হাশরের ময়দানে মানুষের হিসাব নিকাশ,হাফেজ মাওলানা ইমাম উদ্দিন মাসুম/H.M. Imam Uddin Masum New Waz 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • হাশরের ময়দানে মানুষের হিসাবের ধরণ,হাফেজ মাওলানা ইমাম উদ্দিন মাসুম/H.M. Imam Uddin Masum New Waz 2023
    হজরত আবু বারযা আসলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কিয়ামতের দিন বান্দার দুটি পা ততক্ষণ পর্যন্ত নড়াতে পারবে না; যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে যে, তোমার জিন্দিগি কোথায় ব্যয় করেছ? জ্ঞানানুসারে কি আমল করেছ? সম্পদ কোথা থেকে উপার্জন করেছ আর কিসে খরচ করেছ এবং তোমার শরীরকে কী কাজে নিঃশেষ করেছ?’ (তিরমিজি, দারেমি) হাদিসের আলোকে বুঝা যায় যে, হাশরের ময়দানে প্রত্যেক বনি আদমকেই আল্লাহ তাআলার দরবারে তার কর্মের হিসাব দিতে হবে।

Комментарии • 1