মাত্র ২টি আমল করলে দুনিয়াতে যা লাগবে আল্লাহ তাই দিবে | মুফতী মুস্তাকুন্নবী কাসেমী | Mustakunnabi waz

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • আল্লাহ বলেন বান্দা মাত্র ২টি আমল করো দুনিয়াতে যতই কঠিন কিছু চাও আমি তাই দিবো। ​আল্লামা মুফতী মুস্তাকুন্নবী কাসেমী Mustakunnabi Kasemi waz new waz 2024
    এমন কী আমল আছে, যা করলে আল্লাহ অন্ধকার দূর করে জ্ঞানী করবে?
    কিছু জিনিস ফলো করুন.
    পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন
    তাহাজ্জত নামাজ পড়ুন রাতে ঘুমানোর আগে (100% কার্যকরী নামাজ আমি নিজেই তার প্রমাণ
    ইস্তেকফার করুন
    বেশি বেশি আমল ও দরুদ পড়ুন
    এর মধ্যে আপনি নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
    আমল কবুল হওয়ার শর্ত দুইটি।
    ১) আমল আল্লাহর জন্য হতে হবে।
    ২) আমলটি অবশ্যই রাসুল (সা.)-এর প্রদর্শিত পথে হতে হবে।
    এই শর্ত গুলো মেনে যে কোন আমল করত পারেন।
    কিছু কিছু গুনাহ এর কোনো ক্ষমা হয় না।
    তবে আল্লাহ দয়ার সাগর।উনি কখন কোন সময়,কোন কাজে খুশি হয়ে ক্ষমা করেন তা উনার মর্জি।
    আর কিছু চাওয়ার কথা হলে,গভীর নির্জনে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে করুনভাবে চান।ইনশাআল্লাহ। নিরাশ হবেন না।
    ‘ইসম’ শব্দের অর্থ হলো নাম। আর ‘আজম’ শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ। যেসব নাম দিয়ে আল্লাহর বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয় সেগুলোই ইসমে আজম। আল্লাহর অসংখ্য গুণবাচক নাম আছে।
    এগুলোকে একত্রে ‘আল আসমাউল হুসনা’ বলা হয়। পবিত্র কোরআনের চারটি আয়াতে আল আসমাউল হুসনার কথা উল্লেখ করা হয়েছে।
    হাদিসে আল্লাহর ৯৯টি নামের কথা বলা হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে।
    যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে, সে জান্নাতে যাবে। (বুখারি, হাদিস : ২৭৩৬, ৭৩৯২; মুসলিম, হাদিস : ২৬৭৭)
    ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, বান্দার যেকোনো চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন এবং যেকোনো বিপদাপদ দূরীভূত করেন। আল্লাহ তাআলার উক্ত নামগুলোর মধ্যে কোনটি ইসমে আজম সে সম্পর্কে কয়েকটি হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে।
    ইমাম জালালুদ্দিন সুয়ুতি (রহ.)-কে ইসমে আজম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ‌‘আদ-দুররুল মুনাজ্জাম ফিল ইসমিল আজম’ নামক গ্রন্থ রচনা করেন।
    এ গ্রন্থে তিনি ইসমে আজমের ব্যাপারে ২০টি মতামত উল্লেখ করেছেন। কেউ কেউ ইসমে আজম ৪০ প্রকারের হতে পারে বলে মন্তব্য করেছেন। কাসিম (রহ.) বলেন, আল্লাহর ইসমে আজম হলো যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়, তা তিনটি সুরায় আছে। সুরা বাকারাহ, সুরা আলে ইমরান ও সুরা ত্ব-হা। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫৬)
    অন্য বর্ণনায় আছে, ইসমে আজম উক্ত তিন সুরার নিম্নোক্ত তিনটি আয়াতে আছে।
    তা হলো :
    ১. সুরা বাকারাহর ২৫৫ নম্বর আয়াত তথা আয়াতুল কুরসিতে। ইরশাদ হয়েছে, ‘আল্লাহ, তিনি ছাড়া সত্যিকার মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। ’
    ২. সুরা আলে ইমরানের প্রথম দুই আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ‘আলিফ, লাম, মীম। আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী।’
    ৩. সুরা ত্ব-হার ১১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘চিরঞ্জীব চিরস্থায়ীর সম্মুখে সবাই হবে অধোমুখী।’ (আল মুসতাদরাক আলাস সহীহায়ন, ১/৫০৬)
    ইসমে আজমের ফজিলত
    আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে তাঁর পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটে। মানুষ আল্লাহর নানা গুণাবলি সম্পর্কে জানতে পারে। তা মানুষকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবায়ে কেরাম আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব জ্ঞাপক নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতেন। সুলাইমান (আ.)-এর দরবারে একজন আসমানি কিতাবের জ্ঞানী আসেফ বিন বরখিয়া রানি বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে এসেছিলেন। মুফাসসিররা বলেন, তিনি ইসমে আজম জানতেন।
    ইমাম আবু জাফর তাবারি (রহ.) ও আবুল হাসান আশআরি (রহ.) বলেন, আল্লাহ তাআলার প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কাছ দিয়ে গেলেন। সে বলছিল, ‘ইয়া জাল জালালি ওয়াল ইকরাম’ অর্থাৎ হে মহিমাময় ও মহানুভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসব শব্দ দিয়ে দোয়া করার দরুন তোমার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে। এখন তুমি যা ইচ্ছা তার কাছে চেয়ে নাও। (কানযুল উম্মাল, পৃষ্ঠা ১/২৯২)
    ইসমে আজম সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনা আছে। যেমন :
    এক হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক (রা.) বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল। যখন সে রুকু, সিজদা ও তাশাহুদ পড়ে দোয়া করতে শুরু করল তখন সে তার দোয়ায় বলল,
    ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইন্নি আসআলুকা।’
    #মাত্র_২টি_আমল_করলে_দুনিয়াতে_যা_লাগবে_আল্লাহ_তাই_দিবে
    #যা_লাগবে_আল্লাহ_তাই_দিবে
    #যতই_কঠিন_কিছু_চাও_তাই_দিবো
    #আল্লাহ_বলেন_যতই_কঠিন_কিছু_চাও_আমি_তাই_দিবো
    #মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
    #মুস্তাকুন্নবী_কাসেম
    #Mufti_Mustakunnabi_Kasemi
    #Mustakunnabi_Kasemi_2022
    #মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
    #Mufti_Mustakunnabi_Kasemi
    #mufti_mustakun_nobi_2021
    #মুস্তাকুন্নবী_ওয়াজ_2021
    #মুশতাকুন_নবি_কাসেমী_২০২২
    #মুফতি_মুস্তাকুন্নবী_কাসেমী_নতুন_বয়ান
    #মুফতি_মুস্তাকুন্নবী_কাসেমী_২০২২
    #মুফতি_মুস্তাকুন্নবী_ওয়াজ
    #মুফতি_মুস্তাকুন্নবী_সাহেবের_ওয়াজ
    #mufti_mustakunnabi_kasemi_new_waz_2021
    #mustakun_nobi_waz_2022
    #mustakunnabi_new_waz_2022
    #mostakon_nobi_waz_2022
    #mustakunnabi_kasemi_2021
    #mustakunnabi_new_waz
    #new_waz_2022
    #bangla_waz_2022
    #Bangla_Waz_2021
    #New_Waz_2021
    #Mustakunnabi_Qasemi_Waz_2022
    #New_Mahfil
    #New_Tafsir
    #Allamah
    #নতুন_ওয়াজ
    #বাংলা_ওয়াজ
    #মুস্তাকুন্নবী_কাসেমী_2022
    #মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
    #bangla_waz_2023
    #মুফতি_মুস্তাকুন্নবী_কাসেমী_২০২৩
    #বাংলা_ওয়াজ
    #allamah
    #মুস্তাকুন্নবী_কাসেমী_2023
    #২০২৪
    #Waz 2024
    #new waz 2024
    #mustakunnabi2024
    #allama_mufti_Mustakunnabi_kasemi2024

Комментарии • 6

  • @muftijakaria22
    @muftijakaria22 Месяц назад

    আল্লাহ তায়ালা কবুল করুন

  • @mdjamalkhan7914
    @mdjamalkhan7914 Месяц назад

    সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

  • @JeonJungkook-qx6ep
    @JeonJungkook-qx6ep Месяц назад

    Subhanallhi oa behamdihi Subhanallhil Azim

  • @MstHasina-dz3ud
    @MstHasina-dz3ud Месяц назад

    আলহামদুলিল্লাহ

  • @user-im7lm6cv5p
    @user-im7lm6cv5p Месяц назад

    Fast comment nice

  • @MdHejbullah-zl1dj
    @MdHejbullah-zl1dj Месяц назад

    Aigula kom saren