুল ভিডিও দেখছি, কি বলে যে ধন্যবাদ দেব খুঁজে ভাষা পাচ্ছি না। স্যালুট গুরু,স্যালুট।আমি মাত্র ২ মিনিট ১৩ সেকেন্ড দেখে, থামিয়ে রেখে কমেন্ট লিখছি। আপনার এসব ভিডিও আমার হাজার হাজার ছাত্রছাত্রীদের মধ্যে পাঠিয়ে দিচ্ছি।
🌉🌉পদ্মা সেতু আওয়ামীলিগ সরকারের একটা বড় সাফল্য।🌉🌉 দুর্নীতি তো কিছু হবেই, বাংলাদেশ বলে কথা। কিন্তু অর্জনটা একেবারে ছোট নয়। এখন একটা কথা বলতে চাই, এই সেতুর গঠন আর মজবুতি নিয়ে যেরকম তথ্যাবলী দেয়া হচ্ছে- ১৯১২ সালে টাইটানিক নিয়েও প্রায় একইরকম কথা বলা হয়েছিল। দেখো শেষে যেন আবার এত সাধের সেতুর পরিণতি টাইটানিকের মতো না হয়। বেশি গর্ব আল্লাহ পছন্দ করেন না। সবাই শুধু বলে এই করেছি, এমন হয়েছে, আমরা সফল- এত বছরের এত টাকার এত পরিশ্রমের এত বড় একটা প্রকল্প সুন্দরভাবে শেষ হলো- কই কাউকে তো একবারও আল্লাহকে একটা ধন্যবাদও দিতে দেখলাম না। না কি আপনারা মনে করেন আল্লাহর সাহায্য ছাড়াই আপনারা সফল হয়ে গেছেন? ১৯৯৯ থেকে এই প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছিল, আজ ২০২০ সাল। পুরো ২১ টা বছর ব্যায় হয়েছে যে জিনিস গড়তে, ভুলে যাবেন না সেটাকে ধূলিস্যাৎ করতে আল্লাহর ২১ সেকেন্ডও লাগবে না। যে কোন সফলতার ক্রেডিট দয়াময় আল্লাহকে দিতে শিখুন। আল্লাহকেই প্রথম ধন্যবাদ দেয়াটা অভ্যাসে পরিণত করুন।
BRIDGE NIA KONO PRBLM NAI... danyang kunshan grand bridge 164.851 km TOTAL COST- 8.5 billion PADMA BRIDGE TOTAL COST 6.15km - 3.6 billion HISAB TA MILAN ..
ভাই সত্যি খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আপনি অনেক সুন্দর করে বিষয়টাকে বুঝিয়ে বলতে পারছেন,সে জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। সত্যি বলতে পদ্মাসেতু বাংলাদেশের অনেক বড় সম্পদ। আমরা পদ্মাসেতুকে করি, ইনশাআল্লাহ।
এ পর্যন্ত পদ্মা সেতু নিয়ে যে কয়টা খবর শুনেছি এবং উপস্থাপনা করেছে তার থেকে সবচেয়ে ভালো উপস্থাপনা হয়েছে আপনের উপস্থাপনাটা। আমাদের টাকায় আমাদের পদ্মা সেতু।
ভাইয়া, একদম অন্য কোথাও যেই ইনফরমেশন গুলো আমি পাইনি সেই জিনিস গুলো আপনি খুব চমতকার ভাবে উপস্থাপন করেছেন যখন শুনলাম এক একটা পিলার ৪০ তলার সমান আমি পুরাই হা হয়ে গিয়েছিলাম এতক্ষন পর এই ভিডিও দেখার পর বুঝলাম কেন ফেসবুকে বুর্জ খলিফা এর সাথে বাংলাদেশ এর পদ্মা সেতুর Cost compare করা হচ্ছে ধন্যবাদ ভাইয়া। এরকম আরো অজানা Information দিয়ে আমাদের সাহায্য করবেন
আবেগের কারণে অনেক কিছু বলতে পারছি নাহ ❤️ কিন্তু ধন্যবাদ দিতে চাই আমার প্রিয় মানুষকে জননেত্রী শেখ হাসিনা কে❤️🇧🇩 ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ❤️ আমি শেখ মুজিবুর রহমানকে দেখিনি কিন্তু তার আদর্শ আমি পরেছি যেনেছি ❤️ কিন্তু আমি শেখ মুজিবুর রহমান দেখিনি তো কি হয়েছে আমি শেখ হাসিনা কে দেখেছি ❤️ ধন্যবাদ বাংলাদেশের সব মানুষ কে❤️❤️ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ❤️🇧🇩
অসাধরন পদ্মা সেতু! আমাদের গর্ব, দেশের সম্মান, মানুষের জীবন ভালোবাসা ! অনেক স্বপ্ন তুমায়ো নিয়ে বাঙ্গালী জাতির, অনেক অনেক শুভেচ্ছা পদ্মা সেতু , ভালোবাসা পদ্মা নদী ! Love 💖💖💖
- 63 বছরে একটি
- মিথ্যা কথাও বলেননি যিনি
- তিনি হলেন হযরত মুহাম্মদ (সাঃ)🕌👇👍
(-সুবহানাল্লাহ-)
Hok
থাপডাই দাঁত ফালই দিবো
ডার্লিং তোমার ঠিকানা দাও তোমাকে বিয়ে করে নিয়ে আসবো তোমার বাড়ি গিয়ে
Hmm
সুবহানাল্লাহ
দুধ পুলি পিঠা বানানাের সহজ রেসিপি || Dudh Puli Recipe In Bengali
ruclips.net/video/9dXV_kthjVk/видео.html
ভাপা পিঠা বানানাের সহজ রেসিপি | Bhapa Pitha Recipe Bangla | vapa pitha recipe
ruclips.net/video/bRimQC4skoQ/видео.html
শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠার সহজ রেসিপি | Chitoi Pitha Recipe
ruclips.net/video/B7cwHe2q2ZE/видео.html
শুটকি ভর্তা রেসিপি | লইট্টা শুটকি ভর্তা রেসিপি | Shutki Vorta Recipe Bangla
ruclips.net/video/D7BuoDvG9_Y/видео.html
মালাই কেক সহজ রেসিপি | Malai Cake Recipe Bangla
ruclips.net/video/bpK01kR1y18/видео.html
পদ্মাসেতু শুধু একটি সেতু না এটি সকল বাংলাদেশীর সপ্ন। দক্ষিণাঞ্চলের মানুষেরদের অনেক দিনের কষ্ট লাঘব এ কামনা করি।
এই শুধু একটি সেতু নয়!!!সারা বাংলার সপ্ন🇧🇩🇧🇩🇧🇩
এটা শুধু পদ্মা ব্রিজ না,
এটা আমাদের সপ্ন ✌️
এটা আমাদের ভালোবাসা ❤️
এটা আমাদের অহংকার ✌️❤️
#কনডমনাপড়লেকিহয় ...
গর্ব*
চোরে আবার অহংকার
@@mominhosenkdp8580 তুই আবার বড়
@@mominhosenkdp8580 নিজ দেশকে ভালোবাসতে শিখ
আমি ইন্ডিয়া থেকে বলছি আমার Bangladesh khub valo lage ♥️♥️♥️♥️ i love bangladesh
তাহলে তুই বাংলাদেশ এ চলে যা।
আমি বাংলাদেশ থেকে বলছি চলে আসুক বাংলাদেশে
ধন্যবাদ ভাই, চলে আসুন বাংলাদেশে, আমরা আপনাকে আপন করে নিব।
বাংলাদেশের জন্য সরকারের এই এক যুগান্তকারী পদক্ষেপ।ধন্যবাদ জানাই এই প্রশংসনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।
#কনডমনাপড়লেকিহয়
🌉🌉পদ্মা সেতু আওয়ামীলিগ সরকারের একটা বড় সাফল্য।🌉🌉
দুর্নীতি তো কিছু হবেই, বাংলাদেশ বলে কথা। কিন্তু অর্জনটা একেবারে ছোট নয়। এখন একটা কথা বলতে চাই, এই সেতুর গঠন আর মজবুতি নিয়ে যেরকম তথ্যাবলী দেয়া হচ্ছে- ১৯১২ সালে টাইটানিক নিয়েও প্রায় একইরকম কথা বলা হয়েছিল। দেখো শেষে যেন আবার এত সাধের সেতুর পরিণতি টাইটানিকের মতো না হয়। বেশি গর্ব আল্লাহ পছন্দ করেন না।
সবাই শুধু বলে এই করেছি, এমন হয়েছে, আমরা সফল- এত বছরের এত টাকার এত পরিশ্রমের এত বড় একটা প্রকল্প সুন্দরভাবে শেষ হলো- কই কাউকে তো একবারও আল্লাহকে একটা ধন্যবাদও দিতে দেখলাম না। না কি আপনারা মনে করেন আল্লাহর সাহায্য ছাড়াই আপনারা সফল হয়ে গেছেন? ১৯৯৯ থেকে এই প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছিল, আজ ২০২০ সাল। পুরো ২১ টা বছর ব্যায় হয়েছে যে জিনিস গড়তে, ভুলে যাবেন না সেটাকে ধূলিস্যাৎ করতে আল্লাহর ২১ সেকেন্ডও লাগবে না।
যে কোন সফলতার ক্রেডিট দয়াময় আল্লাহকে দিতে শিখুন। আল্লাহকেই প্রথম ধন্যবাদ দেয়াটা অভ্যাসে পরিণত করুন।
Govinda Hindi gaan
wow
@@onlyfun5634 tor moto goborkhor voxod jonmai
180 কোটি মুসলমানদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমত হলে লাইক দিন 👍👍👍👍
আমার নিউ চ্যানেলে সাপোর্ট করবেন
এটা শুধু সেতু না এটা আমাদের সপ্ন 💜
This is proud of my country ❤🇧🇩.
Beginning of the the future of my country
You are right.😊😊😊
পৃথিবীর অন্নান্য দেশের মতন বাংলাদেশের জনসংখ্যাও দিনে দিনে বাড়তে থাকবে। জন সংখ্যা কোনো দিন কমবে না। ভবিষ্যতে গণপরিবহন এর ব্যাবহার দেশবাসীর জন্য অপরিহার্য। ৯০% দেশবাসীর উচিৎ গণপরিবহনের ওপর নির্ভর করে সামনের দিকে আগানো। We have to think about multiple projects for a single investment. প্রতিটা ইনভেস্টমেন্টে কিভাবে একাধিক সমস্যার সমাধান করা যায় সেটা প্রতিটা মুহূর্তে ভেবে দেখা উচিত সরকারের। অধচ সরকারের চিন্তা-ভাবনার মধ্যে সেটার বিন্দু মাত্র প্রতিফলন দেখা যায় না। সরকার প্রতিটা প্রজেক্ট আর জন্য আলাদা আলাদা ভূমি এবং আলাদা আলাদা অর্থ ব্যায় করে জনগণের কষ্টের ট্যাক্সের টাকা অপচয় করছে। এই রেল লাইন যে বানানো হচ্ছে, এই লাইন এ কি একতলা ট্রেন চলবে না-কি doubledecker train চলবে? বাড়ে বাড়ে বাড়তি টাকা নষ্ট না করে সরকারের উচিৎ এই লাইন এ দুই তলা ট্রেন এ ব্যাবস্থা করা। ruclips.net/video/WHt-Sm3U38w/видео.html প্রথম থেকেই যদি এই লাইন এ ডাবল ডেকার ট্রেন চলে তবে দেশবাসী অনেক বেশী উপকৃত হতো। আপনারা সবাই জানেন যে ঈদের সময় ট্রেন গুলোতে কি পরিমান ভিড় হয় !! ট্রেন এর ভিতরে জায়গা না পাওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন এর ছাদে চড়ে কিংবা ঝুলে ঝুলে যেতে বাধ্য হয়। এই অপদার্থ সরকার বুলেট ট্রেন নির্মাণের পদক্ষেপ নিচ্ছে। বুলেট ট্রেন এর ছাদে অথবা ঝুলে-ঝুলে যাবে যাত্রীরা? বাংলাদেশের দেশের জন্য যেটা সব চেয়ে বেশী প্রয়োজন সেটা হচ্ছে ডাবল-ডেকার ট্রেন এবং মেট্রো। জনগণের কষ্টের টাকা দিয়ে তারা একার পর এক উল্টা-পাল্টা প্রজেক্ট বানিয়ে যাচ্ছে। এই সরকার constructively চিন্তা-ভাবনা করার যোগ্যতা রাখে না। www.google.com/search?q=bangladesh+loaded+train&safe=strict&rlz=1CAWAFN_enCA887&sxsrf=ALeKk00K0vdy_cWjc_dJksmDwWanKNK_9w:1607625425436&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwjHvaizh8TtAhVtAp0JHYUiB-8Q_AUoAXoECAQQAw&biw=1366&bih=649#imgrc=YdUAK0SEvPuYgM এক একটা প্রজেক্ট এ বাড়ে বাড়ে হাজার কোটি টাকা না ঢেলে সরকারের উচি প্রথমেই সঠিক সিদ্ধান্ত নিয়ে দুই তলা ট্রেন সার্ভিস করা। জনগণের কোষ্ঠের উপার্জিত টাকা নষ্ট করার আগে সরকারের উচি ১০ বার ভেবে দেখা। ১২ বছর ধরে বর্তমান সরকার যে বিলিয়ন বিলিয়ন টাকা নষ্ট করলো ফ্লাইওভার বানিয়ে। ( মতিঝিল, মালিবাগ ইত্যাদি ইত্যাদি ) এই ফ্লাইওভার গুলো না বানিয়ে যদি ঐ রাস্তা গুলোর উপর শুরু থেকেই মেট্রো রেল বানাও হতো তবে জনগণ অনেক বেশী উপকৃত হতো। এই রাস্তা গুলো সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেলো। সরকারের আরো উচিত ট্রেন ডিপো গুলো এমন ভাবে তৈরী করা যেন multi purpose এ ব্যাবহার হয়। ট্রেন ডিপোর উপর বিল্ডিং করা উচিত। নিচের তলা হবে ট্রেন ডিপো এবং তার উপরে থাকবে পর্যাপ্ত পরিমান বিল্ডিং। সেই বিল্ডিং গুলোতে হবে হাসপাতাল , সরকারি কলেজ, সরকারি ইউনিভার্সিটি , public লাইব্রেরি , মসজিদ ইত্যাদি ইত্যাদি। ভালো মতো পরিকল্পনা করে করলে সেই বিল্ডিং এ ছাদে helipad ( হেলিপ্যাড ) ও বানানো সম্ভব। এই হেলিপ্যাড ব্যাবহার করা হবে বিশেষ করে হাসপাতাল এর ইমার্জেন্সি কারণে। ..
বাংলাদেশে যারা বিভিন্ন সরকারি উচ্চ পদ নিতে চান ( চেয়ারম্যান, মেয়র , MP etc ), দেশের উন্নতির জন্য দায়িত্ব নিতে চান, তাদের সাধারণ জ্ঞান কোন ইস্তরের সেটা জানা জনগণের জন্য খুবই অপরিহার্য। আমি মনে করি এই সমস্ত পদ নিতে বা পেতে যারা কোপা-কুপি বা মারা-মারি করে, তাদের একটা IQ test ওয়া উচিত। এই IQ test হতে হবে live talkshow তে। তাদেরকে দেশের কিছু problem উদাহরণ দেয়া হবে এবং তারা নিজেদের বুদ্ধিতে সমাধান করার কথা বলবে। যদিও বাংলাদেশে fair election হয় না তবুও ইলেকশন তো হতেই হবে এবং এই ইলেকশন এ পাশ করলেই তাকে সেই পদ দেয়া উচিত না। তাদেরকে সাধারণ জ্ঞানের series of questions করা হবে এবং তারা কি পরিমান যুক্তি-যোগ্য সমাধান দেন সেটার ওপর ভিত্তি করে তাদেরকে পদ নিযুক্ত করা উচিত। এবং দেশের জনগণের জন্য টেলিফোন লাইন ওপেন থাকবে। বাংলাদেশ কারো বাপের দেশ না এবং কারো জামাইয়ের দেশও না। এই দেশ জনগণের দেশ। ৩০ লক্ষ্য জনগণ এই দেশ স্বাধীন করেছে। জনগণের ভোটের মাধ্যমে নির্ধারণ হবে যে সে এই পদের জন্য উপযুক্ত কি-না। এই procedure হাসিনার জন্যও প্রযোজ্য। তারা যেহেতু ক্ষমতা পাবার জন্য প্রচার করে যে দেশের উন্নয়ণ, জনগণের অবস্থার উন্নতির জন্য তারা ক্ষমতার চেয়ারে বসতে চায় তাই তাদের বুদ্ধির পরীক্ষা হওয়া উচিৎ ক্ষমতায় বসানোর আগে। তাদের কি বুদ্ধিতে বা কোন লেভেল এর বুদ্ধিতে তারা দেশের উনন্নয়ণ করবে সেটা যাচাই করে দেখা অবশ্যই দরকার।
Right vai
সর্ব প্রথমে স্বপনাটা দেখে ছিল মাননিও প্রধান মন্ত্রী
আজ তাহা সবাই দেখতেছে=সালাম পিএম
আরো ২০ বৎসর চাই
পৃথিবীতে সব থেকে সুন্দর এবং মধুর কন্ঠে সুর হল আজান এবং কোরআন তেলওয়াত সুবহানাল্লাহ ❤️🌹💚💚💚
আজান শুধুই শব্দ দূষণ
ধন্যবাদ
মাননীয় প্রধানমন্ত্রীকে
এমন এক সাহসী সিদ্ধান্তের মাধ্যমে, বিজয়ের মাসে আরও একটি বিজয় উপহার দেওয়ার জন্য।
Go ahead Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩
পদ্মা সেতু আমাদের অহংকার....আমর সাথে এক মত কে কে 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💖💖💖💖💖
সত্তিকারের ভাই অসাধারণ ছিল আমি পদ্মা সেতুর প্রথম থেকে শেষ অব্দি সবকিছুই খবর নিয়েছি জানি পদ্মা সেতু সম্পর্কে যত ইউটিউবে খবর আসছে সবকিছুই দেখছি কিন্তু আজকে আপনার কথাগুলো শোনার পরে আরো অনেক কিছু জানলাম পদ্মাসেতু নিয়ে আমাদের সবার অনেক গর্ব এবং অনেক স্বপ্ন আর সেই স্বপ্ন যখন পূরণ হয়েছে ধন্যবাদ ভাই দ্বিতীয় পাঠ চাই
ভাই কলিজাতে শান্তি পাইলাম কথা গুলো শুনে!!!!! অনেক মানুষের অনেক হাস্যকার কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা
ভাই বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে,গর্ব করি আমি একজন বাঙালী। 🇧🇩
এই ভিডিও এর পার্ট 2 চাই। আরো অনেক কিছু জানতে চাই।
💖💖💖
আমার পশম দাঁড়িয়ে গেছো 💖
Part 2
আমারও ভাবতেই অবাক লাগে বাংলাদেশের মত গরিব দেশ চাইলে কিনা করতে পারে *Extraordinary*
Bangali banan ta vul
আমার শরীর কেপে উঠেছে আর পশনগুলো দাড়িয়ে গেছে
সত্যি কথা বলতে কি , বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সমস্ত রকম প্রতিকূলতা পেরিয়ে যে ভাবে দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে চলছে তা সত্যি প্রশংসনীয় । একটা দেশের উন্নয়নের প্রথম দিকের মান দন্ড হলো যোগাযোগ ব্যাবস্থা ,শিক্ষা এবং স্বাস্থ্য যেখানে বাংলাদেশ তুলনীয় ভাবে অভাবনীয় উন্নয়ন করেছে । খেলা ধুলা বিশেষত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে । ব্যক্তিগত ভাবে বাংলাদেশের নাটকের একজন নিয়মিত দর্শক এবং শ্রোতা । মোশারফ করিম সহ এক ঝাঁক নাট্য অভিনেতা অভিনেত্রী এ বাংলাতেও খুব জন প্রিয় । বাংলাদেশের জন্য শুভ কামনা রইলো যদিও ওখানকার এক শ্রেণীর মিডিয়া ব্যাবসায়ী ভারতকে অনবরত হেয় করার পথ বেছে নিয়েছে । ভারত থেকে ।
পদ্মা সেতু আমাদের কাছে অনেক বড় একটা স্বপ্ন ❤️❤️
#কনডমনাপড়লেকিহয়
Abal
you are the best one on research ....!!!
And you too:)
আপনার ভিডিও গুলো দারুন লাগে ভাই
আপনিও। শুধু উচ্চারণ একটু ঠিক করতে হবে। ডেবিউকে ডিবেট বলেন।😅
শুভকামনা রইল ☺️💗
oviously
Apnar tao onek funny hoi.vai tawhid afridi er car collection nia ekta video banan vai
খুব মিস করছি মিলন মাহমুদ ভাইয়ের সেই সুরটা_
"এইতো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার"
কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতু!
Right
মামলা খারিজ হওয়ার, ফেসবুক লাইভে এসে একি বললেন আল্লামা মামুনুল হক..
ruclips.net/video/5c1IR7Hc_3Q/видео.html
⤵⤵↙↙↙↙⬇↘
👍👍👍👍👍🌷🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
খুবই ইনফরমেটিভ ভিডিও 😍
ধন্যবাদ আপনাদের এতো সুন্দর গুছানো তথ্যবহুল ভিডিও বানানোর জন্য😇😇
পদ্মা সেতু নিয়ে দীর্ঘদিনের ভুল ধারণার অবসান হলো। ধন্যবাদ ভাই💝💝
#কনডমনাপড়লেকিহয়
যাক একজনের অন্তত ভুল ধারনা ভাঙ্গছে। 🇧🇩❤
@@onlyfun5634 Condom na porle Tor moto abal prithibite chole ase.
@@onlyfun5634 nice
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যাবে ইনশাল্লাহ।
আমাদের গর্বের আর খুশির উপলক্ষ এই পদ্মাসেতু, আমরা সবাই আকুল আগ্রহনিয়ে বসে আছি এর শুভ উদ্ভোদনের অপেক্ষায়।
এটা শুধু সেতু না এটা আমাদের স্বপ্ন ও গর্ব।। ❤️❤️
পদ্মা সেতু শুধু সেতো নয় আমাদের স্বপ্ন আমাদের গর্ব ❤️❤️🇧🇩❤️❤️
#কনডমনাপড়লেকিহয়
কলকাতায় একটি সেতু আছে নাম হচ্ছে হাওড়া ব্রিজ । হাওড়া ব্রিজের দৈর্ঘ্য 705 m, খরচ হয়েছে বর্তমান সময়ের ডলার অনুযায়ী 25 Million US Dollar . আর বাংলাদেশের যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য 4800 m , খরচ হয়েছে 753.7 Million US Dollar . আর বর্তমানে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে , যেটির দৈর্ঘ্য 6150m , খরচ হবে 3.6 Billion US Dollar .আর যমুনা সেতু পৃথিবীর ১১ তম বৃহৎ সেতু ।আর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ সেতু হতে যাচ্ছে পদ্মা সেতু ।
এরপরও বাংলাদেশের মানুষ অহংকার করে না । কিন্তু কলকাতার চেয়ে হাজার গুণ বড় বড় সেতু বাংলাদেশে অনেক আছে । বাংলাদেশের গ্ৰামেও হাওয়া ব্রিজের চেয়ে বড় সেতু আছে । আর হাওড়া ব্রিজ ব্রিটিশরা করে দিয়েছিল 😂😂। আচ্ছা যাই হোক , কলকাতার মানুষদের বলি যেদিন বাংলাদেশের সমান হবা সেদিন না হয় বাংলাদেশকে নিয়ে কথা বলো । আরেকটি কথা হয়তো জানো , পদ্মা সেতু সম্পূর্ণ নির্মান না হওয়ার আগেই তিনটি বিশ্ব রেকর্ড করেছে । তাই বলি কলকাতার দাদাদের এতো কথা কিসের । 🤣🤣আরেকটি কথা , পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হলে পৃথিবীর ১০ তম ব্যয় বহুল সেতু হবে । এরপরও বাংলাদেশের মানুষ অহংকার করে না ।
বাহ! অসম্ভব ভালো লেগেছে। স্বপ্নটা আর স্বপ্ন নেই। আলহামদুলিল্লাহ। দোয়া করি যেন বাকিটা সুন্দরভাবে শেষ করা হয়। হে আল্লাহ আমাদের এই স্বপ্নকে পূরণ করে দাও। আমিন
হে আল্লাহ আমার মা বাবা কে আপনি সব সময় ভালো রাখিয়েন আমিন 💜💜💜
বাড়ির পাশেই পদ্মা সেতু....
তারপরেও এতো কিছু জানা ছিল না...
ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও বানানোর জন্য ❤️❤️
জাগ্রত কবি মুহিব খানের কালজয়ী দেশাত্মবোধক গান। 👇🔥
ruclips.net/video/s21NZ19thvw/видео.html
আমাদের কাছে পদ্মা সেতু স্বর্ণের খনির চেয়েও দামি কারণ এটা রাতারাতি আমাদের দেশে অর্থনীতি দ্রুতগতিতে উন্নতি লাভ করবে ইনশাল্লাহ।
এগিয়ে যাও ওপার বাংলা,,,from kolkata
বাংলাদেশে ১০ টির ও বেশি বিভিন্ন ক্ষেত্রে পদ্মা সেতুর মত সুপার মেগা প্রকল্পের উন্নয়ন কাজ চলছে। এ গুলো হয়ে গেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সেরা উন্নত দেশ হবে। এই দশটি ছাড়া ও আরো কমপক্ষে ১০ টি বড় প্রকল্পের কাজ চলছে।
ভিডিও দেখতে দেখতে আমার হাতের গায়ের পশম দাঁড়িয়ে গেছে 💖
গর্ব করি বাংলাদেশ কে নিয়ে 🇧🇩
#কনডমনাপড়লেকিহয়
Amaro vai 🇧🇩🔥🇧🇩🔥
Ñudepichv
দগ
আলহামদুলিল্লাহ্ ;;; আমরা করবো জয় আমরা করবো জয় নিশ্চই ৷
পদ্মা সেতু আমদের গরব ❤️❤️🇧🇩🇧🇩🇧🇩
#কনডমনাপড়লেকিহয়
এই প্রথম এত চমৎকার তথ্যবহুল ভিডিও দেখছি, কি বলে যে ধন্যবাদ দেব খুঁজে ভাষা পাচ্ছি না। স্যালুট গুরু,স্যালুট।আমি মাত্র ২ মিনিট ১৩ সেকেন্ড দেখে, থামিয়ে রেখে কমেন্ট লিখছি। আপনার এসব ভিডিও আমার হাজার হাজার ছাত্রছাত্রীদের মধ্যে পাঠিয়ে দিচ্ছি।
ভাই সেই ২০১৭ সাল থেকে সেতুর প্রতিটি স্প্যান তুলার খবর রাখছি তা গতকাল শেষ করছি। আলহামদুলিল্লাহ
Ami o 1k dom sam apner moto
#কনডমনাপড়লেকিহয়
You deserve an Oscar
🌉🌉পদ্মা সেতু আওয়ামীলিগ সরকারের একটা বড় সাফল্য।🌉🌉
দুর্নীতি তো কিছু হবেই, বাংলাদেশ বলে কথা। কিন্তু অর্জনটা একেবারে ছোট নয়। এখন একটা কথা বলতে চাই, এই সেতুর গঠন আর মজবুতি নিয়ে যেরকম তথ্যাবলী দেয়া হচ্ছে- ১৯১২ সালে টাইটানিক নিয়েও প্রায় একইরকম কথা বলা হয়েছিল। দেখো শেষে যেন আবার এত সাধের সেতুর পরিণতি টাইটানিকের মতো না হয়। বেশি গর্ব আল্লাহ পছন্দ করেন না।
সবাই শুধু বলে এই করেছি, এমন হয়েছে, আমরা সফল- এত বছরের এত টাকার এত পরিশ্রমের এত বড় একটা প্রকল্প সুন্দরভাবে শেষ হলো- কই কাউকে তো একবারও আল্লাহকে একটা ধন্যবাদও দিতে দেখলাম না। না কি আপনারা মনে করেন আল্লাহর সাহায্য ছাড়াই আপনারা সফল হয়ে গেছেন? ১৯৯৯ থেকে এই প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছিল, আজ ২০২০ সাল। পুরো ২১ টা বছর ব্যায় হয়েছে যে জিনিস গড়তে, ভুলে যাবেন না সেটাকে ধূলিস্যাৎ করতে আল্লাহর ২১ সেকেন্ডও লাগবে না।
যে কোন সফলতার ক্রেডিট দয়াময় আল্লাহকে দিতে শিখুন। আল্লাহকেই প্রথম ধন্যবাদ দেয়াটা অভ্যাসে পরিণত করুন।
@@Proton-Cannon1982 রাইট ভাই।
মহান বিজয় দিবস 2020 উপলক্ষে শিউলী’র মঞ্চ কাপানো গান
ruclips.net/video/2cufb48rMHw/видео.htmlমহান বিজয় দিবস 2020 উপলক্ষে শিউলী’র মঞ্চ কাপানো গান
ruclips.net/video/2cufb48rMHw/видео.htmlমহান বিজয় দিবস 2020 উপলক্ষে শিউলী’র মঞ্চ কাপানো গান
ruclips.net/video/2cufb48rMHw/видео.html
ভাই মুর্খের দল ট্রল করে,যারা দেশ'কে ভালোবাসে তারা কখনো এই সেতুকে নিয়ে বাজে চিন্তা করতে পারেনা।
BRIDGE NIA KONO PRBLM NAI... danyang kunshan grand bridge 164.851 km TOTAL COST- 8.5 billion
PADMA BRIDGE TOTAL COST 6.15km - 3.6 billion HISAB TA MILAN ..
@@kamrulislamhasan454 যা শালা বলদ ভিডিওটা ভালো দেখ। এটা পদ্মা। আগে পদ্মা নদী সম্পর্কে যেনে তার পরে কমেন্ট কর।
#কনডমনাপড়লেকিহয়
@@kamrulislamhasan454 ভাই আপনি কি মানসিক রোগি....
ভিডিও টা আবার দেখেন অথবা কোন ডাক্তার দেখান......... প্লিজ।
@@banglaanimeproject9036 manosik rogi na tor bap ami... ki liksi 10 bar por
সুন্দর ও সঠিকভাবে তথ্যগুলো বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ।
অসাধারণ! সুন্দর উপস্থাপনা❤️❤️পদ্ম সেতু বাঙালি জাতির স্বপ্ন, আল্লাহ পাক আমাদের সেই স্বপ্ন পূরণ করুন,আমিন।
Ma Sah Allah
Alllaaahhh😌
অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী কে। ।।।
ভাই সত্যি খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আপনি অনেক সুন্দর করে বিষয়টাকে বুঝিয়ে বলতে পারছেন,সে জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। সত্যি বলতে পদ্মাসেতু বাংলাদেশের অনেক বড় সম্পদ। আমরা পদ্মাসেতুকে করি, ইনশাআল্লাহ।
আহ! আল্লাহ তাআলা আমাদের প্রতিটি আশা পূরণ করেন। আমীন।।
মৃত্যুর আগে যেন আরো ৭টি বড় সেতু দেখে যেতে পারি - ইনশাআল্লাহ।
#কনডমনাপড়লেকিহয়
@@onlyfun5634 তোর মত জারজ কুলাঙ্গার হয়
@@anabiyaislamnur3576 😜😜😜
@@ahmedmamun3474 yhrdv
আপনার কাছে স্বপ্নে সেতু আর হাজার হাজার মানুষের জীবন গেলো তাদের অভিশাপ থেকে মুক্তি চাওয়ার জন্য আল্লাহর কাছে মুক্তি কামনা করো
ধন্যবাদ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে..
তার দৃঢ়তার নেতৃত্বের কারণে,
পদ্মা সেতু স্বপ্ন থেকে বাস্তব হচ্ছে।
A moment of pride for all Bangladeshis💓🇧🇩💓 respect from heart for our best PM Sheikh Hasina💓
#কনডমনাপড়লেকিহয়
@@onlyfun5634 তোর মতো মাদারবোর্ড হয়
Seriously feeling proud to be a Bangladeshi
Hmm
অনেক উপকৃত হলাম তথ্য জানতে পেরে ✌🏻👏🏼
#কনডমনাপড়লেকিহয়
বিডিওটি ভালো লেগেছে।
Love from India 🍂☘️🌼
ভাইয়া আপনার কথা গুলো সব সময়ই ভালো লাগে। আমি আপনার অনেক বড় ফ্যান। এবং আমি শুধু ৩ মিলিয়ন এর অপেক্ষায় আছি। ধন্যবাদ
Love from INDIA🇮🇳🇮🇳
এখন বাকি কাজগুলো দ্রুত শেষ করতে হবে। নদীর মাঝে ড্রেজিং করে নদীকে মাজ নদীহতে প্রবাহমান করতে হবে। প্রযুক্তির সাহায্য নিতে হবে।
#কনডমনাপড়লেকিহয়
#কনডমনাপড়লেকিহয়
@@onlyfun5634 তোর মতো জারজ হয়
@@onlyfun5634 নিজ দেশকে ভালোবাসতে শিখ
আমি গর্বিত কারণ আমাদের দেশে এত সুন্দর একটা সেতু পেয়েছি
এতো নেতিবাচক কার্যকালাপের পরও আপনার ইতিবাচক আর গর্ব সত্যি অসাধারণ ।
এ পর্যন্ত পদ্মা সেতু নিয়ে যে কয়টা খবর শুনেছি এবং উপস্থাপনা করেছে তার থেকে সবচেয়ে ভালো উপস্থাপনা হয়েছে আপনের উপস্থাপনাটা। আমাদের টাকায় আমাদের পদ্মা সেতু।
এতোটা তথ্যবহুল! ❤️❤️
#কনডমনাপড়লেকিহয় ...
@@onlyfun5634 তোর মতো জারজ হয়😜😜😜
@@ahmedmamun3474 😂😂
ভাইয়া, একদম অন্য কোথাও যেই ইনফরমেশন গুলো আমি পাইনি সেই জিনিস গুলো আপনি খুব চমতকার ভাবে উপস্থাপন করেছেন
যখন শুনলাম
এক একটা পিলার ৪০ তলার সমান আমি পুরাই হা হয়ে গিয়েছিলাম
এতক্ষন পর এই ভিডিও দেখার পর বুঝলাম কেন ফেসবুকে বুর্জ খলিফা এর সাথে বাংলাদেশ এর পদ্মা সেতুর Cost compare করা হচ্ছে
ধন্যবাদ ভাইয়া।
এরকম আরো অজানা Information দিয়ে আমাদের সাহায্য করবেন
আমাদের হয়তো অনেক কিছু নাই
কিন্ত আমাদের একজন দেশরত্ন শেখ হাসিনা আছে।
হৃদয় থেকে ধন্যবাদ শেখের বেটি ❤️
পদ্মা সেতু উদ্বোধনের পরও দ্বিতীয় বার ভিডিওটি দেখছেন কোন কোন লিজেন্ড? 😜✌️
ভাই আপনার Voice টা একদম ঠিকঠাক✔️
অন্য কাওকে আর কথা বলতে বইলেন না❌
এটা শুধু পদ্মা ব্রিজ না,
এটা আমাদের সপ্ন ✌️
আলহামদুলিল্লাহ,
১০ মিনিটে অনেক কিছু জানতে পারলাম।
#কনডমনাপড়লেকিহয়
Good morning Val legese video ti👍👍👍👍
ওয়াও দারুন উপস্থাপনা সেই সাথে ম্যাজিক্যাল ভয়েস এক কথায় অসাধারণ👍👌
এই জন্যই আমি আপনার অনেক বড় ফ্যান বস🥀
এটা শুধু একটা সেতু নয় ❤ এটা আমাদের গর্ব
বাংলাদেশ আমার বাংলাদেশ ❤️🇧🇩
Darun hayece 👌👌👌👌👌👍👍👍👍👍
Ato Kichu Dekhe Padma bridge a jawar iccha roilo
Love Frm India 🇮🇳🇮🇳🇮🇳
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে,নিজেদের অর্থায়নে এমন একটি সেতু আমাদের দেয়ার জন্য ❤️❤️
ভাই মনে হয় চাল, ডাল কিনে খান না সেতুই দিয়ে যায় বাজার করে
Khub valo laglo video ta dekhe...
Khub sundor project
Bangladesh r-o onek egie jak etai asa korbo
"এইতো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার"
কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতু!
I love you bangladesh.i am prawoud.
@@afrojakhanom2200 proud
Bu
Thank you bahi
আলহামদুলিল্লাহ্।
ভাবতেই পারিনি এতো তারাতারি পদ্মা সেতু দৃশ্যমান হয়ে যাবে।
ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা প্রতিবেদন তৈরী করার জন্য
#কনডমনাপড়লেকিহয় ...
*আপনার ভিডিও এক কথায় অসাধারণ আমার সাথে কে কে একমত?*
আবেগের কারণে অনেক কিছু বলতে পারছি নাহ ❤️
কিন্তু ধন্যবাদ দিতে চাই আমার প্রিয় মানুষকে
জননেত্রী শেখ হাসিনা কে❤️🇧🇩
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ❤️
আমি শেখ মুজিবুর রহমানকে দেখিনি কিন্তু তার আদর্শ আমি পরেছি যেনেছি ❤️ কিন্তু আমি শেখ মুজিবুর রহমান দেখিনি তো কি হয়েছে আমি শেখ হাসিনা কে দেখেছি ❤️
ধন্যবাদ বাংলাদেশের সব মানুষ কে❤️❤️
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ❤️🇧🇩
অসাধরন পদ্মা সেতু! আমাদের গর্ব, দেশের সম্মান, মানুষের জীবন ভালোবাসা ! অনেক স্বপ্ন তুমায়ো নিয়ে বাঙ্গালী জাতির, অনেক অনেক শুভেচ্ছা পদ্মা সেতু , ভালোবাসা পদ্মা নদী ! Love 💖💖💖
Onek kisu jante parlam r onek vul vanglo . Thanks vai
#কনডমনাপড়লেকিহয় ...
@@onlyfun5634 ভাই এটা কোন ডাক্তার বা বিশেষজ্ঞের ইউটিউব চ্যানেল নয়
আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ।
পদ্মা সেতু আমাদের উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে ভাই 🚒🚓🚔🚕🚖🚗🚘🚚🚙🚌🚋🚊🚈🚆🚅🚇🚄🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗
ভাই, এত গোছানো ভাবে তথ্য গুলো আর কোথাও পাইনি। খুবই চমৎকার হয়েছে। আত্মবিশ্বাসী ও বাস্তব উপস্থাপনা। মাইন্ড ব্লোয়িং। থ্যাংকস
আল্লাহ্ জেনো আমার মা শেখ হাসিনা কে অনেক বছর বাচিয়ে রাখে??
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
সুন্দর হয়েছে ভেরি নাইস অসাধারণ
ভাই আপনি এত সুন্দর করে উপস্থাপন করেন কিভাবে?!!🙂❤️
#কনডমনাপড়লেকিহয় ...
Tfgj
Thvf.
তথ্যবহুল, অনবদ্য ও উপভোগ্য উপস্থাপনা। অনেক অনেক ধন্যবাদ।
We are proud of this bridge also you..who represent it....
অনেক ধন্যবাদ সবকিছু দেখানোর জন্নে যেইদিন শেষ স্পেন বসাইছে সেইদিন আমরা ওখানে ই ছিলাম
মাননীয় প্রধানমন্ত্রীর একক সাহসিকতার কারনেই আজকের এই পদ্মা সেতু । যারা পদ্মা সেতুর বিরোধিতা করে তাদের মুখে এক দলা থু ।
Vai apnar video dekhe khub valo laglo
Project of Pride ❤️🇧🇩🔥
ভাই,
অসাধারণ এক্সপ্লেইন...
পদ্মা আমাদের অনুপ্রেরণা ! সামনে এগিয়ে যেতে সাহস দেয় !
পদ্মা আমাদের অহংকার !
বলতে পারবো আমরা দেশে আছে পদ্মা ব্রিজ তোমার দেশে কি আছে ?
😭😭
হাওড়া
Go ahead Bangladesh love from India ❤️❤️
আশ্চর্য হয়ে গেলাম!!!
ভাই আপনার বয়ান শুনে আমার খুব ইচ্ছে করছে সেতুটি দেখার।।
BNP spotted 😒
ভিডিও দেখে মাথা ঘুরছে,,অনেক গবেষণা করেছেন ভাই আপনি। 🇧🇩😍
এমন বড়ো প্রযেকট করার সাহস একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারুর পক্ষে সম্ভব হতো না।
বাপ রে সেই লেভেল এর চিন্তা ভাবনা করে বানানো হইছে 🤔🤔🤔🤔❤️❤️❤️❤️❤️
এতদিন ধরে এসব শুনেও আপনার কথাগুলো অনেক নতুন লাগলো এভাবে কেউ বলে নি ।
kotota reseach r kosto kore vdo ta banano hoise bujte parsi...thanks a lot for vdo ... onek kisu jante parlam ei vdo er maddhome..