হযরত গাউছে জামান শাহসূফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী (কঃ) কেবলা'র নূরানী নসীহত - ৩।

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • হুয়ার রহমান
    🚩 আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিন হওয়ার জন‍্য আমাদের কাছে তিনি এইভাবে তিনটি ওয়াদা করেছেন। তিনটি ওয়াদা করেছেন রাব্বুল আলামিন। জিকিরকারী, রাব্বুল আলামিন আমাদের ওয়াদা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম,...'ফাজকুরুনী আজকুরুকুম', 'ফাজকুরুনি' আমার জিকির কর, তাইলে 'আজকুরুকুম' আমি তোমাদের স্মরণ করবো, অর্থ‍্যাৎ, আমি তোমাদের মুমিন করে দিব, 'ওয়াশকুরু লী' এই জাকের, এই জিকিরকারী, আমি তোমাদের ওয়াশকুর (কৃতজ্ঞ) বান্দা করে দেব, তোমাদের কলবে ইশকে এলাহী পরিপুর্ন করে দেব, তোমাকে আমি মকবুল বান্দা করে দেব। দুই, এবং আল্লাহ্ রাব্বুল আলামিন এই জিকিরের এই রকম এই নেয়ামত এইরকম ঘোষণা, কতবড় আপ্লুত করেছে জাকেরের প্রানকে। তিনি বলেছেন, 'ফাজকুরুনী আজকুরুকুম ওয়াশকুরুলী ওয়ালা তাকফুরুন' একজন জিকির কারীকও আমরা কাফেরের মধ‍্যে গন‍্য হতে দেব না। রাব্বুল আলামিনের, এই জাকেররা, আমার এই তিনটি ওয়াদা পুরন হলেই এরা মুমিন হতে পারবে।
    হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, এই জিকিরের মর্তবা, এই জিকিরের শলা, এই জিকিরের তায়াজ্জুহ্, এই জিকিরের ফয়েজ, রহমত, নেয়ামত, গনিমত, জিকিরের যে তাছির আছে এটা যদি তোমাদের মধ্যে আনতে চাও, তাইলে কি করবে, হুজুর (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেছেন, "লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহে মিন ওলাদিহী ওয়াননাসি আজমাঈন' হাদীস শরিফে হুজুর (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ফরমাইতাছেন, "তোমাদের মধ্যে ততক্ষন পযর্ন্ত মুমিন বলে গন‍্য হবে না, যতক্ষন পযর্ন্ত না তোমরা তোমাদের পিতা-মাতা, স্ত্রী-পুত্র, ধন-জন, বিষয়-সম্পদ, এমনকি তোমার রুহ, তোমার দেহ থেকে আমাকে বেশি ভালো না বাসবে, আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষন পযর্ন্ত তোমরা একজনও মুমিন হইতে পারবে না।"
    তাইলে হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের ইশকে মহব্বত যদি আমাদের মধ‍্যে না আসে, সেই সত (ইমানী নিষ্ঠা) টুকু যদি আমাদের মধ‍্যে না আসে, সেই জজবা'ই যদি আমাদের মধ‍্যে না আসে, সেই সমর্পন যদি আমার মধ‍্যে না আসে, সেই হুব্বে রাসুলে (সাঃ) মহব্বত যদি আমার মধ‍্যে না আসে,তাইলে আমার মধ‍্যে সেই জিকিরে তাছির আসতে পারে না। তাই রাব্বুল আলামিন আমাদের জানিয়েছেন, "কুল ইনকুনতুম তুহাইব্বুনাল্লাহা ফাত্তাবিয়ুনি ইয়ুহিব্বুকুমুল্লাহ্" 'কুল' জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) 'কুল' মানে বলুন, জানিয়ে দিন,"কুল ইন কুনতুম তুহাইব্বুনাল্লাহ" যারা 'এশকে এলাহী'র হকদার হয়ে মুমিন হতে চায়, আমার প্রিয় বান্দা মুমিন হতে চায় মনেতে হাজত নসিব হককে আরজু করে ',তাইলে কি করে, "ফাত্তাবিয়ুনী ইয়ুহিব্বুকুমুল্লাহ" তারা যেন আল্লাহর মেহবুব, রাসূলে মকবুল (সাঃ)'র সাথে মহব্বত করে, সুবহানাল্লাহ্।
    'হুব্বে রাসুল হুব্বুল্লাহ' রাসূলের মহব্বতই আল্লাহর মহব্বত, তাইলে হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের মহব্বত যার কলবের মধ‍্যে নাই, হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের ইশক যার মধ্যে নাই, সে কোনদিন কোরআন শরিফের কোন আয়াতে কারিমার বোঝা তো দুরের কথা, তার মধ্যে কোন জ্ঞানই আসবেনা। সে মুরতদ, মরদুদ থেকে যাবে, ফাসেক থেকে যাবে, গোমরাহ থেকে যাবে। এবং আল্লাহ্ রাব্বুল আলামিন আমাদের হুকুম করেছেন, রসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যখন, যখন তিনি পর্দার মধ‍্যে চলে যাবেন, অর্থাৎ আজ যেমন তিনি পর্দার মধ্যে আছেন, কিন্তু আমাদের ইমান করতে হবে তিনি হায়াতুন্নবী, তিনি জিন্দা ছিলেন, জিন্দা আছেন, কেয়ামত পযর্ন্ত জিন্দা থাকবেন। এই ইমান যার নাই, সে বান্দায়ে খোদা উম্মতে রাসূলে মকবুল (সাঃ) এর হকদার হতে পারবে না।💛🧡💜
    কালামে আওলাদে রাসূল (দঃ) শাহাজাদায়ে গাউছুল আযম (কঃ) হযরত হাদীয়ে জামান, মোজাদ্দেদে জামান, গাউছে জামান শাহসূফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ শফিউল বশর আল্ হাচানী আল্ মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবা।

Комментарии • 4

  • @rakibmd4077
    @rakibmd4077 8 месяцев назад +2

    ❤️❤️দয়াল শফি মুজিব বাবা 🙏🙏🙏

  • @user-co2ql5rb3t
    @user-co2ql5rb3t 3 месяца назад +1

    Alhamdulillah

  • @user-do3jy1yl1r
    @user-do3jy1yl1r 9 месяцев назад

    Doyal baba sofi baba marhaba

  • @LIyamakluna
    @LIyamakluna Год назад

    দয়াল শফি বাবা মারহাবা