ট্রেন পরিচালনা পরিস্থিতি। -------------------- মন্ত্রণালয় প্রধানের অনুপস্থিতিতে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেল মন্ত্রনালয়ের প্রধান রেলমন্ত্রী। তিনি না থাকায় অনেকটা অভিভাবকহীন হয়ে পরেছে রেল। তাই অনিষ্টকালের জন্য বন্ধ থাকা ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। এ ব্যপারে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী টিবিএসকে বলেন, 'আমি আজ অফিসে এসেছি। কিন্তু রেল চলাচলের বিষয়ে কি সিদ্ধান্ত নেব বুঝতে পারছি না। মন্ত্রী যেহেতু নেই তাহলে কে সিদ্ধান্ত দেবে? আমি একা কোন সিদ্ধান্ত নিতে পারব না।' তিনি বলেন, 'সচিব আসলে তার সাথে বসব। তার সাথে বসে দেখা যাক ট্রেন চলাচলের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া যায় কিনা তা দেখছি। পুরোপুরি না হলেও সীমিত আকারে রেল চলাচল চালু করার কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।' নিউজ:- টিবিএস রিপোর্ট ------------------------------- মন্ত্রী নেই , সচিব গাঢাকা দিয়েছেন তাই বলে তো কাজ কর্ম থেমে নেই। হ্যাঁ এটা বলা যায়, আইন শৃঙ্খলা অবনতি, আরএনবিতে অস্হিরতা, জিআরপি অনুপস্থিত, নিরাপদ নিরাপত্তার চরম অভাব, ঝুকিতে ট্রেন পরিচালিত করা সমীচীন হবেনা। একটা কম্পোজিশন দিয়ে দায়ীত্ব অর্পণ করে ঠেলে দেয়া হবে আরেক ভুল হবে। অনেক স্টেশন হয়েছে ক্ষতিগ্রস্হ , টেলিকমিউনিকেশন, সিগন্যালীং পদ্ধতি অকার্যকর। যাইহোক, নিরাপত্তার বিষয়টা প্রথমে বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ।
সব কিছুই স্বাভাবিক হবে ইনশাল্লাহ, কিন্তু এতগুলো প্রাণ চলে গেল এবং সম্পদ ধ্বংস হলো।
secured security👍 🥰
প্রথম কমেন্ট ময়মনসিংহ থেকে করলাম
Same
ময়মনসিংহ থেকে কয়টায় ছারে মোহনগঞ্জ ও জারিরার ট্রেন
নিরাপত্তা জোরদার করুন
Dhaka to Rajshahi train koi
সময় টিভিকে বয়কট করা হোক 👈👈👈👈👇👇👇
*কেন সত্য তুলে ধরেছে এই জন্য*
সবকিছু শান্ত হবে কিন্তু কত মায়ের রাজপুত্র ও রাজকন্যা ফিরবে না, তারা না ফেরার দেশে চলে গিয়েছে😢😢😢
ট্রেন পরিচালনা পরিস্থিতি।
--------------------
মন্ত্রণালয় প্রধানের অনুপস্থিতিতে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশ
রেল মন্ত্রনালয়ের প্রধান রেলমন্ত্রী। তিনি না থাকায় অনেকটা অভিভাবকহীন হয়ে পরেছে রেল। তাই অনিষ্টকালের জন্য বন্ধ থাকা ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ রেলওয়ে।
এ ব্যপারে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী টিবিএসকে বলেন, 'আমি আজ অফিসে এসেছি। কিন্তু রেল চলাচলের বিষয়ে কি সিদ্ধান্ত নেব বুঝতে পারছি না। মন্ত্রী যেহেতু নেই তাহলে কে সিদ্ধান্ত দেবে? আমি একা কোন সিদ্ধান্ত নিতে পারব না।'
তিনি বলেন, 'সচিব আসলে তার সাথে বসব। তার সাথে বসে দেখা যাক ট্রেন চলাচলের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া যায় কিনা তা দেখছি। পুরোপুরি না হলেও সীমিত আকারে রেল চলাচল চালু করার কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।'
নিউজ:- টিবিএস রিপোর্ট
-------------------------------
মন্ত্রী নেই , সচিব গাঢাকা দিয়েছেন তাই বলে তো কাজ কর্ম থেমে নেই।
হ্যাঁ এটা বলা যায়,
আইন শৃঙ্খলা অবনতি, আরএনবিতে অস্হিরতা, জিআরপি অনুপস্থিত, নিরাপদ নিরাপত্তার চরম অভাব, ঝুকিতে ট্রেন পরিচালিত করা সমীচীন হবেনা।
একটা কম্পোজিশন দিয়ে দায়ীত্ব অর্পণ করে ঠেলে দেয়া হবে আরেক ভুল হবে।
অনেক স্টেশন হয়েছে ক্ষতিগ্রস্হ , টেলিকমিউনিকেশন, সিগন্যালীং পদ্ধতি অকার্যকর।
যাইহোক, নিরাপত্তার বিষয়টা প্রথমে বিবেচনায় নিতে হবে।
ধন্যবাদ।