Assamese Nangra || Nangra assamensis.

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024
  • দীর্ঘ জীবনে এই প্রথম এই মাছটাকে জীবন্ত দেখার এবং ছবি তোলার সুযোগ হল। পৃথিবীতে এদের জীবন্ত ছবি হাতেগোনা, এবং নিশ্চিতভাবেই এদের জীবন্ত চোখে দেখেছে এরকম মানুষ খুব বেশি নেই । এর নাম Assamese Nangra, বৈজ্ঞানিক নাম Nangra assamensis. ভারতীয় প্রোপার ইকথিওলজিস্টদের টিম এর আইডি কনফার্ম করেছেন। এদের বাংলা নাম নেই। এই ধরনের মাছগুলোকে একত্রে গাঙ টেঙরা বলা হলেও এরা সম্পূর্ণ আলাদা জেনাস। এদের ছবি না থাকার কারন এরা অন্ত্যন্ত Poorly documented এবং এদের একবার জ্যান্ত দেখা একশবার জ্যান্ত ইলিশ দেখার চেয়েও কঠিন, আমার মতে। এদের জোছনার আলোর মত রূপালী রঙের জন্য এদের নাম দিলাম জোছনা কাঁটা। বাংলাদেশে আরও অসংখ্য মাছের মত এরা অফিসিয়ালি লিস্টেড বা রেকর্ডেড না [ যদিও এরকম লিস্ট করলে তা একশ ছাড়িয়ে যাবে ]. জীবনে কোন মাছ নিয়ে এতটা শঙ্কায় ছিলাম না। যারা ফিশ নিয়ে জানেন না, তাদের কল্পনাতেও আনা সম্ভব না গুলসা বা টেঙরার মত দেখতে এই মাছটার প্রাপ্যতা কতটা অল্প।

Комментарии •