ওসীলা মানে কি পীর ধরা ? Surah-Al-Maidah 35-38 অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক
HTML-код
- Опубликовано: 15 янв 2025
- অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক সাহেবের
লিখিত তাফসীর ও বই পেতে যোগাযোগ করুন
মোবাইল:-- ০১৭৭৭৬৯৬১২২
WhatsApp/Imo-- 01777696122
"তাফসীরুল ওয়াফী( ০১ম থেকে ১০ম খন্ড) এবং 'আলো-আঁধার'
সিরিজের বইসমূহ
১.ঈমান ও শিরক,
২.ঈমান ও আখিরাত,
৩.সত্য দলের পরিচয়,
৪.মানুষেরবর্তমান
৫.মানুষের অতীত,
৬.মানুষের ভবিষ্যত
৭.কুরআন-হাদিস-ফিকাহ
৮.কুরআনের পরিচয় এবং
৯. বই ‘স্বামী-স্ত্রী একে অপরের পোশাক’
দেশের যে কোন স্থানে কুরিয়ারযোগে তাফসীর ও বই পেতে যোগাযোগ করুন
এই নম্বরে ০১৭৭৭৬৯৬১২২ ধন্যবাদ ।
🔊 Follow us on Social Media :🌐 Facebook Page: / aloadhartv
Subscribe Us For Daily New Waz ............ ✅ Like | ✅Comment | ✅ Share | ✅ Subscribe
#aloadharbd #mau_mozammel_haquer #bangla_waz
আলহামদুলিল্লাহ...১০ খন্ডে ৩০ পারা সম্পূর্ণ কোরআন প্রকাশিত হয়েছে...!!।
অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক হুজুরের লিখিত বিখ্যাত তাফসীর "(তাফসীরুল ওয়াফী ) ১০ম খন্ড প্রকাশিত হয়েছে যারা নিতে ইচ্ছুক তারা আজই যোগাযোগ করুন এই নাম্বারে ০১৭৭৭৬৯৬১২২ধন্যবাদ
এবং 'আলো-আঁধার' সিরিজের ৯ টি বই
১.ঈমান ও শিরক,
২.ঈমান ও আখিরাত,
৩.সত্য দলের পরিচয়,
৪.মানুষেরবর্তমান
৫.মানুষের অতীত,
৬.মানুষের ভবিষ্যত
৭.কুরআন-হাদিস-ফিকাহ
৮ কুরআনের পরিচয় এবং
৯. বই ‘স্বামী-স্ত্রী একে অপরের পোশাক’
বইগুলোর কিছু পেজ যদি পড়তে চান তাহলে এই লিঙ্কে পড়তে পারেন:
🔊 Follow us on Social Media :🌐 Facebook Page:- facebook.com/aloadhartv/photos/pcb.449055990310748/449053086977705
হুজুর ও মাওলানা সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি গভীরভাবে শ্রদ্ধা ও জানাই আপনি অত্যন্ত সঠিক এবং সুন্দর আলোচনা আমাদের মাঝে তুলে ধরেছেন শুনে খুব ভালো লাগলো এধরনের ওয়াজ নসিহত আমাদের সমাজে এখন খুব বেশি বেশি প্রায়োজন হুজুর আপনি অনেক সুন্দর সহজ সরল ভাবে বক্তব্য উপস্থাপন করেন মানুষ যদি মনোযোগ দিয়ে শুনে বা মানে তাহলে আশা করা যায় আমাদের সমাজে কিছুটা হলেও পরিবর্তন আসবে আসসালামুয়ালাইকুম হুজুর আপনি ভালো থাকবেন
আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততই ভাল লাগে। আল্লাহ হুজুরকে নেক ও সুস্থ জীবন দান করুন আমিন।
আমিন শব্দের বাংলা অর্থ কি? আমরা সকলে আমিন বলে থাকি। দয়া করে জানালে অনেক উপকৃত হইবো।
হুজুর অত্যন্ত সত্য কথা বলেছেন সঠিক ব্যাখ্যা করেছেন। যারা কোরআন দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায় আল্লাহপাক তাদের কঠিন শাস্তি দিবেন।
সমস্ত প্রশংসা কেবল মাত্র আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
মাওলানা মোঃ মোজাম্মেল হক সাহেব কে অনেক অনেক ধন্যবাদ জানাই এই একটি সত্য কথা বলার জন্য। পীর সাহেব যদি আল্লাহ কে ভয় করে নামাজ, রোজা, হজ্জ এবং জাকাত দেয় তাহলে আমি ও যদি আল্লাহর ভয়ে এই সমস্ত আমল করি তাহলে আমি ও বেহেশতে যাইতে পারবো। ধর্ম কে পুজি করে অনেকে বেবসা জুড়ে ছে । এই মাওলানা সাহেব যাহা বলেছেন একবারে সঠিক কথা বলেছেন। আল কোরআন এবং হাদিসে যাহা আদেশ করেছে তাহা পালন করা আর যাহা নিষেধ করেছে তাহা বর্জন করা। এটাই হলো ইমান এবং ইসলাম ধর্ম।
আমিন
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,
হুজুর আপনার কোরআন বিশ্লেষণ খুবই তাৎপর্যপূর্ণ। এতে করে পীরের ব্যবসার ধসে পরবে যদি আমরা মুসলমানরা প্রকৃত সত্যিটা বুঝতে পারি। আমার দাদা কিয়ামতের দিন জাহাজ নিয়ে আসবেন মুরিদের নিতে এ ভন্ডামি বন্ধ হবে আশা করি
Hujur,
You are 100% right.
Allah bless upon you and may you live long and spread the verses of the Quran to the people of the world in Bengali language,
মানিকগঞ্জ দরবার শরীফ বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হক দরবার শরীফ। লক্ষ কোটি জনতার আগমন এই দরবারে।এর মধ্যে অধিকাংশই দেশ বরেণ্য যোগ্য যোগ্য ওলামায়েদ্বীন বায়াত নিয়েছেন। আগামীতে পাঁচ কোটি মানুষের একত্রে বসবাস হবে এই দরবারে। সেই দৃশ্য দেখার তৌফিক আল্লাহ পাক যেন আমাকে সহ পৃথিবীর সকলকে দান করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন যেন আমার মোর্শেদ কেবলার দীর্ঘ হায়াত বাড়িয়ে দেন। মোর্শেদ কেবলার নেক চেহারা মুবারক দেখে দেখে যেন আমাদের কলিজা ঠান্ডা করতে পারি। আমিন।
বোকা মত কথা প্রথিবীর সর্ব চেষ্ট জমায়েত হজ্জের মধ্যেও পাঁচ কোটি লোক জমায়েত হয় না। যেখানে বিশ্বের সকল মুসলিম দেশ হতে মুসলিমগন হজ্জে আসে সেখানে এখন পর্যন্ত পাঁচ কোটি লোক জমায়েত হয় নাই। আর বাংলাদেশের মত দেশে পাঁচ কোটি লোক জমায়েত হবে বেহুদা কথা ছাড়া আর কি হতে পারে।
আপনার মোর্শেদের নাম কি?
ভাই দরবার কে এত গুরুত্ব না দিয়ে আল কোরআনের পাতায় চোখ বুলান আপনার মনের দৃষ্টি খুলে যাবে ইনশাআল্লাহ
দরবার তো একটাই সেটা মহান আল্লাহ তায়ালা রাব্বুল আ'লামিনের দরবার।
খুব ভাল।
Khub bhalo alochona
Alhamdulillah
আলহামদুলিল্লাহ্
হাদিস অসিকার কারি গোমরাহ্,পথ ভ্রষ্ট।
মাশাল্লাহ ভালো।
এত বড় বড় আলেম, ঈদের বিরুদ্ধে কথা বলে, পাওলি আল্লাহর গানের বিরুদ্ধে কেন তারা কথা বলে, আমরা সাধারণ মানুষ বুঝিনা, মাওলানা আর জালালুদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি,চেনার চেয়ে বড় আলেম বাংলাদেশে আছে কি? আফসোস, আফসোস,
সূরা কাহাফের ১৭ নং আয়াতটা তাপসির করার অনুরোধ করছি ।
শায়েখের ঠিকানা দিবেন দয়া করে
আমি একবার হলেও শায়েখের সাথে দেখা করবো
আলহামদুলিল্লাহ, হুজুরের অনেক ভাল কথা বলেছেন, আবার কিছু ভুল ও করেছেন, আপনার যদি কুরআনের আয়াত ভালো জানা থাকে তাহলে বুঝতে পারবেন। যার কুরআন জানা নাই, তার মন্তব্য করা সঠিক হবে না। এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না,
যার ভুল নাই। যেটা কুরআনের সাথে মিলে যায় , ঐটা সঠিক হবে। যেটা উল্টো হয় , ঐটা মানা যাবে না।
ভালো মানুষের মধ্যে কোনটা বুজবো?
আল্লাহর রসুল (স.) কি নিজ হাতে লিখতে পারতেন এবং আরবি ভাষায় বই পড়তে পারতেন?
সালাম নারায়ণগঞ্জ থেকে শুনছি আল্লাহকে পেতে কোন উসিলা লাগেনা উসিলা এক জিনিস ইমাম থেকে কিছু শিখা সেটা হল আরেক জিনিস আমার থেকে যে বেশি জানে তার থেকে আমি শিখব আর একজনকে উসিলা কইরা আমি জান্নাতে যাব দুইটা এক জিনিস না কথায় আছে না আমি মাজারের উসিলায় পীরের উসিলায় মাজারের উসিলায় বাবার এগুলো উ ছিলা আজকে আমি বলি আমি ছোট বরদের কাছে আমি শিখবো এইটা উছিলা না [২০:৪৬] ত্বোয়াহ
قالَ لا تَخافا إِنَّني مَعَكُما أَسمَعُ وَأَرى
বায়ান ফাউন্ডেশন:
তিনি বললেন, ‘তোমরা ভয় করো না। আমি তো তোমাদের সাথেই আছি। আমি সবকিছু শুনি ও দেখি’।
আপনার তাফসীর যুক্তি সংগত হয় নাই
Al-An'am ৬:১৫৩
وَأَنَّ هَٰذَا صِرَٰطِى مُسْتَقِيمًا فَٱتَّبِعُوهُۖ وَلَا تَتَّبِعُوا۟ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِۦۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَتَّقُونَ
Bengali - Fozlur Rahman
“আর এই হচ্ছে আমার সরল পথ। অতএব, তোমরা এ পথই অনুসরণ করো, অন্যান্য পথ অনুসরণ করো না; তাহলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করবে। তিনি তোমাদেরকে এই আদেশ দিয়েছেন, যাতে তোমরা (বিভ্রান্তি থেকে) বেঁচে থাকতে পার।”
Bengali - Muhiuddin Khan
তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ কর। নিশ্চিত এটি আমার সরল পথ। অতএব, এ পথে চল এবং অন্যান্য পথে চলো না। তা হলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা সংযত হও।
Bengali - Tafsir Abu Bakr Zakaria
আর এ পথই আমার সরল পথ। কাজেই তোমরা এর অনুসরণ কর [১] এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না [২], করলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ্ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমারা তাকওয়ার অধিকারী হও।
[১] দশম নির্দেশ:
“ইসলামকে আঁকড়ে থাকবে”। বলা হচ্ছে, মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আনিত শরী’আতই হল আমার সরল পথ। অতএব, তোমরা এ পথে চল এবং অন্য কোনো পথে চলো না। কেননা সেসব পথ তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এখানে هٰذا শব্দ দ্বারা দীনে ইসলাম অথবা কুরআনের প্রতি ইশারা করা হয়েছে। অর্থাৎ ইসলামই যখন আমার পথ এবং এটাই যখন সরল পথ, তখন মনযিলে মকসূদের বা অভিষ্ট লক্ষ্যের সোজা পথ হাতে এসে গেছে। তাই এ পথেই চল।
[২] অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের আসল পথ তো একটিই, জগতে যদিও মানুষ নিজ নিজ ধারণা অনুযায়ী অনেক পথ করে রেখেছে। তোমরা সেসব পথে চলো না। কেননা সেগুলো বাস্তবে আল্লাহ পর্যন্ত পৌছে না। কাজেই যে এসব পথে চলবে সে আল্লাহ থেকে দূরেই সরে পড়বে। হাদীসে এসেছে, নাওয়াস ইবন সাম'আন আল-কিলাবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আল্লাহ্ তা'আলা একটি উদাহরণ পেশ করেছেন; একটি সরল পথ, এ পথের দু’পাশে প্রাচীর রয়েছে, তাতে দরজাগুলো খোলা। আর প্রত্যেক দরজার উপর রয়েছে পর্দা। পথটির মাথায় এক আহবানকারী আহবান করছে, আর তার উপর আরেক আহবানকারী আহবান করছে যে, ‘আল্লাহ শান্তির আবাসের দিকে আহবান করেন এবং যাকে ইচ্ছে সরল পথে পরিচালিত করেন’। পথের দু’পাশের দরজাগুলো হল আল্লাহ্ তা'আলার সীমারেখা, যে কেউ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে তার জন্য সে পর্দা তুলে নেয়া হবে। উপরের আহবানকারী হল তার রব আল্লাহর পক্ষ থেকে উপদেশ প্রদানকারী’। [তিরমিযী ২৮৫৯] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াত এবং সূরা আশ-শূরার ১৩ নং আয়াতসহ এ প্রসঙ্গে পবিত্র কুর'আনের যাবতীয় আয়াত সম্পর্কে বলেন, আল্লাহ তা'আলা মুমিনদেরকে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে পৃথক ও আলাদা হতে নিষেধ করেছেন। তিনি তাদেরকে জানিয়েছেন যে, তাদের পূর্ববর্তীরা আল্লাহর দীনে তর্ক-বিতর্ক ও ঝগড়ার কারণে ধ্বংস হয়েছিল। [তাবারী]
কুরআনুল কারীম ও রাসূলুল্লাহ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করার আসল উদ্দেশ্য এই যে, মানুষ নিজ নিজ ধ্যান-ধারণা, ইচ্ছা ও পছন্দকে কুরআন ও সুন্নাহর ছাঁচে ঢেলে নিক এবং স্বীয় জীবনকে এরই অনুসারী করে নিক। কিন্তু বাস্তব হচ্ছে এই যে, মানুষ কুরআন ও সুন্নাহকে নিজ নিজ ধ্যান-ধারণা ও পছন্দের ছাঁচে ঢেলে নিতে চাচ্ছে। কোনো আয়াত কিংবা হাদীসকে নিজের মতলব বা ধারণার বিপরীতে দেখলে তারা তার মনগড়া ব্যাখ্যা করে স্বীয় প্রবৃত্তির পক্ষে নিয়ে যায়। এখান থেকেই অন্যান্য বিদ'আত ও পথভ্রষ্টতার জন্ম। আয়াতে এসব পথ থেকে বেঁচে থাকতেই নির্দেশ দেয়া হয়েছে।
Bengali - Mokhtasar Bangla
১৫৩. তিনি তোমাদের উপর ভ্রষ্টতার যে কোন মত ও পন্থার অনুসরণ করাও হারাম করেছেন। বরং তিনি সঠিক পথের অনুসরণ করা তোমাদের উপর বাধ্যতামূলক করেছেন। যাতে কোন ধরনের বক্রতা নেই। বস্তুতঃ ভ্রষ্টতার পথগুলো তোমাদেরকে পরস্পর মতপার্থক্যের দিকে পৌঁছিয়ে দিবে ও সত্য পথ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ তা‘আলা সত্য ও সঠিক পথের অনুসরণ করতেই তোমাদেরকে আদেশ করেছেন। যাতে তোমরা তাঁর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করতে পারো।
Bengali - Tafsir Ahsanul Bayaan
নিশ্চয়ই এটি আমার সরল পথ।[১] সুতরাং এরই অনুসরণ কর[২] এবং ভিন্ন পথ অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে তাঁর পথ হতে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা সাবধান হও।
[
Imamsahab assalamu alaikum,Aujubillah porar por bismillahir raxhmanir raxhim na pore qur-an porata kirakam jayej bujlam na.
বাংলাদেশের সকল পীর জাহান্নামের পথে আহবানকারী!
[Mashuk Alam]
27/07/2023
Kotha sotik noy...Shobai noy.....Aro laka-pora kora comment korish ..have you not seen what this Mowlana comment about Shah jalal, Mynuddin Chesti??
ALLAH, ROSURULLAH, PANZATONPAK, OLIALLAH, ALIOWALA PEERKE MOHABBAT KORI. ZANNAT, ZAHANNAM KICHUI CHAI NA, YA MAOLAPAK TOMAR KACHE THAKTE CHAI. JOY HIND.
হুজুর, বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বীন প্রতিষ্ঠার বিষয় কোন পধ্বতি অবলম্বন করতে হবে? নাকি দ্বীন প্রতিষ্ঠার চিন্তা করা দরকার নাই,কোনটি সঠিক,জানালে উপকৃত হব।
Apnar kotha sone birokto lagse, ohabi kothakar
এতো সহজেই উত্তর দিয়ে দিলেন আল্লাহ যা করতে বলেছেন আর যা করতে বলে নাই তাই যদি উছিলা হয় তাহলে তো উছিলা শব্দ ব্যাবহার করা দরকার ছিলো না। উছিলা তালাশ করতে হবে উছিলা ছাড়া কোন মুক্তি নাই
হুজুর আপনি যে আউজুবিল্লাহহি মিনাশ শাইতানির রাজিম বলেন এটা কোন সূরার কোন আয়াত অবশ্যই জানতে চাই।
নূর হাসিল।করা লোক একমাএ ভালো।
Ami jodi yousuf nobike mani
হুজুর কুরআন অনুযায়ী কথা বলেন। আমি আপনার সাথে একমত ভালো লাগে আপনার কথাগুলো। কিন্তু এই একটি জায়গায় এসে আপনার সাথে আমি কখনোই একমত হতে পারি না। আর সেটা হল আপনি উসিলা মানেন না। কুরআনের আয়াত কি উছিলা আপনি বললেন যে। শুধু একা একা কোরআন পড়লে যদি হইতো তাহলে তো কোন কথাই ছিল না আর কারো দরকারই ছিল না।সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১
আল্লাহ বলেছেন সেদিন প্রত্যেককে তার ইমামসহ আহবান করব।আপনার ইমাম কে আর আমারই বা ইমাম কে।
আপনার ব্যক্তিগত ফোন নাম্বারটা থাকলে ভাল হত আমি যা জানি তা আপনাকে বলতে পারতাম আপনার কাছ থেকে বুঝে নিতাম ।
আপনার ব্যাখ্যা ভুল!
আপনি সঠিক ব্যাখ্যা করে দেন ভাই।
ভাই আপনি কিআরবি ইসকলার আপনি ব্যাখ্যা করে প্রচার করেন আমরা জারা না জানি তারা।শিক্ষা পাইতাম
ভাই আপনি পির দরে বসে থাকেন পির আপনাকে জান্নাতে নিয়া জাবে।
ভাল কর্মেই অসিলা। কোন পীরের টাইম নাই
ঠিক।বেলেছেন জার আমল তার জেমন।কর্ম তেমন ফল
সবাই তো দেখি একই গোয়াল গোরু আপনারা আলেমরা নিজেরা নিজেরা আলোচনা করে সমাধাবটা পাবলিক করলে কি হয় না?
কুরআনে পীর ধরার কথা বলেন
রাশতনেতাজদিখারপহয়তহোইলেকিহোইবে
Alhamdulillah
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ