বাংলাদেশি উদ্যোক্তাদের ১০০টি পতাকাবাহী জাহাজের গৌরব! । Weekly Insights । BizData Insights

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • BizData Insights is a Market Insight, Data Intelligence and Business Advisory platform for Bangladesh Business & Economy✅
    বাংলাদেশি উদ্যোক্তাদের ১০০টি পতাকাবাহী জাহাজের গৌরব!
    দেশীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ পরিচালনায় বাংলাদেশি উদ্যোক্তারা নতুন বিনিয়োগে সমুদ্রের বুকে লাল সবুজের পতাকাবাহী ১০০টি জাহাজের মালিকানার গৌরব অর্জন করেছে। স্থায়ী ও অস্থায়ী নিবন্ধনসহ দেশের বহরে এখন সমুদ্রগামী জাহাজের সংখ্যা ১০১টি যার বিনিয়োগের পরিমাণ ১৪৪ কোটি ডলার, প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে বিনিয়োগের পরিমান প্রায় ১৭ হাজার কোটি টাকা।
    বাংলাদেশ সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী, শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে রয়েছে মেঘনা গ্রুপ এবং কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং, আকিজ গ্রুপ, এইচআর শিপিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, ভ্যানগার্ড গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ ও এমজেএল। এ ছাড়াঅ নামছে নতুন নতুন প্রতিষ্ঠান যেমন- সানশাইন নেভিগেশন লিমিটেড, পিএনএন শিপিং লাইনস, পিএইচ নেভিগেশন, ডরিন শিপিং লাইনস, ও দরিয়া শিপিং লিমিটেড। সব মিলিয়ে এখন ১৮টি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে এই খাতে যার বেশির ভাগ বিনিয়োগ গত সাড়ে পাঁচ বছরে। শিপিং খাতে বাংলাদেশী জাহাজের বিনিয়োগের অগ্রযাত্রা নিয়ে আমাদের এই ইনসাইট স্টোরি।
    #DailyInsight #bizdatainsights
    ✅Our MARKET INSIGHT provides industry wise news coverage which includes Financial markets, Consumer & Retail, Telecom, ICT, Start-ups, Healthcare & Pharma, Agriculture, Energy & Power, Housing, Building materials, Automobile, RMG, NGO etc.
    🌐Stay Connected:
    Facebook Page: / bizdata.insights
    Facebook Group: / bizdatainsight
    Linkedin: / bizdatainsight
    FOR ANY QUERY, PLEASE REACH US AT: digital@bizdatainsight.com

Комментарии •