ফকিরি কি | Philosophy of Lalon | In Discussion with Enam Shai | Deshantor tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 398

  • @fakirshahid
    @fakirshahid 5 лет назад +41

    আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষ কোন কিছু না যেনেই শিরক,কাফের,ভন্ড হিসেবে আখ্যায়িত করে কমেন্ট করে । অথচ কাফের ফতোয়া দেয়ার অধিকার কারো নেই । এনাম সাইজি যে জ্ঞানের কথা আলোচনা করছেন তার গুরুত্ব না বুঝে লালনসহ তাকে নিয়ে বাজে কমেন্ট যারা করছেন তাদের কাছে অনুৃরোধ পারলে এনাম সাইর সাথে কথা বলে তার জ্ঞান দিয়ে যুক্তি খন্ডন করেন । শুধু শুধু কাউকে ভন্ড বলে গিবত নামক পাপের কাজ না করাই ভালো । আল্লাহকে পাওয়ার অনেক পথ আছে । যে যে পথ অবলন্বন করে । কোন ভুল আর কোনটা নির্ভুল সেটা যেনেই সেপথ অবলন্বন করে । এনাম সাইজি রাজশাহী ইউনিভার্সিটি থেকে এ্যাকাউন্টিং মাষ্টার ডিগ্রি
    পাশ করা ছাত্র হয়ে ব্যাবসা বানিজ্য বা চাকরী তির কপালে নাই । তার কপালে লেখা আছে ফকিরি তাই তিনি ফকির বা সাধু ।

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад +2

      আসল ব্যাপারটাই এটা যে বুঝে না সে তো আজেবাজে কমেন্ট করে চলে যায় কিন্তু যায় ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবেন এনাম সাইজির আরো আলোচনা আসছে।

    • @fakirshahid
      @fakirshahid 5 лет назад +7

      @@Deshantortv আজন্ম সমুদ্রের লোনাজল পানকারীর কাছে সুপেয় মিঠা পানি পানের মজা বোঝানো দুষ্কর। আল্লাহপাক যার তকদ্বীরে লিখেছেন ওলি আউলিয়ার সানিধ্য সে পায় আর যার তকদ্বীরে লেখা নেই সে শত চেষ্টা করলেও তাদের সক্ষাত পাবে না । যে ব্যক্তি তাসাউফের আলো পায়নি, সে নবুয়তের তাৎপর্য উপলব্ধি করতে অক্ষম।মুর্খরাই আওলীয়া দের তথ্যকে অস্বীকার করে এবং তা নিয়ে বিদ্রুপের হাসি হাসে।যেমন রুমি বলেছেন-নতুন পথে যাত্রার প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করোনা, যে কোনদিন ঘরের বাইরে পদার্পণ করেনি। একদল জান্নাতের লোভে আল্লাহর ইবাদত করে থাকে; তাদের ইবাদত ব্যবসায়িক ইবাদতের মত। অন্য একদল লোক জাহান্নামের ভয়ে ইবাদত করে থাকে; তাদের ইবাদত দাসত্বের ইবাদতের মত। অপর একদল আল্লাহর শোকর আদায়ের লক্ষ্যে ইবাদত করে থাকে; তাদের ইবাদত মুক্ত মানুষের ইবাদত। এটাই সর্বত্তোম ইবাদত।
      রাসুল (সঃ) বলেছেন,
      আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী,অর্থ- আলী আমা হতে এবং আমি আলী হতে।
      রাসুল (সঃ) আরও বলেছেন
      ফাতেমা মিন্নি ওয়া মিনাল ফাতেমা,
      হাসান মিন্নি ওয়া মিনাল হাসান,
      হোসাইন মিন্নি ওয়া মিনাল হোসাইন,
      অর্থ -ফাতেমা আমা হতে এবং আমি ফাতেমা হতে,
      হাসান আমা হতে আমি হাসান হতে,
      হোসাইন আমা হতে আমি হোসাইন হতে।

    • @muhammadalfateh411
      @muhammadalfateh411 5 лет назад +7

      এসক ফকির নামধারী লোকদের না আছে জ্ঞান না আছে দীপ্তমান কোন কিতাব ।শুধু অনুমানের উপর প্রতিষ্ঠিত দর্শন লালন ।।ফকির অর্থ প্রার্থী ।মুসলিমরা সর্বদাই আল্লাহর নিকটে অনুগ্রহ প্রার্থী ।এরা আল্লাহর নামে শয়তানের নকশা বাস্তবায়ন করছে ।

    • @rotasahmed8772
      @rotasahmed8772 5 лет назад

      @@muhammadalfateh411 ওই "প্রার্থী " মানে কি তা যুক্তি দিয়ে বুঝায় যাও আগে।

    • @muhammadalfateh411
      @muhammadalfateh411 5 лет назад +4

      @@rotasahmed8772 যে তার স্রষ্টার কাছে নত থেকে তার বিধিবিধান মেনে সর্বদা তাঁর অনুগ্রহ প্রার্থী হয় সেই ফকির( প্রার্থী)
      লালন দর্শনের ফকির হলো ভন্ডামী

  • @ruhulamin1581
    @ruhulamin1581 5 лет назад +9

    অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিলো অনেককিছু জানতে পারলাম এইসব বিষয় গুলো আরো তুলে ধরতে হবে।

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад

      Thank you for your comments

    • @farukhossen8267
      @farukhossen8267 5 лет назад

      ভাইরে গুরুত্বপুর্ন মোনে কোরলাম এই আলোচনাটা।তবে নবির শিক্ষা কি ভিক্ষা করা।এটা ছিলো।আপনার কাছে জানতে চাই।এখানেতো নবীজির চেয়ে লালনর বড় মোনে করে।তা না হলে,ের গোপটা আগে দেখতে হবে।এটার গোপে উকুন হইতে পারে।এরতো উপরের ঠোট ও দেখা যাই না।আবর এটার কথা খুব গুরুত্বপুর্ন হোয়ে গেলো।আপনাদের কি আর বোলবো।এক কোলি গান গেয়েছে এটাই বড়ো মোনে কোরলেন ভাই হিসাব কোরে দেখবোন ভাই,সত্য একটু তিতু লাগে সব সময়।

    • @fakirshahid
      @fakirshahid 5 лет назад +1

      @@farukhossen8267 হয়তো রাসুলে করিম (সাঃ) এর হাদিসটি শোনেননি?কাল্লিমান নাসা আলা উকুলিহিম... যে যেরকম বুঝে তার সাথে সেরুপ বাক্যালাপ করো। জ্ঞানের কথা অজ্ঞানীর কাছে বললে আপনাকে হয় পাগল নয়তো বদ্ধ উম্মাদ বলবে। কোন কোন ক্ষেত্রে আপনাকে কাফের অথবা মুরতাদ ফতুয়া দিতে পারে। আমাদের সুফী কবি কাজী নজরুল ইসলামকেও তো মোল্লারা কাফের ফতুয়া দিয়েছিল।

    • @janakbarman5513
      @janakbarman5513 3 года назад +1

      @@Deshantortv amen

  • @mzakirhossain1724
    @mzakirhossain1724 4 года назад +1

    অত্যন্ত যৌক্তিক বয়ান। জয় গুরু এনাম সাঁই।

  • @Deshantortv
    @Deshantortv  5 лет назад +3

    PLEASE DON'T FORGET TO SUBSCRIBE & BELL ICON এনাম সাঁই এর মোবাইল নাম্বার এবং ঠিকানা ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন।

  • @mdmoslem2303
    @mdmoslem2303 3 года назад +2

    এনাম শাইজির খুব সুন্দর আলোচনা শুনতে খুব ভাল লাগে

  • @mdsujatsarkar2252
    @mdsujatsarkar2252 3 года назад +4

    কথা গুলো শুনলে মনটা এ দেশে থাকে না।❤️❤️❤️

  • @mahbubalam8387
    @mahbubalam8387 5 лет назад +5

    এতো সুন্দর আলোচনা অনেক ভাল লাগলো জয়গুরু

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад

      ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

  • @emonintrovart6852
    @emonintrovart6852 Год назад +1

    অনেক সুন্দর❤

  • @mohammadnakerali4815
    @mohammadnakerali4815 5 лет назад +1

    অনেক সুন্দর একটা কথা ৷ অনেক ভালো লাগলো কথা গুলো

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад

      ধন্যবাদ ভাই

  • @aminahmadjoy
    @aminahmadjoy 3 года назад +1

    জয় গুরু সুন্দর আলচনা বোজার সাধ জার আছে সেই আল্লাহ খোজে পাবে

    • @Deshantortv
      @Deshantortv  3 года назад

      ধন্যবাদ ভাই

  • @mamunahmed652
    @mamunahmed652 3 года назад +4

    ❤️❤️❤️🖤 আল্লাহ তুমি আমাকে নিজ নিজেকে চিনিয়ে দেও

    • @mdshamsujjamansayem9085
      @mdshamsujjamansayem9085 3 года назад

      مَنۡ کَانَ یُرِیۡدُ الۡعِزَّۃَ فَلِلّٰہِ الۡعِزَّۃُ جَمِیۡعًا ؕ اِلَیۡہِ یَصۡعَدُ الۡکَلِمُ الطَّیِّبُ وَ الۡعَمَلُ الصَّالِحُ یَرۡفَعُہٗ ؕ وَ الَّذِیۡنَ یَمۡکُرُوۡنَ السَّیِّاٰتِ لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ؕ وَ مَکۡرُ اُولٰٓئِکَ ہُوَ یَبُوۡرُ ﴿۱۰﴾
      মান কা-না ইউরীদুল ‘ইঝঝাতা ফালিল্লা-হিল ‘ইঝঝাতুজামী‘আন ইলাইহি ইয়াস‘আদুল কালিমুততাইয়িবুওয়াল ‘আমালুসসা-লিহুইয়ারফা‘উহূ ওয়াল্লাযীনা ইয়ামকুরূনাছ ছাইয়িআ-তি লাহুম ‘আযা-বুন শাদীদুওঁ ওয়া মাকরূউলাইকা হুওয়া ইয়াবূর।
      কেহ ক্ষমতা চাইলে সে জেনে রাখুক যে, সমস্ত ক্ষমতাতো আল্লাহরই। তাঁরই দিকে পবিত্র বাণীসমূহ আরোহণ করে এবং সৎ কাজ ওকে উন্নীত করে, আর যারা মন্দ কর্মের ফন্দি আটে তাদের জন্য আছে কঠিন শাস্তি। তাদের ফন্দি ব্যর্থ হবেই।
      Whosoever desires honour, power and glory then to Allah belong all honour, power and glory [and one can get honour, power and glory only by obeying and worshipping Allah (Alone)]. To Him ascend (all) the goodly words, and the righteous deeds exalt it (the goodly words i.e. the goodly words are not accepted by Allah unless and until they are followed by good deeds), but those who plot evils, theirs will be severe torment. And the plotting of such will perish.

    • @mdshamsujjamansayem9085
      @mdshamsujjamansayem9085 3 года назад

      وَ مَا یَسۡتَوِی الۡبَحۡرٰنِ ٭ۖ ہٰذَا عَذۡبٌ فُرَاتٌ سَآئِغٌ شَرَابُہٗ وَ ہٰذَا مِلۡحٌ اُجَاجٌ ؕ وَ مِنۡ کُلٍّ تَاۡکُلُوۡنَ لَحۡمًا طَرِیًّا وَّ تَسۡتَخۡرِجُوۡنَ حِلۡیَۃً تَلۡبَسُوۡنَہَا ۚ وَ تَرَی الۡفُلۡکَ فِیۡہِ مَوَاخِرَ لِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِہٖ وَ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۱۲﴾
      ওয়ামা-ইয়াছতাবিলবাহরা-নি হা-যা-‘আযবুন ফুরা-তুন ছাইগুন শারা-বুহূওয়া হা-যা-মিলহুন উজা-জুওঁ ওয়া মিন কুল্লিন তা’কুলূনা লাহমান তারিইইয়াওঁ ওয়া তাছতাখরিজূনা হিলয়াতান তালবাছূনাহা-ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়া-খিরাঁলিতাবতাগু মিন ফাদলিহী ওয়া লা‘আল্লাকুম তাশকুরূন।
      দু’টি দরিয়া একরূপ নয়; একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির পানি লোনা, খর। প্রত্যেকটি হতে তোমরা তাজা গোশত আহার কর এবং অলংকার যা তোমরা পরিধান কর, এবং রত্নাবলী আহরণ কর এবং তোমরা দেখ যে, ওর বুক চিরে নৌযান চলাচল করে যাতে তোমরা তাঁর অনুগ্রহ অনুসন্ধান করতে পার এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও।
      And the two seas (kinds of water) are not alike, this fresh sweet, and pleasant to drink, and that saltish and bitter. And from them both you eat fresh tender meat (fish), and derive the ornaments that you wear. And you see the ships cleaving (the seawater as they sail through it), that you may seek of His Bounty, and that you may give thanks.

  • @MdRidoy-of9hk
    @MdRidoy-of9hk 4 года назад +1

    Thanks For Share This Video With Us🙂

  • @delwartv8497
    @delwartv8497 3 года назад +1

    আপনার কথা গুলো অনেক মুল্যবান খুব পছন্দ হলো।

    • @Deshantortv
      @Deshantortv  3 года назад +1

      ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকবেন

  • @likhonlikhon5991
    @likhonlikhon5991 4 года назад +3

    আসসালামু আলাইকুম.....
    আমি একজন সাধারণ মানুষ
    আমি মনে করি আমাদের সকলের দলে দলে বিভক্ত না হয়ে এক সাথে এক দলে থাকা উচিত।

  • @songloversofficial2016
    @songloversofficial2016 3 года назад +1

    guru enam shai er basa kothai plz bolben take kothai pawa jabe

  • @nazuddin6346
    @nazuddin6346 4 года назад

    Thank you bhai Apnakeh
    Best wishes from london💙✋

  • @marufkpmaruf7055
    @marufkpmaruf7055 3 года назад +1

    জয় গুরু, সত্যের জয়,, ইয়া পাকপাঞ্জতন, ইয়া আহলে বায়তী আঃ😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 সত্য কখনো চাপা থাকে না,,,,সত্য বড়ো তিতা,আবার সত্য জানা বুঝা সাবার তকদীরে,জুটেও না,, এটা মালিকের দান,,তিনি না চাইলে হয় না!!! ❣️❣️❣️

  • @mohammadshahalam8843
    @mohammadshahalam8843 4 года назад +1

    দয়াল আমাদের কে বোঝার তৌফিক এবং তরিকত পথে চলার তৌফিক দান করুন আমিন, আল্লাহ ওনাকে হায়াত দান করুন আমিন।

  • @ManzurMorshed-wh4cp
    @ManzurMorshed-wh4cp Месяц назад

    Ami apnar anek Boro ekjon vokto Guruji.

  • @tamimiqbal6260
    @tamimiqbal6260 5 лет назад +6

    Spiritual কথা
    আমিও ভক্ত উনার
    এবং কথার একমতি

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад

      ধন্যবাদ ভাই ভালো থাকবেন

    • @fakirshahid
      @fakirshahid 5 лет назад

      আয় মেরে মাওলা তু ছবছে আলা
      তুহি হ্যায় আফজাল তুহি হ্যায় আহসান।
      অনাদি অনন্ত ছেফাত তোমহারি
      তুমহিছে পয়দা হ্যায় ছারে জাহান।

    • @ashadulislammizanur2316
      @ashadulislammizanur2316 3 года назад

      বাড়ি কোথায় তার?

  • @akdas1964
    @akdas1964 5 лет назад +4

    যে সব ফিকির-ফন্দিও জয় করেছে তাই সে অন্তর-বাহিরেও পাগল । খুব ভাল ব্যাখ্যা । এরকম কোথায় দেখা যায় ?

  • @likhonlikhon5991
    @likhonlikhon5991 4 года назад +2

    এই পৃথিবীর বুকে নবী মোহাম্মদ এর মত পরহেজগার কেউ ছিলনা আর কেউ আসবেও না তার দেখানো পথই সত্যের পথ.....
    আমি একজন সাধারণ মানুষ আর সকল সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি নবী কারিম মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন সবাইকে একসাথে জুরতে দলে দলে বিভক্ত করতে নয়,কিন্তু বিগত দিনগুলো কে পর্যবেক্ষণ করলে দেখা যায় আমরা দলে দলে বিভক্ত হয়ে একে অপরের নিন্দা করছি,এর কারন হিসেবে আমি মনে করি আমরা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে সরে গিয়ে নিজের ঈমান নিজের ইবাদত নিজের আমলকে কুলশিত করছি, এক জান্নাত পাবার আশায় আমরা সবাই ভিন্ন ভিন্ন দুয়ারে ঠোকর দিচ্ছি আমাদের অবস্থা আজ এতটাই খারাপ অথচ কি আশ্চর্য আমরাই সেই জাতী যাদের আছে পবিত্র কুরআন আর নবীর শরীয়ত।
    যদি কনো ভুল বা কারো মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা চোখে দেখবেন।

    • @fakirshahid
      @fakirshahid 4 года назад

      জান্নাতের টিকিট বিক্রি করছে ওয়াজী কাঠমোল্ল্যারা (এই টিকিট নিবেন)
      সঙ্গে সঙ্গে আপনার চৌদ্দ গোষ্ঠিকে জান্নাতের বাগিচায় বসিয়ে দিবেন ।
      অনেক আগে এক মুরব্বিরর কাছথেকে একটা গল্প শুনেছিলাম, চোরে বলছে চোর গেলো!! চোরে চুরি করতে গিয়া ধরা খাইছে, জনগণ তাকে ধাওয়া করছে কিছু দুর গিয়া সেই এখন অন্য কাউকে ইঙ্গিত করে বলছে চোর গেলো।
      কথাটা বলার কারনঃ আমাদের সমাজে কাটমোল্লা যারা আছেন তারা বলে যারা সূফিবাদে বিশ্বাসী তারা বেদুইন তারা শিরক-কারী তারা এটা সেটা নানান কিছু করে, মোট কথা তারা ইসলাম ধর্ম মানে না। শুধু তারা 'কাটমোল্লারা' মানে। এক জ্ঞানী মোল্লা ওয়াজ করছে কি "আমরা মুসলমান হয়েছি আমরা কলেমা পরেছি আল্লাকে আমাদের জান্নাত দিতেই হবে, আপনারা বলুন খ্রিষ্টানরা কি জান্নাতে যাবে? সামনের আরো জ্ঞানী সাধারন মানুষরা উচ্চ সরে বলছে 'না' হিন্দুরা যাবে, 'না' বৌদ্ধরা যাবে 'না'। আচ্ছা এই মোল্লা লোক কোথায় পেলেন এই কথা যে শুধু তারা জান্নাতে যাবে?? (যদিও জান্নাতের ব্যাখ্যা আছে সেকথায় না গেলাম) যারা খ্রিস্টান তারা কাকে মানেন,নবী ইসা (আ:) যাকে আল্লাহ বলেছেন আমি ইসা কে আমার পবিত্র আত্মা দিয়ে বানিয়েছি, বা বলা হয় ইসা হলেন খোদাই পুত, সেখানে যারা তার অনুসরন কারী কাট মোল্লা বলছে তারা নাকি সুখ তথা জান্নাত পাবে না। ওয়াজের শেষে দিকে যা শুনলাম তা ছিলো কানাকে হাইকোট দেখানোর মত, তারা টাকা উঠাবে তাই বলছে কে কত দিবে, ১টাকা ৫টাকা ৫০/১০০ যার তৌফিক আছে ১০০০ / ৫০০০০ / ১০০০০০টাকা দিবেন, তবে সকলের দিতে হবে প্রত্যকের, সবাই হাত জাগান, এক কোনা দিয়ে হয়ত কিছু লোক হাত জাগায় নি, মাইকে বলছে তাদের ইঙ্গিত করে আপনারা জাগাচ্ছেন না টাকা কি নেই "আপনাদের কাছে টাকা নেই" ভরা মজলিশে এরকম লজ্জা দিয়ে টাকা নিচ্ছে খয়রাত করে, মাইক লাগিয়ে খয়রাত করছে এটা কেমন ইসলাম?? এটা কি আদৌ ইসলাম?? একটা কথা বললো জান্নাতের টিকিট নেয়ার কথা, একবস্তা সিমেন্ট দিয়ে জান্নাতে টিকিট নিয়ে নিন আর সাধারন মানুষ তাতে টাকাও দিচ্ছে,বিষয়টা শুনে খুব করুনা হলো সাধারন মানুষদের উপর খুব। আর বলে যারা সূফিবাদী তারা নাকি শিরক করে। জান্নাত জাহান্নাম কে দেয়? আল্লাহতালা, তো এইকাটমোল্লা কি সাজলো?? আর বলে সূফিবাদীরা শিরক করে? তারা ওয়াজে বলে যে স্থানে ওয়াজ করছে ওটা জান্নাতের বাগান, আর যখন শেখ ফজলুল করিম সাহেব বলেছিলো "কোথায় সর্গ কোথায় নরক,কে বলে তা বহুদূর, মানুষের মাঝে সর্গ নরক মানুষের মাঝেই সুরাসুর" তখন সে বাতুল হয়ে গেছে, সে বেদুইন, এট্টু লক্ষ্য করলে দেখা যায় তারা প্রতিটা ব্যাপারে আল্লাহ সাজছে! আর সাধারন মানুষ এতটুকু চিন্তাশীল হচ্ছে না তার ধর্মের ব্যাপারে। আল্লাহ বলেছেন তোমরা গিবত করো না, তারা কি করছে ২০/৩০টা মাইক লাগিয়ে ওয়াজের নামে এই দেশে যারা ইসলাম এনেছেন তাদের নামে গিবত গাইছেন, অলীআউলিয়াদের নামে, তা হোক বড় পীর আব্দুল কাদির জিলানী আর ভারতে ইসলাম প্রচারক গরিবে নেওয়াজ খাজা বাবা, আজকে বাংলা দেশে যাদের সুবাদে ইসলাম আসলো তাদের নামে উল্টা পাল্টা বলছে। তাদের মাজার সমন্ধে উল্টাপাল্টা বলছে, যেখানে নবীর আমলেও মাজার জিয়রত হতো মাজারে শ্রদ্ধা করা হত। হাতে মাইক পেলে মানুষকে ভালো পথে আনা তে দুরে থাক আর আল্লাহর আউলিয়াদের উপর ভুল বোঝানো হচ্ছে সাধারন মানুষ দের।
      এই হচ্ছে আজকাল মোল্লাদের অবস্থা। সাধারন মানুষ তাদের উপর এততাই নির্ভরশীল যে কাট্মোল্লা যা বলে তাই মেনে নেয় এতটুকু তার জ্ঞান খাটায় না।

    • @janakbarman5513
      @janakbarman5513 3 года назад

      @@fakirshahid amen papa amen papa

  • @mdjobayare
    @mdjobayare 4 года назад

    দোয়া করি ভালো থাকেন

  • @md.jahurulislam2521
    @md.jahurulislam2521 5 лет назад +1

    খুবই ভাল।

  • @mdbabulhossain1178
    @mdbabulhossain1178 3 года назад +1

    আসসালামু আলাইকুম। আপনার আলোচনা বেশ ভালো লাগে। দয়া করে কথায় কথায় সাইজির রেফারেন্স না দিয়ে কোরান, হাদিস এবং সাহাবিদের জীবন থেকে রেফারেন্স দিলে আরো ভালো হতো। আমার অনুরোধ মোচ ছোট করলে আপনার নুরানি চেহারাটা আরো ভালো করে দেখে আরো বেশি ভালো বাসতে পারতাম। মোচ ছোট করা, দাড়ি বড় রাখা, হাদিস যদি সত্যি হয় তাহলে আপনি আমল করতে সমস্যা কোথায়।

  • @rishimahanta9706
    @rishimahanta9706 5 лет назад +3

    Subhan Allah 🙏🙏🙏...

  • @salamhossain1348
    @salamhossain1348 5 лет назад +2

    আপনার কথা গুলো ভালো লাগলো জয় গুরু

  • @mdmasud-og5fm
    @mdmasud-og5fm 5 лет назад +2

    val laglo

  • @ashqzaman
    @ashqzaman 5 лет назад +1

    footage er audio mono channel tai sound shudhu left channel ey ashe. Edit korar shomoy timeline ey single audio track ta copy kore right channel eo diye diben tahole stereo mone hobe.

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад

      ধন্যবাদ ভাই এরপর থেকে মনো করে দিবো

    • @ashqzaman
      @ashqzaman 5 лет назад +1

      @@Deshantortv mono na. Stereo!

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад

      @@ashqzaman Right bro thanks its my mistake

  • @sabbirkhan3217
    @sabbirkhan3217 4 года назад +1

    Goy guru

  • @bibasnathbabu6653
    @bibasnathbabu6653 5 лет назад +1

    কুব বালো লাগলো

  • @robinahmed5422
    @robinahmed5422 4 года назад +2

    ভাই সুরা ফাতিতে তো পাইলাম না কোথায় পাবো একটু জানাবেন

  • @RobiulIslam-cw7zz
    @RobiulIslam-cw7zz 3 года назад +1

    Good

  • @anilmistry4360
    @anilmistry4360 4 года назад +1

    হরিবল হরিবল হরিবল হরিবল জয় হরিবল গৌর হরিবল প্রোনাম আপনার রাতুল চরনে হরি সঙ্গীতেআপনা কথা মেল খায় জয়হরি চাঁদ জয় হরিবল

  • @AbdulKader-fs4rs
    @AbdulKader-fs4rs 4 года назад +1

    মূল্যবান কথা

    • @Deshantortv
      @Deshantortv  4 года назад

      ধন্যবাদ ভাই দোয়া রইলো আপনার জন্য

  • @শচলতরী
    @শচলতরী 3 года назад +1

    আমার দয়াল আমার মুর্শেদ এনাম সাই

  • @kdctv1438
    @kdctv1438 3 года назад +1

    ওনাকে আমার খুব ভালো লাগে

    • @Deshantortv
      @Deshantortv  3 года назад

      ধন্যবাদ ভাই

  • @BabuBabu-vu9gv
    @BabuBabu-vu9gv 5 лет назад +1

    Valo khob valo 'aro chai

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад

      আরো আসছে আমাদের সাথেই থাকুন

  • @nazuddin6346
    @nazuddin6346 4 года назад +2

    Respect to him bhai
    I found the truth in him

  • @sasshahinalam6433
    @sasshahinalam6433 5 лет назад +1

    পছন্দ হয়েছে

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад

      Thank you bhai

    • @fakirshahid
      @fakirshahid 5 лет назад +1

      শেখার জন্য তুমি পড়াশোনা করো, কিন্তু বুঝতে হলো তোমার প্রয়োজন ভালোবাসা।

    • @janakbarman5513
      @janakbarman5513 3 года назад +1

      @@Deshantortv amen

  • @fakirshahid
    @fakirshahid 5 лет назад +11

    পীর পূজা করে যদি কাফের হতে হয়
    তবে সে কাফেরই সনদ দিয়ে দাও আমারে
    পীর পূজা করেই যদি কাফের ফতোয়া না পাই
    তবে কেমন পূজারী আমি সংসারে।
    পীর পূজা যদি হয় হোক শেরেকী
    জেনে যাও আমি পীর পূজারী।
    এ শেরেকী জিন্দেগী আমার
    এ শেরেকী বন্দেগী আমার
    এ শেরেকী ধর্ম শোভা
    এ শেরেকী ধর্ম শোভময়
    এ বাসনা ছিল মোর চিরতরে।
    গুরু প্রেমে কাফের ফতোয়া না পাই
    পীর পূজারী হবো কি করে?
    গুরু বিনা কোন ইবাদতের
    নেই প্রয়োজন এ জীবনেতে
    পরোয়া করিনা দোযখের ভয়
    গুরু যদি মোর থাকে সাথে।
    তুচ্ছ বেহেস্থ থাক পরে থাক
    চাইনা ও খানে ভুলেও যেতে আহা
    আমি চাই আমি আমার গুরুর কদম
    তার গুলাম হতে চাই আমি চিরতরে।
    পীর পূজা করে যদি কাফের হতে হয়
    তবে সে কাফেরই সনদ দিয়ে দাও আমারে
    সুরা মুজাম্মেলে সয়ং খোদা কয়
    আত্তা খেজু ওয়াকিলা দেখ রয়
    মানি হাকিমের কাছে যেতে চাও
    সত্য হাতে উকিল ধরে নাউ,
    এবং আর কাহাফ সুরায়
    ফলে বদনসিব তারা এ ধারায়
    ওলিআম- মুর্শিদ যে না পায়
    বৃথা সাধন এ সংসারে।
    গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই
    পীর পূজারী হবো কি করে?
    পাথর সুরকি বালু দিয়ে যে কাবা গড়া
    বৃথা নয়কী তারে সেজদা করা?
    পাথরে কি এতই শক্তি
    চুমা দিলেই তারে পাবে মুক্তি?
    কাবায় খলিলে যদি খোদা পেত
    রাসূল (দঃ) হেরা গুহায় না যেত।
    নাকি হেরা গুহা কাবার উর্ধে নিশ্চয়
    হেরা গুহা কাবার উর্ধে নিশ্চয়।
    নইলে গুহায় গেলেন কেন কাবা ছেড়ে?
    গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই
    পীর পূজারী হবো কি করে?
    খালাকে আদম আলা ছুরাতেহি
    আর দেখনা ফেকে তুহে মিল-লুহি
    আমাকে পেতে হোলে উসিলা ধর
    কোরআন পাকে তাই বলেন এলাহি।
    মুমিনের কলব আমার আরস
    মুমিনের দিল কাবায় হুজুরি
    তাই জেন্ত দিল কাবায়
    সেজদা করি আমি নতশিরে
    গুরু প্রেমে কাফের ফতোয়া না পাই
    পীর পূজারী হবো কি করে?
    যার পীর নাই তার পীর হল শয়তান
    খাজায়ে খাজেগান কালামে ফরমান
    উসিলা ছাড়া যদি খোদা না পাওয়া যায়
    যদি হাজার ইবাদতে খোদা না সাড়া দেয়
    তবে খোদার উর্ধে গুরু অধমে তাই কয়
    গুরু তুমার পূজারী বানাও আমারে।
    পীর পূজা করে যদি কাফের হতে হয়
    তবে সে কাফেরই সনদ দিয়ে দাও আমারে
    পীর পূজা করেই যদি কাফের ফতোয়া না পাই
    তবে কেমন পূজারী আমি সংসারে।

    • @kailasbarman8059
      @kailasbarman8059 5 лет назад

      আপনার যুক্তিগুলো খুব ভালো লাগে ।

    • @zahirshah1431
      @zahirshah1431 5 лет назад

      আপনাকে শয়তানে ধরেছে

    • @fakirshahid
      @fakirshahid 5 лет назад +1

      @@zahirshah1431 মানুষ ছাড়া যেমন আল্লাহ পাওয়া যায়না তেমনি মানুষ ছাড়া শয়তানও পাওয়া যায়না । যাক ভাই আপনাকে ধন্যবান একটা কিছুতু পেয়েছি।
      আয় মেরে মাওলা তু ছবছে আলা
      তুহি হ্যায় আফজাল তুহি হ্যায় আহসান।
      অনাদি অনন্ত ছেফাত তোমহারি
      তুমহিছে পয়দা হ্যায় ছারে জাহান।
      ------------------------------------উদিত শশী কিরণরাশি দুরিবে ভাতি মেঘের কালা
      তুমি যেখানে নাহি সেখানে সর্বস্ব তুমি কাহারও ছায়া।।
      উঠাও আবরণ দাও দরশন তোমার আমার রবে না চিনন
      তুমি আসিলে রবো না আমি তোমারও আমার হবেগো দেখা।।
      খন্ঞ্জন গমণ মৃগয়ালোচন ওরুপ রাশি লুকিবে কোথা
      প্রেমিকও সুজন এহেনও রতন হারে কি কখন পাইলে দেখা।।

    • @fakirshahid
      @fakirshahid 5 лет назад +1

      @@kailasbarman8059 কালিমা তায়্যিবাঃ লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলাল্লাহ।
      লা+ইলাহা+ইল্লা+আল্লাহ+হু+মোহাম্মদ+রাসুল+আল্লাহ।
      লা-অর্থ শুন্যাবস্থা তথা মহাশুন্য। ইলাহা=উপাস্য। ইল্লা=ব্যতীত ।আল্লাহ=আল+ইলাহ। মোহাম্মাদুর রাসুল্লাহ=মোহাম্মদ আল্লাহর রাসুল। ইলাহ=উপাস্য। উপাস্য বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যার উপাসনা করা হয়। কার করা হয়? আল্লাহর। আল্লাহ কি? আল+ইলাহ। আল=প্রতিষ্ঠিত উপাস্য। অর্থাৎ যাকে আমি প্রতিষ্ঠিত করলাম। কাকে করলাম? যে আমার মনের রাজ্যে বিরাজিত। কারণ আল বলতে সর্ব প্রকার বা সমগ্র বুঝায়। আর্দ ও সামার কেন্দ্র বিন্দুই আল্লাহ। আল্লাহু নুরুন সামাওয়াত ওয়াল আর্দ। আল্লাহ আসমান এবং জমিনের নুর। তাহলে নুর কি? নুর অর্থ অালো। আলো কি? শক্তি। সত্যিকার অর্থেই কি শক্তি বোঝায়? নাকি অন্য কিছু বোঝায়? ধরি শক্তিই বোঝায়। তাহলে এই শক্তির আলোকে আমি চলা ফেরা করি। খাই দাই ঘুমাই। সব কিছুই করি। কিন্ত্তু তিনি বলেছেন কেন্দ্রবিন্দুতে অবস্থানরত। তাহলে শক্তির কেন্দ্র বিন্দুতে তো কি কিছু অবস্থান করছে? কি অবস্থান করছে? বিজ্ঞানীরাতো শক্তি ছাড়া আর কিছুই পাননাই। জগত চলছে শক্তির দ্বারা। তার মানে কি? এই শক্তিই কি সেই মহা শক্তিরই অংশ? তাহলে কি 'হু' দ্বারা সেই মহাশক্তির দিকেই ইংগিত করা হয়েছে? সেই হু'কে তো পরক্ষণেই মোহাম্মাদুর রাসুল্লাল্লাহ বলা হয়েছে। বলা হয়েছে নুরী মোহাম্মদই সৃষ্টির বিকাশ ও প্রকাশ। নুরী মোহাম্মদীই সৃষ্টির প্রকাশ হয়ে চলছে।স্বয়ং হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেনঃ আউয়ালু মা খালাকাল্লাহু নুরী। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নুর সৃষ্টি করেছেন। আনা মিন নুরুল্লাহি ওয়া কুল্লু শাইইম মিন নুরী। আমি আল্লাহর নুর হইতে এবং বিশ্বজগত আমার নুর হইতে। তার মানে কি? সৃষ্টির প্রকাশ ও বিকাশ হচ্ছে মুহাম্মদী নুরের ধারা হতে?
      আমিতো তাই দেখছি। কিন্ত্তু আমার মনের মধ্যে যদি শয়তানী থাকে তাহলে প্রতিষ্ঠিত আল হিসাবে তাকেই উপাস্য হিসাবেই তারই ইবাদত বন্দেগী করছি না? তাহলে উপাস্য হিসাবে প্রতিষ্ঠিত কোন কিছুই স্হায়ী হচ্ছে না। কেননা মন সর্বদাই পরিবর্তনশীল। পরিবর্তনশীল মন নিয়া কিভাবে আল ইলাহ প্রতিষ্ঠিত করা যায়? এ ব্যাপারটা জানা জরুরী। এই জরুরী বিষয়টিতে একটি মার্ক করা দরকার। কেননা এখানে যাকেই প্রতিষ্ঠিত করা হচ্ছে সেই ইলাহ রুপে প্রতিষ্ঠিত হয়ে কলেমার মধ্যে তথা তৌহিদে অবস্থান করছে।
      হযরত রাসুলে করিম (সাঃ) বলেছেনঃ "হে আলী! আমার পর খুব শীঘ্রই এই উম্মত তোমার প্রতি অবাধ্যতা প্রকাশ করবে। আর যেহেতু তুমি আমার পথ অনুসরণ করবে এবং আমার সুন্নাত প্রচার করবে, তাই তোমাকেও শহীদ করা হবে। হে আলী! যে তোমাকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে । আর যে তোমাকে হিংসা করবে সে আমাকেও হিংসা করবে ।" তারপর আলীর মাথা ও চুলের দিকে তাকিয়ে বল্লেনঃ "আর এই মাথা ও দাঁড়ি রক্তে রঞ্জিত হবে । তিনি আরো বলেছেন হুসাইনো মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুসাইন হতে আমি ও আমার হতে হুসাইন । তোমরা কখনো গোমরা হবেনা দুটো জিনিস রেখে যাচ্ছি। প্রথমটি হচ্ছে- আল্লাহ্‌র কিতাব; যাতে রয়েছে হেদায়েত ও নূর। সুতরাং আল্লাহ্‌র কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। - আল্লাহ্‌র কিতাবের প্রতি উদ্বুদ্ধ করলেন-। তিনি বলেন: আর আমার পরিবার। আমার পরিবারের ব্যাপারে আমি আপনাদেরকে আল্লাহ্‌কে স্মরণ করিয়ে দিচ্ছি। আমার পরিবারের ব্যাপারে আমি আপনাদেরকে আল্লাহ্‌কে স্মরণ করিয়ে দিচ্ছি। আমার পরিবারের ব্যাপারে আমি আপনাদেরকে আল্লাহ্‌কে স্মরণ করিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহল বাইত বা পরিবার কারা? হাদিসে ‘ছাকালাইন’ এ এসেছে ফাতেমা, আলী, হাসান, হুসাইন ইনারাই হচ্ছেন আহলে বাইত?

    • @fatharmothar7894
      @fatharmothar7894 5 лет назад +1

      তোরে যদি আমি পাইতাম এবং তোর এই লালনশা বাবারে যদি পাইতাম জুতা দিয়া এমন পিডাপিডি তাম পিটাইয়া তোদের ভূতছাড়া দিতাম নাস্তিক তুই যে নাস্তিক হয়ে গেছিস নাস্তিক বলবো না কারণ নাস্তিকেরা কোন ধর্মেই বিশ্বাস করে না তুই তো একটা ধর্ম বিশ্বাস করা সেটা হলো লালন ধর্ম তুই হইলি মুনাফিক তুই যে কথাগুলা বলিস আমি তোকে কাফের বলতে চাই না কারণ আমি কোন মুক্তি পাব না সেজন্য তোকে কাফের ফতোয়া দিতে পারতেছি না তবে আমি নিশ্চিত তোর এই লেখাগুলা কোন আলেম ওলামা পড়লে তোকে কাফের ফতোয়া দিতে বাধ্য হবে বেয়াদবের বাচ্চা বেয়াদব

  • @sadikulislamshawon560
    @sadikulislamshawon560 2 года назад

    এনাম সাঁই এর নামবার চাই তার কাছে যেতে হবে 🙏🙏🙏🙏

  • @শচলতরী
    @শচলতরী 3 года назад +1

    আমার প্রিয়

  • @mohammadyeadul362
    @mohammadyeadul362 4 года назад +2

    Nice voice

  • @shawonhasan2936
    @shawonhasan2936 4 года назад +3

    প্রিয় দেশান্তর টিভি, এনাম সাঁইজির সাথে কি করে দেখা পাই। তাঁর কথার প্রেমে পড়ছি আমি।
    দয়া করে যোগাযোগের একটা রাস্তা বলে দিন

    • @Deshantortv
      @Deshantortv  4 года назад +1

      এনাম সাঁই এর ঠিকানাঃ
      মাটিকাটা, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর ঢাকা
      মোবাইলঃ ০১৮৩৬-১৯৫৩৮৮

  • @sahajadifatema6959
    @sahajadifatema6959 4 года назад +1

    সূরা নেসা ১৫০+১৫১ এখানে বলা হয়েছে গুরুই আল্লাহ,রসূল

  • @saifulmolla1656
    @saifulmolla1656 5 лет назад +3

    কবে পাবো তার দেখা?

  • @mizanmeeryyr6568
    @mizanmeeryyr6568 5 лет назад +2

    Joy guro aro video chai Enam sai

  • @শচলতরী
    @শচলতরী 3 года назад +1

    আমার বাবাজান এনাম সাই

  • @mirjoy313
    @mirjoy313 5 лет назад +2

    I cordially request the youtuber to add english subtitle to such videos if possible. It's very worthy. How may I contact Enam Sain?

  • @মহাকাল
    @মহাকাল 4 года назад

    joi guru

  • @সোনাপাখি-ম৯খ
    @সোনাপাখি-ম৯খ 5 лет назад +5

    সাধু গুরু জয় হউক

  • @md.mamunmia8096
    @md.mamunmia8096 5 лет назад +4

    জয় গুরু

  • @sarifuddinahmed3938
    @sarifuddinahmed3938 5 лет назад +1

    ধন্যবাদ ধন্যবাদ ভাই

  • @nazuddin6346
    @nazuddin6346 3 года назад +1

    Assalaam malaikum bhai
    Please put new videos

    • @Deshantortv
      @Deshantortv  3 года назад

      Ok bhai wait and stay connected thanks

  • @sadiarsikder1956
    @sadiarsikder1956 4 года назад

    Nice

  • @shahachd4528
    @shahachd4528 5 лет назад +3

    পাগল আসলে কারা জারা সুখ তেগ করল নাকি জারা ধরে রাখ লো আসলে আমরা পাগল কারা আর ছাগল কারা চেনলামনা

  • @rahimacomputertechnology8346
    @rahimacomputertechnology8346 5 лет назад +2

    مَن كَانَ يُرِيدُ الْعِزَّةَ فَلِلَّهِ الْعِزَّةُ جَمِيعًا إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ وَالَّذِينَ يَمْكُرُونَ السَّيِّئَاتِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَمَكْرُ أُوْلَئِكَ هُوَ يَبُورُ
    কেউ সম্মান চাইলে জেনে রাখুন, সমস্ত সম্মান আল্লাহরই জন্যে। তাঁরই দিকে আরোহণ করে সৎবাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়। যারা মন্দ কার্যের চক্রান্তে লেগে থাকে, তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। তাদের চক্রান্ত ব্যর্থ হবে। [ সুরা ফাতির ৩৫:১০ ]
    وَاللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجًا وَمَا تَحْمِلُ مِنْ أُنثَى وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٍ وَلَا يُنقَصُ مِنْ عُمُرِهِ إِلَّا فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
    আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, তারপর করেছেন তোমাদেরকে যুগল। কোন নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসব করে না; কিন্তু তাঁর জ্ঞাতসারে। কোন বয়স্ক ব্যক্তি বয়স পায় না। এবং তার বয়স হ্রাস পায় না; কিন্তু তা লিখিত আছে কিতাবে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ। [ সুরা ফাতির ৩৫:১১ ]
    وَمَا يَسْتَوِي الْبَحْرَانِ هَذَا عَذْبٌ فُرَاتٌ سَائِغٌ شَرَابُهُ وَهَذَا مِلْحٌ أُجَاجٌ وَمِن كُلٍّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُونَ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ فِيهِ مَوَاخِرَ لِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
    দু'টি সমুদ্র সমান হয় না-একটি মিঠা ও তৃষ্ণানিবারক এবং অপরটি লোনা। ঊভয়টি থেকেই তোমরা তাজা গোশত (মৎস) আহার কর এবং পরিধানে ব্যবহার্য গয়নাগাটি আহরণ কর। তুমি তাতে তার বুক চিরে জাহাজ চলতে দেখ, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। [ সুরা ফাতির ৩৫:১২ ]
    يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ
    তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন। তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন। প্রত্যেকটি আবর্তন করে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ইনি আল্লাহ; তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই। তাঁর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক, তারা তুচ্ছ খেজুর আঁটিরও অধিকারী নয়। [ সুরা ফাতির ৩৫:১৩ ]
    কোন অংশে লেখা পেলাম না তো (অলিয়াম্ মুরশিদা)

    • @thuhidulislam9360
      @thuhidulislam9360 5 лет назад +2

      আমি ও পাই নাই

    • @rowshanarapervin3352
      @rowshanarapervin3352 5 лет назад

      وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَت تَّزَاوَرُ عَن كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُّرْشِدًا
      তুমি সূর্যকে দেখবে, যখন উদিত হয়, তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায়, তাদের থেকে পাশ কেটে বামদিকে চলে যায়, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। আল্লাহ যাকে সৎপথে চালান, সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনও তার জন্যে পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। [ সুরা কা’হফ ১৮:১৭ ]
      পুনশ্চঃ সুরা ফাতির এর ১০ নম্বর আয়াতে নয়, সুরা কাহাফের ১৭ নম্বর আয়াতে “ওলিয়াম মুরশিদা” আছে

    • @rahimacomputertechnology8346
      @rahimacomputertechnology8346 5 лет назад

      @@rowshanarapervin3352 আন্তরিক মুবারকবাদ

    • @janakbarman5513
      @janakbarman5513 3 года назад

      @@rahimacomputertechnology8346 amen papa amen papa

    • @janakbarman5513
      @janakbarman5513 3 года назад

      @@rowshanarapervin3352 amen papa amen

  • @aminraza4444
    @aminraza4444 5 лет назад +2

    ‍সূরা ফাতির ১০-১২ নং আয়াত না, এটা হবে সূরা কাহাফ ১৭ নং আয়াত এর শেষ অংশ।
    وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُّرْشِدًا
    আপনি কখনও তার জন্যে পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না।

    • @fatherofyoutube9001
      @fatherofyoutube9001 4 года назад

      আপনার কাথার আগামাথা কিছুই বুঝিনা।

  • @chanmiamolla
    @chanmiamolla 3 года назад +1

    মোঃ চানমিয়া মধুপুর টাংগাইল

  • @samimislam7041
    @samimislam7041 3 года назад +4

    নামাজ পড়েলে আল্লাহ তায়ালা কে পাবে

    • @avisheknath9368
      @avisheknath9368 3 года назад

      তুমি তো পড়, তো পেয়েছো?

    • @farokmahmodi
      @farokmahmodi 18 дней назад

      আমি পাইছি​@@avisheknath9368

  • @alauddinmoon5877
    @alauddinmoon5877 5 лет назад +1

    Mind blowing ❤️ ❤️

  • @sharifislam8348
    @sharifislam8348 5 лет назад +1

    Naic

  • @Farid123-fh1ki
    @Farid123-fh1ki 5 месяцев назад

    জয় আলেক সাই বাবাজি❤❤❤❤

  • @namiruddinahamed7388
    @namiruddinahamed7388 4 года назад +1

    সাঁইজি আমার প্রণাম নিবেন। অনেক চেষ্টা করেছি ফোনে যোগাযোগ করতে কিন্তু নাম্বরটি অবৈধ । দয়া করে আপনার what aap numberটি দিতে আঞ্জা হয় । আর অখিল চন্দ্র কে কিভাবে দ্বিখণ্ডিত করব জানালে আমি আপনার চির কৃতঞ্জতার পাশে আবদ্ধ থাকব ।আমি ভারত থেকে জানতে চাইলাম ।

  • @selimreza5099
    @selimreza5099 3 года назад +1

    বুঝলাম গুরু সাব ফকিরির ভেতরে জাগতিক কিছু থাকে না, কিন্তু নিজের প্রকাশের _ প্রচারের অহমিকা থাকলেই সেটাও জাগতিক ইচ্ছা।

  • @MRT1123
    @MRT1123 3 года назад +1

    এনাম সাঁইজির মুর্শেদের নাম কি ?

  • @mdkudratali1149
    @mdkudratali1149 3 года назад +2

    আসলে আপনে এত সুন্দর একটা মানুষ।তো আপনে এই মোচ গুলু কেটে ছোট করেন না কেন।মোচ গুলোর কারনে আপনাকে একটু কারাপ লাগে।

  • @babulmalik9735
    @babulmalik9735 5 лет назад +3

    মাসাআল্লাহ

  • @md.mamunmia8096
    @md.mamunmia8096 5 лет назад +2

    ভালো লাগলো

  • @sakomridha8754
    @sakomridha8754 4 года назад

    বাজান আমার সালাম নিবেন।।। আমার জন্যে একটু দোয়া করেন।।।

  • @shamchumiahsamchu1204
    @shamchumiahsamchu1204 4 года назад +1

    Tik.aseh

  • @armanshah706
    @armanshah706 5 лет назад +1

    তারা আল্লাহর যথোচিত সম্মান করেনা। কিয়ামাত দিবসে সমস্ত পৃথিবী থাকবে তাঁর হাতের মুষ্টিতে এবং আকাশমন্ডলী ভাঁজ করা থাকবে তাঁর ডান হাতে। পবিত্র ও মহান তিনি, তারা যাকে শরীক করে তিনি তার উর্ধ্বে। 39:67
    وَ مَا قَدَرُوا اللّٰہَ حَقَّ قَدۡرِہٖ ٭ۖ وَ الۡاَرۡضُ جَمِیۡعًا قَبۡضَتُہٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَ السَّمٰوٰتُ مَطۡوِیّٰتٌۢ بِیَمِیۡنِہٖ ؕ سُبۡحٰنَہٗ وَ تَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۶۷﴾

  • @alaminkhan7015
    @alaminkhan7015 5 лет назад +2

    ভাই আমি এনার শিষো হতে চাই, পিলিজ জোগাজোগ করাই দেন

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад

      ভিডিও ডেস্ক্রিপশনে তার ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন

  • @tuhinalam4187
    @tuhinalam4187 5 лет назад +2

    লালন দর্শন অার ইসলাম সম্পূর্ণ অালাদা বিষয়। সুরা ফাতির এর ১০ -১২ অায়াতে এমন কিছুই বলা নেই। লালন চর্চা যারা করে তাদের অামি সম্মান করি, তবে তারা যখন কুরআন শেখায় তখন মেজাজটা খারাপ হয়ে যায়।

    • @এনায়েত_শাহারিয়ার
      @এনায়েত_শাহারিয়ার 5 лет назад

      উনি সম্ভবত সুরা ফাতাহ এর ১০ আয়াত এর কথা বলতে চেয়েছেন।।।।।
      যেখানে বলা হচ্ছে,,,
      "(হে নবি(সাঃ)), যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে।"

    • @এনায়েত_শাহারিয়ার
      @এনায়েত_শাহারিয়ার 5 лет назад

      উনি সম্ভবত সুরা ফাতাহ এর ১০ নাম্বার আয়াতের কথা বলতে চেয়েছেন।।।।

  • @medicinorient6948
    @medicinorient6948 4 года назад

    Abu Bakr Zakaria
    নিশ্চয় যারা আপনার কাছে বাই’আত করে তারা তো আল্লাহরই হাতে বাই’আত করে। আল্লাহ্‌ হাত তাদের হাতের উপর । তারপর যে তা ভঙ্গ করে, তা ভঙ্গ করার পরিণাম বর্তাবে তারই উপর এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে, তবে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দেন।
    English Transliteration
    Inna allatheena yubayiAAoonakainnama yubayiAAoona Allaha yadu Allahifawqa aydeehim faman nakatha fa-innama yankuthu AAalanafsihi waman awfa bima AAahada AAalayhu Allahafasayu/teehi ajran AAatheema
    (إِنَّ ٱلَّذِینَ یُبَایِعُونَكَ إِنَّمَا یُبَایِعُونَ ٱللَّهَ یَدُ ٱللَّهِ فَوۡقَ أَیۡدِیهِمۡۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا یَنكُثُ عَلَىٰ نَفۡسِهِۦۖ وَمَنۡ أَوۡفَىٰ بِمَا عَـٰهَدَ عَلَیۡهُ ٱللَّهَ فَسَیُؤۡتِیهِ أَجۡرًا عَظِیمࣰا)
    [Surah Al-Fath 10]

  • @md.rashilmer9669
    @md.rashilmer9669 3 года назад +1

    দারুন বলেছৃন গুরু

  • @vimpagla7263
    @vimpagla7263 5 лет назад +2

    আল্লাহ আলেক সাঁই ,
    ফকিরি করলি ক্ষেপা কোন রাগে ,
    আছে হিন্দু মুসলমান দুই ভাগে।
    বেহেস্তের আশায় মুমীন গন
    হিন্দুদের স্বর্গেতে মন,
    বেহেস্ত স্বর্গ ফাটক সমান
    শরাই ভালো তাই লাগে।

    • @sahadothosen7269
      @sahadothosen7269 5 лет назад

      বুকার মতো কতা বলা ছেরে কুর আন হাদিসের গেন অরজন করুন।

  • @nazmulhossain791
    @nazmulhossain791 3 года назад +2

    এনাম সাই যে দলিল কুরআন থেকে দিয়েছেন তার কিছু ই পাইলাম না সূরা ফাতির ও ফাতহ থেকে

  • @প্রকৃতিরদয়া

    গুরুজি মানব দেহের চার চঁন্দ্র সমন্দেকিছু বলেন৷জানার খুব ইচ্ছা

  • @mdnahidshikder7391
    @mdnahidshikder7391 3 года назад +2

    hi

  • @sauravpal5129
    @sauravpal5129 5 лет назад +2

    Ok ds

  • @musafirmusafir2386
    @musafirmusafir2386 3 года назад +1

    মাছিটা তোমার পরিচয় পরিষ্কার করে দিল।

  • @hasnataher9966
    @hasnataher9966 3 года назад +1

    ওনার মোবাইল নমবারটা দেননা

  • @sultanaafroz3595
    @sultanaafroz3595 4 года назад

    বেশ

  • @munemi15
    @munemi15 5 лет назад

    Lalon O Lalon Geetika Porechen?

  • @artbandana
    @artbandana 3 года назад

    Joy guru

  • @lalonsingermirzamamun8417
    @lalonsingermirzamamun8417 5 лет назад +1

    উনার কথাগুলো গভীরভাবে ভাবলেই কিছু খুঁজে পাওয়া যাবে।

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад

      জ্বি ভাই ধন্যবাদ আমাদের সাথেই থাকুন

  • @mdyfghy6688
    @mdyfghy6688 2 года назад +1

    জয় গুরু ওজি

  • @muhammadabducvfdguidslalim8557
    @muhammadabducvfdguidslalim8557 4 года назад +1

    আমরা জানতে চাই বাই

  • @MohammadIbrahim-wq3ou
    @MohammadIbrahim-wq3ou 5 лет назад +2

    Joy guru fokir lalon shah

  • @mdazizul8095
    @mdazizul8095 4 года назад +1

    বাবা এনামসাইজি যে কোরআন শরিফ এর সুরা ফাতির ১০ থেকে ১২ আয়াতের মদ্ধে পাওয়া যাবে রেফারেন্স দিলেন আমি তো পেলাম না এটা যদি আবার বলতেন উনি তাহলে উপক্রিত হতাম।

    • @aukkasdawoansemul5528
      @aukkasdawoansemul5528 4 года назад

      উনি বুল বলছেন ওনার নিজের উক্তি কোরেনে চালাতে চেয়েছেন উনি নিজে বরো একজন সাধু সাজদে চেয়েছেন আর কিছুই না

    • @MdAlamin-ft2hp
      @MdAlamin-ft2hp 4 года назад

      ভাই, আমিও খুজলাম,নেই।
      সে তো ভুল বলছে।

    • @misbauddinnajiv6747
      @misbauddinnajiv6747 3 года назад

      সূরা কাহফ আয়াত ১৭-১৮ এ দেখবেন

  • @mdshawon4101
    @mdshawon4101 4 года назад

    উনার নাম টা কী,

  • @adbulali4389
    @adbulali4389 3 года назад

    🙏

  • @SHAHIDULISLAM-fl7km
    @SHAHIDULISLAM-fl7km 4 года назад

    কথা ঠিক আছে ধন্যবাদ কিন্তু মুছ টা খাটা করে রাখেন ভালই লাগবে দাইল খেতে পারেন বেল খেতে পারবেন

  • @dayalduttabaghmara
    @dayalduttabaghmara 5 лет назад +1

    Fakirer Nam address ba phone number Pele ekbar militam jai guru

    • @Deshantortv
      @Deshantortv  5 лет назад

      ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ দাদা

  • @bobybegum5750
    @bobybegum5750 4 года назад +1

    আপনার সাথে কি বাবে জুগাজগ করব

  • @MdSifatullahBari
    @MdSifatullahBari 3 года назад +2

    সুরা ফাতির আয়াত ১০-১২ তে এমন কিছুই পেলাম না।

  • @miltongolder6426
    @miltongolder6426 4 года назад

    জয় গুরু
    সাধু সাধু

  • @mdsabbir-xg3qc
    @mdsabbir-xg3qc 4 года назад

    Enam sai jir number ta pawa jabe