ভাদুড়ী মহাশয় আপনি মনুর মহিলা রীতিনীতি বিষদে বললেন ভালো লাগলো। বেদকে জনমানসে আরও সহজভাবে উপযোগী করে বর্ননা করুন। প্রাচীন চিন্তা ভাবনা থেকে বর্তমান সময়ের সাথে সাজুয্য রেখে বক্তব্য আমাদের অনুপ্রাণিত করুক। সংস্কৃত ভাষা লুপ্ত প্রায় হতে চলেছে আপনার দ্বারা পুনরায় প্রস্ফুটিত হচ্ছে যার রূপ, রস, গন্ধ, স্পর্শ অনুভব করতে পারছি ভালো লাগছে। আপনাকে প্রনাম ।।
akjon meye hoye boli, Darooooooon 👌👌👌 osadharon 👌👌👌... possession doesn't mean not being loving & respectful towards women... it means protective & serious about women's respect & it's very attractive as a real man 😍
প্রণাম নেবেন। আপনার জন্য নিজের দেশের এই বিশাল ঐতিহ্যের কথা জানার সৌভাগ্য হচ্ছে! আমার মতন দেশের বাইরে যারা আছেন, তাদের কাছে এ পরম প্রাপ্তি। কারণ কোথাও না কোথাও এমন পরিস্থিতি আসে যখন মনে হয় যে আমরা এত আগে ছিলাম, এত পিছিয়ে গেলাম কি করে?!সুস্থ থাকুন। বৈদিক যুগের নারীদের নিয়ে যদি একটি এপিসোড করেন খুব ভালো হয়। অনুরোধ রইল।
সবার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখেই বলছি, খুবই দমবন্ধকর episode ছিল এটা। তবে জানা সব কিছুই দরকার। তাই শুনে বুঝলাম এ কি আসলেই রক্ষা নাকি এক বিশাল অদৃশ্য শিকল ..... ভাগ্যিস মেয়েরা এই সব রক্ষার কবচ থেকে উর্ধ্বে উঠে আজ আসলে নিজেরাই অন্যদের রক্ষা দান করছে..... ভাগ্যিস..... তবে শুনতে শুনতে মনে পড়ছিল গ্রাম গঞ্জের কথা, কর্মসূত্রে দেখেছি, এই basic society টা আসলে সেখানে এখনও রয়ে গেছে, সেখানে মেয়েরা আজও চেতনার আলো থেকে বহু বহু দূরে পড়ে আছে..... মনু মহারাজ তাদের মধ্যে আজও বেঁচে আছেন.....
হরে কৃষ্ণ মাতাজি, আপনি বোধহয় রক্ষার প্রচেষ্টাকে বন্দী করার স্বার্থপরতা ভাবছেন.....যে গ্রামের মতাজিদের উদাহরণ আপনি দিচ্ছেন.....তাদের সাথে মনুর কোনো সম্পর্ক নেই......আর আলোচিত শ্লোকটিতে কেবল পুরুষের কর্তব্য র কথা তাদের স্মরণ করানো হচ্ছে......মেয়েদের স্বাধীনতা হননের কথা কেবল আধুনিক মাতাজিরাই মনে করেছেন.....জানি যে, সমাজে সেই আদিকাল থেকেই কিছু নররূপী দানব ঘুরে বেড়াচ্ছে.....কিন্তু দয়া করে তাদের হীনতম পাপের শাস্তি সমগ্র পুরুষজাতিকে দেবেন না....🙏
"সত্য বলিলে দেবতা হন তুষ্ট, মানুষ হয় রুষ্ট মিথ্যা বললে মানুষ হয় তুষ্ট, দেবতা হন রুষ্ট।" একজন শিখিয়েছেন আমায়, কথাটা ঠিক এবং প্রমাণ করে দেয় যে মনু ঠিকই বলেছিলেন, নাহলে এত মানুষ তার ওপর রুষ্ট হতেন না। যত দিন যাবে, মনুর নিন্দা আরো বাড়বে।
আপনি কুমারী মেয়েদের সম্পর্কে যা ভেবেছিলেন তা বলার জন্য অনুরোধ রইল। আপনি যে বিস্তারিত বলেন তা খুবই উপাদেয়। আপনি যে ব্যাকরণের ব্যাখ্যা দেন তাও প্রয়োজন। আপনার পরবর্তী বিষয় গুলোর জন্য অপেক্ষায় থাকব।
আপনার দ্বারা সমস্ত শ্রাস্ত্র ব্যাখ্যা অত্যন্ত প্রাঞ্জল এবং মনোগ্রাহী। মনুসংহিতা নিয়ে আপনার ব্যাখ্যা আমায় আবিষ্ট করেছে। আমি অনুরোধ করবো এই বিষয় অন্তর্গত অন্য বিশ্লেষণ আপনি যথাশীঘ্র প্রকাশ করুন।🙏 করুন।🙏
আজ সকালে শুনলাম আপনার কথা। Comments গুলো দেখলাম, কিছু লোক যেটা পাচ্ছে সেটা নিয়ে তৃপ্ত নয় অনধিকার মন্তব্যে তৎপর। আপনার বোঝানোতে কোন খামতি নেই, ভালো বুঝিয়েছেন শুধু দুঃখের বিষয় এই যে বাস্তবিক জীবনের ক্ষেত্রে বহু স্ত্রীলোক তাদের পিতা/ভ্রাতা/পুত্র ইত্যাদিদের দ্বারা না যথাযথ রক্ষিত হন না পান এক স্বাস্থ্যকর স্বাতন্ত্রের জায়গা কিন্তু অধিকার বোধ ফলাতে খুব আগ্রহী ।আর একটা অনুরোধ মুনিপত্নী অহল্যার দেব-রমণ প্রকৃতি জানার কৌতূহল চরিতার্থতার কাহিনী বারবার বলবেন না, শুনতে ভালো লাগে না ।নমস্কার নেবেন।
নমস্কার 🙏, এতটা পরিস্কার ও গভীরভাবে এর আগে কেউ কখনো বোঝান নি. একটু অনুরোধ ছিল - চৈতন্য মহাপ্রভু, তখনকার সমাজ ব্যবস্থাy তার আগমন, বর্তমানে গৌড়িও মিশন, ইসকন এবং প্রথাগত হিন্দু ধর্মের ব্যবস্থার সাথে এর যে একপ্রকার বিদ্বেষ এ নিয়ে একটু আলোকপাত করবেন, পুরো বিষয়টা জানার ছিল বোঝার ছিল.
Yes Sir শুনতে চাই... শুধু তাই নয় আপনি যা শোনাবেন তাইই সাগ্রহে শুনবো স্যার আপনাকে বলে বোঝাতে পারবো না আমি মঙ্গল ও শুক্র বারের জন্যে কেমন ব্যাকুল হয়ে অপেক্ষা করি ঠিক যেমন আজ থেকে ১০ বছর আগে Neil deGrasse Tyson এর cosmos এর জন্য
এখন তো আর চতুরাশ্রম নেই তাই তখনকার ভাবনার থেকে এখনকার ভাবনাকে পরিমার্জিত করতেই হবে এখনকার দৃষ্টিভঙ্গি নিয়ে নারী স্বাধীনতার ব্যাপারটি পর্যালোচনা করতে হবে তবেই হবে সঠিক মূল্যায়ন
Please continue your series with more frequent videos. Dont bother about negative comments or opinions. And talk impromptu as you do now. No need to edit as suggested elsewhee (IMHO) as it may hamper natural flow.
You are repeating many things at many episodes..specifically some cases which you think makes the viewer surprised. My earnest request to you that be specific in your speech or rather I will suggest that you record for 2 hrs and EDIT THE RECORDING to one hour. This I can say because I have been your regular viewer. Kindly continue the topics which MANU has said about women and others But refrain from the well known matters which public already knows.
Your nuanced interpretation notwithstanding, the same Manu texts have been cited, may be in their crude form, to keep women under control depriving them a full potential human development. You cannot deny that. Anyway, would like to hear your take on Manu and his attitude toward the Shudra, Antyaj and other outcastes - their entitlement to education etc
আপনি তো বাংলা জানেন, বলেন,আর ভালোই লেখেন। বিষয়টাও এখানে বাংলায় আলোচনা হয়েছে। তাহলে প্রশ্নটা ইংরেজি তে কেন করছেন? বাংলা ই হোক না। যারা ইংরেজি একটু কম বোঝেন তারাও আপনার লেখা বুঝতে পারবে। উত্তর জানা থাকলে দিতেও পারবে।
এক মাস আগে কেন কি করেছি স্মরণে নেই। খুব সম্ভবত বাংলা font টি কাজ করছিলো না। মাঝে মাঝে আমার এই সমস্যা হয়। মনে হয় না আপনার সঙ্গে আমার পরিচয় আছে বা কখনো পরিচয় হয়েছিল। কিসের ভিত্তিতে অনুমান করলেন আমি বাংলা ভাল লিখি বুঝলাম না। যাই হোক, আপনার সার্বিক মঙ্গল কামনা করি।
@@ashok755 ধন্যবাদ। 'অসুর ' এপিসোড টায় আপনার বাংলায় লেখা কমেন্ট দেখেই ধারনাটা হয়েছিল। আর সোশ্যাল মিডিয়ায় বেশির ভাগ জনের সাথেই পরিচয় হয় না বা থাকে না। কিন্তু তবুও কারোর কোন কমেন্ট দেখে কিছু বলার মনে হলে বলা যায় , তাই কমেন্ট সেকশন টা থেকে। যাইহোক আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Best administrator is a person or a system who or which can acomodate Ahalya type as well as ordinary thinking type human beings. Over the time human societies have acomodated very filthy kind of male characters without questioning them to account for their conducts. For example Devraj Indra ( of he doesn't belong to human society) is one of them. So the question arises what about women. Do they need punishment in the form of protection? But why? Since their biology doesn't allow them to hide sexual contacts? If yes can I say the mother nature is playing with their sentiments?
গুরুবর, রবি ঠাকুর বেঁচে থাকলে আপনার ওপর একটু হলেও ক্ষিপ্ত হতেন! এর আগের একটা ভিডিওতে আপনি বলেছেন, "আগুনের পরশমণী জ্বালাও প্রাণে", তারপর আজকে বললেন "আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে"!!... মজা করছিলাম, কিছু মনে করবেন না 🙏🙏
You are talking nonsense today. The whole point is, Manu differentiated between status of men and women where he constantly placed women's status underneath of men's. Manu's views cannot be defended because if a society places half of humanity (women) underneath the other half (men) in perpetuity then that society is doomed forever. Manu's views were sick and Manu's contemporary society was sick. Try hard as you may, Manu's views can neither be justified nor defended.
Spitting English doesn't make you intellectual. Bhadurimohashoy baar baar bollen Monu je somoyer sei somoyer somaj dekhar bhongi te justify korte.... R apni nijer goyarturmir modhhei dhuke achen
আমারও বক্তব্য এটাই। মনু তাঁর কালে বসে যা বলেছেন, সবকিছুকে এই যুগে বসে defend করতে কেন হবে? ওনার অনেক কথা হয়তো কালোত্তীর্ণ, এ যুগেও প্রযোজ্য। কিন্তু, যা এ যুগে প্রযোজ্য নয়, তাকে সরাসরি discard করলে মনুর প্রাপ্য মর্যাদা থেকে তাঁকে বঞ্চিত করা হয় বলে মনে করি না। তা নিয়ে এত ধানাই-পানাই কেন করা?
@@ultimate6243 He said that during childhood girls should be protected by father. But that is equally applicable to little boys who also need exactly same type of protection from their fathers. The situation is almost same with both old men & women who both may require similar protection, when they are feeble, from their sons. Yet clueless Manu mentioned the need of only one gender to be protected. These two glaring mistakes indicate Manu was not rational but emotional. His 'bidhan' should have been that weaker persons should be protected by stronger family members. Instead, he specified only one gender thereby making the mistake of 'treating two equal groups unequally'. This biased view instantly makes his wisdom a suspect.
It's understandable that Manu made a frame work for the women with a view to protect their honour. But I don't find anything extraordinary in him. Tom, Duck or Harry would have thought in the same way had they been taken birth in the time and in the social condition of Manu's era. What He ( Manu) forgotten that a framework leads to suppression in course of time. It is understandable that it is near impossible to handle a society where women r as revolutionary like Ahalya , but the person who would be able to do that he / she will get my vote.
@@kingkrith1365 u missed the point. I'm not justifying Ahalya was right or wrong. I'm saying a lady like Ahalya is a possible entity in any society. A very sharp minded administrator could have acomodated a lady like Ahalya in the society. Many many male characters, having very intense feeling for enjoying sex, in India and abroad allowed to live a life without questioning. Of course to give liberty to such kind if sentiment does have power to feel the society with dirt but frame work that has been designed to supress such feeling may not do justice to the society. The reason is people with various kinds of biological and psychological forms are possible to exist.
আজকের এই এপিসোড শুনে অন্তত এটুকু বুঝতে পারলাম যে, মুখে আপনি যাই বলুন, আপনি কিন্তু মনে মনে মনুকে প্রচ্ছন্ন ভাবে সমর্থন করেন । (এছাড়া ০০০২ খ্রীষ্টাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় ২০০০ বছর আগে সেই সময়কার সমাজব্যবস্থা সম্পর্কে মনু কি নিদান দিয়ে গেছেন তা নিয়ে এই ২০২৪ খ্রীষ্টাব্দে আলোচনার কি বা প্রয়োজন ? মনুকে প্রচ্ছন্ন ভাবে সমর্থন করতে গিয়ে নিজেকে যেন মনুবাদী হিসেবে প্রতিষ্ঠা না করে ফেলেন, দুঃখিত !)
People devoid of any value system often give excuses of liberalism and progressiveness. Nonetheless they essentially remain the same shameless perverts.
ভাদুড়ী মহাশয় আপনি মনুর মহিলা রীতিনীতি বিষদে বললেন ভালো লাগলো। বেদকে জনমানসে আরও সহজভাবে উপযোগী করে বর্ননা করুন। প্রাচীন চিন্তা ভাবনা থেকে বর্তমান সময়ের সাথে সাজুয্য রেখে বক্তব্য আমাদের অনুপ্রাণিত করুক। সংস্কৃত ভাষা লুপ্ত প্রায় হতে চলেছে আপনার দ্বারা পুনরায় প্রস্ফুটিত হচ্ছে যার রূপ, রস, গন্ধ, স্পর্শ অনুভব করতে পারছি ভালো লাগছে। আপনাকে প্রনাম ।।
akjon meye hoye boli, Darooooooon 👌👌👌 osadharon 👌👌👌... possession doesn't mean not being loving & respectful towards women... it means protective & serious about women's respect & it's very attractive as a real man 😍
চমৎকার বিশ্লেষণ ।
Khub bhalo laglo.ami aro sunte chai.
Sir, we are fortunate that we are getting proper interpretation, sir please continue it .
প্রণাম নেবেন। আপনার জন্য নিজের দেশের এই বিশাল ঐতিহ্যের কথা জানার সৌভাগ্য হচ্ছে! আমার মতন দেশের বাইরে যারা আছেন, তাদের কাছে এ পরম প্রাপ্তি। কারণ কোথাও না কোথাও এমন পরিস্থিতি আসে যখন মনে হয় যে আমরা এত আগে ছিলাম, এত পিছিয়ে গেলাম কি করে?!সুস্থ থাকুন। বৈদিক যুগের নারীদের নিয়ে যদি একটি এপিসোড করেন খুব ভালো হয়। অনুরোধ রইল।
ভীষণ ভালো লাগলো
🌹🙏🌹
ধন্যবাদ আপনার সুন্দর ভিডিও গুলোর জন্য ।
সবার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখেই বলছি, খুবই দমবন্ধকর episode ছিল এটা। তবে জানা সব কিছুই দরকার। তাই শুনে বুঝলাম এ কি আসলেই রক্ষা নাকি এক বিশাল অদৃশ্য শিকল ..... ভাগ্যিস মেয়েরা এই সব রক্ষার কবচ থেকে উর্ধ্বে উঠে আজ আসলে নিজেরাই অন্যদের রক্ষা দান করছে..... ভাগ্যিস..... তবে শুনতে শুনতে মনে পড়ছিল গ্রাম গঞ্জের কথা, কর্মসূত্রে দেখেছি, এই basic society টা আসলে সেখানে এখনও রয়ে গেছে, সেখানে মেয়েরা আজও চেতনার আলো থেকে বহু বহু দূরে পড়ে আছে..... মনু মহারাজ তাদের মধ্যে আজও বেঁচে আছেন.....
হরে কৃষ্ণ মাতাজি, আপনি বোধহয় রক্ষার প্রচেষ্টাকে বন্দী করার স্বার্থপরতা ভাবছেন.....যে গ্রামের মতাজিদের উদাহরণ আপনি দিচ্ছেন.....তাদের সাথে মনুর কোনো সম্পর্ক নেই......আর আলোচিত শ্লোকটিতে কেবল পুরুষের কর্তব্য র কথা তাদের স্মরণ করানো হচ্ছে......মেয়েদের স্বাধীনতা হননের কথা কেবল আধুনিক মাতাজিরাই মনে করেছেন.....জানি যে, সমাজে সেই আদিকাল থেকেই কিছু নররূপী দানব ঘুরে বেড়াচ্ছে.....কিন্তু দয়া করে তাদের হীনতম পাপের শাস্তি সমগ্র পুরুষজাতিকে দেবেন না....🙏
খুব ভালো লাগছে। আরো বেশি করে চর্চা হোক বৈদিক শাস্ত্র এবং বেদ বেদের উপর আমরা একটু জ্ঞান আরোহন করি।❤
Very much thanks for presenting such informations to us ..
স্যার অসাধারণ❤ আমার প্রণাম নেবেন।
"সত্য বলিলে দেবতা হন তুষ্ট, মানুষ হয় রুষ্ট
মিথ্যা বললে মানুষ হয় তুষ্ট, দেবতা হন রুষ্ট।"
একজন শিখিয়েছেন আমায়, কথাটা ঠিক এবং প্রমাণ করে দেয় যে মনু ঠিকই বলেছিলেন, নাহলে এত মানুষ তার ওপর রুষ্ট হতেন না। যত দিন যাবে, মনুর নিন্দা আরো বাড়বে।
Right.
Sir....apni.❤
খুব ভাল লাগল।
খুব সুন্দর,
প্রণাম নেবেন, খুব ভাল লাগল।🙏
আপনার কাছে অনুরোধ কুমারী কন্যার ব্যাপারে মনু র commentary নিয়ে একটা episode করুন। প্রণাম নিবেন
আমার ও অনুরোধ কুমারী মেয়েদের নিয়ে একটা episode করুন
Khub sundor
Sroddhashpodeshu Pnditmoshai,
Apnar Monu proshonge poroborti episode er opekkhay roilam.Pronam neben
আপনি কুমারী মেয়েদের সম্পর্কে যা ভেবেছিলেন তা বলার জন্য অনুরোধ রইল। আপনি যে বিস্তারিত বলেন তা খুবই উপাদেয়। আপনি যে ব্যাকরণের ব্যাখ্যা দেন তাও প্রয়োজন। আপনার পরবর্তী বিষয় গুলোর জন্য অপেক্ষায় থাকব।
Sir, please make more videos like this 🙏
Sir ei bisay e aro sunte chai🙂
মনু এবং জাতপাত এবং সুদ্র সম্পর্কে তার মতবাদ নিয়ে একটা এপিসোড হলে খুব ভাল হয়
Please continue gi ta sir
Very informative
Onekichu Jante parchi sir apnar kach theke....
বহু প্রতীক্ষিত 🙏
🙏🙏🙏 pranam neben sir
প্রণাম নেবেন স্যার, যদি সম্ভব হয় তাহলে একটু গোপীগীত নিয়ে আলোচনা করবেন।
You may also tell us about the 10 sons and one daughter of lord krishna.
Pronam neben....
এই রক্ষার সাথে অর্থনীতি কতটা জড়িত? বিশেষ করে পিতা ও পুত্রের ক্ষেত্রে।
আলোচনা আরো শুনতে চাই
কুমারী কন্যার বিষয়ে মনুর বক্তব্য শুনতে আগ্রহী ।প্রণাম ।
Pl p' continue
Ami chai.... poroborti porbo...
Ami ,poncho konna ba poncho soti
Somondhe jante chai...ar porokia sobder ortho ki..
অবশ্যই কুমারী মেয়েদের নিযে মনুর বক্তব্য শুনতে চাই।
প্রণাম নেবেন ❤❤❤
কুমারীদের বিষয়ে মনুর চিন্তা জানতে চাই
😮
দারুন উদাহরণ😂😂😂
আপনার দ্বারা সমস্ত শ্রাস্ত্র ব্যাখ্যা অত্যন্ত প্রাঞ্জল এবং মনোগ্রাহী। মনুসংহিতা নিয়ে আপনার ব্যাখ্যা আমায় আবিষ্ট করেছে। আমি অনুরোধ করবো এই বিষয় অন্তর্গত অন্য বিশ্লেষণ আপনি যথাশীঘ্র প্রকাশ করুন।🙏
করুন।🙏
🙏
প্রণাম
আজ সকালে শুনলাম আপনার কথা। Comments গুলো দেখলাম, কিছু লোক যেটা পাচ্ছে সেটা নিয়ে তৃপ্ত নয় অনধিকার মন্তব্যে তৎপর। আপনার বোঝানোতে কোন খামতি নেই, ভালো বুঝিয়েছেন শুধু দুঃখের বিষয় এই যে বাস্তবিক জীবনের ক্ষেত্রে বহু স্ত্রীলোক তাদের পিতা/ভ্রাতা/পুত্র ইত্যাদিদের দ্বারা না যথাযথ রক্ষিত হন না পান এক স্বাস্থ্যকর স্বাতন্ত্রের জায়গা কিন্তু অধিকার বোধ ফলাতে খুব আগ্রহী ।আর একটা অনুরোধ মুনিপত্নী অহল্যার দেব-রমণ প্রকৃতি জানার কৌতূহল চরিতার্থতার কাহিনী বারবার বলবেন না, শুনতে ভালো লাগে না ।নমস্কার নেবেন।
প্রনাম মহাত্মা ।
Kumari miye niye monu ki vaben bolben
নমস্কার 🙏, এতটা পরিস্কার ও গভীরভাবে এর আগে কেউ কখনো বোঝান নি. একটু অনুরোধ ছিল - চৈতন্য মহাপ্রভু, তখনকার সমাজ ব্যবস্থাy তার আগমন, বর্তমানে গৌড়িও মিশন, ইসকন এবং প্রথাগত হিন্দু ধর্মের ব্যবস্থার সাথে এর যে একপ্রকার বিদ্বেষ এ নিয়ে একটু আলোকপাত করবেন, পুরো বিষয়টা জানার ছিল বোঝার ছিল.
🎉🎉🎉
🙏Sir
Thanks
Yes Sir শুনতে চাই...
শুধু তাই নয় আপনি যা শোনাবেন তাইই সাগ্রহে শুনবো স্যার আপনাকে বলে বোঝাতে পারবো না আমি মঙ্গল ও শুক্র বারের জন্যে কেমন ব্যাকুল হয়ে অপেক্ষা করি ঠিক যেমন আজ থেকে ১০ বছর আগে Neil deGrasse Tyson এর cosmos এর জন্য
মনু মহারাজ সঠিক বলেছেন।
Inspire
Amar Sosrodhyo pronam janben 🙏🙏
Amnake....Soman kori..bidghodho...boktobbobo..❤
আপনি আলোচনা করুন। যেখানে পড়ে উঠতে অক্ষম সেখানে আপনার আলোচনায় সমৃদ্ধ হতে চাই। বেদ নিয়েও আরো শুনতে চাই
নমস্কার স্যার।।
কুমারী মেয়েদের সম্পর্কে মনুর শাস্ত্র শুনতে আগ্রহী
Please enlightened us as to whether manu permitted the right of shiksha Or to have knowledge of vedas Or read vedas
Lord Manu thought is progràssiv
Around sentence Chai...
Please apnar kotha bolben
Please elxplen who is sounak
পুরুষ এর জন্য মনু কি বলেছেন স্যার।
Shudra bisoy manusmriti ki bolche sei nie janar agroho roilo.
এখন তো আর চতুরাশ্রম নেই তাই তখনকার ভাবনার থেকে এখনকার ভাবনাকে পরিমার্জিত করতেই হবে এখনকার দৃষ্টিভঙ্গি নিয়ে নারী স্বাধীনতার ব্যাপারটি পর্যালোচনা করতে হবে তবেই হবে সঠিক মূল্যায়ন
Purush shwadinota ki?? Tara shob dike shwadin?
আলোচনা শুনতেই চাই
অনুগ্রহ করে করবেন
🙏🏻
Ami Monu samhita khutiye porechi.... Aj apnar katha gulo sune bujhlam amar pora ta britha hoyni, vul path e hoy ni
Kon publishers e lekha porechhen, ekbar nameta bolben ?
Please continue your series with more frequent videos. Dont bother about negative comments or opinions.
And talk impromptu as you do now. No need to edit as suggested elsewhee (IMHO) as it may hamper natural flow.
Please! Continue this series
Please! Continue this series
07:03 What an extreme misogynistic view! I wonder how his mother Gayathri felt about her son.
ManuSmiriti ki sotti original text? Ami jotodur jani ekhono porjonto jotogulo smiriti pawa geche tara nijei nijeder songe inconsistent.
👑🦢👑🦢👑🦢👑🦢👑🦢👑🦢👑
Ishwar Chandra Vidyasagar je Bidhaba Bibaha or Bidhan diechhilen, ebong kon-kon obosthae ekjon bibahito nari arekjon swami grohon korte paren, arekta bie korte paren (jemon, swami dushchoritra hole, sanyasi hoe gele, niruddesh hoe gele, criminal hole, ebong obossoi swami mara gele) etar bidhan diechhilen seta ki Monu Songhita theke? Janale khub bhalo hoe.
parashar sanghita
স্যার বিয়ের নিয়ে বিস্তারিত জানতে চাই 0:55
AMRITUU ....BOLBEN....AMRA SONBO.......
"Nari naraker dwar" eta ki Manu bolechen? Manu ki ekjon na ekadhik byakti?
You are repeating many things at many episodes..specifically some cases which you think makes the viewer surprised.
My earnest request to you that be specific in your speech or rather I will suggest that you record for 2 hrs and EDIT THE RECORDING to one hour.
This I can say because I have been your regular viewer.
Kindly continue the topics which MANU has said about women and others But refrain from the well known matters which public already knows.
Nobody is forcing you to listen
নমস্কার
এই মতের সাথে যারা সহমত পোষণ করেন না,তারা বিরোধিতা করতে হবে বলেই বিরোধিতা করেন।
Your nuanced interpretation notwithstanding, the same Manu texts have been cited, may be in their crude form, to keep women under control depriving them a full potential human development. You cannot deny that. Anyway, would like to hear your take on Manu and his attitude toward the Shudra, Antyaj and other outcastes - their entitlement to education etc
আপনি তো বাংলা জানেন, বলেন,আর ভালোই লেখেন। বিষয়টাও এখানে বাংলায় আলোচনা হয়েছে। তাহলে প্রশ্নটা ইংরেজি তে কেন করছেন? বাংলা ই হোক না। যারা ইংরেজি একটু কম বোঝেন তারাও আপনার লেখা বুঝতে পারবে। উত্তর জানা থাকলে দিতেও পারবে।
এক মাস আগে কেন কি করেছি স্মরণে নেই। খুব সম্ভবত বাংলা font টি কাজ করছিলো না। মাঝে মাঝে আমার এই সমস্যা হয়। মনে হয় না আপনার সঙ্গে আমার পরিচয় আছে বা কখনো পরিচয় হয়েছিল। কিসের ভিত্তিতে অনুমান করলেন আমি বাংলা ভাল লিখি বুঝলাম না। যাই হোক, আপনার সার্বিক মঙ্গল কামনা করি।
@@ashok755 ধন্যবাদ।
'অসুর ' এপিসোড টায় আপনার বাংলায় লেখা কমেন্ট দেখেই ধারনাটা হয়েছিল। আর সোশ্যাল মিডিয়ায় বেশির ভাগ জনের সাথেই পরিচয় হয় না বা থাকে না। কিন্তু তবুও কারোর কোন কমেন্ট দেখে কিছু বলার মনে হলে বলা যায় , তাই কমেন্ট সেকশন টা থেকে। যাইহোক আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Best administrator is a person or a system who or which can acomodate Ahalya type as well as ordinary thinking type human beings.
Over the time human societies have acomodated very filthy kind of male characters without questioning them to account for their conducts.
For example Devraj Indra ( of he doesn't belong to human society) is one of them.
So the question arises what about women.
Do they need punishment in the form of protection?
But why? Since their biology doesn't allow them to hide sexual contacts?
If yes can I say the mother nature is playing with their sentiments?
গুরুবর, রবি ঠাকুর বেঁচে থাকলে আপনার ওপর একটু হলেও ক্ষিপ্ত হতেন! এর আগের একটা ভিডিওতে আপনি বলেছেন, "আগুনের পরশমণী জ্বালাও প্রাণে", তারপর আজকে বললেন "আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে"!!...
মজা করছিলাম, কিছু মনে করবেন না 🙏🙏
আজ জোৎস্না রাতে তে ভুল কোথায়?😊
Khub sundor bolechhen Ami apnake samarthan kori
Eirakam aaro vdo chai
মনু যদি পুরুষের ক্ষেত্রে সমান ভাবে মন্তব্য করতেন, তাহলে ভাল হত।
Kichu mone korben na but Ei colonial mindset and leftist propaganda Amader Bangal ta ke noshto kore dilo.
Porbo sonkhipo korle..Amar mone hoi..........apnar jonno valo
You are talking nonsense today. The whole point is, Manu differentiated between status of men and women where he constantly placed women's status underneath of men's. Manu's views cannot be defended because if a society places half of humanity (women) underneath the other half (men) in perpetuity then that society is doomed forever. Manu's views were sick and Manu's contemporary society was sick. Try hard as you may, Manu's views can neither be justified nor defended.
Spitting English doesn't make you intellectual.
Bhadurimohashoy baar baar bollen Monu je somoyer sei somoyer somaj dekhar bhongi te justify korte.... R apni nijer goyarturmir modhhei dhuke achen
You misunderstood Manu
আমারও বক্তব্য এটাই। মনু তাঁর কালে বসে যা বলেছেন, সবকিছুকে এই যুগে বসে defend করতে কেন হবে? ওনার অনেক কথা হয়তো কালোত্তীর্ণ, এ যুগেও প্রযোজ্য। কিন্তু, যা এ যুগে প্রযোজ্য নয়, তাকে সরাসরি discard করলে মনুর প্রাপ্য মর্যাদা থেকে তাঁকে বঞ্চিত করা হয় বলে মনে করি না। তা নিয়ে এত ধানাই-পানাই কেন করা?
কোন শ্লোকে নারীদের ছোটো করা হয়েছে? আপনি শ্লোকটি বলুন।
@@ultimate6243 He said that during childhood girls should be protected by father. But that is equally applicable to little boys who also need exactly same type of protection from their fathers. The situation is almost same with both old men & women who both may require similar protection, when they are feeble, from their sons. Yet clueless Manu mentioned the need of only one gender to be protected. These two glaring mistakes indicate Manu was not rational but emotional. His 'bidhan' should have been that weaker persons should be protected by stronger family members. Instead, he specified only one gender thereby making the mistake of 'treating two equal groups unequally'. This biased view instantly makes his wisdom a suspect.
It's understandable that Manu made a frame work for the women with a view to protect their honour.
But I don't find anything extraordinary in him.
Tom, Duck or Harry would have thought in the same way had they been taken birth in the time and in the social condition of Manu's era.
What He ( Manu) forgotten that a framework leads to suppression in course of time.
It is understandable that it is near impossible to handle a society where women r as revolutionary like Ahalya , but the person who would be able to do that he / she will get my vote.
Ahalya knew that Indra came as a disguise.....First of all Read Valmiki Ramayana.....🙃
@@kingkrith1365 u missed the point. I'm not justifying Ahalya was right or wrong.
I'm saying a lady like Ahalya is a possible entity in any society.
A very sharp minded administrator could have acomodated a lady like Ahalya in the society.
Many many male characters, having very intense feeling for enjoying sex, in India and abroad allowed to live a life without questioning.
Of course to give liberty to such kind if sentiment does have power to feel the society with dirt but frame work that has been designed to supress such feeling may not do justice to the society.
The reason is people with various kinds of biological and psychological forms are possible to exist.
ঐ সব lecture আজকে কি হবে ।হাস্যকর।
অতীত না জানলে শিক্ষা অসম্পূর্ণ
Apnar comment korei ba ki hobe.. Osikkhito jokhon thkun na sei vabei...
Sir..vat bokak😂omaan
আজকের এই এপিসোড শুনে অন্তত এটুকু বুঝতে পারলাম যে, মুখে আপনি যাই বলুন, আপনি কিন্তু মনে মনে মনুকে প্রচ্ছন্ন ভাবে সমর্থন করেন । (এছাড়া ০০০২ খ্রীষ্টাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় ২০০০ বছর আগে সেই সময়কার সমাজব্যবস্থা সম্পর্কে মনু কি নিদান দিয়ে গেছেন তা নিয়ে এই ২০২৪ খ্রীষ্টাব্দে আলোচনার কি বা প্রয়োজন ? মনুকে প্রচ্ছন্ন ভাবে সমর্থন করতে গিয়ে নিজেকে যেন মনুবাদী হিসেবে প্রতিষ্ঠা না করে ফেলেন, দুঃখিত !)
মনু সংহিতার রচনাকাল কি অতটা প্রাচীন? সংস্কৃত ভাষার উদ্ভবকাল কখন?
Perception ta mone hoi bhul
People devoid of any value system often give excuses of liberalism and progressiveness. Nonetheless they essentially remain the same shameless perverts.
@@pinkpasa2634 real questions 😂😂
যদি সেই সময়কালীন সমাজ ব্যবস্থা নিয়ে এখনকার সমালোচকরা মনুকে গালাগাল দিতে পারে তবে উনিও ওনার বক্তব্য আলোচনা করতে পারেন। কারুর না পোশালে উনি শুনবেন না।
খুবই সুন্দর
🙏🙏🙏🙏
🙏🙏🙏