আসসালামু আলাইকুম ভাই। তারেক মেরিজোর সাথে বাংলাদেশ আপনার ভিডিও গুলো অনেক ভালো লেগেছিল।আপনার নিউ জার্সি থেকে কানাডায় ভ্রমন,তারেক মেরিজোর সুন্দর বাগন বাড়ি আর আপনার বাগান থেকে ফল ছিঁড়ে খাওয়া সব অসাধারণ ছিল। মেরিজো বিরিয়ানি দিয়ে আপনাকে মুগ্ধ করেছে। কারন ও জেনেছে আপনার বিরিয়ানি পছন্দ। গাড়ি টা সত্যি দেখার মতো ছিল। পৃথিবীর কোণায় কোণায় এতো সৌন্দর্য লুকিয়ে আছে আপনার ভিডিও তে দেখে মুগ্ধ হচ্ছি। অনেক ভালো থেকেন দোয়া করি। Fiamanillah.
ফারুক ভাই আমার আদাব নিবেন। কানাডার ব্লগ চমৎকার ভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছেন তাঁরা মনে প্রানে আপনার জন্য সকল আয়োজন করেছে। আশা করি উপভোগ্য হবে। ভালো থাকুন। ❤
জ্বী ভাই ফিলিপাইনের ভাবি কে মনে আছে । আর আপনি তো আপনি ই। আজকের আকাশের কিছু ভিডিও অসাধারণ সুন্দর ছিলো। সব মিলিয়ে আপনার ভিডিও খুবই সুন্দর হয় আজও সুন্দর হয়েছে।
আসসালামু আলাইকুম ভাই। আপনার প্রত্যেকটা পর্ব বেশ মনোযোগ দিয়ে দেখি।আমার খুব ভালো লাগে। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনার কথা বলার পর সুবহানআল্লাহ বলেন, আল্লাহর রহমতের প্রশংসা করতে ভুলে যান না।আল্লাহ আপনার হেফাজত করুন। গ্রামের বাড়িতে থাকা সৌভাগ্যের। সবার থাকেনা। আবার কারো থাকলে ও অবহেলা করে। দূর্ভাগা বলতে পারেন।আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ অভাবের পর সাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়েছেন, স্বচ্ছতা কে উপহার দিয়েছেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাকেও যেন তৌফিক দান করেন।
দাদা....মেরি জো কে খুব সুইট লাগে, তার হাসি সুন্দর.....তারেকভাই এর গাড়ির সংগ্রহ দারুন, কত পুরানো কিন্তু নতুনের মত .... ক্যালগারি খুব সুন্দর, আরোসব দেখার অপেক্ষায় রইলাম....ভালো থাকবেন দাদা 🥰🥰🙏🏻🙏🏻
দাদা ভাই আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম থেকে 🍉কাকডাকা ভোরে রওনা -----ভিনদেশী বউ কে দেখে ভালো লাগলো ---সামনে আরও সুন্দর জিনিসগুলো দেখার আশায় রইলাম ভালো থাকবেন সবসময়ই সবখানে আল্লাহ ভরসা 🇧🇩
মেরিজো নাম দেখেই মনে পড়ে গেছে। তাকে অনেক প্রশংসা করবেন ভাই, মাথায় উঠে না, আকাশে উঠে গেলে ও ক্ষতি নেই 😂❤️। খুব সুন্দর বাড়ী, গাড়ী, বাগান সব কিছুই। খুবই ভালো লাগলো, মারিজো কে বাংলা বলতে বলবেন, ভালো লাগে শুনতে। রান্নার তো জবাব নেই। অনেক ধন্যবাদ ভাই আপনাকে ও ভাই ও ভাবী কে 🙏🤗
নয় মাস আগের ভিডিও এটি। আমি দেখলাম অনেক পরে, আসলে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হওয়ায় ইচ্ছে থাকা সত্যেও নিয়মিত আপনার ভিডিও দেখতে সময় করতে পারিনা, যখন সময় পাই একটানা কয়েকটি ব্লগ দেখার চেষ্টা কররি। আপনার জন্য প্রশংসাই যথেষ্ট নয়। দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি জাযাকাল্লাহ
@@AdventureTube21 ভাই, আমি ভার্জিনিয়া গিয়েছি, ক্যালগেরীর সাথে হুবুহু মিল একই রকম। Luray Cavernous এ গিয়ে মাটির নীচে পাথরের এক অপূর্ব জগত বেড়িয়ে দেখার সৌভাগ্য আমার হয়েছে। ভালো থাকবেন। সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা রইলো। পরবর্তী ভ্লগ এর অপেক্ষায় থাকলাম।
Canada is also very beautiful 🤩just like United States. Road gula koto Shundor ❤Alberta province is just a miracle of our creator. Long time ago it was my dream to study in SAIT Calgary. Now it’s moved to University of Washington Seattle,WA,USA. 😊❤
Opurbo ekti poribeshona ! Enjoy korlam onek ! Alhamdulillah ! Tariq Bhai r Merizo bhabi r juti oshadharon ! Onek Valo lage unader Ke ! R shob chaite beshi valo legeche 1964 model er càr ti ! It is just amazing ! Ki shundor maintain korechen unara car ti Ke ! Ekbar drive korte partam jodi ei car ti ! Air Canada Valo lage ni Amar kache ! Ek bar fly korechilam Air Canada te ! Heathrow theke Toronto Ashar shomoi !
আপনার অনেকগুলো ভিডিও দেখেছি, আসলেই না বলে পারলাম না-- “আপনার মানসিকতা ই High” এজন্য সবকিছুই আপনার কাছে ভালো। ধন্যবাদ, সুন্দর সুন্দর ভিডিও করার জন্য, America যাওয়ার জন্য আমার Opportunity আছে, আমি দ্বিধায় আছি, যাবো কি যাবো না! বুঝতে পারছি না, তবে আপনার ভিডিও দেখে মন চায় যেতে। স্বদেশ ছেড়ে যাবো , কে যেন পিছন থেকে টানে ? যাই হোক আপনার জন্য শুভ কামনা, যেখানেই থাকুন ইসলামী শরিয়ত এর বিধি বিধান সামনে রেখে চলুন। ধন্যবাদ
Alfarukh bhai, অনেক ব্যাস্ততার মাঝেও আপনার ভিডিও গুলো দেখার চেষ্টা করি। কারণ, আপনি যে জায়গা গুলো দেখান, আমার জীবনে দেখতে পাবো যে বিশ্বাস হয়না। তবে আপনি যে পাহাড় গুলো দেখান, ওগুলো আমরা পাহাড় মনে করিনা। হ্যাঁ লেংটা পাহাড় বলা যেতে পারে l কারণ আমরা পাহাড় বলতে বুঝি যেখানে বড় বড় গাছ পালা থাকে এবং ঝাঁপ ঝোর দিয়ে ভর্তি ।তবে লেঙ্গটা পাহাড় হলেও আপনার তোলা ছবি ভালো লাগে। আগামী ভিডিওর অপেক্ষায় রইলাম। ইন্ডিয়া আসাম থেকে।
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার মনটা অনেক খারাপ আমার ছোট্ট ছেলে আমেরিকা চলে গেছে মাস্টার্স করার জন্য আর্কিটেকচারে দোয়া করবেন আপনি ক্যালগ্যরি গিয়েছেন খুশি লাগছে কারন আমার বড় বোন থাকেন ক্যালগেরিতে আলবার্ট টায় কিছুদিন আগে আমেরিকার ডালাসে গিয়েছিলেন মাসুদের বাসায় তারা সম্পর্কে ভাগ্নে ভাগ্নি আমার আমি আপনার নিয়মিত ফলোয়ার আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন চট্টগ্রাম থেকে
ভাই অবশেষে আপনি ক্যালগেরীতে আসতেছেন, খুবই আনন্দ লাগছে। কিভাবে আপনার সাথে দেখা করবো আমাকে জানায়েন, আর আমার বাসাতে একবেলা অতিথেয়তা গ্রহণ করলে খুবই খুশি হবো।
Salam dear Farook bhai & the beautiful family! Very nice meeting them & always pleasure meeting you through ur beautiful Vlogs dear Farook bhai ! What an antique car ! Love ittttttt 💚❤️💙 I’m sure you’ve enjoyed your ride! Another lovely episode dear bhai ! I enjoyed it thoroughly! Take care & have a great one ! See you soon dear bhai !
Hello Farooq bhai ur friend from Toronto Canada 🇨🇦, too bad you didn't fly to Calgary via Toronto we could have met maybe. How was your experience with Air Canada? Wow absolutely amazing vintage car your friend has. Enjoy your stay and have lots of fun 😊
It is your personal thing about 9/11, it is up to you sir whether you want to share it or not in other video. Calgary is very beautiful, I don’t know whether it is your skill of making videos or really that much beautiful. Most important the house of Tarique sir is very beautiful, especially his yard garden. And you gave a beautiful message, that you don’t need too much foods, feast on one item with pleasure. Perfect quote for food safety.
অনেক দিন পর তারেক ভাই ও ভাবী মেরীজো কে দেখলাম। অবাক হলাম ১৯৬৪ সালের গাড়ি দেখে। একদম নতুন এর মতন লাগছে। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবাই এবং সবসময়।
Thank you bhai 🥰
মেরিজো ভাবী অসাধারণ দেখতে যেমন তার রান্নাও দেখতে যেমন মাশাল্লাহ খেতেও না জানি কত সুস্বাদু যা দেখেই বোঝা যায় ।
Thank you 💕
ফিলিপাইনের মানুষ আসলেই অনেক অমায়িক এবং ওরা অনেক সাইলেন্ট
আমি ওদের সাথে কয়েক বছর এই কাজ করছি।।
🥰
Assalamualaikum.... nice video.khub valo legese...gaarita darun, shundor kore maintain koresen.....Tarek vhai.
Walaikum Assalam. Thank you 💕
আসসালামু আলাইকুম ভাই। তারেক মেরিজোর সাথে বাংলাদেশ আপনার ভিডিও গুলো অনেক ভালো লেগেছিল।আপনার নিউ জার্সি থেকে কানাডায় ভ্রমন,তারেক মেরিজোর সুন্দর বাগন বাড়ি আর আপনার বাগান থেকে ফল ছিঁড়ে খাওয়া সব অসাধারণ ছিল। মেরিজো বিরিয়ানি দিয়ে আপনাকে মুগ্ধ করেছে। কারন ও জেনেছে আপনার বিরিয়ানি পছন্দ। গাড়ি টা সত্যি দেখার মতো ছিল। পৃথিবীর কোণায় কোণায় এতো সৌন্দর্য লুকিয়ে আছে আপনার ভিডিও তে দেখে মুগ্ধ হচ্ছি। অনেক ভালো থেকেন দোয়া করি। Fiamanillah.
Walaikum Assalam. I am really glad that you have enjoyed it. Thank you 🥰💕
Bhison sundor couple . Excited kichu sundor video dekhar jonnyo.
Thank you 😊
আমার এই ক্যাম্পিং জিনিসটা খুব ভালো লাগে। আপনার প্রায় ক্যাম্পেইনের সবগুলো ভিডিও দেখেছি।
Thank you
ফারুক ভাই আমার আদাব নিবেন। কানাডার ব্লগ চমৎকার ভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছেন তাঁরা মনে প্রানে আপনার জন্য সকল আয়োজন করেছে। আশা করি উপভোগ্য হবে। ভালো থাকুন। ❤
Thank you 🥰
মেরিজো ভাবী খুব সুন্দর বাংলা বলে ,তাকে অনেক ধন্যবাদ দিবেন ভাই।
Thank you 😊
জ্বী ভাই ফিলিপাইনের ভাবি কে মনে আছে । আর আপনি তো আপনি ই। আজকের আকাশের কিছু ভিডিও অসাধারণ সুন্দর ছিলো। সব মিলিয়ে আপনার ভিডিও খুবই সুন্দর হয় আজও সুন্দর হয়েছে।
Thank you dear 💕
আসসালামু আলাইকুম ভাই। আপনার প্রত্যেকটা পর্ব বেশ মনোযোগ দিয়ে দেখি।আমার খুব ভালো লাগে। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনার কথা বলার পর সুবহানআল্লাহ বলেন, আল্লাহর রহমতের প্রশংসা করতে ভুলে যান না।আল্লাহ আপনার হেফাজত করুন।
গ্রামের বাড়িতে থাকা সৌভাগ্যের। সবার থাকেনা। আবার কারো থাকলে ও অবহেলা করে। দূর্ভাগা বলতে পারেন।আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ অভাবের পর সাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়েছেন, স্বচ্ছতা কে উপহার দিয়েছেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাকেও যেন তৌফিক দান করেন।
Ameen.
Calgary, nice garden, vintage car & more! Enjoyed your video, Thanks.
Thank you
Assalamualikum vai. Khub valo laglo video ti. Sobai k ak sathe dekhe bes valo laglo.
Walaikum Assalam. Thank you dear.
আঙ্কেল আপনার ব্লগিং শুরু থেকে শেষ অসাধারণ ফিনিশিং। ভালো লাগে খুব! ❤❤❤
Thank you
দাদা....মেরি জো কে খুব সুইট লাগে, তার হাসি সুন্দর.....তারেকভাই এর গাড়ির সংগ্রহ দারুন, কত পুরানো কিন্তু নতুনের মত .... ক্যালগারি খুব সুন্দর, আরোসব দেখার অপেক্ষায় রইলাম....ভালো থাকবেন দাদা 🥰🥰🙏🏻🙏🏻
ও আসলেই অনেক ভাল। অনেক আপ্যায়ন করেছে ওরা দুই জন। ধন্যবাদ বোন।
@@AdventureTube21 welcome, আপনি ও খুব আপন করে নিতে পারেন তাই আপনার পাশে এমন সব মানুষ পেয়ে যান দাদা 🥰💕💕
ফিলিপাইনের মানুষ খুবই ভালো রান্না করতে পারে। আমি সৌদিতে কোম্পানির বাবুর্চি ছিল ফিলিপাইনের। তাদের বিভিন্ন ধরনের হালাল খাবার খুবই ভালো লেগেছে
Thank you 😊
ব্লগ টা দারুন লাগছে ভাই ,বিশেষ করে তারেক ভাইয়ের গাড়ীটা।
Thank you
দাদা ভাই আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম থেকে 🍉কাকডাকা ভোরে রওনা -----ভিনদেশী বউ কে দেখে ভালো লাগলো ---সামনে আরও সুন্দর জিনিসগুলো দেখার আশায় রইলাম ভালো থাকবেন সবসময়ই সবখানে আল্লাহ ভরসা 🇧🇩
Walaikum Assalam. Thank you bhai.
মেরিজো নাম দেখেই মনে পড়ে গেছে। তাকে অনেক প্রশংসা করবেন ভাই, মাথায় উঠে না, আকাশে উঠে গেলে ও ক্ষতি নেই 😂❤️। খুব সুন্দর বাড়ী, গাড়ী, বাগান সব কিছুই। খুবই ভালো লাগলো, মারিজো কে বাংলা বলতে বলবেন, ভালো লাগে শুনতে। রান্নার তো জবাব নেই। অনেক ধন্যবাদ ভাই আপনাকে ও ভাই ও ভাবী কে 🙏🤗
অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন দোয়া করি। 💕
@@AdventureTube21 🙏🤗
আপনার সব ব্লগ গুলো খুব সুন্দর করেন আমি তিন চার বছর ধরে আপনার ব্লগ গুলো দেখি আমার খুব ভালো লাগে আপনি ভালো থাকবেন
Thank you 💕
আসসালামু আলাইকুম ভাই। মাঝখানে আপনার কয়েকটি ব্লগ দেখতে পারিনি। Calgary এই ব্লগটি খুব ভালো লেগেছে। আশা করি বাকী ব্লগ দেখব ইনশাল্লাহ। দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।
Walaikum Assalam. Thank you bhai. May Allah bless us all.
Faruk bhai sai .onek onek balo laglo.we are waiting to watch your camping video.🎉
Inshallah
গাড়ীটা দেখে ভালো লেগেছে
Thank you
হ্যলো তারেখ এবং মেরেজো। তোমাদের দেখে খুব ভালো লাগলো
ধন্যবাদ ভাই 🥰
Apple strobery rasbery fruit really amazing beautiful garden thanks for this video Farooq Bhai...
Most welcome
প্রাণের প্রিয় আঙ্কেল,, আপনার ভিডিও গুলো দেখে এখন একটা নেশা পরিণত হয়েছে,, অনেক ভালো লাগে আপনার ভিডিও গুলো অনেক অনেক ভালোবাসি আপনাকে,,,❤
Alhamdulillah
মাশা আল্লাহ.. ভাই পারেন ও আপনি... অসাধারণ... হয় আপনার ভিডিও গুলি ❤
Thank you 💕
sob age er manuser priyo ekjon apni bhaiya, Allah amake jodi toufiq dan koren kokhno deser baire sattle houar, amar basai kintu apnake astei hobe.
Inshallah dear. Thank you.
আসসালামুয়ালাইকুম আঙ্কেল। আশা করি ভালো আছেন। আপনার সবগুলো ভিডিও অসাধারণ। দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যায় বুঝতে ইপারি না। ভালো থাকবেন ❤
Walaikum Assalam. Thank you dear 🥰
নয় মাস আগের ভিডিও এটি। আমি দেখলাম অনেক পরে, আসলে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হওয়ায় ইচ্ছে থাকা সত্যেও নিয়মিত আপনার ভিডিও দেখতে সময় করতে পারিনা, যখন সময় পাই একটানা কয়েকটি ব্লগ দেখার চেষ্টা কররি। আপনার জন্য প্রশংসাই যথেষ্ট নয়। দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি জাযাকাল্লাহ
May Allah bless us all. Thank you 💕
Faruk bhai Calgary গিয়েছেন, পারলে Drum heller বা Banff ঘুরে আসেন। may be one hour drive. খুবই সুন্দর যায়গা
Thank you
assalamo alaykum
planer apekkhay bose achhen. hayto canadar uddese roana dichchhen galar sware sharirik durbalata fute uthechhe. tarek vai o tar philipiner bouer sange dekha korte cholechhen. tather back yard sundar su sajjito tahari nana rakam fruits pudinar sharbat otithi apyayaner jonno kichhu kam nay. gadi samporke apnar oviggotao mone hay khub beshi. sundar bangla bolen merijo samay katanor jonno sundar ekti vlog
Walaikum Assalam. Thank you dear 💕
Mashaallah daeky Mon bory galo nice Palace
Thank you
ফারুক ভাই আসসালামু আলাইকুম হা দেখেছি ভাবীকে, একদম বাঙালিআনাই ভরপুর।💚❤️
Walaikum Assalam. Thank you dear.
❤❤❤❤❤Bhaiya salam….nice to see my fav couple…..darun…..👌👍
Walaikum Assalam. Thank you dear 💕
ফারুখ ভাই, এবার ক্যালগেরী দেখালেন, খুব ভালো লাগলো!!
Thank you
@@AdventureTube21 ভাই, আমি ভার্জিনিয়া গিয়েছি, ক্যালগেরীর সাথে হুবুহু মিল একই রকম। Luray Cavernous এ গিয়ে মাটির নীচে পাথরের এক অপূর্ব জগত বেড়িয়ে দেখার সৌভাগ্য আমার হয়েছে। ভালো থাকবেন। সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা রইলো। পরবর্তী ভ্লগ এর অপেক্ষায় থাকলাম।
@@shamsrafi8345 Walaikum Assalam. Thank you 😊
This year I have lots of snow pea 🫛 in my backyard garden as well.
Nice!!
তারেক ভাই আর ভবীর জন্য অনেক শুভকামনা 💙💙
Thank you
Canada is also very beautiful 🤩just like United States.
Road gula koto Shundor ❤Alberta province is just a miracle of our creator.
Long time ago it was my dream to study in SAIT Calgary. Now it’s moved to University of Washington Seattle,WA,USA. 😊❤
Thank you 💕
Opurbo ekti poribeshona ! Enjoy korlam onek ! Alhamdulillah !
Tariq Bhai r Merizo bhabi r juti oshadharon ! Onek Valo lage unader Ke !
R shob chaite beshi valo legeche 1964 model er càr ti ! It is just amazing !
Ki shundor maintain korechen unara car ti Ke !
Ekbar drive korte partam jodi ei car ti !
Air Canada Valo lage ni Amar kache !
Ek bar fly korechilam Air Canada te ! Heathrow theke Toronto Ashar shomoi !
Thank you bhai 🥰
ভাইজান ভাল লাগল, তবে আপনার তেহারী খাওয়া দেখে আমারও মন চাইল খেতে। বাগানের ফল ও সবজিগুলো দেখতে দারুন লাগছিল। ধন্যবাদ
Thank you 💕
@@AdventureTube21 Welcome Vai
Aapni eto sundor kor kothe bolana . Nice video ❤
Thank you 🥰
অসাধারণ ফারুক ভাই ।
Thank you
Super and sweet family ---- welcome
Thank you so much 🙂
Assalamualaikum bhai, speechless, keep it up. Thanks for the amazing video
It's my pleasure
Salam brother welcome back to 🇨🇦 thanks for sharing with us enjoy your trip have fun
Walaikum Assalam. Thank you so much 👍
Canada to amarica motoi ... Sobai Canada voi pai onek thanda tai?
একটু বেশী ঠান্ডা।
আপনার অনেকগুলো ভিডিও দেখেছি, আসলেই না বলে পারলাম না-- “আপনার মানসিকতা ই High” এজন্য সবকিছুই আপনার কাছে ভালো। ধন্যবাদ, সুন্দর সুন্দর ভিডিও করার জন্য, America যাওয়ার জন্য আমার Opportunity আছে, আমি দ্বিধায় আছি, যাবো কি যাবো না! বুঝতে পারছি না, তবে আপনার ভিডিও দেখে মন চায় যেতে। স্বদেশ ছেড়ে যাবো , কে যেন পিছন থেকে টানে ? যাই হোক আপনার জন্য শুভ কামনা, যেখানেই থাকুন ইসলামী শরিয়ত এর বিধি বিধান সামনে রেখে চলুন। ধন্যবাদ
Thank you. Appreciate your kind words & continuing support. 🥰
Awesome video Bhai! Thank you for sharing😊😊
My pleasure 😊
Do appreciable vlog enjoy lots. Waiting for the next update vlog.
Thank you so much 😊
আপনার সব ভিডিও ভিন্ন স্বাদের..
Thank you
সুবহানাল্লাহ্ বেরী অনেক মজা ফারুক ভাই
Thank you
দাদা 9/11গল্প টা পরের ভিডিও তে ভালো করে বলবেন। আমি শুনতে খুব আগ্রহী
Thank you
Allah,Apnaka,Valo,Rakhuk
Ameen. May Allah bless us all.
পরবর্তী ভিডিও-এর জন্য আমার মনটা কেমন জানি আকু-পাকু করছে।
🥰💕
garita besh sundor darun valo laglo
Thank you
Good to see this sort of exploring blog
Glad you enjoyed it
Assalamulaykum vai, Jodi shomoy thakey please visit Vancouver British Colombia. Nice place to visit.
Walaikum Assalam. Inshallah next time. Thank you.
@@AdventureTube21 Aponi jokon asben Vancouver please informed me and you are invited as a brother.
@@saifuddin3053 inshallah I will. Thank you 😊
ভাইয়া সালাম নিবেন। অসাধারণ লাগলো। দোয়া করি সুস্থ ও ভালো থাকেন ❤❤
Walaikum Assalam. Thank you 😊
Alfarukh bhai, অনেক ব্যাস্ততার মাঝেও আপনার ভিডিও গুলো দেখার চেষ্টা করি। কারণ, আপনি যে জায়গা গুলো দেখান, আমার জীবনে দেখতে পাবো যে বিশ্বাস হয়না। তবে আপনি যে পাহাড় গুলো দেখান, ওগুলো আমরা পাহাড় মনে করিনা। হ্যাঁ লেংটা পাহাড় বলা যেতে পারে l কারণ আমরা পাহাড় বলতে বুঝি যেখানে বড় বড় গাছ পালা থাকে এবং ঝাঁপ ঝোর দিয়ে ভর্তি ।তবে লেঙ্গটা পাহাড় হলেও আপনার তোলা ছবি ভালো লাগে। আগামী ভিডিওর অপেক্ষায় রইলাম। ইন্ডিয়া আসাম থেকে।
Thank you bhai 🥰
Wow I was totally transfixed to the Rambler…-what an engine..and very well maintained Mr Tareq…! I wish I drove it!! Many thanks for sharing
Glad you enjoyed it
Farook Bhai>> Nice travel-ling, Nice garden, Nice Antic Car , Smiley Philipino Banglar Badhu+her husband & your nice anchoring. That means awesome. Dhaka.01/09/2023.
Thank you 🥰
Uncle ami apnar sob video dekhi
Thank you 😊
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার মনটা অনেক খারাপ আমার ছোট্ট ছেলে আমেরিকা চলে গেছে মাস্টার্স করার জন্য আর্কিটেকচারে দোয়া করবেন আপনি ক্যালগ্যরি গিয়েছেন খুশি লাগছে কারন আমার বড় বোন থাকেন ক্যালগেরিতে আলবার্ট টায় কিছুদিন আগে আমেরিকার ডালাসে গিয়েছিলেন মাসুদের বাসায় তারা সম্পর্কে ভাগ্নে ভাগ্নি আমার আমি আপনার নিয়মিত ফলোয়ার আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন চট্টগ্রাম থেকে
Walaikum Assalam. What a small world it is indeed. Thank you dear 💕
❤❤onek Valo legeche video ti ♥️♥️💕
Thank you
Valo legese.Thanks
Welcome
আঙ্কেল আপনি কি ঢাকায় আবার আসবেন?
Inshallah 💕
অনেক সুন্দর ❤❤❤❤
Thank you
ভাই অবশেষে আপনি ক্যালগেরীতে আসতেছেন, খুবই আনন্দ লাগছে। কিভাবে আপনার সাথে দেখা করবো আমাকে জানায়েন, আর আমার বাসাতে একবেলা অতিথেয়তা গ্রহণ করলে খুবই খুশি হবো।
চলে এসেছি। Inshallah next time. Thank you.
Very rare and nice looking well maintained vintage American car. Thank you for sharing.
Glad you enjoyed it
Thanks for this nice sharing
Always welcome
ভালো লাগলো এই সফর। ❤ কলকাতা ।
🥰💕
This car was wonderful
Thank you
Salam dear Farook bhai & the beautiful family! Very nice meeting them & always pleasure meeting you through ur beautiful Vlogs dear Farook bhai !
What an antique car ! Love ittttttt 💚❤️💙 I’m sure you’ve enjoyed your ride! Another lovely episode dear bhai ! I enjoyed it thoroughly! Take care & have a great one ! See you soon dear bhai !
Walaikum Assalam. The car was surprisingly comfortable to ride in. Many thanks, dear.
@@AdventureTube21 Absolutely! Looks like you all had a smooth ride & anytime dear bhai !
ওনাদের চ্যানেল নাই?
না।
গাড়িটি আমার খুব ভালো লেগেছে
Thank you
Masha Allah beautiful Episode
Thank you 😊
চমৎকার মানিকগঞ্জ থেকে
💕
Kamon acen
Alhamdulillah
Nice uncle 👍👍👍 Beautiful ❤️❤️❤️
Thank you so much
Dear Sir welcome your tur
Thank you
Deaf Sir welcome you
এটা কতদিন আগে শ্যুট করা ভিডিও?
দুই সপ্তাহ আগের।
➳᭄আলহামদুলিল্লাহ✤🌺 শুভকামনা রইল 🌱
Thank you 🥰
0:35 love you uncle ❤
🥰
নাইন ইলেভেন এর স্টোরি টা জানা হয় নাই....😢
😊
Come back Montréal
🥰💕
আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন? আমেরিকা এবং কানাডার সাথে তুলনা করলে কোন দেশটি উন্নত বেশি?নাকি একই রকম? জানালে খুশি হবো।
Walaikum Assalam. Almost the same. Thank you.
Excellent ❤
Thanks 😊
Hello Farooq bhai ur friend from Toronto Canada 🇨🇦, too bad you didn't fly to Calgary via Toronto we could have met maybe.
How was your experience with Air Canada?
Wow absolutely amazing vintage car your friend has. Enjoy your stay and have lots of fun 😊
From Philadelphia to Montreal it was really bad. The plane was too small and old. Thank you.
Qatar started philadelphia flights from 2014. Unfortunately its ending this route coming october.
Very sorry to hear that 😞
Uncle make a plan for Europe tour.
ভিডিও লিংক দিচ্ছি।
ruclips.net/p/PLUl3Y68FEtyd080TpvXRiApacwaCGAckT&si=Uw5GEQNFCntEXz8X
এনজয়।
@@AdventureTube21 Thank you❤️
গাড়িটা দেখে মনে হলো পুরনো মুভি দেখতেছি….🥳
🥰💕
It is your personal thing about 9/11, it is up to you sir whether you want to share it or not in other video. Calgary is very beautiful, I don’t know whether it is your skill of making videos or really that much beautiful. Most important the house of Tarique sir is very beautiful, especially his yard garden. And you gave a beautiful message, that you don’t need too much foods, feast on one item with pleasure. Perfect quote for food safety.
It is really beautiful. Thank you dear 🥰
Excellent video
Glad you liked it
এই ভিডিও কোন লেন্স দিয়ে করেছেন আংকেল?
প্রতিটি ভিডিওই বিভিন্ন ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়। এখানে iPhone 13pro, Sony A7C, DJI drone and DJI pocket ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ।
@@AdventureTube21 আপনাকেও অনেক ধন্যবাদ। ❤️❤️
What does mr tareq do for living?
Works with Canada Post and also a business owner. Thank you.
আপনার হাতের ওই আংটির এবং নাইন ইলাভেনের প্রভাব আপনার উপর কি ভাবে পড়েছিলো এই দু'টোর ব্যাপারে জানতে চাই ৷ সুযোগ পেলে আগামী কোনো ভিডিও তে বলবেন।
ফিরোজা পাথরের আংটি। দেখতে সুন্দর তাই পড়ি। এর কোন ক্ষমতা নাই। নাইন ইলেভেনের গল্প বলব একদিন ইনশাল্লাহ। ধন্যবাদ।
@@AdventureTube21
ধন্যবাদ!
আংটি টি সুন্দর। আপনার সঙ্গে মানিয়েছে। আর গল্প টি শোনার অপেক্ষায় থাকলাম। একটি অনুরোধ থাকবে পরবর্তি ভিডিও গুলোতে দাড়ি সেভ করে আসবেন। দাড়ি থাকলে একটু বুড়ো বুড়ো লাগে। পূর্ববর্তি ভিডিও গুলো দেখেছি দাড়ি ছাড়া সুন্দর লাগে।
আঙ্কেল আপনার নাইন ইলেভেনের হিস্ট্রিটা বলবেন
💕
আংকেল সালাম নিবেন কেমন আছেন,
সব থেকে বেশি এমেজিং লাগছে নার্সারি গুলা
Walaikum Assalam. Thank you
Just wow
💕