Mogolhat Port - মোগলহাট পোর্ট |বাংলাদেশ - ভারত আন্তঃ রেল,নদী ও স্থল বন্দর | Representing Bangladesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • এক কালে লালমনিরহাটসহ দেশের ব্যবসা বাণিজ্যে মোগলহাট স্থলবন্দরের সাথে ভারতের সাতটি অঙ্গরাজ্যের ব্যাপক বাণিজ্য ছিল। কাঠ, কয়লা, পাথর, সার ইত্যাদি পণ্য আনা হতো এই বন্দর দিয়ে। কিন্তু নদী ভাঙনের ফলে উভয় দেশের মধ্যে সংযোগ স্থাপনকারী ধরলা নদীর উপর নির্মিত গীতালদহ সেতুটির একটি অংশ ভেঙে যায়। পরে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থল বন্দরটি বন্ধ হয়ে যায়।
    তবে বিভিন্ন উপায়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করলেও ১৯৯১ সালে মোগলহাট থেকে লালমনিরহাট পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে যাত্রী পারাপারও বন্ধ হয়ে যায়। এদিকে ভারতের গীতালদহ ও বাংলাদেশের মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালুর জন্য ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা সরকারের কাছে প্রস্তাব পেশ করেন, যা এখনো বিবেচনাধীন রয়েছে।
    লালমনিরহাট রেলস্টেশন থেকে অটো - রিক্সায় ৩০-৪০ টাকা ভাড়া পড়বে এখানে আসতে। রাস্তা ব্যবস্থা একদম পাকা ও সহজতর।
    ______________________________________________
    Music Credit - bensound.com
    আমার সাথে সোশ্যাল সাইডে এড হতে পারেন-
    → Instagram Page Link - / _a_nik
    →Facebook Page Link - / saikatahmedanik.official
    → Facebook Account - / saikatahmed.anik1
    Thanks for watching my video and subscribe my channel.

Комментарии • 2