আল-কুরআনের ভাষা শিক্ষা│পর্ব-৫│মাত্র ৬টি প্রিপজিশান শিখে নিন, যা পবিত্র কুরআনে প্রায় ৪,৯৬০ বার এসেছে।
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- আলহামদুলিল্লাহ। আল-কুরআনের ভাষা শিক্ষা কোর্সের ৫ম পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আপনারা এমন ৬টি অ্যারাবীক প্রিপজিশানের সঙ্গে পরিচিতি লাভ করবেন, যা পবিত্র কুরআনে প্রায় ৪,৯৬০ বার এসেছে। আলহামদুলিল্লাহ। আল-কুরআনের ভাষা শিক্ষা কোর্সটি আপনাদের ভাল লেগে থাকলে এবং পরবর্তী পর্বগুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ। সেই সাথে লাইক শেয়ার করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং পরিপূর্ণ স্বচ্ছ HD Quality সম্পন্ন ইসলামিক ভিডিও পেতে, অবশ্যই আমাদের চ্যানেলটি Subscribe করে রাখবেন। ইনশাআল্লাহ।
► "আল-কুরআনের ভাষা শিক্ষা" সবগুলো পর্বের লিঙ্কঃ • আল-কুরআনের ভাষা শিক্ষা...
📚 "আল-কুরআনের ভাষা শিক্ষা" বইটি কিনতে ভিজিট করুন: hatbazar365.co...
আল-কুরআনের ভাষা কেন শিখবেন?
কুরআন! এমনই এক অলৌকিক কিতাব, যার শাশ্বত বাণীগুলো যদি কেউ সঠিকভাবে বুঝে পড়ে এবং এর আলোকে জীবন গড়ে, তা হলে তার জীবন শান্তির সুবাতাসে ভরে উঠতে বাধ্য। এমনকি তাকে কক্ষনো গ্রাস করতে পারবে না ভ্রান্তির কোন কালো ছায়া; কিন্তু আফসোসের বিষয় হল জাতির বৃহৎ অংশই তা বোঝার জ্ঞান রাখে না বা বুঝার জন্য চেষ্টাও করে না। শুধু এ কারণেই মুসলমান আজ পশ্চাৎপদ জাতিতে পরিণত হয়েছে। পড়ে থাকতে হচ্ছে পেছনের সারিতে।
অন্যদিকে অমুসলিমরা এ কুরআন থেকে আহরণ করছে জগতের সব রহস্যের সমাধান, তথ্য-উপাত্ত। এ কুরআনের জ্ঞানেই তারা পাড়ি দিচ্ছে পৃথিবীর সীমানা। পা রাখছে অন্য গ্রহে। উন্মেষ করছে নতুন দিগন্তের পথ। কী নেই এ কুরআনে? দেহ থেকে শুরু করে সাগর, মহাসাগর মহাকাশসহ দৃষ্টিগোচর আর দৃষ্টির বাইরে সব সৃষ্টির রহস্যই যে রয়েছে এ কুরআনে। আল্লাহ তায়ালা বলেন, ‘কাফেররা কী ভেবে দেখে না, আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? (সূরা আম্বিয়া: ৩০)
এ আয়াতটিতে তুলে ধরা হয়েছে বিশ্বের উৎপত্তির তত্ত্ব। এখানে যে পৃথক করার কথা বলা হয়েছে তা বিজ্ঞানীদের কথিত ‘বিগ ব্যাংক’ তত্ত্বের রহস্য। অপর আয়াতে তিনি বলেন, ‘অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রপুঞ্জ, অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম।’ (সূরা হামীম সেজদাহ: ১১)। এখানেও ‘ধূম্রপুঞ্জ’ শব্দটি সৃষ্টির আদি অবস্থার বর্ণনা দিচ্ছে। যা ছিল গরম গ্যাসের পিণ্ড। যাতে বস্তুকণা দ্রুত ছোটাছুটি করছিল ধোঁয়ার মতো। এ থেকেই তৈরি হয় গ্রহ, নক্ষত্র এবং আমাদের পৃথিবী।
আমাদের মনে রাখতে হবে, কুরআন শুধু একটি ধর্মগ্রন্থই নয়, বরং এটি একটি মহাবিজ্ঞানও। অপরদিকে এ কুরআন এসেছে আমাদের আলোর পথ দেখানোর জন্য। সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়ের জন্য। এখন এ কুরআনই যদি আমরা না বুঝি তা হলে আলোর পথের আশা করি কীভাবে? হ্যাঁ, কুরআন না বুঝে পড়লেও পুণ্য হয়, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, না বুঝে শুধু গড়গড়ায়ে পড়লে কি এর আসল লক্ষ্য, উদ্দেশ্য অর্জিত হয়ে যাবে? উত্তর হচ্ছে না, কক্ষনোই না। লক্ষ্য করে দেখুন, ইংরেজি বা অন্য কোন ভাষা, বা আপনার সাধারণ শিক্ষা অর্জন করতে গিয়ে যে বছরকে বছর সময়, শ্রম, মেধা, অর্থ ব্যয় করেছেন তার এক বিন্দুও সময়, শ্রম, মেধা, অর্থ কি কুরআনটা বুঝে পড়ার জন্য, কুরআনের ভাষা শিক্ষা করার জন্য আপনি ব্যয় করেছেন?? এটা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ্ আপনাকে প্রশ্ন করলে আপনি কি জবাব দিবেন? ভেবে দেখুন।
কুরআন তেলাওয়াত করাই চূড়ান্ত লক্ষ্য নয়, বরং তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালার আদেশ-নিষেধগুলোর সঙ্গে পরিচিত হওয়া এবং সে অনুযায়ী আমল করাই হচ্ছে মূল লক্ষ্য। কোরআন শুধু পড়ার জন্যই নয়, বরং তা গবেষণা করাও অপরিহার্য। আল্লাহ তায়ালা বলেন, ‘তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? নাকি তাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে?’ (সূরা মুহাম্মাদ- ২৪)
নামাযে কুরআন বুঝে না পড়ার কারণেই কিন্তু নামাযে আমাদের আত্মতৃপ্তি আসে না। অনেকেই মনে করেন কুরআন বোঝা যেন একটি অসম্ভব কাজ। অথচ আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে চার চার বার বলছেন, ‘আমি কুরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব, কোনো চিন্তাশীল আছে কি? (সূরা ক্বামার: ১৭)
এই যে পৃথিবীজুড়ে মুসলমানরা আজ নিপীড়িত হচ্ছে, এর অন্যতম কারণও কিন্তু এই কুরআন ছেড়ে দেয়া বা না বোঝা। এ জন্যই রাসুল (সাঃ) কুরআনকে আঁকড়ে ধরতে বারবার তাগিদ দিয়ে গেছেন। হজরত যুবাইর ইবনে মাত’আম (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জুহফা নামক স্থানে রাসূল (সা.) এর সঙ্গে ছিলাম। তখন রাসূল (সা.) বললেন, ‘তোমরা কী সাক্ষ্য দিচ্ছ না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল আর এ কুরআন আল্লাহর পক্ষ থেকে আগত?’ আমরা বললাম, অবশ্যই সাক্ষ্য দিচ্ছি। তখন রাসূল (সা.) বললেন ‘তা হলে তোমরা সুসংবাদ গ্রহণ কর, নিশ্চয় এ কুরআনের একদিক আল্লাহর হাতে অন্যদিক তোমাদের হাতে। সুতরাং তোমরা তা ভালোভাবে আঁকড়ে ধর তা হলে তোমরা কখনও পথভ্রষ্ট হবে না এবং ধ্বংস হবে না।’ (তিবরানী )
যাইহোক, যারা আরবী একেবারেই জানেন না, কিন্তু সরাসরি আরবী থেকে কুরআন বুঝার জন্য অত্যন্ত আগ্রহী, তাদের জন্য বলবো আপনারা আমাদের এই "আল-কুরআনের ভাষা শিক্ষা কোর্স" টি অনুসরণ করতে পারেন। এই কোর্সটি শুধুমাত্র কুরআন বুঝার জন্য আরবী ব্যাকরণের জটিলতা কাটিয়ে যতটুকু আরবী না জানলেই নয়, ততটুকু অত্যন্ত সহজ ভাবে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ। এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে, আমাদের এই কোর্স থেকে যদি আপনি কিছু শিখতে নাও পারেন, অন্তত কুরআন বুঝা যে অত্যন্ত সহজ এই বিশ্বাসটা আপনার অন্তরে ঠিকই জাগ্রত হবে। ইনশাআল্লাহ। আল্লাহ্ আমাদের সবাইকে পবিত্র কুরআন শতভাগ বুঝার এবং সে অনুযায়ী শতভাগ আমল করারও তৌফিক দান করুক। আমিন।
#LearnQuranicLanguage #LearnArabic #ArabicLanguage
📚 "আল-কুরআনের ভাষা শিক্ষা" বইটি কিনতে ভিজিট করুন: hatbazar365.com/product/al-quraner-vasha-shikkha
বইগুলো কোথায় পাওয়া যাবে? pls জানাবেন
@@shireenaktar8383 for book: plz call 01677160766
আমি কলকাতা , ভারত থেকে নিয়মিত এই আল-কুরআনের ভাষা শিক্ষা-র Classগুলো follow করি ।
এই কোর্ষের জন্য আপনাদের Prescribed বইটি কিভাবে সংগ্রহ করব এখান কলকাতা থেকে , একটু জানাবেন ।
জাযাকাল্লাহু খাইরান ।
ভাই আপনাদের কি বই অনলাইনে পাওয়া যায়
@@SBSohag829 আলহামদুলিল্লাহ্। পাওয়া যাবে। বই এর জন্য কল করুনঃ ০১৬৭৭১৬০৭৬৬
Jajakallahu Khairan dear teacher
আলহামদুলিল্লাহ, অসাধারণ উপস্থাপনা
আলহামদুলিল্লাহ
আমার খুব প্রোয়োজন ছিল। উপকৃত হলাম।
আলহামদুলিল্লাহ।
এই উপহারের মূল্য ও প্রতিদান কোনোভাবেই দেয়া সম্ভব না একমাত্র লাখো কোটি শুকরিয়া আদায় করা ছাড়া
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ওয়াআলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
মাশাআল্লাহ জাযাকাল্লাহ
বারকাল্লাহু ফিক
চমৎকার শিক্ষা ব্যবস্থা
আলহামদুলিল্লাহ, অনেক উপকৃত হচ্ছি। আল্লাহ আপনার মজ্ঞল করুন।
আলহামদুলিল্লাহ। আমীন। বারকাল্লাহু ফিক
মাশা আল্লাহ, অসাধারণ ক্লাস নেন স্যার। অনেক উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ। জাঝাকাল্লাহু খইরান।
আলহামদুলিল্লাহ। আমীন। বারকাল্লাহু ফিক
আপনাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক আপনারা এত সুন্দর ভাবে আমাদেরকে বুঝানোর জন্য এবং সুন্দরভাবে যেন কোরআন বুঝতে পারি সেই কাজটা করতেছেন আপনাদের এই খেদমত আল্লাহ কবুল করুক আমিন
আমিন। জাজাকাল্লাহু খয়ের।
Comment ti darun
Mashaa allah. Great arbic learning.always thanks.
Alhamdulillah. thank you sir...
নিয়মিত দেখছি।
আল্লাহ কবুল করুন।
জাযাকাল্লাহ খায়ের।
আলহামদুলিল্লাহ। আমীন। বারকাল্লাহু ফিক
জাযাকাল্লাহ, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের নেক হায়াত বাড়িয়ে দিক আমিন
আলহামদুলিল্লাহ। আমীন। বারকাল্লাহু ফিক
Excellent class, i am watching and learning regularly
আলহামদুলিল্লাহ
May Allah accept your service. Amen.
আমীন। বারকাল্লাহু ফিক
মাশাল্লাহ শিখতে খুব সহজ
আলহামদুলিল্লাহ।
অনেক জরুরি বিডিও শুকরিয়া বাই
আলহামদুলিল্লাহ। আমীন
Jajakallahu Khairon, Dear Shaikh
বারকাল্লাহু ফিক
হুজুরের কাছে সব গুলি পর্ব বাংলায় শুরু করার জন্য লাখো কোটি মুসলিম মানুষের বিশেষ অনুরোধ রইল ।
ইনশাআল্লাহ। দুয়া করবেন ভাই।
আমার ও খুব ইচ্ছে বাংলায় শুনবো
Subhanallah! Zajakallah khair.
আলহামদুলিল্লাহ।। বারকাল্লাহু ফিক
masha Allah
Masaallah,,
امين
Mashaallah
Ma sha Allah
আলহামদুলিল্লাহ।
MashaAllah
The best way for learning The Holy Quran
আলহামদুলিল্লাহ।
Alhamdulillah
Mashaa Allah
আলহামদুলিল্লাহ।
Thank you
ও নেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন
আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দুয়া করবেন
ইংরেজি শিক্ষার জন্য লাইফটাই শেষ করে দিলাম। কি লাভ? পরকালের কথা ভেবে আপনার সাথে যুক্ত হয়েছি স্যার । ভালো লাগছে। নিয়মিত পাঠ নিচ্ছি। দোয়া করবেন।
Alhamdulillah. Allah apnake kobul kourk.
MashaAllah. Excellent Arabia teacher as well as his English is also excellent... May I know the sir name?
মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ।
Very nice
শুকরিয়া কুরআনকে বুঝার জন্য সহজ পদ্ধতি আবিস্কার করার জন্য। এর কোন বই আছে কিনা থাকলে কি ভাবে পাবো। ০১৭১২২৫১৮২১
great task!!!
Alhamdulillah
❤
Awesome
আলহামদুলিল্লাহ
Mashallah
আলহামদুলিল্লাহ
" আল-কুরআনের ভাষা শিক্ষা " বইটি কিভাবে সংগ্রহ করব ?
আমি কলকাতা ভারত থেকে নিয়মিত এই আল-কুরআনের ভাষা শিক্ষা ক্লাসগুলো follow করি ।
বইটি কিভাবে সংগ্রহ করব কলকাতা , ভারত থেকে ?
Alternative Request : আপনারা আপনাদের website-এ upload করে দিতে পারেন , আমাদের মতো অনেকেই বইটি download করে নিতে পারি ।
আল্লাহ তায়ালা আপনাদের জাযা খায়ের ও সাওয়াবে জারীয়া দান করুন , আমীন ।
দয়া করে আমাকে সাহায্য করুন, আমি যেন বইটি পেতে পারি।
আরবি ভাষা পরিপূর্ণ পড়ার মত কোর্স দিন। যেটা, নক্তা ছাড়াই পড়া যায়।
ইনশাআল্লাহ
সব ভিডিও দেখলে আরবিতে কথা বলা যাবে কি 🎉জানাবেন
উপস্থাপন বাংলায় পাওয়া যায়
আমি এই courseটি করতে চাই,কিভাবে করতে পারি জানাবেন দয়া করে।
আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ
এই ক্লাস টা বাংলা হলে ভালো হতো।
You said "aan" means with. But here showing from. Example aanhu means with him or from him ? You told with him. But here showing from him.
"From him" is correct.. it was a mistake. sorry for that. Thanks a lot.
সালাম নিবেন । With বুঝানোর সময় From টা দেখাচ্ছিল । এটা কি স্লাইডের ভুলের কারণে ?
Oalaikumsusalm o rahmatulalh.. maybe
আন মানে প্রতি হবে সম্ভবত
Showing error in PDF download page. Please help.
drive.google.com/file/d/1EQiRcK_ujvt9sl9XINVfp_IUepr8omY1/view
📚 "আল-কুরআনের ভাষা শিক্ষা" বইটি কিনতে ভিজিট করুন: hatbazar365.com/product/al-quraner-vasha-shikkha
Where is part 6?
আলহামদুলিল্লাহ আছে।
আপনার কোনো বই আছে স্যার?
📚 "আল-কুরআনের ভাষা শিক্ষা" বইটি কিনতে ভিজিট করুন: hatbazar365.com/product/al-quraner-vasha-shikkha
মাসআল্লাহ
আলহামদুলিল্লাহ।
Alhamdulillah
আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ।
Alhamdulillah
আলহামদুলিল্লাহ।
Mash Allah
Alhamdulillah
Alhamdulillah
MahshaAllah
আলহামদুলিল্লাহ