দেবী লক্ষ্মী : পুরাণে, ইতিহাসে | Devi Lakshmi - in Mythology and History

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 148

  • @saritabiswas7211
    @saritabiswas7211 2 года назад +11

    খুব সুন্দর তথ্যভিত্তিক আলোচনা। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লক্ষীদেবীর পুজো করা হয়। আমাদের বাড়িতে কলা গাছ দিয়ে শষ্য গোলা ও নৌকা বানানোর রীতি আছে। এছাড়া অনেকের বাড়িতে কলা বৌ দিয়ে পুজো করা হয়।

  • @souravsaha8672
    @souravsaha8672 2 года назад +18

    এটাই বাংলা এটাই সাহিত্য এটাই বাংলার ইতিহাস। খুব সুন্দর হয়েছে দাদা এত সুন্দর তথ্য পরিবেশনের জন্য ধন্যবাদ।

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад +3

      ধন্যবাদ

    • @brojosingha6700
      @brojosingha6700 2 года назад +5

      @@Anirban_das
      আপনি ভাল আলোচনা করেন। আপনাকে প্রশংসা করি।
      সনাতন ধর্মের বিভিন্ন কালে, যুগে ধর্মের নতুন ধারণা, তত্ত্ব জ্ঞান, দৈবিক কাহিনীর উন্মোচন হয়ে একই ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল।
      ত্রেতা যুগের শ্রীরাম ও রামায়ণ এবং দ্বাপর যুগের শ্রীকৃষ্ণের মহাভারত,গীতা গ্রন্থ সাধারণ দৃষ্টিতে এ দুই যুগের পরিচয় বুঝা যায়, জানা যায়।
      কিন্ত সত্য যুগে বেদের ধর্ম পালনের পরে এক পর্যায়ে ত্রিদেব, দেবী লক্ষ্মী, শতরুপা সরস্বতী, পার্বতীসহ অনেক দেব দেবীদের অনেক অনেক কাহিনীর কিভাবে, কোন কোন মুনি ঋষিদের মধ্যেমে উন্মোচন হয়েছিল, তা পরিষ্কার উল্লেখ নেই, আলোচনায়ও আসে না।
      কোন আলোচনায় বলা হয়ে থাকে, বেদের ধর্ম পালন, বেদ গ্রন্থ পড়া শুধুমাত্র জ্ঞানী ব্রাহ্মণের ছিল। ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র তথা সাধারণ মানুষের বেদের ধর্ম প্রত্যক্ষভাবে পালনের অধিকার ছিল না । পরবর্তী পর্যায়ে দেব দেবীদের পূজা করার প্রচলনের পর সবার ধর্ম কর্ম করার সুযোগ হয়েছিল । তাহলে ঐ সত্য যুগেই হয়তো দিতীয়ার্ধে ত্রিদেব ও দেব দেবীদের ভূমিকার দৈবিক তত্ত্ব উন্মোচিত হয়েছিল। তাই তো।
      ত্রেতা যুগ ও দ্বাপর যুগে দেব দেবীদের পূজা পালন হতো । বেদের ধর্মও ছিল। তাই না । এখন কলি যুগে আর বেদের ধর্ম পালন নেই, শুধুমাত্র কিছু মন্ত্র প্রার্থনা বা পূজার জপ, পাঠ করা হয়।
      আপনার অধ্যয়ন থেকে আরও জানার ইচ্ছা রইল। ধন্যবাদ।

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад +6

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ধর্মের দৃষ্টিকোণ থেকে আমি বিষয়গুলোকে না দেখে, সমাজেতিহাসের দিক থেকে বিচার-বিশ্লেষণের চেষ্টা করি। সঙ্গে থাকবেন

    • @swapnachandboral9790
      @swapnachandboral9790 7 месяцев назад +1

      🎉bishnuu .debota .naam..montra ..uccharon..jol..touch..lakshi..devi .naam...toostikoron..hoi..lokshedebir..joy..ma..lakshi..joy .ma🎉

  • @samirganguly8947
    @samirganguly8947 8 месяцев назад +10

    লক্ষ্মী দেবীর(মায়ের) পূজো বছরের সব মাসেই হয়!কখনো পূর্ণিমায়, বৃহস্পতিবার,ভাদ্র মাসে,চৈত্র মাসে,পৌষ মাসে,মাঘ লক্ষ্মী পূজো,কখন অমাবস্যায় হয়❤জয় মা ❤️🪷🌾🦉

  • @rockroy384
    @rockroy384 6 дней назад +1

    খুব ভালো লাগে দাদা , তোমার প্রতিটি উপস্থাপনা 😌😍😘👌❤️

  • @satyajitbera5340
    @satyajitbera5340 Год назад +2

    এটি একটি অনবদ্য উদ্যোগ, ভারত নিয়ে এবং ভারতের প্রাচীন ধর্ম সভ্যতা নিয়ে অনেক ভিডিও ইউটিউব এ থাকলেও, শুধু বাঙালি কে কেন্দ্র করে তেমন কোনো ভালো ইউটিউব চ্যানেল নেই আপনার এই উদ্যোগের জন্য আপনাকে সাধুবাদ জানাই, ভগবান আপনার মঙ্গল করুন❤🙏👏👍

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      সঙ্গে থাকবেন ❤️

  • @mahuamukherjee9583
    @mahuamukherjee9583 Год назад +3

    প্রতি বৃহস্পতিবার লক্ষীদেবীর পাঁচালী পড়ে থাকি। তোমার কাছে রাজা মহাশয় এর গল্পটি শুনে খুব ভাল লাগল। এরকম আরো নতুন জিনিস শুনিও। সুস্থ থেকো বাবা।

  • @sanjoyganguly1507
    @sanjoyganguly1507 7 дней назад

    খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

  • @sumidhar7349
    @sumidhar7349 Год назад +1

    Darun bhalo laglo. Ekdm onno rokom

  • @zennezu718
    @zennezu718 Год назад +4

    খুব ভালো লাগলো।পশ্চিম বাংলার কোনো কোনো বাঙ্গালী বাড়ীতে পৌষ,চৈত্র ও ভাদ্র মাসের শুক্লপক্ষের কোন একটি বৃহস্পতি বার ধানের ওপর সিন্দুর কৌটো ও কড়ী রেখে লক্ষী পূজোর প্রথা আছে।এই লক্ষী পূজোকে খন্দো লক্ষী পূজো বলা হয়।সাধারনত সেখানে প্রতিমা থাকে না ।

  • @mouduttabasu3814
    @mouduttabasu3814 Год назад +3

    Comment টা খুব ভালো।এরম আরো কিছু থাকলে শেয়ার করবেন plz।

  • @suparnakundu8371
    @suparnakundu8371 2 года назад +4

    দারুণ..... । আপনার কথাগুলো অনেক ভালো লাগল। 😌❤ আর ভিডিওটা পুরোটা দেখলাম । সত্যিই মন ছুঁয়ে গেল। 😌

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад +3

      ধন্যবাদ.. 😊

  • @dipachowdhury4502
    @dipachowdhury4502 19 дней назад

    খুব ভালো লাগলো ভিডিও টা মা লক্ষী সম্বন্ধে অনেক কিছু জানলাম ❤

    • @Anirban_das
      @Anirban_das  19 дней назад

      সঙ্গে থাকবেন ❤️

    • @dipachowdhury4502
      @dipachowdhury4502 19 дней назад

      @@Anirban_das সবসময় আছি

  • @parnachakrabartybhaskar4543
    @parnachakrabartybhaskar4543 Год назад +1

    Aponar bishoy gulo kintu besh lage.
    Ami share korechhi😊

  • @rekhapathak79
    @rekhapathak79 Год назад +2

    সুন্দর এবং জানার বিষয় আলোচনা করেছেন। ধন্যবাদ।

  • @suvojitdas6353
    @suvojitdas6353 Год назад +1

    Khub sundor content,Dada tomar video dekhte darun lage😊😊😊 lokhir sora, tar itihas, procholon nia video chai😊😊😊😊

  • @roseblack7927
    @roseblack7927 5 месяцев назад +1

    Darun laage apnar video gula.. ❤❤❤😊

  • @heavenly_black_lotus
    @heavenly_black_lotus 2 года назад +2

    খুব ভালো লাগলো । এমন কনটেন্ট আরো চাই । এটাক খালি বাংলা সাহিত্য কে জানা নয় , বাংলার ইতিহাস কে জানা ।

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад

      বেশ, সঙ্গে থেকো

  • @soumenchanda9597
    @soumenchanda9597 2 года назад +23

    ইতিহাস আমার ভীষন প্রিয় বিষয়... ইতিহাসের মধ্যে কেমন যেন একটা আকুল করা ভাব‌ থাকে যেটা আমায় পাগল করে। কত অজানা অচেনা বিষয় আছে এই বিশ্বে। কালের স্ত্রোতে হয়ত হারিয়ে গেছে কিন্তু ইতিহাস তাকে বারবার আমাদের চেতনায় স্মরন করিয়ে বাঁচিয়ে দেয়।

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад +4

      বেশ তো। সঙ্গে থাকো..

    • @soumenchanda9597
      @soumenchanda9597 2 года назад +1

      @@Anirban_das দাদা আমি এবছর উচ্চমাধ্যমিক দিয়ে বাংলা অনার্সে কৃষ্ণনগর গর্ভমেন্ট কলেজে ভর্তি হলাম। সাহিত্য আমার সবচেয়ে প্রিয় বিষয়। তোমার ভিডিও গুলো দেখি অনেক কিছুই জানতে পারি। ভীষন ভালো লাগে।

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад +2

      আচ্ছা। ভালো করে পড়ো

    • @tanusreeghosh313
      @tanusreeghosh313 Год назад +2

      আমিও ভীষণ ইতিহাস পাগল অনেক কিছু জানা যায়

  • @beautifulbutterfly242
    @beautifulbutterfly242 Год назад +2

    অসাধারণ

  • @brindabose7641
    @brindabose7641 Год назад +1

    Khub bhalo lagche Bhai, anek kichu jante parchi, apni r o share korun❤

  • @manujaroychowdhury7193
    @manujaroychowdhury7193 8 дней назад

    Khub bhalo laglo video ta. Akta byapar janar chhilo. 'Ak chokha shora' kano pujo kora hoy.. Jodi ei byapare kichhu bole bhalo lagbe

  • @Rajsayan_
    @Rajsayan_ 5 дней назад +1

    Dada pls,
    Devi Mahalakshmi ke niye ekta video banao,

  • @scifidert4446
    @scifidert4446 Год назад

    Khub sundor..

  • @ajoysaha5487
    @ajoysaha5487 Год назад

    Ami to বাকরুদ্ধ ......এত নতুন নতুন বিষয় জানতে পারছি,,,দারুন লাগছে ,,,,ভালো থাকবেন দাদা সব সময় ,, আরো নতুন বিষয় জানার আশা রইলো ।

  • @riyAi2z
    @riyAi2z Год назад

    খুব সুন্দর দাদা

  • @subhodeepsen346
    @subhodeepsen346 7 месяцев назад +1

    খুব ভালো লাগলো। ❤ তবে আমাদের বাড়িতে কার্তিকি অমাবস্যাই মা মহালক্ষ্মী র পুজো হয় যেটা মায়ের তম রূপ । কিন্তু আমরা অবাঙালি নয় অনেকে ভাবে অমাবস্যাই লক্ষ্মী পুজো করি তাই

  • @apsariskitchen6965
    @apsariskitchen6965 2 года назад +7

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- 'রাজ সিংহ 'উপন্যাসটি নিয়ে একটু আলোচনা করে দেবেন প্লিজ

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 Год назад

      শুধু রাজসিংহ কেন, আনন্দমঠ ও সীতারাম উপন্যাসটিরও আলোচনা করতে বলেন যার জন্য ভারত ভাগ হয়েছে এবং সব চেয়ে লাভবান হয়েছে পুর্ব বাংলার মুসলমানরা যারা না চাইতেই সাম্রাজ্য পেয়েছিলেন এবং মালিক পুর্ব বাংলার হিন্দুরা ভারতের বিভিন্ন অঞ্চলে আজও শরনার্থী ক্যাম্পে মানবেতর জীবন যাপন করছেন যা কখনও মুসলমান বাঙ্গালীদের কল্পনাতেও ছিল না। শ্যামা প্রসাদের বাড়ি পুর্ব বাংলায় হলে নিশ্চিতরূপেই বাংলা ভাগ হতো না যা দেখুন বাংলা ভাগের ভিডিও গুলি। আজ 'বাংলাপক্ষ' দেখলে লজ্জা আমাদেরও লাগে যে আমাদের পুর্ব পুরুষ জ্ঞাতী ভাইয়েরা যারা 71 এ আমাদের এত সাহায্য করেছিল তারা সেই 71 আগের পুর্ব পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থায় আছেন, শ্যামা বাবুর কল্যাণে। ধন্যবাদ, বাংলাদেশ থেকে।🎉

  • @AditiiSahaa
    @AditiiSahaa 2 года назад

    Khub sundor bolecho....

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад

      🥰 আপনি দেখেছেন দেখে অনিন্দিত হলুম

  • @memepremi5329
    @memepremi5329 2 года назад +1

    খুব সুন্দর ❤️, অনেক কিছু জানলাম 😊

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад

      ধন্যবাদ। Please do share

  • @ratnadeepchatterjee589
    @ratnadeepchatterjee589 2 года назад +1

    অসাধারণ লাগল দাদা।

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад

      ধন্যবাদ.. 😊

  • @rohitgupta-pb4wn
    @rohitgupta-pb4wn 2 года назад

    Onk kichu jante parlam dhonnobad Sir❤️❤️

  • @subaldebdeb8854
    @subaldebdeb8854 9 месяцев назад +2

    জয় শ্রী লক্ষী নারায়ন

  • @MantuShaw-td3od
    @MantuShaw-td3od 3 месяца назад

    Khub valo

    • @Anirban_das
      @Anirban_das  3 месяца назад

      সঙ্গে থাকবেন 🙏🏻

  • @kingshukbhattacharya982
    @kingshukbhattacharya982 Год назад

    Beautiful bhai..keep it up

  • @mitaliofficial1661
    @mitaliofficial1661 2 года назад

    Khub vlo laglo dada

  • @Arghya-Dutta
    @Arghya-Dutta 2 года назад

    খুব ভাল লাগল দাদা।। চালিয়ে যাও।

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад +1

      সঙ্গে থেকো!😊

  • @shuvrachatterjee9016
    @shuvrachatterjee9016 Год назад

    দারুন বন্ধু

  • @annweshadam1293
    @annweshadam1293 2 года назад

    Khub bhalo laglo dada ❤

  • @sumamajumder8061
    @sumamajumder8061 2 года назад

    Khub bhalo laglo😊😊
    Apnar kotha gulo sunte khub bhalo lage sir😇

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад

      সঙ্গে থেকো। শেয়ার কোরো..

  • @bhusan5292
    @bhusan5292 Год назад

    তোমার কথা গল্প খুব ভালো লাগে ❤🥰🙏

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +1

      সঙ্গে থাকবেন 😊

  • @goutamdebnath2560
    @goutamdebnath2560 Год назад +3

    আমাদের বাড়িতে এখনও কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ঘট পুজো হয়। আর মামার বাড়িতে তুমি যেরকম বললে, ডাব, কলাগাছ কে স্ত্রী হিসেবে সাজানো হয়, ওই ভাবেই পুজো হয়❤
    আমরা পূর্ব বঙ্গের লোক ছিলাম, এখন এই পশ্চিম বঙ্গেই ।❤

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +1

      বেশ তো 😊

    • @biplobkarmakar8053
      @biplobkarmakar8053 2 месяца назад +1

      আমার মামার বাড়িতে পটে বা পটচিত্রে এবং আমাদের বাড়িতে ঘটে পূজো হয়। আমার মা বাবা দুজনেই পূর্ববঙ্গের আর এখন সবাই এই বাংলার 🙃❤️❤️

    • @goutamdebnath2560
      @goutamdebnath2560 2 месяца назад

      @@biplobkarmakar8053 amader I

  • @ritabanerjee256
    @ritabanerjee256 Год назад

    Tomar. Bolar. Kahinigulo. Bhison. Vhalo. Lage.

  • @apolodas1869
    @apolodas1869 Год назад +2

    লক্ষ্মী দেবীর বাহন পেঁচা কি ভাবে এলো আলোচনা করলে খুব ভালো হোতো। শুভেচ্ছা।

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      করবো সময় করে

  • @pranaybhaskar2056
    @pranaybhaskar2056 2 года назад

    Good 👍❤️👍❤️

  • @mainakroy6429
    @mainakroy6429 2 года назад

    Very nice Dada

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад +1

      ধন্যবাদ। সঙ্গে থেকো

  • @rakeshmakeoversandacademy
    @rakeshmakeoversandacademy Год назад

    Tmr kotha gulo khub valo lage... Tmk ato valo kore sob Describe koro... 🥰🥰🥰❤❤

  • @Spiritual21563
    @Spiritual21563 Год назад

    Bhai Tumi ki boi pore ei video baniyecho ba banaccho seti Ami bhalo bhabe bujte parchi... Lal ronger boi duto part ache 😊😊

  • @snehasett1847
    @snehasett1847 9 месяцев назад

    🙏🙏

  • @SuvenduRoy-m3d
    @SuvenduRoy-m3d Год назад

    Dada aro valo kore video gelo banale valo lagbe.❤

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      নতুনগুলো দেখো

  • @DibyenduDas-b6x
    @DibyenduDas-b6x 3 дня назад

    দেবদেবী নিয়ে আরো তথ্য জানতে চাই

    • @Anirban_das
      @Anirban_das  3 дня назад +1

      ❤️ অন্য ভিডিয়োগুলো দেখবেন

  • @arnabmukherjee6608
    @arnabmukherjee6608 Год назад

    🥰👍

  • @anuragdhara7185
    @anuragdhara7185 2 года назад +3

    দাদা আপনি নিয়মিত এইরকম ভালো ভালো ভিডিও বানাবেন😀😀❤️👍🏿

    • @Anirban_das
      @Anirban_das  2 года назад

      সকলে এভাবে পাশে থাকলে নিশ্চই বানাবো.. শেয়ার করতে হবে.. ☺️

  • @rupshaghosh2781
    @rupshaghosh2781 Год назад

    Aro jante chae deb debi r itihash.

  • @beautifulbutterfly242
    @beautifulbutterfly242 Год назад +2

    কেন এই পুরাণ লেখা কেন মহাভারত ।। সমাজ আর সমাজের মানুষের ব্যক্তিগত জীবনে এর গুরুত্ব কি ।। জানার জন্য আকুল ।। 🙏🙏🙏 উত্তর পেলে খুব ভালো লাগতো ।। 🙏

  • @kinsman5807
    @kinsman5807 4 месяца назад

    There are many things to learn for women nowadays from this Hindu Character.

  • @manasbhattacharjee7673
    @manasbhattacharjee7673 Год назад +1

    দাদা শিবলিঙ্গ পূজা সিন্ধু সভ্যতায় চালু হয়েছিল বলেই অনেকে দাবি করেন এই সম্পর্কে কিছু আলোচনা করলে ভালো হত।

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      সামনে শিবরাত্রি ওই সময়ে আসবে

  • @arpitabiswas88
    @arpitabiswas88 2 года назад

    Khub sundor

  • @mainakroy6429
    @mainakroy6429 2 года назад +1

    Dada tumi Tutopia ai Bengali porau naa???

  • @subhamoyghosh2911
    @subhamoyghosh2911 Год назад +1

    আমাদের বাড়ি তেও লক্ষী পূজা হয় পৌষ মাস ভাদ্র মাস এবং ফাল্গুন মাস এ এই পুজোয় সরা বা লক্ষ্মী মূর্তি কোনটাই থাকে না হতে থাকে এক হাঁড়ি ধান করি গাছকৌটো কুনকে এবং সিঁদুর কৌটো আর বিশেষ ধরনের কিছু আলপনা এই পুজোর পেছনে কোন ব্যক্ স্টরি রয়েছে ?

  • @subhadipsinha447
    @subhadipsinha447 Год назад +1

    Jotodur jani usha devi lokkhi noi karon lokkhi holen voidic devi jar nam holo sree. Usha holen alor devi
    Bortomane mohadevi bhuvaneshwari durgakei usha bola hoi
    Emniteo padma, matsa, varaha, shiv, linga, skanda, bramhanda, bramhavaivarta, bhagavata, markandeya, brihaddharma, kalika, vaman, kurma, padma
    Ityadi purane o mohabharate durgai holen adishakti tai tar sathe obosso sree usha ratri lakkhi purane mise geche
    Good gossip❤

  • @supratimdas1195
    @supratimdas1195 10 месяцев назад +1

    বাঙালরা করে সড়া পূজা কোজাগরীর রাতে, ঘটীরা করে অলক্ষী তাড়িয়ে দীপাবলির রাতে

  • @dipakgupta8470
    @dipakgupta8470 4 месяца назад

    Can you please enlighten us about the most ignored child, Kartik? Who is he? Why is he worshipped only in some small parts of Tamil Nadu? In Bengal, he is a self-absorbed god. He is the General of the army of gods, yet there is hardly a story about his conquest.

    • @Anirban_das
      @Anirban_das  4 месяца назад

      মাথায় রইল

  • @souvikmanna8985
    @souvikmanna8985 Год назад +1

    দাদা আমাদের বাড়িতে অলক্ষী বিদায় হয় দীপাবলীর দিনে, এবং অলক্ষী টি তৈরি হয় গোবর দিয়ে তিনটে বানাতে হয়, এবং সন্ধ্যেবেলা বিকেল বেলা শেষের দিকে অলক্ষী কে বাইরে বার করে দিতে হয়

  • @jagatpatimajhi3188
    @jagatpatimajhi3188 3 дня назад

    ছোটোবেলায় ইতিহাস ভালো না লাগলেও, নং ভালো উঠতো। তবে এখন ইতিহাস এর ওপর ভালোই টান বাড়ছে ধীরে ধীরে।

  • @DP-od4yr
    @DP-od4yr Год назад +1

    Rigved ei Sri Sukta aar Purush Sukta teh Sri ba Laxmir ullekh ache, Mahabharate Sri/Laxmi ii hochhen Rukmini aar Ramayan e tini Sita

  • @nabilhossainosama5923
    @nabilhossainosama5923 Год назад

    আচ্ছা অনিরবান ভাই আপনারা বলে থাকেন যে এই পৃথিবীর শস্য উদ্ভিদ ফসল এটা নাকি মা লক্ষ্মীর দান আপনি এটা মানেন?

    • @bigbull6740
      @bigbull6740 Год назад

      নবী মুহাম্মদ আঙ্গুলের ঈশারায় চাঁদ দু ভাগ হয়ে ছিলো, আপনি কি মানেন??

  • @poulamide4995
    @poulamide4995 9 месяцев назад +1

    আমাদের পরিবারের নিয়ম আছে যে লক্ষ্মীর পুজোর প্রসাদ যেই প্রসাদ টা ঠাকুরকে দেওয়া হয়েছে ওই প্রসাদ টা পরিবার ছাড়া অন্য কাউকে দিতে নেই ওই প্রসাদ বাইরে বার করতে নেই।

  • @rittiksahasparsha7757
    @rittiksahasparsha7757 Год назад

    আমাদের সরা তে পূজা হয়। 🇧🇩

  • @m26648240
    @m26648240 Год назад +1

    আপনি অনার্য দের অনুন্নত এরকম কি ভাবে বলছেন??? ওনারা কি সত্য সত্যই অনুন্নত ছিলেন??? নাকি আর্য রা ই সমৃদ্ধ হয়েছিল অনার্য দের থেকে।

  • @rohitghosh1815
    @rohitghosh1815 7 дней назад

    Amra lokkhi pujoy soray pujo kori amader Murti pujo nei 😊

  • @rajdeepsen4694
    @rajdeepsen4694 Год назад +1

    Lacky=লক্ষ্মী

  • @ApurbaBera-n5i
    @ApurbaBera-n5i Месяц назад

    লক্ষী দেবী কীভাবে ধনসম্পদের দেবী হলেন যদি বলেন 😅😢

  • @prangshusvlogs3882
    @prangshusvlogs3882 Год назад

    বেংগলী লক্ষী মহালক্ষ্মী থেকে কেন আলাদা

  • @jayatichatterjee346
    @jayatichatterjee346 Год назад

    দারুন লাগছিল

  • @suvromallick9142
    @suvromallick9142 19 дней назад

    বাংলাদেশ থেকে একের পর এক আপনার ভিডিও দেখে যাচ্ছি আমি এখন। আসলে এই ২০২৪ এ এসে বাংলাদেশ পুরা ইসলামি জংগীদের হাতে চলে গেছে, কোন রকম শান্তি পাচ্ছি না মনে এই পুজার টাইমেও 😢। এতো অনাচার অত্যাচার আর মেনে নেওয়া যায় না।

    • @Anirban_das
      @Anirban_das  19 дней назад +1

      দেখছি সবই। আমরা আশঙ্কা করেছিলাম। এখন দেখা যাক মানুষ কোনো প্রতিক্রিয়া দেখান কিনা

    • @suvromallick9142
      @suvromallick9142 19 дней назад

      @@Anirban_das, সাধারন মানুষ মানেই তো সবই মুসলমান, যাদের কাছে বাকিরা সবাই কাফের, মুরতাদ। এরা প্রতিক্রিয়া কি দেখাবে, উলটা খুশিই কাফের খেদানো নিয়ে।

  • @naimkhan8161
    @naimkhan8161 5 месяцев назад

    দাদা তুমি এত সুন্দর কারে কথা বল কিভাবে আমাকে একটু শেখাবে Please.