আমি সিরাজুল আলম খান Ami Sirajul Alam Khan || পর্ব ১/৬

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 105

  • @mdalbid953
    @mdalbid953 Год назад +16

    সিরাজ সিকদার ও সিরাজুল আলম খান একজন সত্যিকারের দেশ প্রমিক হাজার সালাম আপনাদের।

    • @s.mabdulmabud
      @s.mabdulmabud Год назад

      পূর্ববাংলার সর্বহারা পার্টির সভাপতি কমরেড সিরাজ সিকদার একজন মাওবাদী জাতীয় বিপ্লবী ও কমরেড সিরাজুল আলম খান একজন ট্রটস্কিবাদী জাতীয় বিপ্লবী ছিলেন।

    • @iqbalkhan-ch1dm
      @iqbalkhan-ch1dm 2 месяца назад

      সিরিজ শিকদারের তুঢ়লননায়ো জিরাজুল আলম খান এক এক সমময় তার নিতি বদল করেছিল কিন্তু কেন ?

    • @bibagi100
      @bibagi100 16 дней назад

      সিরাজ শিকদার মুক্তিযুদ্ধ করলেও তিনি ছিলেন সাই*কো। মতের অমিল হলে হ*ত্যা করা স্বাভাবিক মস্তিস্কের কোন মানুষের কাজ হতে পারে না। নতুন জন্ম নেয়া একটা দেশে ডাকা*তি, হ*ত্যা, কোন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। ৭২-৭৪ অস্থিরতার জন্য সিরাজ সিকদার দ্বায়ী। ৭২-৭৪ প্রায় একটা স্বাধীন দেশে প্রায় ৫০০০ মানুষ খু*নের স্বীকার হয়। ট্রু ইভিল!

  • @Undivided_Noakhali
    @Undivided_Noakhali 5 месяцев назад +9

    নোয়াখালীর কিংবদন্তী সিরাজুল আলম খান।

  • @mdakhtaruzzaman630
    @mdakhtaruzzaman630 Год назад +6

    সবার মাঝে সেই প্রেক্ষাপট ও তাকে জানার আগ্রহ তৈরির এরকম একটা
    প্রয়াস এগিয়ে যাক।

    • @seishobboi
      @seishobboi  Год назад

      অনেক ধন্যবাদ সুহৃদ ❤️

  • @Rocky-dp3fc
    @Rocky-dp3fc 2 месяца назад +2

    সিরাজুল আলম খান বাংলাদেশের সুবাস চন্দ্র বোস, সিরাজুল আলম খান গণিতের ছাত্র। তার চিন্তাভাবনা সবসময় ব্যতিক্রম হবে এটাই স্বাভাবিক।

  • @joybangla5590
    @joybangla5590 Год назад +5

    দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম

  • @faruksahdinkp7225
    @faruksahdinkp7225 Год назад +4

    অসংখ্য ধন্যবাদ এই বইটা দেওয়ার জন্য

  • @monjukhan8748
    @monjukhan8748 Год назад +8

    সকলে ভোগ করতে পারে না, কেউ কেউ ত্যাগ করোও আনন্দ পায়।

  • @shilayeasmin8697
    @shilayeasmin8697 Год назад +3

    Shob gulo pochonder boi apnar channel e upload hocche. best selection and your voice 💜

    • @seishobboi
      @seishobboi  Год назад +2

      ☺️💚 it's nice to hear good things from regular listener 👍

  • @nazishjamil9258
    @nazishjamil9258 6 месяцев назад +3

    Primary founder of Bangladesh.

  • @subratanandi7580
    @subratanandi7580 5 месяцев назад +1

    তোমার কণ্ঠস্বর শুনলে আমি পাগল হয়ে যাই। এত সুন্দর লাগে আর তেমনি পড়ার স্টাইল। বইয়ের সিলেকশানো খুব ভালো। অনেক অজানায় ইতিহাস জানতে পারছি।

    • @seishobboi
      @seishobboi  4 месяца назад +1

      সুব্রত দা, আপনি সত্যিই অনন্য।

  • @Undivided_Noakhali
    @Undivided_Noakhali 5 месяцев назад +1

    অসাধারন বই। শুনতে ভাল লাগছে।

    • @seishobboi
      @seishobboi  4 месяца назад +1

      অনেক অনেক ধন্যবাদ সুহৃদ

  • @rahuldebnath5094
    @rahuldebnath5094 Год назад +5

    ❤আপনার কন্ঠে যাদু আছে ❤

    • @seishobboi
      @seishobboi  Год назад +1

      ❤️🙏 ভালোবাসা নিন। আপনার বাক্য আমার প্রেরণা।

  • @FabricHall-fp2fk
    @FabricHall-fp2fk 2 месяца назад +1

    বাঙালির তৃতীয় জাগরণ: সিরাজুল আলম খান, audio book sunta chai.

  • @suproticdas1367
    @suproticdas1367 Год назад +3

    খুবই ভালো হয়েছে ইউটিউবে আপ দেওয়াতে। ফেসবুকের ভিডিও প্লেয়ারের ইউজার এক্সপেরিয়ান্স বিরক্তিকর।

    • @seishobboi
      @seishobboi  Год назад

      আমিও ফেসবুক প্লেয়ারের উপরে বিরক্ত। অনেকেই বলেছেন, অডিও বই শোনার সময় দরকারি লাইনটি আবার শুনতে পিছনে যেতে চান কিন্তু বাজে ইন্টারফেজের কারনে পারেননা।
      তবে ফেসবুকে ভবিষ্যতে লাইভ, লেখকদের নিয়ে স্ট্রিমিং, ইভেন্টসহ বেশ কিছু কাজ করার কথা ভাবছি। ফেসবুক কিছু ক্ষেত্রে লাগবেই 😶🤔

  • @saifurrahman7001
    @saifurrahman7001 11 месяцев назад +1

    আপনার কণ্ঠ অসাধারণ

  • @FarjanaMuskan01.795
    @FarjanaMuskan01.795 Год назад +3

    ভিডিও অপশনে নেই কেন ..? মানুষ পাগল হয়ে যাচ্ছে এই দুই বইয়ের জন্য।

    • @seishobboi
      @seishobboi  Год назад +1

      বইটা আজকে ইউটিউবে পাবলিশ করে দিলাম।

  • @MdEbrahim-ku1te
    @MdEbrahim-ku1te Год назад +3

    তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা বইটি আপলোড করুন।

    • @seishobboi
      @seishobboi  Год назад +1

      এই বইটির একটি বই পরেই বইদুটি দিব ভাই।

  • @SHARIFHOSSAIN-w5i
    @SHARIFHOSSAIN-w5i Год назад +3

    ধন্যবাদ ভাই

    • @seishobboi
      @seishobboi  Год назад

      আপনাকেও ধন্যবাদ সুহৃদ 💚🙏

  • @deluwarhossainhemon7289
    @deluwarhossainhemon7289 Год назад +3

    সিরাজুল আলম খান সম্পর্কে ২০২৩ জানলাম। তখন আর তিনি দুনিয়ায় তে নেয়।

  • @mdalbid953
    @mdalbid953 4 месяца назад +6

    মেজর ডালিমের বই টা আনেন ভাই

  • @freelife2346
    @freelife2346 Год назад +2

    একজন বাঙালির জন্য passport পাওয়া খুব কঠিন 😮😮😮।

  • @Rk-sm5bc
    @Rk-sm5bc Год назад +20

    যুদ্ধ পূর্ববর্তী অবস্থান নিয়ে বিন্দুমাত্র অ-শ্রদ্ধা নেই। তবে শেষ ভালো যায় সব ভালো তার, স্বাধীনতার পরবর্তী ভূমিকা খুবই দুঃখজনক।

    • @mdnasirulislamnazrul8788
      @mdnasirulislamnazrul8788 Год назад +8

      কিন্তু কেন এমনটা করে ছিলেন সেটাতো সবাই জানে আপনী কেন জানতে পারলেন না। সিরাজ সাহেরা যে উদ্দেশ্য যুদ্ধ করে ছিলেন কিন্তু যুদ্ধ পরবর্তিতে কেন সেই উদ্দেশ্য সফল হল না, কোন ব্যাক্তি গনতন্ত্র বিনিষ্ট করে বাকশাল কায়েম করলো। তখন কি মুক্তি যুদ্ধ যারা করে ছিল তাদের এক থাকার কথা।

    • @harunurrashid9254
      @harunurrashid9254 Год назад

      ১৯৭২ সালে সিরাজুল আলম খাঁর রাজনীতি ১৮০°ঘুরে যায়। মুখে সমাজতন্ত্রের কথা বলে মূলে, এর মাথায় ই আঘাত করা ও আমেরিকার সিআই এর এজেন্ডা বাস্তবায়ন করতো, পর্দার আড়াল থেকে।থাকতো পর্দার আড়ালে রহস্যাবৃত হয়ে। কারণ ছিল।সাধারনরা যেন তার আসল চরিত্র ভূজতে না পারে। তার পরিপূর্ণ প্রকাশ ঘটে। যখন তার অনুসারীদের পরামর্শ দেয় এরশাদকে ক্ষমতায় থাকার কু পরামর্শ দেয়। রব নেমে পড়ে তখন এরশাদের গৃহপালিত বিরুধী দলের ভূমিকায়।

    • @zasmedia583
      @zasmedia583 Год назад

      বুঝতে হবে জাসদ কেন স্রিস্টি হয়েছিল। মুজিবের খমতার লোভ একমাত্র কারন।

    • @Rk-sm5bc
      @Rk-sm5bc Год назад +2

      @@mdnasirulislamnazrul8788 ইতিহাস জানতে চেস্টা করি নিজ আগ্রহে।
      দেশ স্বাধীনের ১১ মাসের মাথায় **১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদ দলটির সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া।
      ***বাকশাল ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যান্য রাজনৈতিক দল ভেঙে দিয়ে 'বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ' (বাকশাল) নামে জাতীয় রাজনৈতিক দল গঠন করেন।
      অনেক পরে বাকশাল। বাকশান গঠন করা বাঙালির জন্য মঙ্গলজনক হত না ক্ষতির কারণ হত এই বিচার করার সুযোগ কিন্তু কেও পাই নাই কারন, এটা একদিনও সরকার ব্যবস্থায় আসে নাই। বাকশাল মানে শুধু একনায়ক তন্ত্রই নয়, অন্যান্য বিষয়গুলো একটু জেনে দেখবেন।

    • @hossainrakib7935
      @hossainrakib7935 Год назад

      যারা বলে সিরাজুল আলম খান বেইমান তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে প্রশ্ন সিরাজুল আলম খানএর ই ছিলো
      সবাই মিলে দেশ স্বাধীন করলাম সব শ্রেনীর মানুষ তা হলে স্বাধীনতার পর জাতীয় সরকার না হয়ে আওয়ামী লীগ সরকার কেন হলো?
      পারবেন এ প্রশ্নের উত্তর দিতে যদি এ প্রশ্নের উত্তর আপনি দিতে যান তা হলে বঙ্গবন্ধু বেইমান হবে
      বুঝে সুনে মন্তব্য করবেন।
      কত টুকু ইতিহাস জানেন আপনি।
      ওই সময়েত ছাত্র নেতাদের বড় একটা অংশ একমত যে সিরাজুল আলম খান দাদা ভাই ই স্বাধীনতার রুপকার যা আস্তবায়ন করেছেন তার সংগঠন নিয়ুক্লিয়ার্সের মাধ্যমে

  • @mnbvcmnbvc4058
    @mnbvcmnbvc4058 2 месяца назад +1

    একটা বিষয় স্পষ্ট, "ভারত পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে আলাদা করতে চায়নি!" বাংলার স্বাধীনতা এসেছিল বাংলাদেশীদের চিন্তা থেকেই!
    কামরুজ্জামান

  • @nasimmahmud7167
    @nasimmahmud7167 Год назад +6

    ❝গল্পে গল্পে বিংশ শতাব্দী ❞
    পরবর্তী বই হিসেবে এটা চাই😌

    • @seishobboi
      @seishobboi  Год назад +1

      বইটা দেখলাম। খুব ইন্টারেস্টিং বই। তালিকায় রাখছি। অনেক ধন্যবাদ।

    • @johirchowdhury3848
      @johirchowdhury3848 Год назад

      এই বইয়ের পি ডি এফ লিংক পাওয়া যাবে কি না ?

    • @nasimmahmud7167
      @nasimmahmud7167 Год назад

      @@johirchowdhury3848 খুঁজেছি, কিন্তু পাই নি.

  • @ImranHossain-bn2qb
    @ImranHossain-bn2qb Год назад +9

    ভাই আমার একটা প্রশ্ন আছে।সেটা হচ্ছে ভিডিওর ডিউরেশন ৩০-৩৫ মিনিট করে রাখা যায় কিনা?এরকম হলে শুনতে সুবিধা হয় আমার মনে হয়।ডিউরেশন বেশি হলে কনসেন্ট্রেশন ব্রেক হয়।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বইটি দেওয়ার জন্য❤️

    • @seishobboi
      @seishobboi  Год назад +4

      ধন্যবাদ সুহৃদ। আসলে আমি প্রথমে ২০/৩০ মিনিটের ভিডিও মাথায় রেখে কাজ করতাম। পরে বেশিরভাগ মানুষের অনুরোধ করার পরে মোটামুটি ৪৫ মিনিট থেকে ১ ঘন্টায় ভিডিও পর্ব রাখছি। তবে আপনি ইচ্ছা করলে আপনার মতো ছোট ছোট ভাগ করেও তো শুনতে পারেন। 💚

  • @Lighthouse-b9s
    @Lighthouse-b9s Год назад +2

    We should also not forget that Nucleus members used to have meetings with IB of India at Calcutta as far back as 1962 ... What was discussed in these meetings should be brought to light so that history is truely recorded ...
    Sk Mujib was very much influenced by Sirajul Alam ... The nation has the Right to Know Why .... 1:03

    • @seishobboi
      @seishobboi  Год назад +1

      "Sei shob boi" will gradually add some more books on this india issue. Our books next in line on this topic include "India doctrine" and General Uban's "Phantoms of Chittagong". If you have some more books to suggest please feel free to give more book names. ❤️🙏

    • @kabirhumayun7129
      @kabirhumayun7129 Год назад

      একজন সীমাহীন উচ্চাকাঙ্খী,
      যেনতেন ভাবে লেনিন, মাওসেতুঙ হওয়ার স্বপ্ন। যিনি সমস্ত জীবন বিলিয়ে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন ; তাকে পিষে দিয়ে তার বুকের উপর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ঝান্ডা উড়াবার মতো কুৎসিত বাসনা তার ছিল। কিন্তু প্রকৃতি সীমালঙ্ঘনকারিকে ক্ষমা করেনা। ইতিহাসে সিরাজুলের স্থান সিরাজ শিকদারের পাশাপাশি। হঠকারী, অর্বাচীন, হাজার হাজার তরুণের রক্তে রঞ্জিত হাত। এরা ইতিহাসের খলনায়ক। এদের জীবন নিয়ে লেখা বই নিষিদ্ধ হওয়ার দাবি রাখে।

  • @anirbanhimu3728
    @anirbanhimu3728 11 месяцев назад

    প্রতি নায়ক বইটা পাঠ করেন ভাই সাহেব

  • @fardusahmed5109
    @fardusahmed5109 Год назад +2

    শুনছি নিয়োমিত----

  • @gullvivor3579
    @gullvivor3579 20 дней назад

    kondhe just magic ase

  • @MdEbrahim-ku1te
    @MdEbrahim-ku1te Год назад +1

    জাসদের উথ্যান পতন বইটি আপলোড করুন

    • @seishobboi
      @seishobboi  Год назад

      এই বইটির একটি বই পরেই বইদুটি দিব ভাই।

  • @MDKAMAL-fn7bt
    @MDKAMAL-fn7bt Год назад +5

    ভাই মেজর ডালিমের বইটা আনেন

    • @seishobboi
      @seishobboi  Год назад +4

      আনার সময় আসছে। আরেকটু অপেক্ষা করুন।👍

    • @ummashahje1295
      @ummashahje1295 Год назад

      ​@@seishobboiআমি আগেই পড়েছি।তারপরও অপেক্ষা করছি।

  • @stkhan6005
    @stkhan6005 Год назад +1

    ❤❤❤❤

  • @mosharrofhossain1440
    @mosharrofhossain1440 8 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @topuraihan5945
    @topuraihan5945 Год назад +2

    প্রতিনায়ক বই অডিও আসবে কি?

    • @seishobboi
      @seishobboi  Год назад +1

      সিরাজুল আলম খানের উপরে একটি বই পড়া হয়েছে আপাতত। পরবর্তী প্রতিনায়ক বইটি তালিকায় আছে তবে তা খুব শীগ্রই পড়ার সম্ভাবনা কম।

  • @1966mek
    @1966mek Год назад +1

    আপিনি বাক্যের শেষে যে একটা টান দেন সেটা বন্ধ করতে পারলে ভালো হবে। ধন্যবাদ।

    • @seishobboi
      @seishobboi  Год назад +1

      হ্যাঁ, এটা সাম্প্রতিক একটা বদঅভ্যাস হয়েছে 🤭 আরো কেউ কেউ বলেছেন। আপনিও লক্ষ্য করেছেন জন্য ধন্যবাদ। জানিনা, কত দ্রুত কাটিয়ে উঠতে পারবো, তবে আমি ঠিক করার চেষ্টা করবো। ❤️🙏

  • @lordshadow360
    @lordshadow360 Год назад +4

    পিনাকীদার বই পড়ে শোনান স্বাধীনতা উত্তর বাংলাদেশ

    • @seishobboi
      @seishobboi  Год назад +1

      হ্যাঁ মনে আছে

    • @sadarahmed8879
      @sadarahmed8879 Год назад +1

      আপনি বাংলাদেশের জনগণের কাছে অপূরত কাল বেছে থাকবেন
      জাতির জন্য অনেক ত্যাগ স্বীকার
      করলেন।বিনিময়ে কিছুই চাইলেন না। জাতির গৌরব উজ্জ্বল পুরুষ। ❤❤❤❤❤❤❤❤

  • @jahidsiraz2431
    @jahidsiraz2431 Год назад +1

    baki part gula koi vai?

    • @seishobboi
      @seishobboi  Год назад

      প্রতিদিন একটি করে পর্ব আসবে। 💚🙏

  • @hasanahmed173
    @hasanahmed173 Год назад +1

    Kintu unara eto avohelitoo chiloo keno

  • @abdullahal-amin6010
    @abdullahal-amin6010 Год назад +3

    ruclips.net/video/m0u8cWeTgX8/видео.html ১৯৫৯ নাকি ১৯৬৯?

    • @seishobboi
      @seishobboi  Год назад +1

      ঠিক কোন টাইম স্ট্যাম্পএ লাইনটা বলেছি জানলে বুঝতে পারতাম। যেমন 13:23

    • @abdulmukit4793
      @abdulmukit4793 Год назад +1

      Of course 1959.

    • @abdulmukit4793
      @abdulmukit4793 Год назад

      অবশ্ই ১৯৫৯ সালে।

  • @sanowarmasum5350
    @sanowarmasum5350 Год назад

    ❤ পাকিস্তান ❤

  • @mamunhossain16
    @mamunhossain16 2 месяца назад +1

    আমার ফাঁসি চাই বইটি অডিও করবেন দয়া করে I