প্রবল বেগে ছুটছে যমুনার পানি | Flood in Bangladesh | Somoy TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #floodbangladesh #flood
    যমুনার পানি বেড়ে জামালপুরে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জ রেলস্টেশন। জেলার ৫০টি ইউনিয়ন তলিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। পানিবন্দি প্রায় ৫ লাখ মানুষ। এদিকে, বগুড়া, মানিকগঞ্জ, নওগাঁ ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নদ-নদীর পানিতে প্লাবিত গ্রামের পর গ্রাম। দিশেহারা বানভাসি মানুষ।
    আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: www.somoynews.tv
    "SOMOY TV" is the Most Reliable News Source and Leading 24/7 News Based TV Channel in Bangladesh
    ====================
    Somoy TV has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except ‍SOMOY TV (SOMOY Media Limited).
    This Channel is the Based on News and Current Affairs. The uploaded all contents are Made by our own team. Also Sometimes We are using some Third-Party materials where we have the specific authorization and permission to use this on RUclips.
    Stay Connected with us:
    ====================
    "SOMOY TV (Somoy Media Limited)" is the Leading 24/7 News Based TV Channel in Bangladesh.
    Website: www.somoynews.tv
    Google Plus: plus.google.co...
    RUclips: / somoytvnetupdate
    Facebook: / somoynews.tv
    Twitter: / somoytv

Комментарии • 305

  • @khansahebkhansaheb7402
    @khansahebkhansaheb7402 4 года назад +9

    এক অফুরন্ত অবসরের দিকে --------
    আমরা খুব সম্ভবত মৃত্যুর খুব কাছেই দাঁড়িয়ে আছি।
    এ এমন এক মৃত্যু, যা কাছে এলে মানুষকে ভালোবেসে দূরে সরিয়ে রাখাই নিয়ম।
    বিষাদের সুরে গান গাইত যে পাখিগুলি,
    ওরাও আজ ভয়ে নীড়ে বসে আছে চুপচাপ।
    আমাদের যদি মৃত্যুও হয়, তখনও কেউ আমাদের ছোঁবে না।
    না মা, না বাবা, না সন্তান, না প্রিয়মানুষটি।
    পৃথিবীর বড় দুঃসময় এসে গেছে আজ।
    প্রকৃতি খুব বেশি পাপ কাঁধে নিয়ে চলতে পারে না বোধহয়।
    আমরা কখনও বিশ্রাম নিইনি।
    আমরা নিজেরা ছুটেছি। আমরা অন্যদের ছুটিয়েছি।
    আমাদের শেখানো হয়েছে, ছুটে যাওয়ার নামই জীবন।
    আমাদের ক্লান্ত করে রাখা হয়েছে যুগের পর যুগ।
    আজ প্রকৃতি আমাদের এই অশান্ত জীবন থেকে মুক্তি দিতে চাইছে।
    আমরা একতার নামে দূরে সরে গিয়েছি দিনের পর দিন।
    আমরা কাছে আসার অভিনয়ে দূরে থাকাটাকেই রীতি বানিয়ে ফেলেছি।
    আজ, দূরে থাকার নামই দূরেথাকা, কাছে আসার নামই কাছেআসা।
    এ এক নীরব প্রতিশোধ। এ এক চূড়ান্ত উত্তর।
    আমাদের পারিবারিক সম্পর্কগুলি টুংটাং শব্দে ভেঙে গেছে ঠুনকো চুড়ির মতন।
    পিতা তাঁর শিশুটিকে কোলে নিতে ভুলে গেছেন প্রতিদিনই---ক্লান্তিতে, ব্যস্ততায়।
    ঘরের বাইরে থেকে থেকে, দেখা না হবার ব্যস্ততায় থেকে থেকে জীবনের যাপনে অভ্যস্ত আমরা।
    আজ সকল ব্যস্ততা এসে থমকে দাঁড়িয়েছে,
    বহু দিন পর মানুষ আজ খুব কাছ থেকে মানুষ দেখছে।
    আমাদের আকাশ ছিল, আকাশদেখার নিয়ম ছিল না।
    আমাদের সমুদ্র ছিল, সেখানে পা-ভেজানোর সময় ছিল না।
    আমাদের পাহাড় ছিল, সেই পাহাড়ের শরীরছোঁয়ার মনটা ছিল না।
    আজও আমাদের সব আছে ঠিক আগের মতোই।
    বোনাস হিসেবে নিয়ম, সময়, মন…এসবও আছে।
    সাথে আছে আরও একটা নতুন রীতি…তার নাম বন্দিত্ব!
    আমরা জানতে পারছি না, আমাদের স্বস্তি কবে আসবে।
    আমরা বুঝতে পারছি না, আমরা আর কতদিন বেঁচে আছি।
    আমরা ভাবতে পারছি না, আর কতটা ঘুমভাঙা সকাল প্রিয়মানুষটিকে দেখতে পাব।
    আমরা ভয়ে আছি, আমরা অস্বাভাবিক হয়ে আছি,
    আমরা কিছুটা উন্মাদও হয়ে যাচ্ছি বোধহয়।
    আমাদের শুদ্ধতম ভালোবাসাও মৃত্যুকে আটকে রাখতে পারছে না।
    এই সহজ সত্যের প্রত্যক্ষ মঞ্চায়নের অপেক্ষায় থাকতে হচ্ছে তীব্র অনিচ্ছা সত্ত্বেও।
    আমাদের শরীরে রোগ বাসা বাঁধলে আমাদের সবচাইতে কাছের মানুষটিও কাছে ঘেঁষবে না।
    আমরা মরেও যদি যাই, আমাদের কবরের সামনে দাঁড়িয়ে কেউ কাঁদবে না।
    অশ্রুহীনতাই আজকের নতুন নিয়ম। চুপচাপ মরে যেতে দেখাই আজকের নতুন নিয়তি।
    আমাদের সমস্ত ক্ষমতা,
    আমাদের সমস্ত দম্ভ,
    আমাদের সমস্ত ঐশ্বর্য,
    আমাদের সমস্ত অর্জন,
    আমাদের সমস্ত বিশ্বাস,
    আমাদের সমস্ত অভিজ্ঞতা,
    আমাদের সমস্ত যুক্তি,
    আমাদের সমস্ত জয়…
    আজ মিথ্যা হয়ে যাচ্ছে সময়ের কাছে!
    ক্রমেই আমরা এগিয়ে যাচ্ছি এক অফুরন্ত অবসরের দিকে।

  • @matabali4968
    @matabali4968 Месяц назад +1

    ইয়া আল্লাহ আপনী সব কিছু মালিক আমিন

  • @ferdoushosin1432
    @ferdoushosin1432 4 года назад +48

    ইস কি কষ্ট এদের 😭😭।আল্লাহ এদের রহমত দিন 😢।

  • @banglaprovasitaly955
    @banglaprovasitaly955 4 года назад +16

    হে আল্লাহ তুমি সবাই কে হেফাজত কর 🙏🙏🙏🙏

  • @rockstarnoble9068
    @rockstarnoble9068 4 года назад +3

    আল্লাহ তায়ালা সাধারণ মানুষদের বন্যা থেকে মুক্ত করে দিক আমিন।

  • @bdtube.bdtube.8088
    @bdtube.bdtube.8088 4 года назад +2

    যতো কষ্টই হোক না কেন। তাও সবাই বলি। সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা বান্দার হক।

  • @md01830
    @md01830 4 года назад +23

    ডিজিটাল সরকারের উন্নয়নের ফল এবং বন্ধু ভারতের ভালোবাসার এ এক খন্ড চিত্র মাত্র।

    • @jishuappu4815
      @jishuappu4815 4 года назад +2

      ভাইজান বন্যাটা চীন থেকে শুরু হয়েছে নেপালহয়ে ভারত ও বাংলাদেশ

    • @jishuappu4815
      @jishuappu4815 4 года назад

      ভাইজান বন্যাটা চীন থেকে শুরু হয়েছে নেপালহয়ে ভারত ও বাংলাদেশ

    • @sagarsinha7741
      @sagarsinha7741 4 года назад

      Bhai jaan amrao dube gesi ekhane... Jol to sujha akase to pathate parbo naa

    • @md01830
      @md01830 4 года назад +1

      এখন প্রযুক্তির যুগ। বিভিন্ন দেশ সাগরের উপর দিয়েও সেতু বানাচ্ছে, সাগরে সৃষ্টি সুনামি যেন লোকালয় বা শহর ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য সাগরের পাড়ে অনেক সুন্দরভাবে বাধ তৈরি করছে, বিশাল বিশাল ঢেউয়ের মাঝেও আল্লাহর রহমতে ওই সকল বাধ টিকে আছে, কোথাও ত্রুটি হলে তৎক্ষনাৎ সেগুলো মেরামত করে নিচ্ছে। অথচ আমারা উন্নয়ন আর ডিজিটাল বলে চিল্লাই বালির বস্তা ফেলে এবং শুধুমাত্র কাচা মাটি দিয়ে বাধ দিয়ে। এটা কিভাবে টিকবে? তাও আবার আমাদের পানি উন্নয়ন বোর্ড নামের এই সংস্থাটা যেখানে কোন দেখবাল ছাড়া ঘুমিয়ে ঘুমিয়ে বেতন নেয়। আমি মনে করি এ সংস্থাটা বন্ধ করে দেয়াই উচিত, যেহেতু এটা থাকা না থাকা একই কথা দাড়াচ্ছে বছরের পর বছরেও এবং এটা এক অপচয় সংস্থা, কাজের কাজ কিছুই করে না।
      তার উপর বন্ধু ভারতের তেলেচমতি তো আছেই। শুষ্ক মৌসুমে পানি আটকাইয়া দেয় এবং বন্যার সময় সব বাধের মুখ খুলে পানি বাংলাদেশের দিকে ঠেলে দেয়। ঢুবে মরি আমরা, আমাদের জনগণ। কেন শুষ্ক মৌসুমে এত দিন আটকিয়ে রেখেছে পানি, এখন পারে না? সরকারও একখান চিজ, মুখে লজেন্স দিয়ে বসে থাকে। আরে আজ সময় এসেছে ভারতের এসব অন্যায়ের বিরুদ্ধে সরকারী ভাবে কথা বলার।

    • @md01830
      @md01830 4 года назад

      @@sukamalbera2000 নিজের ভাষা সংযত করে কথা বলা শিখবে। তুই তুকারি নিজের বাড়িতে করবে। আর যদি সাহস খুব বেশি হয় সামনে এসে করবে। দূর থেকে কুকুরের মত লেজ নাড়াবা না।

  • @aaravsinsk4296
    @aaravsinsk4296 4 года назад +55

    দেশে এত টাকা খরচ করে পদ্দা ব্রিজ আরো বড় বড় কাজ হচ্ছে। তো সামান্য একটা ফারাক্কা বাদ নির্মাণ করলে এত মানুষ কষ্টে থাকেনা।

    • @বাংলারমুখ-ফ৪ছ
      @বাংলারমুখ-ফ৪ছ 4 года назад +4

      ঠিক

    • @বাংলারমুখ-ফ৪ছ
      @বাংলারমুখ-ফ৪ছ 4 года назад +2

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @নূসরাতজাহানঅর্পা
      @নূসরাতজাহানঅর্পা 4 года назад +2

      কি আর বলব ভাই দেশের কথা কুত্তালীগেরা মানুষকে চুষে টাকা সব ব্যাংকে জমাই রাখছে। আর দেশের মানুষ কত কষ্টে আছে। আর ফারাক্কা বাদ কোন দিন নির্মান করবো না মাঘিয়ে কারন মাঘির স্বামীর দেশের মানুষ কষ্ট পাইবো।

    • @sharminmim3917
      @sharminmim3917 4 года назад +2

      কি যে বলেন না বাধ দিলে তো মুদি কাকু অভিমান করবে

    • @MMmm-jf5rm
      @MMmm-jf5rm 4 года назад +1

      Right

  • @mdalalkhan6809
    @mdalalkhan6809 4 года назад +16

    আল্লাহ রহমত করো

  • @emaartandcraft3450
    @emaartandcraft3450 4 года назад +27

    এইসব দেখলে আমার ভয় হয়, আল্লাহ ভরসা,তবে আল্লাহ জা করেন ভালোর জন্যই করেন,😥😥

    • @yousufmohd3438
      @yousufmohd3438 4 года назад +1

      হুম আল্লাহ ভরসা

    • @আমিশুধুইআমি
      @আমিশুধুইআমি 4 года назад

      Ema Sultana , Darling সহমত

    • @rose1130
      @rose1130 4 года назад

      Aita allay valor jonnoi kortace Ema sultana ..aita kon dik diye valo mone holo apnar ..aita gojob azab

  • @mostafizrahman8421
    @mostafizrahman8421 4 года назад +60

    সরকার এগুলো চোখে দেখবে না

    • @hasanulislam4090
      @hasanulislam4090 4 года назад +2

      সরকারি ভাবে এগুলা দেখা ভালো না..তাই দেখেনা আর কি

    • @আমিশুধুইআমি
      @আমিশুধুইআমি 4 года назад

      চট জলদি , সরকরের কি করার আছে , মূর্খের মতো কথা ,

    • @mdalam2364
      @mdalam2364 4 года назад

      সরকার কি করবে ভাই

    • @mostafizrahman8421
      @mostafizrahman8421 4 года назад +1

      @@mdalam2364 মোকাবেলা না বলে আবাসনের ব্যবস্থা করবে

    • @mostafizrahman8421
      @mostafizrahman8421 4 года назад +1

      @@আমিশুধুইআমি ভাই কাউকে মূর্খ বলা যত সহজ নিজেকে শিক্ষিত বলা তার চেয়ে বেশি কঠিন। পানির সাথে মোকাবেলা করবে এটা না বলে আবাসনের ব্যবস্থা করার কথা মুখ দিয়ে আসে না।

  • @isratjahan7358
    @isratjahan7358 4 года назад +1

    আল্লাহ তুমি অসহায় মানুষের সহায় হও আল্লাহ।

  • @mamunali1571
    @mamunali1571 4 года назад +1

    আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো

  • @sefatullahsefudaofficial7457
    @sefatullahsefudaofficial7457 4 года назад +1

    👉যেখানেই সালাতের সময় হবে সেখানেই সালাত
    আদায় করে নাও! সেই জমিনটাই তোমার জন্যে মসজিদ❤❤
    -----(বুখারীঃ ৩২৪৩)

  • @MahadeMania
    @MahadeMania 4 года назад +9

    এই দিকে কারো খেয়াল নাই, আমরা পড়ে আছি সাহেদ, ডা: সাবরিনাদের নিয়ে।
    আল্লাহ্পাক আমাদের হেদায়াত দানকরুন।

  • @SKBillal10001
    @SKBillal10001 4 года назад

    শুধুই পানি আর পানি-পানি ছাঁড়া এখানে কিছুই নাই--আল্লাহ রহম করুন-আমিন🙏🙏🙏

  • @indrajitmasti7662
    @indrajitmasti7662 4 года назад

    ইশ্বরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারে /

  • @sahinalamsorkar3444
    @sahinalamsorkar3444 4 года назад +3

    Allha tume Sobai rohomoth koro

  • @mdajim9084
    @mdajim9084 4 года назад

    হে আল্লাহ আপনার আরস ছায়াই এদের সবইকে হেফাজত করুন

  • @mdsaddamhosen8691
    @mdsaddamhosen8691 4 года назад +2

    ভাই সরকারের কাছে নয়।সাহায্য চান আল্লাহর কাছে।।আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবেন।।ইনশাআল্লাহ

  • @mdkhan3262
    @mdkhan3262 4 года назад

    আল্লাহ তুমি আমাদের রক্ষা করার মালিক ইয়া আল্লাহ তুমিই পার আমাদের সবাই এই বিপদ থেকে বাচাতে তুমিই পার আল্লাহ ইয়া আল্লাহ তুমিই পার আমাদের সবাই কে খমা করতে ইয়া আল্লাহ আমরা যানি তোমার রাগের চেয়ে তোমার দয়া বেশি আল্লাহ ইয়া আল্লাহ আমরা ই তো তোমার বান্ধা আমরা তোমার কাছে কত অপরাধ করছি তুমি আমাদের সবাই খমার দিষ্টি তে খমা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ তুমিই তো বলছ আমার বান্ধা যত অপরাধ করুক না আমার কাছে একবার খমা চাইলে আমি খমা করে দিব ইয়া আমরা তোমার করব তুমি যেভাবে ইবাদাত করলে তুমি খুশি ওই ভাবে আমরা সবাই ইবাদাত করব ইন্সা আল্লাহ

  • @kazisalauddin4461
    @kazisalauddin4461 4 года назад +1

    আল্লাহ তুমি সবাই মুসলিম ভাই বোনদের হেফাজত করু। আমিন

    • @PrasantaSen-he7vt
      @PrasantaSen-he7vt Месяц назад

      আর হিন্দুরা বাণের জলে ভেসে যাক ।

  • @shaiful71
    @shaiful71 4 года назад

    আল্লাহ,কি অবস্থা এইদিকে।এতো বালা মুসিবত কেন আমাদের দেশের উপর?এমনিতেই আমরা গরিব দেশ,তার উপর বিভিন্ন ধরনের বালা মুসিবত।আল্লাহ আমাদের(কুষ্টিয়া) খুব ভালো রেখেছেন,আলহামদুলিল্লাহ।

  • @bdtube.bdtube.8088
    @bdtube.bdtube.8088 4 года назад +1

    হে আল্লাহ তুমি সকলকেই বিপদ থেকে রক্ষা করো।

  • @MdSHAMIM-uv2yf
    @MdSHAMIM-uv2yf 4 года назад

    হে আল্লাহ একেমন আযাব আমাদের কে মাপকরে দাও মালিক আমরা আপনার গোনাহ ঘার মালিক আপনি মোহান মালিক আমিন ☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝

  • @nightriders10
    @nightriders10 4 года назад

    Thanks Allah, আমাদের এত সম্পদ দিয়েছেন বন্যা, তুফান, ভুমিকম্প, ভুমিধস,গরম,অভাব,রাস্তাঘাট এ দূর্গটনা আরও কত কি। হাহাহাহাহ এ যা সরকারের কথা ত ভুলে গেলাম।

  • @sohorawordihossensohag2898
    @sohorawordihossensohag2898 4 года назад +1

    প্রকৃতিও তাদের সাথে এ রকম করে। তাদের এই মানবেতর জীবনযাপন সতি্য হৃদয়কে নাড়া দেয়। আল্লাহ তাদের রক্ষা করুন।

  • @golanazamazam1174
    @golanazamazam1174 4 года назад

    হায় আল্লাহ পাক আপনি আমাদের সকল কে ক্ষমা করে দিন এবং সকল প্রকার বালামুসিবত থেকে হেফাজত করুন,, আমিন

  • @monsurmiah552
    @monsurmiah552 Год назад

    এখানে প্রশাসন কোথায় ?

  • @mdfokrul1213
    @mdfokrul1213 4 года назад

    ইয়া রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুন আমিন

  • @mosiurrahman5418
    @mosiurrahman5418 4 года назад

    সঠিক পথে না চলার কারনে আমাদের এত বিপদ। আল্লাহ সঠিক পথে চলার বুজ দাও।

  • @monirhossan5039
    @monirhossan5039 4 года назад +3

    Allah apni hepajot korun

  • @luckyakter9502
    @luckyakter9502 4 года назад

    Allah tumi sobaike Hefajote rakho

  • @নুরি-হ১শ
    @নুরি-হ১শ 4 года назад +1

    আল্লাহ মাফ করুক আমিন

  • @beparielias3882
    @beparielias3882 4 года назад +1

    হে আমার আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করুন আমিন 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @miahmiah8049
      @miahmiah8049 4 года назад

      আল্লাহ্ দোয়া করো তুমি বাংলাদেশ কে

  • @jakirhosenakash3447
    @jakirhosenakash3447 4 года назад

    আল্লাহ আমাদেরকে হেপাজত করুন

  • @mamunmamun3376
    @mamunmamun3376 4 года назад

    In sha allah sob thik hoya jabe Allah Ache

  • @nmuhammad4103
    @nmuhammad4103 4 года назад +4

    সংবাদের একটি সংলাপ:
    সরকারের কোনো প্রতিনিধিও আসলোনা আমাদের দেখার জন্য 😥

  • @md.sultankabir1050
    @md.sultankabir1050 4 года назад +2

    বাংলাদেশের প্রধান নদী গুলোর নাব্যতা বাড়ানো আর প্রধান নদী গুলোর দুই পাশে অনেক উঁচু করে বাঁধ দিতে হবে...

  • @md.alamgirsikder1263
    @md.alamgirsikder1263 4 года назад

    এই পানির আসে কোথা থেকে

  • @jrislam5837
    @jrislam5837 4 года назад +10

    Akmatro allahay vorosa

  • @akbarhussain3018
    @akbarhussain3018 4 года назад

    আল্লাহতালা আমাদেরকে সহয়তা করুন আমিন আল্লাহ হুমা আমিন

  • @mdanuwor2375
    @mdanuwor2375 4 года назад

    হে আললাহ আপনি বন্যার পানির কবল থেকে আমাদের রক্ষা করুন আমিন

  • @MayaByRaj
    @MayaByRaj 4 года назад

    "পানি খাওয়ার সুন্নত ৬টি
    ১.বিসমিল্লাহ বলা।
    ২.পানি দেখে খাওয়া।
    ৩.বসে খাওয়া।
    ৪.ডান হাতে খাওয়া।
    ৫.তিন শ্বাসে খাওয়া।
    ৬.শেষে অালহামদুল্লিাহ বলা।
    অামল করলেই অামার লিখা সার্থক হবে"

  • @mazheruddin614
    @mazheruddin614 4 года назад

    এগুলো মানুষের পাপের ফল।
    ইহা আল্লাহ পাকের গজব।
    ইহা প্রমাণিত সত্য ।।

  • @jalalahmed7233
    @jalalahmed7233 4 года назад

    আল্লাহ মাফ করুন আমিন

  • @friendsmediaff7549
    @friendsmediaff7549 4 года назад +5

    Its alarming

  • @mdhafijurrahmanhafijz2302
    @mdhafijurrahmanhafijz2302 2 года назад

    আল্লাহ এদের প্রতি তুমি রহম কর

  • @abulhossen5704
    @abulhossen5704 4 года назад

    হে আললাহ তুমি রহমত কর তুমি রহমানির রাহিম

  • @mdabunasir7118
    @mdabunasir7118 4 года назад

    Allah tomi sokol bipod teke baciye rakho..
    Amin

  • @OmanOman-mi6jq
    @OmanOman-mi6jq 4 года назад

    আল্লাহ সবাইকে রক্কা করু

  • @abulbasher9207
    @abulbasher9207 4 года назад

    হে আমাদের প্রতিপালক! তুমি নিজ হইতে আমাদেরকে অনুগ্রহ দান কর এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিক ভাবে পরিচালনার ব্যবস্থা কর।'
    সূরা নম্বরঃ ১৮, আয়াত নম্বরঃ ১০

  • @ratanmanda
    @ratanmanda 4 года назад +1

    Eid eid mone hoschey

  • @mdparvej1468
    @mdparvej1468 4 года назад +4

    Allah tumi amader maf kore dao r tumr ai aker por ak gojob theke amader mukto koro

  • @ব্ল্যাকহোল-ব৬ধ

    হে আরশের মালিক,,, আমরা গুনাহগার অপরাধী,, আমাদের ক্ষমা করে দেন,,, হেফাজত করেন,, আমিন।

  • @mdshoponislam7869
    @mdshoponislam7869 4 года назад

    আল্লাহ মাফ করুন

  • @tapanbiswas9210
    @tapanbiswas9210 4 года назад

    এখন ফারাক্ষা ছেরে দিলে কি হবে

  • @mdmahmudmahmud2615
    @mdmahmudmahmud2615 2 года назад

    আল্লা হতো দারিদরোদের বাচাও আমিন

  • @razibraju2026
    @razibraju2026 4 года назад

    আল্লাহ্ তুমি রহম কর।

  • @gmengineeringbd8752
    @gmengineeringbd8752 4 года назад +1

    বন্যা পরিস্থিতির অবনতি হলেও নৌকা ব্যবহারের উন্নতি হয়েছে।

  • @sumayamuna9381
    @sumayamuna9381 4 года назад +1

    হয় ফারাক্কা বাধ ভেঙে দেওয়া হোক, নয় তো বা ফারাক্কার পাসে ফারাক্কার চেও বড় বাধ নির্মাণ করা হয়।এটাই আমাদের দাবি

    • @imdipankards1229
      @imdipankards1229 4 года назад

      ফারাক্কা বাঁধ কে ভাঙবে শুনি

  • @FUTUREASIA
    @FUTUREASIA 4 года назад

    Ki mojja onek din dhore dekhenai

  • @kamalhasan7801
    @kamalhasan7801 4 года назад

    আল্লাহ দয়া করো মানুষকে

  • @mohammadahadkhan357
    @mohammadahadkhan357 4 года назад

    Assalamu alaikum.aita actuall news.

  • @mdjahidhasanafridi5812
    @mdjahidhasanafridi5812 4 года назад

    Allah rohomot korun amader ke amin

  • @emranbinkhadim8937
    @emranbinkhadim8937 4 года назад

    চোখের পানি আটকাতে পারলাম না

  • @nislam2027
    @nislam2027 4 года назад

    আজ কেন ভাসবে এতদিন এককভাবে ক্ষমতায় থাকার পর কেন পদ্মা নদী, যমোনা নদী,মেঘনা নদী সহ সকল নদী খনন করা হলনা ।

  • @mdmahmudmahmud2615
    @mdmahmudmahmud2615 2 года назад

    আমি কুয়েত

  • @parthalifestyle6087
    @parthalifestyle6087 4 года назад

    দেখ কেমন লাগে

  • @syedali-kr1fj
    @syedali-kr1fj 4 года назад

    ঢাকা শহরের ভিতরে যে সমস্ত রাস্তা গুলো বৃষ্টি হলে ডুবে যায় সেই রাস্তা গুলোকে প্রথমে চিহ্নিত করতে হবে। তারপর প্রতিটা রাস্তার নিচে ( minimum ১০ মিটার গভীর ) storm drain নির্মাণ করতে হবে। ঢাকার চিহ্নিত জায়গা গুলোর নিচে যদি এমন স্টর্ম drain নির্মাণ করা হয় তবে আর কোনো দিন ঢাকা শহর পানিতে তোলবে না।
    অনেকে বলবে এমন স্টর্ম ড্রেন তৈরিতে অনেক খরচ। আমি তাদের উদ্দেশ্যে বলবো [১] প্রতি বছর এই monsoon season এ যে পরিমান আর্থিক ক্ষতি হয় , সেই ৫ বছরের ক্ষতির পরিমান যদি একসাথে করেন তবে দেখবেন storm drain তৈরির টাকা উঠে গেছে। [২ ] পৃথিবীর অন্যান্ন দেশে রাস্তা নির্মাণে যদি এক কোটি ডলার ব্যায় সেই এইট রাস্তা নির্মাণে বাংলাদেশ খরচ করে ৩ বা ৪ হাজার কোটি ডলার। তবে আপনার কেন বলছেন স্টর্ম ড্রেন করার সামর্থ আমাদের নাই ??

  • @anjuaupi9216
    @anjuaupi9216 4 года назад

    হায়রে জীবন!!😰😰

  • @mdsikanderbadsha4757
    @mdsikanderbadsha4757 4 года назад +1

    সরকারের অতি তাড়াতাড়ি এসমস্ত বন্যা অঞ্চলে ব্যবস্থা নেয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়

  • @zannatunnyemnaziat5541
    @zannatunnyemnaziat5541 4 года назад

    thanks for sharing

  • @raihanz4063
    @raihanz4063 4 года назад

    Mohan Allahopak khoma korun amadar shobaika Amadar shobaika hafajoth korun korun rohmoth borshon korun.....

  • @mrtravellers9473
    @mrtravellers9473 4 года назад

    Allah apni ee rohay

  • @tayobtayob8333
    @tayobtayob8333 4 года назад

    নৌকায় বোড দিন দেশে উন্নত করুন

  • @lingling3979
    @lingling3979 4 года назад

    বন্ধু দেশের উপহার

  • @sushilsarkar9889
    @sushilsarkar9889 4 года назад

    Ai samay Maldar Farakkar 108 ti gate 24 hours khula rakha uchit

  • @dollysiddiqui8116
    @dollysiddiqui8116 2 года назад

    Yah Allah rhom koro

  • @razzabali3258
    @razzabali3258 4 года назад

    গতবছরও চরম বন্যা হইলো,
    তবু দাদারে কিছু না কইলো 😨

  • @sandipias9206
    @sandipias9206 4 года назад

    May God bless them 😶😶😶😶

  • @mdshahjahancoxsbazar1088
    @mdshahjahancoxsbazar1088 4 года назад

    He Allah

  • @banglasjs3632
    @banglasjs3632 4 года назад

    আমাদের আলাকাই বন্যা কিন তু আমাদে আলাকার বন্যা কেও টিভি তে দেখান হচেনা.... কেন...সাভার থে ১০ কিলো মিতার ভিতরে দাম রাই থানা ঢাকা জেলা....???...আমাদে গর বারি সব দুবে যাবে আর কিছুখনের বিতরে

  • @jasimuddin8346
    @jasimuddin8346 4 года назад

    ব্যানার চাইতেও শক্তিশালী আমার 😂😂😂😂😂 কানাডার দেশে সিঙ্গাপুরে পানি😐😐

  • @lifeforislam8274
    @lifeforislam8274 4 года назад

    Singapore pro....

  • @reduanahmed5310
    @reduanahmed5310 4 года назад

    এইসব কি আমাদের সরকারের চোখে পড়ে না?

  • @md.imrankhan4547
    @md.imrankhan4547 4 года назад

    Ya Allah, forgive us.

  • @moazzemhossain4540
    @moazzemhossain4540 4 года назад +1

    ALLAH SARA KEH NEI DEKHAR.

  • @fishbanglatv6211
    @fishbanglatv6211 4 года назад

    Right

  • @aontu09
    @aontu09 4 года назад

    ওহো, সাহেদ আর সাবরিনার পর তাহলে আপনাদের সময় হইছে এই খবর দেখানোর...!

  • @al-aminsk
    @al-aminsk 4 года назад

    valo....

  • @maitrayeesingharoy4924
    @maitrayeesingharoy4924 4 года назад

    ও মাইগড

  • @twilightmr6962
    @twilightmr6962 4 года назад

    Allah tmi ektu doyea koro

  • @tvchannel1066
    @tvchannel1066 4 года назад +4

    banagladesh is land of canal or rivees remine failed to the briam for severeal,,,,,
    😫😫😫

  • @mohiuddinalamgirmamun101
    @mohiuddinalamgirmamun101 4 года назад

    Gorib desh a Amon hoi

  • @noreentanjum179
    @noreentanjum179 4 года назад

    Ata Unnoyon r jower.......

  • @takbirhossain4976
    @takbirhossain4976 4 года назад +1

    সব ভারতের পানি,এই বেপার নিয়ে কিছু বলছেন না কেনো???????????

  • @debayanbhowmik1461
    @debayanbhowmik1461 4 года назад

    Don't worry. Bangladesh is the richest country in the world.

  • @abdullahahsan6116
    @abdullahahsan6116 4 года назад +1

    ভালোভাবে বাঁধ দিলে মোটামুটি কম পানি আসতো

  • @tarekulislam4116
    @tarekulislam4116 4 года назад

    প্রতিবছর এই যে বন্যা এর কি কোনো প্রতিকার নাই? সুষ্ঠু পরিকল্পনা করে কৃত্রিম খাল খনন করে পানি কি সাগরে ফেলার ব্যবস্থা করা যায়না। হয়তো খরচ অনেক তবে প্রতিবছর কোটি কোটি টাকা বাচবে আর জীবনযাত্রাও স্বাভাবিক থাকবে😕